content
stringlengths 40
35k
|
---|
ছাপা পত্রিকার দিন ফুরিয়ে আসছে এবং অনলাইন সংস্করণ জনপ্রিয়তা পাচ্ছে বিশ্লেষকেরা এ ভবিষ্যত্দ্বানী করেছেন আগেই। তাদের কথা সত্যি করে বিশ্বের বেশ কয়েকটি পত্রিকা তাঁদের ছাপা সংস্করণ বন্ধ করে দিয়েছে এবং অনলাইন সংস্করণকে বেছে নিয়েছে। এবারে এ তালিকায় যুক্ত হচ্ছে বিশ্বের প্রাচীন পত্রিকা ‘লয়েড’স লিস্ট’। ১৭৩৪ সালে প্রতিষ্ঠিত লয়েড লিস্টের ছাপা সংস্করণের বিক্রি কমে যাওয়ায় তা বন্ধ করে শুধু অনলাইন সংস্করণ চালু রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ২৮০ বছরের পুরোনো পত্রিকার ছাপা সংস্করণ এ বছরের ডিসেম্বর মাস থেকে বন্ধ করে দিয়ে অনলাইন চালু রাখা প্রসঙ্গে পত্রিকাটির সম্পাদক রিচার্ড মিড বলেছেন, আমাদের অধিকাংশ পাঠক এখন অনলাইনে পত্রিকা পড়তেই পছন্দ করছেন। তাই ছাপা সংস্করণ ছেড়ে আমরা পুরোপুরি অনলাইনে চলে যাচ্ছি।১৭৩৪ সালে লন্ডনের কফি শপের পত্রিকা হিসেবে যাত্রা শুরু হয়েছিল লয়েড’স লিস্টের। জাহাজ ও এ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে দীর্ঘদিন ধরেই আধিপত্য ধরে রাখা প্রতিষ্ঠানটি আধুনিক যুগের ইন্টারনেট প্রযুক্তির কাছে হার মানছে।সংবাদপত্র এখন একটি কঠিন সময় পার করছে। এসময়লে লয়েড লিস্টের মতো পত্রিকাকেও এ সিদ্ধান্ত নিতে হয়েছে। নিউজউইক, ক্রিশ্চান সায়েন্স মনিটর,সিয়াটল পোস্টের পথ ধরে এবার শুধু অনলাইনকেই বেছে নিতে হচ্ছে পত্রিকা কর্তৃপক্ষকে।বাঁকানো স্মার্টফোনের যুদ্ধে শামিল হল দক্ষিণ কোরিয়ার দুই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও এলজি। স্যামসাং ঘোষিত ৫.৭ ইঞ্চি মাপের বাঁকানো ডিসপ্লেযুক্ত গ্যালাক্সি রাউন্ড স্মার্টফোনের পর আজ ২৮ অক্টোবর এলজি ঘোষণা দিল ছয় ইঞ্চি ‘জি-ফ্লেক্স’ নামের বাঁকানো স্মার্টফোনের। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য জানিয়েছে।বাজার বিশ্লেষকেদের তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে স্যামসাং এবং বাজারের তৃতীয় অবস্থানটি এলজির। দক্ষিণ কোরিয়ার বাজার দখলের জন্য এর মধ্যেই প্রতিযোগিতা শুরু করেছে প্রতিষ্ঠান দুটি। স্যামসাং ও এলজি কমাস আগে থেকেই বাজারে অভিনব নকশার স্মার্টফোন আনার ঘোষণা দিয়ে রেখেছিল।এলজির স্মার্টফোনটির নাম ‘জি-ফ্লেক্স’ হলেও এটি আদতে ভাঁজ করে পকেটে রাখার মতো নয়। এতে নমনীয় অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি ব্যবহার করা হয়েছে। স্যামসাং ঘোষিত গ্যালাক্সি রাউন্ড যাতে সহজে হাতে ধরে তাই পাশ বরাবার বাঁকানো হলেও জি-ফ্লেক্সের নকশায় খাড়াখাড়ি বাঁকানো রয়েছে যাতে ভিডিও দেখার সুবিধা হবে বলেই এলজি কর্তৃপক্ষ জানিয়েছে।শুধু দক্ষিণ কোরিয়ার বাজারে এক হাজার ডলারে স্যামসাং গ্যালাক্সি রাউন্ড পাওয়া যাবে। তবে এখনও জি-ফ্লেক্সের দাম নির্ধারণ করেনি এলজি। নভেম্বর মাস থেকে এ স্মার্টফোন দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রি শুরু হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল প্রকাশ করেন।‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৭০ হাজার ৯৩৪ জন। গত শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫৯ হাজার ২৫৩ জন। পাস করেছেন ২৩ হাজার ৩৭৪ জন। পাসের হার ৩৯ দশমিক ৪৪ শতাংশ। এক হাজার ১৭৯ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।রাজধানী ঢাকায় আজ ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি নেই। সহিংসতারও কোনো খবর পাওয়া যায়নি। এর পরও বিভিন্ন সড়কে গণপরিবহনসহ অনেক যানবাহন চলছে না। এতে অন্য রকম এক দুর্ভোগে নাকাল নগরবাসী। আগামীকাল রোববার ১৮-দলীয় জোটের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি ঠেকাতে সরকারের নেওয়া ব্যবস্থার কারণে ঢাকা কার্যত বাইরের জেলা ও শহরগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ও ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।রাজধানীর অভ্যন্তরীণ সড়কপথগুলোতে সকাল থেকে বাস চলছে না বললেই চলে। বিভিন্ন বাস স্টপেজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছে না সাধারণ মানুষ।তবে হরতাল-অবরোধের দিনগুলোর মতো আজ রাজপথে চলছে রিকশা, লেগুনা, হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, ছোট ছোট কাভার্ডভ্যান ও কিছু প্রাইভেটকার।বাস না থাকায় অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এই সুযোগে বিকল্প যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে অস্বাভাবিক ভাড়া আদায় করছে।দুর্ভোগে পড়া যাত্রীরা এই অবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। জরুরি কাজে বের হয়ে পরিবহন না পেয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে। সায়েদাবাদে কথা হয় সাইদুর রহমানের সঙ্গে। জরুরি কাজে মিরপুর যাবেন তিনি। দেড় ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনো পরিবহন পাচ্ছেন না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিরোধী দলের অবরোধ শেষ হতে না হতেই চলছে সরকারি দলের অবরোধ। কীভাবে বাঁচব আমরা!’প্রেসক্লাবের সামনে সায়মা ইসলাম জানান, ভর্তির কাজে মিরপুর বাংলা কলেজে যাবেন তিনি। এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন বাসের জন্য। ভর্তির শেষ দিন কাল। কাল আবার বিরোধী দলের কর্মসূচির কারণে সেখানে যাওয়া সম্ভব হবে না। তাই আজ তাঁকে কলেজে যেতেই হবে। শেষ পর্যন্ত মাথাপিছু ১৫০ টাকা ভাড়ার শর্তে একটি রিকশাভ্যানে কয়েকজনের সঙ্গে উঠে পড়েন সায়মা। আজ সকালে প্রেসক্লাবের সামনের বাস কাউন্টারগুলোতে কাউকে টিকিট বিক্রি করতে দেখা যায়নি। সেখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন মহিউদ্দিন আহমেদ। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে চিকিত্সাধীন আত্মীয়ের জন্য খাবার এবং প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে যাবেন তিনি। কিন্তু পরিবহন না পেয়ে হাঁটতে শুরু করেন এই যাত্রী।মহাখালী রেলক্রসিংয়ের নিচে শেখ নাহিদ হোসেন জানান, খিলক্ষেতের বাসা থেকে হেঁটে মহাখালী এসেছেন তিনি। খিলক্ষেত বাসস্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েও বাসের দেখা পাননি। বাস না থাকায় ছোট ছোট পিকআপ ভ্যান ও লেগুনা বিকল্প যান হিসেবে ব্যবহার করছেন যাত্রীরা। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার চালকেরা আজ ভাড়া বাড়িয়ে দিয়েছেন। মোহাম্মদপুরের আসাদগেট থেকে মতিঝিল পর্যন্ত ২০০ টাকা ভাড়া হাঁকতে দেখা গেল রিকশাচালক জাকির হোসেনকে। সিএনজিচালিত অটোরিকশায় মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে ৪০০ টাকা।পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা দিয়ে গাবতলী, গাজীপুর, গুলিস্তান রুটে কোনো বাস চলাচল করছে না। তবে ওই এলাকায় প্রচুর রিকশা চলছে।রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পরিবহনের অপেক্ষায় দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে আছেন অনেকেই। যাত্রীদের মধ্যে একজন নাম প্রকাশ না করে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দুই নেত্রীর জেদাজেদিতে দেশ রসাতলে যাচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ দেখার কেউ কি আছে?’গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে দায়িত্বরত ইনচার্জ নাসির উদ্দিন জানান, কাল রোববার বিরোধী দলের কর্মসূচি আছে, এ কারণে মালিকেরা হয়তো শঙ্কিত হয়ে আজ বাস চালাচ্ছেন না।রাজধানীর গণপরিবহন সংকট নিয়ে পরিবহন মালিকেরা কিছু বলতে নারাজ। নাম প্রকাশ না করে বেশ কয়েকজন পরিবহন মালিক বলেন, হয়রানির ভয়ে তাঁরা পরিবহন বের করেননি। কারা হয়রানি করবে? জানতে চাইলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। |
অনেক সময় ভুলও জনপ্রিয় হয়। বিজ্ঞানীরা ভুল করলে তা হয় আবিষ্কার! আর সেই আবিষ্কার আমরা সানন্দে দিনের পর দিন ব্যবহার করি। এ রকম জনপ্রিয় একটি ভুল স্বীকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সেই ভুলটি হচ্ছে ‘কন্ট্রোল-অলটার-ডিলিট’ ফাংশনটি। লগ ইন স্ক্রিনে যেতে এ ফাংশন ব্যবহার করা হয়।উইন্ডোজের টাস্ক ম্যানেজারে যেতে একটি বাটন হলেই তো পারতো? কেনো কন্ট্রোল-অলটার-ডিলিট চাপতে হবে? এটা স্রেফ ভুলের কারনেই হয়েছে।সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক সাক্ষাত্কারে বিল গেটস বলেন, ‘কন্ট্রোল-অলটার-ডিলিট ফাংশনটি উইন্ডোজ লগ ইন ও টাস্ক ম্যানেজারে যেতে ব্যবহার করা হলেও এর জন্য আলাদা কোনো বাটন তৈরি করতে দেননি আইবিএমের ডেভিড ব্র্যাডলি নামের এক নকশাবিদ। তিনি কন্ট্রোল-অলটার-ডিলিট ফাংশনটি উদ্ভাবন করেন, যা মূলত কম্পিউটার রিবুট করার জন্য নকশা করা হয়েছিল। ভুল করে এ বাটনটি জনপ্রিয় হয়ে গেছে। শেষনাগাদ টাস্ক ম্যানেজারে যেতে কন্ট্রোল-অলটার-ডিলিট ফাংশনটির জন্য প্রোগ্রাম করা লাগে, যা ছিল আমাদের একটি ভুল।’ মাইক্রোসফটের এ মহা ভুলটিই উইন্ডোজের পরবর্তী কয়েক প্রজন্ম ধরে ব্যবহার হয়ে আসছে।এদিকে এ ফাংশনটি সম্পর্কে অন্য এক সাক্ষাত্কারে আইবিএমের প্রকৌশলী ব্র্যাডলি বলেন, ‘আমি ফাংশনটির আবিষ্কার করলেও এর জনপ্রিয়তার পেছনে একমাত্র বিল গেটসই রয়েছেন। মাইক্রোসফটই জানে এ রকম একটি ভুল মেনে নিয়ে তারা কেন এ ফাংশনটিকে লগ ইন ফিচার করে রেখেছে।এখন পর্যন্ত ত্রিশটিরও বেশি ঢাকাই ছবিতে অভিনয় করেছেন সিমলা। দেশের ছবিতে অভিনয় করলেও দেশের বাইরের কোনো ছবিতে অভিনয় করা হয়নি তাঁর। কলকাতার ছবি ‘সমাধি’ মুক্তি পেলে স্বপ্নপূরণ হবে সিমলার। এ ছবিতে সিমলা অভিনয় করেছেন বলিউডের অভিনেতা গোবিন্দর বিপরীতে।সম্প্রতি কলকাতার নির্মাতা দীপক স্যানাল পরিচালিত ‘সমাধি’ ছবির কাজ শেষ হয়েছে। ১৫ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন সিমলা।১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল অভিনেত্রী সিমলার। প্রথম ছবিতেই তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।সিমলা জানিয়েছেন, ‘অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম দেশের বাইরের ছবিতে কাজ করব। কিন্তু তা যে গোবিন্দর মতো এত বড় একজন অভিনয়শিল্পীর বিপরীতে হবে ভাবিনি। কলকাতার ছবি “সমাধি”তে অভিনয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করেছি আমি। কিছুদিন আগে শুনলাম ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে আমার স্বপ্ন এবার বাস্তবে রূপ পেতে যাচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিষয়টি আমার জন্য অনেক বেশি আনন্দের।’ সিমলা এও বলেন, ‘গোবিন্দর মতো বড় মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করা তো সৌভাগ্যের ব্যাপার। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর বড় মানুষের মনও যে অনেক বড় হয়, সেটা গোবিন্দর সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি।’‘সমাধি’ ছবির সংগীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ি। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী গ্রেসি সিং ও সেয়ালি ভগত।এদিকে, কলকাতার ‘সমাধি’ ছবিটি ছাড়া বাংলাদেশে সিমলা অভিনীত আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। মাসুদ পথিক পরিচালিত ছবিটির নাম ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গাইলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও তারিন। রাজকন্যার সঙ্গে উদাসীন কবির প্রেম নিয়ে নির্মিত গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান আর সুর করেছেন আলী আকবর রুপু। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির চিত্রায়ণেও অংশ নিয়েছেন চঞ্চল ও তারিন।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে চঞ্চল জানিয়েছেন, ‘এই নিয়ে দ্বিতীয়বারের মতো “ইত্যাদি” অনুষ্ঠানে অংশ নিলাম। এবারের পর্বে তারিন ও আমি একটি মৌলিক গান করেছি। দারুণ অভিজ্ঞতা। সংকেতদার (হানিফ সংকেত) পারফেকশন ও ধৈর্য খুবই আশ্চর্যের বিষয়। আর ইত্যাদির বিষয়বস্তু ও দর্শন তো অতুলনীয়!’তারিন ও চঞ্চল চৌধুরীর গানটির চিত্রায়ণ করা হয়েছে মির্জাপুরের মহেড়া জমিদার বাড়ির বিভিন্ন মনোরম লোকেশনে।চঞ্চল ও তারিন ছাড়া এবারের ‘ইত্যাদি’তে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। এ ছাড়া রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। সাম্প্রতিককালে পরিচিতি পাওয়া কিছু শব্দের ওপর প্রচারণা, প্রচারের নতুন কৌশল, নাটক নির্মাণের বাজেট, প্রার্থীর প্রতিশ্রুতি, চায়ের দোকানের সতর্কবাণী, রিয়েলিটি শোর নতুন আইডিয়া, জনতার সাইনবোর্ডসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।এবারের ইত্যাদির উল্লেখযোগ্য শিল্পীরা হলেন নাজমুল হুদা বাচ্চু, কে এস ফিরোজ, আবদুল কাদের, আফজাল শরীফ, শুভাশীষ ভৌমিক, সোলায়মান খোকা, আবদুল আজিজ, শবনম পারভীনসহ আরও অনেকে।‘ইত্যাদি’র এবারের পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৯ নভেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ভারতের প্রখ্যাত অভিনেতা ফারুক শেখ আর নেই। চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে সমান জনপ্রিয় ফারুক শেখ গতকাল শুক্রবার রাতে দুবাইতে আকস্মিকভাবে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বন্ধু এবং দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী দীপ্তি নাভালের বরাতে এ খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।অভিনেত্রী শাবানা আজমি ফোন করে তাঁকে খবরটি জানিয়েছেন বলে উল্লেখ করে অশ্রুজড়ানো কণ্ঠে দীপ্তি বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি ভীষণ শোকাহত। চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে ভালো অভিনেতাদের তিনি একজন।’সিনেমার পাশাপাশি টেলিভিশনেও সমান জনপ্রিয় ৬৫ বছর বয়সী ফারুক শেখ শারীরিকভাবে সুস্থ ছিলেন বলেই জানান দীপ্তি। তাঁর মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।এদিকে, ফারুক শেখের স্ত্রী রুপা জৈন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সতীশ শাহ। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে কথা হয়েছে জানিয়ে সতীশ বলেন, ফারুক সুস্থ ছিলেন এবং দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন।শোকাহত সতীশ শাহ বলেন, ‘আমি যা বলতে পারি তাহলো এক মহান বন্ধুকে হারালাম আমি।’ ফারুক, তাঁর স্ত্রী রূপা এবং তিনি একই কলেজে পড়তেন বলেও জানান সতীশ।‘চশমে বদ্দুর’ ও ‘সাথ সাথ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাত ফারুক শেখের বলিউড অভিষেক হয় ১৯৭৩ সালে ‘গরম হাওয়া’ চলচ্চিত্রের মধ্য দিয়ে।বলিউডের মূলধারার সিনেমার পাশাপাশি বিকল্পধারার চলচ্চিত্রেও সমানতালে কাজ করেছেন ফারুক। সত্যজির রায় পরিচালিত ‘শতরঞ্জ কা খিলাড়ি’সহ ‘উমরাও জান’, ‘কিসিসে না ক্যহনা’, ‘নুরি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দেওয়ানি’ তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র।স্বল্প বাজেটে উচ্চমানের বিকল্পধারার চলচ্চিত্র, মঞ্চ এবং টেলিভিশনে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন ফারুক। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বেশকিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন তিনি। ফারুকের উপস্থাপনায় ‘জীনা ইসি ক্যা নাম হ্যায়’ টক শোটি তুমুল জনপ্রিয়তা পায়। ১৯৪৮ সালে ২৫ মার্চ ভারতের বারোদায় জন্মগ্রহণ করেন ফারুক শেখ। তাঁর পিতা মুস্তাফা শেখ মুম্বাইয়ে আইনজীবী ছিলেন। তাঁর মায়ের নাম ফরিদা শেখ। স্ত্রী রূপা জৈনের সঙ্গে দাম্পত্য জীবনে দুই কন্যার জনক তিনি। |
দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, ছেঙ্গারচর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিকিরচর ও আদুরভিটি গ্রামবাসীর মধ্যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে এ ব্যাপারে মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয়েছে।‘বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’-এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে বিবেচিত বিষয়ের (অ্যাজেন্ডা) তালিকা থেকে প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করার পর তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।গতকাল রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সাংবাদিকদের বলেন, কওমি মাদ্রাসা আইন পাস হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। তিনি আইনটি পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠক আর হবে কি না, তা প্রধানমন্ত্রী জানেন। তিনি এ সভা ডাকেন। তবে মন্ত্রিসভার আরও অ্যাজেন্ডা বাকি আছে।বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারি আইন-২০১৩ অনুমোদনের খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রস্তাবের খসড়া উত্থাপিত হয়। খসড়ায় কীভাবে বেসরকারি অংশীদার নির্বাচন করা হবে, চুক্তির মেয়াদ বাড়ানো হবে তা তুলে ধরা হয়।এ ছাড়া বৈঠকে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিক (এনএসডিএস) শীর্ষক পরিকল্পনার দলিল অনুমোদন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০১৩, বরিশাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৩, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৩ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইনের খসড়া অনুুমোদন দেওয়া হয়।থাইল্যান্ডে গতকাল মঙ্গলবার হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী আরও কিছু সরকারি কার্যালয় অবরোধ করায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে তারা এই আন্দোলন করছে। বিক্ষোভ দমনে প্রধানমন্ত্রী আইনগত বিষয়টি তুলে নানা হুমকি-ধমকি দিলেও কাজ হচ্ছে না।গত সোমবার অর্থ মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ করার অভিযোগে বিদ্রোহী নেতা সুথেপ থাংসুবানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতা সুথেপ ‘থাকসিনের শাসন’ উত্খাত করতে ও ‘সরকারি সব মন্ত্রণালয় দখল’ করে নেওয়ার প্রচারণা চালাতে বদ্ধপরিকর।প্রধানমন্ত্রী ইংলাক সরকারি কর্মকর্তাদের প্রয়োজনে কারফিউ জারি করার বিশেষ ক্ষমতা দিয়েছেন। তিনি তাঁদের সতর্ক করে বলেন, ‘সবার উচিত আইন মেনে চলা ও জনতার আইন ব্যবহার না করা।’ বিদ্রোহীরা অভ্যন্তরীণ, কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দখল করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যালয় ত্যাগ করতে বলে। এর আগে গত সোমবার তারা অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদ্যুত্ ও পানির সরবরাহ সংযোগ কেটে দেয়। ভারতের অন্ধ্র প্রদেশে আজ শনিবার ভোররাতে যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে আগুন ধরে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে নয়জন।এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভোররাত তিনটা ১৫ মিনিটে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বগিতে ৭৬ জন যাত্রী ছিলেন। |
অপূর্ব ও প্রভার বিয়েতে তাঁর নিজের কোনো প্রভাব ছিল না বলে জানালেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। অপূর্ব ও প্রভার বিয়ে এবং বিচ্ছেদের দুই বছর পর তাঁদের নিয়ে মুখ খুলেছেন এ নাট্যনির্মাতা। বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘শুধুই আড্ডায়’ এসব কথা বলেন চয়নিকা চৌধুরী।অপূর্ব ও প্রভা ২০১০ সালের ১৯ আগস্ট চয়নিকা চৌধুরীর নাটকের সেট থেকে পালিয়ে বিয়ে করেছিলেন। বছর পেরোতে না পেরোতেই আবার তাঁদের ছাড়াছাড়িও হয়ে যায়। ওই সময় দুজন শীর্ষ অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য চয়নিকা চৌধুরীর প্রভাব রয়েছে বলে অনেকেই ধারণা করেন।বৈশাখী টেলিভিশনের ‘শুধুই আড্ডা’ অনুষ্ঠানে চয়নিকা চৌধুরী এ-ও বলেছেন, ‘অপূর্ব ও প্রভার বিয়ে আমি দিইনি। এ বিষয়ে আমি কিছু জানতামও না। কিন্তু বেশির ভাগ মানুষ মনে করে তাঁদের দুজনের বিয়ে আমিই দিয়েছি। বিষয়টি মোটেও সত্যি নয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিষয়টি পরিষ্কার করতে চাই।’প্রথম আলো ডটকমকে চয়নিকা চৌধুরী বলেন, অনুষ্ঠানে উপস্থাপিকা ফারহানা নিশো আমাকে একটি প্রশ্ন করেন যে; এমন একটি ঘটনা যা সবাই সত্য বলে জানে, অথচ সেটার মতো মিথ্যা আর নাই।তখন আমি উত্তরে অপূর্ব-প্রভার বিয়ের ব্যাপারটি নিয়ে কথা বলি।এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খোলা প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে চয়নিকা বলেন, ‘গত দুই বছরে নানা মানুষ পদে পদে আমাকে অপূর্ব-প্রভার বিয়ের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করে।এমনকি তাঁরা এও বলতে থাকেন, এই বিয়েতে আমারই ভূমিকা ছিল বেশি।বিষয়টি নিয়ে কথা বলার খুব একটা সুযোগ পাইনি। এখন যেহেতু আমার সামনে বিষয়টি পরিষ্কার করার সুযোগ আসছে তা জানিয়েছি কথা বলেছি। সবকিছু মিলিয়ে যদি বলি তা হলে অবশ্যই বলব, চয়নিকা চৌধুরী একজন ভালো মানুষ।’নাট্যনির্মাতা হিসেবে ক্যারিয়ারের এক যুগ অতিক্রম করেছেন চয়নিকা চৌধুরী। নিজের প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘যেকোনো নির্মাতার জন্য এক দশক কাটানো বড় ঘটনা। সফলতার সঙ্গে এত দিন কাজ করতে পেরে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ।’খুদেবার্তার মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে চয়নিকা চৌধুরীর সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো। পলাশ মাহবুবের গ্রন্থনা ও পরিচালনায় ‘লীজান শুধুই আড্ডা’ প্রচারিত হবে কাল শনিবার রাত নয়টা ১০ মিনিটে।ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনকে (৫০) আজ সোমবার দুপুরে প্রথমে বোমা ছুড়ে ও পরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত আবুল হোসেন হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবুল হোসেন আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে তাঁর বাড়ি হরিণাকুণ্ড উপজেলার দখলপুর গ্রামে যাচ্ছিলেন। দখলপুর বাজারে পৌঁছানোর পর দুর্বৃত্তরা প্রথমে তাঁর মোটরসাইকেল লক্ষ্য করে বোমা ছোড়ে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান। পরে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জের ধরে আবুল হোসেনকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।সরকার ৩০ টাকা কেজি দরে আমন চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে নির্বাচনকালীন সরকারের খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী জানান, এবার দুই লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে আরও কেনা হবে। প্রতি কেজি চাল উত্পাদনের খরচ হয় ২৫ টাকা ৪২ পয়সা। কৃষকদের সুবিধার্থে সরকার প্রতি কেজি চাল ৩০ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে।সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।ঢাকার সদরঘাট টার্মিনালে আজ শনিবার ভোররাত সাড়ে চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী মাত্র সাতটি লঞ্চ এসেছে। স্বাভাবিক পরিস্থিতিতে এই সময়ে অন্তত ৩৫টি লঞ্চ আসে। আজ লঞ্চে যাত্রী ছিল কম। এ সময় তল্লাশি চালিয়ে ১০ যাত্রীকে আটক করেছে পুলিশ।সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, আগামীকাল রোববার বিরোধী দলের কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় রাজধানীতে আসা লঞ্চযাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। এ সময় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।এদিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা দিয়ে গাবতলী, গাজীপুর, গুলিস্তান রুটে কোনো বাস চলাচল করছে না। পুরান ঢাকায় প্রচুর রিকশা চলছে।মাওয়া-কাওড়াকান্দি নৌপথে মাদারীপুরের কাওড়াকান্দি থেকে কোনো ফেরি ছাড়ছে না। এর ফলে ঢাকার দিকে আসতে পারছেন না যাত্রীরা। তবে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ফেরি ছেড়ে যাচ্ছে। |
পুরোনো পলিথিন ব্যাগ রিসাইকেল করে মূলত প্লাস্টিক পণ্য তৈরি করা হয়। এবারে অস্ট্রেলিয়ার গবেষকেরা পুরোনো প্লাস্টিকের ব্যাগ থেকে কার্বন ন্যানোটিউব তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করার কথা জানিয়েছেন যা কম্পিউটারের চিপ তৈরির মতো কাজে ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এ তথ্য জানিয়েছে।একটি গ্রাফিনের পর্দা বা একটি কার্বন পরমাণুর সমান পুরু চাদরকে সিলিন্ডারের মতো গুটিয়ে নিলে যে টিউব তৈরি হয় সেটাই কার্বন ন্যানোটিউব। ক্ষুদ্র এ টিউব শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না।অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, কার্বন ন্যানোটিউব তৈরিতে যেকোনো কাবন উত্স ব্যবহার করা যায় তবে পলিথিন ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ হতে পারে। পলিথিন ব্যাগ সহজে পচে না বলে এর ব্যবহার করে ন্যানো টিউব তৈরির উপযুক্ত কার্বন পাওয়া সম্ভব। পলিথিন থেকে ন্যানোটিউব তৈরির প্রক্রিয়ায় এর সঙ্গে বিষাক্ত কোনো অনুঘটক মেশানোর প্রয়োজনও পড়ে না।গবেষকেরা বলছেন, পলিথিনের তৈরি কার্বন ন্যানোটিউব নানা কাজে ব্যবহার করা যায়। সৌরকোষ তৈরি, ব্যাটারি তৈরি, ইলেকট্রনিকস যন্ত্রাংশ তৈরিসহ কম্পিউটারের চিপ তৈরিতেও এখন কার্বন ন্যানোটিউব ব্যবহূত হচ্ছে।উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে মৃত্যুবরণ করেছেন ২৪ অক্টোবর বৃহস্পতিবার। মৃত্যুর আগেই স্ত্রী সুলোচনাকে উত্সর্গ করে একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি। নিজের তৈরি চারটি গানের পাশাপাশি দুটি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো অ্যালবামটির কাজও শুরু করেছিলেন মান্না দে। যত দ্রুত সম্ভব অ্যালবামটি প্রকাশ করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন আশা অডিও কোম্পানির পরিচালক মহুয়া লাহিড়ি।১৯৫৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন মান্না দে ও সুলোচনা। দীর্ঘ ৫৯ বছর সংসার করার পর ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালে মৃত্যুবরণ করেন সুলোচনা। স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন মান্না দে। বহুবার তিনি জানিয়েছেন, সুলোচনাই তাঁর জীবনের অনুপ্রেরণা। স্ত্রীর মৃত্যুর পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়লেও সুলোচনাকে উত্সর্গ করে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেন মান্না দে।অ্যালবাম তৈরির কাজ অনেকটাই গুছিয়ে এনেছিলেন মান্না দে। চলতি বছরের শুরুর দিকে তিনি গানগুলোর সংগীতায়োজনের পাশাপাশি ছয়টি গানেরই ট্র্যাক রেকর্ডিংয়ের কাজ শেষ করেছিলেন। শুধু বাকি ছিল কণ্ঠ-ধারণের কাজ। শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় গানগুলোতে কণ্ঠ দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।এ প্রসঙ্গে আশা অডিও কোম্পানির পরিচালক মহুয়া লাহিড়ি বলেন, ‘অ্যালবামের ছয়টি গানের মধ্যে দুটি রবীন্দ্রসংগীত। বাকি চারটি গান বেঁধেছিলেন মান্না দে নিজেই। ইচ্ছে থাকা সত্ত্বেও শরীর সায় না দেওয়ায় গানগুলোতে কণ্ঠ দিয়ে যেতে পারেননি মান্না দে। এখন তাঁর পরিবর্তে অন্য কাউকে দিয়ে গানগুলো গাওয়ানো হবে। যোগ্য শিল্পীর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই কণ্ঠ ধারণের কাজ শেষে যত দ্রুত সম্ভব অ্যালবামটি মুক্তি দেওয়া হবে।’অ্যালবামের দুটি রবীন্দ্রসংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা যা বলো তাই বলো’ এবং ‘আনন্দ তুমি স্বামী’। এ গান দুটির মাধ্যমে সুলোচনাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মান্না দে তাঁর চাচা প্রখ্যাত গায়ক-সংগীত পরিচালক কৃষ্ণ চন্দ্র দের স্মৃতির প্রতিও শ্রদ্ধাঞ্জলি জানাতে চেয়েছিলেন।নেপালে সম্প্রতি অনুষ্ঠিত সাংবিধানিক পরিষদের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে করা হচ্ছে। এতে সংবিধান প্রণয়ন নিয়ে দেশটিতে বিদ্যমান অচলাবস্থা নিরসনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।নেপালের সাংবিধানিক পরিষদের ৬০১টি আসনের মধ্যে ২৪০টিতে সরাসরি ভোটে সদস্যরা নির্বাচিত হন। রাজনৈতিক দলগুলোর আনুপাতিক ভোটের ভিত্তিতে ৩৩৫ আসন নির্ধারিত হয়। বাকি ২৬ আসনে সরকার মনোনীত প্রার্থী নেওয়া হবে।১৯ নভেম্বর ২৪০ আসনের জন্য নেওয়া ভোটে এখনো পর্যন্ত প্রকাশিত ফলাফলে ১০৫টি আসন পেয়ে এগিয়ে আছে নেপালি কংগ্রেস। এতে নেপালি কংগ্রেস সাংবিধানিক পরিষদের সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হবে। ৯১টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উদারপন্থী কমিউনিস্ট দল ইউএমএল। পুষ্পকমল দহল প্রচণ্ডর নেতৃত্বাধীন মাওবাদী দল পেয়েছে মাত্র ২৬টি আসন। আগামী সপ্তাহ পর্যন্ত ভোট গণনা চলবে।নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সংখ্যাগরিষ্ঠতা নয়, বরং রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে প্রচণ্ডের মাওবাদী দল।নতুন বছরের প্রথম দিনটি দেশের বাইরেই কাটান তাঁরা। বলিউডের তারকা দম্পতি সাইফ আর কারিনা। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। অবকাশ যাপনের জন্য তাঁদের প্রিয় দেশ সুইজারল্যান্ড আর প্রিয় শহর সে দেশের শহর গাস্তাদ। বিগত কয়েক বছরের মতো এবারও সুইজারল্যান্ডের গাস্তাদে নতুন বছরকে বরণ করে নেবেন সাইফ-কারিনা।সম্প্রতি সুইজারল্যান্ডের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। প্রায়ই সেখানে বেড়াতে যান তাঁরা। কয়েক বছর ধরেই সেখানে বর্ষবরণ উত্সব উদযাপন করছেন তাঁরা। সম্প্রতি সুইজারল্যান্ড যাওয়ার সময় মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে এ জুটিকে। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।টানা পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালের অক্টোবরে বিয়ের পর্ব সারেন সাইফ-কারিনা। এরই মধ্যে বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন পতৌদির নবাব সাইফ ও তাঁর বেগম কারিনা কাপুর খান। স্ত্রীকে খুশি করার জন্য সাধ্যমতো সবকিছুই করে যাচ্ছেন সাইফ।ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কারিনা প্রতিবছর বর্ষবরণ উত্সব উদযাপনের সময়টাতে সুইজারল্যান্ডে নিয়ে যেতে বলেছেন সাইফকে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারিনা এমনটা করতে চান। কারিনার ইচ্ছে বলে কথা! শত ব্যস্ততা থাকলেও বছর শেষে ঠিকই সব কাজ গুছিয়ে নেন সাইফ-কারিনা দুজনেই। নতুন বছরকে বরণ করে নিতে চলে যান গাস্তাদে। শুধু তা-ই নয়, নির্দিষ্ট একটি হোটেলেই তাঁরা ওঠেন। সুইজারল্যান্ডের মনোরম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে ও হই-হুল্লোড় করে উদযাপন করেন বর্ষবরণ উত্সব।অবকাশযাপনের প্রিয় জায়গা কোনটি, জানতে চাইলে কারিনা একবার বলেছিলেন, ‘কেউ যদি আমার মাথায় বন্দুক রেখেও এই প্রশ্ন জিজ্ঞেস করে তবে আমার উত্তর হবে সুইজারল্যান্ডের গাস্তাদ। জায়গাটিকে স্বর্গ বলেই মনে হয় আমার কাছে। জায়গাটিতে বার বার ফিরে যেতে আমার অনেক ভালো লাগে।’ এমনকি সেখানে বাড়ি কেনার আগ্রহের কথাও জানিয়েছিলেন কারিনা। |
চুলের নতুন স্টাইল বেশি কাজে দিল, নাকি রাঁচিতে তাঁর ঘরের মাঠ—বলা কঠিন। তবে আগের ম্যাচে রাঁচির দর্শকদের যে হতাশা উপহার দিয়েছিলেন, মহেন্দ্র সিং ধোনি কাল এর পুরোটাই সুদে-আসলে পুষিয়ে দিলেন। ধোনির ব্যাটে ঝড় নতুন কিছু নয়। তবে এমন ১৪ নম্বর মহা বিপত্সংকেত বাজিয়ে দেওয়া টর্নেডো আগে দেখা যায়নি। সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের নাকের জল-চোখের জল এক করে ছেড়েছেন ধোনি। মাত্র ১৬ বলে করেছেন ফিফটি। চ্যাম্পিয়নস লিগ তো বটেই, আইপিএলও হিসাবে নিলে এটি দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ১৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। এর মধ্যে এক ওভারেই মেরেছেন পাঁচ ছক্কা।বোলারদের জন্যই কঠিন এক রাতে ২০২ রান করেও অবশ্য ম্যাচটা শেষ পর্যন্ত মাত্র ১২ রানে জিতেছে চেন্নাই।৫৭ বলে ৮৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন সুরেশ রায়না। তবে ম্যাচের আসল পার্থক্য গড়ে দিয়েছে আসলে ধোনির ইনিংসটাই। ১৫তম ওভারের প্রথম বলে ধোনি মাঠে নামার সময় চেন্নাইয়ের স্কোর ছিল ৩ উইকেটে ১১৫। শেষ ৩৫ বলে চেন্নাই করেছে ৮৭ রান, এতে ধোনিরই জোগান ৬৩। রায়নার সঙ্গে তাঁর জুটিটা ওভারে রান তুলেছে ১৪.৪০ করে! ৬০ রানের সেই জুটিতে ধোনিই করেছেন ৪৩। ডোয়াইন ব্রাভোর সঙ্গে ১০ বলের জুটিটায় রান এসেছে ২৭! এখানেও ধোনির জোগান ২০ রান।১৭ ওভার শেষে ধোনির নামের পাশে ছিল ১১ রান। এক ওভার পরেই তাঁর নামের পাশে রান ৪৩! বোঝাই যাচ্ছে ১৮তম ওভারটিতে কী ঝড়টাই না গেছে থিসারা পেরেরার ওপর দিয়ে। এই এক ওভারেই শ্রীলঙ্কান পেসার দিয়েছেন ৩৪ রান। দুটো ওয়াইড থেকে। বাকি ৩২ তুলেছেন ধোনি। মেরেছেন পাঁচটি ছক্কা!১৬ বলে ফিফটি পূর্ণ করার সময় ধোনির নামের পাশে ছিল ৬টি ছক্কা ও একটি চার। চার ছক্কা থেকেই এসেছে ৪০! শেষ ওভারে আরও দুটো ছয় মেরেছেন ধোনি। সব মিলিয়ে আট ছক্কা, চার ওই একটিই। ছক্কাই যখন সুলভ, চার মেরে আর কী হবে!১৪ দলের মুখপাত্র মো. নাসিম দ্রুত সংলাপ শেষ করে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বোমাবাজি, হরতাল নৈরাজ্যের প্রতিবাদে জোটের পক্ষ থেকে ১ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন তিনি।আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে নাসিম এ ঘোষণা দেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘আমরা সংলাপ চাই। প্রধানমন্ত্রী আন্তরিকতা দেখিয়েছেন। এখন বিরোধী দল সাড়া দিয়ে এগিয়ে এলে সংলাপ শুরু হবে এবং ১৪ দল মনে করে দ্রুত এই সংলাপ শেষ করতে হবে। আমরা অপেক্ষা করছি বিরোধী দল আসবে ও বসবে।’বিরোধী দল জামায়াতকে নিয়ে এলে সংলাপ হবে কি না, এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, জামায়াতকে অবশ্যই দাওয়াত দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী বিএনপিকে সংলাপের আমন্ত্রণ দিয়েছেন।২৯ তারিখের পর বিএনপি সংলাপে বসতে চাইলে তারা রাজি হবেন কি না—এমন প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা সব সময়ই রাজি। উদ্যোগটা বিরোধী দলকে নিতে হবে। সাড়া দেওয়ার দায়িত্ব বিরোধী দলের। ওনারা বলুক, কীভাবে আলোচনা করবেন।’সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আজকের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাহ, জাসদের শরিফ নুুরুল আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।চ্যাম্পিয়নস লিগের অপরাপর ম্যাচে জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল ও এসি মিলান।নিজেদের মাঠে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড নাপোলির বিপক্ষে জিতেছে ৩-১ গোলে। খেলার ১১ মিনিটে মার্কো রিউসের গোলে এগিয়ে যাওয়া বরুসিয়ার পক্ষে আরও দুটো গোল করেন জ্যাকুব ব্লাসজোকোয়েস্কি এবং পিয়েরে এমরিক আওবামেয়াং। ব্লাসজোকোয়েস্কির গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। ৭১ মিনিটে লরেঞ্জো ইনসিগনের গোলে নাপোলি খেলায় ফিরে আসার চেষ্টা করলেও আওবামেয়াং এর সাত মিনিট ইতালীয় দলটির কফিনে ঠুঁকে দেন শেষ পেরেক।গ্লাসগোয় গিয়ে সেল্টিককে হারাতে একেবারেই বেগ পেতে হয়নি এসি মিলানের। স্কটিশ দলটির বিপক্ষে তাদের জয় ৩-০ গোলের। ১৩ মিনিটে সেল্টিকের গোলমুখ খুলে দেন রিয়াল ছেড়ে সান সিরোয় ফেরা কাকা। ৪৯ মিনিটে ক্রিস্টিয়ান জাপাতার গোলে ব্যবধান বাড়ায় মিলান। ৬০ মিনিটে দলের জয় নিশ্চিত করেন মারিয়ো বালোতেল্লি।অ্যামিরেটস স্টেডিয়ামে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে আর্সেনালের জয় দুই অর্ধের দুই গোলে। গোল দুটি অবশ্য একজনের। জ্যাক উইলশেরে। খেলার প্রথম মিনিটেই উইলশেরের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬৫ মিনিটে উইলশেরে নিজের দ্বিতীয় গোলটি করে আর্সেনালকে এনে দেন ২-০ গোলের চমৎকার এক জয়। সূত্র: রয়টার্স।২৫ ডিসেম্বর। বড়দিনেই ছিল অ্যালিস্টার কুকের জন্মদিন। সদ্যই অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজ হারের ফলে জন্মদিনটা হয়তো ভালোমতো উদযাপনই করতে পারেননি ইংলিশ অধিনায়ক। তবে আজ কিছুটা ভালোলাগার উপলক্ষ হয়তো খুঁজে পেয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টে তাঁর দলও যে রকম দিয়েছে ঘুরে দাঁড়ানোর আভাস, তেমনি কুক নিজেও গড়েছেন নতুন একটি রেকর্ড। সবচেয়ে কম বয়সে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।২৯ বছর ৩ দিন বয়সে ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৮০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কুক। টেন্ডুলকার এই উচ্চতায় পৌঁছেছিলেন ২৯ বছর ২৪ দিনে। আজ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ৫৪ রানের ইনিংস খেলার পথেই টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন কুক। ৪১ রান করেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৬তম ব্যাটসম্যান হিসেবে তিনি স্পর্শ করেছেন ৮০০০ রানের মাইলফলক।এখন মেলবোর্ন টেস্টটা জিততে পারলে হয়তো রেকর্ড গড়ার কীর্তিটা আরও ভালোভাবে উদযাপন করতে পারবেন কুক। কিন্তু প্রথম ইনিংসে ৫১ রানের লিড নিতে পারলেও দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড। ১৩১ রান সংগ্রহ করতেই পাঁচটি উইকেট হারিয়েছে সফরকারীরা। ৪১ রান নিয়ে অপরাজিত থাকা কেভিন পিটারসেনই আবার হয়ে উঠেছেন ইংল্যান্ডের ভরসার প্রতীক। তাঁর ব্যাটের দিকে তাকিয়েই এখন লড়াইয়ের পুঁজি সংগ্রহের আশা করছে ইংল্যান্ডের সমর্থকরা। এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৭০ রান।উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করে শুরুটা অবশ্য ভালোভাবে করেছিল সফরকারীরা। কিন্তু ৫১ রান করে কুক আউট হওয়ার পর দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। টানা দুই ওভারে মাইকেল কারবেরি, জো রুট ও ইয়ান বেলকে আউট করেছেন পিটার সিডল ও নাথান লায়ন। পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন পিটারসেন ও বেন স্টোকস। কিন্তু দলীয় ১৩১ রানের মাথায় স্টোকসকে আউট করে ইংল্যান্ডকে কিছুটা চাপের মুখে ফেলে দিয়েছেন লায়ন। |
রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বখতিয়ার মো. লতিফ হত্যার বিচার না হলে আবারও রাজপথে নেমে প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এসব কথা বলেন। বখতিয়ারের হত্যাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও সহপাঠী বন্ধু-বান্ধবেরা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে বখতিয়ারের মা শামসুন্নাহার ফেরদৌসি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার তো চাওয়ার আর কিছু নেই। আমি শুধু আমার সন্তানের হত্যার সুষ্ঠু বিচার চাই।’বাবা জাহিদ আল লতিফ বলেন, প্রথমে পুলিশ অনেক তত্পর ছিল। কিন্তু মামলার ব্যাপারে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারা কাউকে শনাক্ত করতে পারেনি, ধরা তো দূরের কথা। তাই আশ্বাস এখন হতাশায় পরিণত হয়েছে।’বখতিয়ারের বন্ধু ইলতিমাস আমির বলেন, ‘নিষ্পাপ একজনের প্রাণ নিয়ে নেবে, আর আমরা কিছু বলব না—এটা তো হতে পারে না। আমরা এভাবেই প্রতিবাদ জানাব। আশা করি, সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করবে।’বখতিয়ারের ফুপু বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী বলেন, ‘আমরা তো কোনো রাজনৈতিক দল নই যে হরতাল করব, অবরোধ করব। এভাবেই আমরা প্রতিবাদ জানিয়ে যাব। তা ছাড়া তো কোনো উপায় নেই।’‘বাংলাওয়াশ! মাথায় ঘুরছে সেই বাংলাওয়াশ। আজ থেকে তিন বছর আগে এই অক্টোবরেই শব্দটির প্রথম উদ্ভব। নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার সার্থক প্রতিশব্দ এটি। আজ তিন বছর পর আরও একটি সিরিজের আগে সেই ‘বাংলাওয়াশ’ শব্দটি যেন বাংলাদেশ ক্রিকেট দলের এক সঞ্জীবনী সুধা।প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও উদ্দীপনা খুঁজছেন এই শব্দটি থেকেই, ‘অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ওদের হোয়াইটওয়াশ করার ব্যাপারটি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’তিন বছর আগে কিউইরা ওয়ানডে সিরিজে ৪-০তে হেরে বাংলাদেশ ছেড়েছিল। বিষয়টি দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আঘাত হিসেবে চিহ্নিত। নিউজিল্যান্ড ক্রিকেটকে ওলট-পালট করে দেওয়া সেই ধবলধোলাইয়ের লজ্জা যে তিন বছর পরেও তাদের তাড়া করে বেড়াচ্ছে না, সেটা কে বলবে? তবে এ প্রসঙ্গে মুশফিকের প্রতিক্রিয়া বেশ সতর্ক, ‘ওদের মাথায় হোয়াইটওয়াশের ব্যাপারটি অবশ্যই থাকবে। কিন্তু ব্যাপারটির কথা মাথায় রেখেই তারা শক্তিমত্তার পুরোটা ঢেলে দিতে চাইবে। ভুলে গেলে চলবে না, নিউজিল্যান্ড খুবই শক্তিশালী দল।’কাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে ‘টস’কে গুরুত্বপূর্ণ মনে করেন মুশফিকুর। গত দুই দিন ফ্লাড লাইটে অনুশীলনের অভিজ্ঞতা থেকে তাঁর অভিমত, এই সিরিজে টসে জেতা-হারা একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করবে। কারণটা অবশ্যই হেমন্তের সন্ধ্যার শিশির।মুশফিক জানিয়েছেন, সন্ধ্যার সময় শিশিরের কারণে ফিল্ডিং করা দল সমস্যায় পড়বে। আর স্পিন যেহেতু বাংলাদেশের বড় শক্তি, তাই শিশিরের কারণে টসকে গুরুত্বপূর্ণ মানতেই হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে এই সিরিজে জয়ই যে বাংলাদেশের মূল লক্ষ্য, সেটা বলতেও ভোলেননি টাইগার অধিনায়ক।আগামী চার বছরের মধ্যেই ফোরজি নেটওয়ার্ক ব্যবহারের দিক থেকে বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে এগিয়ে যাবে এশিয়া। ভারত ও চীনে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা লং টার্ম ইভোলিউশন (এলটিই) উন্মুক্ত হওয়ায় ২০১৭ সাল নাগাদ ৪৭ শতাংশ ফোরজি সংযোগ আসবে এশিয়া থেকে। আন্তর্জাতিক টেলিকম সংস্থা জিএসএম অ্যাসোসিয়েশন সম্প্রতি এ তথ্য জানিয়েছে।জিএসএমএর পক্ষ থেকে জানানো হয়েছে, এলটিই সংযোগের প্রায় অর্ধেকই হবে এশিয়াভিত্তিক আর এসময় নাগাদ বিশ্বে ফোরজি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যাও একশো কোটি ছাড়িয়ে যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।জিএসএমএর পূর্বাভাস অনুযায়ী, ২০১৭ সাল নাগাদ বিশ্বে মোবাইল সংযোগ দাঁড়াবে প্রায় আটশো কোটি। এ সময়ের মধ্যে প্রতিটি আটটি সংযোগের অন্তত একটি হবে ফোরজি সংযোগ। ২০১৩ সালের শেষ নাগাদ ফোরজি সংযোগ দাঁড়াবে সাড়ে ১৭ কোটির ওপরে।জিএসএমএর সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় ২০ শতাংশ জনসংখ্যা ফোরজি বা এলটিই নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। মোবাইল অপারেটররা আগামী কয়েক বছর ধরেই তাদের নেটওয়ার্ক সুবিধা বাড়াতে কাজ করবে যার ফলে ২০১৭ সাল নাগাদ বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা ফোরজি নেটওয়ার্কের আওতায় চলে আসবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ৯০ শতাংশ, ইউরোপে ৪৭ শতাংশ ও এশিয়ায় ১০ শতাংশ জনসংখ্যা এলটিইর আওতায় রয়েছে।জিএসএমএর প্রধান পরিকল্পনা কর্মকর্তা হুনমি ইয়াং জানিয়েছেন, এলটিইর প্রসারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে উপযুক্ত সময়ে মোবাইল অপারেটরদের কাছে ফোরজি তরঙ্গের বরাদ্দ, ফোরজি সমর্থনযোগ্য সাশ্রয়ী দামের স্মার্টফোন, কম দামে ফোরজি নেটওয়ার্কে ডাটা ব্যবহারের সুযোগ।ইয়াংয়ের মতে, উন্নত ও উন্নয়নশীল দেশে এলটিই চালু করতে পারলে মোবাইল অপারেটরদের ব্যবসা আরও বাড়বে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এলটিই নেটওয়ার্ক ব্যবহারকারীদের কাছ থেকে গড়ে প্রায় সাত থেকে ২০ গুণ আয় করা সম্ভব। তবে এ জন্য ফোরজি সুবিধার সাশ্রয়ী স্মার্টফোন তৈরির দিকে যেতে হবে নির্মাতাদের। গাড়িতে নয়, সাধারণ মানুষের মতো মেট্রোরেলে চড়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। আজ শনিবার দিল্লির রামলীলা ময়দানে ‘জনতার একজন’ হিসেবে শপথ নেবেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজের।দিল্লিতে জয়ের পর থেকে ভারতের রাজনীতিতে একের পর এক চমক দেখাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) এই নেতা। এর আগে সরকারি বাড়ি ও পুলিশের বিশেষ নিরাপত্তা নিতে অস্বীকার করে সবার মনোযোগ কাড়েন তিনি। এবার বললেন, গাড়িতে নয়, মেট্রোরেলে চড়ে শপথ নিতে যাবেন।খবরে বলা হয়েছে, আজ শনিবার দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার ছয় সদস্য কেউই গাড়িতে চড়ে শপথ নিতে যাবেন না, যাবেন মেট্রোরেলে চেপে। তাঁদের পরিবারের সদস্যদের আসনও হবে সাধারণ দর্শকের কাতারে। শপথগ্রহণ অনুষ্ঠানে আম আদমি পার্টি থেকে কোনো ভিভিআইপি অতিথিও থাকছেন না বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।তবে হঠাৎ করে গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরকারি বিভিন্ন নথিপত্র ‘হারানো’র খবর প্রকাশ নিয়ে কিছুটা বিপাকে পড়েই কাজ শুরু করতে হবে দিল্লির ১৭তম মুখ্যমন্ত্রীকে। তিনি বলেছেন, সরকারের নথিপত্র রক্ষার দায়িত্ব দিল্লির মুখ্যসচিবের।এদিকে গতকাল শুক্রবার সকাল থেকে কেজরিওয়াল দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের অভিযোগ শুনেছেন। |
ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের লড়াই নিয়েই মত্ত পুরো ফুটবল বিশ্ব। কিন্তু স্প্যানিশ লিগে এই দুজনের বাইরে আরও একজন নিভৃতেই রেখে চলেছেন নিজের প্রতিভার পরিচয়। ডিয়েগো কস্তা নামের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাল্লা দিয়েই লড়াই চালাচ্ছেন মেসি-রোনালদোর সঙ্গে। ছয় ম্যাচে সাত গোল করে মেসির সঙ্গে যৌথভাবে আছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রোনালদোও তাঁর পেছনে!কিন্তু আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারটার কথা ভাবলে একটু চিন্তাতেই পড়ে যেতে হচ্ছে কস্তাকে। স্প্যানিশ লিগে খেললেও তিনি ব্রাজিলের নাগরিক। নেইমার, জো, ফ্রেড, হাল্কদের ভিড়ে ব্রাজিলের জাতীয় দলে সুযোগ পাওয়াটা যে কতটা কঠিন, সেটা বেশ ভালোমতোই টের পাচ্ছেন। তাই এখন ব্রাজিল নয়, বরং স্পেনের হয়ে খেলতেই বেশি আগ্রহী ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার।জন্মসূত্রে ব্রাজিলের নাগরিক হলেও ইতিমধ্যে স্পেনের নাগরিকত্বটাও পেয়ে গেছেন কস্তা। জাতীয়তা বদলের আবেদন জানিয়ে ফিফা বরাবর আবেদনও করেছেন। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর আবেদন গৃহীত হয়ে যাওয়ার কথা। ফিফার নিয়ম অনুযায়ী, একবার একটি দেশের জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয়ে গেলে আর দেশ বদলের সুযোগ থাকে না। কস্তা ইতিমধ্যে ব্রাজিলের জার্সি গায়ে চারটি ম্যাচ খেললেও এর সবগুলোই ছিল প্রীতি ম্যাচ।ফিফার অনুমোদন পেয়ে গেলে আর এই ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বজয়ী স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ হয়তো পেয়েই যাবেন কস্তা। সেন্টার ফরোয়ার্ডের জায়গাটা কাকে দেবেন, এখনো ঠিক করে উঠতে পারছেন না স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেসের মতো তারকারা থাকলেও ফর্মের ধারাবাহিকতা নিশ্চয়ই এগিয়ে দেবে কস্তাকে।ব্রাজিলে জন্ম, কিন্তু পরবর্তী সময় অন্য দেশের হয়ে খেলছেন, এমন নজির অবশ্য আগেও দেখা গেছে। খুব সম্প্রতি ডেকো ও পেপে খেলেছেন পর্তুগালের হয়ে। মার্কোস সেনা গায়ে চড়িয়েছেন স্পেনের জার্সি।রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পালসার মোটরসাইকেলে করে দুই যুবক শ্যামলী থেকে এসে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি বস্তির দিকে চলে যায়।পুলিশের তেজগাঁও বিভাগীয় উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, এ এলাকায় পুলিশের পাঁচজন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এমন ঘটনা ঘটতে পারে, এ ব্যাপারে আগেই তাঁদের সতর্ক করা হয়েছিল। দায়িত্বে অবহেলার কারণে ওই পাঁচ পুলিশ সদস্যকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে বেতার ভবনের সিসি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে দোষীদের শনাক্তের চেষ্টা করা হবে।১৮-দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিনে ককটেল হামলায় আহত বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মচারী আজ বুধবার ভোরে মারা গেছেন।ওই কর্মচারীর নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি ন্যাশনাল ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারী। আজ ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ারা বেগমের স্বজনেরা জানান, গতকাল বিকেলে অফিস থেকে ফেরার পথে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় সিটি করপোরেশন অফিসের সামনে ককটেল হামলার শিকার হন আনোয়ারা। বিস্ফোরণে তাঁর মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই চিকিত্সকেরা তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের আইসিইউতে কোনো বিছানা ফাঁকা ছিল না। রোগীকে অন্য হাসপাতালেও নেওয়া সম্ভব হয়নি। আজ ভোরে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে আনোয়ারার মৃত্যু হয়।১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে এখন পর্যন্ত সারা দেশে সহিংসতায় ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে কুমিল্লায় অবরোধকারীদের পৃথক হামলায় বিজিবির এক সদস্যসহ দুজন মারা গেছেন। সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেখানে গভীর রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বগুড়ায় সংঘর্ষে বিএনপির এক নেতা এবং সিরাজগঞ্জ ও বরিশালের গৌরনদীতে দুজন পথচারী মারা গেছেন। ফেনীতে গত সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে আহত সিএনজিচালিত অটোরিকশার এক চালক রাতে হাসপাতালে মারা গেছেন। রাজধানীতে গতকাল ককটেল হামলায় আহত বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মচারী আজ ভোরে মারা গেছেন।নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন ধার্য করে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।দশম জাতীয় সংসদের নির্বাচনের বাকি আর মাত্র আট দিন। নবম দিনের দিন নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ শনিবার দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। বেলা তিনটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ঘোষণা করবেন।নির্বাচনের পর আবার সরকার গঠন করে ভোটারদের জন্য কী কী করা হবে, সেই প্রতিশ্রুতিসংবলিত নির্বাচনী ইশতেহার দেবে আওয়ামী লীগ।২০০৮ সালে নির্বাচনের ১৭ দিন আগে ইশতেহার ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এবার আট দিন আগে ঘোষণা করছে।গত নির্বাচনের ‘দিনবদলের সনদ’ নাম দিয়ে আওয়ামী লীগের ঘোষণা করা ইশতেহার তরুণ প্রজন্মের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবর্তনের ডাক দিয়ে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে।এবারের ইশতেহারে যে বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে তা হলো—২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে যা যা করণীয়, রূপকল্প-২০২১ বাস্তবায়নের পথে যেসব কাজ বাকি আছে, সেগুলো কখন কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটি থাকছে। বিদ্যুত্, জ্বালানি খাত ও দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকতে পারে ইশতেহারে। এ ছাড়াও সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিতে এবারের ইশতেহারে বিশেষ গুরুত্ব থাকছে।বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় ইতিমধ্যে ১৫৪ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্ব্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে ৫ জানুয়ারি ভোট হবে বাকি ১৪৬ আসনে।আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া দলগুলো এখনো নির্বাচনের ইশতেহার ঘোষণা করেনি। |
পদ্মার ভাঙনে রাজবাড়ী সদর উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকিতে রয়েছে। যেকোনো দিন বিদ্যালয় দুটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিদ্যালয় দুটি হলো বরাট ইউনিয়নের উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয় সূত্র জানায়, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩০ সালে ও মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে স্থাপিত হয়। সাম্প্রতিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই শতভাগ পাস করেছে। বর্তমানে উড়াকান্দায় ২৪৯ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং মহাদেবপুরে ১৯৯ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন।সরেজমিনে দেখা গেছে, উড়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ে একটি পাকা ও একটি আধা পাকা ভবনে আটটি কক্ষ রয়েছে। কিন্তু পদ্মা ভাঙতে ভাঙতে একেবারে ভবনের পাশে চলে এসেছে। আর মাত্র ১০-১২ ফুট দূরে রয়েছে। বিদ্যালয়টি রক্ষার চেষ্টায় এলাকাবাসী নদীতে বাঁশের বেড়া দিয়েছেন। অপরদিকে মহাদেবপুর বিদ্যালয়টি নদী থেকে মাত্র ৩০ ফুটের মতো দূরে। সেটি রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উড়াকান্দা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারুফ ইসলাম বলে, ‘আমাদের স্কুলটি ভেঙে যাচ্ছে, কিন্তু সরকার কিছু করছে না। আমাদের স্কুল পদ্মায় চলে যাবে ভাবলে খুব কষ্ট পাই।’ তার কথার প্রতি সমর্থন জানায় নিজামুল ইসলাম, মিতু আক্তার, শাহানাজ আক্তার, ইমরান প্রামাণিক, রীনা খাতুনসহ কয়েকজন শিক্ষার্থী।উড়াকান্দা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক ও মহাদেবপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম জানান, বিদ্যালয় রক্ষার জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। পানি নেমে গেলে শুষ্ক মৌসুমে বিদ্যালয় রক্ষার কাজ করা হবে বলে তাঁরা আশ্বস্ত করেছেন।সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার জানান, বিদ্যালয় দুটি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইউএনও এরশাদ হোসেন খান বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।নতুন নকশার ম্যাক প্রো আনছে অ্যাপল। তবে নতুন নকশার ম্যাক প্রো বাজারে আসার আগেই বিশেষ সংস্করণের ম্যাক প্রো হাতে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আগ্রহীদের। অ্যাপলের প্রধান পণ্য নকশাকারী জনি আইভ ম্যাক প্রো কম্পিউটারের একটি বিশেষ নকশা করেছেন যা নভেম্বর মাসে নিলামে উঠবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।অ্যাপলের নতুন নকশার ম্যাক প্রো কম্পিউটার বাজারে আসতে এখনো দেরি থাকলেও এর নকশা এর মধ্যেই প্রযুক্তি বিশ্লেষকেদের কাছে প্রশংসিত হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবি ২৩ নভেম্বর জনি আইভের নকশা করা বেশ কয়েকটি পণ্যের নিলাম ডেকেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে জনি আইভের নকশা করা লাল রঙের একটি ম্যাক প্রো।অ্যাপলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত জনি আইভ ম্যাক প্রো ছাড়াও এই নিলামের জন্য লাইকার ক্যামেরা, এয়ারপড, ল্যাম্প, রেঞ্জ রোভারসহ বেশ কয়েকটি পণ্যের নকশা করেছেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লাল রঙের ম্যাক প্রো ও লাইকার ক্যামেরাটি। সোথবি কর্তৃপক্ষ আশা করছে ম্যাক প্রো কম্পিউটারটি ৪০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার দাম উঠবে।এই নিলাম থেকে যে অর্থ আসবে তা এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নিয়ে কাজ করছে এমন আন্তর্জাতিক তহবিলে দান করা হবে।প্রসঙ্গত, অ্যাপল সম্প্রতি আগামী প্রজন্মের কম্পিউটার হিসেবে ম্যাক প্রো বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রচলিত নকশার পরিবর্তে এ কম্পিউটারে সিলিন্ডার আকৃতি নকশা করেছেন জনি আইভ। ডিসেম্বর মাস থেকে দুই হাজার ৯৯৯ মার্কিন ডলারে এ কম্পিউটার বিক্রি করবে অ্যাপল। তবে অ্যাপলের ম্যাক প্রোর আগেই জনি আইভের বিশেষভাবে নকশা করা লাল ম্যাক প্রোটি নিলামে বিক্রি হচ্ছে।সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটখোলা এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।ঘটনার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ও আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম শামছুর রহমান (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের আবদুল মাজেদের ছেলে। শামছুর জামায়াতের কর্মী বলে পুলিশ ও দলীয় সূত্র নিশ্চিত করেছে।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসিরউদ্দীনের ভাষ্য, পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ একটি দলের সদস্যরা গভীর রাতে অভিযান চালাতে জামায়াতের নেতা-কর্মীদের এলাকা বলে পরিচিত আগরদাড়ি গ্রামের উদ্দেশে রওনা দেন। তাঁরা ওই গ্রামে পৌঁছার আগেই জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন মসজিদের মাইকে এলাকায় পুলিশ আসার কথা ঘোষণা করেন। এতে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক আবাদেরহাটখোলা এলাকায় জড়ো হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে তাঁরা ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে গাছ ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে আবারও ইটপাটকেল ও ককটেল ছোড়েন। আত্মরক্ষার্থে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে যৌথ বাহিনী। এ সময় শামছুর রহমান নিহত হন। ভোর চারটার দিকে ঘটনাস্থল থেকে যৌথবাহিনী ফিরে আসে।সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডল দাবি করেন, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা শিয়ালডাঙ্গা ও আগরদাড়ি এলাকায় গিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করেন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। পুলিশের গুলিতে শামছুর রহমান নামের জামায়াতের একজন কর্মী নিহত হন। ঘটনাস্থল থেকে যৌথবাহিনী চলে যাওয়ার পর জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘুদের ঘরবাড়ি-দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন জানান, যৌথবাহিনী চলে যাওয়ার পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে প্রথমে আগরদাড়ি বাজারে আওয়ামী লীগের সমর্থক কার্তিক সাধু, অমিত ঘোষাল, নুর ইসলাম ও শাহ আলমের মালিকানাধীন দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেন। পরে তাঁরা আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস আচার্য ও সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোপাল ঘোষালের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন।এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আবদুল খালেক মণ্ডল দাবি করেন, গুলিতে শামছুর রহমান নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী কয়েকটি দোকানপাট ভাঙচুর করেছে।১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে এখন পর্যন্ত সারা দেশে সহিংসতায় ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে কুমিল্লায় অবরোধকারীদের পৃথক হামলায় বিজিবির এক সদস্যসহ দুজন মারা গেছেন। সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেখানে গভীর রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বগুড়ায় সংঘর্ষে বিএনপির এক নেতা এবং সিরাজগঞ্জ ও বরিশালের গৌরনদীতে দুজন পথচারী মারা গেছেন। ফেনীতে গত সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে আহত সিএনজিচালিত অটোরিকশার এক চালক রাতে হাসপাতালে মারা গেছেন। রাজধানীতে গতকাল ককটেল হামলায় আহত বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মচারী আজ বুধবার ভোরে মারা গেছেন।নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন ধার্য করে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।কলারোয়ায় ক্ষমতাসীন দলের দুই নেতাকে পিটিয়ে হত্যানানা রকম তথ্য নিয়মিতই ফাঁস করে থাকে এভলিকস। এভলিকস নামের টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নতুন একটি নকিয়া লুমিয়া হ্যান্ডসেটের স্ক্রিনশট (ছবি) প্রকাশ করা হয়েছে। বরাবরের মতোই এর সংক্ষিপ্ত বার্তা বা টুইটে ছিল একটিমাত্র শব্দ ‘মানিপেনি’। যা নতুন এই ফোনের সাংকেতিক নাম। এর আগে এভলিকসের ফাঁস করা আরেকটি তথ্যে উইন্ডোজ ফোন ৮.১ (উইন্ডোজ ব্লু) অপারেটিং সিস্টেম-চালিত নকিয়ার প্রথম স্মার্টফোনের সম্ভাব্য সাংকেতিক নাম গোল্ডফিঙ্গার এবং মানিপেনির কথা উল্লেখ করা হয়েছিল।উইন্ডোজ ফোন ৮.১ ফোনে ক্যাপাসিটিভ বোতামের বদলে অনস্ক্রিন বোতাম থাকার কথা। প্রকাশিত স্ক্রিনশট খেয়াল করলে দেখা যাবে নিচের দিকে ঠিক তাই রয়েছে। ওপরে তাকালে দেখা যাবে দুটি থ্রিজি সংকেত রয়েছে। আর আছে দুটি করে কল এবং মেসেজের প্রতীক। যার মানে হলো নতুন এই হ্যান্ডসেটে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে।স্মার্টফোনের ছবিতে ব্যবহূত ঘড়িতে হ্যান্ডসেটের নাম উল্লেখ করার প্রচলন আছে নকিয়ার। এই যুক্তি মেনে স্ক্রিনশটে দেখানো ঘড়ির সময়ের দিকে তাকালে দেখা যাবে সেখানে বেজে আছে ৬:৩০। এ থেকে সহজেই অনুমান করা যেতে পারে এটি নকিয়া লুমিয়া ৬৩০। স্ক্রিনশটটি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এর পর্দার রেজ্যুলেশন হবে ৭২০পি সমৃদ্ধ। ভারত ও চীনে দুই সিম কার্ড ব্যবহার করা যায়, এমন ফোনের জনপ্রিয়তা থাকায় এশিয়ার বাজার ধরতেই এটি বানানো হচ্ছে বলে ধারণা করা যায়।—ক্রেজি ইঞ্জিনিয়ারস ডটকম অবলম্বনে মঈন চৌধুরী |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ বিবেচনায় পরীক্ষা দিতে না দেওয়ায় ছাত্রলীগের দুই নেতা গতকাল বৃহস্পতিবার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই পরীক্ষা স্থগিত করা হয়।বিভাগের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, এর আগে গত সোমবারও বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ আল জামান ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খানের বাধার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।শিক্ষার্থীরা জানান, গতকাল দ্বিতীয় সেমিস্টারের একটি পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার শুরুর আগে কে বা কারা বিভাগের দুটি প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বেলা সাড়ে ১২টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তালা ভেঙে ফেলেন।শিক্ষকেরা জানান, নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও তাঁকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তবে তাঁকে অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষায় কমপক্ষে ২ দশমিক ৫ পয়েন্ট পেতে হবে। কিন্তু বিভাগের শিক্ষার্থী মাহমুদ চারটি বিষয়ে অনুত্তীর্ণ হয়ে দশমিক ৮৮ ও মামুন দুটি বিষয়ে অনুত্তীর্ণ হয়ে ১ দশমিক ৬৪ পয়েন্ট পেয়েছেন। তাই তাঁরা বিশেষ বিবেচনায় দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান। কিন্তু বিভাগ তা অনুমোদন করেনি।বিষয়টি নিশ্চিত করে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিন বলেন, ‘এ দুই শিক্ষার্থী (ছাত্রলীগ নেতা) যোগ্যতা না থাকা সত্ত্বেও জোর করে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করছেন। তাঁদের কারণে বিভাগ দ্বিতীয় সেমিস্টারের দুটি পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে আমি ২৩ সেপ্টেম্বর পরীক্ষা কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।’অভিযোগ অস্বীকার করে মাহমুদ আল জামান বলেন, ‘আমাদের সহপাঠী বন্ধুরা বিভাগের শিক্ষকদের অনুরোধ করেছেন আমাদের দুজনের বিষয়টি সদয় বিবেচনা করতে। কিন্তু তা না করে শিক্ষকেরা জোর করে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিলেন। তাই হয়তো তাঁরাই (সাধারণ শিক্ষার্থী) তালা ঝুলিয়ে দিয়েছেন।’প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘কে বা কারা বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন—এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তালা ভেঙে ফেলি। এরপর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করি।’লক্ষ্মীপুর সদর উপজেলায় মান্দারী ইউনিয়ন যুবদলের নেতা মো. মিজান (৩৫) গতকাল রোববার সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।মিজানের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আট থেকে ১০ জন সন্ত্রাসী দক্ষিণ মান্দারী গ্রামে মিজানের বাড়ির কাছ থেকে তাঁকে তুলে নিয়ে যায়। পরে তাঁকে পার্শ্ববর্তী পূর্ব দিঘলী গ্রামের বেড়িবাঁধের পাশে হাতে-পায়ে গুলি করে এবং কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক নাছির উদ্দিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মিজানের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে রাতে তাঁকে ঢাকায় পাঠানো হয়।মান্দারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক রাজু জানান, ঢাকায় নেওয়ার পথে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় মিজানের মৃত্যু হয়। তিনি ইউনিয়ন যুবদল কমিটির সদস্য ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, নিহত মিজান একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন-ডাকাতিসহ লক্ষ্মীপুর সদর থানায় চার থেকে পাঁচটি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।চট্টগ্রামে আজ বুধবার অবরোধ-সমর্থক পিকেটারদের লাগানো আগুনে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁর নাম আবদুল আলম (৩২)। তিনি নগরের খুলশী এলাকার বাসিন্দা।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সকাল নয়টার দিকে নগরের কাজীর দেউরি মোড়ে পিকেটাররা সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়। এতে দগ্ধ যাত্রী আবদুল আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।বার্ন ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাস জানান, আলমের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। তাঁর মুখ, ঘাড় ও পিঠ ঝলসে গেছে।কোতোয়ালি থানা পুলিশ জানায়, নগরের ওয়াসা মোড় ও কাজীর দেউরির নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত এ অবস্থা চলে। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটি গাড়িতে আগুন দেওয়া হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নগরের নিমতলা এলাকায় বেশ কিছু ট্রাক রাখা ছিল। সকাল ১০টার দিকে সেখানকার ৩০টি ট্রাক ভাঙচুর করা হয়। এ সময় পিকেটারদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।ইংরেজি নববর্ষ উপলক্ষে বাজারে এসেছে এইচপির নতুন ল্যাপটপ কম্পিউটার। ১০০০-১৪১৬টিএক্স মডেলের এ ল্যাপটপে আছে ২.৬ গিগাহার্টজ গতির কোর আই-৫ প্রসেসর। এতে আছে ৪ গিগাবাইট র্যাম এবং ১ গিগাবাইট র্যামের গ্রাফিকস কার্ড। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এ ল্যাপটপে আচে ৫০০গিগাবাইটের হার্ডডিস্ক। কম্পিউটার সোর্স পরিবেশিত এই নোটবুকের দাম ৪৭ হাজার টাকা। —বিজ্ঞপ্তি |
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার লেদুমোল্লা রোডে আওয়ামী লীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক দলের এক কর্মীর বাড়িতে গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় নগরের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করা হয়।হামলার ঘটনায় টঙ্গী থানা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বজলুল হক প্রধান ৪৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. জাহাঙ্গীরসহ কয়েকজনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা করেছেন। জাহাঙ্গীর ওই ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমানের শ্যালক।বজলুলের বাড়ির নিরাপত্তাকর্মী আবদুর রাজ্জাক জানান, দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরের নেতৃত্বে ৩০-৪০ জন যুবক বজলুলের বাড়ির নিচতলায় অবস্থিত ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন। পরে তাঁরা দ্বিতীয় তলায় বজলুলের ফ্ল্যাটে ঢুকে আড়াই লাখ টাকা ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণ লুট এবং ঘরের আসবাব ভাঙচুর করেন।জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটে আবুল কালামসহ অন্য প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার খবর পেয়ে বেলা একটায় বজলুলের ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই রোডে জাহাঙ্গীরের বাড়ির সামনে একটি সেলুন ভাঙচুর করেন। তাঁরা বাড়িতে ঢুকতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে দরজা-জানালায় কুপিয়ে নষ্ট করেন।বজলুল হক অভিযোগ করেন, জাহাঙ্গীরের নেতৃত্বে এলাকায় ছিনতাই, চুরিসহ মাদক ব্যবসা চলছে। এসবে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে।বিএনপির নেতা মিজানুর রহমান পাল্টা অভিযোগ করেন, বজলুলের ছেলে প্রিন্স এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁরা বাধা দেওয়ায় শত্রুতার সৃষ্টি হয়েছে।টঙ্গী মডেল থানার ওসি এ কে আজাদ বলেন, জাহাঙ্গীর ও প্রিন্সের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা দ্বিতীয় দিনের হরতালে কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে গুলিবিনিময়ের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপির দুজন ও আওয়ামী লীগের সাতজন কর্মীর গুলিবিদ্ধ হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে সকাল পৌনে নয়টার দিকে পৌর বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি মিছিল সিনেমা হল সড়কের দিকে আসে। ওই সময় একই সড়ক দিয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল যাচ্ছিল। এ সময় উভয় পক্ষ মুুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০টি রাবার বুলেট ছোড়ে। পুলিশের বাধার মুখে ৩০ মিনিটের মধ্যে হরতালের পক্ষ ও বিপক্ষের সমর্থকেরা সিলেমা হল সড়ক থেকে সরে যান। বর্তমানে বড় সড়কসহ বেশ কয়েকটি পয়েন্টে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে আওয়ামী লীগের সাতজন ও বিএনপির দুজন কর্মী গুলিবিদ্ধ হন। তাঁরা বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিত্সা নিচ্ছেন বলে জানা গেছে।বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজিম উদ্দিন জানান, পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ সময় তিনি, উপপরিদর্শক বদিউজ্জামান, হাবিবুর রহমান ও কনস্টেবল আলাউদ্দিন আহত হন।সকালে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেনসহ পুলিশের ছয় সদস্য আহত হন। কাঁদানে গ্যাসের শেলের আঘাতে ছাত্রদলের কর্মী আক্রাম মাহমুদ আহত হন।কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়াতে পিকআপ ভ্যান ও লং লরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন পিকআপ ভ্যানের চালক মাইনুদ্দিন (৩৮) ও তাঁর সহকারী রনি (১৫) এবং যাত্রী নাসিরউদ্দিন (৩৫)। মাইনুদ্দিনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ছয়আনি টবজা গ্রামে।নাসিরউদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়ায়। রনির বাড়ি সম্পর্কে জানা যায়নি।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপ ভ্যানটি ঢাকায় আর লরিটি চট্টগ্রামে যাচ্ছিল। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যান। লরিটি আটক করা হয়েছে। লাশ ও গাড়িগুলো এখন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।বছরের একেবারে প্রান্তে এসেও বাংলাদেশের ক্রিকেটে অনিশ্চয়তার ফিসফাস। শ্রীলঙ্কা সিরিজ আর এশিয়া কাপ আগামী বছর ঠিকঠাক হবে তো? টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎই বা কি! ২০১৪ সালের শুরুটাই যেন ঢেকে যাচ্ছে বিদায়ী বছরের অমঙ্গলের ছায়ায়।শ্রীলঙ্কায় সাফল্য দিয়ে শুরু, শেষে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য দিয়ে শেষ। মাঠের ক্রিকেটের সাফল্যে ২০১৩ সালের ক্যালেন্ডারটা সোনায় মুড়িয়ে রাখার মতোই একটা শোপিস। কিন্তু মাঠের বাইরে বছরটা শুধুই বিতর্ক আর গুঞ্জনের।সাফল্যের কথাই আগে বলা যাক। গত মার্চে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ দল। শ্রীলঙ্কা মানেই দুর্বল বাংলাদেশের ওপর সবলের অত্যাচারী ক্রিকেট। কিন্তু এবার দুই দেশের ক্রিকেটে নতুন অধ্যায় যোগ করলেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় যাওয়ার অর্থ বাংলাদেশের জন্য এখন আর কেবল এফটিপি রক্ষা নয়, সাফল্য নিয়ে ফেরাও। তিন ওয়ানডের শেষটিতে জিতে সিরিজ ড্র করা, তার আগে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি আর আশরাফুল-নাসির হোসেনের সেঞ্চুরির সৌজন্যে গল টেস্টের গৌরবময় ড্র বছরের শুরুটাকেই করেছিল দারুণ সাফল্যমাখা। তাতে ফেব্রুয়ারিতেই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শেন জার্গেনসেনের যাত্রাটা হলো শুভ। হাইপ্রোফাইল কোচ না হলেও জার্গেনসেনের হাত ধরে সাফল্য আসছে। নামে ভারী কোচ খোঁজার কঠিন কাজ থেকে সরে এসে তাই ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তাঁর কাঁধে।তবে শ্রীলঙ্কায় পাওয়া সাফল্যের ধারা ধরে রাখা যায়নি এপ্রিল-মের জিম্বাবুয়ে সফরে। টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজের হার যেন বাংলাদেশকে বলছিল, তোমরা উল্টো পথের যাত্রী! রাগে-দুঃখে-অভিমানে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। পরে সে ঘোষণা থেকে ফিরে অধিনায়কত্ব পেয়েছেন ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত।মুশফিকের পদত্যাগের সিদ্ধান্ত থেকে ফিরে আসার সঙ্গে ফিরে এসেছে বাংলাদেশের ক্রিকেটের সাফল্যও। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ‘বাংলাওয়াশ’ এবং টেস্ট সিরিজে জয়ের সুবাস ছড়িয়ে ড্র করে বাংলাদেশের ক্রিকেট শেষ পর্যন্ত অগ্রযাত্রার পথেই ছিল এ বছর।২০১৩ সাল ব্যক্তিগত সাফল্যেরও বছর হয়ে থাকবে। মুশফিকের ব্যাটে এ বছরই টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সোহাগ গাজীর সেঞ্চুরি ও হ্যাটট্রিকসহ ৬ উইকেট তো ইতিহাসেরই অংশ এখন। একই টেস্টে ১৮১ রানের ইনিংস খেলে মুমিনুল হকও নিজের জাত চিনিয়েছেন। এ বছর নতুন নতুন ক্রিকেটার যেমন পেয়েছে বাংলাদেশ, তেমনি ঢাকায় প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও।‘১৩’ সংখ্যাটা অপয়া বলেই কিনা এত সাফল্যের পরও ২০১৩ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য শুধু গর্বের নয়, কলঙ্কেরও। দ্বিতীয় বিপিএলে স্পট ফিক্সিংয়ের বোমা ফেটেছে এ বছর। সে বোমার আঘাতে মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম ও মোশাররফ হোসেন সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেট থেকে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তিদের বিচার চলছে বিসিবির বিশেষ ট্রাইব্যুনালে।কান টানলে মাথা আসার মতো বিপিএলের স্পট ফিক্সিংয়ের কেঁচো খুঁড়তে গিয়েও বেরিয়ে এসেছে বিষধর সাপ। বিপিএলের ‘অপরাধী’ মোহাম্মদ আশরাফুলের জবানবন্দিতে জানা গেছে, ফিক্সিংয়ের বিষবাষ্প বাংলাদেশের ক্রিকেটে ছড়িয়ে পড়েছিল আরও আগে থেকেই এবং তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে অনেক রথী-মহারথী সাবেক ক্রিকেটারের বিরুদ্ধেও। ভারতীয় একটি টিভি চ্যানেলের গোপন ক্যামেরার ফাঁদে পড়া আম্পায়ার নাদির শাহর সৌজন্যে অবশ্য ২০১২ সালেও ফিক্সিংটা আলোচনার বিষয় হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে। সে অপরাধের শাস্তি নাদির পেয়েছেন ২০১৩ সালে। এ বছরের মার্চে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয় তাঁকে।বছরের অনেকটা জুড়ে বিতর্ক ছিল বিসিবির নির্বাচন নিয়েও। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে একটা পক্ষ অংশই নেয়নি তাতে। তার পরও প্রাপ্তি, বিসিবির সভাপতি পদে নির্বাচনের রীতিটা অন্তত শুরু হলো এ বছরই। এ ছাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ সময় মতো না হওয়া, প্রথাগত দলবদল-প্রক্রিয়া বাদ দিয়ে ক্রিকেটারদের আয়ে লাগাম পরানো এবং ক্লাব শক্তির কাছে বিসিবির নত মস্তকও আলোচনার কম খোরাক জোগায়নি।ভালোয়-মন্দে মিলিয়ে পার হলেও ২০১৩ বাংলাদেশের ক্রিকেটেকে দিয়েছেই বেশি। কিন্তু প্রায় শেষ হতে চলা বছরটা পড়ন্ত বেলায় যে শঙ্কাধ্বনি শোনাচ্ছে, তাতে নতুন বছর নিয়ে আশাবাদী হতে ভয়ই লাগে।এক নজরে ২০১৩ম্যাচ জয় হার ড্র পরি.টেস্ট ৬ ১ ২ ৩ ০ওয়ানডে ৯ ৫ ৩ ০ ১টি-টোয়েন্টি ৪ ১ ৩ ০ ০ |
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, ‘আমরা সংসদীয় রাজনীতিকে বিশ্বাস করি। আগামী নির্বাচনে জনগণ যে রায় দেবে, তা মাথা পেতে নেব।’গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলা প্রাতিষ্ঠানিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার মান রক্ষায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীকে তোমাদেরই জয় করতে হবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শাহিনুর ইসলাম, ইউএনও দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মহব্বতপুর ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের টিকিটপ্রত্যাশীরা মিরপুর ১০ নম্বরে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনের বাইরের কাচ ভাঙচুর করেছেন। এ সময় বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।টিকিট নিতে আসা তানভীর শাহরিয়ার প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, গতকাল রোববার রাত ১২টায় তিনি প্রথমে ব্যাংকের সামনে আসেন। এরপর চলে গিয়ে ভোর চারটায় লাইনে দাঁড়ান। কিন্তু আজ টিকিট পাননি তিনি।শাহরিয়ারসহ অনেকেরই অভিযোগ, ব্যাংকের এ শাখায় টিকিট কালোবাজারি হয়েছে। টিকিটপ্রত্যাশীদের দাবি, প্রথমে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল, আজ সোমবার ৫০০ টিকিট দেওয়া হবে। অথচ মাত্র আটটি টিকিট বিক্রির পরই জানানো হয়, আর টিকিট নেই। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ লোকজন। পরে পুলিশ এসে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।তাঁদের অভিযোগ, গতকালই নাকি পুলিশ অনেক টিকিট নিয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে মিরপুর থানার ভ্রাম্যমাণ পরিদর্শক তৈয়বুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, গতকালই টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ গতকালই তা জানিয়ে দেয়। আজ এ শাখায় কোনো টিকিট বিক্রি হয়নি। তাঁরা কেন এসব কথা বলছেন, তাঁরাই ভালো জানেন।ব্যাংক কর্তৃপক্ষও সব অভিযোগ অস্বীকার করেছে। শাখাপ্রধান অমলেন্দু রায় বলেন, ‘প্রথম ওয়ানডের মোট চার হাজার ১২০টি টিকিট বিক্রির জন্য আমাদের দেওয়া হয়েছিল। গতকাল বেলা তিনটার মধ্যে টিকিট বিক্রি শেষ হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ও ব্যানার টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়, সোমবার টিকিট বিক্রি হবে না। এর পরও টিকিটের জন্য এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’কালোবাজারি বা পুলিশকে টিকিট দেওয়ার খবর অস্বীকার করে অমলেন্দু রায় বলেন, জনপ্রতি একটি করে টিকিটই দেওয়া হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি।১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল মঙ্গলবার সারা দেশে সহিংসতায় আটজন মারা গেছেন। তাঁদের মধ্যে কুমিল্লায় অবরোধকারীদের পৃথক হামলায় বিজিবির এক সদস্যসহ দুজন মারা গেছেন। সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া বগুড়ায় সংঘর্ষে বিএনপির এক নেতা এবং সিরাজগঞ্জ ও বরিশালের গৌরনদীতে দুজন পথচারী মারা গেছেন। ফেনীতে গত সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে আহত দুলাল মিয়া (৪০) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক রাত নয়টায় হাসপাতালে মারা গেছেন।অবরোধ কর্মসূচি ঘোষণার পরপরই গত সোমবার রাতে কুমিল্লায় সংঘর্ষে একজন মারা যান। এ নিয়ে অবরোধকে কেন্দ্র করে সহিংসতায় গতকাল রাত ১০টা পর্যন্ত মোট নয়জন প্রাণ হারিয়েছেন।রাজপথ, রেলপথ ও নৌপথের এই অবরোধ চলাকালে সাধারণ মানুষ ছিল চরম আতঙ্কিত। যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় সারা দেশ কার্যত অচল ছিল। বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলায় ট্রেন যোগাযোগও বিপর্যস্ত হয়ে পড়ে। আগুন দেওয়া হয় দুটি আন্তনগর ট্রেনে।বগুড়া, ফেনী ও চুয়াডাঙ্গায় নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। অবরোধ চলাকালে ককটেলের হামলায় জয়পুরহাটে পুলিশের এক সদস্য তাঁর ডান চোখ হারাতে বসেছেন। রাজশাহীতে রাবার বুলেটে এক কিশোরের বাঁ চোখ নষ্ট হয়ে গেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে শত শত ককটেল হামলার ঘটনা ঘটেছে।রাজধানীতে অবরোধ চলাকালে হরতালের মতোই চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ আর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে পিকেটারদের। নাশকতার আতঙ্কে রাজধানীর বেশির ভাগ দোকানপাট ও বিপণিবিতান বন্ধ ছিল। নগরের ভেতরে কিছু গণপরিবহন চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল একেবারেই বন্ধ ছিল। অনেক স্কুলেরই বার্ষিক পরীক্ষা হয়নি, তবে কিছু স্কুল পরীক্ষা নিয়েছে। এ ছাড়া আজকের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, মাগুরা, গাজীপুরের কালীগঞ্জ ও টঙ্গী, নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধকারীদের সঙ্গেপুলিশের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ, কুমিল্লা, গাইবান্ধাসহ বেশ কিছু জায়গায় সংবাদকর্মীদের ওপর হামলা হয়েছে। সর্বশেষ গত রাত আটটার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন দায়িত্বরত সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সাজেদা সুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন ধার্য করে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বিএনপি দাবি করেছে, অবরোধ সার্থক করতে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে।অবরোধে নাশকতার দায় বিরোধীদলীয় নেতাকে নিতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘রেললাইন উপড়ে ফেলা, নাশকতা, হত্যাসহ যেকোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি যত বড় নেতাই হোন না কেন, তাঁকে গ্রেপ্তার করা হবে।’ নাশকতাকারীদের চিহ্নিত করতে তিনি জনগণের সহযোগিতাও চেয়েছেন।অবরোধ চলাকালে কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকায় জামায়াত-বিএনপির কর্মীরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্যরা সেখানে এলে অবরোধকারীরা পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে রিপন (২৫) নামের বিজিবির একজন সদস্য নিহত হন। তিনি কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের সদস্য।গতকাল সকালে কুমিল্লার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করেন। তাঁরা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটান। বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা এসে অবরোধকারীদের সরিয়ে দিতে ফাঁকা গুলি ছোড়েন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক বাচ্চু মিয়া (৩০) মারা যান। ওই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন।সাতক্ষীয়ায় জামায়াতের কর্মীদের হামলায় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওরফে বাবু (৩২) নিহত হয়েছেন।পরিবার জানিয়েছে, ছলিমপুরের বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলারোয়া শহরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে জামায়াত-শিবিরের পিকেটাররা মাহমুদকে পথে আটকে পিটিয়ে হত্যা করেন।এর সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে একই জায়গায় একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে জামায়াত-শিবিরের কর্মীরা কুপিয়ে হত্যা করেন।বগুড়ার শাজাহানপুরের লিচুতলায় গতকাল বিকেলে অবরোধ চলাকালে বিএনপির কর্মী-সমর্থকেরা পিকেটিংয়ের চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপির কর্মী-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশও রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ ইউসুফ নামের একজন নিহত হন।বিএনপি দাবি করেছে, ইউসুফ ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই হত্যার প্রতিবাদে আজ বুধবার বগুড়ায় হরতাল ডেকেছে বিএনপি।সিরাজগঞ্জে সকাল সাড়ে আটটার দিকে জগাই মোড়ে বিএনপির কর্মী-সমর্থকেরা গাড়ি ভাঙচুর করেন। সেখান থেকে পুলিশ জেলা বিএনপির এক নেতাকে আটক করলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। সাইকেল নিয়ে সেখান দিয়ে যাওয়ার পথে পথচারী সাকমান হোসেনের বুকে কাঁদানে গ্যাসের শেল লাগে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তফসিল ঘোষণা ও অবরোধের ডাক দেওয়ার পর সোমবার রাত সাড়ে ১১টায় বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি মিছিল বের করে। বিএনপির সমর্থকেরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁরা বরিশালগামী কাঁচামালবাহী একটি ট্রাককে লক্ষ্য করে ইট মারলে ইটের আঘাতে কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৭) আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, লালমনিরহাট, চাঁদপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থানে রেলপথজুড়ে নাশকতার ঘটনা ঘটে। ফিশপ্লেট খুলে ফেলায় সকালে ময়মনসিংহের শ্যামগঞ্জে হাওর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইন উপড়ে ফেলার পাশাপাশি দুটি ট্রেনে হামলা ও অগ্নিসংযোগ করেছেন অবরোধকারীরা। লালমনিরহাটের মহেন্দ্রনগর স্টেশনেও হামলা হয়েছে। ভোগান্তির পাশাপাশি নিরাপত্তাহীনতায় পড়তে হচ্ছে যাত্রীদের।ফেনী সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুনে বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে কেউ আগুন দিয়েছে কি না, তা প্রশাসন নিশ্চিত করতে পারেনি।বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের যাবতীয় নথি পুড়ে যায়।একইভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সোমবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দেয়।উত্তরাঞ্চল থেকে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে গতকাল সকালে অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করেছে। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতৃত্বে ১৮ দলের নেতা-কর্মীদের আরেকটি মিছিল গাবতলী সেতুর পশ্চিম পাশে প্রধান সড়কের দিকে এগোতে থাকে। এ সময় পুলিশ জলকামান থেকে মিছিলে গরম পানি ছিটায় ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। একপর্যায়ে ১৮ দলের নেতা-কর্মীরা সাঁজোয়া যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। উত্তরার আজমপুর রেলগেটে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় অবরোধকারীরা একটি মোটরসাইকেলে আগুন দেন।[প্রতিবেদনের তথ্য পাঠিয়েছেন প্রথম আলোর ঢাকা, কুমিল্লা, সাতক্ষীরা ও সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা।]কত দিন আগে ঘরোয়া ফুটবলে শেষ হ্যাটট্রিক পেয়েছেন, মনে করতে গিয়ে ভাবনায় পড়ে গেলেন। মিঠুন চৌধুরী বললেন, চতুর্থ বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধার জার্সিতে। তথ্যটা ঠিকই আছে। তবে তার আগে নিজের প্রথম হ্যাটট্রিকের কথা মনে করতে পারলেন না ঠিকভাবে। তাঁর ভাষায়, ‘তৃতীয় লিগে নয়, ওটা দ্বিতীয় লিগে।’ছয়টি পেশাদার লিগে মাত্র দুটি হ্যাটট্রিক। কাল সপ্তম পেশাদার লিগের উদ্বোধনী ম্যাচেই পেলেন তৃতীয়টি। মিঠুনের জন্য স্মরণীয় দিনে তাঁর দল গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেলের সামনে ৪-০ গোলে উড়ে গেল নবাগত উত্তর বারিধারা।শেখ রাসেলের কোচ এবার তাঁর খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী নিজের চেনা ছকটা পাল্টে ফেলেছেন। গতবার মূলত খেলেছেন ৪-২-৩-১ ছকে। জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফেরও প্রিয় এই ছকটা পাল্টে মারুফুল হক কাল চলে গেলেন ৩-৩-১-৩-এ। তিন স্ট্রাইকার সবুজ, রিকার্ডো, শাকিলের নিচে ব্যবহার করলেন মিঠুনকে। স্ট্রাইকারদের পাহারায় রাখতে গিয়ে মিঠুনকে ঠিকভাবে নজরে রাখতে পারেনি বারিধারার রক্ষণ। সেই সুযোগেই তাঁর তিন গোল, যা এল ৩৪. ৪৫, ৬৩ মিনিটে। মাঝে ৫০ মিনিটে দলের তৃতীয় গোল করেছেন জ্যামাইকান স্ট্রাইকার রিকার্ডো।চার গোলের জয়, প্রতিপক্ষ দুর্বল হওয়ায় এই জয়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই শেখ রাসেলের। আসল পরীক্ষাটা বড় দলের সঙ্গেই। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ম্যাচ ধরে ধরেই আরও ভালো খেলার আশাবাদ রাখলেন রাসেলের কোচ মারুফুল।সেই যাত্রায় এবার ৩-৩-১-৩ ছকটাই অনুসরণ করার পক্ষে তিনি। বাংলাদেশের ফুটবলে এটা নতুন পদ্ধতিই বলা চলে।মাঝমাঠ প্রাধান্য নিয়ে গোলের জন্য তাড়াহুড়া করেনি রাসেল। ছোট ছোট পাস, হঠাৎ দ্রুত আক্রমণ। রাসেলের খেলার অন্যতম বৈশিষ্ট্য উইং প্লেটা সেভাবে দেখা গেল না। এবার দলে ভালো হেডার নেই বলে বক্সে ক্রস কমই তুলেছে রাসেল। মূলত মাঝখান দিয়েই আক্রমণতৈরি হয়েছে, দেয়াল গড়ে গড়ে বল বক্সে নিয়েছেন খেলোয়াড়েরা।বল পজেশন এবং মাঝমাঠে বল নিয়ন্ত্রণে রাখা মানে প্রতিপক্ষ বলের পেছনে ছুটলে ফাঁকা জমিন বেরোবেই। কালকের ম্যাচে ঠিক তাই হলো। ফাঁকা জমি বের হওয়ায় মাঠে তৎপর মিঠুন গোল পেলেন অনেকটা সহজেই।একজন স্ট্রাইকারকে ঝুঁকিও নিতে হয়। মিঠুন কাল সেটি করেছেন। তাঁর দ্বিতীয় গোলটা তো দেখার মতো। প্রতিপক্ষের অফসাইড ফাঁদ এড়িয়ে একক প্রচেষ্টায় দারুণভাবে বক্সে ঢুকে প্লেসিং। প্রথম এবং তৃতীয় গোলটিতেও মিঠুন বুদ্ধির ছাপ রেখেছেন। এই দুটি গোলও গোলরক্ষকের অবস্থান দেখে প্লেসিং করেছেন ঠান্ডা মাথায়। রিকার্ডোর গোলটি জটলা থেকে পাওয়া সুযোগসন্ধানী গোল।উত্তর রারিধারা এবারের ফেডারেশন কাপে শেখ রাসেলের কাছে হেরেছিল ১-০ গোলে। কিন্তু দলটির সেই লড়াকু মানসিকতা কাল খুঁজে পাওয়া গেল না। মাত্র চার দিনের অনুশীলন। খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি স্পষ্ট। গতিতেই তারা মার খেয়েছে রাসেলের কাছে। বারিধারার কোচ মোহাম্মদ আলমগীরও সেটিই বলছিলেন ম্যাচের পর।মিঠুনের ম্যাচে মন খারাপ করেই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়ল বারিধারা। |
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান দুই শ্রমিকনেতার উদ্দেশে বলেছেন, ‘আমি জানি, গত তিন দিনের ঘটনা তোমরাই ঘটিয়েছ। রাতে পুলিশ দিয়ে তোমাদের বাড়ি থেকে ধরে আনার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমি তোমাদের এবারের মতো বাঁচিয়ে দিলাম। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। তোমরা চলো ডালে ডালে, আমি চলি শিরায় শিরায়।’গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে বিকেএমইএ ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বিকেএমইএর নেতা এসব কথা বলেন।নারায়ণগঞ্জে গত তিন দিনের শ্রমিক-অসন্তোষ নিরসনে ওই বৈঠক হয়। সভায় কাল শনিবার থেকে ফতুল্লা শিল্পাঞ্চলের সব কারখানা যথারীতি চালু রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিকেএমইএ ও শ্রমিক সংগঠনের নেতারা যৌথভাবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় অবস্থান নেবেন। কোনো ধরনের অসন্তোষ দেখা দিলে তা নিয়ন্ত্রণের উদ্যোগ নেবেন নেতারা।সভায় বিকেএমইএর সভাপতি সরকারের গঠিত ন্যূনতম মজুরি বোর্ড সম্পর্কে বলেন, বিদায়ী সরকার জনগণকে খুশি করতে অনেক কিছুই করে। ২৫ অক্টোবরের পরে বর্তমান সরকার ক্ষমতায় থাকবে কি না, কেউ বলতে পারে না। দেশে কী হবে, কেউ জানে না। বাসায় যাঁরা কাজের মেয়েকে পেটান, তাঁরাই আবার রাতে টিভির টক শোতে বড় বড় কথা বলেন।সেলিম ওসমান নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান ও আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ভাই।গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, নৌপরিবহনমন্ত্রীর ঘোষণার পর থেকে পোশাকশিল্প অশান্ত হয়ে উঠেছে। কয়েকটি পোশাক কারখানার মালিক তাঁদের ঝুট সন্ত্রাসীদের দিয়ে নির্যাতন চালাচ্ছেন।পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দেওয়া হবে না।সভায় আরও বক্তব্য দেন র্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক হিমাংশু সাহা, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহম্মেদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল প্রমুখ।সভা শেষে হিমাংশু সাহা সাংবাদিকদের বলেন, বিকেএমইএর সভাপতি সমঝোতা বৈঠকে দুই শ্রমিকনেতার উদ্দেশে যেসব কথা বলেছেন, তা শিষ্টাচারবহির্ভূত।চট্টগ্রাম থেকে মাল নিয়ে কক্সবাজার যাওয়ার পথে গতকাল রোববার রাতে সাতকানিয়ায় পিকেটারের ঢিলে মো. ওয়াসিম (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হন চালকের দুই সহকারী।নিহত চালকের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। আহত দুজন হলেন কক্সবাজারের উখিয়ার মোহাম্মদ আলম ও মোহাম্মদ হোসেন।আহত মোহাম্মদ আলম পুলিশকে জানান, গতকাল রাতে ট্রাকে মাল নিয়ে তাঁরা তিনজন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে সাতকানিয়ায় হাসমতের দোকানের দক্ষিণ পাশে ১০-১২ জন পিকেটার ইট ছোড়ে। এতে ট্রাকচালক ওয়াসিমের চোখে আঘাত লাগে। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাঁরা দুই সহকারী ঢিলের আঘাতে আহত হয়েছেন বলে তিনি জানান।দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালকের লাশ হাইওয়ে পুলিশের কাছে আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।ঘরের মাঠে হারের ক্ষত এখনো শুকায়নি। কিন্তু বাসেলের আতিথ্যও যে হারের তিক্ত স্বাদে শেষ হবে, সেটা কী ভেবেছিলেন চেলসি সমর্থকেরা! হোসে মরিনহোর দলের বিপক্ষে সেই অভাবনীয় কান্ডটিই ঘটিয়েছে সুইজারল্যান্ডের বাসেল। ইংলিশ জায়ান্ট চেলসিকে ১-০ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে দুই পর্বেই জয়ের এক অনন্য নজির গড়েছে দলটি।খেলার ৮৭ মিনিটের সময় বাসেলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহর গোল বাসেলকে এনে দেয় দারুণ এক জয়। পুরো খেলায় চেলসির লক্ষ্যহীন ফুটবল ছিল চোখে পড়ার মতো। নিজেদের মাঠে পরাজয়ের পর বাসেলকে সামনে পেয়ে যে প্রতিশোধ স্পৃহা ছিল প্রত্যাশিত, সেটার অভাবই হোসে মরিনহোর দলকে বসিয়েছে বিজিতের আসনে।চেলসি ম্যাচ শেষে গোলরক্ষক পিওতর চেককে ছোট্ট করে একটা ধন্যবাদ জানাতেই পারে। চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক আজ বাসেলের বিপক্ষে রীতিমতো মান বাঁচিয়েছেন স্ট্যামফোর্ড ব্রিজের দলটির। তাঁর অসাধারণ গোলরক্ষণের ফলে চেলসি আজ রক্ষা পেয়েছে বড় ধরনের লজ্জা থেকেই।খেলা শেষে এই হারে নিজেদেরই দুষেছেন কোচ হোসে মরিনহো, ‘খেলার প্রথম থেকেই আমরা বাজে খেলেছি। আমরা এতটাই বাজে খেলেছি যে খেলাটি ড্র হলে বাসেল নিজেদের দুর্ভাগা ভাবতেই পারত।’আত্ম সমালোচনার পাশাপাশি মরিনহো অবশ্য হারের নেপথ্যে একটা কারণও উল্লেখ করেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলে দলের অনেক খেলোয়াড়ই ছিল ক্লান্ত। সেই ক্লান্তিটা আজকের খেলায় বেশ ভালোভাবেই পড়েছে। সূত্র: রয়টার্সজেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডরা দেখালেন গতির ঝড় তোলার সামর্থ্য তাঁদেরও আছে। প্রতিপক্ষকে তাঁরাও রক্তাক্ত করতে পারেন।নাহ্, কথার কথা নয়, মেলবোর্নে কাল সত্যি সত্যি ক্রিস রজার্সের রক্ত ঝরিয়েছেন স্টুয়ার্ট ব্রড। অসমান বাউন্সের কারণে ইংলিশ পেসারের বলটা বুঝতে পারেননি রজার্স। হেলমেটের কানায় বল লেগে মুখটা একটু কেটেই গেল অস্ট্রেলিয়ান ওপেনারের। যেটির নিরাময়ে দৌড়ে মাঠে আসতে হয়েছে মেডিকেল স্টাফকে।এটা এক টুকরো ছবি মাত্র। এ রকম আরও কিছু টুকরো জোড়া দিলে যে ছবিটা দাঁড়াবে সেটার শিরোনাম—মেলবোর্নে ইংলিশ পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। ১৬৪ রানে মাইকেল ক্লার্কের দলের ৯ উইকেট নেই। ২৫৫ রানে অল আউট হওয়ার কল্যাণে দ্বিতীয় দিন শেষে ৯১ রানের লিড ইংল্যান্ডের। হ্যাঁ, সেই ইংল্যান্ড যারা আগের তিন টেস্টে যথাক্রমে ৩৮১, ২১৮ ও ১৫০ রানে হেরে ‘ভস্মাধার’ হারিয়েছে এরই মধ্যে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সম্মান বাঁচানোর লড়াইয়েই ঘুরে দাঁড়িয়েছে অ্যালিস্টার কুকের দল।ব্রডের বাউন্সারে রক্তাক্ত হলেও এখন পর্যন্ত রজার্সই অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বড় প্রতিরোধের নাম। প্রায় পৌনে চার ঘণ্টা ক্রিজে ছিলেন, ৬১ রান করতে খেলেছেন ১৭১ বল! টিম ব্রেসনানের বলে কেভিন পিটারসেনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে শেষ দিকে হয়তো একটু ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। একমাত্র তাঁর উইকেটটা পেতেই ঘাম ঝরাতে হয়েছে ইংলিশ বোলারদের।রজার্স ফিরে যাওয়ার সময় স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রান ছিল ১১২। তাঁর আগেই ড্রেসিং রুমে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার (৯), শেন ওয়াটসন (১০), মাইকেল ক্লার্ক (১০) ও স্টিভেন স্মিথ (১৯)। অস্ট্রেলিয়া সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ৫০ থেকে ৫৮ ওভারের মধ্যে। এ সময় মাত্র ১২ রানে হারিয়ে বসে তিন উইকেট। এই বিপর্যয় আর শেষ পর্যন্ত সামলে উঠতে পারেনি ক্লার্কের দল।গুটিয়ে থেকে লাভ হবে না ভেবে পাল্টা আক্রমণকেই বড় অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছেন ব্র্যাড হাডিন। বাকি সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র তিনিই ব্যাট হাতে পাল্টা জবাব দিয়েছেন ইংলিশ পেসারদের। ৪৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকা হাডিনের দিকে আজও তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়া। দিন শেষে ইংল্যান্ডের সঙ্গে ৯১ রানের যে ব্যবধান রয়ে গেছে, সেটা কমিয়ে আনতে হলে আজ তাঁর যোগ্য সঙ্গী হয়ে উঠতে হবে শেষ ব্যাটসম্যান লায়নকেও।দিনের শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি শেষবেলায় অস্ট্রেলিয়ানদের এই করুণ দশা হবে। দিনের প্রথম বলেই রায়ান হ্যারিসকে চার মেরে শুরু করেছিলেন কেভিন পিটারসেন। আগের দিনের ৬৭ রানের সঙ্গে কেবল ওই চারটি রানই যোগ করতে পেরেছেন ইংলিশ ব্যাটসম্যান। পরের ওভারেই মিচেল জনসনের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন। একই ওভারে তাঁর আগে জনসন ফিরিয়ে দিয়েছিলেন ব্রেসনানকেও। শেষ দিকে ব্রডকে এলবিডব্লু করে এবারের অ্যাশেজে তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন জনসন। সব মিলিয়ে এই সিরিজে এখন পর্যন্ত ৩২.৩ গড়ে ২৮ উইকেট তাঁর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এর চেয়ে বেশি উইকেট নেই আর কোনো বাঁহাতি পেসারের। ওয়েবসাইট, স্টার স্পোর্টস। |
