audio
audioduration (s) 0.55
23.9
| sentence
stringlengths 2
233
|
---|---|
তিনি স্থানীয় জরিপ ও প্রতিবেদনের সমন্বয় ও হাল-নাগাদ করবেন। |
|
পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন। |
|
অস্ট্রিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালিয়ে গেল। |
|
ফুটবল খেলা থেকে অবসর নেয়ার পর সমাজকর্মী ও ন্যায়বিচারের প্রচারণামূলক কর্মকাণ্ডে নিযুক্ত রয়েছেন রাই। |
|
সে তার ভালো যত্ন নেবে। |
|
বোহ, তুমি এখানে দরজা পাহারা দাও। |
|
কেননা, ইসির বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়লে আইনশৃঙ্খলার সমস্যাটি সামনে চলে আসবে। |
|
তিনি তিন বছর বয়স থেকে কর্ণাটকীয় ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের তালিম শুরু করেন। |
|
এটা চোরের উপর নির্ভর করে। |
|
অর্থাৎ, আমাদের আশপাশের মানুষদের মধ্যেই সুপ্ত আছে নারীর প্রতি সহিংসতার সম্ভাবনা। |
|
শীঘ্রই আমাকে অক্সফোর্ডে দুটি বক্তৃতা দিতে হবে। |
|
সর্বপ্রথম কলেজটি শুধুমাত্র কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। |
|
মাত্র এক বছরে কয়েকটি শিল্পকর্ম তৈরি করতে তিনি পরিচিত হয়ে ওঠেন। |
|
কাল বৃহস্পতিবার বিকেলের মধ্যে তাঁকে পাকিস্তান থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। |
|
তিনি এরলাঙেন বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। |
|
তিনি এনডিটিভি ইন্ডিয়ায় একজন বরিষ্ঠ সংবাদ সম্পাদক হিসেবে কাজ করে থাকেন। |
|
ক্ষীণদৃষ্টি চন্দ্রমাধববাবু হঠাৎ চিনিতে না পারিয়া ভ্রূকুঞ্চিত করিয়া অবাক হইয়া চাহিয়া রহিলেন। |
|
ফলে দর্শনার্থীদের আকর্ষণ করতে পারেনি এবং অনেকের কাছেই এটি অপরিচিত রয়ে গেছে। |
|
কলেজটি জাতীয়করণ হলে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে পুরানা পল্টন গার্লস কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। |
|
তার আগে তোমার ধারণা কি শুনি। |
|
মাল পৌঁছলেই তোমাদের খবর দেব। |
|
প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, সহকর্মীদের মেজাজ কিংবা অফিসের পরিবেশটা বুঝে নেওয়ার এটাই সময়। |
|
দ্বৈতবাদী ও সাংখ্যবাদীদের মতে এই বিশ্বের সবকিছুই মূল প্রকৃতির ক্রমিক বিকাশ। |
|
এছাড়াও চারজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। |
|
উপাচার্যের দায়িত্ব পালনের পূর্বে তিনি প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ছিলেন। |
|
তবে নির্বাচনের পর ক্ষমতাসীন সামরিক জান্তা নির্বাচনী ফলাফল মেনে নিতে পারেনি। |
|
এর বর্ষপঞ্জীর উৎস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে। |
|
আপনাদের ডাক্তারিশাসেত্র বুঝি এইমতো লেখা আছে। |
|
সাবধানে, বাবা। |
|
তিনি একজন বাঙালি গীতিকার। |
|
বেদবিশ্বাসী যে সম্প্রদায়ের বেদের যে অংশে প্রীতি, সেই অংশই তাহারা গ্রহণ করিয়াছে। |
