Dataset Viewer
Auto-converted to Parquet
content
stringlengths
84
829
অবসর সময়ে কী করবেন আমার সমবয়সি যারা তাদের সবাই এখনো সরকারি-বেসরকারি, কৃষি বা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। আমি একমাত্র ব্যক্তি যে সাবেক কর্মকর্তা। তার মানে, আমি আগে কর্মকর্তা ছিলাম, এখন কর্মের কর্তা না। তবে আমি অতীতের চেয়ে বেশি এবং নানা ধরনের কর্মের সঙ্গে জড়িত। তার পরও আমার পরিচয় সাবেক কর্মকর্তা এবং আমি অবসর জীবনযাপনে আছি— এটাই আমার বর্তমান পরিচয় সমাজের কাছে। আমার নিজের একটি ব্যক্তিগত কর্মপরিচয় রয়েছে, কিন্তু আমি তার একটু বর্ণনা করব। তার আগে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, সেটি হলো— ধরুন কোনো কারণে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। নতুন পার্টনার জোগাড় করেছেন। এখন যদি সারাক্ষণ সেই পুরনো পার্টানারের কথা ভাবেন তা হলে কী হবে জানেন? বর্তমান পার্টনার এবং আপনি কেউ সুখ-শান্তিতে থাকতে পারবেন না। অতীতকে সামনে না টেনে তাকে তার জায়গায় রাখুন, নতুনকে বরণ করুন এবং বর্তমানের সঙ্গে সময় দিন, দেখবেন ভালো লাগছে।
শীতকে হার মানিয়ে গণিত জয়ের স্বপ্ন | বন্ধুসভাদিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয় ডাচ্-বাংলা ব্যাংক আঞ্চলিক গণিত উৎসব ২০২৪। দিনব্যাপী উৎসবে নানা আয়োজনে অংশ নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। সকাল নয়টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জলিল আহমেদ। তিনি বলেন, ‘আজকে তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ছুটে এসেছে গণিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তা কিন্তু গণিতকে বাদ দিয়ে সম্ভব নয়। ডাচ্-বাংলা ব্যাংক ও কে ধন্যবাদ, তারা এই খুদে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি প্রেম সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে।’
লিবিয়ার জিম্মি করে মুক্তিপণ আদায়একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ইতালি নেওয়ার কথা বলে বিভিন্ন পরিবারের কাছ থেকে ১০ লাখ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। ভিটেমাটি বিক্রি করে একদিকে নিঃস্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। অপরদিকে খোঁজ মিলছে না তাদের সন্তানদের। মামলা করার পর আসামিরা জামিনে বের হয়ে এসে উল্টো হত্যার হুমকি দিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারকে। এ সব মানবপাচারকারী চক্রের জিম্মিদশা থেকে তাদের সন্তানদের উদ্ধারের দাবিতে মঙ্গলবার দুপুরে নড়িয়া পৌরসভা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আসামিদের গ্রেফতার করা হচ্ছে এবং তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রধানত তিনটি মূল ধারা রয়েছে; এগুলোর প্রথমটি হচ্ছে সরকার নির্ধারিত পাঠক্রম (যা বাংলা অথবা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করা যায়), দ্বিতীয়টি হচ্ছে বেসরকারি কেজি লেভেল হতে এ লেভেল পর্যন্ত ইংরেজি মিডিয়ামের ব্রিটিশ পাঠক্রম এবং তুতীয়টি হচ্ছে মূলত আরবি, ফার্সি ও উর্দু ভাষানির্ভর মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। মাদ্রাসাভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটি সরকার নির্ধারিত পাঠক্রম এবং কোনো কোনোটি নিজস্ব পাঠক্রম ব্যবহার করে শিক্ষা প্রদান করে। শেষোক্ত এশ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই। এই একই চিত্র ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রায় একশভাগ প্রযোজ্য।
বিজ্ঞান মেলায় পুরস্কার জিতল দিনাজপুর বন্ধুসভার প্রকল্প | বন্ধুসভামেলার স্টল পরিদর্শনকালে বিচারকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ‘নিরাপদ পানি’ প্রকল্পের দলনেতা সাব্বির হোসেন বলেন, ‘পানির অপর নাম জীবন। তবে দূষিত পানির অপর নাম মরণ। আমাদের প্রকল্পটি মূলত নিরাপদ পানি নিয়ে। দেখা যায়, বন্যাপ্রবণ এলাকাগুলোয় দুর্যোগ–পরবর্তী সময়ে বিশুদ্ধ পানির সংকট দেখা যায়। আমরা যদি এ সময় বৃষ্টির পানি চৌবাচ্চায় ধরে রেখে পরবর্তী সময়ে তা নুড়ি-পাথর, কয়লা ও মাটির সহায়তায় বিশুদ্ধ করি, তাহলে দুর্যোগকালে বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় প্রকল্পটি স্বল্প খরচে বড় ভূমিকা রাখতে পারবে। সে লক্ষ্যেই আমাদের এই প্রকল্প। আমরা চাই এটি নিয়ে গবেষণা হোক।’
ক্রমবর্ধমান যানজট এবং জনসংখ্যা সমস্যার মোকাবিলায় জাতীয় সরকার সম্প্রতি পার্শ্ববর্তী এলাকার দ্রুত নগরায়নের একটি নীতি বাস্তবায়ন করেছে। ঢাকা মহানগরীকে কেন্দ্র করে বিশেষত বর্তমানে দ্রুত জনবিস্ফোরণের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আশঙ্কা করা হচ্ছে যে ২০৩৫ সালের মধ্যে নগরীর জনসংখ্যা ৩ কোটিকেও ছুঁয়ে ফেলতে পারে। ফলে স্বাভাবিক নাগরিক পরিষেবা ভেঙে পড়ার উপক্রম হবে। তাই ঢাকা শহরকে ঘিরে একদিকে বর্তমানে বিভিন্ন উপনগরীর প্রবর্তন করে ও অন্যদিকে সমগ্র দেশ জুড়েই দারিদ্রের যথাসাধ্য মোকাবিলা করে নগরমুখী লাগামছাড়া জনস্রোতকে কিছুটা মোকাবিলা করাই এই পরিকল্পনার লক্ষ্য।
ওপারের যুদ্ধে বারবার কেঁপে উঠছে এপারমিয়ানমারের অভ্যন্তরে গুলিবর্ষণ, মর্টারশেল নিক্ষেপসহ প্রচণ্ড বিস্ফোরণের শব্দে বাংলাদেশ সীমান্ত এলাকা বারবার কেঁপে উঠছে। দেশটি থেকে ছোড়া গুলি, মর্টারশেল এপারে এসে পড়ছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সীমান্তের দুটি বসতঘরে মর্টারশেল এবং আরও পাঁচটি ঘরে গুলি লাগে। মঙ্গলবার মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশের এক নাগরিক আহত হয়েছেন। সীমান্তের আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটছেন। এদিকে, সোমবার মিয়ানমারের মর্টারশেলে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে দুজনের মৃত্যু ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
সশরীর ক্লাস শুরুর পর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ঠাঁই হলো গণরুমে | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের গণরুমে না উঠিয়ে নবনির্মিত হলগুলো চালু করে তাঁদের সশরীর ক্লাস শুরুর কথা ছিল। বিশ্ববিদ্যালয় থেকে গণরুম জাদুঘরে পাঠানোর ঘোষণাও দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। সে কারণে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মাস পর গত বছরের ৩০ নভেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) ক্লাস সশরীর না করিয়ে অনলাইনে শুরু করা হয়। তবে আন্দোলনের মুখে দুই মাস পর সশরীর ক্লাস শুরু হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের যথারীতি জায়গা হয়েছে গণরুম-মিনি গণরুমেই।