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আফিল পেপার মিলস লিমিটেডকে এবার আট লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ত্রুটিপূর্ণ বর্জ্য পরিশোধনাগার ব্যবহার করে পানিদূষণের দায়ে গতকাল বৃহস্পতিবার ওই জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মো. আলমগীর।এর আগে মেঘনা নদী দূষণের দায়ে গত বছরের ৩০ অক্টোবর কারখানা কর্তৃপক্ষকে ২০ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।গতকাল ঢাকায় পরিবেশ অধিদপ্তরে শুনানির সময় উপস্থিত ছিলেন আফিল পেপার মিলসের সহকারী ব্যবস্থাপক আকমল হায়দার।নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের টিকিট নিয়ে চলছে হাহাকার। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও বেশির ভাগ মানুষকেই টিকিট না পেয়ে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আসনসংখ্যা যে মাত্র ২৫ হাজার!এদিকে, সিরিজের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক জানিয়েছে, ২৯ অক্টোবর অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। রাজধানী ঢাকায় ইউসিবিএলের ছয়টি শাখার পাশাপাশি (মতিঝিল, গুলশান, সোনারগাঁও, ধানমন্ডি, নয়াবাজার ও মিরপুর) নারায়ণগঞ্জের চাষাঢ়া শাখায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি হচ্ছে।এদিকে, ইউসিবিএল সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবর অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩০ অক্টোবর।চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করে নিতে বার্সেলোনার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না আয়াক্সের। আমস্টার্ডাম অ্যারেনায় নিজেদের দর্শক-সমর্থনে উজ্জীবিত আয়াক্স শেষ অবধি এক অসাধারণ জয়ই তুলে নিয়েছে। গ্রুপ-এইচের খেলায় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে ইউরোপ-সেরা হওয়ার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ডাচ জায়ান্টরা।মেসি-বিহীন বার্সেলোনার বিপক্ষে খেলার প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল আয়াক্স। প্রথধমার্ধে বার্সেলোনার এলোমেলো ফুটবলের বিপরীতে প্রেসিং ফুটবল খেলে স্কোর লাইনকে নিজেদের অনুকূলে নিয়ে নেয় আয়াক্স।ম্যাচের ১৯ মিনিটে তুলানি সেরেরো গোল করে সবাইকে চমকে দেন। ৪২ মিনিটে ড্যানি হোয়েসেনের গোল বার্সেলোনাকে ঠেলে দেয় ব্যাক ফুটে। দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে কাতালানরা মরিয়া ফুটবল খেললেও তা উদ্দীপ্ত আয়াক্সকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিলনা। খেলার ৪৯ মিনিটে আয়াক্সের জোয়েল ভেল্টমেন বক্সের মধ্যে নেইমারকে দৃষ্টিকটুভাবে ফেলে দিলে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগান জাভি। নিজের কৃতকর্মের জন্য লালকার্ড দেখতে হয়েছে ভেল্টমেনকে। বাকীটা সময় দশজনী আয়াক্সের বিপক্ষে খেলেও বার্সেলোনার তারকারা তেমন কিছুই করতে পারেন নি। জেরার্ডো মার্টিনো দায়িত্ব নেওয়ার পর এটি বার্সেলোনার প্রথম হার।এই জয়ে আয়াক্স এইচ গ্রুপে নিজেদের তৃতীয় স্থানে তুলে নিল। আয়াক্সের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে গ্রুপে এসি মিলানের অবস্থান দ্বিতীয়। শেষ ষোলোয় যেতে হলে আগামী ১১ ডিসেম্বর মিলানের বিপক্ষে ম্যাচটিতে আয়াক্সকে জিততেই হবে।আজ হেরে যাওয়ায় গ্রুপে বার্সার শীর্ষ স্থানটা একটু ঝুলে রইল। শীর্ষস্থানটি নিশ্চিত করতে মার্টিনো বাহিনীর প্রয়োজন আরও একটি পয়েন্ট। তবে আয়াক্সের বিপক্ষে পরাজয় বার্সেলোনার শেষ ষোলো ঠেকাতে পারেনি। সূত্র: রয়টার্স।বক্সিং ডে-র ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য হয়ে থাকল প্রত্যাবর্তনের অসাধারণ এক কাহিনি।ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, আর্সেনাল, নিউ ক্যাসল, ফুলহাম—প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে জয় নিয়ে। জিতেছে চেলসিও। তবে সবকিছু ছাপিয়ে এদিন সবচেয়ে রোমাঞ্চকর ছিল লিভারপুল কোচ ব্রেন্ডান রজার্সের ম্যাচ শেষের সংবাদ সম্মেলন। রেফারির সমালোচনায় বিতর্কিত মন্তব্য করে লিভারপুল কোচ নিজেই এখন কাঠগড়ায়। এফএর (ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন) মুখোমুখি তো হচ্ছেনই, পেতে পারেন শাস্তিও।পরশু সিটি ও লিভারপুলের দ্বৈরথই ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এক আর তিনের লড়াইটা হয়েছেও দুর্দান্ত। সিটিকে কাঁপিয়ে দিয়ে ২৪ মিনিটে লিভারপুলকেই প্রথম এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপ কটিনহো। লিভারপুল এগিয়ে যেতে পারত ১৯ মিনিটেই। কিন্তু স্টার্লিংয়ের গোলটি অফসাইডের ছুতোয় বাতিল করেন রেফারি। রিপ্লে দেখিয়েছে, অফসাইডের সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। গোল খাওয়ার ৭ মিনিট পর সিটিকে সমতায় ফেরান অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। প্রথমার্ধের যোগ করা সময়ে করা আলভারো নেগ্রেদোর গোল সিটিকে জিতিয়েছে ২-১ গোলে। ম্যানুয়েল পেলেগ্রিনির দল ঘরের মাঠে জিতল মৌসুমের নয় ম্যাচেই।ম্যাচ শেষে দলের প্রশংসার পাশাপাশি লিভারপুল কোচ ধুয়ে দিয়েছেন রেফারিকে। স্টার্লিংয়ের গোল বাতিল করাই শুধু নয়, রজার্সকে ক্ষুব্ধ করেছে রেফারির আরেকটি সিদ্ধান্তও। দ্বিতীয়ার্ধে সিটি ডিফেন্ডার লেসকট লুইস সুয়ারেজকে জার্সি টেনে ফেলে দিলেও রেফারি পেনাল্টি দেননি। ক্রুদ্ধ রজার্স রেফারি লি ম্যাসনের গায়ে সেঁটে দিয়েছেন ‘ম্যানচেস্টারের রেফারি’র সিল! ম্যাসনের বাড়ি বোল্টনে। আর বোল্টন বৃহত্তর ম্যানচেস্টারের অংশ। লিভারপুল কোচ বলেছেন, ‘আমরা অফিসিয়ালদের কোনো সাহায্য পাইনি। আমি মনে করি, তারা ছিল ভয়ংকর। কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি। আমি বিস্মিত যে আমরা ম্যানচেস্টারে একজন বৃহত্তর ম্যানচেস্টারের রেফারির অধীনে খেললাম। আশা করব, ভবিষ্যতে আমরা লিভারপুল-ম্যান সিটি ম্যাচে বৃহত্তর ম্যানচেস্টারের রেফারি পাব না। আমি এফএর কাছে প্রশ্ন তুলব।’ তিনি প্রশ্ন তুলবেন কী, এফএই তাঁকে ডেকে পাঠাচ্ছে!লিভারপুলের পরাজয়ে লাভ হয়েছে আর্সেনালের। ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে আবার শীর্ষে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের দল। লিভারপুল এক থেকে নেমে গেছে চারে। আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে দুইয়ে সিটি। সিটি শীর্ষে ওঠার সুযোগ অবশ্য পাচ্ছে আজই। বছরের শেষ ম্যাচটায় আজ তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। সোয়ানসিকে ১-০ গোলে হারিয়ে চেলসি উঠেছে তিনে। ১৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৩৯, সিটির ৩৮, চেলসির ৩৭, লিভারপুলের ৩৬! হাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডও স্বপ্ন উজ্জ্বল করেছে। ৩১ পয়েন্ট নিয়ে সাতে উঠে আসার পর কোচ ডেভিড ময়েস অন্তত মনে করছেন সেটাই।পিছিয়ে পড়েও আর্সেনাল জিতেছে থিও ওয়ালকটের দুই এবং লুকাস পোডলস্কির এক গোলে। দ্বিতীয়ার্ধেই হয়েছে গোল চারটি। চেলসির স্ট্রাইকাররা আরেকবার ব্যর্থ হয়েছেন গোল পেতে। সোয়ানসির বিপক্ষে নিজেদের মাঠের ঘাম ঝরানো জয়ের নায়ক উইঙ্গার এডেন হ্যাজার্ড। তবে কোচ হোসে মরিনহো এ নিয়ে বিচলিত নন। এএফপি। |
ঢাকার সাভার ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিন সবজি ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন।নিহত তিন সবজি ব্যবসায়ী হলেন সাভারের সাধাপুর গ্রামের বাসিন্দা আবদুস ছালাম (৩৪) ও আবদুর রহমান (৩২) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাধারপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫)। নিহত অন্য ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।সাভার মডেল থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে ঢাকাগামী একটি বাস সাভারের বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক বিভাজকের ওপর উঠে আড়াআড়িভাবে আটকে যায়। এ সময় ঢাকার মিরপুর থেকে সাভারগামী একটি ট্যাক্সিক্যাব ওই বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ট্যাক্সিক্যাবের চালক ও ছয় যাত্রী আবদুস ছালাম, আবদুর রহমান, সুমন (২৫), সালাউদ্দিন (২৬), নুরুল ইসলাম (২৭) ও সোহেল (৩০) আহত হন।স্থানীয় লোকজন সাতজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা ছালাম ও রহমানকে মৃত ঘোষণা করেন।আহত সোহেলের আত্মীয় নজরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গতকাল ভোরে তাঁরা মিরপুরে সবজি বিক্রি করতে যান। সেখান থেকে ট্যাক্সিক্যাবে করে সাভারের সাধাপুর গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আশুলিয়ার ছয়তলা এলাকায় সড়ক পার হওয়ার সময় হিউম্যান হলারের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী প্রাণ হারান। পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা তাঁর লাশ নিয়ে যান।এদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলায় বাইপাস সড়কে গতকাল ভোর পাঁচটায় সবজিবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ব্যবসায়ী রবিউল ইসলাম। এক পথচারী তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে আজ সোমবার স্বেচ্ছাসেবক দলের তিন কর্মীকে পেট্রলভর্তি বোতলসহ গ্রেপ্তারের পর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ড পাওয়া তিনজন হলেন নাইমুল ইসলাম (২০), শহীদ আহমেদ (২৫) ও রেজাউল (২০)। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ওই তিনজনের কাছে এক লিটার পেট্রল ও তিনটি দেশলাই পাওয়া যায়। তাঁরা যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন।১৯৯৫ থেকে ২০১৩। শচীন টেন্ডুলকারের ছবি নিজের ক্যামেরায় বন্দী করেছেন আমাদের আলোকচিত্রী শামসুল হক। এই অভিজ্ঞতাই তিনি জানাচ্ছেন অধুনার পাঠকদের। সঙ্গে তাঁর ক্যামেরায় শচীনের কিছু ছবিমানুষ যত বড় হোক না কেন, তার হাসিই বলে দেয় সে কত বড় মনের মানুষ। শচীন টেন্ডুলকার এমনই একজন মানুষ, যাঁর সঙ্গে কেউ না মিশলে বুঝবে না, ব্যক্তি শচীন কতটা অমায়িক। আমার মতে, শচীন টেন্ডুলকার ক্রিকেট বিশ্বে অন্যতম বিনয়ী একজন ক্রিকেটার। সারাক্ষণ যাঁর মুখে একচিলতে হাসি লেগেই থাকে।আমি শচীনের প্রথম ছবি তুলি ১৯৯৫ সালে শারজায় এশিয়া কাপে। সেই শুরু হলো। এরপর নানা সময়ে বিভিন্ন টুর্নামেন্টে শচীন আমার ক্যামেরাবন্দী হন। ২০১০ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট খেলা ছিল ঢাকা ও চট্টগ্রামে। সেবার খেলার পরে আর্মি গলফ মাঠে শচীন গলফ খেলতে যান। ভাবলাম, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। তাঁকে বুঝতে না দেওয়ার জন্য চোখ ক্যামেরার লেন্সে না লাগিয়ে ছবি তোলার চেষ্টা করি। কিন্তু শচীন বুঝে যান। তখন শচীন আমাকে কাছে ডেকে অনুরোধ করেন আমার তোলা সেই ছবি যেন কাউকে না দিই। পরের দিন অনুশীলনের পর আমি ভারতীয় দলের খুব কাছে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। হঠাৎই শচীন আমাকে ‘দাদা, দাদা’ বলে ডাক দেন। আমি কাছে যেতেই আমাকে আগের দিনের ঘটনা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আপনার তো ছবি তুলতে চোখ লাগে না। গতকালই তো তার প্রমাণ দেখলাম। আজকে যে ক্যামেরায় চোখ লাগিয়ে ছবি তুলছেন?’ শচীনের সঙ্গে গলফ মাঠের ছবি তোলার ঘটনা নিয়ে আমি বেশ হাসাহাসি ও রসিকতা করেছিলাম। আমি শচীনকে উত্তর দিই, কাল আপনি নিষেধ করেছিলেন, তাই ছবি কাউকে দিইনি। এমনকি ভারতীয় সাংবাদিককেও নয়। শচীন অনুরোধ করেছেন তা তো রাখতেই হবে। সেবার ওয়ানডে ও টেস্ট খেলা শেষে সব ক্রিকেটারকে ক্রিকেটার আশরাফুল তাঁর বাসায় দাওয়াত দেন। শচীনও গিয়েছিলেন। সেখানে শচীনের ইলিশ মাছ খাওয়ার ছবি তুলেছিলাম আমি।মাঝে আরও খেলার মাঠে আমার ক্যামেরায় ধরা পড়েন শচীন। তবে ঢাকায় ২০১২ সালে এশিয়া কাপের সময় আবার সুযোগ এল শচীনের সঙ্গে একান্তে সময় কাটানোর। বাংলাদেশের সঙ্গে খেলার আগে হোটেল সোনারগাঁওয়ে আমি ক্রিকেটারদের সম্মানে দেওয়া এক আয়োজনে গিয়েছিলাম। সেখানে আমাকে দেখে শচীন স্মিত হেসে বলেন, ‘আপনি এখানেও এসেছেন ছবি তুলতে, তাই না?’ আমি বলি, না আজকে আমি শুধু দাওয়াতই খেতে এসেছি। শচীনের সঙ্গে হোটেলে এক রুমে সোফায় বসে আড্ডা দিই। আড্ডার ফাঁকে ফাঁকে শচীন ভক্তদেরও অটোগ্রাফ দেন। সেই আড্ডায় ক্রিকেটার শচীনকেই খুঁজে পেলাম না। মানুষ শচীনই যেন আড্ডা জমিয়ে রাখলেন। আমি যখন বললাম, আপনার শততম সেঞ্চুরির জন্য কোটি কোটি বাংলাদেশি দর্শক অপেক্ষা করে। তারা আপনার জন্য প্রার্থনা করে। এ কথা শুনে শচীনের ভ্রু কুঁচকে যায়। শচীন বলেন, ‘তাই নাকি? কেন আপনারা প্রার্থনা করেন?’ আমি বলি, ক্রিকেটার শচীন টেন্ডুলকার তো ভারতের নয়। শচীন তো সারা বিশ্বের ক্রীড়ামোদী দর্শকদের জন্য আনন্দ। শচীনের সেঞ্চুরির জন্য সবাই বসে থাকে। আমার কথা শুনে শচীনের কি সেই লাজুক হাসি। আমি শচীনকে বলেছিলাম, পরের দিনের বাংলাদেশের সঙ্গে খেলায় শচীন সেঞ্চুরি করবেন, কিন্তু ভারত হেরে যাবে। আমার কথা শুনে শচীন বেশ অবাকই হয়েছিলেন। কাকতালীয়ভাবে আমার সেই কথা সত্য হয়েছিল, শচীন শততম শতরান পেয়েছিলেন এবং ভারত হেরে গিয়েছিল।শচীন সব সময়ই বেশ বিনয়ের সঙ্গে অমায়িকভাবে কথা বলেন। শচীনের সঙ্গে সেই আড্ডাতে তাঁর পরিবারের কথাও উঠে আসে। আমি জানতে চেয়েছিলাম, শচীনের ছেলেও কি ক্রিকেটার হবে কি না? শচীন জানিয়েছিলেন, ‘ছেলে কিংবা মেয়ে বড় হয়ে যা হতে চায়, তা-ই হবে। আমার নিজের কোনো পছন্দ নেই।’সেই আড্ডায় বুঝেছিলাম শচীন বেশ খাদ্যরসিক। ম্যাকারনি-পাস্তা খুব পছন্দ করেন । রুমে শেফকে ডেকে নিয়ে শচীন কম তেলে হালকা আঁচে ম্যাকারনি রান্না করার পদ্ধতি শিখিয়ে দেন। সেই আড্ডায় শচীন ইংরেজি আর হিন্দি ভাষার মিশ্রণে তাঁর গল্পের ঝুলি খুলে বসেছিলেন।শচীন আমার ছবি তোলার ক্যারিয়ার নিয়েও আমার গল্প শুনতে চান। আমার কথা এত বড়মাপের একজন ক্রিকেটার শুনেছেন, সেটা ভেবে আজও আমি অবাক হই। কখনো কোনো ক্রিকেটারের কাছে ম্যাচ টি-শার্ট চাইনি। সেবার প্রথম শচীনের কাছে একটি ম্যাচ টি-শার্ট চেয়েছিলাম। শচীন আমাকে বলেন, ‘কি, আমাকে তাড়াতাড়ি অবসরে পাঠাতে চান? আমি অবসরে গেলেই তো টি-শার্ট দেব।’আমার তোলা একটি ছবিতে তিনি আমাকে অটোগ্রাফ দিলেন।ইভান লেন্ডলকে কোচ করার পরই ভাগ্য ফিরেছে অ্যান্ডি মারের। ঘুচেছে ব্রিটিশদের গ্র্যান্ড স্লাম হাহাকার। কিছুদিন আগে মারের দেখানো পথেই হাঁটলেন নোভাক জোকোভিচ। আবারও বিশ্বসেরা হতে সার্বিয়ান গুরু মেনেছেন বরিস বেকারকে। তবে সাবেকদের শরণ নেওয়ার এই পথে পা ফেলতে রাজি নন বিশ্বের শীর্ষ পুরুষ খেলোয়াড় রাফায়েল নাদাল। লাল দুর্গের রাজার পূর্ণ আস্থা বর্তমান কোচ চাচা টনি নাদালের ওপর।টেনিসে হাতেখড়ি থেকে ১৩টি গ্র্যান্ড স্লাম জয় টনির হাত ধরে পাওয়া। মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে নাদাল। সেখানেই পরশু গালফ নিউজকে নিজের ভাবনাটা জানালেন বিশ্বসেরা খেলোয়াড়, ‘গ্রেট চ্যাম্পিয়নদের ট্যুর গেমে পাওয়াটা দারুণ ব্যাপার। তারা খেলাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেন। এই মৌসুমে ইভান ও বরিসকে এখানে পাওয়াটা বেশ বড় ব্যাপার। এটা ভালো, ট্যুরে এটা ভালো ফলই দেয়।’ এএফপি। তবে টেনিসটা যে ব্যক্তিগত খেলা, সেটা মনে করিয়ে দিয়ে ব্যাখ্যা করেছেন নিজের অবস্থান, ‘যাই হোক, আমি আস্থা রাখব আমার দলের ওপরই। আমি সব সময়ই মনে করি খারাপ খেললে সেটা আমারই দোষ। আর যখন জিতি সবকিছু ঠিকঠাক হয় বলেই জিতি। ক্যারিয়ারের সব সাফল্য আমি এই একটা দল (কোচিং স্টাফ) নিয়েই পেয়েছি। এই দলের সঙ্গে ভালো-খারাপ দুটি অভিজ্ঞতাই হয়েছে। আমি জানি কোনো কিছু খারাপ গেলে সেটার জন্য আমিই সবচেয়ে বেশি দায়ী।’তবে শুধু মারে-জোকোভিচই নয়, সম্প্রতি সময়ে রজার ফেদেরার কাজ করেছেন স্টিফেন এডবার্গের সঙ্গে। রিচার্ড গ্যাসকেট কোচ করেছেন সের্জি ব্রুগেরাকে। জাপানের কেই নিশিকোরি কোচ করেছেন মাইকেল চ্যাংকে। |
মুন্সিগঞ্জে শিশুদের গ্রন্থাগার ‘লাইব্রেরি ফর দ্য চিলড্রেন’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। সুস্থ সাহিত্য-সংস্কৃতি চর্চার স্লোগান নিয়ে শিশুদের বই পড়ায় উদ্যোগী করতে কুইজ প্রতিযোগিতার চার হাজার শিশু অংশগ্রহণ করে।ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর এবার ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সাফল্যের মুকুটে যুক্ত হল আরেকটি পালক। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক। তাঁর ধন-সম্পত্তির আর্থিক মূল্যমান ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।অভিনয়ের পারিশ্রমিক ও চলচ্চিত্র প্রযোজনা থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলের মালিক হিসেবেও পকেট ভারী করেছেন শাহরুখ। তাঁর চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টও তাঁকে প্রচুর অর্থ এনে দিয়েছে। সবমিলিয়ে ৪০০ মিলিয়ন ডলারের মালিক বনে গেছেন ৪৭ বছর বয়সী এ তারকা। এর মধ্য দিয়ে ভারতের শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছে শাহরুখের নাম। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।সম্প্রতি ভারতের ধনাঢ্য ১০০ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেছে চায়নাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরান রিসার্চ ইনস্টিটিউট। এ বছর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর ব্যক্তিগত সম্পদের আর্থিক মূল্যমান ১৮.৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থান দখল করেছেন মিত্তাল গ্রুপের কর্ণধার এল.এন. মিত্তাল। ১৫.৯ বিলিয়ন ডলারের মালিক তিনি।এ বছর ভারতের শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তির মোট সম্পদের আর্থিক মূল্যমান গিয়ে ঠেকেছে আড়াই’শ বিলিয়ন ডলারে। গত বছর তা ছিল ২২১ বিলিয়ন ডলার। এ ছাড়া ১৪১ জন ব্যক্তি ৩০০ মিলিয়ন ডলারের মালিক হয়েছেন এ বছর। গত বছর এই সংখ্যাটি ছিল ১০১ জন।ব্যস্ত রাস্তায় কখনো কখনো চোখ আটকে যায়। আপনার গাড়ি বা রিকশার পাশে একজন মেয়ে মোটরবাইকে। এতে চোখ আটকানোর কী আছে! সাধারণত মেয়েরা ছেলেদের পেছনে বসেন, মেয়েটি নিজেই যখন বাইক চালিয়ে যান, তখন একটু-আধটু চোখ আটকায় বৈকি। কেউ কেউ ভাবেন, ইশ্ আমিও যদি চালাতে পারতাম। শখ করে নয়, বরং প্রয়োজন থেকেই ঢাকা শহরের রাস্তায় বাইক নিয়ে বের হন তাঁরা।বাসের জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা কিংবা যানজটে ঘড়ির কাঁটায় সময়ের অপচয়কে মেনে নিতে চান না যাঁরা, তাঁদের জন্য একটি চমৎকার সমাধান হলো এই মোটরবাইক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিশমা শানুর কথাই ধার যাক। তাঁর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রোজকার বাহন হলো সুপার সিরিজের ৫০ সিসি হোন্ডা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বাসের জন্য অপেক্ষা করতে করতে প্রায়ই ক্লাসের দেরি হয়ে যেত। বাসাটাও এমন জায়গায় যে রিকশায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাঁর বাবাকে সাইকেল কিনে দেওয়ার কথা বলার পর বাবা সময়ের কথা ভেবে একটা মোটরবাইক কিনে দেন। ব্যস, হয়ে গেল সমাধান। সেই থেকে পথে আর দেরি নয়। যদিও শুরুর দিকে বাইকচালক হিসেবে পথেঘাটে কম বিড়ম্বনার শিকার হতে হয়নি। তবে এখন বদলে গেছে সে চিত্র। দু-একজন ছাড়া প্রায় সবাই মেয়েদের বাইক চালানো প্রশংসার চোখে দেখছেন। প্রয়োজনে কিংবা হঠাৎ বিপদে এমনকি পেট্রল পাম্পেও সহযোগিতার করেন সবাই। জানান কারিশমা শানু।সম্প্রতি বাংলাদেশে মোটরবাইক নির্মাতা টিভিসির স্কুটি বাইকের স্পোকসপারসন হয়েছেন অভিনয়শিল্পী অপি করিম। অপি বলেন, মেয়েরা আজ আকাশপথে পাড়ি জমাচ্ছেন উড়োজাহাজ নিয়ে, চালক হিসেবে রেলপথেও দিয়েছেন দায়িত্বশীলতার পরিচয়। আর সড়কপথে তাঁর চলার স্বাধীনতার সঙ্গী হলো বাইক। এটি যেমন সময় বাঁচায়, তেমনি গণপরিবহনের নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকেও একটি মেয়েকে রেহাই দিতে পারে। তবে পথে বাইক নিয়ে বের হওয়ার আগে অবশ্যই বাইক চালনায় দক্ষ হতে হবে।আমাদের দেশের মেয়েদের মোটরবাইক চালানোর বিষয়কে অনেক পরিবার মেনে নিতে চায় না। এ ক্ষেত্রে পরিবারকে যেমন বুঝতে হবে, তেমনি মেয়েটিকেও বাইক চালনায় দক্ষ হয়ে ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে হবে। জানতে ও মানতে হবে ট্রাফিক আইন, রাস্তার বাইক চালানোর সঠিক নিয়ম। বাইক চালানোর জন্য পোশাক নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে। বাইক চালাতে যে পাশ্চাত্য পোশাকই পরতে হবে তা কিন্তু নয়। বরং সালোয়ার-কামিজ বা শাড়ি পরেও আপনি অনায়াসে বাইক চালাতে পারেন; যেখানে জিনিসপত্র ও ব্যাগ রাখারও সুবিধা রয়েছে।যাঁরা মোটরবাইক কিনবেন বলে ভাবছেন, তাঁরা টিভিএসের স্কুটি কিনতে পারেন। এ ছাড়া সুপার সনি ও টাইগার ব্র্যান্ডের বাইক বেছে নিতে পারেন। তবে মেয়েদের বাইকগুলো একটু কম ওজনের হলে ভালো হয়। বলেন কারিশমা শানু। বাইক চালনা শেখার ক্ষেত্রে ভারসাম্য রাখার সুবিধার্থে বাইকের পেছনের চাকার দুই পাশে বাড়তি (স্পেয়ার) চাকাসহ বাইক কিনতে পারেন। পরে এটি খুলে নিতে পারবেন। বাইক চালানো ভালোভাবে না শিখে পথে বের হওয়া যাবে না। মনে রাখবেন, মোটরবাইক নিয়ে পথে বের হলে জানতে ও মানতে হবে রাস্তাঘাটের চলার নিয়মকানুুন। হেলমেট পরতে কখনোই ভুল করা যাবে না।বাইক চালানোর সময় মাথা রাখতে হবে ঠান্ডা। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর সবচেয়ে বড় বিষয় যেটি তা হলো, আপনাকে হতে হবে আত্মবিশ্বাসী। আগের ম্যাচে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। আবুধাবিতে শেষ ম্যাচটা তাই শ্রীলঙ্কার জন্য সম্মান বাঁচানোর লড়াই। ২ উইকেটের নাটকীয় জয়ে শেষ পর্যন্ত সেটা করতে পেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয় পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।এ মাঠেই আগের ম্যাচে শ্রীলঙ্কার করা ২২৫ রান হেসে-খেলে টপকে গিয়েছিল পাকিস্তান। কাল টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে দিয়ে মঞ্চটুকু তৈরি করে দিয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। ২৪ ওভার শেষে ১ উইকেটে ১১৩ রান দেখে মনে হয়েছিল, ব্যাটসম্যানরাও নিরাশ করবেন না শ্রীলঙ্কান অধিনায়ককে। কিন্তু এর পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে এক প্রান্তে দিনেশ চান্ডিমাল ছিলেন অবিচল। ১৯৫ রানে অষ্টম উইকেট হারালেও ৬৪ রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত দলকে লক্ষ্যে (২৩৫/৮) পৌঁছে দেন চান্ডিমাল। অবশ্য ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তানই।পাকিস্তানের তিনটি জয়েই বড় ভূমিকা ছিল ওই তিন ম্যাচেই সেঞ্চুরি করা মোহাম্মদ হাফিজের। কাল আবুধাবিতেও সেভাবেই শুরুটা করেছিলেন হাফিজ। তবে ৫৬ বলে ৪১ রান করে ম্যাথুসের বলে বোল্ড হয়ে তিনি ফিরে যাওয়ার পরই একটা বড় ধাক্কা খায় পাকিস্তান। চতুর্থ উইকেটে এ দুজনের ৫৮ রানের জুটি ভেঙে যাওয়ার পরও আশা হয়ে ছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু অর্ধশতক পেরোনোর পর তিনিও ফিরে যান লাসিথ মালিঙ্গার বলে কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে। এ বছর ওয়ানডেতে ৩২ ইনিংসে এটা মিসবাহর ১৫তম ফিফটি। ১৯৪ রানে ৮ উইকেট হারানোর পরও শেষ দিকে আনোয়ার আলীর ৩৮ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস সম্মানজনক সংগ্রহ এনে দেয় পাকিস্তানকে। শ্রীলঙ্কার হয়ে চারটি উইকেট নিয়েছেন মালিঙ্গা, তিনটি উইকেট সুরাঙ্গা লাকমলের। ওয়েবসাইট। |
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া হিজলতলা এলাকায় গত বুধবার রাতে নাইম ইসলাম (২১) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।নাইম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রানাদিয়া গ্রামের শওকত হোসেনের ছেলে।নাইম ঢাকার নিউমার্কেটে একটি প্রসাধনীর দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন বলে তাঁর মামা দেলোয়ার হোসেন জানিয়েছেন।দেলোয়ার প্রথম আলোকে জানান, নাইম তাঁর মাকে নিয়ে কালীগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। নাইমের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। বুধবার রাত ১০টার দিকে কে বা কারা নাইমকে কুপিয়ে হত্যা করে।যোগাযোগ করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, কারা কেন নাইমকে খুন করেছে জানা যায়নি। এ ঘটনায় নাইমের মামা দেলোয়ার অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।হরতালের সমর্থনে দেশে তৈরি অস্ত্রসহ মিছিল করার সময় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির আমিনুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে জামায়াতের ২০-৩০ জনের একটি দল উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চবিদ্যালয়ের মোড়ে মিছিল করে। পুলিশ ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যায়। আটক হন আমিনুর রহমান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী রাজপথে অবস্থান নিয়েছেন। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে লাঠি হাতে তাঁরা হরতালবিরোধী মিছিল করছেন।মাদারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘মিছিলে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেব না।’নির্বাচনের দিনক্ষণ পরিবর্তন করতে হবে—বিষয়টি মাথায় রেখেই গত সোমবার তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণার এক দিনের মাথায় গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, বিরোধী দল বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করা হবে।এর আগে গত রোববার সিইসি বলেছিলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক সমঝোতার জন্য অপেক্ষা করবেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই নির্বাচনের হুইসেল বাজিয়ে দেন তিনি। আবার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই দিলেন তফসিল পরিবর্তনের ইঙ্গিত।বিদ্যমান রাজনৈতিক সংকটের মধ্যে এভাবে সিইসি বারবার তাঁর অবস্থান পরিবর্তন করছেন। আর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর প্রথম দিনে প্রধান বিরোধী দল বিএনপি গতকাল বলেছে, প্রধানমন্ত্রীর ‘নীলনকশা’ অনুযায়ী নির্বাচন কমিশন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব কৌশল প্রয়োগ করছে।দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, এই তফসিল ঘোষণা বর্তমান অবৈধ সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনার জাতীয় তামাশা।তফসিল ঘোষণার পর গতকালই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, এই তফসিল চূড়ান্ত নয়। বিরোধী দলকে চাপে ফেলতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে মনোনয়নপত্র গ্রহণ এবং তা জমা দেওয়ার জন্য।সিইসির গতকালের বক্তব্যের পর তাই যেন প্রতিষ্ঠিত হলো।তবে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র বলছে, এর আগেও কয়েকটি নির্বাচনের তফসিল পরিবর্তন হয়েছে। নবম সংসদ নির্বাচনে ১৮ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারিত হয়। এরপর তিন দফা পরিবর্তন করে ২৯ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত হয়। ১৮ ডিসেম্বর প্রথম তারিখ ঘোষণার পর বিএনপি ২৭ এবং আওয়ামী লীগ ২৮ নভেম্বর নির্বাচন চেয়েছিল। নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে।টনক নড়ল ২৪ ঘণ্টা পর: তফসিল ঘোষণার পরপরই অবৈধ নির্বাচনী উপকরণ অপসারণ করার কথা। কিন্তু তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনেও তা হচ্ছে না।প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনের মাঠে না থাকায় এককভাবে আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীরাই মাঠে রয়েছেন। তাঁদের প্রচার উপকরণে ছেয়ে গেছে রাজধানীসহ সারা দেশ। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃশ্যত কোনো কার্যক্রম নেই।গত মঙ্গলবার তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পর টনক নড়ে নির্বাচন কমিশনের। গতকাল বিকেলে কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের নির্দেশ দিয়েছে। ওই নির্দেশ আজ বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের কার্যালয় থেকে জারি করা হবে।কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, স্টিকার, ব্যানার, বিলবোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিকে স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ করতে হবে। মুছে ফেলতে হবে দেয়াললিখন। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, মহানগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।জানতে চাইলে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, নোটিশ পাঠানোর পর যাঁরা আচরণবিধি ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তফসিল ঘোষণার পর বিএনপির নেতা হান্নান শাহসহ কয়েকজনকে গ্রেপ্তার প্রসঙ্গে জাবেদ আলী বলেন, এর সঙ্গে নির্বাচন কমিশন বা নির্বাচনের সম্পর্ক নেই।আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক কাল: কাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে।কমিশন সচিবালয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর সারা দেশে যে সহিংস ও সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা নিয়ে গতকাল কমিশন বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। সভার বিষয় অবহিত করে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিজিবিসহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে এসব সংস্থার প্রধান বা তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।কমিশনার জাবেদ আলী বলেন, আইনশৃঙ্খলা বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হবে।ঋণখেলাপিদের তালিকা: ঋণখেলাপিদের তালিকা তৈরির জন্য কমিশন সচিবালয় থেকে বাংলাদেশ ব্যাংককে গতকাল চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মনোনয়ন দাখিলকারীদের মধ্যে কেউ ঋণখেলাপি থাকলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র বাছাইয়ের আগে সরবরাহ করতে হবে। একইভাবে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠানের ঋণখেলাপি প্রার্থীদের তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী ঋণ ও বিলখেলাপিরা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন।উল্লেখ্য, বিদ্যমান তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে, তার আগে ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। সাংবিধানিকভাবে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।সিলেট পর্ব শেষ। আজ শুরু বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ঢাকা পর্ব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা একটায় শুরু হবে আবাহনী-মোহামেডান ম্যাচ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ইউসিবি-বিসিবি একাদশের পরের ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়।সিলেটে চারটি করে ম্যাচ খেলে এসেছে সব দলই। চার ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুটি করে ম্যাচ জিতে মোহামেডান ও ইউসিবি-বিসিবি একাদশের পয়েন্ট ৪ করে। চার ম্যাচের মাত্র একটিতে জিতে তলানিতে থাকা আবাহনীর পয়েন্ট ২। ফাইনালসহ ঢাকা পর্বের পাঁচটি ম্যাচই সরাসরি দেখাবে বিটিভি।ঢাকার ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছিল ২৫ ডিসেম্বর থেকে। বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামের উত্তর গেটের মিডিয়া টিকিট সেন্টার থেকে টিকিট বিক্রি হবে আজও। টিকিটের দাম গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৭০ টাকা এবং পশ্চিম গ্যালারি ৫০ টাকা। |
সাত দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা উপজেলা পরিষদের মূল ফটকের সামনে সমাবেশ করেন।সমাবেশে শিক্ষকেরা বলেন, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা, সহকারী শিক্ষকদের এর একধাপ নিচের স্কেলে বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা ও নিয়োগ বিধি পরিবর্তন করে বিভাগীয়ভাবে পদোন্নতির সুযোগ দিতে হবে।গোপালগঞ্জ সদর উপজেলার আন্ধারকোটা গ্রামের এসএসসি পরীক্ষার্থী আঁখি চৌধুরী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।প্রেম ও বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় চর মানিকদাহ গ্রামের উজ্জ্বল রায় (২৪) এক সহযোগীকে নিয়ে আঁখির শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঝলসে গেছে আঁখির শরীরের অধিকাংশ।এলাকার বেশ কয়েকজন জানান, গত বৃহস্পতিবার এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বেলা আড়াইটায় বাড়িতে আসে আঁখি। এ সময় পরিবারের লোকজন পাশের গ্রামে একটি অনুষ্ঠানে ছিলেন। বিকেল চারটার দিকে গামছায় মুখ বাঁধা দুই দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আঁখির হাত-মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।আঁখির মা দিপান্বীতা চৌধুরী জানান, আঁখিকে নিয়ে তাঁদের অনেক স্বপ্ন ছিল। আঁখির ভাই এম এইচ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মিঠুন চৌধুরী জানায়, তাদের কোনো শত্রু নেই। উজ্জ্বল রায় আঁখিকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এরপর বিয়ের প্রস্তাব দিলে তা আঁখির পরিবার প্রত্যাখ্যান করে। এর জের ধরেই আঁখিকে উজ্জ্বল ধর্ষণে ব্যর্থ হয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন।আঁখিদের প্রতিবেশী গণপতি চৌধুরী, সুশান্ত চৌধুরী জানান, মেধাবী আঁখি তাদের গর্ব। ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় সে ভালো ফল করবে, পরিবার ও আমাদের মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা ছিল। তাঁরা জানান, উজ্জ্বল আঁখিকে দুই বছর ধরে উত্ত্যক্ত করে আসছিলেন।প্রতিবেশী তুষার চৌধুরী ও সঞ্জয় চৌধুরী জানান, ঘটনার সময় চিৎকার শুনে তাঁরা এসে দেখতে পান আঁখির শরীরে আগুন জ্বলছে। সে দৌড়াতে দৌড়াতে বাঁচার আকুতি জানাচ্ছিল। তাঁরা তাকে উদ্ধার করে নলকূপের পানি দিয়ে আগুন নেভান।বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত বলেন, হাসপাতালে আঁখি তাঁকে জানিয়েছে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার সময় গামছায় মুখ বাঁধা উজ্জ্বলকে সে চিনতে পেরেছে। তিনি জানান, পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন উজ্জ্বল রায় ও তাঁর বন্ধু নিজড়া গ্রামের তপন বিশ্বাসকে আটক করেছে। এখনো এ ঘটনায় মামলা না হওয়ায় ওই দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার ঢাকার চারপাশের মহাসড়কগুলোতে কমপক্ষে ৪৫টি যানবাহন ভাঙচুর ও ছয়টিতে অগ্নিসংযোগ করে কিছুক্ষণের জন্য অবরোধ করেন। পুলিশ বাধা দিতে গেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার, গাজীপুরের কালীগঞ্জ ও টঙ্গী, মুন্সিগঞ্জের গজারিয়া, ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে অবরোধকারীদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ নেতা-কর্মী আহত হন। পুলিশ ১১ জনকে আটক ও নয়জনকে গ্রেপ্তার করেছে।অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাওয়া, আরিচা ও সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলেনি। অভ্যন্তরীণ পথে কিছুসংখ্যক বাস, অটোরিকশা, হিউম্যান হলার, রিকশা চলাচল করেছে। ট্রেন ও লঞ্চ চললেও তা ছিল খুব কম।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে অবরোধের খবর জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:নারায়ণগঞ্জ: সকাল নয়টার দিকে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তাঁর সমর্থকেরা। সেখান থেকে সাত-আটটি ককটেল ফোটানো হয়। তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় মুখে কাপড় বাঁধা একজন বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন। পরে পুলিশ এলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ শটগানের কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন পাঁচজন।সকাল আটটার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বিএনপির নেতা-কর্মীরা কমপক্ষে পাঁচটি যানবাহন ভাঙচুর করেন। দুপুর সাড়ে ১২টার দিকে নগর যুবদলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের নেতৃত্বে শহরের চাষাঢ়া বালুর মাঠ ও গলাচিপা এলাকায় রেললাইনে টায়ার পোড়ানো হয়। পুলিশ গেলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটায় পাঁচজন আহত হন।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগর বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহসহ সাতজনকে আটক করা হয়েছে।গাজীপুর: সকাল সাতটার দিকে বিএনপির নেতা-কর্মীরা কালীগঞ্জ উপজেলা সদরে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। তাঁরা একটি হিউম্যান হলারে আগুন দেন। পুলিশ এলে নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। কালিয়াকৈর সদর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা। সকাল পৌনে নয়টার দিকে তাঁরা চন্দ্রা ত্রিমোড় এলাকায় ড্রেসম্যান সোয়েটার কারখানার কর্মীদের একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।এর আগে সোমবার রাতে সফিপুর বাজারে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় সাত-আটটি যানবাহন ভাঙচুর ও একটি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, সকাল ১০টার দিকে শ্রীপুরের রাজেন্দ্রপুর স্টেশনের আউটার সিগন্যালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন ও এর চালককে অবরুদ্ধ করে রাখেন অবরোধকারীরা। তাঁরা চালককে মারধর করেন। সোয়া ১০টার দিকে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে চালককে উদ্ধার করে।এদিকে গাড়ি ভাঙচুরের প্রতিবাদ করতে গিয়ে অবরোধকারীদের দায়ের কোপে গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বেপারী (৪৮) আহত হন। সন্ধ্যার দিকে নিজ বাসভবনের সামনে বরমী বাসস্ট্যান্ডে তাঁকে কুপিয়ে জখম করা হয়।টঙ্গী (গাজীপুর): বেলা পৌনে দুইটার দিকে টঙ্গীর চেরাগআলীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের মিছিল থেকে কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর ও দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাধা দিলে অবরোধকারীরা পুলিশের দিকে কয়েকটি ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে ধাওয়া দেয়। গুলিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার, ৫৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিনসহ কমপক্ষে ১০ জন আহত হন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মী ও পুলিশ অবরোধকারীদের ধাওয়া দেয়।নবাবগঞ্জ (ঢাকা): নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের সমর্থক নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে উপজেলা সদরে মহাকবি কায়কোবাদ চত্বরে ছয়টি যানবাহন ভাঙচুর ও একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। অবরোধকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে লাঠিপেটা করা হয়। ঘটনাস্থল থেকে বিএনপির চার কর্মীকে আটক করে পুলিশ।গজারিয়া (মুন্সিগঞ্জ): ভোর ছয়টায় গজারিয়া উপজেলার চরবাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হোসেন্দী বাজারে অবরোধের পক্ষে মিছিল বের করে বিএনপি ও জামায়াতে ইসলামী। মিছিলকারীরা লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে ভাঙচুর করেন।সাভার: সোমবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকার শিমুলতলা ও সিঞ্জুরিয়া এলাকা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।কেরানীগঞ্জ (ঢাকা): সকাল ১০টার দিকে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন এবং তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে পাল্টা ধাওয়া দেন। পরে তাঁরা পালিয়ে যান।হোসে মরিনহোর কাছ থেকে এটি কিছুটা অপ্রত্যাশিতই। লড়াইয়ে নামার আগে দিব্যি প্রতিপক্ষের প্রশংসা করছেন, কথার তির ছোড়ার বদলে বাড়িয়ে দিচ্ছেন বন্ধুত্বের হাত! পয়েন্ট তালিকায় তাঁর দল এগিয়ে থাকার পরও বলছেন শিরোপা জয়ের ক্ষেত্রে বেশি সুবিধাজনক অবস্থানে লিভারপুল। স্বঘোষিত ‘দ্য স্পেশাল ওয়ান’-এর ভাবমূর্তির সঙ্গে যায় কি?আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিকে শীর্ষ দুটি স্থান ছেড়ে দিয়ে ৩ নম্বরে চেলসি। চার নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্ট। তবে এসব হিসাবই ওলট-পালট করে দিতে পারে আজ ও কালকের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। বড় পরীক্ষাটা আসলে চেলসিকেই দিতে হবে, কারণ স্ট্যামফোর্ডে কাল ওরা আতিথ্য দেবে ব্রেন্ডন রজার্সের দলকে। এ বছরে নিজেদের শেষ ম্যাচটার ভীষণই গুরুত্ব চেলসি কোচের কাছে, ‘সবাই জানে এই মুহূর্তে চেলসি, লিভারপুল, আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি সেরা চার দল। সুতরাং নিজেদের মধ্যে এ রকম ম্যাচে লক্ষ্য হচ্ছে যত বেশি পয়েন্ট নেওয়া।’তবে এই লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা বললেও শিরোপার দাবিদার হিসেবে লিভারপুলকে এগিয়ে রাখতে দ্বিধা নেই মরিনহোর, ‘ওরা ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় খেলছে না, এটা ওদের একটা বাড়তি সুবিধা দিচ্ছে এবার। আমার দল যেমন ৬০টার মতো ম্যাচ খেলবে এবার, অথচ লিভারপুল খেলবে ৪০টির মতো ম্যাচ। ওরা অনেক বেশি সময় পাবে।’ তবে এই সুবিধাটুকু ছাড়াও এই মৌসুমে লিভারপুলের পারফরম্যান্সের জন্য কোচ রজার্সের প্রশংসায় পঞ্চমুখ মরিনহো, ‘ও দারুণ ভালো করছে। ও প্রতিদিন, এমনকি মনে হয় দিনে দুবার করেও দলকে অনুশীলন করাচ্ছে।’কাল মুখোমুখি হওয়ার আগে তাই রজার্স ও তাঁর দল লিভারপুলকে সমীহ মরিনহোর, ‘এটা কোনো দ্বৈরথ নয়, কারণ রজার্স আমার খুব ভালো বন্ধু। লিভারপুলের মতো দল এবং এর ঐতিহ্যকে আমি শ্রদ্ধা করি।’ ওয়েবসাইট। |
