content
stringlengths 0
129k
|
---|
বিশেষ করে, অথরিটিকে কিভাবে নমনীয় করেছিলাম সেই কাহিনী জানিয়ে দিলে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মত ঘটনা ঘটবে না তো আবার? অথচ আগামী পর্বে তো সেই কাহিনীই লিখতে যাচ্ছি! :-/ |
গৌড় দেশে জন্ম মোর - নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল |
জাত-বংশ নাহি মানি - অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে |
লুৎফুল (৭৮-৮৪) |
অক্টো. ১৪, ২০১৫ @ ১:১০ পূর্বাহ্ন |
:: :: |
মঈদ (১৯৯৩-৯৯) |
অক্টো. ১৩, ২০১৫ @ ৩:৪৪ অপরাহ্ন |
মাহবুব (৭৮-৮৪) |
অক্টো. ১৩, ২০১৫ @ ৮:৪২ অপরাহ্ন |
কাঠাল! আমাদের কালে ছিল কিনা মনে নাই, ক্যাম্পাসের ভেতরে ছিল ডাব নারিকেল আর দেয়ালের বাইরে ছিল খেজুরের রস, আখ |
কাজেই এডভেঞ্চারের শখ হলে দেয়াল টপকানোই ছিল প্রথা, রিস্ক ফ্যাক্টর যে অনেক বেশি বলাই বাহুল্য |
আহাদ ভাই দৌড়ে যাচ্ছেন ক্ষেত খামার ভেঙ্গে, আর পেছনে লাঠিসোটা হাতে ধেয়ে আসছে গ্রামবাসী... |
মুজিব (১৯৮৬-৯২) |
অক্টো. ১৪, ২০১৫ @ ১২:৩১ অপরাহ্ন |
আমাদের সময়ে গ্রামবাসীরা সবাই তামাক চাষে বেশী আগ্রহী হয়ে পরেছিলো, মাহবুব ভাই |
ছয় বছরে কখনোই আখ লাগাতে দেখিনি, সব তামাক আর তামাক |
শুধু কলেজ মস্ক বরাবর দেয়ালের ওপাশে ছোট একটা কলাবাগান ছিল |
মাঝে মধ্যে সেখানে গিয়েই মেহেদি তাঁর নেইল কাটার চালন বিদ্যা প্রয়োগ করত |
৯৩/৯৪ সালের দিকে যখন খুলনা জেক্সকার ফ্রি ফ্রাইডে ক্লিনিকটা শুরু করেছিলাম তখন প্রতি শুক্রবারেই ক্লিনিক শেষ হলে আমরা চা-পুরির আড্ডায় বসতাম |
সেই আড্ডার অন্যতম আকর্ষণ ছিল আহাদ ভাইএর স্বকন্ঠে বিবৃত তাঁর সেই ঐতিহাসিক রস চুরির কাহিনী |
বারবার শুনলেও সে কাহিনীর আবেদন ম্লান হয়নি একটুও |
গৌড় দেশে জন্ম মোর - নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল |
জাত-বংশ নাহি মানি - অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে |
জুনায়েদ কবীর (৯৫-০১) |
অক্টো. ১৩, ২০১৫ @ ১০:০২ অপরাহ্ন |
মুজিব ভাই, এমন জায়গায় থামালেন... :: |
আমরা আবু সাইদ বিশ্বাসকে পাই নি, তবে প্রিন্সিপ্যাল হিসেবে কর্নেল মোশারফকে কিছুদিন পেয়েছিলাম |
আর আমাদের সময় খায়বারের পেছনের গাছেই ভাল কাঁঠাল হত |
হাউজের প্রায় গা ঘেঁষে থাকা আমগাছ, পেছনের দিকে জাম গাছ, আরেকটু দূরে বরই গাছ এবং নারিকেল গাছ |
আর দেয়াল টপকালেই আখ বা খেজুরের রস |
কলেজ জীবন আসলেই মধুময় ছিল! :: |
এমনিতে কাঁঠাল কখনোই পছন্দ করতাম না, তবে কলেজে চুরি করে খাওয়ার মজাই আলাদা ছিল! 😀 |
সবচেয়ে আইরনি মনে হয় এটাই যে- ডাইনিং হলে কাঁঠাল যারা খেত না বা নষ্ট করত, তারাই চুরি করে কাঁঠাল খাওয়ায় লিড দিত! =)) |
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ |
মুজিব (১৯৮৬-৯২) |
অক্টো. ১৪, ২০১৫ @ ৬:৫৩ অপরাহ্ন |
কলমের কালি ফুরিয়ে গেছে ভায়া, একটু সবুর কর |
সবুরে কাঁঠাল পাকে.... 😉 |
গৌড় দেশে জন্ম মোর - নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল |
জাত-বংশ নাহি মানি - অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে |
ইশহাদ (১৯৯৯-২০০৫) |
অক্টো. ১৭, ২০১৫ @ ৯:০২ অপরাহ্ন |
ভাগ্যিস গত কয়েকদিন লগাইতে পারিনাই, এই ক্লাইম্যাক্সও দেখা লাগে নাই |
শাপে বর! 😀 |
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে... |
মুজিব (১৯৮৬-৯২) |
অক্টো. ১৮, ২০১৫ @ ২:৪০ পূর্বাহ্ন |
ওহ! আগে বলবা না? শেষ পর্বটা তাইলে কয়েকদিন পরে নামাইতাম... :: |
গৌড় দেশে জন্ম মোর - নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল |
জাত-বংশ নাহি মানি - অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে |
