content
stringlengths
0
129k
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার কথা বলেন
সভাপতির বক্তব্যে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, আমাদের গর্বের এবং আত্মসম্মানের প্রতীক হলো এই রেশম কারখানা
তৎকালীন সময়ে কারখানার লোকসান থাকলেও তা চালু রাখা যু্ক্তিযু্ক্ত ছিল বলে তিনি বলেন
তিনি রেশম শিল্পের উন্নয়নের জন্য চীন, ভারত থেকে উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করেন
এজন্য রেশম শিল্পের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা তসলিমা খাতুন, স্বাগত বক্তব্য দেন প্রধান উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, আরও বক্তব্য দেন সিবিএ সভাপতি মো: আবু সেলিম
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলে ৫টি পাওয়ার লুম চালুকরণের সকল পর্যায় অর্থাৎ ধাপ পরিদর্শন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবরিনা নাজ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য(অর্থ ও পরিকল্পনা)ও সদস্য(উৎপাদন ও বাজরজাতকরণ) অ:দা: সৈয়দা জেবিননিছা সুলতানা, সদস্য(সম্প্রসারণ ও প্রেষনা) এম.এ মান্নান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, রেশম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন বোর্ডের সচিব মো: জায়েদুল ইসলাম
অশুদ্ধ উচ্চারণে আমার মতো দক্ষ আর আছে বলে মনে হয় না
কখনও সচেতনভাবে উচ্চারণ শেখার চেষ্টা করিনি, চট্টগ্রামে থাকাকালীন এর প্রয়োজনীয়তাও অনুভূত হয়নি
চাকুরিতে ঢোকার পর বুঝলাম শুদ্ধ উচ্চারণের গুরুত্ব অপিরিসীম
চট্টগ্রামের আঞ্চলিক ভাষার জন্মপ্রভাবে আমার বক্তৃতার 'ভালো ভালো কথা' গলা থেকে বের হতো 'বালো বালো কতা' হয়ে
তাই শ্রোতৃবৃন্দ না-হেসে পারতেন না
'আমড়া' হয়ে যেত আমরা, 'ধন্যবাদ' হয়ে যেত দন্যবাদ
হাসি থামানোর জন্য বক্তৃতার শুরুতে আমার দুর্বলতা প্রকাশ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করতাম
এটাতে হাসি বন্ধ হতো কিন্তু প্রমিত উচ্চারণের জন্য আমার মনের কান্না বন্ধ হতো না
এভাবে বুড়ো হয়ে গেলাম
কিছুদিন আগে অক্সফোর্ড শ্যায়ারে রচনার বাসায়, আমার "ফল নয়, ভাত খাব" কথা শুনে বলল,
ভাব্বা, আপনি কিন্তু ''পল নয়, বাদ খাব'' বলেছেন
এ বয়সে উচ্চারণ শিখতে হবে ?
শেখার কোনো বয়স নেই
উস্তাদ কে হবে?
এখন মাঝে মাঝে ওখানে গেলে উচ্চারণ শেখার চেষ্টা করি, যদিও শেষ বয়সে এমন অনিয়মিত শিক্ষার কার্যকরতা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে
এবার আসি আসল কথায়
একদিন বললাম, দন্ত্য-ন ও মূর্ধন্য-ণ উচ্চারণে কোনো তফাত নেই
রচনা বলল, অবশ্যই আছে
বর্ণ যেহেতু ভিন্ন উচ্চারণও সেহেতু ভিন্ন হবেই
তবে পার্থক্য সূক্ষ্ম বলে অনেকে ধরতে পারে না
কীভাবে উচ্চারণ করব?