মনিরুল ইসলাম গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন। গতকাল রাতে সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বড় ভাই মনিরুলকে আনতে দৌলতদিয়া ঘাটে যান। সেখান থেকে মনিরুল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল আরোহী দুই ভাই গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কে নবুওসিমদ্দিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাটি বহনকারী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে দুই ভাই ছিটকে পড়লে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইন সভা গঠনের ব্যবস্থা করা হয়েছে অন্যূন আঠারোো বছর বয়স্ক নাগরিকদের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। নির্বাহী ক্ষমতা প্রয়োগের ভার অর্পিত হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার উপর; আর এই মন্ত্রিসভাকে যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ রাখা হয়। আরো ব্যবস্থা করা হয় যে, রাষ্ট্রপতি হবেন সাংবিধানিক প্রধান; তার ক্ষমতা ও পরিধি কি হবে, তা খসড়ায় বিধিবদ্ধ করা হয়। এই খসড়ায় নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার ব্যবস্থা করা হয়।
সড়ক নিরাপত্তাহীনতায় অকালে আর কত শিক্ষার্থীর রক্ত ঝরবে | সড়ক নিরাপত্তা দশককে কেন্দ্র করে পৃথিবীর দেশে দেশে সড়ক দুর্ঘটনা কমাতে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ফলে ইতিমধ্যে বহু দেশে সড়ক নিরাপত্তায় দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ এই লক্ষ্যমাত্রা অর্জনে যথাযথ কোনো পরিকল্পনা তৈরি করেনি। সড়ক নিরাপত্তায় যুক্ত বিশেষজ্ঞরা মনে করেন, সড়ক দুর্ঘটনা কমাতে নেওয়া পরিকল্পনাগুলো ছিল গতানুগতিক। এর মাধ্যমে কী অর্জিত হয়েছে আর কী অর্জিত হয়নি বা কী অর্জন করা প্রয়োজন, তার সঠিক কোনো ব্যাখ্যা নেই।
মতবিনিময় সভায় সামনের দিনগুলোতে সবার সহযোগিতা কামনা করেন সাকিব আল হাসান। তিনি বলেন, আশা করি, আপনারা সব সময়ই আমাকে সহযোগিতা করবেন, যত দিকে লাগে। আমি যেভাবে আপনাদের কাজে আসতে পারি, আমাকে জানাবেন। আমি যেন আপনাদের হয়ে সর্বোচ্চ কাজ করতে পারি। যাতে করে আমরা মাগুরায় যে ধরনের কথা বলেছি , প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে দেখতে চান, আমরা যেন ঠিক সেভাবেই মাগুরাকে গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারব বলে আশা করছি। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা লাগবে। আমি আপনাদের সবার কাছে আসব এক এক করে।
রাষ্ট্র যত চাপ দিচ্ছে, ইমরান তত জনপ্রিয় হচ্ছেন | রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস এবং দুর্নীতির আলাদা দুটি মামলার আলাদা রায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছর ও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর দেশটির শক্তিধর সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ইমরানের বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নতুন দিকে মোড় নিয়েছে। গোপনীয় কূটনৈতিক সাইফার (সাংকেতিক কোড ব্যবহার করে লেখা বার্তা) জনসমক্ষে প্রকাশ করার মামলায় ইমরানের সঙ্গে তাঁর সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের জেল দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও বন্ধুসভার পাঠচক্রে ‘ডোং ডোং’ | বন্ধুসভাডোং ডোং ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রামের স্থানীয় ভাষা নিয়ে লেখা একটি মজার বই। বইটি পড়লে অঞ্চলটির সব মানুষ অধিক আনন্দ পাবে এবং শৈশবের স্মৃতিতে ফিরে যাবে। বইয়ের কয়েকটি লাইন এ রকম, ‘এ বন্ধু কেদুর গেল রে? আইকজা ইশকুল (স্কুল) যাবোনি রে? না গেলে তো ষ্যাড় তোক মারে হেনে পিঠিখান ডোং ডোং করে দিবে রে।’ অর্থ দাঁড়ায়, এক বন্ধু আরেক বন্ধুকে স্কুলে যাওয়ার জন্য জিজ্ঞাসা করছে। সে যদি স্কুল না গিয়ে থাকে, তাহলে শিক্ষক তাকে পিঠে মেরে লাল করে দেবে।
ভারত-চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ হবে না | বাংলাদেশের নির্বাচন ও নতুন সরকারের দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্পর্কের গতিপ্রকৃতি, ভূরাজনীতি, বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য, বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ এবং পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে র সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তিনি বর্তমানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া
ভাগনেই শেষ করে দিল পরিবারটিকে | সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন এবং তিনজনকে হত্যার কারণ জানিয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলার মানুষ মাত্র ১০ মাস সময়ের মধ্যে অফুরন্ত আশার প্রতীক এই সংবিধান পেতে যাচ্ছে এবং এই সংবিধানের মাধ্যমে তারা কতটুকু গণতান্ত্রিক অধিকার লাভ করছে, সেটা এখানে আলোচনা হওয়া দরকার। তাছাড়া কিছু লোক এর বিরুদ্ধে ষড়যন্ত্রে তৎপর হয়ে উঠেছে। তারা বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে সংবিধান পাস হতে না পারে, সংবিধান যাতে বানচাল হয়ে যায়, মানুষের আইন যাতে এদেশে টিকতে না পারে, সত্যিকার আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত না হতে পারে।
ভুটানকে ১০ গোলে উড়িয়ে দুর্দান্তভাবে আসর শুরু করেছিল ভারত। তাতে মনে ভয় ধরেছিল বাংলাদেশের মেয়েদের। তার ওপর ভারত দলে ছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা চার ফুটবলার। এতে  ভীতি আরো বেড়ে গিয়েছিল স্বাগতিক মেয়েদের। কিন্তু সেই ভীতি কাটিয়ে সাইফুল বারীর শিষ্যরা ভারতকে হারিয়ে দিয়েছে ১-০ গোলে। পৌঁছে গেছে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। শক্তিশালী ভারতের বিপক্ষে মনে ভয় না রেখে নিজেদের খেলাটাই খেলতে বলেছিলেন সাইফুল বারী। তাতেই মিলেছে এমন দুর্দান্ত জয়।
