content
stringlengths 0
129k
|
---|
ছবি- লিখেছেন: |
তারপর কি হইছিল আল্লাহ জানে..... মেয়েটা ভুতনি টুতনি নাতো ......... |
পরের পর্বের অপেক্ষায় রইলাম |
আজকেই দিয়ে দেবো |
জামিল মণ্ডল লিখেছেন: |
চলবে টলবে মানিনা ! এখনই আরও চাই !! ভীষণ আকাংক্ষিত এবং উত্তেজিত হইয়া গেছি !! জলদি করেন কইতাচি |
লিখে ফেলেছিলাম পুরোটাই একটানে |
বেশি বড় হয়ে যায় বলে দুই পর্বে দিচ্ছি |
অরুণ লিখেছেন: |
আপনি কি আমার ভল্লুক হবার প্রচেষ্টায় বাধা দিতে চান নাকি? |
হা হা হা এ আমি কী করে পারি আশি পর্যন্ত চেষ্টা জারি রাখুন... |
দমদমের ঘটনাটাতো বললেনইনা ঠিকমত! ইস্, বেঁটে হতে পারলে মন্দ হতো না |
ঈর্ষা বেড়েছে এখন ল্যাপি কোলে নিয়ে কাজে নেমে পড়ো, দাদা! |
কিছু বাধা অ-পেরোনোই থাক |
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা |
উদাসীন'এর ওয়েবসাইট |
লেখাটি - 3.0 এর অধীনে প্রকাশিত |
৯ উত্তর দিয়েছেন ছবি- ০৬-০৩-২০১৩ ১৬:০২ |
ছবি- |
প্রজন্ম-প্রেমী |
থেকেঃ এই মেঘ এই রোদ্দুরের দেশ হতে |
নিবন্ধিতঃ ২১-১২-২০১০ |
পোস্টঃ ১৬৭১২ |
সম্মাননা: ২২৮৭ |
: প্রথম দেখার সেই রহস্যময়ী! |
দেন তাড়াতাড়ি |
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহু...... |
এই মেঘ এই রোদ্দুর |
১০ উত্তর দিয়েছেন ইলিয়াস ১০-০৩-২০১৩ ১৭:৫৭ |
থেকেঃ 23°33'55.6" 90°25'34.3" |
নিবন্ধিতঃ ০৫-১০-২০০৯ |
পোস্টঃ ১৮৪৭০ |
সম্মাননা: ১১৭১ |
: প্রথম দেখার সেই রহস্যময়ী! |
মাথাটা একেবারে গেছে |
তুষার ইলেকট্রনিক্স !! !! |
ইলিয়াস'এর ওয়েবসাইট |
পোস্টঃ [ ১০ ] |
উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে |
প্রজন্ম ফোরাম " সাহিত্য-সংস্কৃতি " গল্প-উপন্যাস " প্রথম দেখার সেই রহস্যময়ী! |
লাফিয়ে যাওঃ |
অ্যান্ড্রয়েড নোটিসবোর্ড নতুন সুবিধা (ফিচার) আলোকচিত্র ছড়া-কবিতা গল্প-উপন্যাস ভ্রমণ হোমপেজ নোটিশ খেলাঘর অভ্যর্থনা কক্ষ প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান সাহিত্য-সংস্কৃতি সঙ্গীত ইতিহাস খেলাধূলা ক্রিকেট ফুটবল কম্পিউটার গেম উইন্ডোজ লিনাক্স মিন্ট অপারেটিং সিস্টেম লিনাক্স বিজ্ঞান মজার গণিত জানা-অজানা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং ট্রাবলশুটিং মুঠোফোন টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস সফটওয়্যার প্রোগ্রামিং পড়াশোনা উচ্চশিক্ষা ও কর্মজীবন কর্ম খালি আছে স্বাস্থ্য চায়ের কাপে ঝড় দূর-পরবাস রোমাঞ্চ দৈনন্দিন সংবাদ বিশ্লেষন বিনিয়োগ গ্রাফিক্স ডিজাইন বিবিধ অর্থনীতি চারুকলা রান্নাঘর বটগাছ হাসির বাক্স সাময়িক |
ভবিষ্যতের খবর জানি না |
কিন্তু যুক্তি ছাড়া আমার মনের কোন এক কোণায় একটা কথা থেকেই যায় |
মেহেদী মিরাজ দিন যত যাবে , ফুলটাইম ব্যাটসম্যান হয়ে যাবে |
বোলিংটা আস্তে আস্তে ছেড়ে দেবে মিরাজ |
একদিনের ক্রিকেটে অনেক বড় কিছুর আভাস দিয়ে গেলো |
আর ব্যাটিং অর্ডারের যে কোন জায়গায় নেমে ভালো গেইম রিড করতে পারে |
রান চেজিং করার সময় মিডল অর্ডারে এমন ম্যাচুরিটি ন্যাশনাল টীমের মিডল অর্ডারেও অনেকে দেখাতে পারে না |
আমার এমন ভাবার একটা কারণ হতে পারে , কারণে-অকারণে এই আন্ডার নাইন্টিন বিশ্বকাপে দলের বোলিং অনেক কম দেখেছি |
ব্যাটিংটা দেখেছি বেশি |
দুইদিকেই খেলতে পারে |
আনামুলের মত লিমিটেড না |
আরেকজনের কথা আলাদা করে বলতে হবে |
তার নাম সাইফ উদ্দিন |
বাংলাদেশ মনে হয় এমন কারো আশায় অনেকদিন ছিলো |
খুব ভালো লিমিটেড ওভার এলিমেন্ট আছে এর মধ্যে |
সময়ের সাথে পিঞ্চ হিটিং এবিলিটিটা শাণিয়ে নিতে পারলে তার সাথে এখনকার ডিসিপ্লিনড বোলিংটা যোগ করলে সাইফুদ্দিন অনেক দিন সার্ভিস দিতে পারার কথা দলকে |
এই বয়সেই স্লগে এত ভালো বোলিং আশাবাদী করে তোলে |
নাজমুল শান্ত পজিটিভ |
এইজ লেভেলে অনেক ভালো ব্যাটসম্যানের ইনিংসের শুরুগুলো একটু হয়েছে আগেও |
নিজের ইনিংসের শুরুগুলো আরো আত্মবিশ্বাস নিয়ে করতে পারলে শান্তও টু ডাউনে অনেক ভালো পাইপ লাইনার হবার কথা |
এইজ লেভেলের কোন স্পিনার নিয়ে আশাবাদী নিরাশাবাদী হওয়া বোকামি |
কারণ আমার কাছে ক্রিকেটের এই একটা জায়গা যেখানে মানুষ ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত শিখে |
শেষ দিন পর্যন্ত নিজেকে নতুনভাবে ডিফাইন করে সাফল্য পায় |
স্পিনারদের ব্যাসিক জিনিসগুলো রপ্ত করা যেমন সহজ, সেখান থেকে গ্রেট হতে হলে আলাদা কিছু রপ্ত করা ততটাই কঠিন |