মূর্ধন্য-ণ ট-বর্গের বর্ণ
তাই ট ঠ ড ঢ বর্ণসমূহের উচ্চারণস্থলই ণ-বর্ণের উচ্চারণ-স্থল
দন্ত্য-ন হচ্ছে ত-বর্গের বর্ণ
তাই ত থ দ ধ বর্ণের উচ্চারণস্থলই ন-এর উচ্চারণ-স্থল
দাঁতের যে স্থানে জিহ্বা লাগিয়ে আমরা ত থ দ ধ উচ্চারণ করি সেই একই স্থানে হালকাভাবে জিহ্বা লাগিয়ে দন্ত্য-ন উচ্চারণ করতে হবে
ন-উচ্চারণ-স্থানের একটু উপরে মূর্ধার যে স্থানে জিহ্বা লাগিয়ে ট ঠ ড ঢ উচ্চারণ করা হয় ঠিক সেই স্থানে অপেক্ষাকৃত হালকা আদরে জিহ্বা লাগিয়ে ণ উচ্চারণ করতে হবে
এভাবে উচ্চারণ করলে উভয় বর্ণের উচ্চারণ-পার্থক্য কিছুটা হলেও অনুভব করা যাবে
জন গণ মন অধিনায়ক করুন বরণ হে
গণনা করুণানিধি কৃষ্ণ করুণা হে
উপরের বাক্য দুটোর জন, গণ, মন, অধিনায়ক, করুন, বরণ, গণনা, করুণানিধি, কৃষ্ণ, করুণা শব্দগুলোর মূর্ধধন্য-ণ ও দন্ত্য-ন বর্ণনামতে উচ্চারণ করলে উচ্চারণ পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে যাবে
এভাবে উচ্চারণ করুন : ধরন, ধারণ, কারণ, কর্তন - - -
আমি বললাম, দন্ত্য-স আর মূর্ধন্য-ষ কী হবে?
দন্তের যে স্থানে জিহ্বা লাগিয়ে ট ঠ ড ঢ ণ- উচ্চারণ করা হয় সেখানে জিহ্বা লাগিয়ে ষ- উচ্চারণ করুন
আর যে স্থানে জিহ্বা লাগিয়ে ত থ দ ধ ন- উচ্চারণ করা হয় সেখানে জিহ্বা লাগিয়ে স- উচ্চারণ করুন
জিহ্বার ডগাকে তালুর সঙ্গে লাগিয়ে দিলে এসে যাবে শ
যেমন : সতিন মনে শতিন নয়
19: হাঁচল ফেড, সর্দি লাগল বিশ্ব বাজারে - |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয়
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
পশ্চিমবঙ্গ
সরকারি প্রকল্প
লাইফস্টাইল
অ্যাস্ট্রো
উত্তর-পূর্ব ভারত
অপরাধ-তদন্ত
মার্কিন খবর
তথ্য-তালাশ
সিটিজেন রিপোর্টার
লেন্সবন্দি
ফটো গ্যালারি
হাঁচল ফেড, সর্দি লাগল বিশ্ব বাজারে
| | : 18, 2021, 4:23
বর্তমান কোভিড (19) পরিস্থিতি কাটিয়ে ক্রমশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অর্থনীতি
এই অবস্থায় সুদের হার বাড়ানো নিয়ে নয়া ইঙ্গিত দিল মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ( )
সুদ বাড়ানোর ইঙ্গিত দিল মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ
আর, তাতেই কেঁপে উঠল শেয়ার বাজার, গড়িয়ে গেল সোনার দর, তেলের দাম
আগের অনুমানের থেকে অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে চলেছে এবং মার্কিন মুলুক থেকে বিনিয়োগকারীদের সস্তায় ডলার ঋণ নেওয়ার দিন দ্রুত শেষ হয়ে আসছে
এই সময়: বুধবার সুদ বাড়ানোর ইঙ্গিত দিল মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ
আর, তাতেই কেঁপে উঠল শেয়ার বাজার, গড়িয়ে গেল সোনার দর, তেলের দাম