দেশের অর্থনীতিকে আরও বিস্তৃত করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রীদেশে ব্যবসার পরিধি বাড়িয়ে অর্থনীতিকে আরও বিস্তৃত করা হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক বৈশ্বিক যোগাযোগ অব্যাহত আন্তর্জাতিক বাজারে আমাদের প্রবেশের পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সভাকক্ষে বিজনেস সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২০১৮ সালের চেয়ে ২০২৪ এর নির্বাচন খারাপ হয়েছে: কাদের সিদ্দিকীকৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি বিশ্বাস করেছিলাম, একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, ২০১৮ সালের নির্বাচন গুণমান সম্পন্ন ছিল না। ২০২৪ সালের নির্বাচন তার চেয়েও খারাপ হয়েছে। সেবার তাও কিছু মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এবার সেই পরিমাণ মানুষও ভোটকেন্দ্রে যায়নি, ভোট দেয়নি, ভোট দিতে পারেনি।
শিল্পমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎশিল্প মন্ত্রণালয়ের বিদ্যমান শিল্পনীতি সমূহের যুগোপযোগীকরণ বিসিক শিল্পনগরের কার্যকারিতা বৃদ্ধি ব্যবসার ব্যয় কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরে অবস্থিত বিএসটিআই’র ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষণ সক্ষমতা বাড়াতে শিল্প মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
কোনো ব্যক্তি ‘মানুষ’ হিসেবে কেমন, সেটি তাঁর বেড়ে ওঠার পরিবেশের ওপর নির্ভর করে। অধিকাংশ প্রাণীই জন্মের পর খুব দ্রুত স্বাবলম্বী হয়ে ওঠে। কিন্তু মানবশিশুকে ‘মানুষ’ করে তুলতে হয়। সামাজিক মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান। উদাহরণ হিসেবে সাবেক এই উপাচার্য বলেন জাপানের শিশুদের কথা। পরস্পর আলাপচারিতার সময় নম্রতা ও ভদ্রতার শিক্ষা জাপানের শিশুদের দেওয়া হয় বাড়িতেই। বড় হওয়ার পরেও সেই ভদ্র আচরণ বজায় রাখেন জাপানিরা।
বিলের জমিতে সবজি চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্যের চাকা | অন্যান্য | ফটো গ্যালারিব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রাম। উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের তিতাস নদীর কুল ঘেঁষা চরে উচ্ছে চাষ।বিলের জমিতে সবজি চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্যের চাকা | অন্যান্য | ফটো গ্যালারিবাংলাদেশ ও বিশ্বের সকল খবর ব্রেকিং নিউজ বিডি নিউজ রাজনীতি বাণিজ্য খেলা বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন কালবেলা ডট কম।
সাগরদাঁড়ির মধুমেলা | মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাঙালি পাঠকের কাছে তো বটেই, ভিনদেশি পাঠকের কাছেও অনন্য হয়ে আছেন। বাংলা সাহিত্যের খ্যাতিমান এই কবির জন্ম যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে। এ বছর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মের ২০০ বছর পূর্ণ হলো। প্রতিবছর সাগরদাঁড়িতে সাড়ম্বরে কবির জন্মজয়ন্তী উদ্‌যাপিত হয়। কবির ২০০তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ১৯ জানুয়ারি শুরু হয়েছে মধুমেলা। এই মেলা আজ শনিবার শেষ হবে।
আজ আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সঙ্গে সেই বীর শহীদদের স্মরণ করি যাঁরা জাতীয় মুক্তিসংগ্রামে আত্মাহুতি দিয়েছেন। যাঁদের প্রাণের বিনিময়ে আজ আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান রচনার সুযোগ পেয়েছি। …বাংলা ভাষায় খসড়া সংবিধান পেশ করতে পেরেছি, একারণেও আজকের দিন আমাদের জন্য অত্যন্ত সুখের দিন। বাংলা ভাষার ইতিহাসেও এটা স্মরণীয় ঘটনা। রাষ্ট্র-ভাষা আন্দোলন আমাদের জাতীয় মুক্তিসংগ্রামের যে মহান পর্ব রচনা করেছিল, তার যোগ্য পরিণতি আজ ঘটলো।
জহির রায়হান | বাংলাদেশের প্রগতিশীল চলচ্চিত্র আন্দোলনের পুরোধা | কিশোর আলোজহির রায়হান শুধু সাহিত্যিক হতে পারতেন, কিংবা শুধুই চলচ্চিত্রনির্মাতা। বরফ গলা নদী কিংবা হাজার বছর ধরে নামের উপন্যাস দুটি লিখলেই বাংলা সাহিত্য তাঁকে মনে রাখত। শুধু  জীবন থেকে নেয়া ছবিটি নির্মাণ করলেই বাংলা চলচ্চিত্র জগতে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকত। কিন্তু তিনি কোনো এক জায়গায় স্থির না হয়ে হলেন একজন রাজনীতিসচেতন সাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতা, সাংবাদিকও।
আজীবনের ‘খলনায়ক’ টিআইবির প্রতিবেদন থেকে শিক্ষা নিন এবং তাদের প্রাপ্য সম্মান দিন‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ নামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), যা ৫০টি নির্বাচনী এলাকায় দীর্ঘ সাত মাস জরিপ চালিয়ে তৈরি করা হয়েছে। প্রত্যাশিতভাবেই আওয়ামী লীগ সরকার, আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে সরকারের তিনজন মন্ত্রী এই প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।
মহাযাত্রা | বন্ধুসভাএক দিন, দুই দিন, তিন দিন। মাত্র পাঁচ কি ছয় দিনের ব্যবধান। হুট করে আবারও প্রিয়জনের মৃত্যু। এবার পরপারে চলে গেলেন আমাদের বড় জেঠিমা। যাকে আমরা বড় মা বলে ডাকতাম। ঘুণাক্ষরেও ভাবিনি এমনটি হবে। অ্যাম্বুলেন্সের সাইরেন আমি ছোট থেকে ভয় করি। কোথাও ওই সাইরেনটা শুনলে বুকটা ধুকপুক করে উঠে। এই বুঝি ঘটে গেল একটা অঘটন। সেদিন সাইরেন বাজতে বাজতে অ্যাম্বুলেন্সটা এসে থামল। মেডিকেল থেকে আমাদের বড় মা ফিরলেন। সবাই বিমর্ষ।
বাঙালির চিরায়ত সংস্কৃতি বিকাশে আমরা কাজ করব: সিসিক মেয়রসিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের সংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ। আর সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রার বিকাশে আমরা ঐক্যবদ্ধ। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যে পিঠাপুলির উৎসব অন্যতম গুরুত্বপূর্ণ। দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বক্ষেত্রে এগিয়ে যেতে চাই। তাই সকলে সম্মিলিতভাবে বাঙালির চিরায়ত লোকসংস্কৃতি বিকাশে আমরা কাজ করব।
মোশাররফ যখন কোন্নগরের গ্রেট মস্তান ‘হুব্বা’ | বন্ধুসভামোশাররফ করিম বাংলাদেশের রাফ এবং টাফ অভিনেতা। ব্রাত্য বসুও পশ্চিমবঙ্গের রাফ এবং টাফ পরিচালক। দুজনই উর্বরা মাটির ধানী লঙ্কা। পান্তাভাতে শুঁটকি পোড়ার মতো সহজ, আবার পচা ভাত থেকে হাঁড়িয়া মদ বানানোর মতো কঠিন। এই দুজনের মিলনে যখন কিছু ঘটতে যায়, বোঝা যাচ্ছিল তিলে এবং তালে আপামর বাঙালির আপাত ঘুনে ধরা ম্যাড়ম্যাড়ে জীবনের চৌদ্দপুরুষের উদ্ধার হয়ে যাবে। বাস্তবেও হয়ে উঠল সেটাই।