|
আমরা এখনো তোমার মতামত জানিনি, অফিসার? |
|
এখানের দেয়ালে আরবি ও ফার্সি ক্যালিগ্রাফি উৎকীর্ণ রয়েছে। |
|
শর্মিলার সেবা এই দ্রুতলয়ের সঙ্গে তাল রেখে চলতে চেষ্টা করে। |
|
তথাপি তখন পর্যন্ত, দর্শনক্রিয়া সম্পূর্ণ হয় না। |
|
কিন্তু এখনো পর্যন্ত কোনো ছবির মূল চরিত্রে অভিনয় করা হয়নি তাঁর। |
|
আমি কালকের প্রতিশোধ নিবো না? |
|
স্ত্রী-পুরুষ প্রকার অনুরূপ, পুরুষ প্রকারের দর্শন বেশি মেলে। |
|
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নেতা নির্বাচিত হন। |
|
তার প্রথম স্ত্রী মেলভিনা মারা যান এবং ডেনিনি পুনরায় বিয়ে করেন। |
|
তিনি ইবন হামদান নামে পরিচিত। |
|
শুধু আমরা এটা বুঝি, বিশ্বশান্তির জন্যই দরকার ফিলিস্তিনিদের জন্য একটা স্বাধীন আবাসভূমি। |
|
সে তা মুসলমানদের মাঝে বলাবলি করতে লাগল। |
|
সেটি মারাঠারা দাবি করত। |
|
পৃথিবীতে এদের মোট সংখ্যা তা এখনও জানা যায়নি। |
|
সাত সংগঠনের পক্ষ থেকে নির্যাতন বন্ধে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। |
|
যদি তাই হয়, আমি চাই তাকে অবিলম্বে খুঁজে বের করা হোক। |
|
- কেমন সিরিয়াল। |
|
দুটি উপাদানের জন্যই তাপমাত্রা ও চাপ নির্দিষ্ট করা থাকতে হবে। |
|
কিন্তু ঢাকায় ভারী গাড়ির ধীর আওয়াজ, বুটের শব্দ প্রভৃতির বিরাম নেই। |
|
এখানকার একাধিক পাহাড় কেটে তৈরি করা হয়েছে আরও কয়েক হাজার ঘরবাড়ি। |
|
আমায় বুঝাতে আসবে না। |
|
প্রধান বিরোধী বিজেপির একাধিক সূত্র জানায়, তাদের নির্বাচনী ইশতেহারে এসব প্রতিশ্রুতিই স্থান পাচ্ছে। |
|
মালির অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। |
|
মুক্তি পাওয়ার পর হার্স্ট তার অধীনস্থ কোন পত্রিকায় এটি সম্বন্ধে কোন খবর প্রকাশ নিষিদ্ধ করে দিয়েছিল। |
|
সমস্ত গুয়াম দেশ রাশিয়া থেকে তেল এবং গ্যাস আমদানির উপর নির্ভরশীল। |
|
আপনার ভেতর রাগ, অতিমান জমতে শুরু করেছে। |
|
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিও দেশে তিন দিনের শোক ঘোষণা করেছিলেন। |
|
নজর সরাবে না। |
|
পুরো হোয়াইট সাগর পুরো রাশিয়ান সার্বভৌমত্বের অধীনে এবং রাশিয়ার অভ্যন্তরীণ জলের অংশ হিসাবে বিবেচিত। |
|
আদালত হোটেলের মালিককে দুই লাখ টাকা জরিমানা করে হোটেলটি সিলগালা করে দেন। |
|
আমি আর কিছু জানি না, স্যার। |
|
প্যারাগুয়ের হয়ে একটি ম্যাচ খেলা কাবরেরা ফিফার বিধি ভেঙে খেলেছেন বলিভিয়ার হয়ে। |
|
মারান, আমি যদি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম তাহলে অবশ্যই নিতাম। |
|
এটা কীভাবে করলে? |
|
আমি হয়তো অদ্ভুত। |
|
তোমাকে যেতে দেয়া উচিৎ হয়নি। |
|
শারীরিক ভাষাকে নিয়ন্ত্রিত রাখতে হবে চোখ এবং মুখাবয়বের সঠিক ব্যবহার প্রয়োজন। |
|
ললিত দপ্তরি স্কুলের ঘণ্টা বাজিয়ে সকাল নয়টা বাজার সময় জানিয়ে দেয়। |