ইশহাদ (১৯৯৯-২০০৫) |
অক্টো. ২০, ২০১৫ @ ৫:৪০ অপরাহ্ন |
তাইলে আর কয়দিন পরে লগাইতাম, হাজার হইলেও তো ক্যাডেট! :: |
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে... |
মুজিব (১৯৮৬-৯২) |
অক্টো. ২০, ২০১৫ @ ৭:২৭ অপরাহ্ন |
:: :: |
গৌড় দেশে জন্ম মোর - নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল |
জাত-বংশ নাহি মানি - অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে |
সাইদুল (৭৬-৮২) |
অক্টো. ১৭, ২০১৫ @ ৯:৩২ অপরাহ্ন |
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান |
মুজিব (১৯৮৬-৯২) |
অক্টো. ১৮, ২০১৫ @ ২:৩৮ পূর্বাহ্ন |
গৌড় দেশে জন্ম মোর - নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল |
জাত-বংশ নাহি মানি - অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে |
খায়রুল আহসান (৬৭-৭৩) |
অক্টো. ১৯, ২০১৫ @ ৯:১৯ অপরাহ্ন |
চমৎকার কাহিনী |
আমাদের কলেজে তখন ডাব নারকেল গাছ ছিলনা |
তারকাঁটার ওপারে বেশ দূরে কয়েকটা মাত্র খেজুও গাছ ছিল |
শীতকালে ওগুলোর উপর অপারেশন হতো, তবে রস তেমন পাওয়া যেতনা |
কিন্তু কাঁঠাল চুরির ঘটনা বেশ অহরহই ঘটতো, এজন্য কেউ কখনো শাস্তি পেয়েছে বলে শুনিনি |
আমরা চলে আসার পর প্রিন্সিপাল উইং কমান্ডার (মরহুম) বদিউর রহমানের সব্জী ও ফলের বাগানে আক্রমণের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছিল বলে শুনেছি এবং এজন্য বোধকরি একবার গণশাস্তিও দেয়া হয়েছিলো |
মুজিব (১৯৮৬-৯২) |
অক্টো. ২০, ২০১৫ @ ১২:১২ অপরাহ্ন |
থ্যাংকস খায়রুল ভাই |
:: |
গৌড় দেশে জন্ম মোর - নিখাঁদ বাঙ্গাল, তত্ত্ব আর অর্থশাস্ত্রের আজন্ম কাঙ্গাল |
জাত-বংশ নাহি মানি - অন্তরে-প্রকাশে, সদাই নিজেতে খুঁজি, না খুঁজি আকাশে |
মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬) |
জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন |
দয়া করে বাংলায় মন্তব্য করুন |
ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা |
--: -- & , -- & , -- | |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন |
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয় |
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন |
টিভি সম্প্রচারের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর বাড়তি জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন |
যে কারণে ডিপিএলের মতো দেশের সব ঘরোয়া লিগ এখন থেকে টিভি পর্দায় সম্প্রচারের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি |
এসব টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারে যদি দেশের টিভি চ্যানেলগুলো আগ্রহ প্রকাশ না করে তবে নতুন টিভি চ্যানেল খোলা হবে বলেও জানান বিসিবি সভাপতি |
পাপন বলেন, 'এখন থেকে যেন দেশের সব ঘরোয়া লিগ খেলা সরাসরি সম্প্রচার করা যায় তা নিয়ে কাজ করতে হবে |
এ নিয়ে কোনো চ্যানেলের সঙ্গে লম্বা চুক্তিতে যেতে পারি কি না সেটা দেখছি আমি |
তা না হলে যদি ক্রিকেটের জন্য আলাদা চ্যানেল নিতে হয় সেটার জন্যও আমি চেষ্টা করব |
যাতে করে আমাদের এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) থেকে শুরু করে সব ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করা যায় |
উল্লেখ্য, দুটি বেসরকারি টিভি চ্যানেলে এবার ডিপিএলের সুপার লিগের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়েছে |
এছাড়া ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম পর্ব এবং রেলিগেশন লিগ সম্প্রচার করা হয়েছে |
প্রতিটি ম্যাচের খবর রেখেছেন দেশের ক্রিকেটসমর্থকরা |
বিষয়টি চোখে পড়েছে বিসিবি সভাপতি |