‘সুদিন সত্তা’য় ফুটে ওঠে দলিত জনগোষ্ঠীর হস্তশিল্পের নৈপুণ্যইতিবাচক সামাজিক রূপান্তর সাধনের চেষ্টার অংশ হিসেবে সবার সামনে তুলে ধরা হয়েছে রাজধানীর বেরাইদ অঞ্চলের অধিবাসী দলিত সম্প্রদায়ের নিপুণ কারুকলা ও হস্তশিল্প। সম্প্রতি (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আলোকিতে ‘সুদিন সত্তা ২.০’ শীর্ষক এক আয়োজনের মাধ্যমে এসব কারুকলা ও হস্তশিল্প তুলে ধরা হয়। দেশের শীর্ষস্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন এর আয়োজন করে।
কার গলায় মালা দেবেন? বিয়ে নিয়ে মুখ খুললেন সুস্মিতানিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন সুস্মিতা সেন। কবে বিয়ে করছেন তিনি? এ প্রশ্ন কিন্তু অনেকেরই। এবার সরাসরি জিজ্ঞেস করা হয় অভিনেত্রীকে। নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সিঙ্গেল মাদার অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বিয়ে নিয়ে তার দৃষ্টিভঙ্গি ভাগ করেছেন। তিনি বর্তমানে মডেল-অভিনেতা রহমান শালের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেও জানা গিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ছোটবেলায় সবাই তাকে ছেলে বলত, কিন্তু একসময় সে বুঝতে পারল যে তার শরীরটা ছেলেদের মতো হলেও সে আসলে মেয়ে। সে মেয়েদের জামা পড়তে চাইত এবং মেয়েদের সঙ্গে খেলতে পছন্দ করত। ছেলেদের সঙ্গে খেলতে গেলে তারা তার কথাবার্তা এবং চালচলন নিয়ে হাসাহাসি করত। পরবর্তীতে তার সঙ্গে পরিচয় হয় আরেকজন তৃতীয় লিঙ্গের মানুষের। সে শরীফাকে নিয়ে যায় হিজড়া সম্প্রদায়ের কাছে। সেখানে সে দেখতে পায় তার মতোই আরও অনেক মানুষ। শরীফা হিজড়াদের সঙ্গেই থেকে যায়।
গ্রামীণ অপবাদ, কুসংস্কারের বলি ‘কুসুম কুসুম প্রেম’ | বন্ধুসভাএই চলচ্চিত্রের কুসুম, ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত অভিনেত্রী মৌসুমী ফুলের মতো মানব প্রকৃতিকে মাতিয়ে রেখেছেন। শিল্পী সত্তায় তিনি যথেষ্ট সুন্দরী। বিন্দুমাত্র সাজগোজ না করেও ক্যামেরার সামনে দাঁড়ালে দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন। কুসুমের প্রেমিক হাশেম মানে ফেরদৌস অভিনয় দক্ষতায় মৌসুমী ফুলের পাশে প্রজাপতির মতো সারাক্ষণই রঙিন পাখনা মেলে নেচে নেচে বেড়িয়েছেন।
পাঠক জরিপ শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষা আইন অনুযায়ী কোনো মন্ত্রী সচিব বা অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন না। এজন্য মন্ত্রী হিসেবেও আমি এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাব না। আপনি কি এই বক্তব্য সমর্থন করেন?শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষা আইন অনুযায়ী কোনো মন্ত্রী সচিব বা অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন না। এজন্য মন্ত্রী হিসেবেও আমি এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাব না। আপনি কি এই বক্তব্য সমর্থন করেন?
'টাঙ্গাইল শাড়ির' উৎপত্তি ভারতে দাবি করায় বাংলাদেশে বিস্ময় ও বিতর্ক বাংলাভারত সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে একটি পোস্টে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য উল্লেখ করা হয়। বলা হয়, এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের বহিঃপ্রকাশ। ওই পোস্টের নিচে অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা যায়। তাদের বক্তব্য টাঙ্গাইল বাংলাদেশের একটি জেলার নাম এবং ওই শাড়িটির উৎপত্তি এই জেলায়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক একটি সেমিনারে বই থেকে শরীফার গল্পের পাতা দুটি ছিঁড়ে ফেলেন এবং জনসমক্ষে সবাইকে একই কাজ করার আহ্বান জানান। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয় ওই শিক্ষকের চাকরির চুক্তি নবায়ন করা হবে না। তিনিসহ শিক্ষাঙ্গনের আরও কয়েকজন এবং ধর্মীয় নেতাদের একাংশের দাবি, শরীফার গল্পটির মাধ্যমে কোমলমতি শিশুদের ভেতরে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
নোয়াখালীর বেগমগঞ্জে একটি ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করার সময় লোহার পাইপ পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।'নাস্তা খেয়ে এসে দুই শ্রমিক এই অবস্থা দেখে চিৎকার দিলে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে চৌমুহনী বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ | হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন, তঁার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হজরত আবু জর জুনদুব ইবনে জানাদাহ (রা.) রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসুল (সা.)! আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসুল (সা.) বলেছিলেন, আয়াতুল কুরসি।
গ্রন্থাগারের প্রায় ২০ হাজার বই ঝেড়েমুছে সাজিয়ে দিলেন বন্ধুরা | বন্ধুসভাসরকারি এ গণগ্রন্থাগারে ৫০০ শত বছরের পুরোনো দুর্লভ বইসহ প্রায় ৪০ হাজার বই রয়েছে। অনেক দুর্লভ বইসহ প্রায় ২০ হাজার বইয়ের ধুলাবালুর আস্তরণ পরিষ্কার করেছেন কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে দিনব্যাপী এ কাজ করেন বন্ধুসভার অন্তত ১৫ বন্ধু। এ ছাড়া বন্ধুরা গ্রন্থাগার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চেয়ার-টেবিল সাজিয়ে রাখেন।
শিশুরা সাধারণত কোনো কিছু নিজে থেকে করতে গিয়ে বেশি শেখে। তবে অনেক অভিভাবকই তাঁদের শিশুসন্তানকে কোনো কাজই করতে দেন না। এদিক থেকে ফরাসি মা-বাবারা অনুকরণীয়। তাঁরা মনে করেন, পূর্ণবয়সী মানুষের মতো শিশুরাও চাইলে নিজের সব কাজ নিজেরাই গুছিয়ে করতে পারে। তাই তাঁরা শিশুদের নিজের কাজ নিজে করতে যথেষ্ট উৎসাহ জোগান। নিজের কাজ নিজে করতে পারলে শিশু শুধু সেই কাজই শেখে না, সঙ্গে ধীরে ধীরে হয়ে ওঠে আত্মবিশ্বাসী।
সিলেটের জৈন্তিয়ার লাল শাপলা রাজ্যে অতিথি পাখির আগমন | অন্যান্য | ফটো গ্যালারিসিলেটের জৈন্তিয়ায় বিলগুলোতে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা লাল শাপলার মধ্যে ঠাঁই নিয়েছে নানা প্রজাতীর পাখি। সিলেটের জৈন্তিয়ার লাল শাপলা রাজ্যে অতিথি পাখির আগমন | অন্যান্য | ফটো গ্যালারিবাংলাদেশ ও বিশ্বের সকল খবর ব্রেকিং নিউজ বিডি নিউজ রাজনীতি বাণিজ্য খেলা বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন কালবেলা ডট কম।