কোভিড সংক্রমণ কাটিয়ে অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি যে অচিরেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনায় নজর দেবে এবং সেটা করতে তারা নিজেদের অর্থব্যবস্থায় নগদের জোগান কমিয়ে সুদের হার বাড়ানোর পথে হাঁটতে শুরু করবে এ কথা দু'দিন আগেই আমরা 'এই সময়'-এর পাঠকদের জানিয়েছিলাম
তার প্রথম প্রভাব পড়বে বিশ্বের আর্থিক বাজারে
বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের বৈঠকের পর ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়াল জানান, সুদের হার শূন্যের কাছাকাছি রাখতে ফেডারেল রিজার্ভ বর্তমানে সরকারি ঋণপত্র কিনে প্রতি মাসে মার্কিন অর্থনীতিতে যে ১২,০০০ কোটি ডলার নগদের জোগান দেয় সেই ঋণপত্র কেনার পরিমাণ ধীরে ধীরে কমানোর কথা এবং ২০২৩ সালে অন্তত দু'বার সুদের হার বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে
এর আগে মে মাসের বৈঠকে ২০২৪ সাল থেকে সুদের হার বাড়ানোর কথা ভাবা হয়েছিল
বৈদ্যুতিক গাড়ির বরাত পেতে ইঁদুর দৌড়
অর্থাৎ, আগের অনুমানের থেকে অনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে চলেছে এবং মার্কিন মুলুক থেকে বিনিয়োগকারীদের সস্তায় ডলার ঋণ নেওয়ার দিন দ্রুত শেষ হয়ে আসছে
মার্কিন ফেডারেল রিজার্ভের এই ইঙ্গিতে বৃহস্পতিবার সোনার দাম, তেলের দাম এবং শেয়ার বাজারে শেয়ারের দাম পড়ে যায়
কলকাতায় পাকা সোনার দাম (প্রতি ১০ গ্রাম) ৮০০ টাকা পড়ে যায়
রুপোর দাম পড়ে যায় কেজি প্রতি প্রায় ১৫০০ টাকা
প্রায় ১৭৯ পয়েন্ট তলিয়ে বন্ধ হয় সেনসেক্স
মার্কিন মুলুকে সুদের হার বৃদ্ধির ইঙ্গিতে বিদেশি মুদ্রার বাজার তেজি হয় ডলারের দাম
ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম গত দু'মাসে সবচেয়ে বেশি ১.০৪ টাকা পড়ে দাঁড়ায় ৭৪.১৮ টাকা প্রতি ডলার!
দাম ৬ লাখ, বাজারে আসছে -র নতুন গাড়ি! জানুন
ডলারের দাম বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেল সহ অন্যান্য কমোডিটির দামও পড়ে যায়
এ দিন তেলের দাম ০.৪৮% গড়িয়ে নেমে আসে ব্যারেল প্রতি ৭৪.০৩ ডলারে
বুধবার ওই দাম ছিল ৭৪.৩৯ ডলার
আর একটি পদক্ষেপ! অনুগ্রহ করে আপনার ইনবক্সটি পরখ করে দেখুন এবং আপনার ইমেইল ঠিকানাটি নিশ্চিত করুন যাতে আপনি আপডেটগুলি পাওয়া শুরু করতে পারেন!" সাইন আপ করার জন্য আপনাকে ধন্যবাদ!
কিছু সমস্যা হয়েছে
পরে আবার চেষ্টা করুন!
আপনি ইতিমধ্যে আপডেটগুলির জন্য সাইন আপ করেছেন! আপনার ইমেল পরীক্ষা করুন
অনুগ্রহ করে আপনার ইমেইল এবং জিপ কোড লিখুন এবং কমপক্ষে একটি বয়সের গ্রুপ বাছুন
আমি নিম্নলিখিতর জন্য আপডেট পেতে চাই:
শিশু ছোট বাচ্চা প্রি-স্কুলের শিশু গ্রেড-স্কুলার প্রাক্-কৈশোর কিশোর-কিশোরী সদ্য পূর্ণবয়স্ক
সাইন আপ করুন