|
তাঁদের মতে বর্তমান স্থিতাবস্থায় গরিব মানুষের স্থান নেই। |
|
ও কি মারা গেছে নাকি? |
|
তার উত্তরসূরি রাজা অজয় পাল এই ছোট ছোট রাজ্যকে একত্রিত করে নিজের রাজত্বের অংশীভূত করেছিলেন। |
|
গোপাল জানিয়াছে কুমুদ যাত্রা করে। |
|
তৃতীয় বারে অন্য একটা বিড়ালকে ভয় দেখানো হচ্ছিল। |
|
রমেশ বিবর্ণ মুখ নত করিয়া বসিয়া রহিল। |
|
অথচ শান্তিপূর্ণ পরিবেশ, নিশ্চিন্তে ভোটারদের ভোটদানের সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। |
|
বনের মধ্যে বসবাসকারী কৃষকরা বর্ষার আগে গাছ কেটে জমিকে কৃষিক্ষেত্রে ব্যবহার করেন। |
|
আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য প্রয়োজনে সবকিছু করার মানসিকতা আপনাকে অনেকখানি এগিয়ে দেবে। |
|
সমস্ত পর্বতের গুহার প্রবেশ পথ এবং অসংখ্য সুড়ঙ্গ রয়েছে এবং থুয় পর্বতের চূড়ায় আরোহণ করা সম্ভব। |
|
ভয়ে কাঁপতে কাঁপতে সে খুব শীঘ্রই কল করবে। |
|
বর্তমানে কোন এয়ারলাইন্স দ্বারা পরিচালিত কোন নির্ধারিত ফ্লাইট নেই। |
|
সাফকাত বলল, স্যার ঠিক কথাই বলেছেন। |
|
যখন তোমার বয়সী ছিলাম তখন থেকেই। |
|
দেশভেদে আইনের শাসনের বিভিন্ন প্রকারভেদ লক্ষ্য করা যায়। |
|
তবে চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেও বৃদ্ধ মমিন ভূঁইয়াকে বাঁচানো যায়নি। |
|
অপরাজিতা ঘোষ দাশ পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেন সানাউল্লাহ নূরী এবং এম সিরাজুল ইসলাম। |
|
হিমাচল প্রদেশের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন। |
|
কিন্তু তাই বলিয়া তাঁহার নামে যে মতবাদ প্রচলিত হইয়াছিল, উহাতে হিন্দুদের আস্থা নাই। |
|
তাদের সঙ্গে সময় দিতে গিয়ে নিজের অনেক ক্ষতির পাশাপাশি তাদেরও ক্ষতি করছি। |
|
সে তো শেষ। |
|
গতকাল ড্রেসিংয়ের কক্ষে ছিলেন সিনিয়র স্টাফ নার্স মান্নান ও মঞ্জুরুল। |
|
মেঝেতে সারি করে রাখা স্তম্ভের ভেতর দিয়ে হেঁটে যেতে অনুরোধ করলেন একজন। |
|
জামাতা অক্ষয়কুমার পুরা নব্য। |
|
পুরাতন ও পরিচিত অনুবাদগুলি অধিকাংশই গ্রহণ করা হইয়াছে, তবে নূতন অনুবাদের সংখ্যাই অধিক। |
|
কিন্তু সেতুটি ভেঙে ফেলার জন্য সেটায় পর্যাপ্ত বিস্ফোরক ছিল না। |
|
ভাইয়ের হার ধরে শাহীন খান অভিনয়ে এলেও পরে আর পেশাগত কারণে আর ধরে রাখতে পারেননি। |
|
তখন অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া অন্নদা ছাদের উপরে উঠিলেন। |
|
একই ব্যক্তির মধ্যে মাতা দেখেন সন্তানকে, আবার পত্নী দেখেন অন্যভাবে। |
|
আধুনিক সামরিক প্রকৌশল সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পৃথক। |
|
আমি তখন চুপিচুপি বাড়ির প্রধান ফটক টপকে বের হয়ে যেতাম বাইরে। |
End of preview. Expand
in Dataset Viewer.
No dataset card yet
- Downloads last month
- 39