বরিশাল অঞ্চলে আবাদি জমি কমেছে, তবে বাড়ছে ফসলের উৎপাদন | বরিশাল অঞ্চলে নগরায়ণ, সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্প, বসতবাড়ি নির্মাণ, লবণাক্ততা, নদীভাঙনসহ নানা কারণে গত এক দশকে আশঙ্কাজনক হারে কৃষিজমি কমেছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সিডর-আইলা-আম্পানের মতো ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষি খাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে। এর মধ্যেও এ অঞ্চলে প্রতিবছর ধান-চালের উৎপাদন বাড়ছে।
আমাদের যে ভূমিকায় দেখা যায়, সেটা শুধু একটা চরিত্র। একজন অভিনেতা হিসেবে আমরা সেই চরিত্রের প্রতি সহানুভূতিশীল থাকি। কারণ, চরিত্রটা আমরা পর্দায় তুলে ধরি। কিন্তু একজন দর্শক হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা অন্যায়। আপনি এক মন্দ মানুষের ওপর ছবি নির্মাণ করতেই পারেন, আর তা নির্মাণ করা উচিত বলে আমি মনে করি। কারণ, আপনি যদি তাদের ওপর ছবি নির্মাণ না করেন, তাহলে সমাজের কখনো উন্নতি হবে না।
দলের মধ্যে সংশোধন হওয়া দরকার আছে। কঠোর সংশোধন যদি আমরা করতে না পারি, সামনের দিকে দল ভাঙবে না—দল টিকবে না। দলের অস্তিত্বের মূল্য জনগণের কাছে থাকবে না। দলকে মানুষ ভালোবাসবে না, দলের প্রতি মানুষের আস্থা থাকবে না, মানুষ মনে করবে না দল তাদের স্বার্থে পরিচালিত হচ্ছে। হয়তো মনে করবে কিছু নেতা-নেত্রীদের ব্যক্তিগত স্বার্থে দলটি ব্যবহৃত হচ্ছে। তাহলে জনগণের দল হবে না, জনগণের দল ছাড়া দল টিকবে না।
ইকোফ্রন্টলাইনস – জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর একটি দক্ষিণ এশিয়া৷ এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে এর তীব্রতাও৷ প্রকৃতির সঙ্গে লড়াই করা এই মানুষগুলোর কেউ কেউ হয়ে উঠেছেন ‘ক্লাইমেট হিরো’৷ পরিবেশকে বাঁচাতে নিত্যদিন লড়াই চালিয়ে যাচ্ছেন৷ এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভূ-রাজনীতি, টেকসই জীবন যাপন ও সেই হিরোদের গল্প বলবে ‘ইকোফ্রন্টলাইনস’৷
শিক্ষা ও নৈতিকতা প্রসারে সম্মাননা পেলেন ১০ গুণী শিক্ষক | তাঁদের মেধা, মনন, শ্রম ও ভালোবাসায় সমাজ আলোকিত হয়। বিনির্মিত হয় সমৃদ্ধ জাতিসত্তা। তাঁদের দীক্ষায় বেড়ে ওঠে মননশীল প্রজন্ম। মেধা বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা কিংবা আদর্শিক জীবনের বীজটিও বুনে দেন তাঁরা। আর এমন ১০ গুণী শিক্ষককে শিক্ষা ও নৈতিকতা প্রসারে অসামান্য অবদান রাখায় প্রদান করা হলো ‘আদর্শ শিক্ষক’ সম্মাননা।
এখানে বিরোধী দল বলে কোনো আইন নেই যে, বিরোধী দলের তকমা যাদের লাগানো আছে তারা এই আইনের মধ্যে যাবে। এখানে যে অপরাধের সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে, তাদেরকেই এই আইনের আওতায় নেওয়া হবে। যারা অবরোধ করবে, যানবাহন ভাঙচুর করবে, যারা রাস্তাঘাট বন্ধ করে দেবে; আপনারা দেখেছেন, কোনো একটা তুচ্ছ ঘটনা হলেই উত্তেজিত জনতা রাস্তা বন্ধ করে দেয়। তুচ্ছ ঘটনা হলেই, ভাঙচুর শুরু করে দেয়। এ জন্য এই আইনটি প্রয়োজন ছিল।
ভাবলেই কাজ করবে ফোন,কম্পিউটার!আগামীতে আর মনের কথা টাইপ করে লিখতে হবে না। হাতের কাছেও রাখতে হবে না ফোন বা কম্পিউটার। মনে মনে ভাবলেই সেটা টাইপ হয়ে যাবে নিমেষে। এমন দিন আসতে খুব আর দেরি  নেই। কারণ, এই প্রথম এক রোগীর মস্তিষ্কে ‘ব্রেনচিপ’ স্থাপন করা সম্ভব হয়েছে। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। খবর হিন্দুস্থান টাইমসের।
যুগান্তরের ঔজ্জ্বল্য চোখে পড়ার মতো: নজরুল ইসলামদেশে উন্নতমানের যে কটি দৈনিক পত্রিকা আছে, সেগুলোর মধ্যে যুগান্তর অন্যতম। আমি এর গুণমুগ্ধ পাঠক। এ পত্রিকা পাঠ করে আমার তৃপ্তি হয়, আনন্দ হয়। প্রকাশনার শুরু থেকেই পত্রিকাটি দেশের অর্থনীতি, সমাজ, পরিবেশসহ সব ধরনের খবরের পাশাপাশি আমাদের সমৃদ্ধির সামগ্রিক চিত্রও তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। আমার মনে হয়, এক্ষেত্রে এর সাফল্য চোখে পড়ার মতো।
প্রথম পর্বের ইজতেমা থেকে তাবলিগের পথে ২৭৫০টি জামাতরোববার শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্বমানবতার শান্তি, মুক্তি, নিরাপত্তা, ঐক্য এবং ইহ-পরলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে আকুতি-মিনতি করে অশেষ রহমত কামনা করেছেন দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান।  ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। 
দক্ষিণ আফ্রিকায় এক দিনে সাড়ে আট হাজার শনাক্ত | নাগরিক সংবাদদক্ষিণ আফ্রিকায় নিয়মিত লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সপ্তাহের শুরুর দিনগুলোয় গড়ে আড়াই হাজার করে পজিটিভ হলেও মঙ্গলবার চার হাজার ছাড়িয়ে বুধবারে এসে একলাফে সাড়ে আট হাজারে দাঁড়িয়েছে। প্রাদেশিক হিসেবে এক দিনে রেকর্ড ৬ হাজার ১৬৮ জন আক্রান্ত নিয়ে করোনা হটস্পটখ্যাতি ধরে রেখেছে জোহানেসবার্গকে ঘিরে থাকা ঘাটিং প্রদেশ।
বুটেক্সে ভর্তিতে আবেদন শুরু, এইচএসসির পাঠ্যসূচিতে পরীক্ষা ৮ মার্চ | বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল-১–এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন অনুষদের বিভাগসমূহে চার বছর মেয়াদী কোর্সের আবেদন ২৮ জানুয়ারি শুরু হবে। ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে: প্রতিমন্ত্রী রুমানা আলী | প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নব নব আবিষ্কারে আজকের পৃথিবী যখন বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে, সমাজ, সভ্যতা আর পৃথিবী যখন প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে তখন পরিবর্তিত পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলত হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হবে।
মিয়ানমানে জান্তা বনাম বিদ্রোহীরা : সেনাবাহিনী কি পরাজয়ের মুখে? বাংলা২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক সরকার ক্ষমতা দখলের পর থেকেই উত্তেজনা চলতে থাকলেও এতোটা কোনঠাসা পরিস্থিতিতে সেনাবাহিনীকে এর আগে আর পড়তে হয়নি। গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে।
গাইবান্ধার বিরাট রাজার ঢিবিতে পাওয়া গেল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরাট রাজার ঢিবিতে প্রথমবারের মতো প্রত্নত্বাত্তিক খনন কাজ পরিচালনা করছে প্রত্নতত্ত অধিদপ্তর। খননের মাঝামাঝি সময়ে বেরিয়ে এসেছে বেশকিছু অবকাঠামো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো প্রাচীন ও মধ্যযুগের হতে পারে বলে ধারণা করছে খনন কাজে নিয়োজিত রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক দল।
পত্রিকা ৫ই ফেব্রুয়ারি: 'অবিবাহিত বেশি সিলেটে খুলনা এগিয়ে বিচ্ছেদে' বাংলা৫ই ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত দৈনিকগুলোর প্রথম পাতায় মিয়ানমার সীমান্তে সংঘাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের অভিযোগ নিয়ে উত্তাল ক্যাম্পাস- এ সংক্রান্ত খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশ ব্যাংকের নতুন রোডম্যাপ, বাংলাদেশের নতুন সরকারের সাথে জো বাইডেনের একযোগে কাজ করার বার্তাও আলোচনায় আছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলার তারিখ পরিবর্তন | বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠেয় চাকরি মেলার তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ১০ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে এনজিও-বিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের সিভি চাওয়া হয়েছে।
চার শিকল ভাঙতে না পারলে মধ্যম আয়ের ফাঁদে পড়তে হবে | ড. সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং) নির্বাহী পরিচালক। অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কী, উত্তরণের পথ ও বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেছেন র সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মনোজ দে
সিসিটিভি নজরদারিতে এলো সোনালি ব্যাংকের সব শাখাদেশের প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয়ভাবে অত্যাধুনিক ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) প্রযুক্তি চালু করেছে। এর ফলে দেশের ১১২৬টি শাখায় একযোগে সাইবার নজরদারি প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে ব্যাংক ও তার গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদী।
ছুটির দিনে লোকজ উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | অন্যান্য | ফটো গ্যালারিনারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরে আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলার ফটক।ছুটির দিনে লোকজ উৎসবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | অন্যান্য | ফটো গ্যালারিবাংলাদেশ ও বিশ্বের সকল খবর ব্রেকিং নিউজ বিডি নিউজ রাজনীতি বাণিজ্য খেলা বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন কালবেলা ডট কম।
ধরা নিষিদ্ধ, তবু প্রকাশ্যে বিক্রি-রপ্তানি | বন্য প্রাণী আইন অনুযায়ী বাংলাদেশে হাঙর শিকার নিষিদ্ধ হলেও জেলেদের জালে নিয়মিতই ধরা পড়ছে বিপন্ন এই সামুদ্রিক মাছ। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলবর্তী এলাকায় প্রায়ই জেলেদের জালে হাঙর ধরা পড়ে। আর ঘাটে এনে এসব হাঙর বিক্রি করা হয় উচ্চমূল্যে। প্রক্রিয়াজাত করে হাঙরের শুঁটকিও বিক্রি হচ্ছে চড়া দামে।
সংঘর্ষের ছবি তোলায় সাংবাদিকদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা | ছাত্রলীগের সংঘর্ষের ছবি তোলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন সাংবাদিক আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের একটি কক্ষের আসন দখল করা নিয়ে ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিমানযাত্রায় কি খেলনা অস্ত্র সঙ্গে নেওয়া যাবে | কিশোর আলোমাঝেমধ্যে দেখা যায় বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের তল্লাশি চলছে। সেখানে মন খারাপ করে কোনো শিশু দাঁড়িয়ে আছে। কখনো শিশুদের কাঁদতেও দেখা যায়। অনেক কারণেই শিশুরা কাঁদে। তবে একটি কারণ, শিশুদের প্রিয় খেলনা রেখে দিয়েছেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। খেলনার মধ্যে থাকে খেলনা পিস্তল বা অস্ত্রজাতীয় কিছু।
বানর-জাতীয় প্রাণী রক্ষায় যেভাবে কাজ করে যাচ্ছেন স্বামী-স্ত্রী | বানর-জাতীয় প্রাণী সংরক্ষণে ছয় বছর ধরে কাজ করছেন হাসান-মারিয়া দম্পতি। দুর্ঘটনায় বানরের মৃত্যু কমিয়ে আনতে হবিগঞ্জের সাতছড়ি বনে বাংলাদেশের প্রথম আর্টিফিশিয়াল ক্যানপি ব্রিজ স্থাপন করেছেন। ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে নানান প্রাণীর পারাপার। কেমন ছিল তাঁদের সেই যাত্রা, বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি
কুলিয়ারচরে ট্রাক্টরের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু | কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ লাগোয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আক্তার মিয়া (৩৩) ও তাঁর সাড়ে পাঁচ বছর বয়সী ছেলে আকছার মিয়া। তাঁদের বাড়ি কুলিয়ারচর পৌর শহরের নোয়াগাঁও ব্যাপারী বাড়ি এলাকায়।
কুমিল্লা-৫ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য হাশেমের মৃত্যু | কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ ৪ জন রিমান্ডেপ্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল কারসাজির চেষ্টা মামলায় রাজশাহীতে তিন পুলিশ সদস্যসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  আদালত-৪ এর বিচারক ফয়সাল তারিক মঙ্গলবার সকালে আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এফডিসির নিজস্ব তহবিল থেকেই কর্মীদের বেতন-ভাতা পরিশোধের বিধি রয়েছে। তবে লোকসানের মুখে প্রায় দেড় দশক ধরে ধুঁকছে ঢাকাই সিনেমার প্রাণকেন্দ্র এফডিসি। চলচ্চিত্রের শুটিং কমে যাওয়া, অব্যবস্থাপনাসহ নানা জটিলতার জেরবারে নিজস্ব তহবিল থেকে কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে বছর বছর সরকারের অনুদানের ওপর নির্ভর করে চলছে প্রতিষ্ঠানটি।
স্কুলের প্রথম দিনটাই দুনিয়াতে কেন আবিদার শেষ দিন? | সাধারণ মানুষের এই সম্মানহীনতা ভারতের মতো একই ঔপনিবেশিক উত্তরাধিকার বহন করা বাংলাদেশের জন্যও সত্য। বরং সেই সত্যটা আরও অনেক বেশি ও দৃষ্টিকটুভাবে প্রকট। ব্রিটিশ কালপর্বে ঔপনিবেশিক প্রভু আর উপনিবেশিত প্রজা—এই শাসনকাঠামোকে কেন্দ্র করে যে নৈতিকতা গড়ে উঠেছিল, তার পরম্পরা আমরা চেতনে-অবচেতনে বহন করে চলেছি।
মানুষের চেয়ে গাছের সংখ্যা বেশি যে শহরেযুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের বৃহত্তম শহর শেফিল্ড। নদী আর উপত্যকায় ঘেরা সবুজময় এক শান্তির শহর। অথচ এ শহরেই রয়েছে ৪২৫ টন ওজন ও ১২ হাজার হর্সপাওয়ারের রিভার ডন ইঞ্জিন। ইউরোপের সবচেয়ে শক্তিশালী একটি কার্যকরী স্টিম ইঞ্জিন থাকা সত্ত্বেও শেফিল্ড একটি শীতলতম শহর। যেখানে মানুষের চেয়ে গাছের সংখ্যা অনেক বেশি। বিবিসি।
সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন | আগামী দুই বছরের জন্য স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি-সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্কাছ আলী আকাশ এবং সাধারণ সম্পাদক আশরাফ উল আলম স্বাক্ষরিত ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত ১৮ জানুয়ারি।
সে আমাকে বলেছে, তার সাথে সংসার করতে হলে, পুরোপুরি তার কথা মতো চলতে হবে। এমনিতে জ্ঞান অর্জনের জন্য পড়তে বলে, মাঝে মাঝে বিভিন্ন কোর্স এ ভর্তি করায়। কিন্তু একাডেমিক পড়া-শোনা করাতে চায় না। আমাকে বলে দিয়েছে যদি আমি পরীক্ষায় এটেন্ড করি, তাহলে আমাদের সম্পর্ক আর থাকবে না।সে রাগ করে ১ তালাক দেয়ার পর আমি বাসা থেকে বের হয়ে আমার এক বান্ধুবীর বাসায় বসে আছি।
নির্বাচনের পর প্রথমবার মাগুরায় সাকিব, চাইলেন সবার সহযোগিতা | মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার সাকিব আল হাসান নিজ নির্বাচনী এলাকায় প্রথমবারের মতো এসেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি মাগুরা শহরের সাহাপাড়ায় নিজ বাড়িতে আসেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাকিব সদর উপজেলা পরিষদে এক মতবিনিময় সভায় যোগ দেন।
নাবালক রাজনীতি ও প্রতিবেশীর অভিভাবকত্ব | পররাষ্ট্রমন্ত্রী আমাদের জাতীয় নির্বাচনে যেভাবে ভারতের অভিভাবকত্ব প্রকাশ করেছেন, তা অন্যভাবেও করা যেতো। তার মনে রাখা উচিত ছিল যে রাজনীতিতে যত দুর্বলতাই থাকুক না কেন পররাষ্ট্রমন্ত্রী শুধু একজন মন্ত্রীই নন, তিনি রাষ্ট্রের প্রধান কূটনীতিক। আর, আজকাল ছোট শিশুরাও মাত্রাতিরিক্ত অভিভাবকত্ব মেনে নিতে চায় না।
সন্তান ভুল করছে ভেবে উত্তেজিত হয়ে বাধা দিতে চান অভিভাবকেরা। এ ধরনের ঘটনা যে ঘটতেই পারে, সেটিকে ব্যাখ্যা না করে, ছেলেমেয়েদের সঙ্গে কথা না বলে উত্তেজিত হয়ে পড়া ঠিক নয়। কখনো আবার মা–বাবার এই খারাপ আচরণ সন্তানের ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে। যা থেকে সন্তানের আচরণজনিত সমস্যা তৈরি হয় এবং পরিণত বয়সে সন্তান সম্পর্কের টানাপোড়েনে পড়তে পারে।
সংবাদপত্রশিল্পের শুল্ক-কর কমানোর প্রস্তাব নোয়াবের | সংবাদপত্রশিল্প সম্প্রতি কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন ডিজিটাল মাধ্যমের বিস্তারের পাশাপাশি টেলিভিশনের অপ্রতিরোধ্য অগ্রগতি যেমন সংবাদপত্রশিল্পকে বিরূপ পরিস্থিতির মুখোমুখি করেছে, তেমনি বিভিন্ন শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, করপোরেট কর এই শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।
চিরতা, নিম-চন্দন বা হলুদ - আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি যেভাবে কাজ করে বাংলাবাংলাদেশে চারটি চিকিৎসা পদ্ধতি স্বীকৃত, এরমধ্যে আয়ুর্বেদকে বলা হয় সবচেয়ে প্রাচীন ও ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদ চিকিত্‍সা ৫০০০ বছরের পুরনো এবং এর উদ্ভব হয়েছে ভারতবর্ষে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই চিকিত্‍সা পদ্ধতি বেশ পরিচিতি পেয়েছে।
আফ্রিকা থেকে প্রবাসীদের আসতে নিরুৎসাহিত করতে মিশনে মিশনে চিঠি | এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অমিক্রনের সংক্রমণের পরিপ্রেক্ষিতে আফ্রিকা অঞ্চলের দেশগুলো থেকে প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। এ লক্ষ্যে আমরা আমাদের মিশনগুলোকে চিঠি দিয়েছি। তবে কেউ যদি দেশে আসেন, তাহলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’
ভারতের পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং–সম্পর্কিত অধ্যায় | ভারতের হাইস্কুলের শিক্ষার্থীরা এবার প্রেম ও ডেটিং নিয়ে পড়াশোনা করবে। দেশটির সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) নবম শ্রেণির বইয়ে যুক্ত করেছে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’ নামের এক অধ্যায়। সেই অধ্যায়ে ‘গোস্টিং’, ‘ক্যাটফিশিং’ ও ‘সাইবারবুলিং’–এর মতো শব্দগুলোরও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
তাবলিগ জামাতের ছয় উসুল গুরুত্বপূর্ণ | ১. কালেমা, ২. নামাজ, ৩. এলেম ও জিকির, ৪. ইকরামুল মুসলিমিন, ৫. তাহসিহে নিয়ত ও ৬. দাওয়াত ও তাবলিগ। তাবলিগ জামাতের ছয় উসুল বিচ্ছিন্ন কোনো বিষয় নয়; বরং প্রতিটি বিষয়ের সঙ্গে আরেকটির সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই একটিকে বাদ দিয়ে অন্যগুলো বোঝা যাবে না ও সব কটিকেই গুরুত্ব দিয়ে চর্চা করার কথা বলা হয়েছে।
খেলার মাঠ সংস্কারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন | শরীয়তপুর জেলা স্টেডিয়ামে হতে যাওয়া মাসব্যাপী মেলার আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই মাঠ থেকে এখনো মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি। মাঠে রয়ে গেছে অসংখ্য গর্ত। এ পরিস্থিতিতে খেলার মাঠটি রক্ষা ও সংস্কারের দাবিতে স্থানীয় একটি সংগঠন মানববন্ধন করেছে।
এইচএসসি পরীক্ষার্থীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে | শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সারা বিশ্ব একটি দুর্যোগময় সময় পার করছে। এখন করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে। এরই মধ্যে কাল থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষা। তাই শিক্ষার্থীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেন সংক্রমণ না বাড়ে, পরীক্ষা যেন বন্ধ করে দিতে না হয়।
ইমরান খান: অবৈধ বিয়ের দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও স্ত্রী বুশরা বিবি কারাগারে বাংলাকথিত আছে, একবার ইমরান খান ১৩ শতকে নির্মিত এক দরগায় পরামর্শের জন্য গিয়েছিলেন পাঁচ সন্তানের মা বুশরা বিবির কাছে। বলা হয়, একদিন বুশরা বিবি স্বপ্নে দেখেন যে কেবল তাদের বিয়ে হলেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন। এরপর তারা বিয়ে করেন।
আনর্ত অর্হণপত্র পাচ্ছেন জ্যোৎস্না বিশ্বাস, বাবুল বিশ্বাস ও আবু তাহের | আগামীকাল সোমবার দেখা যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘আনর্ত’ নাট্যমেলায়। একইভাবে থিয়েটারসংশ্লিষ্ট সব ডকুমেন্ট সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্বদরবারে পরিচিত করার জন্য দেখা যাবে বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের নির্বাহী পরিচালক বাবুল বিশ্বাস ও থিয়েটারের একমাত্র আলোকশিল্পী আবু তাহেরকে
জাতীয় দল কিংবা ঘরোয়া লিগ; লম্বা সময় ধরে সাবিনা খাতুন ও সানজিদা আক্তার লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। জাতীয় দলের পাশাপাশি বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছেন সতীর্থ হিসেবে। কিন্তু এবারের প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। লড়তে হচ্ছে একে অপরের বিপক্ষে। ভারতের নারী ফুটবল লিগে আগামীকাল মুখোমুখি সাবিনার কিকস্টার্ট এফসি এবং সানজিদার ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব।
ইজতেমা শুরু হয় যেভাবে | তাবলিগ জামাত একটি প্রভাবশালী ইসলামি আন্দোলন। সমগ্র বিশ্বে যা সর্বাধিক বিস্তৃত। ব্রিটিশ ভারতের দিল্লিতে ১৯২০-এর দশকে মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভী (র.)-এর (১৮৮৫-১৯৪৪) নেতৃত্বে এই আন্দোলনের সূচনা। তাঁর প্রতিষ্ঠিত তাবলিগ জামাতের অন্যতম প্রধান উদ্দেশ্য একজন মুসলমান ব্যক্তিকে ‘সত্যিকার’ মুসলমান হিসেবে গড়ে তোলা।
সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ১০ জনের ফাঁসি, ৬ জনকে যাবজ্জীবনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ১০ জনের ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সিলেটে দুটি পৃথক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন | সিলেটে দুটি পৃথক হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী ও সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই দুই মামলার রায় দেন।
গরুর খামারের কিছু দূরে গরুর জন্য এক একর জায়গায় ঘাসের চাষ করেছেন। কয়েক দিন ধরে কে বা কারা জমির ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে। ২০ জানুয়ারি ১০ থেকে ১৫ জন যুবক ঘাসগুলো কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাঁরা গুলি করতে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে প্রাণে বেঁচে যান। পরে স্থানীয় লোকজন চারজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। তাঁদের হাতেও অস্ত্র ছিল।
টাঙ্গাইল শাড়ি কীভাবে ভারতের হয় | টাঙ্গাইল শাড়ির সঙ্গেই এর নির্দিষ্ট ভূখণ্ড বা ভৌগোলিক অবস্থান যুক্ত। মানে এটি এমন একটি শাড়ি, যার উৎপত্তিই হচ্ছে টাঙ্গাইলে। আর এই টাঙ্গাইল হচ্ছে বাংলাদেশের একটি জেলা। কোনো একটি পণ্য চেনার জন্য জিআই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। জিআই স্বীকৃতি পাওয়া পণ্যগুলো অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে আলাদাভাবে চেনা যায়।
দুর্জয়ের ২৪ বছরের রেকর্ড ভাঙলেন ব্র্যান্ডঅভিষেক টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে নেমে রেকর্ডবুকে নাম লিখে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার নিল ব্র্যান্ড। দক্ষিণ আফ্রিকার প্রথম সারির ক্রিকেটারদের বেশিরভাগই নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টিটুয়েন্টি লিগে ব্যস্ত থাকায় আনকোড়া দল নিয়েই নিউজিল্যান্ড সফরে আসে দক্ষিণ আফ্রিকা।
কুড়িগ্রামে বোরো রোপণে ব্যস্ত চাষিরা | অন্যান্য | ফটো গ্যালারিকুড়িগ্রামের উলিপুরে চারা রোপণ উপযোগী জমি প্রস্তুত করছেন এক ট্রাক্টর চালক।কুড়িগ্রামে বোরো রোপণে ব্যস্ত চাষিরা | অন্যান্য | ফটো গ্যালারিবাংলাদেশ ও বিশ্বের সকল খবর ব্রেকিং নিউজ বিডি নিউজ রাজনীতি বাণিজ্য খেলা বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন কালবেলা ডট কম।
ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্যে প্রিন্স হ্যারিরাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রিন্স হ্যারি। বাবাকে দেখতে এসছেন তিনি। খবর বিবিসি। স্ত্রী অভিনেত্রী মেগান ম্যার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন হ্যারি। বাকিংহাম প্যালেস সোমবার রাজার ক্যানসার শনাক্তের খবর দিয়েছে। পাশাপাশি তার
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে। এ নিয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে। তিনি বলেন বর্তমানে সিঙ্গাপুর ও কলম্বো হয়ে থাইল্যান্ড যেতে সময় লাগে ২০ থেকে ২২ দিন আর সরাসরি জাহাজ চললে লাগবে মাত্র ৩ থেকে ৪ দিন।&;
শ্রীমঙ্গলে দুই শতাধিক মানুষের মধ্যে ট্রাস্টের কম্বল বিতরণ | ট্রাস্ট ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। এর আগে গত কয়েকদিন ধরে হোসনাবাদ চা বাগান, নন্দরানী চা বাগান, জঙ্গলবাড়ি চা বাগান, এম আর খান চা বাগান ঘুরে ঘুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় র স্থানীয় প্রতিনিধি দুঃস্থ মানুষদের তালিকা তৈরী করে।
কারাবন্দী ইমরান খান কী পারবেন সেনাবাহিনীকে মোকাবিলা করতেপাকিস্তানের নির্বাচনের বাকি মাত্র আর দুদিন। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। তবে নির্বাচনের আগে কারাগারে বন্দী রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়ার ঘটনা পাকিস্তানে
মিয়ানমার সীমান্তে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে বেড়েই চলেছে উত্তেজনা। এরই জেরে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ
‘আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার’ পেলেন মহিউদ্দিন সরকার | নাগরিক সংবাদ'উদার আকাশ আল্লামা ড. মুহাম্মদ ইকবাল স্মৃতি পুরস্কার' এ ভূষিত হলেন লেখক ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মহিউদ্দিন সরকার। এই পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় এক লাখ এক টাকা। 'ইসলামের পরিচয়' নামক গ্রন্থটির জন্য মহিউদ্দিন সরকার ওই পুরস্কার প্রদান করা হয়।
একজন মেয়ের মা কতটুকু অসহায় হলে তার মেয়ের বিয়ের জন্য প্রকাশ্যে সামনে এসে সহযোগীতা চাই একটু সকলে ভেবে দেখবেন।আরেকটি বিষয় হলো একজন ছেলে বা ছেলের পরিবার তারাও বুঝে না যে মেয়ের পরিবার অসহায় তাদের কে যদি মন্দিরে বিয়ের সকল কিছু ব্যবস্হা করার সুযোগ করে দিতো তাহলে মেয়ের মা বা পরিবার থেকে প্রকাশ্যে সকলের সামনে এসে সাহায্য চাইতে হতো না।।
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
67