আদালত অবমাননা আইন, ২০১৩ অবৈধ ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও সরকারি কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কথা বিবেচনায় রেখে সরকার আইনটি প্রণয়ন করেছিল। আদালত আইনটি বাতিল ঘোষণা করেছেন। সরকার এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।রায় ঘোষণার পর কয়েকজন সচিব আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করেছেন। আইনমন্ত্রীও তাঁদের জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। জানতে চাইলে আইনমন্ত্রী প্রথম আলোকেও আপিল করার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। ১৯২৬ সালের আদালত অবমাননার আইন রহিত করে ২৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়। আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মার্চ দুই আইনজীবী রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ৩ এপ্রিল আদালত রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় ঘোষণা করেন।রায়ে আদালত বলেন, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারা সংবিধানের ১০৮, ১১২ ও ২৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত।আদালত বলেন, যেকোনো আইনে দেশের সব নাগরিককে সমান অধিকার দেওয়া হয়ে থাকে। এই আইনে সেকশন অব পিপলকে (জনগণের একটা অংশকে) সুরক্ষা দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক, সংবিধানের ২৭, ১০৮ ও ১১২ অনুচ্ছেদের পরিপন্থী।আদালত বলেন, অবশ্যই সত্য প্রকাশ ও সমালোচনার সীমা অবারিত নয়। বিধিনিষেধ ছাড়া অবারিত স্বাধীনতা পূর্ণ বিশৃঙ্খলা সৃষ্টি করে। সঠিক ও সত্য প্রকাশের একটি নির্দিষ্ট পরিমণ্ডল থাকতে হবে।আদালত বলেন, ‘আমরা চাই না, কারও হাত বাঁধা থাকুক। আমরা প্রতিদিনই প্রেসের (গণমাধ্যম) সাহায্য নিই। প্রেস শক্তিশালী মাধ্যম। আমরা প্রেসকে লিমিট করতে চাই না। আবার প্রেসও যেন লিমিটের বাইরে না যায়।’রায়ে বলা হয়, আদালত কখনো অবমাননার অভিযোগ আনতে চায় না। সীমা অতিক্রম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা করতে হয়।২০১৩ সালের আইনে কোন কোন বিষয় আদালত অবমাননা নয়, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগের আইনে এই বিষয়টি স্পষ্ট করা ছিল না। আইনের ৪ ধারায় নির্দোষ প্রকাশনা বা বিতরণ অবমাননা নয়, ৫ ধারায় পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আদালত অবমাননা নয়, ৬ ধারায় অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারকের বিরুদ্ধে অভিযোগ আদালত অবমাননা নয়, ৭ ধারায় কিছু ক্ষেত্র ছাড়া বিচারকের খাসকামরায় বা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত প্রক্রিয়া-সংক্রান্ত তথ্য প্রকাশ আদালত অবমাননা নয় বলে আইনে ব্যাখ্যাসহ বলা হয়েছে।আইনের ৯ ধারায় আদালত অবমাননার পরিধি বিস্তৃত না হওয়া অর্থাৎ এই আইনে শাস্তিযোগ্য নয় এমন কোনো কাজ আদালত অবমাননা বলে গণ্য হবে না।আইনের ১০ ধারায় প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা বলা হয়েছে। ১০(১) ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রচলিত আইন, বিধিমালা, সরকারি নীতিমালা, পরিপত্র, প্রজ্ঞাপন, স্মারক ইত্যাদি যথাযথভাবে অনুসরণ করে জনস্বার্থে ও সরল বিশ্বাসে কাজ করলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে না।১০(২) ধারায় বলা হয়েছে, উপধারা (১)-এর অধীনে করা কাজের বিষয়ে আদালতের আদেশ-নির্দেশ যথাযথ প্রচেষ্টা সত্ত্বেও বাস্তবায়ন বা প্রতিপালন করা অসম্ভব হলে তার জন্য আদালত অবমাননার অভিযোগ আনা যাবে না।আর আইনের ১৩(২) ধারায় বলা হয়েছে, আদালত অবমাননার দায়ে শাস্তি হলে, সংশ্লিষ্ট ব্যক্তি আপিলে নিঃশর্ত ক্ষমা চাইলে এবং আদালত তাতে সন্তুষ্ট হলে তাকে ক্ষমা করে দণ্ড মাফ বা কমাতে পারবেন।আদালত গতকাল এই ধারাগুলোকে সংবিধানের ২৭, ১০৮ ও ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দিয়েছেন।সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং ১০৮ অনুচ্ছেদে ‘কোর্ট অব রেকর্ড’ রূপে সুপ্রিম কোর্টের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। আর ১১২ অনুচ্ছেদে সবাই সুপ্রিম কোর্টকে সহায়তা করার কথা বলা হয়েছে।এই রায়ের ফলে ১৯২৬ সালের আদালত অবমাননার আইন পুনর্বহাল হবে কি না—জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় না দেখে কিছু বলা যাচ্ছে না।তবে রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত ২০১৩ সালে করা আইনটি বাতিল ঘোষণা করেছেন। আটটি ধারাও অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এখন ১৯২৬ সালের আদালত অবমাননা আইন পুনর্বহাল হবে। এই রায়ের ফলে এখন আদালতের রায় বাস্তবায়নে প্রতিবন্ধকতা থাকবে না।রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় মামলা পরিচালনা করেন।ঘটনাক্রম: আদালত অবমাননা আইনের আটটি ধারা সংবিধানের ১০৮ অনুচ্ছেদের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী ও আয়শা খাতুন রিটটি করেন। প্রাথমিক শুনানির পর জারি করা রুলে ধারাগুলো কেন সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সংসদবিষয়ক সচিবালয়ের সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।রিটে প্রথম আলো ও বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষভুক্ত করতে আবেদন করেন আইনজীবী ড. কামাল হোসেন। আদালত পক্ষভুক্তির আবেদন নামঞ্জুর করেন, তবে ড. কামাল হোসেনের বক্তব্য শোনেন।এই রায়ের বিষয়ে গতকাল জানতে চাইলে ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে আপিল হওয়া উচিত এবং আপিল বিভাগে পূর্ণ শুনানি আশা করছি।’যথাযথ নজরদারির অভাবে চুয়াডাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে অবাধে মুঠোফোন ব্যবহার করছে। মুঠোফোনে পর্নোগ্রাফি আদান-প্রদানের পাশাপাশি নিজেদের দৈহিক মেলামেশার চিত্র ধারণের পর তা মুঠোফোনে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।এমনকি কোনো কোনো শিক্ষকও এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ আছে। এসব ঘটনায় অভিভাবকেরা সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।দামুড়হুদা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর চার ছাত্র-ছাত্রীর শ্রেণীকক্ষে শারীরিক মেলামেশার ছবি মুঠোফোনে ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকেরা অস্বস্তিতে পড়েন। ২ অক্টোবর বিষয়টি জানাজানি হলে দোষী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। বিকেলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসেন।পরে এ ঘটনায় জড়িত চার ছাত্র-ছাত্রী ও তাদের পাঁচ সহযোগী দোষ স্বীকার করলে তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।দামুড়হুদার একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে তাঁর স্ত্রী একই বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছেন। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিস হয়েছে। বিষয়টি পরে থানা পর্যন্ত গড়িয়েছে। অভিভাবকেরা ঘটনা তদন্তের দাবি করেছেন।জেলার অন্য কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়েও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুর দিকে চুয়াডাঙ্গার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে মুঠোফোনে দীর্ঘদিন উত্ত্যক্ত করায় নবম শ্রেণীর এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়। সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মুঠোফোন নিয়ে বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, স্কুলে বসেই অনেক ছাত্রী বাইরে মুঠোফোনে কথা বলে। নিজেদের মধ্যে অশ্লীল ছবি ও ভিডিও বিনিময় করে। মা-বাবা মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পর কৌশলে তারা বাইরে চলে যাচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক।বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, মেয়ের কয়েকজন সহপাঠীর অস্বাভাবিক আচরণে তিনি বাধ্য হয়েই নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে হয়ে বিয়ে দিয়েছেন।সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বলেন, ‘ছাত্রীদের বিদ্যালয়ে মুঠোফোন আনতে নিষেধ করা হয়েছে। বিষয়টি তদারকির জন্য শিক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সমস্যাটি ভয়াবহ উল্লেখ করে বলেন, ‘এ জন্য অভিভাবকদের সচেতন হতে হবে, বিদ্যালয় কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে এবং রাষ্ট্রীয়ভাবেও উদ্যোগ নিতে হবে।’জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘মাঝেমধ্যে বিদ্যালয়ে পরিদর্শনে গেলে এবং বিভিন্ন সভা-সেমিনারে মুঠোফোনের অপব্যবহার ও কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য দিই।’‘সরকার-নির্বাচন-তফসিল এইগুলি দিয়া আমরার কি হইব? কাম দেন, চাল কিনুম।’ এ কথা রাজধানীর মালিবাগের এসবি অফিসের কোনায় সকাল গড়িয়ে দুপুরেও কাজের অপেক্ষায় থাকা দিনমজুর মজিদ মিয়ার। প্রথম আলোর কাছে হতাশা প্রকাশ করে বলেন, ’দুই ছেইলারে কত দিন পেট ভইরা ভাত দিবার পারি নাই। হেগো মায় আর আমি একবেলা খাই। ভাড়া দিবার পারি নাই দেইখা ঘর ছাইড়া দিতে কইছে। বউ-পোলামাইয়া লইয়া কই যামু? ক্যামনে বাঁচুম।’রাজনৈতিক দলগুলোর প্রতি তাঁর ক্ষোভ অনেক। জানালেন, গত দুই-তিন মাসের হরতাল-অবরোধের কারণে কাজ জুটছে না নিয়মিত। পরিবারের সদস্যদের তিন বেলা খাবার জুটছে না।আরেক দিনমজুর আলী হোসেনের বিরক্তি, ‘কে আইল, কে গেল, তাতে আমাগো কী? কখনো কারও ফাঁসির জন্য হরতাল, কখনো টেলিফোনের লাইগা হরতাল, কখনো নেতাগো মুক্তির লাইগা হরতাল, আইজকা নির্বাচনের লাইগা। কিছু হইল তো—দিল হরতাল। আমাগো কাজ দিব কেডা?’গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে এভাবেই নিজেদের হতাশা প্রকাশ করেন দিনমজুরেরা। কারও সম্বল বাঁশের টুকরি, খন্তা বা কোদাল। তাঁরা দিনমজুর, দিন চুক্তিতে কাজ করেন। হরতাল-অবরোধে তাঁদের নাভিশ্বাস উঠেছে।গতকাল মঙ্গলবার সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, খরিদ্দার না থাকলেও অনেকে দোকান খুলেছিলেন। ফুটপাতের ওপর বিভিন্ন ফলের পসরা, কাটপিস কাপড়ের অস্থায়ী দোকান, ঠেলায় শাকসবজি। সবই আছে। কিন্তু ক্রেতা নেই, থাকলেও খুবই কম। বেইলি রোডের বিক্রেতারা মিলে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলছিলেন।উত্তর বাড্ডায় এক যাত্রীকে নিয়ে হাতাহাতির দশা তিন অটোরিকশাচালকের। যাত্রী যাবেন মতিঝিলে, ভাড়া দেবেন ৮০ টাকা, তাই সই। জানতে চাইলে অটোরিকশাচালক মান্নান জানান, ‘সকাল থেকে অবরোধ কী বুঝতে সময় গেছে। দুপুর গড়ায়ে গেছে। রাস্তায় যাত্রী নাই। একে তো পিকেটারদের ভয়, অন্যদিকে মালিকের জমা। তাই যা পাই, তাই সই।’প্রেসক্লাবের মোড়ে চা-বিক্রেতা আবদুল জানান, হরতালে রিকশাচালকরাই মূল ক্রেতা। কিন্তু পিকেটারদের ভয়ও রয়েছে।ক্রিস্টিয়ানো রোনালদো সঙ্গে থাকলে গ্যারেথ বেল ভালো খেলেন, নাকি রোনালদো না থাকলে? আন্দ্রেস ভিলাস-বোয়াসের বিশ্বাস, রোনালদো না থাকলেই ভালো খেলেন বেল।গত মৌসুমে টটেনহামে ভিলাস-বোয়াসের অধীনে খেলেছেন বেল। পর্তুগিজ কোচ বেলের সামর্থ্যটা ভালোই জানেন। কিন্তু গত গ্রীষ্মে বেল পাড়ি জমিয়েছেন রিয়ালে। কদিন আগে ভিলাস-বোয়াসকেও বরখাস্ত করেছে টটেনহাম। ইংলিশ ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পর এই প্রথম কোনো সাক্ষাৎকার দিলেন সাবেক চেলসি কোচ। পর্তুগিজ ক্রীড়া দৈনিক ও জোগোকে দেওয়া সাক্ষাৎকারে ভিলাস-বোয়াস প্রশংসায় ভাসিয়েছেন বেলকে।বেল রিয়ালের হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। এর মধ্যে দু-একটা ম্যাচে রোনালদো ছিলেন না। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচটিতে যেমন চোটের কারণে খেলতে পারেননি রোনালদো। ৪-১ গোলে জেতা ওই ম্যাচে দলের প্রথম গোলটি করেন বেল। সেটা দেখেই হয়তো ভিলাস-বোয়াসের বিশ্বাস, ‘বেল রোনালদো ছাড়া ভালো খেলে। রোনালদো না থাকলে সে রিয়াল মাদ্রিদে আরও বড় ভূমিকা নিয়ে খেলে। দলে যখন তাদের মতো দুজন মানসম্পন্ন খেলোয়াড় থাকে, দলের সুযোগগুলো তারা ভাগাভাগি করে।’ভিলাস-বোয়াস সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘টটেনহামে তার একটা দর্শন ছিল, যা তাকে নেতার ভূমিকায় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় বানিয়েছিল। সে বিশ্বমানের খেলোয়াড়।’ ওয়েবসাইট। |
বরগুনার তালতলী উপজেলা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় গত বুধবার রাতে মাছ ধরার ১৫টি ট্রলারে সুন্দরবনকেন্দ্রিক সশস্ত্র জলদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় দস্যুরা প্রায় ২৫ লাখ টাকার ইলিশ মাছ, জাল ও অন্য সরঞ্জাম লুট করে এবং তিনটি ট্রলারসহ ২২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গভীরে তাদের আস্তানায় নিয়ে যায়।অপহূত জেলেদের বাড়ি তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তালতলীতে ফিরে আসা ডাকাতির শিকার জেলেরা এসব তথ্য জানিয়েছেন।ফিরে আসা জেলে কালাম মাঝি জানান, বুধবার রাত দেড়টার দিকে তালতলী থেকে দক্ষিণে সুন্দরবনসংলগ্ন পক্ষীদিয়ার চর এলাকায় ২৫-৩০ জন সশস্ত্র দস্যু মাছ ধরারত ট্রলারগুলোতে হামলা চালায়। এ সময় দস্যুরা এসব ট্রলারে অবস্থানরত জেলেদের বেধড়ক পেটায় এবং গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। দস্যুরা সেখানে অবস্থানরত ১৫টি ট্রলারের ইলিশ, জাল, মুঠোফোন, জ্বালানি ও খাবার লুট করে নেয়। গতকাল সকাল পর্যন্ত এই লুণ্ঠনের ঘটনা চলে। শেষে দস্যুরা ২২ জন জেলেসহ এফবি গাজী, এফবি মায়ের দোয়া ও এফবি সাইফুল নামের তিনটি ট্রলার নিয়ে যায়।অপহূত জেলেদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইউসুফ মাঝি, মো. সুমন, রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, মোতালেব মিয়া ও সাইফুল ইসলাম।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বিকেলে দস্যুদের এ হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত দেড় মাসে বঙ্গোপসাগরে এ নিয়ে কমপক্ষে ৭০০ ট্রলারে লুণ্ঠন ও দেড় হাজারের বেশি জেলে অপহূত হয়েছেন।জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বলেন, সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে সম্প্রতি র্যাবের টহল ক্যাম্প প্রত্যাহার করার পর সুন্দরবনকেন্দ্রিক তিনটি দস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। তিনি অবিলম্বে দুবলার চরে র্যাবের ক্যাম্প স্থাপন ও কোস্টগার্ডের টহল বৃদ্ধি করার দাবি জানান।কোস্টগার্ডের তালতলী উপজেলার সকিনা ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে তাঁদের টহল দল বঙ্গোপসাগরে ছিল না। তবে ডাকাতি ও জেলে অপহরণের ঘটনা তাঁরা শুনেছেন, কিন্তু কেউ কোনো অভিযোগ করেননি।এই মুহূর্তে জাহিদের মেজাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির মতোই খারাপ। ঘড়িতে এখনো ১২টা বাজেনি, অথচ বাড়িওয়ালা গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। জাহিদের ইচ্ছা করছে লাথি মেরে দরজা ভেঙে ফেলতে! রাগের চোটে গেটের কাছে বসে থাকা কুকুরটাকে কষে একটা লাথি মারল সে। কুকুরটা ব্যথায় চিৎকার করে বলল, ‘কিরে ভাই? লাত্থি দিলেন ক্যান? সমস্যা কী?’ জাহিদ জবাব দিল না। মেজাজ খারাপ থাকলে সে গার্লফ্রেন্ডের প্রশ্নেরই জবাব দেয় না, আর এটা তো রাস্তার কুকুর! একটু পর বাড়িওয়ালা এসে তালা খুলতে খুলতে বললেন, ‘রাস্তায় যানজট ছিল নাকি?’ জাহিদ তার কথারও জবাব দিল না। মনে মনে বলল, ‘যানজট তো রাস্তাতেই থাকে। ঘরের ভেতর যানজট দেখেছেন কখনো?’ঘরে ঢুকে ভাত খেয়ে দ্রুত শুয়ে পড়ল জাহিদ। সবে ঘুমটা এসেছিল, এমন সময় বেজে উঠল ফোন। জাহিদের মেজাজটা আবারও খারাপ হলো। তার প্রেমিকার ফোন। জাহিদ ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে শুরু হলো ‘সারা দিন খোঁজ নাই, বাসায় এসে জানাইলা না কেন, ডিনার করেছ...’ টাইপের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্ব। জাহিদ প্রচণ্ড বিরক্তি নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে খেয়াল করল মশারির ভেতর কয়েকটা মশা ঘুরঘুর করছে। তার মেজাজ আবারও খারাপ হলো। ৪৫০ টাকা দিয়ে মশারিটা কেনা হয়েছে, তার পরও মশা ঢুকবে কেন? একটা তো কাছে থাকার নীতি অনুসরণ করে একটু পর পর কানের কাছে এসে পো পো করছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে মশাটাকে ধরার প্রস্তুতি নিল জাহিদ। প্রেমিকা কী বলছে সেদিকে তার খেয়ালই নেই। মশাটাকে ধরে দুই আঙুলে পিষে মারাই তার মূল লক্ষ্য। জাহিদ মাছি মারা কেরানি। মাছি মারতে পারলে মশাও মারতে পারার কথা। কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেও জাহিদ মশা ধরতে পারল না। মনের অজান্তেই বিরক্ত জাহিদের মুখ থেকে বেরিয়ে এল ‘ধুর’ শব্দটি। সঙ্গে সঙ্গে প্রেমিকা বলল,: আমার বিড়াল অসুস্থ আর তুমি বললে ধুর?: তোমার বিড়াল অসুস্থ নাকি? আরে ধুর, তোমাকে বলি নাই তো...: আবার? আশ্চর্য! তুমি আমার কোনো কথাই শুনছিলে না? ওকে ফাইন। আমার বিড়াল নিয়ে যা-তা বলবা, আমি তা মেনে নেব, তা ভাবলে কী করে? তোমাকে এত পাত্তা দেওয়ার মানে হয় না। ব্রেকআপই সমাধান! গুডবাই।জাহিদের মেজাজ আরও খারাপ হয়ে গেল। সব রাগ গিয়ে পড়ল মশার ওপর। মনোযোগ দিয়ে চেষ্টা করতেই খপ করে একটা মশা ধরে ফেলল সে। মশাটাকে যেই মারতে যাবে, অমনি মশাটা পিনপিন করে বলল,: আমি ছোট, আমাকে মারবেন না।: চোপ! তোর জন্য আজকে ব্রেকআপ হয়ে গেল, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না শয়তান। তার আগে বল, তুই মশারির ভেতরে ঢুকলি কেমনে?: চেষ্টা করলেই ঢোকা যায় বস। আর আমরা তো নিয়মিত জিমে যাই। জিরো ফিগার হওয়ার চেষ্টা করি। তবে বস, আমি কিন্তু আপনার ব্রেকআপ করাতে চাইনি, শুধু আপনার কথা ভেবে একটা সুইট গান শোনাতে চেয়েছিলাম।: মশকরা? গান শোনাও? তোদের কামড়ে আমি দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে ভুগে হাসপাতালে পড়ে ছিলাম। তোরা আবার মানুষের কথা ভাবিস কখনো? জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, যানজট, বাড়িওয়ালার চোখ রাঙানি, প্রেমিকার উপেক্ষা—এত এত সমস্যার পর একটু যে শান্তিতে ঘুমাব, তাও পারি না... লজ্জা হয় না তোদের?: বস, আসলে আপনাদের যে এত সমস্যা তা তো আমরা কখনো বুঝি নাই। আমরা তো ভাবতাম আপনারা সুখে আছেন। তাই খুশির গান শোনাতে আসতাম। আজকের মতো ক্ষমা করেন।জাহিদ মশাটাকে ছেড়ে দিল। মশাটা কদিন আগেই একজন বুদ্ধিজীবীর রক্ত খেয়েছে। তাই তার মাথায় মানবজাতির সমস্যা ও সমাধান নিয়ে নানা চিন্তা ঘুরপাক খেতে লাগল। সে অ্যানিমেলবুকে একটা ইভেন্ট খুলে ব্যাপারটা সব মশাকে জানাল। মানুষের যে এত সমস্যা, এটা জেনে মশাসহ অন্যান্য প্রাণী তো অবাক! মশারা ঠিক করল মানুষকে আর বিরক্ত করবে না, কামড় দিয়ে হাসপাতালে পাঠাবে না। তাদের ইভেন্টে বিভিন্ন শ্রেণী-পেশার পশুপাখিরা ‘জয়েন’ দিল। ওয়ালপোস্টে বাঘ জানাল, তারা আর লোকালয়ে এসে মানুষের ওপর হামলা চালাবে না। সম্মিলিত সর্প সমিতির আহ্বায়ক অজগর বলল, তারাও আর মানুষকে ছোবল বা কামড় দেবে না। খাবারে বসে রোগ না ছড়ানোর প্রত্যয় ব্যক্ত করল ডাস্টবিনের মাছি। বিভিন্ন সাইজের ইঁদুর ও তেলাপোকা জানাল, তারা আর মানুষের জিনিসপত্র কেটে কুটিকুটি করবে না। এমনি করে প্রায় সব প্রাণী মানুষের ক্ষতি না করে, তাদের মন ভালো রাখার ব্যাপারে ঐক্যবদ্ধ হলো।কয়েক দিন পর সেই ইভেন্ট ক্রিয়েটর মশাটা আবার এল জাহিদের কাছে। মশারির ফুটো দিয়ে ঢুকে খুশিমনে সে চলে গেল শুয়ে থাকা জাহিদের কানের কাছে। ফিসফিস করে বলল, ‘বস!’: কে?: বস আমি মশা। ওই দিন কথা হইল আপনার সঙ্গে, খেয়াল আছে? আমি তো আপনার কথা শোনার পর থেকে ঘুমাতে পারি নাই বস। অনেক ভেবে পরে অ্যানিমেলবুকে ইভেন্ট খুলেছি। সেখানে আমরা সর্বস্তরের পশুপাখি, কীটপতঙ্গরা একমত হয়েছি যে আপনাদের, মানে মানুষদের আমরা আর কোনোভাবে বিরক্ত করব না। এই খবরটাই আপনাকে জানাতে এলাম।জাহিদ লাফ দিয়ে উঠে বসল। হাতি-ঘোড়া গেল তল, মশা বলে কত জল? মানুষের দুর্ভোগ দূর করতে রাজনীতিবিদেরা তো একমত হতে পারছেই না, উল্টো নতুন নতুন দুর্ভোগ উপহার দিচ্ছে, অথচ মশা-মাছিরা একমত হয়ে গেল? কী অদ্ভুত! মানুষ না হয়ে মশা-মাছি হলেই বোধ হয় ভালো হতো! মশাটা তখন খুশিতে গান গাওয়া শুরু করে দিয়েছে।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার সিলেট, হবিগঞ্জ, চাঁদপুর ও কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। অবরোধকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। পুলিশ ১১ জনকে গ্রেপ্তার ও ছয়জনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: সকালে সিলেটের ইমামবাড়ি এলাকায় অবরোধকারীরা রেলপথে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেন। দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে অবরোধকালে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটার পাশাপাশি শটগানের কয়েকটি গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদসহ ২৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এর আগে সকালে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে।হবিগঞ্জ: দুপুরে বিএনপির নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় মিছিলকারীদের পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। আত্মরক্ষার জন্য পুলিশ কয়েক দফায় ৪০টি রাবার বুলেট ছোড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশের তিন সদস্য ও বিএনপির ২২ জন নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ একজনকে আটক করে। অবরোধের সময় একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।চাঁদপুর: সকাল থেকে কচুয়া-ঢাকা সড়কের ঘাগড়া বাজার এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। বিকেলে তাঁরা ওই এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয়ের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১০টি গুলি ছোড়ে। এ সময় ওসিসহ পাঁচ পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন। পুলিশ একজনকে আটক করেছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ভোর থেকে সরাইলের বিশ্বরোড ও কুট্টাপাড়া মোড়ে অবস্থান নেন বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটের কিছু নেতা-কর্মী। সকালে কাঁচামাল বহনকারী একটি অটোরিকশা ভাঙচুর করেন অবরোধকারীরা। সকাল ১০টার দিকে মহাসড়কের ফাহাদ ফিলিং স্টেশনের কাছে মালবাহী কয়েকটি ট্রাক ভাঙচুর করা হয়। দুপুরে কুট্টাপাড়া মোড়ে পুলিশের উপস্থিতিতে যাত্রীবাহী অটোরিকশায় হামলা চালান অবরোধকারীরা। এ ঘটনায় দুই প্রবাসীসহ চারজন আহত হন।জগন্নাথপুর (সুনামগঞ্জ): দুপুরে সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করছিলেন ১৮-দলীয় জোটের নেতারা। এ সময় পুলিশের একটি দল আসে। নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।ভৈরব: ঢাকা-কিশোরগঞ্জ সড়কের ভৈরব হাজী আসমত কলেজ এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় অবরোধকারীরা দুটি ট্রাক ও চারটি অটোরিকশা ভাঙচুর করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ১১টি শেল ও শটগানের ৩৭টি গুলি ছোড়ে। এ ঘটনায় এক কলেজছাত্র ও একজন পথচারী গুলিবিদ্ধ হন। আহত হন আরও আটজন। পুলিশ চারজনকে আটক করেছে।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগঞ্জ উপজেলায় অবরোধকারীরা সারা দিন রাস্তা অবরোধ করে রাখেন। দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অবরোধের পক্ষে-বিপক্ষে মিছিল বের করা হয়। এ সময় অবরোধকারীদের হামলায় ছাত্রলীগের ছয়জন আহত হন। অবরোধকারীরা বিভিন্ন স্থানে ১৫টি যানবাহন ভাঙচুর করেন।রায়পুর (লক্ষ্মীপুর): দুপুরে অবরোধকারীরা মিছিল নিয়ে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামসেদ কবির বাকি বিল্লাহর বাড়িতে হামলা চালান। তাঁরা ইট নিক্ষেপ করে ওই বাড়ির জানালার কাচ ভাঙচুর করেন।মির্জাপুর (টাঙ্গাইল): বিএনপির নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তাঁরা তাতে রাজি হননি। একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রাম বাজারে বিএনপির কর্মীরা ঝটিকা মিছিল করেন। এ সময় পুলিশ চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের একজনকে আটক করে। সরিষাবাড়ী (জামালপুর): উপজেলায় দুপুরে অবরোধ চলাকালে বিএনপির সমর্থকেরা একটি মোটরসাইকেল, অটোবাইক, নছিমনসহ তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় অটোবাইকের চালককে মারধর করা হয়।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি চৌমুহনীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং তিনলাখপীর ও কসবা-আখাউড়া সড়কে বড় বড় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন অবরোধকারীরা।শেরপুর: সন্ধ্যায় শহরে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। অগ্নিসংযোগ করা হয় একটি ট্রাকে।মাদারগঞ্জ (জামালপুর): সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কের খরকা বিল এলাকায় গতকাল রাতে অবরোধকারীরা ফলভর্তি একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।সাধারণত ক্রিকেটেই এমনটা দেখা যায়—হ্যাটট্রিক বা ৫ উইকেট পেলে বলটি স্মৃতি হিসেবে রেখে দেন ওই বোলার। ফুটবলে হ্যাটট্রিকের পর বলটা রেখে দিতে চেয়েছিলেন মিঠুন চৌধুরী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের উদ্বোধনী খেলায় উত্তর বারিধারার বিপক্ষে হ্যাটট্রিক করেন শেখ রাসেলের স্ট্রাইকার। ম্যাচ শেষে বলটা রেফারির কাছ থেকে চেয়েও নেন তিনি। এরপর দর্শকদের উদ্দেশে তুলে ধরেন বলটা। চেয়েছিলেন স্মৃতি হিসেবে রেখে দেবেন। কিন্তু বেরসিক মাঠকর্মী পরে বলটি ফেরত নেন। আক্ষেপ করে মিঠুন বলছিলেন, ‘ভেবেছিলাম ক্রিকেটের মতো ফুটবলটা নিয়ে যাব। কিন্তু গ্রাউন্ডসম্যান আমাকে দিল না। একটু কষ্টই পেলাম।’ |
পোশাকশ্রমিকদের অসন্তোষ ঠেকাতে বল প্রয়োগ করা হচ্ছে। তাতেও শিল্পের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় লোকসানের আশঙ্কা করছেন মালিকেরা। কিন্তু শ্রমিকদের মজুরি দ্রুত বৃদ্ধি করে সমঝোতার পথে আগাতে কার্যকর কোনো পদক্ষেপ নেই।পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ পাঁচ দিনে আনুমানিক ৭০০ কোটি টাকার সার্বিক ক্ষতির কথা বলছে। প্রশ্ন উঠছে, শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হলে যে ব্যয় হতো, বিশৃঙ্খলাজনিত ক্ষতি কি তার চেয়ে কম?সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে মালিক প্রতিনিধি মাত্র ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়েছেন। গত শনিবার থেকে তা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। টানা ছয় দিন ধরে অসন্তোষ-নৈরাজ্য চললেও শ্রমিকের মজুরি বৃদ্ধির বিষয়ে পরিবর্তিত পরিস্থিতিতে মালিকেরা নিজেদের অবস্থান পরিষ্কার করছে না। এমনকি পরিস্থিতি শান্ত করতে শ্রমিকনেতাদের সঙ্গেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠক করেননি তাঁরা।বরং সংবাদ সম্মেলন করে হুমকি দিয়ে বলা হয়েছে, বিশৃঙ্খলা বন্ধ না হলে আসছে ঈদে বেতন-বোনাস দিতে পারবেন না কারখানার মালিকেরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পোশাকমালিকেরা বিশৃঙ্খলা বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন।সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের শত শত পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে ছয় দিন ধরে। বিজিএমইএর হিসাবে, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনে এসব এলাকায় প্রায় ৫০০ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে। এ ছাড়া সময়মতো জাহাজীকরণ করতে না পারায় বিমানে মালামাল বিদেশে পাঠাতে (এয়ার শিপমেন্ট) ২০০-২৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। সব মিলিয়ে লোকসান ৭০০ থেকে ৭৫০ কোটি টাকা হবে বলে দাবি করছেন মালিক সংগঠনটির সহসভাপতি শহিদুল্লাহ আজিম।তবে বিজিএমইএ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না এমনটি মানতে রাজি নন মালিকদের এই প্রতিনিধি। তিনি প্রথম আলোকে বলেন, ‘অসন্তোষের পর শ্রমিকনেতাদের সঙ্গে পৃথক বৈঠক করা হয়নি, এ কথা সত্য নয়। মন্ত্রণালয়ে শ্রমিকনেতাদের সঙ্গে আমরা একাধিক বৈঠক করেছি।’অন্যদিকে শ্রমিকনেতারা বলছেন, সঠিক পথে সমঝোতার বিষয়ে বিজিএমইএ, বিকেএমইএ ঠিক আন্তরিক মনে হচ্ছে না। মজুরি বিষয়ে তাঁদের মনোভাবও পরিষ্কার নয়, বরং শ্রমিক ও শ্রমিকনেতাদের একধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশল ও ষড়যন্ত্রের পুরোনো তত্ত্বের মধ্যেই ঘুরপাক খাচ্ছেন মালিক নেতৃবৃন্দ। তার সঙ্গে আছে কারখানা বন্ধের হুমকি।জানতে চাইলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, গত বুধবার বিজিএমইএর কয়েকজন শ্রমিকনেতাকে নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়। এর মাধ্যমে শ্রমিকনেতাদের স্নায়বিক চাপে রাখা হয়।কল্পনা আক্তার আরও বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে বিজিএমইএ সরকারের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছে। কিন্তু আসল যে ইস্যু—মজুরি, তার ধারেকাছেও তারা যাচ্ছে না।’ তিনি মনে করেন, মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ যদি নিজেদের অবস্থান স্পষ্ট করত, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হতো।একই ধরনের মতামত দেন জাতীয় গামেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ও মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম। তিনি বলেন, মজুরি বোর্ডে দেওয়া বিজিএমইএর অমানবিক ও অযৌক্তিক প্রস্তাবই সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ। সাভারে রানা প্লাজা ধসের পর বিশ্বব্যাপী তীব্র নিন্দা, সমালোচনা ও অসন্তোষ হলে পরিস্থিতি সামাল দিতে শ্রমিকনেতাদের সহায়তা চান তাঁরা। একাধিক বৈঠকও হয়েছে। আর মজুরি বাড়ানোর অসন্তোষকে দমিয়ে দিতে বল প্রয়োগ করার পথে হাঁটছেন তাঁরা। অবশ্য এটা তাঁদের নিজস্ব ব্যাপার, তা-ও বলেন শ্রমিকদের এই প্রতিনিধি।তবে বল প্রয়োগের কৌশল নেওয়ার কথাটি অস্বীকার করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘আমরা কেউ সম্পদ বিনষ্ট হোক, সেটি চাই না। তাই যাঁরা এমন কাজ করছেন, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু শান্তিপ্রিয় শ্রমিকদের মারধর করার কোনো ঘটনা ঘটছে না।’ নিম্নতম মজুরি বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি, যৌক্তিক মজুরি নির্ধারণ করা হলে আমরা তা মাথা পেতে নেব।’লোকসান বাড়ছে: গাজীপুরের কোনাবাড়ী এলাকার মিতালী ফ্যাশন নামের নিট পোশাক কারখানা ছয় দিন ধরে বন্ধ। প্রতিদিনই কারখানার চার হাজার শ্রমিক হাজিরা দিয়ে চলে যান।কারখানাটিতে প্রতিদিন প্রায় ৫০ হাজার পিস টি-শার্ট তৈরি হয়, যার মূল্য গড়ে দেড় লাখ ডলার। সেই হিসাবে ছয় দিনে মোট নয় লাখ ডলারের উৎপাদন হয়নি।আর এই উৎপাদন না হওয়ায় কারখানাটির চার-পাঁচটি শিপমেন্ট বা পণ্য জাহাজীকরণ হুমকির মুখে পড়েছে। গত রোববার জামার্নিতে দুই লাখ মার্কিন ডলার মূল্যের ৪১ হাজার পিস পোলো ব্র্যান্ডের টি-শার্ট জাহাজীকরণের তারিখ থাকলেও শ্রমিক-অসন্তোষের জন্য সেটি পাঠানো যায়নি। এ ছাড়া ব্রাজিলে উচ্চমানসম্পন্ন আড়াই লাখ ডলারের ৩৬ হাজার পিস টি-শার্টের শিপমেন্টও অনিশ্চিত হয়ে পড়েছে।শিল্পটির মালিক সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহর সঙ্গে যখন এই প্রতিবেদকের কথা হয়, তখন তিনি একটি বায়িং হাউসে অবস্থান করছিলেন। তিনি জানান, সময়মতো শিপমেন্ট করতে না পারায় অসুস্থ শরীরে তিনি সেখানে গেছেন ক্রেতাদের কাছে সময় বাড়ানোর অনুরোধ নিয়ে।সময় না বাড়ালে কী হবে জানতে চাইলে আবু ইউসুফ বলেন, তখন বিমানে পাঠাতে হবে। সে ক্ষেত্রে ৭০০ শতাংশ খরচ বেড়ে যাবে। বিষয়টি ব্যাখ্যা এমন, জাহাজে একটি ২০ ফুট লম্বা কনটেইনারে ১৫ হাজার পিস টি-শার্ট পাঠাতে খরচ হয় এক হাজার ৪০০ ডলার। আর বিমানে পাঠাতে লাগবে আট থেকে নয় হাজার ডলার। বিমানে পণ্যটি পাঠাতে হলে, টি-শার্টের কাপড়টি কেনার মূল্যই কেবল তাঁর থাকবে।আবু ইউসুফ আরও বলেন, ‘আমি শেষ হয়ে গেছি। এই ক্ষতি তিন মাস ধরে বয়ে বেড়াতে হবে। রপ্তানি না হলে টাকা পাব কোথায়?’গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকার একটি সোয়েটার কারখানা শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ ছিল। গত বুধবার থেকে উৎপাদন শুরু হলেও ২০ শতাংশ শ্রমিক উপস্থিত ছিলেন না। কারখানাটিতে প্রায় ১৬ হাজার পোশাকশ্রমিক কাজ করেন।এই সোয়েটার কারখানায় প্রতিদিন ৬০ হাজার পিস সোয়েটার উৎপাদিত হয়। তাতে চার দিনে দুই লাখ ৪০ হাজার পিস সোয়েটার উৎপাদন হয়নি। কয়েকবার সময়মতো শিপমেন্ট করা যায়নি। এখন বিমানে পাঠাতে প্রায় দুই কোটি টাকা লোকসান হবে দাবি করে মালিকপক্ষ।গাজীপুরের কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন বন্ধ ছিল। প্রতিষ্ঠানটির মালিক ফারুক হোসেন বলেন, ‘আমার কারখানাটিতে এক হাজারের বেশি শ্রমিক কাজ করে। ছোট হলেও প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা করে লোকসান গুনতে হয়েছে।’শ্রমিকেরা সংঘাত চান না: গাজীপুরের বিভিন্ন এলাকায় গত সোম ও মঙ্গলবার বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। মৌচাক এলাকার এ টি এস অ্যাপারেলসের শ্রমিক ফিরোজ বলেন, ‘আমরা কাজ করতে চাই। কিন্তু মজুরি নিয়ে কোনো আশার আলো দেখছি না। আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানোও হচ্ছে না।’আরেক শ্রমিক শহীদুল ইসলাম বলেন, ‘তিন হাজার টাকা বেতন পাই। বাসা ভাড়াই দিতে হয় সাড়ে এক হাজার ২০০ টাকা। কোনোরকমে খেয়ে-পরে দিন কাটাই। তার পরও আমরা মারামারি চাই না। ন্যায্য মজুরি দিলে কেউ রাস্তায় নামবে না।’বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থক, হরতালবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় যশোর, পিরোজপুর, ফরিদপুর, পাবনা ও বগুড়ায় যুবলীগের দুজন, বিএনপির দুজন, জামায়াতের একজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশের ৩৮ জন সদস্যসহ ৫৫০ জনের বেশি আহত হয়েছেন।দেশের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকেরা ব্যাপক ভাঙচুর চালান। রাজধানীতে ১২টিসহ সারা দেশে অন্তত ২২টি গাড়িতে আগুন দেন হরতাল-সমর্থকেরা। ভাঙচুর করেন অর্ধশতাধিক যান। নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানো হয়। জয়পুরহাটে ট্রেনে আগুন এবং সান্তাহারে ট্রেনের বগি ভাঙচুর করা হয়। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানো হয়। গতকাল থেকে শুরু হওয়া টানা ৬০ ঘণ্টার এই হরতাল কাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে।হরতাল চলাকালে রাজধানীতে বিআরটিসির দোতলা বাসসহ ১২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে, শ্যামলী রিং রোড, পুরান ঢাকার রায়সাহেব বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নয়াবাজার, তাঁতীবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। নগরের বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৮) কয়েকজন সহযোগী নিয়ে সকাল সাড়ে আটটার দিকে যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসে করে মহড়া দিচ্ছিলেন। মাইক্রোবাসটি বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে হরতাল-সমর্থকেরা ধাওয়া দেন। এ সময় আলমগীর ও তাঁর সহযোগীরা মাইক্রোবাস থেকে নেমে দৌড়ে পাশের হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অবস্থান নেন। হরতাল-সমর্থকেরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আলমগীর ও তাঁর সহযোগীদের এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। গুরুতর আহত আরমান মোল্লা, লিমন হোসেন ও এনামুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আলমগীর স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাবের মদদপুষ্ট গামছা বাহিনীর প্রধান বলে জানা গেছে। তাঁর লাশ দেখতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যান। এ সময় সেখানে বোমা ফাটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। শাহিন চাকলাদার অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের ক্যাডাররা বোমা ফাটিয়েছে।অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, অভিযোগ ভিত্তিহীন। নিজেরা বোমা ফাটিয়ে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর এলাকায় যুবলীগের কর্মী স্বপন শীলের (৩৫) বাড়িতে ভোরের দিকে হামলা চালান বিএনপি-জামায়াতের কর্মীরা। তাঁরা স্বপনের ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন। আহতাবস্থায় খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বিএনপি-জামায়াতের কর্মীরা সকালে বালিপাড়া বাজারের কাছে আওয়ামী লীগের কর্মী আলাউদ্দিন মোল্লা ও তাঁর ছেলে বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি মোল্লাকে কুপিয়ে জখম করেন। বাপ্পির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি হাবিবুর রহমানসহ দুজন সাংবাদিক জিয়ানগরে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে শংকরপাশা এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হন। হামলাকারীরা তাঁদের মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নেন। হাবিবুর জানান, শংকরপাশা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়।ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মীরা সকালে নগরকান্দা পৌর এলাকার জুঙ্গুর্দির মোড়ে জড়ো হন। তাঁরা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ পিকেটারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পিকেটাররা তিন দিক থেকে পুলিশের সদস্যদের ঘেরাও করেন। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফ মাতুব্বর (২১) ঘটনাস্থলেই মারা যান।মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে কয়েক শ মানুষ ঢাল, সড়কিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে আসে। জুঙ্গুর্দিতে পুলিশের সঙ্গে আবার সংঘর্ষ বাধে। বেলা পৌনে দুইটা পর্যন্ত পিকেটারদের সঙ্গে পুলিশ ও র্যাবের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কামান্ডার গুলজার, নগরকান্দা থানার পুলিশের ১১ জন সদস্যসহ শতাধিক লোক আহত হন।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিকসহ ছয়জন গুলিবিদ্ধ হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় গুলিবিদ্ধ দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম বলেন, সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।দুপুরে ওই ঘটনার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিএনপি এক সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আসলাম ভূঁইয়া (২৮) ও জাকির হোসেন (২৫) নামের দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও শেখপাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী-নাটোর মহাসড়কে জামায়াতের নেতা-কর্মীরা পিকেটিং করছিলেন। এ সময় মুলাডুলি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিকেটাররা মুলাডুলির শেখপাড়ায় গিয়ে পিকেটিং শুরু করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে জামায়াতের কর্মী জুলহাস হোসেন মুন্নাফ (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে ৩০ জন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ উপজেলা শিবিরের সভাপতি শেখ ফরিদ হোসেন ও শিবিরের কর্মী ইসলাম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে মুলাডুলি বাজার, শেখপাড়া, সড়াইকান্দিসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ গুলি ও বোমা হামলা চালায়। পাকশীতেও দুই পক্ষে সংঘর্ষ হয়। সন্ধ্যায় আওয়ামী লীগের উপজেলা ও পৌর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টনের সমর্থকেরা দুপুরে হরতালের সমর্থনে শহরের তিনমাথা মোড় থেকে একটি মিছিল বের করেন। এ সময় গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সমর্থকেরা মিছিলকারীদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান-সমর্থিত সাজেদুর রহমান ওরফে পিস্তল মোহন প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালান। পরে পৌর মেয়রের সমর্থকেরা পাল্টা হামলা চালান। তাঁদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শাহজাহান আলী (৪২) গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গাবতলী থানার ওসি আলী আহমদ হাশমী জানান, এ ঘটনায় পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন ইউএনও।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বগুড়ার নিজস্ব প্রতিবেদক, যশোর ও ফরিদপুর অফিস, পিরোজপুর, অভয়নগর (যশোর) ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি]আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-অভ্যুত্থানের একপর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই চিকিৎসক নেতার স্মরণসভায় আমন্ত্রণ পাননি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম মহাসচিব মিলনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আয়োজিত স্মরণসভায় সাধারণত প্রধান অতিথি থাকেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এবারই প্রথম এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়নি। উল্লেখ্য, সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ নির্বাচনকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন।এ প্রসঙ্গে বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান গতকাল প্রথম আলোকে বলেন, বরাবরের মতো এবারও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।শচীন টেন্ডুলকারের শাশুড়ি—সব ছাপিয়ে অ্যানাবেল মেহতার এটাই হয়তো এখন সবচেয়ে বড় পরিচয়। তাঁর আরও একটা পরিচয় বস্তিবাসীর দেবী। দীর্ঘ ৪০ বছর কাজ করেছেন সমাজের দরিদ্র, ক্ষুধার্ত ও অবহেলিত মানুষের জন্য। পঙ্গু শিশুদের নিয়ে কাজ করতে এই ব্রিটিশ মুম্বাইয়ে আসেন ১৯৬৬ সালে। ভারতীয় ব্যবসায়ী আনন্দ মেহতাকে বিয়ে করে ভারতেই থেকে যান, গড়ে তোলেন সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আপনালয়া’। বস্তির ছয় লাখেরও বেশি মানুষকে নিয়ে কাজ করেছেন। ৭৩ বছর বয়সেও বস্তির মানুষ তাঁকে টানে। সেদিন যেমন অ্যানাবেল বস্তিবাসীর কাছে ছুটে গেলেন, সময় কাটালেন অবহেলিত শিশুদের নিয়ে। ওয়েবসাইট। |
বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর বাঁধটি দ্রুত ভেঙে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনওর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।বগুড়া জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল আলম ২২ সেপ্টেম্বর ইউএনওর প্রতি এ লিখিত নির্দেশ পাঠান। এর আগে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নদীর বাঁধ অপসারণের জন্য চার সচিবসহ ১০ কর্মকর্তার কাছে নোটিশ পাঠায়।প্রথম আলোয় ‘নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ আ.লীগ নেতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের কথা উল্লেখ করে বেলার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইকবাল কবির নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে বাঁধ অপসারণের ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা বলা হয়।পরিবেশ ও বন, পানিসম্পদ, ভূমি এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বেলা ওই নোটিশ পাঠায়। এতে উল্লেখ করা হয়, প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বাঙ্গালী নদীর ওপরের ওই বাঁধ অপসারণ করা প্রয়োজন।বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো বাঁধ ভেঙে দেওয়ার লিখিত নির্দেশে উল্লেখ করা হয়েছে, সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ২৯ জুলাই ধুনটের ইউএনওকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা না করে উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগোকে দিয়ে তদন্ত করিয়ে প্রতিবেদন দিয়েছেন।প্রতিবেদন অনুযায়ী বাঁধ নির্মাণের ফলে পানির চাপ বেড়ে যাওয়ায় নদীর দুই পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং বথুয়াবাড়ী সড়ক ও ধুনট-শেরপুর সড়ক হুমকির মুখে পড়েছে। নদীতে বাঁধ দিয়ে গতিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।ধুনটের ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ‘নির্দেশমতো জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’ধুনটের এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি এম এ তারেক এবং তাঁর কর্মী-সমর্থকেরা বাঙ্গালী নদীর নবীনগর বিলচাপড়ি এলাকায় আড়াআড়িভাবে বাঁধ দিয়ে কয়েক মাস ধরে মাছ চাষ করছেন।১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে গতকাল দেশজুড়ে ব্যাপক সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও অধিকাংশ উপজেলা থেকে হরতাল-সমর্থক বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় পাঁচ কর্মকর্তা-সহ পুলিশের ৩৮ জন সদস্য এবং সাড়ে পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে প্রায় ৭০টি যানবাহনে।বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যালয় এবং ব্যাংক-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। বিএনপি-জামায়াতের কয়েকটি কার্যালয় ও তাদের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটেছে লালমনিরহাটে। সেখানে জেলা আওয়ামী লীগ, রেলওয়ে শ্রমিক লীগ ও ছাত্রলীগের কার্যালয় এবং চারটি ব্যাংক, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। তাঁরা রেললাইনের সিসি ক্লিপ খুলে ফেলায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরাও হরতাল-সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। ট্রেনে হামলার ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘির সান্তাহার স্টেশন এবং জয়পুরহাটেও।এ ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের গজারিয়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ধরনের সংঘর্ষ এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেন ও ভাঙচুর করেন পিকেটাররা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পিকেটারদের।বিভিন্ন স্থান থেকে নিজস্ব প্রতিবেদক, স্থানীয় কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:লালমনিরহাটে হরতাল-সমর্থকেরা গতকাল সকালে সদর থানা থেকে মাত্র ৫০০ গজ দূরে থানা রোডে অবস্থিত জেলার আওয়ামী লীগ কার্যালয়, রেলস্টেশন-সংলগ্ন জেলা ছাত্রলীগের কার্যালয় এবং রেলওয়ে রিকশা স্ট্যান্ড-সংলগ্ন জেলা রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।এ ছাড়া একই সময়ে জেলা শহরের গোশালা বাজার রোডে জনতা, উত্তরা, পূবালী ও ব্র্যাক ব্যাংকে হামলা চালিয়ে ভাঙচুর করেন হরতালকারীরা। এ সময় থানা রোড, স্টেশন রোড, রেলবাজার এলাকার আওয়ামী লীগের সমর্থকদের শতাধিক দোকানে ভাঙচুর করা হয়। অন্যদিকে সদর উপজেলার বুদারু বাঁশেরতল নামক এলাকায় রেললাইনের সিসি ক্লিপ খুলে ফেলেন পিকেটাররা। এতে সকালে ট্রেন চলাচলা বন্ধ হয়ে যায়। এদিকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপির সমর্থকদের কিছু দোকানপাটে হামলা ও ভাঙচুর করেন। শহরে সারা দিনের সহিংসতায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১০ জন আহত হয়েছেন।বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনে সকাল ১০টার দিকে রাজশাহী থেকে সৈয়দপুরগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় পিকেটাররা রেলক্রসিং এলাকায় ট্রেনটি থামিয়ে পাথর নিক্ষেপ করলে ট্রেনের জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। আদমদীঘি স্টেশনে সান্তাহার থেকে বগুড়াগামী পদ্মরাগ ট্রেনের হোসপাইপ খুলে দেন পিকেটাররা। দুপচাঁচিয়ায় তালোড়া রেলস্টেশনে রেললাইনের ওপর কাঠের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন পিকেটাররা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ কাঠের গুঁড়ি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়। জয়পুরহাটে হরতালকারীরা দুটি ট্রেনের কামরায় আগুন ধরে দিয়ে ট্রেন দুটিতে ব্যাপক ভাঙচুর চালান। আতঙ্কে ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০-২৫ জন আহত হয়।ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকালে সাত-আটটি যানবাহন ভাঙচুর করেন। হাসনাবাদ এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হরতাল সমর্থনকারীরা চার-পাঁচটি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করেন। এ সময় ১০-১২টি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে ভোররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের লিংক রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দেন হরতাল সমর্থনকারীরা।নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে অর্ধশত লোক। এ সময় বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। ৩৫টির বেশি ককটেলের বিস্ফোরণ ঘটে। নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে আটক করেছে পুলিশ।মানিকগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হন। এ ছাড়া ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন হরতাল-সমর্থকেরা।গাজীপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা পেট্রল ঢেলে বরমী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। সকালে শ্রীপুরের নয়নপুর এলাকায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। গাজীপুর সদরে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। টঙ্গীর চেরাগআলী মার্কেটের কাছে একটি অটোরিকশা এবং মিরেরবাজার এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগ করেছেন পিকেটাররা।মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের দফায় দফায় সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির মিছিলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা রামদা, বল্লম, রডসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি, পাকুন্দিয়া পৌরসভার মেয়র জালাল উদ্দিনসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সহকারী পুলিশ সুপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের শতাধিক গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সাতক্ষীরার আশাশুনি ও তালায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়। এতে একজন উপপরিদর্শকসহ পুলিশের পাঁচ সদস্য এবং পাঁচজন হরতাল-সমর্থকও আহত হন। জেলার কালীগঞ্জ ও কলারোয়ায় হরতালকারীরা কয়েকটি প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেন।এ ছাড়া ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় গতকাল দুপুরে বিএনপির একটি সভায় হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন দুজন। চাঁদপুর শহরের নতুন বাজারে দুটি হাসপাতাল, তিনটি বাড়ি, ১৫টি দোকান ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাঙচুর করা হয় ছয়টি অটোরিকশা ও সংবাদপত্রের গাড়ি। হাজীগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।বরগুনার বামনায় শিবিরের কর্মীরা এক এএসআইসহ পুলিশের ছয় সদস্যকে ঘেরাও করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। কক্সবাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন হরতাল-সমর্থকেরা। সকালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। সংঘর্ষে দুই পক্ষে ২০ জন আহত হন।চট্টগ্রামের ফটিকছড়িতে হরতাল-সমর্থকেরা সকালে একটি অটোরিকশা এবং সন্ধ্যায় ছোট-বড় প্রায় সাতটি গাড়ি ভাঙচুর করেন। সীতাকুণ্ডের কেদারখীল এলাকায় যুবলীগ-শিবির ও টেরিয়াল এলাকায় যুবলীগের সঙ্গে বিএনপি-শিবিরের সংঘর্ষে আটজন আহত হন। পিকেটাররা দুটি গাড়িতে আগুন ও ২০টি গাড়ি ভাঙচুর করেন।ময়মনসিংহের ত্রিশালে শিবিরের কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গফরগাঁওয়ে বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে বিএনপির নেতাসহ দুজন আহত হন। মেহেরপুরে শিবিরের মিছিল থেকে শ্যামলী পরিবহনের ঢাকাগামী বাসে আগুন দেওয়া হয়।মাদারীপুরের বিভিন্ন সড়কে পাঁচটি ইজিবাইক ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হন। পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকায় যুবলীগ ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে হরতালকারীদের সঙ্গে ১৪ দলের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। গাইবান্ধার মহিমাগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন। এ সময় ১১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে জামায়াত-শিবির।ফেনীতে পিকেটারদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। নোয়াখালীতে হরতালের বিপক্ষে আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপির নেতার মালিকানাধীন একটি আবাসিক হোটেল, ইসলামী ব্যাংক ও বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জামালপুরের মাদারগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।যশোরে এক সাংবাদিকের মোটরসাইকেল জ্বালিয়ে দেন পিকেটাররা। যশোর-সাতক্ষীরা সড়কের কুয়াদা বাজারে পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় হরতাল-সমর্থকদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ১০ জন আহত হন। আওয়ামী লীগের সমর্থকেরা বিএনপির সমর্থকদের ছয়টি দোকান ভাঙচুর করেন। নেত্রকোনায় শনিবার রাতে হরতালের পক্ষে-বিপক্ষের লোকজন রোগনির্ণয় কেন্দ্র ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। কেন্দুয়ায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন পিকেটাররা। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেবসহ পুলিশের চার সদস্য আহত হন।হবিগঞ্জের লাখাই উপজেলার বুলাবাজারের কাছে পিকেটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে ৪০ জন আহত হন। এদিকে সিলেট, পটুয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, বরিশালের উজিরপুর ও নীলফামারীর সৈয়দপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে।নির্বাচন সামনে রেখে সব সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগে অনীহা থাকলেও এখন সাবেক, বর্তমান একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার মেয়রদের হাতে রাখতে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে তদবিরও শুরু করেছেন।জানা গেছে, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে মেয়রদের অবস্থান নির্ধারণে গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।গত ২০ নভেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠি পাঠান। সে চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনের মেয়ররা সংসদ সদস্যদের চেয়ে বড় নির্বাচনী এলাকায় ভোটে নির্বাচিত হন, সে জন্য তাঁদের অবস্থান সাংসদদের ওপরে রাখা যথাযথ হবে।এর আগে রাজধানী ঢাকা ছাড়া সাবেক মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জের মেয়রদের সে রকম বিশেষ মর্যাদা নেই। ফলে মেয়ররা পদমর্যাদার দিক থেকে সাংসদ তো নয়ই, বরং সচিবদের নিচে রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় এই অবস্থান যথোপযুক্ত নয়। এতে বলা হয়, অন্তত ছয়টি মহানগর—চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরের মেয়রদের উচ্চতর মর্যাদা দেওয়া উচিত। ঢাকার অবস্থান নির্বাচন হওয়ার সময় বা পরে ঠিক করা যেতে পারে।জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহিদ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘পদমর্যাদা নির্ধারণের বিষয়টি সংবেদনশীল। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, তাই নগরের পিতা। সুতরাং তাঁদের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না।’মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে বলেছিল রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর পদমর্যাদাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই বিভাগের সাড়ে চার বছর পর গত ২৭ মার্চ এক চিঠিতে জানানো হয়, ‘সিটি করপোরেশনের মেয়রদের মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধার সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীর পদমর্যাদার কোনো সম্পর্ক আছে বলে প্রতীয়মান হয় না।’বিদেশ সফরের সময় মেয়রদের প্রতিমন্ত্রীর মতো বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হচ্ছে। আবার ছুটির জন্য স্থানীয় সরকারমন্ত্রী বরাবর আবেদন পাঠানো হলে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীর ছুটি অনুমোদন করেন সরকারপ্রধান।প্রতিমন্ত্রীর পদমর্যাদা না দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আইনের কোথাও উল্লেখ করা হয়নি মেয়ররা প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। এত দিন আইনবহির্ভূতভাবে এ মর্যাদা দেওয়া হয়েছিল।ক্রীড়াপ্রেমী পরিবারেই বেড়ে ওঠা অস্ট্রেলীয় ওপেনার ক্রিস রজার্সের। অস্ট্রেলীয় দাবার প্রথম গ্র্যান্ড মাস্টার ইয়ান রজার্স ক্রিসের চাচাতো ভাই। |
রংপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় ১৮৪ জন আসামির মধ্যে ১৭৩ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন।অভিযুক্ত ১১ জন হলেন বিজি প্রেসের সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী, গোপনীয় শাখার কম্পোজিটর শহীদুল ইসলাম ও এ টি এম মোস্তফা, মোস্তফার স্ত্রী লাবনী আক্তার ওরফে কোহিনুর, বাইন্ডার আবদুল জলিল, সরকারি প্রিন্টিং প্রেসের (জিপি) বাইন্ডার হামিদুল ইসলাম, নীলফামারীর কিশোরগঞ্জের মাহফুজার রহমান, রংপুরের খলেয়া গঞ্জিপুর এলাকার আতিকুর রহমান, সফিউর রহমান, ফিরাজুল হক ও রফিকুল ইসলাম।২০১০ সালের ৮ জুলাই গঙ্গাচড়া উপজেলার বিনোদনকেন্দ্র ভিন্নজগতে ৩৮টি জেলা থেকে আসা চাকরিপ্রত্যাশীরা প্রশ্নপত্র কিনতে জড়ো হন। পুলিশ অভিযান চালিয়ে ১৬৭ জনকে আটক ও পরদিন তাঁদের বিরুদ্ধে মামলা করেন গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম। ২০১১ সালের ১৪ জানুয়ারি মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। এক বছর সাড়ে আট মাস পর তদন্ত শেষে গত বছরের ২৮ আগস্ট সিআইডির এসআই আজিজুল ইসলাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন।একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সর্বসম্মত উপায় খুঁজে বের করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান।ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমাও গতকাল এক বিবৃতিতে হরতালসহ দেশজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ফোনালাপের এক দিন পর ড্যান মজীনা গতকাল এ বিবৃতি দিলেন। তিন দিনের দিল্লি সফর শেষে মজীনা গত শনিবার সকালে ঢাকায় ফিরেছেন।দিল্লি সফরে ড্যান মজীনা বাংলাদেশের চলমান রাজনীতি, নির্বাচন ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।একজন সাবেক মার্কিন কূটনীতিক প্রথম আলোকে জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ ছাড়া দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারাও বাংলাদেশের রাজনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও জোট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করলেও এ ব্যাপারে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকছে ভারত। দিল্লি মনে করে, এটি একান্তভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান: গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ড্যান মজীনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে টেলিফোন আলাপসহ সামপ্রতিক অগ্রগতিতে তিনি অনুপ্রাণিত। এই ইতিবাচক অগ্রগতির ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে, যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়।বিবৃতিতে বলা হয়, ‘সব রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্র এই বার্তা দিচ্ছে যে, সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং তা গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো মৌলিক গণতান্ত্রিক অধিকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না। সহিংসতা ও হত্যাকাণ্ডের যেসব ঘটনা ঘটেছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সরকার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাই।’মজীনার দিল্লি সফর: দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের আমন্ত্রণে ড্যান মজীনার দিল্লি সফরটি হয়েছে। এই সফর দুই দিনের হওয়ার কথা থাকলেও ভারতের আগ্রহে তা এক দিন বেড়েছে। ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আশা প্রকাশ করায় মজীনা দিল্লিতে এক দিন বেশি অবস্থান করেন।মজীনার সঙ্গে ভারতের কর্মকর্তাদের আলোচনায় বাংলাদেশের বর্তমান-ভবিষ্যৎ এবং আগামী দিনের নির্বাচনের প্রসঙ্গগুলো এসেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দুই দেশই আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছে। আলোচনায় ভারতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে সন্ত্রাসবাদকে উসকে দিতে পারে, এমন যেকোনো শক্তির উত্থানের ব্যাপারে সজাগ থাকতে হবে।বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান চাইলেও দুই দেশের অবস্থানগত কিছু মতপার্থক্য আছে। তাই একে অন্যকে বুঝতে ও বোঝানোর অংশ হিসেবে ড্যান মজীনার এই সফর বলে সূত্রগুলো বলছে।তবে মজীনার এ সফরের পর দুই দেশের অবস্থানের তেমন কোনো পরিবর্তন হয়নি বলে ওয়াশিংটন ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। ভারত মনে করছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া উচিত।ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি সূত্র গতকাল সকালে প্রথম আলোকে জানিয়েছে, এ মুহূর্তে ড্যান মজীনার বেইজিং সফরের কোনো পরিকল্পনা নেই। তবে বাংলাদেশের পোশাকশিল্পের বিষয়ে একটি সম্মেলনে অংশ নিতে ডিসেম্বরে তাঁর হংকং সফরের কথা রয়েছে।প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজধানীতে জল্পনা চলছিল, ভারত সফরের পর চীনের রাজধানী বেইজিং যাবেন ড্যান মজীনা। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন। তাই ধারণা জন্মায় যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের পর চীন সফর করবেন মজীনা।জাপানের উদ্বেগ: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল এক বিবৃতিতে বলেন, ‘রাজধানী ঢাকাসহ বাংলাদেশজুড়ে সহিংসতা ও বৈরিতা বেড়ে যাওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।’রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়নের অংশীদার হিসেবে সব ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা জানাই। সেই সঙ্গে রাজনৈতিক সংঘাত এড়ানোর মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানাই।’চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দলকে সংলাপে বসতে আবারও অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন ও মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার তাঁদের দেশের এ অবস্থান তুলে ধরেন।চীনের রাষ্ট্রদূত গতকাল দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। বৈঠকের পর লি জুন সাংবাদিকদের জানান, সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাংলাদেশের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্রমন্ত্রী সে সম্পর্কে তাঁকে সামগ্রিক ধারণা দিয়েছেন।নির্বাচনের তফসিল ঘোষণা ও তারপর আহূত অবরোধ কেন্দ্র করে চলমান পরিস্থিতিকে চীন কীভাবে মূল্যায়ন করছে? এ প্রশ্নের উত্তরে লি জুন বলেন, চীন মনে করে একটি দেশের উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশে কী ঘটছে চীন তা নিবিড়ভাবে লক্ষ রাখছে। তিনি বলেন. ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের স্বার্থে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ জরুরি। বাংলাদেশের চিরাচরিত বন্ধু হিসেবে শান্তিপূর্ণ উপায়ে চলমান রাজনৈতিক সংকট কাটাতে প্রধান দলগুলোকে আলোচনা বসার আহ্বান জানাচ্ছি।’চীনের রাষ্ট্রদূত বলেন, ‘সংলাপের প্রক্রিয়া চালু আছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা আমাকে উৎসাহিত করছে। সংলাপের প্রক্রিয়ায় ইতিবাচক ফলাফলের ব্যাপারে আমার আশাবাদ রয়েছে।’মার্কিন দূতাবাসের মুখপাত্র ই-মেইলে দেওয়া তাঁর প্রতিক্রিয়ায় জানান, বর্তমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়েছে। এটি হলে একটি অবাধ, সুষ্ঠু ও বাংলাদেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম হবে।যুক্তরাষ্ট্র মনে করে, রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই এবং তা গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র মনে করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে ও অবাধে তাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ইচ্ছে আছে ২০১৫ সালে বিশ্বকাপে খেলার। তবে টি-টোয়েন্টি নিয়ে নিজের অবস্থানটা পরিষ্কার করেননি জ্যাক ক্যালিস। হতে পারে এই দ্বিধাদ্বন্দ্বের কারণে কিংবা ক্যালিসের বয়সটাকে বিবেচনায় রেখে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার প্রাথমিক দলে রাখা হয়নি তাঁকে। এএফপি।শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বছর খানেক আগে। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ক্যালিসের তিন ম্যাচে ২৪ রান, বল হাতে পাঁচ ম্যাচে ৭ উইকেট। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দলে না রাখার কোনো কারণ ব্যাখ্যা করেছেন সিএসএর একজন মুখপাত্র, ‘ক্যালিস অনেক দিন ধরেই টি-টোয়েন্টি খেলছে না। আর সে তো স্পষ্ট করেই বলেছে, শুধু ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে চায়।’তবে ৩০ জনের এই প্রাথমিক দলের বাইরে থেকেও নির্বাচকেরা যে কাউকে মূল দলে ডাকতে পারেন বলে নিশ্চিত করেছেন তিনি। |
গোপালগঞ্জের মুকসুদপুরের চান্দাবিল থেকে শামুক কিনে ব্যবসা করার দায়ে লিটন সিকদার (৪২) নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ছয় শামুক সংগ্রহকারীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।গত বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান এ সাজা দেন। খায়রুজ্জামান জানান, জলাশয়ের শামুক শিকার করা অবৈধ। লিটন চান্দাবিলের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা শামুক কিনে ব্যবসা করে আসছিলেন। কাশালিয়া ইউনিয়নের খালকুলা গ্রাম থেকে শামুক কেনার সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। স্থানীয় শামুক সংগ্রহকারী ও লোকজনের স্বীকারোক্তি অনুযায়ী লিটন সিকদারকে ১০ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিনি একই উপজেলার বামনগাতী গ্রামের টুটুল সিকদারের ছেলে। এ সময় শামুক সংগ্রহকারী দুলাল (৩৮), সাইফ সিকদার (৪৫), রুহুল আমিন (৪০), আমিনুল সিকদার (৩০), অশোক রায় (৩৬) ও পবিত্র বিশ্বাসকে (৪৫) ২০০ টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তাঁদের সবার বাড়ি খালকুলা গ্রামে। বর্ষাকালে গোপালগঞ্জের চান্দাবিলসহ বিভিন্ন জলাশয় থেকে শামুক ধরে কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করে আসছে। এসব শামুক বিভিন্ন চিংড়িঘেরে খাবার হিসেবে ব্যবহূত হয়।প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ৩৭ মিনিটের ফোনালাপের পুরোটা সৌহার্দ্যপূর্ণ ছিল না। রাজনীতি ও সংলাপ বিষয়ে আলোচনার পাশাপাশি অতীত নিয়ে তিক্ত কথাও হয়েছে।প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার ফোনালাপের সময় তাঁদের কাছাকাছি ছিলেন এবং পরে যাঁদের সঙ্গে ফোনালাপ নিয়ে তাঁরা কথা বলেন—এমন কয়েকজন নেতার সঙ্গে কথা বলে কথোপকথনের আরও কিছু অংশ জানা গেছে। নিচে তা তুলে ধরা হলো।শেখ হাসিনা: কেমন আছেন? আমি আপনাকে দুপুরে ফোন দিয়েছিলাম। না, আমি নিজ হাতে লাল টেলিফোন থেকে ফোন করেছি। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত আপনি যেকোনো কারণে ফোন ধরতে পারেননি। আমি কাজ সেরে আগে আগে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনাকে তো ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফোন দিয়েছি।খালেদা জিয়া: লাল টেলিফোনে আপনি ফোন করেছিলেন। কিন্তু ফোনটির সংযোগ অনেক দিন থেকেই বিচ্ছিন্ন হয়ে আছে।শেখ হাসিনা: আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত। ফোনটা ডেড (বিকল) ছিল বা ডেড করে রাখা হয়েছে কি না, বলতে পারছি না। আগামীকাল এটা আমি দেখব।খালেদা জিয়া: টিঅ্যান্ডটির এক কর্মকর্তা বলেছেন, ফোনের লাইন নাকি ঠিক আছে। এটা মিথ্যা কথা। ফোনটি ডেড। আপনি তাঁর (টিঅ্যান্ডটি কর্মকর্তা) বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।শেখ হাসিনা: আপনি তো ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। আপনি আমাদের ৩২ নম্বরের বাসায় বহুবার এসেছেন। রাসেলকে দেখেছেন। নিষ্পাপ ওই শিশুকে হত্যার দিনে কীভাবে আপনি জন্মদিন পালন করেন, কেক কাটেন! এটা তো আপনার আসল জন্মদিন নয়। আর আমাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে। আপনার ক্যাবিনেটের লোকজন তো জড়িত ছিল।খালেদা জিয়া: ১৫ আগস্ট কি কারও জন্মদিন হতে পারে না। সেদিন জন্মদিন হলে তারা কি জন্মদিন পালন করতে পারবে না। আমার দুই ছেলে তো দেশের বাইরে।শেখ হাসিনা: আগামী নির্বাচন সম্পর্কে গণভবনে এসে কথা বলার জন্য আমি ২৮ তারিখ সন্ধ্যায় আপনাকে দাওয়াত করছি। আপনি জানেন, আমি ইতিমধ্যে অন্যদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছি। আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার সঙ্গে রাতের খাবার খাবেন।খালেদা জিয়া: আপনি নির্দলীয় সরকারের বিষয়টি নিয়ে আলোচনা করুন। আপনার সর্বদলীয় সরকারের প্রস্তাব পেয়েছি। কিন্তু এতে তো সুষ্ঠু নির্বাচন হবে না। সবার সুযোগ নিশ্চিত হবে না।সোমবার (২৮ অক্টোবর) কীভাবে যাব। ওই দিন তো হরতাল। অন্যদিন আসব। আপনি নির্দলীয় সরকারের দাবি নীতিগতভাবে মেনে নিন। তাহলে আন্দোলন প্রত্যাহার করব।শেখ হাসিনা: আমি তো আপনার কথা রেখেছি। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই ফোন দিলাম। এখন আসতে সমস্যা কী। হরতাল প্রত্যাহার করে আসেন। আপনি যতজন নিয়ে খুশি আসতে পারেন। হরতালটা প্রত্যাহার করেন। দেশ, জাতি ও জনগণের স্বার্থে হরতালটা আজই প্রত্যাহার করে গণভবনে আসেন।খালেদা জিয়া: আমার পক্ষে তো এককভাবে হরতাল প্রত্যাহার করা সম্ভব নয়। এটা তো ১৮ দলের হরতাল। জোটের অন্য দলের নেতাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। ২৯ তারিখের পর যেকোনো দিন আসা যায়।শেখ হাসিনা: আপনি অনির্বাচিত লোকদের কথা কেন বলেন? বাইরের লোক কেন? আপনার দলের নির্বাচিতদের ওপর কি আপনার আস্থা নেই? তাঁদের কি আপনি বিশ্বাস করেন না? নির্বাচিতদের ওপর আস্থা রাখেন। আমরা যাঁরা নির্বাচিত, তাঁরাই দেশ চালাই। আপনার দলের নির্বাচিতদের মধ্য থেকে নির্বাচনকালীন সরকারের প্রতিনিধির নাম দেন।খালেদা জিয়া: আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার পছন্দ না করেন, তাহলে ’৯৬-এর নির্বাচনের আগে কেন জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে আন্দোলন করেছিলেন। তৃতীয় পক্ষের কথা বলছেন। সেটা যদি না-ই চাইতেন, তাহলে ২০০৭ সালে কেন ওই সরকারের শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। আপনাদের আন্দোলনের ফসল বলেছিলেন। নির্বাচনেই বা গেলেন কেন।দুই নেত্রীর ফোনালাপের বিষয়ে গতকাল বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, অতীতের কিছু বিষয় নিয়ে দুই নেত্রীর মধ্যে আলোচনা হয়েছে। তবে সেই বিষয়গুলো আলোচনার স্বার্থে সামনে আনার প্রয়োজন নেই।প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, বিরোধীদলীয় নেতার সঙ্গে ফোনালাপের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা বিরক্ত ছিলেন। ফোনালাপ শেষে তিনি দলের নির্বাচন পরিচালনা পরিষদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, আজ তিনি এমন একজনের সঙ্গে কথা বলেছেন, যিনি ছোট্ট শেখ রাসেলের হত্যার দিন নিজের ভুয়া জন্মদিন পালন করেন। যাঁর সরকারের আমলে ২১ আগস্ট তাঁর ওপর গ্রেনেড হামলা হয়।অবশেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কমিশন সচিবালয়ের তত্ত্বাবধানে এই ছবি টাঙানো হয়।গত সোমবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেন। তাঁর দপ্তরে বিটিভির ক্যামেরায় ধারণ করে তা প্রচার করা হয়। এতে দেখা যায়, সিইসির কক্ষে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই।এ নিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। এরপর গতকাল সকালে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের তত্ত্বাবধানে সিইসির কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। বিকেলে সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।সিইসির কক্ষে জাতির পিতার ছবি সংরক্ষণের ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।২০১১ সালের জুনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়।দুই মৌসুম পর হ্যাটট্রিক। সপ্তম পেশাদার লিগ শুরুর দিনেই কাল তাঁর হ্যাটট্রিকে গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল ৪-০ গোলে হারাল নবাগত উত্তর বারিধারাকে। স্ট্রাইকার মিঠুন চৌধুরীর বুক থেকে যেন পাথর নেমে গেল কত দিন পর হ্যাটট্রিক করলেন, মনে করতে পারেন?মিঠুন চৌধুরী: (খানিক ভেবে) দুই মৌসুম পর আজ হ্যাটট্রিক করলাম। পেশাদার লিগের তৃতীয় আসরে (আসলে দ্বিতীয়) চট্টগ্রাম আবাহনীর হয়ে এবং পরের লিগে মুক্তিযোদ্ধার জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিলাম। তারপর আজ। তার মানে, প্রায় ৫০ ম্যাচ পর আপনার এই হ্যাটট্রিক। এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো কেন?মিঠুন: আমি সব সময়ই চেষ্টা করেছি। হয়নি, কী আর করব। তবে বিদেশি খেলোয়াড়দের দাপটের কাছে অনেক সময় আমাদের লোকাল স্ট্রাইকারদের অসহায় থাকতে হয়, এটাও সত্য। কিন্তু তার পরও কথা থাকে। আপনি গত লিগে করেছেন মাত্র তিন গোল, তার আগের লিগে ছয় গোল। এত খারাপ যাবে নিশ্চয়ই ভাবেননি?মিঠুন: অনেক সময়ই বদলি হিসেবে খেলতে হয়েছে। ভাগ্যও পাশে ছিল না। আমাদের ফুটবলে বিদেশিরাই মূল স্ট্রাইকারের ভূমিকায় থাকে। ক্লাবগুলো ওদেরই বেশি সুযোগ দেয়। এসবও একটা কারণ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশিদের জয়জয়কার। এটা সবাই জানেন। তো আপনার এই হ্যাটট্রিক স্থানীয় খেলোয়াড়দের জন্য কতটা অনুপ্রেরণা হতে পারে?মিঠুন: অবশ্যই অনুপ্রেরণা হতে পারে। আমরাও যে পারি, সেটা প্রমাণ করলাম। চতুর্থ পেশাদার লিগে মুক্তিযোদ্ধার হয়ে আমার ১৭ গোল ছিল, সেই লিগে আমাদের দলের জেমস মগা ১৯ গোল করে। এ থেকেই বোঝা যায়, আমরাও গোল করতে পারি। গত মৌসুমের প্রায় পুরোটা তো মাঝমাঠে খেলেছি। মাঝমাঠে খেলেও আমার গোল আছে। আপনার কোচের যে ফর্মেশন, তাতে তিন স্ট্রাইকারের নিচে খেলছেন আপনি...মিঠুন: আসলে গোল করার জন্য পজিশনে থাকাই বেশি গুরত্বপূর্ণ। আমি পজিশনে থেকেছি, কোচ যেভাবে বলছেন, সেভাবে খেলছি। আমাদের টিমওয়ার্ক যদি ভালো হয়, তাহলে সামনে আরও গোল পাবই। গোল করার সুযোগ কাজে লাগানোই আসলে বড় ব্যাপার। এই লিগে কত গোল করতে চান?মিঠুন: আমার লক্ষ্য থাকবে সর্বোচ্চ গোলদাতা হওয়া। জানি না কত দূর যেতে পারব। আগে আমার পজিশন জ্ঞানটা তত ভালো ছিল না। কোচ মারুফ ভাই একটা কথাই বলেছেন, আমি গোল করব এমন পণ করলে গোল না-ও আসতে পারে। ওটা নিজের ওপর চাপ তৈরি করে। তিনি আমাকে নিয়ে আলাদা করে কাজ করেছেন, যেটার ফল পেলাম। জাতীয় দলে ভালো স্ট্রাইকার না থাকায় একটা হাহাকার আছে। ঘরোয়া ফুটবলে স্ট্রাইকিংয়ে বিদেশিরা খেলায় স্ট্রাইকার উঠে আসছে না। এটাকে কীভাবে দেখছেন?মিঠুন: আমাদের আসলে বিদেশি স্ট্রাইকারের ওপর নির্ভরতা কমানো উচিত। স্থানীয় খেলোয়াড়েরা আরও বেশি সুযোগ পেলে ভালো করবে। জাতীয় দলের কোচ ডি ক্রুইফ তো হল্যান্ডে বড়দিন পালন করতে গেছেন। তিনি আজ ম্যাচটা দেখলে আমাকে স্ট্রাইকিংয়ে হয়তো সুযোগ দেওয়ার চিন্তাভাবনা করতেন। হ্যাটট্রিকবিহীন মাঝের এই দীর্ঘ সময়টা আপনার কেমন কেটেছে?মিঠুন: খুব খারাপ। সব সময়ই মনে হতো, হ্যাটট্রিকের খরা যদি দূর করতে পারতাম! অনেক রাতে ঘুমাতে পারিনি। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিনের দেখা পেয়ে ভীষণ ভালো লাগছে। এই হ্যাটট্রিকের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল আমার। |
রংপুরে অধিকাংশ ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন নেই। সিটি করপোরেশনের কাছে নিবন্ধিত তিন হাজার ৩৫০টি অটোরিকশার তথ্য থাকলেও এলাকায় চলাচলকারী মোট অটোরিকশার সংখ্যা প্রায় নয় হাজার।সিটি করপোরেশন সূত্র জানায়, ২০০৯ সালে নগরে ব্যাটারিচালিত আটোরিকশা চলাচল শুরু হয়। এর পর থেকেই এর চাহিদা বাড়তে থাকে। ওই সময় তিন হাজার ৩৫০টি ব্যাটারিচালিত অটোরিকশা চালু হওয়ার পর নতুন করে আর কোনো নিবন্ধন দেওয়া হয়নি। তখন অটোরিকশাপ্রতি তিন হাজার টাকা করে নিবন্ধন ফি নেওয়া হয়। পাশাপাশি প্রতিবছর নবায়ন ফি বাবদ দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়।সিটি করপোরেশন সূত্র জানায়, নতুন করে অটোরিকশার নিবন্ধন দেওয়া না হলেও নগরে এখন আনুমানিক নয় হাজার অটোরিকশা চলাচল করছে।স্থানীয় লোকজন জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশার আধিক্যের কারণে যানজট লেগেই থাকে। এর ফলে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সচেতন নাগরিক কমিটির সদস্য চিকিৎসক মফিজুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন অটোরিকশার সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া চালকদেরও অদক্ষতা রয়েছে। এতে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।রংপুর অটোরিকশা চালক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, সমিতির পক্ষ থেকে মাঝেমধ্যেই অটোরিকশা আটক অভিযান চালানো হয়।সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আমি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে নাগরিকদের ভোগান্তির বিষয়গুলো নিয়ে আপাতত সরেজমিনে দেখতে পারছি না।’সংলাপ আর নির্বাচনের প্রস্তুতি, দুটি কাজই একসঙ্গে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তবে এর মধ্যে বিরোধী দলের আন্দোলন মোকাবিলা ও নির্বাচনের প্রস্তুতির দিকে আওয়ামী লীগ বেশি মনোযোগ দিয়েছে বলে জানা গেছে।ইতিমধ্যে দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গতকাল রোববার রাতে গণভবনে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে আগামী ১০ নভেম্বর থেকে সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের তৃণমূল পর্যায়ে নির্বাচনের আবহ তৈরির জন্য তফসিল ঘোষণার আগেই প্রার্থী বাছাইসহ নির্বাচনী কাজ সম্পন্ন করা হবে। ইশতেহার তৈরি, কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, দলীয় এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও তফসিল ঘোষণার আগেই সেরে ফেলবে আওয়ামী লীগ।সরকার ও দলের নীতিনির্ধারকেরা মনে করেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে ফোন দিয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে বল খালেদা জিয়ার কোর্টে ছেড়ে দিয়েছেন। এ ক্ষেত্রে বিরোধী দল কতটা সাড়া দেবে, তার ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। তার আগে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে যোগাযোগ করা হবে না। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপ করে দলের এই অবস্থান জানা গেছে। জ্যেষ্ঠ নেতারা বলেন, বিরোধী দল নির্বাচনে এলে একধরনের চিন্তা আর না এলে আরেক ধরনের চিন্তা।শনিবার রাতে বিরোধীদলীয় নেতার সঙ্গে ফোনালাপ শেষ করেই দলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে দলের নির্বাচন পরিচালনার জন্য শিগগিরই মূল (কোর) কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠনের নির্দেশনা দেন।ওই বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা প্রথম আলোকে বলেন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ার নির্দেশনা দেন। তিনি এও বলেছেন, দেশে সংবিধান স্বীকৃত সময়ে নির্বাচন হবেই। দেশে হরতাল-অবরোধ যা-ই হোক না কেন, নির্বাচন হবেই। কে নির্বাচনে আসবে বা আর কে আসবে না, তা নির্বাচন অনুষ্ঠানের জন্য বাধা হয়ে দাঁড়াবে না।আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, বিরোধী দলের নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ খুব ‘সৌহার্দ্যপূর্ণ’ ছিল, তা বলা যাবে না। কারণ নির্দলীয় ব্যক্তিই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন এমন প্রস্তাবে অনড় ছিলেন বিরোধীদলীয় নেতা। অন্যদিকে নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই হবেন, এমনটি সরাসরি না বললেও নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত বা বাইরের লোক যে তিনি চাচ্ছেন না, সেটা স্পষ্ট করেই বলেছেন। তিনি সাংবিধানিক কাঠামোর মধ্যেই থাকার পক্ষে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীও গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিরোধী দলের সঙ্গে সংলাপের ভিত্তি হচ্ছে সংবিধান। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন, আওয়ামী লীগ এখনো সেই অবস্থানে আছে।আপাতত সমঝোতা হচ্ছে না ধরে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে। যদিও গতকাল মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা আমন্ত্রণ তুলে নিইনি। আমরা আশা ছাড়ছি না। ইতিবাচক রাজনৈতিক ধারা বজায় রাখার ক্ষেত্রে অধৈর্য হতে চাই না। তবে দেশে নির্বাচন হবেই।’আওয়ামী লীগের কেন্দ্রীয় আরেকজন নেতা জানান, প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলেও সেটার রূপরেখা নিয়ে দলে বা জোটে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেননি। এই বিষয়ে চূড়ান্ত কোনো ভাবনাও ঠিক করা হয়নি বলে ওই নেতার দাবি। নির্বাচনের সময় সংসদ বহল থাকবে, নাকি ভেঙে দেওয়া হবে, সেটাও চূড়ান্ত হয়নি।দলের আরেকজন নেতা জানান, ৭ নভেম্বর পর্যন্ত সংসদের চলতি অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিরোধী দলের সঙ্গে সংলাপ-সমঝোতার পরিস্থিতি তৈরি হলে অধিবেশনের মেয়াদ বাড়তেও পারে। তবে এখন পর্যন্ত ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা ও জানুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের যে প্রাথমিক সিদ্ধান্ত, সেটা বহাল আছে।জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদ ঘোষণা দিয়েছেন, তিনি আর এরশাদের জাতীয় পার্টিতে নেই। আর, এরশাদ বলেছেন, তিনি জাতীয় পার্টির (জাপা) জনক। দলে কাজী জাফরের থাকা না-থাকায় কিছু যায়-আসে না।জাপার এই দুই নেতা গতকাল মঙ্গলবার পৃথকভাবে সাংবাদিকদের এসব কথা বলেন। এরশাদ এ-ও বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। এ অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ দুই সপ্তাহ পেছানোর দাবি জানান।অন্যদিকে, গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলটির সভাপতিমণ্ডলীর একজন সদস্য মুজিবুর রহমান যুক্তিবাদী জাপা থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি এরশাদকে ‘জাতীয় বেইমান পার্টির চেয়ারম্যান’ বলে মন্তব্য করেন।গতকাল বিকেলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কাজী জাফর আহমদ সাংবাদিকদের বলেন, ‘এরশাদ সাহেব বলেছিলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না। নির্বাচনে গেলে মানুষ তাঁকে থুতু দেবে, বেইমান, দালাল বলবে। এ কথাগুলো এভাবে বলে তিনি রাতারাতি থুতুটা চেটে নিজে খাবেন, এটা আমার কল্পনাশক্তিকে হার মানিয়েছে। একজন রাজনীতিকের জীবনে এর চেয়ে মৃত্যু অনেক ভালো।’ তিনি বলেন, তিনিসহ দলের অনেকে এরশাদের এ ডিগবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা আর এরশাদকে নেতা মানেন না। তিনি ও তাঁর সহকর্মীদের এ অবস্থান শিগগিরই দেখা যাবে। তাঁরা আর এরশাদের জাতীয় পার্টিতে নেই। সত্যিকারের জাতীয় পার্টিতে আছেন।এ জন্য জাপার চেয়ারম্যান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে কী করবেন—এ প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, তাঁর বিরুদ্ধে এরশাদ যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থার চিন্তা করেন, তাহলে তিনি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেবেন। এই বাক্সে এমন সব আছে, যা এরশাদের জন্য সুখকর হবে না।কাজী জাফর মনে করেন, এখন সারা দেশে রক্তপাত, সম্পদহানি হচ্ছে, এর জন্য অনেকাংশে দায়ী এরশাদের অনাকাঙ্ক্ষিত ভূমিকা। এরশাদ অবস্থান পরিবর্তন না করলে শেখ হাসিনা একতরফা নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হতেন। তিনি দাবি করেন, গৃহপালিত বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য এরশাদ অবস্থান পরিবর্তন করেছেন। এর পেছনে টাকা-পয়সাও একটা বিরাট ভূমিকা পালন করেছে।গতকাল দুপুরে জাপার বনানীর কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন এইচ এম এরশাদ। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরের এই অবস্থানের কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না। জবাবে এরশাদ বলেন, ‘কাজী জাফর ইজ নট এ মেটার ইন জাতীয় পার্টি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজী জাফর দলে থাকেন, আর না থাকেন, তাতে কিছু যায়-আসে না আমার। আই অ্যাম চেয়ারম্যান অব জাতীয় পার্টি, আই অ্যাম ফাদার অব জাতীয় পার্টি।’‘স্টেইন’ গানের গুলি কি ফুরিয়ে গেল? প্রশ্নটা উঠে গিয়েছিল। জোহানেসবার্গ টেস্টে একটি মাত্র উইকেট, সতীর্থ ফিল্যান্ডারের কাছে র্যাঙ্কিং শ্রেষ্ঠত্ব সমর্পণ। সংক্ষিপ্ত হয়ে যাওয়া ডারবানের প্রথম দিনটাও কাটল মাথা কুটে। দুই টেস্ট মিলিয়ে টানা ৬১ ওভারে উইকেটশূন্য। কাল দ্বিতীয় দিনে যোগ হলো আরও আটটি নিষ্ফলা ওভার।ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ উইকেট-খরা কাটানোর পর স্টেইনের মনের মধ্যে একটা ঝড় তো বইছিলই। তার পরই যে দুরন্ত গতিতে ছিঁড়ে-খুঁড়ে ফেললেন ভারতীয় ব্যাটসম্যানদের। দুই ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফেরালেন দলকে। পরে আবারও দুই ওভারের মধ্যে তুলেছেন আরও ৩ উইকেট। ৬/১০০—গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গে ৫ উইকেটের পর আবারও ৫ উইকেট পেলেন এই ফাস্ট বোলার। পাঁচ ম্যাচের বিরতি দিয়ে এল টেস্টে স্টেইনের ২২তম ৫ উইকেট। বড় রানের দিকে ছোটা ভারত অলআউট ৩৩৪ রানে। দিন শেষে ২০ ওভারে বিনা উইকেটে দক্ষিণ আফ্রিকা করেছে ৮২ রান।আলোকস্বল্পতায় প্রথম দিনটা শেষ হয়েছিল ২৯ ওভার আগে। ক্ষতিটা পুষিয়ে নিতে কাল আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল খেলা। খেলা আগে তো শুরু হয়ইনি, উল্টো বৃষ্টিতে পিছিয়েছে ঘণ্টা তিনেক। খেলা শুরুর প্রতীক্ষা ফুরিয়েছে, তবে দেশের বাইরে প্রথম সেঞ্চুরির জন্য মুরালি বিজয়ের অপেক্ষা আর ফুরোয়নি। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকেই দিন শুরু করা বিজয় থেমেছেন তিন অঙ্ক থেকে ৩ রানের দূরত্বে। নড়বড়ে নব্বইয়ে৪৭ বল কাটানোর পরই স্টেইনের হাতে মুক্তি মিলেছে এই ওপেনারের। স্টেইনের শর্ট বলটা বিজয়ের গ্লাভস ছুঁয়ে আশ্রয় নেয় উইকেটকিপার এবি ডি ভিলিয়ার্সের হাতে। এর আগের ওভারে পূজারাকেও ডি ভিলিয়ার্সের ক্যাচ বানিয়ে ভেঙেছেন ১৫৭ রানের জুটি। উইকেটে এসে প্রথম বলটাকে দেখেশুনে ছেড়েই দিয়ে বোল্ড রোহিত। ১ উইকেটে ১৯৮ থেকে মুহূর্তেই ভারতের স্কোর ৪ উইকেটে ১৯৯।পরের ওভারের প্রথম বলে চার মেরে স্টেইনের হ্যাটট্রিক ঠেকান বিরাট কোহলি। এরপর অজিঙ্কা রাহানেকে নিয়ে কোহলির ৬৬ রানের জুটি। জোহানেসবার্গে খোঁচা মেরে জোড়া সেঞ্চুরি হারানো কোহলি কালও করেছেন একই কাজ। মরকেলের বলটাকে ফ্লিক করতে গিয়ে ডি ভিলিয়াসের্র অসাধারণ এক ক্যাচ হয়ে ফিরেছেন ৪৬ রানে।সঙ্গী রাহানে অবশ্য পেয়েছেন ফিফটি। এক প্রান্ত ধরে রেখে ৫১ রানে অপরাজিত থেকেছেন ষষ্ঠ উইকেটে ধোনির সঙ্গে ৫৫ রানের জুটি গড়া এই তরুণ। এর পরই স্টেইনের আরেকটি দুর্দান্ত স্পেল, ভারত অলআউট ৩৩৪ রানেই। তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ক্রিকেট। |
পটুয়াখালীতে ছাত্রলীগের নেতা মো. জুয়েল ইসলামের বাঁ হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।গুরুতর আহত জুয়েলকে গতকাল বৃহস্পতিবার ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।দলীয় সূত্র জানায়, জুয়েল ছাত্রলীগ পটুয়াখালী শহর শাখার যুগ্ম আহ্বায়ক ও শহরের এ কে এম কলেজের শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরার পথে ব্যয়ামাগার চত্বরে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহানুর রহমান অভিযোগ করেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকাকালে শিবিরের কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করার কারণেই শিবিরের ক্যাডারা জুয়েলের ওপর এই হামলা চালিয়েছে।নতুন করে দিনক্ষণ ঠিক হলে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য গণভবনে যাবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে আলোচনার জন্য দিনক্ষণ চূড়ান্ত করতে রাজি আছেন বলেও বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে।বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া চান চলতি সপ্তাহের মধ্যেই সংলাপ হোক। এ জন্য দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা করে সংলাপের দিনক্ষণ নির্ধারণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেত্রীর সংলাপ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে তাঁরা এর আগেও বিভিন্ন সময়ে কথা বলেছেন। তবে দুই নেত্রীর ফোনালাপের পর সৈয়দ আশরাফের সঙ্গে আর কোনো কথা হয়নি বলে গতকাল বিকেলে মির্জা ফখরুল প্রথম আলোকে জানিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে নৈশভোজে যোগ দেওয়ার বিষয়ে খালেদা জিয়া তাঁর ইতিবাচক অবস্থানের কথা জানান। বৈঠকে বলা হয়, গণভবনে এক দিনের আলোচনায় সংকটের সমাধান হবে না। এটা কেবল আলোচনার সূত্রপাত হতে পারে। এ জন্য দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। খালেদার সঙ্গে ওই বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক উপস্থিত ছিলেন।খন্দকার মোশাররফ হোসেন গতকাল এ প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিককে বলেন, বিএনপি সংকট সমাধানের জন্য বারবার সংলাপের কথা বলে আসছে। খালেদা জিয়া সংলাপে অবশ্যই সাড়া দেবেন। কেবল যৌক্তিক কারণে ২৮ অক্টোবর গণভবনে যেতে পারছেন না।বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের ব্যাপারে শনিবার টেলিফোনেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন বিরোধীদলীয় নেতা। নির্দলীয় সরকার গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী টেলিফোনে নীতিগত সিদ্ধান্তের বিষয়টি জানালে হরতাল প্রত্যাহার করা হবে বলেও বিএনপি জানিয়েছে। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর যে বসতে চেয়েছিলেন, খালেদা জিয়া সে আমন্ত্রণ রক্ষা না করায় এ নিয়ে বিএনপির মধ্যেও সমালোচনা হয়েছে। দলের কোনো কোনো নেতা নিজেদের মধ্যে আলোচনায় এ আচরণকে ‘অশোভন’ বলেও মন্তব্য করেছেন। অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর ফোনের পরও সংলাপ নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।এ ছাড়া বিএনপির আরও কয়েকজন নেতা প্রথম আলোকে বলেছেন, তাঁরা মনে করছেন, সংলাপে সমস্যার সমাধান হবে না। তবে সংলাপ ব্যর্থ হওয়ার দায় বিএনপি নিতে চায় না। এ জন্য খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ফিরতি ফোন করতেও রাজি আছেন।নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য শেখ হাসিনা গত শনিবার সন্ধ্যায় খালেদা জিয়াকে ফোন করে ২৮ অক্টোবর আলোচনার জন্য গণভবনে আমন্ত্রণ জানান। খালেদা জিয়া সেই আমন্ত্রণ রক্ষা না করলেও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। তিনি বলেছেন, হরতাল কর্মসূচি থাকায় ওই দিন তিনি যেতে পারবেন না। তবে ২৯ অক্টোবরের পর যেকোনো দিন তিনি গণভবনে যেতে রাজি আছেন।ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অবরোধকারীরা একটি স্কুলবাস ভাঙচুর করে পেট্রল ঢেলে দেন। কিন্তু সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এগিয়ে আসায় তাঁরা আগুন ধরাতে পারেননি। এতে দগ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পায় অর্ধশত শিক্ষার্থী।তবে হামলায় জানালার ভাঙা কাচের আঘাতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পর জিরাবোতে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গতকালের সব শ্রেণীর পরীক্ষা স্থগিত করা হয়। ওই পরীক্ষা আগামী শুক্রবার হবে।সাভার মডেল থানার পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বার্ষিক পরীক্ষায় অংশ নিতে গতকাল সেনাবাহিনীর সদস্যদের পাহারায় দুটি বাসে করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের স্কুলে নেওয়া হচ্ছিল। সাভার ব্যাংক টাউন এলাকা থেকে ছেড়ে আসা দুটি বাস বেলা একটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাজ্জাক প্লাজার সামনে পৌঁছামাত্র একটি গলি থেকে অবরোধকারীরা শিক্ষার্থীদের একটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে পেট্রল ঢেলে দেন। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যান। ভাঙা কাচের আঘাতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আলাবি, সাফিন, শায়লাসহ পাঁচজন আহত হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী পেছনের বাসে থাকা সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, বাস দুটি সাভার বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় তারা একটি মিছিল দেখতে পায়। ২০ থেকে ২৫ জনের ওই মিছিল থেকে হঠাৎ করে বাসটিতে ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠির আঘাতে দুই পাশের গ্লাস ভেঙে দেওয়া হয়।একজন শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম বলেন, অবরোধের কারণে তাঁরা বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাঁদের কথায় সাড়া দেয়নি।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা বলেন, বাসে ভাঙচুরের পর অবরোধকারীরা আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে পুলিশ তাড়া করলে তাঁরা পালিয়ে যান।‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।’জামিলা আক্তার সময় পেলেই গুনগুনিয়ে রবীন্দ্রসংগীত গান। রবীন্দ্রসংগীত ভীষণ পছন্দ সমাজকল্যাণে স্নাতকোত্তর করা দাবাড়ুর। খেলছেন গ্রামীণফোন জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী দাবায়। দৃষ্টিপ্রতিবন্ধী আরেক দাবাড়ু আজগর আলী তাঁকে গানটা শিখিয়েছেন। শুধু গান নয়, দাবা খেলাটাও শিখিয়েছেন আজগর আলী। এ দুই দাবাড়ু স্বামী-স্ত্রী।জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী দাবায় পাঁচবারের চ্যাম্পিয়ন আজগরের সঙ্গে জামিলার পরিচয়টা নাটকীয়ভাবে। ইডেন কলেজে লেখাপড়া করার সময় ধানমন্ডিতে ইংরেজি স্পোকেন কোর্সে ভর্তি হন জামিলা। সেখানে ইংরেজি ভাষা শিখতে যেতেন আজগরও। টাঙ্গাইলের মেয়ে জামিলার সঙ্গে সখ্য গড়তে দাবাটা সেতুবন্ধনের কাজ করেছে সিলেটের যুবকের কাছে। ভাষা শেখার অবসরে দুজন একসঙ্গে গল্প করতেন। একদিন আজগর দাবা খেলার প্রস্তাব দিলে সেটা কৌশলে এড়িয়ে যান জামিলা। পরে আজগর জানতে পারেন, জামিলা দাবা খেলতে পারেন না। দাবার বোর্ড জোগাড় করে জামিলাকে খেলাটা শিখিয়ে দেন তিনি। এভাবে আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে পড়েন দুজন। পরিচয় থেকে দ্রুতই পরিণয়। পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয় ২০০৪ সালের ২৮ আগস্ট। দৃষ্টিপ্রতিবন্ধী এই দাবাড়ু দম্পতির পাঁচ বছর বয়সী মেয়ে ফারিয়া জাহান সাফা অবশ্য বাবা-মায়ের মতো দৃষ্টিপ্রতিবন্ধী নয়। নয় দাবাতেও আগ্রহী।দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবায় মেয়েদের বিভাগে গতবারের রানারআপ জামিলাকে নিয়ে খুব আশাবাদী আজগর, ‘ও খুব সম্ভাবনাময় দাবাড়ু। কিন্তু খেলার সুযোগ মেলে না সব সময়। আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকি। ও ঘর সংসার সামলায়। কিন্তু সাধারণ দাবাড়ুদের সঙ্গে খেলার সুযোগ কম পায় জামিলা। নিয়মিত খেললে ও খুব ভালো করবে।’ দাবাই ভালো লাগে ওঁদের কাছে, অন্য কোনো খেলা নয়। আজগর বলেন, ‘আমরা যারা দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু, আমাদের বিনোদনের ক্ষেত্র সীমিত। আনন্দের জন্যই আমরা দাবা খেলি।’ দাবা খেলা নিয়ে মান-অভিমানও করেন এই দম্পতি। অভিমানটা ভাঙানোর দায়িত্ব পড়ে জামিলারই, ‘আমি প্রথমে যখন খেলা শিখি ওর কাছে, তখন ভালো খেলতে পারতাম না। দুই-একটা চাল ভুল হলেই খুব রাগারাগি করত। কথা বন্ধ করত। খেলা শেষে আমিই আগ বাড়িয়ে কথা বলি।’ আজগর আলী দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সেরা দাবাড়ু। কিন্তু এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক দৃষ্টিপ্রতিবন্ধী দাবায় খেলার সুযোগ পাননি। এ নিয়ে জামিলার মনে বেশ আক্ষেপ, ‘আমিও চাই আমার স্বামী বিদেশে খেলতে যাক। কিন্তু আর্থিক সংকটে কোথাও খেলতে যেতে পারে না। আমি নিশ্চিত, বাইরে খেলতে গেলে ও খুবই ভালো ফল করবে।’ স্পেশাল অলিম্পিকসের এশিয়া প্যাসিফিক গেমসে সোনাজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু এই দৃষ্টিপ্রতিবন্ধীদের খোঁজও নেয় না কেউ। এ নিয়ে আক্ষেপ করেন, জাতীয় ক্রীড়া পরিষদ আর ফেডারেশনের দিকে অসহায়ের মতো চেয়ে থাকেন তাঁরা। দৃষ্টিশক্তি নেই, মনের শক্তিতেই তাঁরা জয় করতে চান পৃথিবী। |
পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে গেটলক সার্ভিসের নামে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। সাধারণ বাসের তুলনায় দ্রুত গন্তব্যে পৌঁছানো, সময় নিয়ন্ত্রণ, আসনের চেয়ে বেশি যাত্রী না ওঠানো এবং নির্ধারিত স্থানে যাত্রাবিরতির প্রতিশ্রুতি দিলেও বেশির ভাগ সময়ই ন্যূনতম যাত্রীসেবা মিলছে না গেটলক সার্ভিসে।গেটলক সার্ভিসে নিয়মিত যাতায়াতকারী শাহরিয়ার রহমান অভিযোগ করেন, গেটলক সার্ভিসের নামে বাসমালিকেরা আসলে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছেন। বেশি ভাড়া নেওয়ার জন্য তাঁরা আলাদা সেবার কথা বলছেন, কিন্তু তাঁরাই তা মানছেন না।চাকরিজীবী জাহানারা বেগম বলেন, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে পৌঁছাতে গেটলক বাসের এক ঘণ্টা ১০ মিনিটের কথা বলা হলেও দেড় থেকে পৌনে দুই ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। লোকাল বাসের মতো যেখানে-সেখানে থামিয়ে যাত্রী তোলা হয়।ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর ৯৮ কিলোমিটার সড়কে ২৫টি বাস গেটলক সার্ভিস নামে চলাচল করে। বাসের ছাদের চারপাশে চারটি সাদা পতাকা টাঙানো থাকার কারণে এগুলো অনেকের কাছে সাদা পতাকার গেটলক নামেও পরিচিত।বাসমালিকেরা জানান, প্রতিদিন সকাল সাতটা থেকে ২৫ মিনিট পর পর পঞ্চগড় বাস টার্মিনাল ও দিনজপুর বাস টার্মিনাল থেকে বাসগুলোর যাত্রা শুরু হয়। পঞ্চগড় থেকে বাস ছাড়ার পর বোদা উপজেলার ময়দানদীঘি ও বোদা, ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ও খোঁচাবাড়ীতে যাত্রাবিরতি করে। এরপর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট, বীরগঞ্জ, দশমাইল ও বাঁশেরহাটে অল্প সময়ের জন্য যাত্রাবিরতি দিয়ে সরাসরি চলে যাওয়ার কথা দিনাজপুর বাস টার্মিনালে। এসব বাস পঞ্চগড় থেকে দিনাজপুরে পৌঁছাতে দুই ঘণ্টা ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে।যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পথে চলাচলকারী গেটলক বাসে মালিকদের দেওয়া প্রতিশ্রুতি সকালের দিকে কিছুটা মানলেও দুপুর থেকে মানা হয় না। এসব বাসে নির্ধারিত আসনের চেয়ে দুই থেকে তিন গুণ অতিরিক্ত যাত্রী গাদাগাদি করে ওঠানো হয়। যাত্রাপথের নির্ধারিত স্থানের বাইরেও ইচ্ছেমতো যাত্রী ওঠানো-নামানো হয়।বাসের সুপারভাইজার আবদুর রহমান বলেন, ‘মালিকেরা আমাদের জমা টাকার পরিমাণ বেঁধে দেওয়ায় বেশি যাত্রী ওঠাতে হয়। আর সে লক্ষ্যেই মাঝেমধ্যে যেখানে-সেখানে বাস থামাতে হয়।’ ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রামবাবু বলেন, যেখানে-সেখানে যাত্রাবিরতি দিলে বাসমালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দেওয়া হয়েছে।সাভারের নয়ারহাট থেকে বংশী নদী ধরে স্রোতের বিপরীতে উত্তরের দিকে গেলে ইঞ্জিনচালিত নৌকার ধীরগতিতে স্রোতের বেগ ঠিকই টের পাওয়া যায়। এখানে নদীর পানি ঘোলা হলেও দুর্গন্ধ নেই তাতে কিন্তু নয়ারহাট থেকে মাইল চারেক দূরে, নলাম গ্রামের কাছে গেলেই পাল্টায় নদীর চেহারা। সেখান থেকে ডান দিকে আবছা দেখা যায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) শিল্পকারখানাগুলো। একটি খাল ধরে সেদিকে এগোলে ঝাঁজাল গন্ধ এসে নাকে লাগে। পানি কিছুটা কালচে থেকে একেবারে কালো হয়ে যায়। নৌকাচালক ছাপন মাঝি বলে ওঠেন, ‘এ আর কী দেখতাছেন! শুকনার সময় পানি কালা হয়া যায় নয়ারহাট ছাইড়া আরও ভাটিতে।’নৌকা একবারে ডিইপিজেডের পাশ ঘেঁষে দাঁড়ালে, চারপাশে বিস্তীর্ণ মিশমিশে কালো জলরাশি চোখে পড়ে, সঙ্গে দুর্গন্ধ। খালের পাশেই কন্ডা গ্রাম। গ্রামের পাশের কন্ডার খাল এখন ‘রপ্তানির খাল’ নামে পরিচিত। এখানকার অধিবাসীরা জানান, ডিইপিজেড কারখানার পানি পড়ে এই খালে। খালের মুখে যেসব শিল্পকারখানার পাইপ এসে মিশেছে, সেগুলো শুকনা। গ্রামবাসীর একজন বললেন, ‘দিনে কুনু খারাপ পানি আহে না। সব ঢালে রাইতে।’ডিইপিজেডসহ হেমায়েতপুর, কর্ণপাড়া এলাকার সব শিল্পকারখানার বর্জ্য নিয়ে বংশী এখন বর্জ্যের আধারে পরিণত হয়েছে। ঢাকার নদী ও জলাধারের দখল ও দূষণ রোধ করতে গঠিত নদীদূষণ ও অবৈধ জমি দখলসংক্রান্ত সংসদীয় উপকমিটির ২০১০ সালের এক প্রতিবেদন ঢাকা ইপিজেডকে বংশী নদীর সবচেয়ে বড় দূষণকারী বলে চিহ্নিত করে।নলামের গ্রামে নদীর কাছে মাছ ধরছিলেন ভাদাইল গ্রামের তোরাব আলী। জাত জেলে তোরাব পেশা ছেড়ে এখন দিনমজুরি করেন। কারণ জানালেন, ‘এখন আর মাছ নাই। সকাল থিকা দুপুর পন্ত বইলে এক কেজি মাছ মেলে। আইজ খাওয়ার জন্য ধরতে আইছি।’ শিল্পবর্জ্যে বংশী আক্রান্ত হওয়ার পর থেকেই তোরাবের মতো বংশীপাড়ের হাজার জেলে এভাবে ছেড়েছেন পেশা।বংশীর দূষণে নদীপাড়ের অনেকে এলাকা ছেড়েও চলে গেছে। বংশীর পাড়ঘেঁষা নলাম ব্যাপারীপাড়ার ১৩টি পরিবার চলে গেছে এনায়েতপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায়। গ্রামের ছোট ব্যবসায়ী মোয়জ্জেম হোসেনের দুই হাতে দাগ। চিকিৎসক দেখিয়েছেন, তবু সারে না। বংশীর দূষিত পানি সম্পদও নষ্ট করেছে। গ্রামের কাছে ইটঘোনার পাশে যে পাঁচ বিঘা জমি আছে, তা এখন পানিতে ডুবে আছে। পানি শুকালে বেশির ভাগ জমিতেই থিকথিকে কালো কাদা জমে থাকে, সেখানে রাসায়নিকের গন্ধ। সে জমিতে আর ফসল হয় না।বংশীর বুকে এখনো বেদেদের বহর আছে। কিন্তু একসময় ঝিনুক ব্যবসার সঙ্গে জড়িত বেদেরা পেশা হারিয়েছে। নদীর পাশঘেঁষা সৈয়দপুর বেদে গ্রামের কামাল মিয়া বলছিলেন, ‘পচা পানিতে ঝিনুক হয় না। মিলের পানি আইসা সব শ্যাষ কইর্যা দিছে।’পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বংশীর পানির দ্রবীভূত অক্সিজেনের (ডিও) পরিমাণ ছিল শূন্য মিলিগ্রাম। পরিবেশ আইন বলছে, পানিতে জীবের অস্তিত্ব থাকতে হলে প্রতি লিটার পানিতে ন্যূনতম ৫ মিলিগ্রাম ডিও দরকার। অর্থাৎ দূষণের কারণে এখানে অক্সিজেনও তৈরি হতে পারছে না।জামালপুরের শরীফপুর থেকে সৃষ্টি হওয়া এই বংশীর প্রবাহ দিনের পর দিন কমছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সাভারের নয়ারহাট পয়েন্টে ২০১২ সালের ১ সেপ্টেম্বরে পানির প্রবাহের পরিমাণ ভরা জোয়ারে ছিল ৪.৬১ মিটার। অথচ ২০০৮ সালেও এখানে একই তারিখে প্রবাহ ছিল ৬.৪০ মিটার।তীব্র দূষণের সঙ্গে এই কম প্রবাহ নদীর তলদেশে মেশা নানা বর্জ্য বহন করতে পারছে না। বংশীর পাড়ের কাকরান পালপাড়া গ্রামের কুমারদের এখন তাই মাটির সন্ধানে ডিইপিজেডের আরও উজানে ডগরতলী, শিমুলিয়া এলাকা থেকে মাটি নিয়ে আসতে হয় বলে জানান গ্রামের ষাটোর্ধ্ব দ্বিজেন্দ্র পাল। তিনি জানালেন, শুকনা মৌসুমে কালী বা সরস্বতী পূজার পর মূর্তিও সেই নোংরা পানিতে তাঁরা বিসর্জন দেন না।ডিইপিজেডের শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) নিয়মমতো চালু না করা পর্যন্ত শিল্পকারখানার জন্য দরকারি ইউনিয়ন পরিষদের সনদ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর। এই ইউনিয়নের মধ্যে পড়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ডিইপিজেড। ‘এরপর তো আমার চেয়ারম্যানগিরি যায়গা’ বললেন আবদুল গফুর। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাপ দিয়ে তাঁকে বাধ্য করা হয় সার্টিফিকেট দিতে।সাভার-ধামরাইয়ের মানুষ একাধিকবার দূষণের প্রতিকার পেতে এই দুই এলাকার সাংসদ তৌহিদ জং মুরাদ ও বেনজীর আহমেদের শরণাপন্ন হয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, শিল্পমালিকদের সঙ্গে এই দুজনের বিশেষ সম্পর্কের কারণেই সমস্যার সমাধান হয় না। সরকারদলীয় সাংসদ বেনজীর এই অভিযোগ অস্বীকার করে এই দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পরিবেশ অধিদপ্তরের নজরদারির অভাবকে দায়ী করেন। তিনি বলেন, ডিইপিজেডে ঠিকমতো ইটিপি চালু রাখা হয় না।এই অভিযোগ মানতে রাজি নন ডিইপিজেডের মহাব্যবস্থাপক আশরাফুল কবীর। কেন্দ্রীয় ইটিপি থাকায় বর্জ্য নদীতে ফেলার প্রশ্নই আসে না বলে দাবি করেন তিনি। ডিইপিজেডের পাশে পানির এমন অবস্থা কেন? এর জবাবে তাঁর উত্তর, ‘এখানে অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যও আসে। কেবল আমাদের দোষ হয় কেন?’পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন দল ইপিজেডের গেটে গেলেই ভেতরে খবর পেয়ে যায়, তখন ইটিপি ব্যবহার করে, বলেন অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট ও মনিটরিং) মো. আলমগীর।বংশীর পানিতে দূষণের ফলে সেচের জন্য ভূগর্ভস্থ পানির ওপর চাপও বাড়ছে। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম জানালেন, আট বছর আগেও সেচের কাজে নদী থেকে পানি তোলা পাম্প ছিল (এলএলপি) ৮৫টি। দূষিত পানি ব্যবহার না করতে পারায় গত বছর মাত্র ২৮টি পাম্প সচল ছিল। বললেন, নদীর দূষণ যে হারে বাড়ছে, তাতে খুব বেশি দিন এগুলো ব্যবহার করা যাবে না।ঢাকার আশপাশের প্রায় সব নদীর সঙ্গে বংশীর যোগাযোগ। সাভারের কর্ণতলী নদীর সঙ্গে মিলে বংশী আমিনবাজারে এসে মিশেছে তুরাগে। তুরাগ আবার বুড়িগঙ্গায়। পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ইনামুল হক বলেন, বুড়িগঙ্গার দূষণের ৫০ ভাগের বেশি আসে বংশী থেকে। এর দূষণ নিয়ন্ত্রণ না করা গেলে ঢাকার কোনো নদীর দূষণ কমানো যাবে না।‘বংশী সুরক্ষা আন্দোলন’ নামে ধামরাইয়ে তরুণদের একটি সংগঠনও বলছে, ‘বংশী বাঁচলে ঢাকা বাঁচবে।’ আন্দোলনের সম্পাদক মাহমুদুর রশীদ বললেন, ‘বংশী আমাদের প্রাণ, এর রক্ষায় আমরা বড় আন্দোলনে নামছি।’নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের স্কুলছাত্র আরাফাত রহমান সিয়াম (১০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত রোববার দিবাগত রাতে মো. আসলাম (২০) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছুরি ও লাশ বহনকাজে ব্যবহূত ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আসলাম গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সিয়ামের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।সিয়াম শহরের পশ্চিম মাসদাইর এলাকার মোস্তফা মাদবরের ছোট ছেলে। পড়ত মাসদাইরের আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণীতে। গত শুক্রবার সন্ধ্যার পর তাকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়। পরদিন শনিবার মুন্সিগঞ্জের মুক্তারপুর শান্তিনগর এলাকার কবরস্থানের সামনে তার লাশ পাওয়া যায়। এরপর পুলিশ রোববার দিবাগত রাতে ফতুল্লার মাসদাইর এলাকার পাকাপুল এলাকা থেকে ভ্যানচালক আসলামকে গ্রেপ্তার করে।যদি পান থেকে চুনটি খসে, আর কাজটি যদি হয় অধিভুক্ত কোনো ফেডারেশনের, তাহলে রক্ষা নেই। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার শাস্তি মেনে নিতে হয় নতমস্তকে। নিয়ম না মানার জন্য হরহামেশাই বিভিন্ন দেশের ফেডারেশনকে বহিষ্কার কিংবা জরিমানা করে থাকে ফিফা। কিন্তু এবার ঘটল উল্টোটা। ফিফাকেই পাঁচ লাখ রিয়াল (দুই লাখ ১০ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছেন ব্রাজিলের এক আদালত!গত জুনে ব্রাজিলে কনফেডারেশনস কাপের সময় টিকিট নিয়ে ফিফার বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রেসিফের ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা প্রোকন। টিকিট কেটে আটজন দর্শক ১৬ জুন স্পেন-উরুগুয়ে ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। কিন্তু নির্ধারিত আসনে বসতে না দিয়ে তাঁদের কয়েকজনকে সিঁড়িতে বসতে বাধ্য করা হয়। বাকিরা মাঠ ছেড়ে চলে যান। ভুক্তভোগী ওই আটজন দর্শকের হয়ে বিষয়টি আদালতে তোলে প্রোকন। রায় আসে দর্শকদের অনুকূলে। এ রায়ে ফিফা ও এর সেবা প্রদানকারী সংস্থার প্রত্যেককে পাঁচ লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি দর্শককে দুই হাজার রিয়াল এবং অন্যদের স্বল্প ক্ষতিপূণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।বিশ্বকাপের ‘মহড়া’ টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ চলার সময় ব্রাজিলজুড়ে বিক্ষোভ হয়েছে। জনসেবার মান বাড়ানোর দিকে নজর না দিয়ে সরকার বিশ্বকাপকে সফল করে তুলতে অবকাঠামো নির্মাণে বেশি নজর দিয়েছে এমন অভিযোগ ছিল বিভোক্ষকারীদের। বিশ্বকাপ ঘিরে ব্রাজিল সরকারের ভারী বিনিয়োগের সব লাভই ফিফার—ব্রাজিলের সাবেক ফুটবলারদের কেউ কেউ এমন অভিযোগ তুলে ফিফার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। রেসিফের আদালতের রায় ফিফার বিরুদ্ধে ব্রাজিলিয়ানদের সেই ক্ষোভেরই যেন বহিঃপ্রকাশ! এএফপি। |
দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের ধাক্কায় বাবুল রায় (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছেন।দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গতকাল বাবুল রায় বাইসাইকেলে করে সবজি কিনতে শহরের পাইকারি বাজারে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপড়া এলাকায় ফুলবাড়ীগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।এদিকে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে সিরাজুল ইসলাম এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে বোদা উপজেলা থেকে আটোয়ারী উপজেলার দলুয়া গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। পথে আটোয়ারীর রানীগঞ্জ রবিন বাজারের সামনে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম মারা যান।একই দিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দোলুগছ গ্রামের আল আমিনের ছেলে মো. জিমকে মাগুরমারি চৌরাস্তায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল বের করেন। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে থাকা টহলরত পুলিশ সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে কয়েকটি রাবার বুলেট ছোড়েন।এ সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ সজল ও দৈনিক সকালের খবর-এর প্রতিনিধি খালেদুন রাতুল ছবি তুলতে গেলে তাঁদের পরিচয় জানতে চান এসআই রাকিব।আহমেদ সজল ও খালেদুন রাতুল অভিযোগ করেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও রাকিব তা কেড়ে নেন। তিনি তাঁদের গালাগাল করেন এবং গুলি করে হত্যা ও থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন।এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্য সাংবাদিকেরা প্রধান ফটকের সামনে তাৎক্ষণিকভাবে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও অন্য শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।ঢাকা জেলা পুলিশের ধামরাই ও আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখের নির্দেশে এসআই রাকিবের নেতৃত্বে থাকা টহলরত পুলিশের দলটিকে তাৎক্ষণিকভাবে প্রধান ফটকের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।এ সময় এএসপি রাসেল শেখ সাংবাদিক ও শিক্ষকদের সামনেই রাকিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।পরে সাংবাদিকেরা উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উপাচার্য যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিশ সদস্যদের গুলি বর্ষণ, পুলিশের হয়রানি ও প্রক্টরিয়াল বডির সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অর্ধশতাধিক সাংবাদিক দুপুর সাড়ে ১২টার দিকে মুখে কালো কাপড় বেঁধে অমর একুশের পাদদেশে মানববন্ধন করেন।পুলিশের হয়রানি ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে গুলি বর্ষণের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, সাধারণ শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও সাভার প্রেসক্লাব।এ ব্যাপারে বক্তব্য জানতে এসআই রাকিবের মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোন বন্ধ করে দেন।যোগাযোগ করা হলে এএসপি রাসেল শেখ সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদককে বলেন, সকালে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দিলে ওই দুই সাংবাদিকও দৌড় দেন। পুলিশ তাঁদের ধরলে তাঁরা সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরিচয়পত্র দেখতে চাইলে তাঁরা পুলিশের সঙ্গে তুমুল বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে অন্য সাংবাদিকেরা এসেও তর্কে লিপ্ত হন। তিনি এসআই রাকিবকে অন্যত্র পাঠান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র ১ ডিসেম্বর জমা নেওয়ার পর নির্বাচনসংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর জাকসু নির্বাচনের আয়োজন করা হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ও ২৬ নভেম্বর জাকসু নির্বাচন কমিশনের সভায় দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো কমিশন জাতীয় সংসদ নির্বাচনের পর জাকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ঘোষণা করতে উপাচার্যকে অনুরোধ করবে। এ ছাড়া নির্বাচনে এমফিল ও পিএইচডির শিক্ষার্থীদের প্রার্থিতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ না পাওয়া পর্যন্ত নির্বাচনসংক্রান্ত কার্যক্রম স্থগিত থাকবে। কারণ হিসেবে বলা হয়, গত সোমবার সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় জাকসু নির্বাচন কমিশন মনে করছে, সংসদ নির্বাচনের আগে জাকসু নির্বাচনের আয়োজন করা কিছুটা সমস্যা হতে পারে।এদিকে বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্য ও সাধারণ ছাত্রদের অনেকে নির্বাচনে এমফিল ও পিএইচডির শিক্ষার্থীদের প্রার্থিতার অনুমতি দেওয়ায় আপত্তি করেছেন। তাই বিষয়টির আইনগত ব্যাখ্যা প্রয়োজন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ নেওয়ার জন্য রেজিষ্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও ছাত্রলীগ মনোনয়নপত্র নেয়নি। বেলা দুইটা পর্যন্ত ৪২৫টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।সময় শেষ হওয়ার পর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে কি না, জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শাহনাওয়াজ বলেন, ‘এখন আর বিতরণ করা হবে না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’অবরুদ্ধ দুই সহ-উপাচার্য: গতকাল দুপুরে প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, উপাচার্যের কক্ষে দুই সহ-উপাচার্য দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছেন। গতকালও অসুস্থ ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ। শারীরিকভাবে অসুস্থবোধ করছেন বলে জানান উপাচার্যের দায়িত্বে থাকা সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন। তাঁরা জানান, গত রোববার সকালে উপাচার্য মো. আনোয়ার হোসেনের কাছে আন্দোলনকারী শিক্ষকদের দাবি পাঠালেও তিনি এখনো কিছু জানাননি।শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। তবে কেউ অসুস্থ হয়ে পড়লে যেকোনো সময় চলে যেতে পারেন।তবে কোনো শর্ত মেনে অবরোধ মুক্ত হওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন দুই সহ-উপাচার্য।এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে গতকাল সন্ধ্যা সাতটায় মৌন মিছিল ও সমাবেশ করেছেন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’-এর ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা।বিশ্ব যুব দাবার শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে ফাহাদ রহমান। সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে অনুষ্ঠানরত টুর্নামেন্টে নবম রাউন্ডে ফাহাদ ড্র করেছে ভারতের কুশাগ্রা মোহনের সঙ্গে। এই ড্রয়ে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার। দশম রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ জার্মানির মার্কো দবরিকভ। |
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মিছিল থেকে ১৫-২০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-রংপুর মহাসড়কে এ প্রতিবেদন লেখার সময় রাত ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা মোড়ে পৌঁছলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদের সমর্থকেরা মিছিলে ধাওয়া করে। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।২২ সেপ্টেম্বর ওই সাংসদের বিরুদ্ধে ঘুষ নিয়ে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগের অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষ ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষক-কর্মচারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে সাংসদ-সমর্থিত আওয়ামী লীগের একটি অংশ কলেজে তালা খুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাতে বাধা দেন। এ নিয়ে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম-সমর্থিত ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়।সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নিয়ম মেনে লোক নিয়োগ হলেও আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন।’উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘নিয়োগ বাণিজ্য করার জন্যই সাংসদ প্রভাব খাটিয়ে তাঁর লোকজনকে নিয়ে কলেজ পরিচালনা কমিটি গঠন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। আমি আন্দোলনের জন্য কাউকে লেলিয়ে দিইনি। ভুক্তভোগীরাই আন্দোলন করছেন।’বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৮ শিক্ষকের চাকরির ভুয়া সম্মতিপত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি নিয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। চাকরির সম্মতিপত্রে এসব শিক্ষকের নকল সই ব্যবহার করেছেন উদ্যোক্তারা। এমনকি গোপনে তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়েছে।গত বছরের নভেম্বরে বেসরকারি ওই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। প্রথম আলোর অনুসন্ধানে পোর্ট সিটি ইউনিভার্সিটির এই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম পোর্ট সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান। একই সঙ্গে তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির অন্যতম ট্রাস্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা, কয়েকজন শিক্ষক ও ব্যবসায়ী ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি।চট্টগ্রামের দক্ষিণ খুলশীর নিকুঞ্জ হাউজিং সোসাইটিতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এরই মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। অনুমোদন চেয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রস্তাবনায় ছয়টি বিভাগে ৩৮ জন শিক্ষকের চাকরির সম্মতিপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে সাতজন শিক্ষকের সঠিক মুঠোফোন নম্বর দেওয়া হয়নি। বাকি ৩১ জনের মধ্যে ১৭ জনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়। তাঁদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের নামটি এই প্রতিবেদকের কাছে প্রথম শুনলেন বলে জানান। পোর্ট সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে চাকরির সম্মতিপত্র দেখানো এই ৩৮ শিক্ষকের কারও নামই খুঁজে পাওয়া যায়নি। চাকরির সম্মতিপত্র জমা দেওয়া ৩৮ জনের মধ্যে ২৪ জনই বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। তাঁদের নাম স্টামফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটেও রয়েছে। বাকি ১৪ জন বিভিন্ন সময় ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।সূত্রমতে, স্টামফোর্ড ইউনিভার্সিটির বেশ কয়েকজন ট্রাস্টি পোর্ট সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। যে কারণে সম্মতির তোয়াক্কা না করে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষকদের নাম, জীবনবৃত্তান্ত এবং সই ব্যবহার করা হয়েছে।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৬ এর ৭ উপধারায় প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত শিক্ষক অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে কর্মরত থাকিলে তাহাদের মূল নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদিত ছাড়পত্র জমা দিতে হবে। কিন্তু স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চাকরিরত ২৪ শিক্ষকের কারোরই ছাড়পত্র জমা দেওয়া হয়নি।একই ধারার ৬ উপধারায় বলা হয়েছে, ‘প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় উহার প্রত্যেক বিভাগ, প্রোগ্রাম ও কোর্সের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত পূর্ণকালীন যোগ্য শিক্ষক নিয়োগ করবে।’পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রস্তাবনায় ব্যবসায় শিক্ষা অনুষদে সাত, ইংরেজি বিভাগে সাত, আইন, সাংবাদিকতা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ছয় এবং অর্থনীতি বিভাগে পাঁচজন শিক্ষকের জীবনবৃত্তান্ত ও তাঁদের নিয়োগের সম্মতিপত্র জমা দেয়।জানতে চাইলে পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রস্তাবনায় অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে চাকরির সম্মতিপত্র দেখানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ টি এম জহুরুল হক প্রথম আলোকে তিনি বলেন, ‘ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ তিনি বলেন, এটি গর্হিত কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউজিসির প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, স্টামফোর্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা আহমেদকে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগে অধ্যাপক পদে চাকরির সম্মতিপত্র দেখানো হয়েছে। যোগাযোগ করলে তিনি বিস্ময় প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘পোর্ট সিটি ইউনিভার্সিটির নামও শুনিনি। এটা কি বাংলাদেশে খুলেছে?’ তিনি বলেন, ‘নামটা ব্যবহার করতে হলে অনুমতি নিতে হবে। দিস ইজ নট ফেয়ার।’ বেশ আগে তিনি কিছুদিন স্টামফোর্ড ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করতেন বলে জানান।ব্যবসায় শিক্ষা অনুষদে অধ্যাপক পদে চাকরির সম্মতিপত্র দেখানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত আরা বেগম বলেন, ‘পোর্ট সিটি ইউনিভার্সিটিতে যোগ দিইনি। এখন স্টামফোর্ডে শিক্ষকতা করছি।’ তিনি বলেন, এ বিষয়ে কেউ তাঁকে কিছুই বলেনি।সাংবাদিকতা বিভাগে চাকরির সম্মতিপত্র দেখানো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নান বলেন, ‘তাই নাকি? আমাকে তো বলা হয়নি। যিনি পোর্ট সিটি করেছেন, তিনি তো স্টামফোর্ডেরই একজন মালিক। এইটার সূত্র ধরে উনি এটা করতে পারেন কি না আমি জানি না।’ চাকরির সম্মতিপত্রে তাঁর সইয়ের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টা আমার জানা নেই।’কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পদে চাকরির সম্মতিপত্র দেখানো মাহফুজুল ইসলাম বলেন, ‘আমি বুয়েটে শিক্ষকতা করছি। আর স্টামফোর্ডে খণ্ডকালীন ক্লাস নিই।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রায় সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমতি নেওয়ার সময় এমনটি করে।’ প্রস্তাবনায় সাংবাদিকতা বিভাগে নিয়োগ দেখানো স্টামফোর্ড ইউনিভার্সিটির সাইদা আখতার জাহান ও মো. মোশাররফ হোসেন, আফরোজা সোমাও কোনোরকম সম্মতি দেননি। নাফিদা আদিব নামে আরেক শিক্ষক এখন থাকেন যুক্তরাষ্ট্রে।অর্থনীতি বিভাগে চাকরির সম্মতিপত্র দেখানো ফারজানা হোসেন ও ফারজানা ইসলাম এবং বিজনেস স্টাডিজের রোকসানা রহমান, রোমানা আফরোজ, মাদিহা খান, ফাহিমা মেহজাবিন কেউই সম্মতি দেননি। আর বিজনেস স্টাডিজে নিয়োগ দেওয়া ফারজানা ইসলাম একসময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও এখন যুক্তরাষ্ট্রে থাকেন।এ বিষয়ে যোগাযোগ করলে এ কে এম এনামুল হক শামীম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মজিবুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুর রহমান বলেন, যেসব শিক্ষকের চাকরির সম্মতিপত্র দেওয়া হয়েছে, তাঁদের মৌখিক সম্মতি নেওয়া হয়েছে বলে জানতাম। সম্মতিপত্রে সই থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের ভুল হয়েছে।’মজিবুর রহমান আরও বলেন, এটা নিয়োগপত্র নয়, স্রেফ সম্মতিপত্র। আনুষ্ঠানিকতার জন্য দিতে হয়, তাই দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এবং অন্যত্র কর্মরত থাকা অবস্থায় কেউ এমন সম্মতিপত্র দিতে রাজি হবেন না। তিনি জানান, অধিকাংশ নতুন বিশ্ববিদ্যালয় এভাবে একটি তালিকা জমা দেয়, পরে অনুমোদন নিয়ে শিক্ষক নিয়োগ করে। পোর্ট সিটিও তা করেছে।ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘অনুমোদনের আগে এটি ছিল একটি প্রস্তাবনা। সেখানে প্রস্তাবিত শিক্ষকদের নাম দিলেই চলত। যদি তারা সম্মতিপত্র দেখিয়ে থাকে, তবে তারা বেশি করেছে।’গাজীপুরের কালিয়াকৈরে সাগর সিনেমা হলে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হলের আসন, পর্দা ও যন্ত্রাংশ পুড়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো হলে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে তাঁদের সঙ্গে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।গাজীপুর প্রতিনিধিবীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কুল দ্বিতীয় বিভাগ ফুটবলে কাল দিলকুশা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে লিটল ফ্রেন্ডস ক্লাবকে হারিয়েছে। গোল করেছেন দিপু ও সোহান। বাংলাদেশ পুলিশ ও সিটি ক্লাবের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। |
ঠাকুরগাঁও পৌর যুবদলের এক নেতার ওপর হামলার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা যুবদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার মিছিল ও সভা করেছে।দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হন যুবদলের কর্মীরা। সেখানে একরামুল হকের সভাপতিত্বে সভায় বিএনপির জেলা কমিটির সহসভাপতি গোলাম সারওয়ার চৌধুরী, যুবদলের জেলা শাখার সদস্যসচিব মাহবুব হোসেন, পৌর শাখার আহ্বায়ক আহমেদ উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার আবির ফ্যাশনসহ ছয়টি কারখানায় ভাঙচুর করেন। বাধা দিলে শ্রমিকেরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ সময় কারখানার মালিকপক্ষের লোকদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত আবির ফ্যাশন কর্তৃপক্ষ ঈদুল আজহার আগে ২০ শ্রমিককে চাকরিচ্যুত করা হবে না কেন জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। গতকাল সকালে শ্রমিকেরা ওই নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা কারখানার ভেতরে ভাঙচুর চালান। বাধা দিলে শ্রমিকেরা কারখানার উৎপাদন কর্মকর্তা আক্কাস আলীসহ কয়েকজনকে মারধর করেন। পরে মালিকপক্ষের লোকজন এসে শ্রমিকদের ধাওয়া দেন। দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের নামিয়ে আনার চেষ্টা করেন। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে কমপক্ষে পাঁচটি কারখানা ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকেরা মাল্টিফ্যাবস কারখানার কয়েকটি যানবাহনে ভাঙচুর করেন এবং একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।গাজীপুর প্রতিনিধিমোহাচ্ছন্ন রিয়ালনয়বার ইউরোপ-সেরার ট্রফিই বলে, মহাদেশীয় এই প্রতিযোগিতায় সফলতম দল রিয়াল মাদ্রিদ। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, শেষবার তারা চ্যাম্পিয়নস লিগ জিতেছে এগারো বছর আগে। ওই স্মৃতি নিয়ে আর কত দিন! রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা তাই নাকি এবার মরিয়া ‘লা দেসিমা’র জন্য। এতটাই যে, ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলছেন, ‘হয়তো আমরা সবাই এই ট্রফিটা নিয়ে মোহাচ্ছন্ন হয়ে পড়েছি। এটা দোষের কিছু নয়, কারণ এই শিরোপাটাই আমরা সবচেয়ে বেশি চাই।’ ওয়েবসাইটলক্ষ্য রোনালদিনহোগত মাসে ব্রাজিলের সিরি ‘বি’ জিতে শীর্ষ লিগে উঠেছে পালমেইরাস। সামনে বড় পরীক্ষা, আর তার প্রস্তুতি নিতে আটঘাট বেঁধেই নামছে ব্রাজিলিয়ান ক্লাবটি। চোখ পড়েছে অ্যাটলেটিকো মিনেইরোর ফরোয়ার্ড রোনালদিনহোর ওপর। গুঞ্জন আছে, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর রোনালদিনহোর সঙ্গে চুক্তি নবায়ন করতে গিয়ে বেশ ভাবছে মিনেইরো। এই সুযোগটাই নিতে চায় পালমেইরাস। ক্লাবের নির্বাহী পরিচালক হোসে কার্লোস জানিয়েছেন, জানুয়ারিতেই ক্লাব হাত বাড়াবে ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলারের দিকে। ওয়েবসাইট।বেকারেরও পরীক্ষাপঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনে নামছেন। অথচ তার আগে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলা হবে না নোভাক জোকোভিচের। কী আর করা, আবুধাবিতে চলমান প্রীতি টুর্নামেন্টটাকেই প্রস্তুতির জন্য বেছে নিয়েছেন নোভাক জোকোভিচ। কিংবদন্তি বরিস বেকারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট। তবে বেকারের পরীক্ষাটা হবে আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনেই। দেখা যাক, প্রথম মিশনেই ছাত্রকে সাফল্য এনে দিতে পারেন কি না বেকার। ওয়েবসাইট।অবসর ভাবনাবয়স ৩৫ চলছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হতে বাকি আর ছয় মাস। এরপর কী করবেন রিও ফার্ডিনান্ড? একটি ব্রিটিশ দৈনিকের খবর, ১১ বছরের ক্লাব থেকেই অবসরে যেতে চান ফার্ডিনান্ড। সে ক্ষেত্রে ইউনাইটেড যদি তাঁকে চুক্তি নবায়নের প্রস্তাব না-ও দেয়, তাহলে বর্তমান চুক্তি শেষ হওয়ার পরই অবসর নিয়ে নেবেন ইংলিশ ডিফেন্ডার। ইউনাইটেডের সর্বশেষ আট ম্যাচের পাঁচটিতেই প্রথম একাদশে ছিলেন না ফার্ডিনান্ড। কোচ ময়েসও কি চাইছেন ফার্ডিনান্ডকে ছেড়ে দিতে? ওয়েবসাইট। |
নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাককর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তিন ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে ২০ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।এ ছাড়া গাজীপুর ও টঙ্গী এলাকায় টানা ষষ্ঠ দিনের মতো গতকালও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকার রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান রূপসী ও মাহবুবা গার্মেন্টসের শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। বেলা দেড়টার দিকে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় শ্রমিকেরা সড়কে ২০-২৫টি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাঠেরপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানার ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বেলা একটার দিকে পুলিশ পিছু হটলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে এসে পোস্ট অফিস-হাজীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে জবাব দেন। এভাবে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলে সংঘর্ষ। পুলিশের পরিদর্শক রেজাউলসহ পুলিশের ২০ সদস্য, দৈনিক ইত্তেফাক-এর ফটোসাংবাদিক তাপস সাহা এবং শ্রমিক, পথচারীসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন।শ্রমিকনেতার অভিযোগ: গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় গত দুই দিন শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানের নির্দেশে পুলিশ ও তাদের পালিত ঝুট সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।গাজীপুরে বিজিবি মোতায়েন: কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল একটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এ ছাড়া জিরানী এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা গতকাল সকালে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে, কয়েক দিন ধরে টানা বিক্ষোভ-ভাঙচুরের পর গতকাল ভোর থেকে গাজীপুরে র্যাব-পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, পোশাক কারখানায় অস্থিরতা নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা জেলার শিল্পসমৃদ্ধ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দিচ্ছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হয়েছে।টঙ্গীতে বিক্ষোভ চলছে: মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনের সময় গত মঙ্গলবার শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর টঙ্গী বিসিক শিল্প এলাকার রেডিসন অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামার চেষ্টা করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আহত শ্রমিকদের চিকিৎসাব্যয় ও হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। এরপর কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।কেন্দ্রীয় ব্যাংকের কাছে আর্থিক হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক বিল ২০১৩ গতকাল রোববার সংসদে উত্থাপিত হয়েছে। প্রস্তাবিত আইনে অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর কথা বলা হয়েছে।গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ৩ অক্টোবর মন্ত্রিসভা বিলটি অনুমোদন করে। আইনটি পাস হলে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ বাতিল বা রহিত হবে।বিলে অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানায় সরকারের অংশীদার ২৫ শতাংশ বহাল রাখা হয়েছে। বাকি ৭৫ শতাংশ থাকছে গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডারদের কাছে। সরকার সময় সময় পরিশোধিত শেয়ার মূলধন বাড়াতে পারবে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন। ব্যাংকের পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। ব্যাংকের পরিচালনা বোর্ডে সরকারের নিয়োগ করা তিনজন এবং ঋণ গ্রহীতা অংশীদারদের দ্বারা নির্বাচিত নয় ব্যক্তির পরিচালক হওয়ার বিধান রাখা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এই বোর্ডের পরিচালক হলেও তাঁর ভোটাধিকার থাকবে না।বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংক কেবল সরকারকে আর্থিক প্রতিবেদন দেয়। বিলটি আইনে পরিণত হলে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও আর্থিক প্রতিবেদন দিতে হবে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিলে তাঁকে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিতে হবে।বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে বসবাসরত ব্যাপক জনগোষ্ঠীর কাছে গ্রামীণ ব্যাংকের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, ব্যাংকে সরকার ও সরকার-নিয়ন্ত্রিত সংস্থার মালিকানা বহাল রেখে ঋণগ্রহীতা সদস্যদের শেয়ার মালিকানা অর্জনের সুযোগ বাড়ানোর জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে।এ ছাড়া গতকাল সংসদে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল-২০১৩, ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল ২০১৩ ও এশিয়ান রিইনস্যুরেন্স করপোরেশন বিল ২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। উত্থাপনের পর বিলগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল সংসদে উত্থাপন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। বিলে বলা হয়েছে আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি, কৃষিপ্রধান এলাকা ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না। কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে ইট তৈরির জন্য মাটি কাটলে অথবা অনুমোদন ছাড়া নদ-নদী বা হাওর, চরাঞ্চল এলাকা থেকে মাটি কাটলে দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। কেউ অনুমোদন না নিয়ে ইটভাটা খুললে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। পার্বত্য জেলার পরিবেশ উন্নয়ন কমিটি কর্তৃক নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না।ভৌগোলিক নির্দেশক পণ্য বিল উত্থাপন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে উৎকৃষ্ট মানের চাল, পদ্মার ইলিশ, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, চা, চামড়া, জামদানি ও নকশিকাঁথা ইত্যাদি তৈরি হয়। এই আইনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় উৎপন্ন এসব পণ্যকে চিহ্নিত ও নিবন্ধিত করা যাবে।সব শেষে সংসদের অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।নির্বাচনকালীন সরকার নিয়ে দলের প্রস্তাবের অগ্রগতির বিষয়ে সরকারি দল আওয়ামী লীগের কাছে জানতে চেয়েছে বিএনপি। তিন দিন আগে অপ্রকাশ্য একটি বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অগ্রগতির কথা জানতে চান। বিএনপির এক নেতা মির্জা ফখরুলের চিঠিটি সৈয়দ আশরাফের কাছে নিয়ে যান।সৈয়দ আশরাফ মির্জা ফখরুলের প্রতিনিধিকে জানিয়েছেন, তিনি বিএনপির প্রস্তাব প্রধানমন্ত্রীকে দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করছেন।আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।প্রসঙ্গত, এর আগে গত শনিবার বনানীর একটি বাসায় সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুল বৈঠক করেন। ওই বৈঠকের বিষয়টি সরকারের পক্ষ থেকে স্বীকার করা হলেও মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে তা অস্বীকার করেন।জানা গেছে, ওই বৈঠকে মির্জা ফখরুল নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের দলের পক্ষ থেকে একটি প্রস্তাব সৈয়দ আশরাফের কাছে দেন। সৈয়দ আশরাফ প্রস্তাব নিয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন বলে মির্জা ফখরুলকে জানিয়েছিলেন।শরীর গঠন: গেন্ডারিয়া জহির রায়হান কালচারাল সেন্টারে কাল হওয়া বিজয় দিবস শরীর গঠনের ৫৫ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন খালিদ বিন তৈমুর। ৬০ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন রণজিৎ সরকার, ৬৫ কেজিতে আহসান উল্লাহ, ৭০ কেজিতে জয়, ঊর্ধ্ব ৭০ কেজিতে জিগাতলা আসিফ জিহান। এ ছাড়া উন্মুক্ত ওজন শ্রেণীর আমন্ত্রণমূলক শরীর গঠনের মানোন্নয়ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের সুমন চন্দ্র দাস।জিমন্যাস্টিকস: বিজয় দিবস জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল তারা ১১টি সোনা, ১৪টি রুপা ও ৮টি ব্রোঞ্জ জিতেছে। |
রংপুর নগরের ৪ নম্বর ওয়ার্ডের খটখটিয়া গ্রামে মশার কয়েলের আগুনে নুরুন নাহার (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, গৃহবধূ ও তাঁর স্বামী আশেক আলী (৬০) প্রতিদিনের মতো মাথার পাশে মশার কয়েল রেখে বিছানায় ঘুমিয়ে ছিলেন। ঘুমের মধ্যে কোনো একসময় বালিশে কয়েলের আগুন লাগে। এতে বালিশের তুলায় আগুন ধরে গেলে স্বামী-স্ত্রী দুজনই অগ্নিদগ্ধ হন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পর নুরুন নাহার মারা যান।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল রোববার রাজধানী ঢাকায় প্রায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে বেশ কিছু যান। শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনেসহ নগরের বিভিন্ন স্থানে অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।হরতালের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ককটেল নিক্ষেপ, যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীতে হরতাল-সমর্থকদের সঙ্গে কয়েকটি স্থানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হলেও কোনো বড় সংঘর্ষ হয়নি। পুলিশ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের কাছ থেকে ১৩ জনসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ১১ জনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, শেরেবাংলা স্টেডিয়ামের কাছ থেকে বিস্ফোরকসহ গ্রেপ্তার হওয়া ১৩ জন জামায়াত-শিবিরের কর্মী।গতকাল নগরে যানবাহন চলাচল ছিল খুব কম। তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। প্রধান প্রধান সড়কের পাশের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ।সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন ছিল। বিভিন্ন সড়কে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশ যানবাহনে তল্লাশি করে। থানাগুলোর সামনেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।বিআরটিসির ডিপোতে বাসে অগ্নিসংযোগ: সকাল ছয়টায় হরতাল শুরুর প্রায় পৌনে দুই ঘণ্টা আগে ভোর সোয়া চারটার দিকে গাবতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ডিপোতে বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। দারুসসালাম থানার টহল পরিদর্শক গোলাম মর্তুজা বলেন, ডিপো থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশের টহল দল ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। আগুনে দুটি দোতলা বাস সম্পূর্ণ ভস্মীভূত হয় ও চারটি বাস আংশিক পুড়ে যায়।ডিপোতে একটি দোতলা বাসের চালক দেলোয়ার হোসেন দাবি করেন, রাতে ডিপোতে এক নিরাপত্তাকর্মী পাহারায় থাকেন। গত শনিবার রাতে ডিপোতে মিস্ত্রিরিরাও কাজ করছিলেন। সব মিলে ১০-১১ জন ছিলেন। হঠাৎ তাঁরা ধোঁয়া বের হতে দেখেন।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, তদন্তে জানা গেছে ঘটনার সময় ডিপোতে কোনো কর্মী ছিলেন না। রাত দেড়টা পর্যন্ত একজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন শেষে চলে যান। এ সুযোগে পশ্চিম পাশের দেওয়াল টপকে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা কয়েক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি ধ্বংস করে। অগ্নিসংযোগের ঘটনায় সাত-আটজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটক ডিপোর নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সকালে মিরপুর বেড়িবাঁধে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিসের তথ্যমতে, সন্ধ্যা পর্যন্ত রাজধানী ও এর আশপাশে ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সকাল আটটার দিকে দনিয়ার ফাহাদ টাওয়ারের সামনে বিশ্বরোডে একটি স্টাফ বাসে আগুন দেয় পিকেটাররা। তারা বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। পুলিশ ধাওয়া করলে পরে তারা পালিয়ে যায়।বিভিন্ন স্থানে ককটেল: সকাল সাতটার দিকে শ্যামলী মোড়ে তিন-চারটি ককটেল বিস্ফোরিত হয়। সকাল সাড়ে আটটায় শ্যামলী রিং রোডে হঠাৎ চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে পথ চলতি যানবাহনগুলো থেমে যায় এবং মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পুলিশ সেখানে আসার পর আবার সব স্বাভাবিক হয়।পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় সকাল ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের হরতালের সমর্থনে মিছিলকে পুলিশ ধাওয়া করে। শিবিরের কর্মীরা সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। সকাল আটটার দিকে লক্ষ্মীবাজারে মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পুলিশের ধাওয়ায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। সকাল আটটার দিকে নয়াবাজারে একটি, ১০টার দিকে তাঁতীবাজার মোড়ে একটি, বেলা দুইটার দিকে সদরঘাট এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবিরের একটি মিছিল লক্ষ্মীবাজার থেকে বাহাদুর শাহ পার্কের সামনে যাওয়ার সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। শিবিরের কর্মীরা ১০টি ককটেল ফাটিয়ে পালিয়ে যান। এ সময় শিবিরের চার কর্মী আহত হন এবং দুজনকে আটক করে পুলিশ।দোলাইরপাড়ে সকাল আটটার দিকে সেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ ধাওয়া করলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকারীরা পালিয়ে যায়।সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর মাজার রোডে হরতাল-সমর্থকেরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। পুলিশ গুলি চালালে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়।সকাল নয়টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ছাত্রদলের মিছিল থেকে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। সাড়ে নয়টার দিকে আজিমপুরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সেখানে তিন-চারটি গাড়ি ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা।সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আগুনে কার্যালয়ের একাংশ পুড়ে যায়।সকালে বাড্ডার নতুন বাজারে ছাত্রদলের মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বেলা দুইটার দিকে জুরাইন রেলগেটে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।প্রায় একই সময় পল্টন মোড়ে দুটি এবং ফকিরাপুলে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। চারটার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরিত হয়। রামপুরার উলন রোডে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা পুলিশ পণ্ড করে দেয়।দুপুরে কাকরাইলে বিচারপতিদের আবাসিক এলাকায় মো. সুমন (১৮) তাঁর প্যান্টের পকেটে রাখা ককটেলের বিস্ফোরণে তলপেটে ও হাতে জখম হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।সকালে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে, রাতে উত্তরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজের বাসার সামনে, রাত নয়টার দিকে আদাবরে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মির্জা জলিলের বাসার ফটকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং নগরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে।মোজা দিয়ে বানানো বলে লাফিয়ে হেড করতে যাচ্ছে পাশের ছবির যে ছেলেটি, তাকে আরেকবার ভালো করে দেখুন তো! চেনা যায়? নাকি মনে হচ্ছে, শহরের গলির ভেতর দিনভর বল নিয়ে ছুটোছুটি করে, পাড়া-প্রতিবেশীদের জ্বালিয়ে মারে যে দুষ্ট ছেলের দল, তাদেরই কেউ একজন?এমন কিছু ভেবে থাকলেও ভুল হয়নি আপনার। ফুটবলের রাজা পেলের জীবনের গল্পটা তো এমনই। ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরের বস্তিতে জন্ম। অভাবের সংসারে সাহায্য করতে চায়ের দোকানে ফরমাশ খাটার চাকরি আর রক্তে ফুটবলের নেশা। দুরন্ত এই ছেলেটিই বড় হয়ে পেলে নামে পরিচিত হবে সারা পৃথিবীতে। বাবা-মা যার নাম রেখেছিলেন এডসন অরান্তেস দো নাসিমেন্তো।খুব চেনা এ গল্পটাই সিনেমার পর্দায় নতুন করে বলবেন পরিচালক মাইকেল ও জেফ জিম্বালিস্ট ভ্রাতৃদ্বয়। পাশের ছবিটা পেলে নামে সেই সিনেমারই একটা দৃশ্য। লাফিয়ে ওঠা ছেলেটা সিনেমায় কিশোর পেলে, আসল নাম লিওনার্দো লিমা কারভালহো। জীবনের প্রথম ছবিতেই পেলের চরিত্রে অভিনয়, কপাল বটে! পরিচালকের কাছ থেকে প্রস্তাব পেয়ে নিশ্চয়ই বলে হেড করার মতোই লাফিয়ে উঠেছিল ব্রাজিলিয়ান কিশোর! সিনেমায় ১০ থেকে ১৩ বছর বয়সী পেলের চরিত্রে অভিনয় করবে সে। বস্তির বন্ধুরা তখনো যাকে চিনত ‘ডিকো’ নামে।গত অক্টোবরের শুরুতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুটিং শুরু হয়েছে সিনেমাটার, মুক্তি পাবে সামনের বছর। ব্রাজিলিয়ান কিংবদন্তির জীবনী নিয়ে এই প্রথম কোনো বাণিজ্যিক ছবি হলেও রুপালি পর্দার সঙ্গে পেলের যোগাযোগটা বেশ পুরোনো। ১৯৬৯ সালে ব্রাজিলিয়ান টেলিভিশনের ধারাবাহিক ওস এস্ত্রানহোতে প্রথম দেখা গিয়েছিল কালো মানিককে। হলিউডের ছবি এসকেপ টু ভিক্টোরিতে মাইকেল কেইন, সিলভেস্টার স্ট্যালোনদের মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এক যুদ্ধবন্দীর চরিত্রে অভিনয় করেছেন পেলে। সেগুলো ছিল ফুটবলার পেলের অভিনেতা হয়ে ওঠার চেষ্টা। কিন্তু এবার তিনি নিজেই সিনেমার বিষয়। এত গল্প থাকতে হঠাৎ কেন পেলের জীবনটাকেই বেছে নিলেন? পরিচালক মাইকেল জিম্বালিস্টের জবাব, ‘জিনিয়াসদের বোঝার চেষ্টা করাটা আমার কাছে সব সময়ই রোমাঞ্চকর মনে হয়। পেলে সেই গল্প।’ এএফপি।গতকাল পর্যন্ত ২০১৩ সালে টেস্টে সবচেয়ে বেশি রান তাঁর। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটাও ভাগাভাগি করছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে। কাল পর্যন্ত চারটি করে সেঞ্চুরি দুজনের। ফর্মের তুঙ্গে থাকা ক্লার্ক আরেকটি তালিকাতেও সবার ওপরে আছেন। তালিকাটা বোল্ড আউট হওয়ার। কাল এমসিজিতে অ্যান্ডারসনের বলে বোল্ড। এ নিয়ে এ বছর মোট ১০ বার বোল্ড হলেন ক্লার্ক, টেস্টে এক বছরে সবচেয়ে বেশি বোল্ড হওয়ার রেকর্ড। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টও এই রেকর্ডে সঙ্গী ক্লার্কের (১৯৯৪)। টেস্টে সবচেয়ে বেশি ৫৫ বার বোল্ড হয়েছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। |
কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলা ভবনের ছাদ থেকে পড়ে কাছিরন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর উপজেলার জোড়গাছ খড়খড়িয়া এলাকার হেনা (১৪) নামের এক কিশোরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। দেখাশোনার জন্য তার দাদি হাসপাতালে থেকে যান। বুধবার রাত ১০টার দিকে কাছিরন হাসপাতালের ছাদে ওঠেন। একপর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও নিবন্ধনের সময় পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। নিবন্ধন করা যাবে ৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার অন্য সব তথ্য অপরিবর্তিত রয়েছে।কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করার সময় ছিল। ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল ২ থেকে ৯ নভেম্বর।এদিকে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা জানিয়েছেন, টেলিটক থেকে নিবন্ধন করলেও ফিরতি এসএমএসে কোনো ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক মো. ফজলুল হক পাটোয়ারি জানান, একসঙ্গে বেশি আবেদন জমা পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। যাঁরা একাধিক বিষয়ে পরীক্ষা দিচ্ছেন, প্রতিটির জন্য আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন নেই। আর যাঁরা নিবন্ধন করে এখনো কোনো ইউজার আইডি ও পাসওয়ার্ড পাননি, সে ক্ষেত্রে প্রথম এসএমএসটি আবার পাঠাতে হবে। তাহলেই ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ০১৭৮৭১২৩৬১৪-৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার হলি লাইফ কিন্ডারগার্টেনে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে গেছে বিপুল পরিমাণ বইসহ কয়েকটি শ্রেণীকক্ষ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সময় স্কুলটি বন্ধ ছিল।নারায়ণগঞ্জ প্রতিনিধিনেলসন ম্যান্ডেলার কাছ থেকে আমাদের রাজনীতিবিদেরা কিছুই শিক্ষা নেননি। বরং আজকের বাংলাদেশ ম্যান্ডেলার আদর্শের বিপরীতে চলে গেছে। আমাদের উচিত নীতির প্রশ্নে আপস না করার ব্যাপারে তাঁর আদর্শ গ্রহণ করা।গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রয়াত অবিসংবাদিত নেতাকে নিয়ে এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন।হিউম্যান রাইটস ফোরাম রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে ‘মানবাধিকার, গণতন্ত্র এবং নেতৃত্ব: ম্যান্ডেলা ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এতে সভাপতিত্ব করেন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘আমি সব ক্ষমতার কেন্দ্রবিন্দু—এই ধারণার বাইরে ছিলেন ম্যান্ডেলা। তিনি সারা জীবন শান্তির পক্ষে আন্দোলন করেছিলেন। তবে একবার উনি সশস্ত্র পন্থা বেছে নিয়েছিলেন। অবশ্য তখন তিনি তাঁর রাজনৈতিক সহকর্মীদের বলেছিলেন, কোনো নিরীহ মানুষের যাতে ক্ষতি না হয়।’সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময়ের রাজনীতিবিদেরা ম্যান্ডেলা থেকে কিছুই শিখতে পারলেন না। তবে ম্যান্ডেলার মতো মানুষের কথা আমাদের বলে যেতে হবে, যাতে ভবিষ্যতে তাঁর আদর্শকে ধারণ করতে পারে—এমন কেউ হয়তো আমাদের দেশের নেতৃত্ব দিতে তৈরি হবে।’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ম্যান্ডেলা জেল থেকে বের হয়ে একবার নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় ছিলেন। এরপর নতুনদের জায়গা করে দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যখন পুরো বাংলাদেশ ম্যান্ডেলার আদর্শের বিপরীত অবস্থানে চলে গেছে।...আমরা যখন জিতি, তখন এই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের যন্ত্র হিসেবে দেখি।’আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘রাজনীতিবিদেরা নেলসন ম্যান্ডেলার কাছ থেকে কিছুই শিখবেন না। তবে সব সময় রাজনীতিবিদেরাই দেশ চালাবেন—এমনটা নয়। আমাদের নাগরিক সমাজেরও দায়িত্ব আছে। নীতির প্রশ্নে কোনো আপস না করার ব্যাপারে ম্যান্ডেলার আদর্শ থেকেও আমাদের শিক্ষা নিতে হবে।’সভায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘ম্যান্ডেলা তাঁর শত্রুপক্ষকেও যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন, আমাদের রাজনীতিতে সে সংস্কৃতি বিরল। আমাদের এখানকার সংস্কৃতি হচ্ছে সবকিছু আমি করেছি।’শাহীন আনাম আরও বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু এর পরিণতি কী হতে পারে, তা-ও আমাদের মাথায় রাখতে হবে।’ |
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের শেখপাড়া গ্রামের পল্লি চিকিৎসক মোন্নাফ হোসেনের মোটরসাইকেল গত বুধবার রাতে ছিনতাই হয়েছে। এলাকাবাসী জানান, মোন্নাফ ডাঙ্গীরহাট বাজার থেকে বাড়িতে ফেরার সময় দীঘিরপাড় নামক স্থানে ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে। এরপর তাঁকে পিটিয়ে হাত-পা বেঁধে ধানখেতে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিমুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই নেতা আহত হয়েছেন। তাঁরা ছাত্রলীগের জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান ওরফে সুমন ও সদর উপজেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম ওরফে পাভেল।পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমীতে ছাত্রলীগের মুন্সিগঞ্জ শহর, সদর উপজেলা ও কলেজ শাখা তিনটি কমিটির সমেঞ্চলন হয়। সমেঞ্চলন চলাকালে সবার উপস্থিতিতে আসাদুজ্জামানকে মারধর করেন খায়রুল। এর জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শহীদ মিনার চত্বরে খায়রুলের ওপর অতর্কিতে হামলা চালান আসাদুজ্জামানের পক্ষের লোকজন। হামলাকারীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর খায়রুলের পক্ষের ছাত্রলীগের নেতা গফুর, মালেকুন মাকসুদ ও যুবলীগের নেতা আনোয়ারসহ ১০-১৫ জন আসাদুজ্জামানের ওপর হামলা চালান। ঘটনার ১৫ গজ দূরেই হরতাল প্রতিরোধে পুলিশ সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি মো. মহিউদ্দিনসহ শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা।ঘটনাস্থলে উপস্থিত আওয়ামী লীগের সদর উপজেলা শাখার সভাপতি আফসারউদ্দিন ভূঁইয়া বলেন, ‘সবার উপস্থিতিতে এমন ঘটনা দুঃখজনক। ঘটনা নিবৃত্ত করতে গিয়ে আমাকেও কয়েকটি কিলঘুষি খেতে হয়েছে।’পুলিশের সামনেই ঘটনা ঘটলেও ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘আওয়ালী লীগের নেতা মহিউদ্দিন তখন উপস্থিত ছিলেন। তাঁর সামনেই এমন ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’দেশব্যাপী ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।এর আগে সোমবার রাতে বরিশালের গৌরনদীতে বিএনপির সমর্থকদের ছুড়ে মারা ইটের আঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী আহত ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি মারা গেছেন।কলারোয়ায় নিহত দুজন হলেন মাহমুদ হাসান বাবু (৩২) ও রবিউল ইসলাম (৩৫)। বাবু কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের গোলাম রহমান মোড়লের ছেলে ও খোর্দ ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রবিউল দিয়াড়া গ্রামের মুজিবর রহমান সরদারের ছেলে ও খোর্দ ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।মাহমুদ হাসানের ভাই কলারোয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান অভিযোগ করেন, তার ভাই বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কলারোয়া শহরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। কলারোয়া-খোর্দ সড়কের আলাইপুরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। আশপাশের মানুষ এসে উদ্ধার করে প্রথমে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রবিউলের বাবা মুজিবর রহমান সরদার জানান, রবিউল দুপুরে খাওয়া শেষে বাড়িতে ছিলেন। সোয়া পাঁচটার দিকে ২০-২৫ জন দুর্বৃত্ত রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং কুপিয়ে খুন করে। জামায়াত-শিবির ও ১৮ দলের কর্মীরা রবিউলকে হত্যা করেছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ফারুখ আহমেদ মুঠোফোনে ঘটনাস্থল থেকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ওসমান গনি বলেন, মাহমুদ হাসান ও রবিউলকে দুর্বৃত্তরা মারপিট করেছেন। তাঁদের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।কলারোয়া থানার ওসি শাহ দারা খান বলেন, জামায়াত-শিবিরের কর্মীরাই মাহমুদ হাসানকে পিটিয়ে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কলারোয়া তুলশীডাঙ্গা গ্রামের শেখ আবদুল কায়ুমকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে অবরোধ চলাকালে গতকাল সকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ আশাশুনি থানার সোদকোনা গ্রামের আবদুল হাকিমকে (৬০) আটক করে। কদমতলা এলাকায় জামায়াত-শিবিরকে হটাতে পুলিশ ৯৭ রাউন্ড গুলিবর্ষণ করে। সেখানে ২০ জন আহত হন। পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে।দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার রাত সাড়ে ১১টায় বরিশালের গৌরনদীতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মিছিল বের করে। এ সময় বিএনপির সমর্থকেরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ডে মহাসড়কে টায়ার ও খরকুটোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে। অবরোধের সময় মেহেরপুর থেকে বরিশালগামী কাঁচা মালবাহী একটি ট্রাককে লক্ষ করে বিএনপির সমর্থকেরা ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম (২৭) আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।৬২ বছর আগে ১৯৫১ সালে এ দেশে মোট জনসংখ্যার ২৩ দশমিক ১ শতাংশ ছিল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়। তখন দেশ ছিল পরাধীন। ৬২ বছরে স্বাধীন দেশে এই সংখ্যা নেমে এসেছে ৯ শতাংশের নিচে।গতকাল শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা’ শীর্ষক মতবিনিময় সভায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যার ক্রমহ্রাসমান এই চিত্র তুলে ধরা হয়। অর্থনীতিবিদ আবুল বারকাতের লিখিত ধারণাপত্র উপস্থাপন করেন আয়োজক সংস্থা শারির নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস। শারি ছাড়াও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হরিজন ঐক্য পরিষদ, দলিত পঞ্চায়েত ফোরাম ও দলিত নারী আন্দোলন এই সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন শারির কার্যনির্বাহী কমিটির সদস্য এম গুল হোসেন।আবুল বারকাতের দেওয়া ধারণাপত্রে বলা হয়, ১৯৫১ সালে ধর্মীয় সংখ্যালঘু মোট জনসংখ্যার ২৩ দশমিক ১ ভাগ, ’৬১-তে ১৯ দশমিক ৬, ’৭৪-এ ১৪ দশমিক ৬, ’৮১-তে ১৩ দশমিক ৩, ’৯১-এ ১১ দশমিক ৭ এবং ২০০১ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ ভাগে। বর্তমান সময়ে তা ৯ ভাগের নিচে অবস্থান করছে।সভায় প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যদি ওই সব জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গ ত্যাগ না করেন, তাহলে বাংলার মানুষ তাঁকেও বর্জন করবে। আজ বেগম জিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে, তিনি জঙ্গিবাদীদের ত্যাগ করবেন, নাকি রাজনীতির অঙ্গন থেকে বিদায় নেবেন।সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস বলেন, ‘নির্বাচন এলেই সব দোষের নন্দঘোষ হয়ে যাই আমরা সংখ্যালঘুরা।’সম্প্রতি সাতক্ষীরা ঘুরে আসার বিষয় বর্ণনা করে সাংবাদিক আবেদ খান বলেন, নলতা এলাকায় জামায়াত-শিবির নানা ধরনের ক্রিয়াকলাপ চালাচ্ছে। এ ব্যাপারে সতর্ক হতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘সংখ্যালঘু অস্তিত্ব নিয়ে বেঁচে থাকার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।’খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও বলেন, ‘বড়দিনের আগের দিন অবরোধ আহ্বান করায় রাজনৈতিক সহিংসতার ভয়ে আমরা কোনো অনুষ্ঠান পালন করতে পারিনি। স্বাধীন জাতি হিসেবে এটা আমরা মেনে নিতে পারি না।’নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থান নিচ্ছে না বলেই এর সমাধান হচ্ছে না।সভায় উপস্থিত পাবনার সাঁথিয়ার সুষমা রানী সাহা নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমরা যখন কালীপূজার প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন প্রতিমায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে প্রশাসনের লোকজন এসে কোনো রকম পদক্ষেপ না নিয়েই ফিরে যায়।’২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ে নির্যাতিত বরিশালের অপূর্ব লাল সরকার বলেন, ‘নির্বাচনের পর আমাকে দোকান থেকে তুলে নিয়ে যায়। এরপর আমাকে মারধর করে পা ভেঙে দেয়, দীর্ঘ চিকিৎসার পরও আজ অবধি আমি হাঁটতে পারি না।’সভার সমন্বয় করেন শারির প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী। |
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে চার ফেরিওয়ালা গুরুতর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা ফেরিওয়ালাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এদিকে গত বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীকে কুপিয়ে অর্ধলক্ষাধিক টাকা নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।মতলব দক্ষিণ থানা পুলিশের বর্ণনা অনুযায়ী, গতকাল ভোর পাঁচটার দিকে উপজেলার কলাদী এলাকার রুবেল মিয়া ও মানিক মিয়া নামের দুই ছিনতাইকারী কচি-কাঁচা প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে যায়। সেখানে ঘুমন্ত ফেরিওয়ালাদের জাগিয়ে টাকা চায় তারা। একপর্যায়ে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে ছুরি, চাপাতি ও কিরিচ দিয়ে ফেরিওয়ালাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ফেরিওয়ালা কাদের মিয়া, মো. মোস্তফা, মো. খোকন ও মো. ইশরাত গুরুতর জখম হন। এ সময় ছিনতাইকারীরা ফেরিওয়ালাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আহত চার ফেরিওয়ালাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ফেরিওয়ালাদের পাল্টা আঘাতে রুবেল আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় রুবেল ও মানিককে আসামি করে ফেরিওয়ালা হামিদুল মিয়া মামলা করেছেন।দাউদকান্দি থানার পুলিশ জানায়, উপজেলার আঙ্গাউড়ার একটি এনজিওর সহকারী কর্মসূচি সংগঠক সফিকুল ইসলাম জিয়ারকান্দি এলাকা থেকে ঋণের কিস্তি বাবদ প্রায় ৫৩ হাজার টাকা তুলে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্মস্থলে ফিরছিলেন। পথে ছান্দ্রা কবরস্থান এলাকায় ছিনতাইকারীরা সফিকুলকে চাপাতি দিয়ে কুপিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী ইমরান হোসেন ও হেলাল উদ্দিন নামের দুই ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। সফিকুলকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সফিকুলের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়।থানার ওসি আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ঢাকার সাভার পৌর এলাকার উত্তর রাজাশনে গত শনিবার দিবাগত রাতে ব্যবসায়ী শফিউল বাশারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকাসহ অন্তত ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করেছে।শফিউল বাশার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুখোশ পরা ডাকাতেরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারি ভেঙে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুটে নেয়।ডাকাতির বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।কিছুদিনের বিশ্রাম হয়তো তাঁর দরকার ছিল। কিন্তু সেটা এভাবে আসুক, ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চয়ই তা চাননি।চায়নি রিয়াল মাদ্রিদও। অবিশ্বাস্য ফর্মে থাকা রিয়াল তারকা যে কিছুদিন ধরে একাই গুঁড়িয়ে দিচ্ছিলেন প্রতিপক্ষদের! টানা খেলার ক্লান্তি থেকে মুক্তি দিতে রোনালদোকে কিছুদিন বিশ্রাম দেওয়া হবে কি না—এমন প্রশ্নে রিয়াল কোচ বলেছিলেন, ‘ওকে আমার ক্লান্ত মনে হচ্ছে না এখনো, মনে হলে ঠিকই বিশ্রাম দেব।’সেই বিশ্রাম রোনালদো পেলেনও। নাহ, আনচেলত্তিকে দিতে হয়নি। চোটই মাঠের বাইরে ছিটকে দিয়েছে রোনালদোকে। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ গ্যালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটাতে যে কারণে দর্শক হয়েই থাকতে হবে তাঁকে।আজকের পর গ্রুপের আরও একটি ম্যাচ আছে। শেষটিতে প্রতিপক্ষ কোপেনহেগেন। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে রিয়ালের দরকার একটি মাত্র পয়েন্ট। রোনালদোর না-থাকাটা তাই বড় কোনো ধাক্কা হয়ে আসছে না কার্লো আনচেলত্তির দলের জন্য। কিন্তু রোনালদোর নিজের কি একটু আফসোস হচ্ছে না? আগের চার ম্যাচে আট গোল করে ছুঁয়েছেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। সেই রেকর্ডটিকে নিজের করে নেওয়াটাকে মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার। এ বছরের গোলসংখ্যাও (৬৭) তো আরও বাড়িয়ে নিতে পারতেন তুলনামূলক দুর্বল দুই প্রতিপক্ষের সঙ্গে। তার বদলে এভাবে মাঠের বাইরে চলে যাওয়া!দলের সেরা তারকাকে হারিয়েও আনচেলত্তি কিন্তু নির্ভার। কিন্তু সবাই থাকার পরও পরের রাউন্ডে উঠতে পারবেন কি না সেই চিন্তায় কপালে ভাঁজ জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তের। চার ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিও জয় পায়নি জুভেন্টাস। শেষ ষোলোর লড়াইয়ে থাকতে হলে আজ কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচসহ বাকি দুটি ম্যাচে জিততেই হবে সিরি ‘আ’র শীর্ষে থাকা দলটিকে। হারলেই আশা শেষ, যেকোনো একটি ম্যাচ ড্র হলেও আশা থাকবে, তবে সে ক্ষেত্রে ওদের নির্ভর করতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। কন্তে সেটা মোটেই চাচ্ছেন না, ‘আমি চাই আমাদের ভাগ্য আমাদের হাতেই থাকুক। অন্যদের ফলের ওপর নির্ভর করতে চাই না। এই টুর্নামেন্টে এখনো আমরা আরও অনেকদূর যাওয়ার ব্যাপারে প্রত্যয়ী।’একই প্রত্যাশা ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডেরও। বে অ্যারেনায় আজ বেয়ার লেভারকুসেনের সঙ্গে জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে ডেভিড ময়েসের দলের। শাখতার দোনেস্কের সঙ্গে শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে আজই তাই নিশ্চিন্ত হয়ে যেতে চান ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড, ‘বাকি কাজটুকু আজই শেষ করে ফেলতে চাই, যাতে ফিরে গিয়ে প্রিমিয়ার লিগে মনোযোগ দিতে পারি।’আজই নকআউট পর্বের টিকিট পেয়ে যেতে পারে জ্লাতান ইব্রাহিমোভিচের পিএসজিও। চার ম্যাচে ১০ পয়েন্ট, আজ অলিম্পিয়াকসের সঙ্গে শুধু ড্র হলেই চলে। সেটি এমন বড় কোনো চাওয়া নয়, লরাঁ ব্লাঁ দায়িত্ব নেওয়ার পর তো এখন পর্যন্ত হারেইনি পিএসজি। তবে মিগুয়েল তোরেস কোচ হয়ে আসার পর গ্রিক লিগে টানা ২৯ ম্যাচ অপরাজিত অলিম্পিয়াকসও!আগের ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলায় আজ একেবারে ফুরফুরে মেজাজে মাঠে নামবে ‘ডি’ গ্রুপের দুই দল বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। দুদলের শেষ দুটি ম্যাচের গুরুত্ব একটাই—গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণ। তবে সিএসকেএ মস্কোর বিপক্ষে আজ বাড়তি একটা লক্ষ্য হয়তো আছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের।আজ জিতলেই চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচ জেতার নতুন রেকর্ড গড়বে পেপ গার্দিওলার দল। এএফপি।আজ মুখোমুখিলেভারকুসেন : ইউনাইটেডশাখতার : সোসিয়েদাদজুভেন্টাস : কোপেনহেগেনরিয়াল : গ্যালাতাসারাইআন্ডারলেখট : বেনফিকাপিএসজি : অলিম্পিয়াকসসিএসকেএ মস্কো : বায়ার্নম্যান সিটি : প্লজেনসাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।একই সঙ্গে আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন তাঁরা।গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদর অফিসার্স ক্লাবের মাঠে উপজেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় গত পাঁচ বছরে মান্নান খানের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেতা-কর্মীদের অবমূল্যায়ন, অপমান, অপদস্থের অভিযোগ তুলে ওই ঘোষণা দেওয়া হয়।যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন আহমেদ। বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংসদ হারুন উর রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত শাহিন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর কান্তি চৌধুরী, প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল হক ও হান্নান উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ।সভায় নেতারা অভিযোগ করেন, মান্নান খান তাঁর ভাই ও আত্মীয়স্বজন ছাড়া কোনো নেতা-কর্মীকে চেনেন না। তিনি তাঁদের নেতা নন। গত পাঁচ বছরে তিনি একাধিক নেতা-কর্মীকে অপমান-অপদস্থ করেছেন। গালিগালাজ করেছেন। দুর্নীতিতে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। আওয়ামী লীগে কোনো দুর্নীতিবাজকে জায়গা দেওয়া হবে না।কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন বলেন, মান্নান খান গত পাঁচ বছরে নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন। নবাবগঞ্জের মানুষ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর নির্বাচন বর্জন করা হবে। নবাবগঞ্জের কোথাও তিনি প্রবেশ করলে প্রতিহত করা হবে। তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।এ সময় উপস্থিত নেতা-কর্মীরা মোশারফ হোসেনের বক্তব্য সমর্থন করে স্লোগান দেন। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারাও ওই বক্তব্যকে সমর্থন করে কথা বলেন। |
সিলেটের মদনমোহন কলেজের ৭০ লাখ টাকা মেরে দেওয়া ‘বদমাশ’ ছাত্রনেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কলেজ কর্তৃপক্ষ। উল্টো সাধারণ শিক্ষার্থীদের কাছে বকেয়া বেতন ও ফি চেয়ে চিঠি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, তাঁরা তো কলেজের অফিসেই বেতন-ফি জমা দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে ছাত্রনেতারা উপস্থিত থেকে জোর করে তাঁদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছেন। ছাত্রনেতারা বলেছিলেন, তাঁরা এই টাকা অফিসে জমা দিয়ে দেবেন। একজন অভিভাবক বলেন, অফিস কক্ষের ভেতরে বা বাইরে নিরাপত্তা নিশ্চিত করা কলেজ কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ সেখানে ছাত্রলীগ ও ছাত্রদলের অছাত্রনেতারা বিকল্প প্রশাসন গড়ে তুলেছেন। কলেজ কর্তৃপক্ষ এঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এখন বকেয়া বেতন-ফি না দিলে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের কথা বলছে। অন্য অভিভাবকেরাও কলেজ কর্তৃপক্ষের এ আচরণে বিস্ময় প্রকাশ করেছেন।গত মঙ্গলবার সিলেটে এক সভায় মদনমোহন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রনেতারা শিক্ষার্থীদের প্রায় ৭০ লাখ টাকা মেরে দিয়েছেন। তিনি এসব ছাত্রনেতাকে ‘বদমাশ’ বলে অভিহিত করেন।কলেজ কর্তৃপক্ষ বলছে, ভুক্তভোগী কোনো শিক্ষার্থী লিখিত অভিযোগ না করায় ছাত্রনেতাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে না।টাকা মেরে দেওয়ার ঘটনার মূল অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ ও ছাত্রদলের সভাপতি কাজী মেরাজকে গতকাল কলেজে দেখা যায়নি।কলেজ সূত্রে জানা গেছে, যেসব শিক্ষার্থীর কাছে বকেয়া পাওনা রয়েছে, তাঁদের আগামী ২৪ অক্টোবরের মধ্যে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। নইলে তাঁদের ছাত্রত্ব বাতিল করা হবে।অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা ছাত্রনেতাদের দ্বারস্থ হয়ে ফরম পূরণ-প্রক্রিয়ায় জড়িত হওয়ার বিষয়টি দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীরা সরাসরি কলেজ কর্তৃপক্ষের কাছে টাকা জমা দিয়ে ফরম পূরণ করতে পারত। অভিযুক্ত ছাত্রনেতাদের কাছ থেকে টাকা উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা আমার কলেজের শিক্ষার্থীই না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কীভাবে?’আট মাস অনুসন্ধানের পরও রাজনৈতিক প্রভাবশালীরা বিসমিল্লাহ দুর্নীতি কাণ্ড থেকে বাদ পড়েছে। এমনকি এই আর্থিক কেলেঙ্কারিতে অর্থ পাচারের কথা বলা হলেও টাকার অবস্থানও জানা যায়নি। প্রতিবেদনে মোট ১২টি মামলায় ৪২ জনকে আসামি করার সুপারিশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তারা। দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘প্রতিবেদন জমা হয়েছে। কমিশন এখন তা যাচাই-বাছাই করছে। মামলার বিষয়টি যাচাই-বাছাইয়ের পরেই বলা যাবে।’জমা দেওয়া প্রতিবেদনে ১২ মামলার সবগুলোতেই বিসমিল্লাহ গ্রুপের পরিচালক খাজা সোলেমান চৌধুরীকে আসামি করার সুপারিশ করা হয়েছে। অন্য মামলাগুলোতে খাজা সোলেমানের স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান নওরীন হাবিব, খাজা সোলেমানের বাবা শফিকুল আনোয়ার চৌধুরী এবং গ্রুপের মহাব্যবস্থাপক (হিসাব) আবুল হোসেন চৌধুরীর নাম সুপারিশ করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন বিসমিল্লাহ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিন্দল ওয়ালী টেক্সটাইলের পরিচালক সরোয়ার জাহান, নেটওয়ার্ক সিস্টেমের আক্তার হোসেন, টিডব্লিউ এক্সপ্রেসের মালিক মো. মইনউদ্দিন এবং দুই পরিচালক খন্দকার মোশাররফ হোসেন ও আতিকুর রহমান। এ ছাড়া চারটি মামলায় বিসমিল্লাহ গ্রুপের সাবেক ব্যবস্থাপক রফিকুল আলমকে আসামি করার বিষয়েও সুপারিশ করা হয়েছে। এ ১০ জনের মধ্যে খাজা সোলেমান ও তাঁর স্ত্রী নওরীন দুবাইয়ে, আবুল হোসেন মালয়েশিয়ায় ও মইনউদ্দিন জার্মানিতে অবস্থান করছেন। আর বাকি ৩২ জন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা।প্রতিবেদনে বলা হয়, মালামাল রপ্তানি না করেই জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল ইস্যু করে, রপ্তানি দেখিয়ে ওই বিলের বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। ওই অর্থ পরে ‘মানি লন্ডারিং’-এর মাধ্যমে বিদেশে পাচার করা হয়। তবে ওই সব অর্থের অবস্থান ‘গোপন’ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।অনুসন্ধান অনুযায়ী, বিসমিল্লাহ গ্রুপ রপ্তানির নামে এক হাজার ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে প্রাইম ব্যাংক থেকে ৩০২ কোটি টাকা, জনতা ব্যাংকের ৪০৩ কোটি টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০২ কোটি টাকা, প্রিমিয়াম ব্যাংকের ৬৩ কোটি টাকা এবং যমুনা ব্যাংকের কাছ থেকে ৬২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।অনুসন্ধানের পর্যায়ে বিভিন্ন সময় আলোচনায় এলেও সরকারদলীয় সাংসদ রহমত আলীর ছেলে জামিল হাসান ও সুবিদ আলী ভুঁইয়ার ছেলে মোহাম্মদ আলীর নাম এই প্রতিবেদনে আসেনি। দেশের বিভিন্ন ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপকে অবৈধ উপায়ে ঋণ পেতে সাহায্য করেন এই দুই সাংসদপুত্র। এ বিষয়ে প্রচুর মৌখিক সাক্ষ্য থাকলেও দালিলিক কোনো প্রমাণ পাননি অনুসন্ধান-সংশ্লিষ্ট কর্মকর্তারা।মামলার জন্য যেসব ব্যাংক কর্মকর্তার নাম সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন, প্রাইম ব্যাংকের ইব্রাহিম হোসেন গাজী, মোজাম্মেল হোসেন, এ কে এম জানে আলম, হাবিবুর রহমান, এ বি এম শাহজাহান, আবুল কালাম, খায়রুল ইসলাম। শাহজালাল ইসলামী ব্যাংকের আসলামুল হক, হাসানুল কবীর, সহিদুল ইসলাম, দুলাল হোসেন, আনিসুল কবীর ও মুনীর হোসেন। প্রিমিয়ার ব্যাংকের শাহীনুর রহমান, শাহাদাত হোসেন, এম এ রহিম ও তাবাসসুম। যমুনা ব্যাংকের মোজাম্মেল হোসেন, রফিকুল হাসান, জাহিদুল হোসেন, মোরশেদুল ইসলাম ও এ এস এম মাশুক এবং জনতা ব্যাংকের আবুল কালাম আজাদ।ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার চিতাঘাটায় গত সোমবার বিকেলে প্রতিপক্ষের হামলায় শেখ মো. কামরুল ইসলাম (৩৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।জানা গেছে, সোমবার চতুল গ্রামে একটি সালিস বৈঠকে গিয়ে অপমানিত হন কামরুলের চাচা মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী (৬১)। এ ঘটনার জের ধরে আশরাফের ছেলে মো. আমিনুল ও কামরুলের ভাই এস এম খায়রুল আলম প্রতিপক্ষ মো. রুহুল শেখকে মারধর করেন।পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে স্কুল থেকে বাইসাইকেলে করে কামরুল বাড়ি ফিরছিলেন। চিতাঘাটা এলাকায় ৮-১০ জন যুবক তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা লাঠি দিয়ে কামরুলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তাঁর হাত ও পা ভেঙে যায়। প্রথমে তাঁকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ, মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এ জন্য ৫ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় ও সার্কভুক্ত দেশগুলোর পর্যবেক্ষকদের ওপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পর্যবেক্ষণে আসার জন্য ইসি এদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, দেশীয় পর্যবেক্ষকদের মধ্যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) উল্লেখযোগ্যসংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবে। এর বাইরে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ থেকেও পর্যবেক্ষক আসতে পারে।সব দলের অংশগ্রহণ না থাকায় ইইউ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কমনওয়েলথ ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে না আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।কমিশন সচিবালয় সূত্র জানায়, এ কারণে কমিশন দেশীয় ও সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ইতিমধ্যে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোজা) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এ সংগঠন ইউরোপ-আমেরিকার দেশ বা সংগঠনগুলোর মতো সম্পূর্ণ নিজস্ব খরচে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নয়। কমিশন তাই ফেমবোজার পর্যবেক্ষকদের থাকা-খাওয়া বা অন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া যায় কি না, তা বিবেচনা করছে।ইডব্লিউজি এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে দেখা করে জানিয়েছে, বিদ্যমান পরিবেশ অব্যাহত থাকলে তাদের পক্ষে পর্যবেক্ষণকাজ চালানো সম্ভব হবে না। তাদের পর্যবেক্ষকেরা মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের প্রতিবেদনের ওপর নির্ভর করছে ইডব্লিউজি পর্যবেক্ষণ করবে কি না।সূত্র জানায়, ইডব্লিউজি যাতে নির্বাচন পর্যবেক্ষণ করে, সে জন্য কমিশন সচিবালয় থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে।কমিশনারদের জন্য হেলিকপ্টার: ভোট গ্রহণের দিন ও তার আগে সিইসি, নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষণ ও জরুরি কাজে ব্যবহারের জন্য সশস্ত্র বাহিনী বিভাগের কাছে একটি হেলিকপ্টার চেয়ে আজ-কালের মধ্যে চিঠি দেওয়া হবে। ১ থেকে ৫ জানুয়ারি ভোট গ্রহণের দিন পর্যন্ত এ হেলিকপ্টার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।ব্যালট পেপার পাঠানো শুরু: গতকাল থেকে দেশের বিভিন্ন জেলায় ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। তেজগাঁওয়ের সরকারি ছাপাখানা থেকে পুলিশ ও র্যাবের পাহারায় ট্রাকযোগে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে।তিনজনের প্রার্থিতা বৈধ: নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ২৬ ডিসেম্বর তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।ওই তিন প্রার্থী হলেন নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির বর্তমান সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, কুমিল্লা-৮ আসনে এ এস এম কামরুল ইসলাম (স্বতন্ত্র) ও চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান। |
মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণা করা হয় ২০০৮ সালে। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়নি। বিচ্ছিন্নভাবে সংরক্ষিত বনাঞ্চল, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক উন্নয়নের মধ্যেই পর্যটন বিকাশের ধারণা আটকে আছে। এরই মধ্যে আজ ২৭ সেপ্টেম্বর উদ্যাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।স্থানীয় সূত্রে জানা গেছে, চা-বাগান, হাওর, পাহাড় ও সমতলের বৈচিত্র্যপূর্ণ জনপদ মৌলভীবাজারকে ঘিরে পর্যটনের অমিত সম্ভাবনা বিরাজ করছে। কিন্তু এ সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো সুদূরপ্রসারী উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।মৌলভীবাজার জেলার এই প্রাকৃতিক বৈচিত্র্যকে বিবেচনা করে ২০০৮ সালের ১ জুলাই ‘এসো বাংলাদেশ গড়ি’ রোড শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৎকালীন চেয়ারম্যান শফিক আলম মেহেদী মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করেন। কিন্তু ঘোষণার এত দিন পরও মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলতে তেমন কোনো কার্যক্রম নেওয়া হয়নি। পর্যটক আকর্ষণ, পর্যটকদের পথনির্দেশনা, নিরাপত্তা, থাকা ও বিনোদনের জন্য পরিকল্পিত কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি।অপরদিকে মৌলভীবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবরে ‘মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসেবে উন্নীতকরণ’ নামের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল। এতে বলা হয়, অনন্য বৈশিষ্ট্যের কারণে মৌলভীবাজার জেলা পর্যটনশিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মৌলভীবাজার জেলায় রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ, চা-বাগান, মূল্যবান প্রাকৃতিক সম্পদ, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ উন্নত যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা ও প্রাকৃতিক অপার সৌন্দর্য। পাহাড়-টিলা, সংরক্ষিত বনাঞ্চল, হাওর-বাঁওড়-বিল, ঝরনা, নদ-নদী পরিবেষ্টিত ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ জেলা ইকো-টুরিজমের জন্য খুবই উপযোগী। এ কারণে প্রতিবছর বহু দেশি-বিদেশি পর্যটক এ জেলা ভ্রমণে আসেন। কিন্তু পর্যটকদের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আবাসন, বিনোদন, নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাঁরা অনেক ক্ষেত্রে নিরাশ হন। এ ক্ষেত্রে বিনোদনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করে শ্রীমঙ্গল উপজেলা, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মণিপুরি ও খাসিয়া পল্লি, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর ও চা-বাগানগুলোকে সম্পৃক্ত করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে সহজেই এ জেলাকে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের উপযোগী করে গড়ে তোলা সম্ভব।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বড়লেখায় হাকালুকি হাওরে একটি পাখি পর্যবেক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য জায়গা খোঁজা হচ্ছে। এ ছাড়া স্ট্যান্ডিং রিজিওনাল কো-অপারেশন অব ওয়াইল্ডলাইফ প্রোটেকশন নামে একটি প্রকল্পে ইকো-টুরিজম উন্নয়নে বিভিন্ন কার্যক্রম আছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া বলেন, ‘পর্যটন বিকাশের ক্ষেত্রে আমাদের থেকে কোনো কার্যক্রম নেই।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী (ইউএনও) নূর নবী বলেন, মাধবকুণ্ড-কাঁঠালতলী রাস্তা মেরামতের জন্য তিন দিন আগে সাত কোটি ৩০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘আমি আসার পর থেকে মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণার কথা শুনছি। কিন্তু কোনো গেজেট হাতে পাইনি।’বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন, ২০১৩’ পাস করা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি আইনটি পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সাংবাদিকদের এসব কথা বলেন শাহ আহমদ শফী।এর আগে দুপুরে মাদ্রাসার অদূরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সমেঞ্চলন করে প্রস্তাবিত এই আইনটি পাস করানো থেকে বিরত থাকার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। এই দাবির সঙ্গে হেফাজতের আগের ১৩ দফা দাবিও জুড়ে দেওয়া হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল, ২ নভেম্বর হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে মহাসমাবেশ ও ১৫ নভেম্বরের মধ্যে সব বিভাগীয় শহরে মহাসমাবেশ।সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী এসব কর্মসূচি ঘোষণা করে বলেন, এর মধ্যে সরকার কওমি মাদ্রাসা আইন পাসের উদ্যোগ বাদ না দিয়ে এবং হেফাজতের কর্মসূচিতে বাধা দিলে হরতালসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।বাবুনগরী সরকারকে উদ্দেশ করে বলেন, ‘কওমি মাদ্রাসায় বোমা তৈরি করা হয় না। মাদ্রাসাগুলো সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। কওমি মাদ্রাসায় হাত দিলে সরকার ধ্বংস হয়ে যাবে। কওমি মাদ্রাসা আইন পাস করতে হলে লাখ লাখ লাশ পড়বে। কওমি মাদ্রাসার সঙ্গে সরকারের সংঘর্ষ ও সম্পর্ক নেই। সরকার স্কুল-কলেজ নিয়ে থাকে।’বাবুনগরী নির্বাচন প্রসঙ্গে বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজত কারও ব্যানারে কিংবা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে না। হেফাজতের কোনো নেতা-কর্মী অংশগ্রহণ করলে এটা তার ব্যক্তিগত ব্যাপার।বিরোধী দলের চলমান হরতালে হেফাজতের কোনো সমর্থন আছে কি না—এ প্রশ্নের জবাবে হেফাজতের মহাসচিব বলেন, এটি রাজনৈতিক কর্মসূচি। হরতালের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। কোনো নেতা-কর্মী পালন করলে তা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি নগরের লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণ প্রসঙ্গে বলেন, ‘আমাদের তদন্তে এখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি।’সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলা হয়, মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইনের সুবাদে সরকার নিজেদের মনোনীত কিছু লোক চাপিয়ে দিয়ে খবরদারি করতে চায়। সরকারের ছলচাতুরী বুঝতে পেরে হেফাজতের আমির শাহ আহমদ শফিসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন প্রত্যাখ্যান করেছেন। গত ২০ অক্টোবর সচিব কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করা হয় আইনটি। এখন মন্ত্রিসভায় অনুমোদন হলেই তা অধ্যাদেশ আকারে জারি করা হবে।সংবাদ সম্মেলনে মুফতি ওয়াক্কাস, হারুন ইজাহার ও জাবের আলীসহ গ্রেপ্তার থাকা হেফাজত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে গত সোমবার এইচএসসির নির্বাচনী পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এর জের ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার্থীদের প্রশ্ন ও খাতা ছিঁড়ে ফেলেন এবং কলেজের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন।কলেজের অধ্যক্ষ হাসান দেওয়ান জানান, সোমবারের নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবারের পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। ভাঙচুরের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।কলেজ সূত্র ও পরীক্ষার্থীরা জানায়, সোমবার এইচএসসির নির্বাচনী পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। কলেজের অনিয়মিত শিক্ষার্থী গোবিন্দ বিশ্বাস ১১০ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে গোবিন্দ জানালা দিয়ে তার প্রশ্নপত্র বাইরে ফেলে দেয়। ঘটনাটি দেখে হল পরিদর্শক খান আমিরুল ইসলাম ও মুন্সি ওবায়দুর রহমান বিষয়টি অধ্যক্ষকে জানান।অধ্যক্ষ এসে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করেন। সত্যতা পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হয়। খবর পেয়ে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আলামিন সুজনের নেতৃত্বে ১০-১৫ নেতা-কর্মী পরীক্ষার কক্ষে ঢুকে পরীক্ষার্থীদের বের করার চেষ্টা করেন এবং প্রশ্ন ও খাতা ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁরা কলেজের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করেন।নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ধারালো অস্ত্র ছিল। তাঁরা পরীক্ষার কক্ষে ঢুকেই গালাগাল করতে থাকেন এবং হল থেকে বেরিয়ে যেতে বলেন। বের হতে না চাইলে অনেককে মারধর করে ও ছুরি দিয়ে কোপানোর ভয় দেখান তাঁরা।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, ভাঙচুরের ঘটনায় কলেজের অধ্যক্ষ গোবিন্দ বিশ্বাস, আলামিন সুজনসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।আসামিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আবদুল মজিদ খান এবারের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের মোট সম্পদের মূল্য এক কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৭৭৫ টাকা বলে উল্লেখ করেছেন। তবে এলাকাবাসীর দাবি, তাঁর মালিকানাধীন চারতলা ভবনের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।২০০৮ সালে মজিদ খান হলফনামায় নিজের নামে জেলা সদরে দুই লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ছয় শতক জমি ও দেড় লাখ টাকা মূল্যের টিনের আধা পাকা ঘর থাকার কথা উল্লেখ করেন। সাংসদ হওয়ার পর ওই জায়গায় ছয়তলা ভিত্তির ওপর চারতলা (লিফটসহ) ভবন নির্মাণ করেন তিনি। হলফনামায় এই ভবনের মূল্য এক কোটি নয় লাখ ৪৬ হাজার ৭১০ টাকা উল্লেখ করেছেন।তবে প্রকৌশলীদের হিসাব অনুযায়ী, সাংসদের ওই ভবনের মূল্য সাড়ে তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে। তিন হাজার বর্গফুটের চারতলায় মোট আয়তন দাঁড়ায় ১২ হাজার বর্গফুট। হবিগঞ্জের বাজারদর অনুযায়ী প্রতি বর্গফুট ন্যূনতম তিন হাজার টাকা হিসেবে এই ভবনের মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।মজিদ খানের ২০০৮ সালের হলফনামায় উল্লিখিত জমির পাশাপাশি তাঁর পৈতৃক সূত্রে পাওয়া চার একর জমির উল্লেখ ছিল, যার মূল্য ধরা হয় এক লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া আর কোনো স্থাবর সম্পদের উল্লেখ ছিল না তখন। এবারের হলফনামায় তিনি শহরের উল্লিখিত বাড়ি ছাড়া আরও তিন একর অকৃষিজমি দেখান। এর মূল্য দেখান ৩০ হাজার টাকা। এ ছাড়া শহরের ৫০ শতাংশ জমির মূল্য এক লাখ ৮৬ হাজার ৭৭৫ টাকা এবং সাড়ে ৮৩ শতাংশ জমির মূল্য ১৮ হাজার ৫৫৬ টাকা বলে উল্লেখ করেন।এলাকাবাসীর দাবি, মজিদ খান সাংসদ হয়ে চুনারুঘাট উপজেলায় দুটি ইটভাটা এবং ঢাকার পূর্বাচলে আট কাঠার সরকারি প্লটের মালিক হন। এ ছাড়া তাঁর রয়েছে ফ্ল্যাট ও রিয়েল এস্টেট ব্যবসার অংশীদারি।এ বিষয়ে মজিদ খান বলেন, তিনি সম্পদ থেকেই সম্পদ বাড়িয়েছেন। তাঁর শহরের ২০ শতক জমি বিক্রি করে পান ৬৫ লাখ টাকা। স্ত্রী শিক্ষকতা পেশা থেকে অবসর নিলে সেখান থেকে পান আরও ২০ লাখ টাকা। এ ছাড়া সাংসদ হিসেবে তাঁর মাসিক সম্মানী, পেশা ও বাসা ভাড়ার আয় বাড়ায় তাঁর ব্যক্তিগত বার্ষিক আয়ও বেড়েছে। |
দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষকেরা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: বেলা তিনটার দিকে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষকেরা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের (সিলেট) সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী।সুনামগঞ্জ: বিকেলে শহরের রাজ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষকেরা মিছিল বের করেন। পরে ট্রাফিক পয়েন্ট এলাকায় সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শিক্ষক নাছরিন আক্তার প্রমুখ।তাহিরপুর (সুনামগঞ্জ): শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। উপজেলার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক ওই কর্মসূচিতে অংশ নেন। এতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে সভাপতিত্ব করেন।জগন্নাথপুর (সুনামগঞ্জ): বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিক্ষক জ্যোতির্ময় বিশ্বাস, আতাহার উদ্দিন প্রমুখ।নিকলী (কিশোরগঞ্জ): একই দাবিতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি গতকালও অব্যাহত ছিল। ছাত্র-ছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে গেলেও শিক্ষকেরা নাম ডাকা ছাড়া কোনো কাজ করছেন না।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। এ ছাড়া দুপুরে উপজেলা পরিষদের সামনে তাঁরা মানববন্ধন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলতাব উদ্দিন আকন্দের সভাপতিত্বে সমাবেশ হয়।লাকসাম (কুমিল্লা): উপজেলা পরিষদ চত্বরে বিকেলে সমাবেশ হয়। এতে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহার সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ্ আলম মজুমদার, সাবেক সভাপতি আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।কমলগঞ্জ (মৌলভীবাজারা): বিকেলে উপজেলা সদরের ময়না চত্বরে সমাবেশ হয়েছে। এতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর সভপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ফয়ছল আল কয়েছ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শিক্ষক আমিরুল ইসলাম চৌধুরী, আবদুল জলিল প্রমুখ।বিশ্ব ইসলামি অর্থনৈতিক সম্মেলনে অংশ নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাল মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনের এই সম্মেলন। অনেকটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আদলে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম (ডব্লিউআইইএফ) গঠিত। এটি মূলত মালয়েশিয়াভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এবার এর নবম বার্ষিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।‘পরিবর্তনশীল বিশ্ব: নতুন সম্পর্ক’—এই ভাবনায় আয়োজিত এবারের সম্মেলনে ১৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যুবরাজ চার্লস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সম্মেলনে অংশ নিতে আজ সোমবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি হোটেল হিলটনে অবস্থান করবেন বলে জানা গেছে। ৩০ অক্টোবর ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনাতেও অংশ নেবেন তিনি। এ ছাড়া আজ বিকেলে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েসের বাসভবনে চা-চক্রেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।তবে এই সফরে ব্রিটিশ সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের কোনো কর্মসূচির কথা জানা যায়নি।ইসলামি অর্থনৈতিক ফোরামে অন্য যেসব রাষ্ট্রনেতা অংশ নিচ্ছেন তাঁরা হলেন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়া, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মরক্কোর প্রধানমন্ত্রী আবদেলিল্লাহ বেঙ্কিরানে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তুরস্কের উপপ্রধানমন্ত্রী, আলী বাবাচান, বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, কসোভোর প্রেসিডেন্ট আতিফেতে জাসাগা, বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্সির সদস্য বাকির ইজেতবেগোভিচ, ইরাকের উপপ্রধানমন্ত্রী নুরি শয়েজ, কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী আসেত ইসেকেশেভ এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী। এ ছাড়া ব্রিটেনের পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে কথা রয়েছে।লন্ডনের এক্সেল সেন্টারে এই সম্মেলন উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বেক্সিমকো এবং ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান কুয়ালালামপুরভিত্তিক সংস্থা ডব্লিউআইইএফের করপোরেট সদস্য।ডব্লিউআইইএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো মুসলিম রাষ্ট্রের বাইরে এটিই তাদের প্রথম আয়োজন। উদ্যোক্তারা জানিয়েছে, এই ফোরামে বিনিয়োগকারী, বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, গবেষক এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন। দুজনই ছিলেন নিজ নিজ ভুবনের সেরা। উঠেছিলেন খ্যাতির চূড়ায়, পেয়েছিলেন অগুনতি ভক্তের ভালোবাসা। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হয়েছে দুজনকেই। ডোপ-পাপের কালিমা লেগেছে গায়ে। সেই কলঙ্কের দাগ মেখেই তাঁদের বিদায় নিতে হয়েছে। অনেক অমিলের মধ্যেও একটি মিল বেন জনসন ও ডিয়েগো ম্যারাডোনাকে বেঁধেছে এক সুতোয়। পরশু দুবাইয়ে চতুর্থ ‘স্পোর্টস ভার্সাস ক্রাইম’ আন্তর্জাতিক সম্মেলনে এসে ক্যারিয়ারের কালো সেই অধ্যায় নিয়ে কথা বলেছেন দুজনই। নিজেদের অভিজ্ঞতা থেকে সতর্ক করে দিয়েছেন নতুন প্রজন্মকে।জনসন ও ম্যারাডোনার ওই কলঙ্ক ছয় বছর ব্যবধানে। ১৯৮৮ সিউল অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ে ১০০ মিটার জেতার পরই ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন জনসন। সোনার পদক ও রেকর্ড তো হারানই, নিষিদ্ধও হয়ে যান তিন বছরের জন্য। পরে ফিরে এলেও বলার মতো কিছু করতে পারেননি, ডোপ-পাপের প্রেতাত্মা সব সময়ই তাড়া করে বেরিয়েছে কানাডিয়ান অ্যাথলেটকে।ম্যারাডোনার ড্রাগ আসক্তি এবং তা থেকে মুক্তিলাভের প্রাণান্ত চেষ্টার কথা সবারই জানা। তবে পারফরম্যান্স-বর্ধক ড্রাগ নেওয়ার দায়ে নিষিদ্ধ হন ১৯৯৪ বিশ্বকাপে। মাত্র দুই ম্যাচ খেলেই ধরা পড়েন ডোপ টেস্টে। ষড়যন্ত্র-তত্ত্বও খুব বাজার পেয়েছিল সে সময়। যদিও পরে ম্যারাডোনা নিজেও আর খুব বড় গলায় নিজেকে নির্দোষ দাবি করতে পারেননি।দুবাইয়ে দুজনের দেখা হলো প্রায় দুই দশক পর। যাতে আপ্লুত জনসন, ‘আমরা ভিন্ন খেলায় থাকলেও একসঙ্গে অনুশীলন করেছি। ওর সঙ্গে অনেক দিন পর দেখা হওয়াটা দারুণ একটা ব্যাপার। ম্যারাডোনা আমার ভালো বন্ধু ছিল। আমরা আর্জেন্টিনা ও টরন্টোতে শারীরিক ও সহনশক্তির অনুশীলন করেছিলাম। সেসব দিনের কথা এখনো আমার মনে পড়ে।’স্মৃতিচারণার পর জনসন কথা বললেন সেই কালো অধ্যায় নিয়ে, ‘পঁচিশ বছর আগে আমি কোচের কথা অনুযায়ী একটা কাজ করেছিলাম। সেটা ছিল ভুল। পারফরম্যান্স-বর্ধক ড্রাগ ব্যবহার করে অলিম্পিকে সোনা হারিয়েছি আমি। নতুন প্রজন্মকে এটাই বলতে চাই, যে ভুলটা আমি করেছিলাম সেটা তোমরা কোরো না।’নিজের ড্রাগ আসক্তি নিয়ে কথা বলার সময় ম্যারাডোনার কণ্ঠেও একই আহ্বান, ‘আমি এটা নিয়ে কথা বলতে বিব্রতবোধ করছি না। এটা আমি পেরিয়ে এসেছি। এখন আমি সুখী। অনেক ভালো আছি। আমি চাই না আমি যে অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলাম, সেটা অন্য কারও হোক।’কিন্তু দুঃসহ সেই সময়টা কাটিয়ে উঠেছিলেন কীভাবে? ম্যারাডোনা জানিয়েছেন মেয়ে ও নাতি বেঞ্জামিনের প্রতি ভালোবাসাই ছিল তাঁর দুঃসময়ের সম্বল। আর জনসনের পাশে বড় সহায় হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর মা।নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে অন্যদের এখন শিক্ষা দেওয়ার কাজে নেমেছেন জনসন। টরন্টোতে তরুণদের ড্রাগ বিষয়ে সচেতন করে যাচ্ছেন। ম্যারাডোনাও জড়িয়ে আছেন ফুটবলের সঙ্গে, দুবাইয়ের ক্রীড়াদূত এখন এই কিংবদন্তি। শুধু ড্রাগ নয়, তাঁরা কথা বলেছেন খেলার মাঠে সহিংসতা নিয়েও। খেলার মতো নির্মল বিনোদনকে সব ধরনের কলুষতা থেকে মুক্ত রাখার আহ্বানও জানিয়েছেন একই সুরে। ওয়েবসাইট।বৈষম্যময় সমাজে পুরুষ সুবিধাভোগী। এটি পুরুষকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ে সার্টিফিকেট কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। মাহ্ফুজ আনাম বলেন, ‘আমরা বৈষম্যহীন সমাজের নাগরিক হতে পারব না, যদি না পুরুষসমাজ এটি সম্পর্কে সচেতন হয়।’ গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আয়শা খানম।সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, কোর্সের পরিচালক সীমা মোসলেম প্রমুখ। বিজ্ঞপ্তি। |
ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ১৪ দল-সমর্থিত প্রার্থী শরীফ আহমেদের পক্ষে প্রচারণা চালান। তাঁরা বিকেলে উপজেলার কাশিগঞ্জ বাজারে এক পথসভায় শরীফ আহমেদকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। ওই দুই নেতা বলেন, শরীফকে নির্বাচিত করলে এ উপজেলার ব্যাপক উন্নয়ন হবে।এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক মিলন গত বুধবার রাতে উপজেলার বালিখাঁ বাজার, চাড়িয়া বাজার ও বিষকা বাজারে ১৮ দল-সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি বিভিন্ন পথসভায় দল-সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, স্বপ্নময় তারাকান্দা গড়তে মোতাহারকে নির্বাচিত করতে হবে। মোতাহারের জয় মানেই বিরোধী দলের জয়। তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি আপনাদের সবার পাশে থাকবেন এবং উপজেলার উন্নয়ন করবেন।এর আগে গত সোমবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য দেন। তিনি উপজেলার সব শ্রেণী-পেশার মানুষকে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে মোতাহারকে জয়ী করার আহ্বান জানান।রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে সাবেক সাংসদসহ নয়জন নেতা মাঠে নেমেছেন। তাঁদের মধ্যে বিএনপির প্রবাসী নেতাও রয়েছেন। বিপরীত চিত্র আওয়ামী লীগে। বর্তমান সাংসদসহ আরও দু-একজন মনোনয়নপ্রত্যাশী মাঠে আছেন। দলীয় কোন্দল, মামলা-হামলা নিয়ে সাংসদের ওপর ক্ষোভ ও হতাশা এবং পাওয়া-না পাওয়ার হিসাব মেলাতে না পেরে দলের অনেক শীর্ষ নেতা নির্বাচনে আগ্রহ দেখাচ্ছেন না।মনোনয়নপ্রত্যাশী বিএনপির সৌদি আরব শাখার সহসভাপতি চিকিৎসক গাজিউর রহমান ইতিমধ্যে চারঘাট ও বাঘার মানুষকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার সেঁটেছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি এলাকাবাসীকে তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান। তবে বাঘা-চারঘাট এলাকার অন্য কেউ মনোনয়ন পেলে তাঁর পক্ষে তিনি কাজ করবেন। সংসদীয় এলাকার বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হলে তিনি মানবেন না। বিএনপির লন্ডন আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এইচ এস শামসুজ্জোহাও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন।এই দুজন ছাড়াও মাঠে রয়েছেন বিএনপি থেকে দুবার নির্বাচিত সাবেক সাংসদ ও বিএনপির রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি আজিজুর রহমান, বিএনপির চারঘাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, বাঘা উপজেলার সভাপতি নূরুজ্জামান খান, জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ও জাসাসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবদলের জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন ও জিয়া পরিষদের বাঘা পৌর কমিটির সভাপতি শাহীন মণ্ডল।বিএনপির চারঘাট উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ বলেন, পোস্টার লাগিয়ে এবার মনোনয়ন পাওয়া যাবে না। ম্যাডাম বলেছেন, যাঁরা মাঠে থাকবেন, তাঁরা মনোনয়ন পাবেন। এই আসনে তাঁর অবস্থান ভালো। তাই তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। আবু সাঈদ বলেন, আওয়ামী লীগের সাংসদ শাহরিয়ার আলম নিজের দলের নেতা-কর্মীদের কাছেই বিতর্কিত। পুলিশ ছাড়া তাঁর চলার উপায় নেই। বাড়ি করেছেন আড়ানীতে, সেখানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপির। তাঁর তো পায়ের তলায় মাটি নেই। বাঘা-চারঘাটের মানুষও স্থানীয় নেতৃত্ব চান। শাহরিয়ার আওয়ামী লীগের প্রার্থী হলে তিনি (আবু সাঈদ) সহজে জিতবেন।আওয়ামী লীগের বর্তমান সাংসদ শাহরিয়ার ছাড়াও এলাকায় শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগিয়েছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কিমিটির সহসভাপতি লায়েব উদ্দিন। সাবেক সাংসদ রায়হানুল হক ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীও মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে মাঠে এখনো তাঁদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।দলের জেলা কমিটির নির্বাহী সদস্য আমানুল হাসান বলেন, সাংসদ শাহরিয়ারের অদক্ষ নেতৃত্বের কারণে বাঘা-চারঘাটে দলে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। নিজেদের ভেতরে দুই থানায় অন্তত ৩০টি মামলা হয়েছে। সরকারি দলের কর্মী হয়েও পুলিশের তাড়া খাচ্ছেন। এই আসনে দলের বড় একটা অংশ দমন-নিপীড়নের শিকার হচ্ছে। তিনি বলেন, তাঁকে বাঘা হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে সাংসদ নিজে ডিও (ডেমি অফিশিয়াল) লেটার দিয়ে পরে আবার আলাদা ডিও করে তিনি নিজেই সভাপতি হন। দলের নেতা-কর্মীদের প্রতি সাংসদের আস্থা ও বিশ্বাস নেই। প্রয়োজন শেষ হলে ছুড়ে ফেলে দেন। এখন নেতা-কর্মীরাও তাঁকে তাই করবেন। ছাত্রলীগের বাঘা উপজেলা কমিটি ভেঙে তিনি কর্মীদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন।আওয়ামী লীগের বাঘার আড়ানী পৌর শাখার সভাপতি মাজদার রহমান বলেন, ‘নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সাংসদ অগণতান্ত্রিকভাবে পৌর কমিটি ভেঙে দিয়েছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। ঈদের পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় আমি, আমার ছেলে ও আমার চাচাতো ভাইকে আসামি করা হয়েছে। পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে। দল ক্ষমতায় থাকলেও সাংসদের কারণে আমরা নির্যাতিত হচ্ছি। সুতরাং, নির্বাচনে আমাদের ভাগ্য বদল হবে না। তাই জাতীয় নির্বাচন নিয়ে আমরা আর ভাবছি না।’যুবলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘সাংসদের অনুসারীরা আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। রক্তপাত ঘটিয়েছে। সুতরাং, এই সাংসদ ক্ষমতায় থাকা আর বিএনপির কোনো সাংসদ ক্ষমতায় আসার মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। এই নির্বাচন নিয়েও আমার আর কোনো আগ্রহ নেই।’তবে আওয়ামী লীগের বাঘা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, সাংসদের নেতৃত্বে সবাই একসঙ্গে বিভিন্ন জাতীয় কর্মসূচি পালন করছেন। বড় দলে দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ থাকতেই পারে।সাংসদ শাহরিয়ার বলেন, নির্বাচনের মাত্র দুই মাস আগে দলীয় সাংসদ সম্পর্কে যাঁরা এ ধরনের অবাস্তব অভিযোগ করছেন, দলের প্রতি তাঁদের ভালোবাসা নিয়ে প্রশ্ন আছে। ভোটেই জনপ্রিয়তা যাচাই হবে।শরীয়তপুর সদর উপজেলার গ্রাম চিকন্দি ও বড়াইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত সংঘর্ষে দুই গ্রামের ২০ জন আহত হয়েছেন। এ সময় ৪০টি ঘর ভাঙচুর করা হয়। গ্রাম চিকন্দি গ্রামের হেলাল আকন ও সামাদ মুন্সি এবং বড়াইল গ্রামের মোহাম্মদ তালুকদার ও আবু কালাম মুন্সির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদর থানার ওসি আবুল কাশেম বলেন, কোনো পক্ষই এখনো থানায় মামলা করেনি।শরীয়তপুর প্রতিনিধিজাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় বর্তমান সংকটময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় বলা হয়, এ পরিস্থিতি দেশের মানুষের কাছে কোনোভাবেই কাম্য ও গ্রহণযোগ্য নয়। দ্রুত মতৈক্যে পৌঁছে দেশকে ধ্বংসের কবল থেকে রক্ষা করতে রাজনৈতিক নেতৃত্বের প্রতিও আহ্বান জানানো হয়।গতকাল শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, সাম্প্রতি সরকার চ্যানেল ওয়ান, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বেশ কিছু গণমাধ্যম বন্ধ করেছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ কয়েকজন সাংবাদিক নির্মম হত্যার শিকার হলেও তাঁদের হত্যার বিচার হয়নি।আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর ১৬ দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।সভায় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বদিউল আলম কোষাধ্যক্ষের প্রতিবেদন এবং যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন সাধারণ সভার কার্যবিবরণী পড়ে শোনান। বিজ্ঞপ্তি। |
হবিগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় একটি কমিউনিটি সেন্টার ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। পরে ৩৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলে বিভক্তি চলছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী এবং অন্য পক্ষের নেতৃত্বে আছেন কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ। গতকাল বেলা ১১টার দিকে বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে মুশফিকের সমর্থক ছাত্রদলের সদস্য রনির সঙ্গে তাজুল ইসলামের সমর্থক শাওনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে কলেজ লাগোয়া দ্য রোজেস কিন্ডারগার্টেন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও বার্ডস কেজি অ্যান্ড হাইস্কুল ছুটি হয়। সংঘর্ষের ঘটনায় বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অভিভাবকেরাও সন্তানদের নিয়ে দিগিবদিক ছুটতে থাকেন। ছাত্রদলের এক পক্ষের নেতা-কর্মীরা অন্য পক্ষকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করতে থাকেন। এ সময় অনেকের হাতে চাপাতি, চায়নিজ কুড়ালসহ ধারালো অস্ত্র ছিল। ছাত্রদলের নেতা তাজুল ইসলামের পক্ষ নেয় শহরের রাজনগর এলাকার কিছু বাসিন্দা এবং মুশফিকের পক্ষ নেয় সুলতান মাহমুদপুর এলাকার কিছু লোক। তারা পুরো এলাকায় প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়। এ সময় শহরের অনামিকা কমিউনিটি সেন্টার ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৫টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফরিদপুরে গত শুক্রবার দিবাগত রাতে এক বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।ওই দম্পতির ছেলে কামরুল আহসান শনিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন।পুলিশ জানায়, মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।পুলিশ শনিবার দিবাগত রাতে এজাহারভুক্ত আসামি পিনিজরা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে। পিনিজরা বেগম আগে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে কাজ করতেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পিনিজরাকে আদালতে সোপর্দ করা হয়েছে।শনিবার সকালে ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি গ্রামের মালত বাড়িতে বিআইডব্লিউটিসির অবসরপ্রাপ্ত কর্মচারী শামসুল হক মালত (৭৫) ও তাঁর স্ত্রী নার্গিস নাহারের (৬০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটক জেলেদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোপালপুর ঘাট থেকে জাকেরের সুরা পর্যন্ত পদ্মা নদীর নয় কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও মাহবুব হাসান।ফরিদপুর অফিস১৮-দলীয় জোটের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কাল ২৯ ডিসেম্বর। এ কর্মসূচি ঠেকাতে সরকারের অঘোষিত ‘অবরোধ’ শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকা অভিমুখে বাস ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। কৌশলে সীমিত করা হয়েছে ট্রেন চলাচলও।‘সরকারি অবরোধ’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ, সরকারি দলের নেতা-কর্মী, সরকার-সমর্থক বাস ও লঞ্চের মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। পরিবহন কোম্পানির মালিকেরা জানিয়েছেন, ২৯ ডিসেম্বর পর্যন্ত দূরপাল্লার পথে বাস চালালে নাশকতার আশঙ্কা আছে এবং নিরাপত্তা দেওয়া সম্ভব নয়—এমন কথা বলে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকার-সমর্থক মালিক-শ্রমিকনেতারা। এ জন্য গতকাল থেকেই বাস বন্ধ হয়ে গেছে। অল্প যেসব স্থান থেকে বাস চলছে, সেগুলো আজ শনিবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নৌপথেও সরকার-সমর্থক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে লঞ্চ, স্টিমার ও সি ট্রাক বন্ধ রয়েছে। অনেক স্থানে ফেরি চলাচলও বন্ধ এবং কিছু স্থানে সীমিত করা হয়েছে। রেলপথেও ঢাকামুখী যাত্রী ঠেকাতে টিকিট নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল সকালে ও বৃহস্পতিবার রাতে যেসব যানবাহন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে, সেগুলোর যাত্রীরাও পথে পথে তল্লাশির শিকার হন। কাউকে কাউকে যাত্রাপথে নামিয়ে দেওয়া হয়।এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে বিরোধী জোটের নয়াপল্টনে সমবেত হওয়ার অনুমতি দেওয়া হয়নি।তবে গত রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক ভিডিও বার্তায় বলেছেন, কোনো কারণে তিনি উপস্থিত হতে না পারলেও দেশবাসী ও নেতা-কর্মীরা যেন কর্মসূচি চালিয়ে যান। বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দফায় দফায় বৈঠক করে বাস চালানোর জন্য বাসমালিকদের অনুরোধ জানিয়েছিলেন। এখন সরকারের পক্ষ থেকেই বাস চলাচল বন্ধ রাখতে বলা হচ্ছে।গতকাল শুক্রবার বিকেল থেকেই অনেক জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলা-উপজেলায় ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা যাতে বাস ভাড়া করতে না পারেন, সে জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় মাইকিং করে বাস বন্ধ রাখার নির্দেশ দেন সরকার-সমর্থক পরিবহন নেতারা।পরিবহন খাতের একাধিক সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে মিরপুরে সাংসদ আসলামুল হকের ভাই মফিজুল হকের বাসায় পরিবহন শ্রমিক-মালিকদের ডেকে বৈঠকে বসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সেখানে আসলামুল হকও ছিলেন। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে এ বৈঠক থেকে বাস না চালানোর নির্দেশ দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায়। পরিবহন খাতের সরকার-সমর্থক একাধিক নেতা জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়েও পরিবহন নেতাদের ডেকে নিয়ে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, সরকারের অঘোষিত অবরোধ বাস্তবায়নের কাজে সমন্বয় করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।অখ্যাত সংগঠন ‘চট্টগ্রাম বিভাগীয় মটর চালক লীগ’ আজ শনিবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। পরিবহন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাস, ট্রাক কিংবা গণপরিবহন খাতে কোনো নিয়ন্ত্রণ নেই মোটরচালক লীগের। অল্প কিছু মাইক্রোবাস চলে এই সংগঠনের ব্যানারে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। কয়েকজন পাম্প মালিক প্রথম আলোকে জানিয়েছেন, তাঁদের নানাভাবে যানবাহনে জ্বালানি সরবরাহ না করতে বলা হয়েছে। তবে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক তা অস্বীকার করেন। তাঁর মতে, বিচ্ছিন্নভাবে কেউ কেউ জ্বালানি সরবরাহ বন্ধ করতে পারে।বাস: ঢাকার মহাখালী টার্মিনাল থেকে গতকাল বিকেল থেকেই নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বিভিন্ন পথের কিছু কিছু মালিক বাস চালানো বন্ধ করে দিয়েছেন। বগুড়া থেকে বেলা তিনটার পর আর কোনো বাস ছাড়েনি। রাজশাহী থেকে বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায়। রংপুরে বিকেলে বাস চলাচল বন্ধ হওয়ার কথা মাইকে ঘোষণা করা হয়। পটুয়াখালী ও চুয়াডাঙ্গা থেকে বাস বন্ধ হয়ে যায় সকাল ১০টায়। দুপুর থেকে বাস চলেনি বরিশাল থেকেও।বগুড়ায় বিভিন্ন বাস কোম্পানির ২০-২৫টি কাউন্টার আছে। ঢাকা-বগুড়া পথের এস আর পরিবহনের বগুড়ার ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ‘বাস ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই আমরা বন্ধ করে দিয়েছি।’গতকাল বিকেলে কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে কথা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুল আলম ও শাহরিয়ার হোসেনের সঙ্গে। তাঁরা জানান, শনিবার জয়পুরহাট যাওয়ার জন্য টিকিট কেটেছেন। তবে বাস চলবে কি না, কাউন্টার থেকে বলতে পারেনি। ফোন নম্বর রেখে দিয়ে বলেছে, বাস না চললে টিকিট ফেরত নেওয়া হবে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, ১৮ দলের কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধ করার ঘোষণা শোনার পর থেকে তাঁরা গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।সারা দেশে বাস চলাচল করে এমন অন্তত কয়েকটি বড় পরিবহন কোম্পানির মালিক প্রথম আলোকে বলেন, সম্প্রতি নৌমন্ত্রী শাজাহান খানের কথামতো অবরোধে বাস না চালিয়ে ভর্ৎসনার শিকার হন অনেকে। এবার বাস না চালানোর জন্য কড়া নির্দেশ এসেছে। ওই মালিক বলেন, ‘আমরা এখন কই যাব। আসলে ফাটা বাঁশে আমাদের পা আটকে গেছে।’মহাখালী বাস টার্মিনাল থেকে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির মালিক বলেন, টার্মিনাল থেকে বের হলেই পুলিশ গাড়ি রিকুইজিশন করছে। মালিক সমিতির পক্ষ থেকে বাস চালাতে নিষেধ করেছে। তাই গতকাল সন্ধ্যার পর বাস বন্ধ হয়ে গেছে।জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, বাস বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তার কথা ভেবে যদি কেউ বাস না চালায়, তাতে তাঁদের কিছু করার নেই।রেলপথ: রেলপথে যাত্রীবেশে যাতে বিরোধী দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে কেউ যোগ দিতে না পারে, সে জন্য ঢাকার বাইরের সব স্টেশন থেকে আসনবিহীন টিকিট বিক্রির ওপর কড়াকড়ি আরোপ করার নির্দেশনা দেওয়া হয়েছে। টানা অবরোধের কারণে এমনিতেই রেলের সময়সূচি ভেঙে পড়েছে। এর পরও ঢাকামুখী ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে কারণে-অকারণে থামিয়ে রাখার নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন একাধিক রেল কর্মকর্তা।রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ট্রেন বন্ধ না রেখে কৌশল করে যাত্রী কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে আগামী দুই দিন আসনবিহীন টিকিট বিক্রি হবে না। মালগাড়ির পরিমাণ বেড়ে যাবে। যাত্রীবাহী ট্রেন বসিয়ে মালগাড়ি পার করা হবে। হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশ এবং বিএনপির এর আগের ‘চল চল ঢাকায় চল’ কর্মসূচিতেও একই কৌশল নেওয়া হয়েছিল। রেল শ্রমিক লীগ কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে পাহারা বসাবে বলেও জানা গেছে। শামীমা আক্তার ঢাকায় আসার জন্য ফেনী থেকে গতকাল বেলা একটায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে চড়েন। কুমিল্লা আসে পৌনে পাঁচটায়। সন্ধ্যা সাড়ে সাতটায় ভৈরব। অথচ ট্রেনটি বিকেলেই ঢাকায় পৌঁছানোর কথা। এখন গভীর রাতে কীভাবে বাসায় যাবেন এ শঙ্কার কথা ট্রেনে বসে এই প্রতিবেদককে জানান তিনি। ওই যাত্রী জানান, পথে সব স্টেশনেই ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে। নৌপথ: নৌপথে পুলিশ ও শ্রমিক লীগ মিলে লঞ্চ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘাট শ্রমিক লীগ পাহারা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোলায় পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীরা পাহারা বসিয়েছেন লঞ্চঘাটে।ভোলার ২০টি ঘাট থেকে ঢাকা, বরিশাল ও লক্ষ্মীপুরের উদ্দেশে কোনো যাত্রীবাহী লঞ্চ, সি ট্রাক, ফেরি, ইঞ্জিনের নৌকা ছেড়ে যায়নি। ভোলা থেকে প্রতিদিন গড়ে ১২টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়ে। গতকাল ভোলা-বরিশাল, ভোলা-লক্ষ্মীপুর পথেও লঞ্চ-ফেরি ও সি ট্রাক চলেনি। বৃহস্পতিবার যেসব লঞ্চ চলেছে, সেগুলোর যাত্রীরাও পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের দ্বারা হয়রানির শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ রহমান অ্যান্ড সন্সের ব্যবস্থাপক ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অভিযোগ করেন, পুলিশ ভোলা থেকে কোনো লঞ্চ ছাড়তে দেয়নি। সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, এ ব্যাপারে তাঁদের কোনো নির্দেশনা নেই। শুক্রবার সন্ধ্যার পর পটুয়াখালী থেকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়েনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে সৈকত-৯, সুন্দরবন-৯ ও কুয়াকাটা-১ লঞ্চ তিনটি গতকাল ভোরে যাত্রী নিয়ে পটুয়াখালী আসে। সেগুলো সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাড়েনি। পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক এস এম বদরুল আলম বলেন, সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই।ফেরি বন্ধ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলও কমিয়ে দেওয়া হয়েছে। ফেরিঘাটে প্রতিটি যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ফেরিঘাট সূত্র জানায়, গড়ে ১০টি ফেরি সারা দিন যানবাহন পারাপারে ব্যবহূত হয়। কিন্তু গতকাল সন্ধ্যার দিকে অধিকাংশই অলস বসে ছিল।বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাকৃতিক কারণ ছাড়া অন্য কোনো কারণে ফেরি বন্ধ রাখার নির্দেশনা নেই। ফেরি বন্ধ থাকার কারণে ভোলার ফেরিঘাটে শত শত মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে আছে। ইলিশা ফেরিঘাটের পরিবহনকর্মী মো. হোসেন বলেন, তাঁদের গাড়িতে সব চট্টগ্রামের যাত্রী, তার পরও পুলিশ ফেরি ছাড়তে দেয়নি। নির্বাচনী জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মাওয়া-কাওড়াকান্দি ফেরিঘাট হয়ে ঢাকায় আসেন। এ উপলক্ষে সকাল থেকে ফেরি, স্পিডবোট চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয় বলে বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে।(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা) |
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র ও কাউন্সিলরদেরদলমতের ঊর্ধ্বে উঠে জনসেবা করার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরভবন প্রাঙ্গণে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ আহ্বান জানান।অর্থমন্ত্রী বলেন, ‘রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনসেবা। তাই জনস্বার্থ যেখানে জড়িত, সেখানে আমাদের দলমতের ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের চলমান রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।’সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী প্রমুখ।এরশাদের সঙ্গে অর্থমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সিলেটের সার্কিট হাউসে অবস্থানরত জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সার্কিট হাউসে এ সাক্ষাৎ হয়। প্রায় সাত মিনিটের সাক্ষাতে দুজন জাতীয় নির্বাচন ও সিলেটে সরকারের উন্নয়ন নিয়ে কথা বলেন।এরশাদের সঙ্গে সাক্ষাতে কী কথা হয়েছে—সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘মহাজোটে এরশাদ আছেন কি না, এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য। এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও যাবে না। আমরাও চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক।’ শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।চট্টগ্রামের আলোচিত তিন খুনের মামলাটি প্রত্যাহারের জন্য আবারও সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০১১ সালে একবার প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও আদালত তা মঞ্জুর করেননি।এই মামলার আসামি শিবিরের ক্যাডার আবুল কাশেম ওরফে জামাই কাশেম ও বাইট্টা ইউসুফ। কাশেম ইসলামী ছাত্রশিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ ২৩ অক্টোবর মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। ৫ নভেম্বর আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।কাশেমের ভাই শাহজাহান প্রথম আলোকে বলেন, মামলা থেকে অব্যাহতি পেতে কাশেম শিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন।শিবিরের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৯ জুন নগরের বায়েজীদ বোস্তামী বালুছড়া এলাকায় আসামিদের ব্রাশফায়ারে নিহত হন শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তাঁর বড় ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগম।বর্তমানে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। আসামিরা যে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা ইতিমধ্যে ১৫ সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে।এদিকে মামলা প্রত্যাহারের আবেদনে নিহতের পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, আসামিরা অব্যাহতি পেলে তাঁরা বিচার পাবেন না। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে।বিষয়টির সত্যতা স্বীকার করে কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছি। শুনানি শেষে আদালত আদেশ দেবেন।’মামলাটি প্রত্যাহারে মন্ত্রণালয় প্রথম চিঠি পাঠায় ২০১১ সালের ২৫ জুলাই। তখন পিপি আদালতে আবেদন জানালে তা নামঞ্জুর করেন বিচারক। এরপর মামলাটির সাক্ষ্যগ্রহণ চলতে থাকে। এখন সরকারের শেষ সময়ে এসে আবার মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, কাশেম নিজেকে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে মামলাটি প্রত্যাহারে জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করেন ২০১০ সালে। এতে সুপারিশ করেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের নেতা ইনামুল হক দানু।২০০৪ সালের ২৯ জুন নগরের কুলগাঁও এলাকায় প্রকাশ্যে গুলি করে শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তাঁর ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগমকে হত্যা করা হয়। পরদিন সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বায়েজীদ বোস্তামী থানায় মামলা করেন। মামলায় কাশেম ও ইউসুফ ছাড়াও গিট্টু নাছির এবং ফয়েজ মুন্নাকে আসামি করা হয়। পরের বছরের ৭ ফেব্রুয়ারি এই চারজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। কয়েক বছর আগে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাছির ও ফয়েজ মারা যান। ২০০৭ সালের ৫ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটির ২২ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।নিহত সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার শহরের বালুছড়া এলাকার বাসায় গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘দুই শিশুসন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় বেঁচে আছি। ওরা ছাড়া পেলে আমাদের মেরে ফেলবে। প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার মামলাটি কীভাবে প্রত্যাহার হয়, দেশবাসীর কাছে এটাই আমার প্রশ্ন।’কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের নগরের নানুয়াদীঘির পাড়ের বাসভবনে তল্লাশি চালিয়ে আসবাবপত্র তছনছ করার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।ওই সময়ে মেয়রের ছোট ভাই বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাইমুল হক এবং আরেক ভাই নাজমুল হককে বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় র্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে বলে জানা গেছে। এ সময় মেয়র তাঁর বাসভবনে ছিলেন না।এদিকে বিজিবির সদস্য রিপনের মৃত্যুর পর গতকাল সন্ধ্যা থেকে নগরের উত্তর চর্থা ও দক্ষিণ চর্থা এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইমরানের উত্তর চর্থার বাড়িতেও ভাঙচুর করে র্যাব।দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় সহিংসতা ও নাশকতার ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলাতেই আওয়ামী লীগের ৯২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অন্য মামলাগুলোতেও আসামি করা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের।তাহলে কি মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের মামলার রায়ের প্রতিবাদে ঘটা সহিংসতায় জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও যোগ দিয়েছিলেন? প্রশ্নটি শুনে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন এসব করবে?’তাহলে আওয়ামী লীগের লোকজন মামলার আসামি হলেন কেন?কামরুল হাসান বলেন, ‘বাঁশখালীতে আওয়ামী লীগের দুটি পক্ষ সক্রিয়। নেতারা প্রতিপক্ষকে আসামি করতে চিরকুট দিয়ে নাম পাঠান। অমুককে আসামি করো, তমুককে করো। আমাদের কী করার আছে। তবে তদন্তে আসল দুর্বৃত্তদের অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হবে।’ প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রায় ঘোষণার পর বাঁশখালীতে ঘটা সহিংসতার একটি মামলায় (নম্বর ১, ১/৯/২০১৩ ইং) ২১১ জনকে আসামি করা হয়। আওয়ামী লীগের এক পক্ষের নেতাদের চিরকুটের ভিত্তিতে দলটির অন্তত ৯২ জনকে এই মামলায় জড়ানো হয়েছে, যাঁরা আসলে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এ রকম আরও পাঁচ-ছয়টি মামলায় কমবেশি দলীয় নেতা-কর্মীদের ফাঁসানো হয়েছে।কামরুল হাসান ১ নম্বর মামলায় আওয়ামী লীগের ৯২-৯৩ জনকে আসামি করার কথা স্বীকার করেছেন। অন্য মামলাগুলোতেও সরকারি দলের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে বলে তিনি প্রথম আলোকে জানিয়েছেন। অযাচিত হস্তক্ষেপের কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।এই ৯২-৯৩ জন নিরীহ ব্যক্তি কারা—জানতে চাইলে তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ সম্ভব নয় বলে জানান ওসি। বাঁশখালী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। ‘আওয়ামী লীগ’ ও ‘জামায়াতপন্থী আওয়ামী লীগ’। দলের একটি পক্ষের নেতৃত্বে সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী ও অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আবদুল্লাহ কবির ওরফে লিটন। লিটন ‘জামায়াতপন্থী আওয়ামী লীগের’ নেতা হিসেবে এলাকায় পরিচিত।আওয়ামী লীগের একাধিক কর্মী ও এলাকার রাজনীতিসচেতন ব্যক্তি বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই বাঁশখালীতে জামায়াত-শিবিরের তাণ্ডব থামছে না। থানার পুলিশও কাজ করতে পারছে না।এবারের একতরফা নির্বাচনে আবদুল্লাহ কবির লিটনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে ঘোষণার পরদিন সেটা প্রত্যাহার করে বাঁশখালী আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানকে প্রার্থী করা হয়। যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার ঠিক আগে থেকেই বাঁশখালীকে বিচ্ছিন্ন করে দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গত ফেব্রুয়ারিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর থেকে শুরু হয় সহিংসতা। চট্টগ্রামের সঙ্গে কয়েক দফা বিচ্ছিন্ন ছিল বাঁশখালী। ধারাবাহিক সহিংসতায় নিহত হন একজন সংখ্যালঘু নাগরিক। পুড়িয়ে দেওয়া হয় উপজেলা পরিষদ ও আদালত ভবনের নথিপত্র। উৎপাটন করা হয় তিনটি সেতুর পাটাতন। ঘরছাড়া করা হয় শত শত আওয়ামী লীগের সমর্থককে। এসব ঘটনায় ১০ মাসে মামলা হয়েছে ১৭টি। এর মধ্যে ফেব্রুয়ারি ও মার্চের ঘটনায় হয়েছে নয়টি মামলা। বাঁশখালী থানা সূত্র জানায়, এসব মামলার কোনোটিরই অভিযোগপত্র দেওয়া হয়নি। এমনকি ২৮ ফেব্রুয়ারি বাঁশখালী সদরে মেয়ের বাড়িতে বেড়াতে আসা দয়াল হরি খুনের মামলার তদন্তও এক প্রকার চাপা পড়ে আছে। ফলে দয়ালের খুনিসহ প্রায় সব মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।দয়াল হরি খুনের মামলার তদন্তে অগ্রগতি আছে দাবি করলেও ১০ মাসেও অভিযোগপত্র দেয়নি পুলিশ। জানতে চাইলে ওসি কামরুল হাসান বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের পর আমরা অভিযোগপত্র দেব। অন্যান্য মামলার তদন্তও আমরা চালিয়ে যাচ্ছি।’ বাঁশখালীর স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো দাবি করছে, জামায়াত-শিবিরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আওয়ামী লীগের একটি অংশ পরোক্ষভাবে সহযোগিতা করছে। ভুক্তভোগীরা এর জন্য লিটনের অনুসারীদের দায়ী করেছেন। লিটনের ডান হাত হিসেবে পরিচিত বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মামলা-মোকদ্দমার বিষয়টি দেখভাল করেন। কারা আসামি হবে, কাকে বাদ দিতে হবে তা নূর হোসেন সমম্বয় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানতে চাইলে নূর হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভুলের কারণে আওয়ামী লীগের দু-একজনের নাম কিছু মামলায় অন্তর্ভুক্ত হতে পারে। চার্জশিট দেওয়ার সময় তাঁদের বাদ দেওয়া সম্ভব হবে।’সুলতানুল কবির চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নূর হোসেন বলেন, ‘এই লোকটি বাঁশখালী আওয়ামী লীগকে দুর্বল করে দিচ্ছেন। বিভিন্ন হামলার ঘটনায় আমরা পুলিশকে জামায়াত-শিবির ও বিএনপির লোকজনের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য করেছি। সুলতানুল কবির কি কাউকে আসামি করাতে পেরেছেন? যা হয়েছে সেটা কেবল আমাদের মাধ্যমে হয়েছে।’ ‘জামায়াত-শিবিরপন্থী আওয়ামী লীগের’ নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে নূর হোসেন বলেন, ‘এসব ভুয়া কথা। আমাদের বিতর্কিত করতে প্রতিপক্ষ এই অভিযোগ করছে।’এ ব্যাপারে আবদুল্লাহ কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি দেশের বাইরে অবস্থান করছেন। বাঁশখালীর সাবেক সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতানুল কবির চৌধুরী বলেন, ‘এই সরকারের পাঁচ বছরের মেয়াদে আমি কেবল একবার বাঁশখালী থানায় গিয়েছি, যেদিন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। এর মধ্যে ফোন করে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার রেকর্ড আমার নেই। চিরকুট দিয়ে প্রতিপক্ষকে কেন ফাঁসাতে যাব?’ সুলতানুল কবির বলেন, ‘সব কটি মামলায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীকে ফাঁসানো হয়েছে। এমনকি বিএনপির কিছু নিরীহ লোকও এসব থেকে বাদ পড়েনি। কারা করেছে সেটা আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন।’ আওয়ামী লীগের একাধিক কর্মী নাম প্রকাশ না করে বলেন, সহিংস ঘটনায় জামায়াত-শিবিরের লোকজন জড়িত। আর যে গ্রাম বা পাড়া থেকে হামলাকারীরা এসেছে সেখানকার কেউ আসামি হয়নি। এ জন্য আগের ওসি ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুষছেন অনেকে। এই দুই কর্মকর্তার সঙ্গে জামায়াত-শিবির ও বিএনপির নেতাদের সুসম্পর্ক রয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালের সাক্ষাৎ গত বুধবার এলাকায় গিয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাঁশখালীর অবস্থা খুব ভালো। আপনি সরেজমিন খোঁজ নিয়ে দেখে যেতে পারেন।’ সরেজমিন যাওয়ার কথা জানলে ইউএনও প্রথম আলোকে বলেন, ‘আপনি কি পূজা উদ্যাপন কমিটির নেতার সঙ্গে কথা বলেছেন? কোনো নাগরিক তাঁর আতঙ্কের কথা আপনাকে জানিয়েছেন? তাঁর নাম আপনি আমাকে বলেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘ইউএনও সাহেব ভালো মানুষ। তাঁর দক্ষতার কারণে বাঁশখালীর আইনশৃঙ্খলা অনেক উন্নত।’ |
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ ইয়ামিন চৌধুরীসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়েছে। সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ (দায়রা) আদালতে গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন জেলার ছাতক উপজেলার ব্যবসায়ী মো. মাহতাব হোসেন।মামলায় জেলা প্রশাসক ছাড়াও সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার অলিউর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইনুন আখতার, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গৌরপদ সূত্রধর, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, ছাতকের সহকারী কমিশনার (ভূমি) গোলাম মাইনুদ্দিন হাসানসহ ১১ জন সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় অবস্থিত চেলা নদী ও মরাচেলা নদী বালুমহালের ১৪২০ বাংলা সনের ইজারাদার হলেন ব্যবসায়ী মো. মাহতাব হোসেন। এই বালুমহালের ১৪১৯ বাংলা সনের ইজারাদার ছিলেন রবীন্দ্রনাথ, রাসেল আহমদ ও ফজলে করিম। মামলায় এই তিনজনকেও আসামি করা হয়েছে। তাঁরা বালুমহালের বৈধ মেয়াদকাল চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত ভোগদখল করার পর অন্য আসামিদের যোগসাজশে ১০৬ দিন বাড়তি ভোগদখল করেন। মৌসুমের এই সময়ে বালু সংগ্রহকারী নৌকা থেকে প্রায় ৭০ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। বাড়তি সময়ের টোল আদায়ের টাকা ইজারাদার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন।আরজিতে উল্লেখ করা হয়, বালুমহালটি ১৪২০ বাংলা সনের জন্য ইজারা নিতে সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. মাহতাব হোসেন মনোনীত হন। একই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ঠিক করে রাখা হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে ইজারাদার নিয়োগের চেষ্টা করেন এবং মাহতাব হোসেনের কাছ থেকে ইজারামূল্য নিতে টালবাহান শুরু করেন। পরে বিভাগীয় কমিশনারের কাছে মৌখিকভাবে অভিযোগ করলে জেলা প্রশাসন মাহতাব হোসেনের কাছ থেকে ইজারামূল্য নেয়।আরও অভিযোগ করা হয়, মো. মাহতাব হোসেনের কাছ থেকে ওই বালুমহালের ১৪২০ বাংলা সনের ইজারামূল্য, উৎসে কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ২৫ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসক মূল ইজারামূল্য ২১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ৩ শতাংশ হারে ৬৪ হাজার ৫০০ টাকা তাঁর ব্যক্তিগত তহবিলে জমা রাখেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে ৫০ টাকা মূল্যের অলিখিত স্ট্যাম্পে মো. মাহতাব হোসেনের সই রেখে এর সঙ্গে আরও ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প যুক্ত করে একটি অঙ্গীকারনামা তৈরি করা হয়। এতে বলা হয়, ১৪২০ বাংলা সনের প্রথম ১০৬ দিনের কোনো দাবি (মাহতাব) করতে পারবেন না। কিন্তু মাহতাব হোসেন এই অঙ্গীকারনামার বিষয়ে কিছুই জানেন না এবং তিনি এই ১০৬ দিনের প্রতিদিনের জন্য সাত হাজার ৬৮ টাকা করে ইজারামূল্য দিয়েছেন।বাদীর পক্ষে আদালতে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বিচারক মো. ইসরাইল হোসেন মামলাটি তদন্তের জন্য সিলেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়কে নির্দেশ দিয়েছেন।তবে সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মজিদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এ মামলার ব্যাপারে আদালত কোনো আদেশ দিয়েছেন বলে আমার জানা নেই।’সুনামগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘আদালতে একটা পিটিশন দেওয়া হয়েছে বলে আমি শুনেছি।’পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে হওয়া মামলায় আদালত গতকাল রোববার এক চিকিৎসকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন। তাঁরা হলেন বরগুনা সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার তাপস কুমার তালুকদার, ভান্ডারিয়ার লাবণ্য ক্লিনিকের মালিক নজরুল ইসলাম ও বিজন কুমার।তাপস কুমার ঘটনার সময় ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে বরগুনা সদর হাসপাতালে বদলি করা হয়। বিজন কুমার ঝালকাঠির কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট।বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিলেন। গতকাল পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে বিচারক আলী মাসুদ শেখ তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।রফিকুল ইসলাম জানান, গত ১২ সেপ্টেম্বর ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের হাফেজ নুর মোহাম্মাদের মেয়ে সুরাইয়া আক্তার (১৫) অসুস্থ হলে তাকে ভান্ডারিয়া উপজেলা সদরের লাবণ্য ক্লিনিকে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে অস্ত্রোপচার করেন। ১৬ অক্টোবর সুরাইয়া মারা যায়। এ ঘটনায় সুরাইয়ার খালাতো ভাই ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে ভান্ডারিয়া থানায় মামলা করেন।জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা আবেদীর হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে এবং তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার উপাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক ও ভাড়াটে সন্ত্রাসী তাঁর ওপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।অধ্যক্ষের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অধ্যক্ষ নুরুল হুদা ও উপাধ্যক্ষ আবদুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বেলা ১১টায় রশিদ, প্রভাষক শামীম হুসাইনসহ কয়েকজন শিক্ষক ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে অধ্যক্ষের ওপর হামলা চালান। হামলার সময় অধ্যক্ষ নিজ কার্যালয়ে ছিলেন। শিক্ষক ও সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ও দুই হাত ভেঙে দিয়েছে। এ ছাড়া তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। কিছুক্ষণ পর মাদ্রাসার কর্মচারীরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে উপাধ্যক্ষ আবদুর রশিদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।বাসাজুড়ে ভাঙা আসবাবের টুকরা। পরিধেয় কাপড়, বইপত্র, ফ্রিজ, কম্পিউটার, আলমারি, ঘড়িসহ নিত্যব্যবহার্য সামগ্রী ও খাদ্যদ্রব্য—সবকিছু তছনছ, ওলট-পালট। ছড়ানো-ছিটানো কাচের কাপ-প্লেটের অসংখ্য টুকরা। চুরমার বাথরুমের কমোডও।দেখে মনে হবে, সন্ত্রাসী বা ডাকাত দল এমন কাণ্ড করেছে। আসলে অভিযানের নামে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুরের কয়েকটি বাসায় ভাঙচুর চালিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য এ অভিযানের সময় পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। তাঁরা ধরে নিয়ে গেছেন কলেজপড়ুয়া মেয়ে, গৃহবধূ এমনকি শিশুকেও। অভিযোগের বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও ওসি সালাউদ্দিন ফোন ধরেননি। তবে ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসায় ভাঙচুরের বিষয়টি পুলিশের পেশাগত কাজের সম্পূর্ণ বিরোধী।রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারীসহ অপরাধীদের ধরতে ওই অভিযান পরিচালিত হয়েছে। তবে বাসায় ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।শুধু মিরপুর নয়, ওই রাতে দেশের বাইরে বিভিন্ন স্থানে অভিযানে নেমে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে অন্তত ১৩২ জনকে ধরপাকড় করে থানায় নিয়ে যায় পুলিশ। সব মিলিয়ে ঢাকা ও সারা দেশে আটকের সংখ্যা এক রাতে ২৪১। ভুক্তভোগী পরিবারগুলো বলছে, ধরপাকড়ের শিকার হওয়া অনেকেই নিরীহ। তাঁদের ছাড়াতে গতকাল মিরপুর থানার চারপাশে ভিড় জমান তাঁরা।এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ২০-৩০ জনের পুলিশ দল মিরপুর মধ্য মনিপুরের একটি পাঁচতলা বাড়ির তিনতলার ফ্ল্যাটে অভিযান চালায়। ফ্ল্যাটটি ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি মামুন হাসানের। তখন বাসায় কেউ ছিল না। পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে ভাঙচুর চালায়। ঘণ্টা দেড়েক পর সেখান থেকে কিছুটা দূরে মামুন হাসানের বড় ভাই মাহবুব হাসানের বাসায় যায় পুলিশ। ভেতরে ঢুকে মাহবুব, তাঁর বৃদ্ধ মা হাজেরা বেগম ও শিশুসন্তান মেহেদী হাসানকে একটি কক্ষে আটকে রেখে বাসায় আসবাবপত্র ভাঙচুর করে পুলিশ দল। এরপর মাহবুবের স্ত্রী, বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় মেয়ে ও কলেজপড়ুয়া ছোট মেয়েকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।যুবদল নেতা মামুনের ফ্ল্যাটে গিয়ে গতকাল দরজা খোলা পাওয়া যায়। দরজার সিটকিনি ভাঙা। ভেতরের প্রতিটি কক্ষে খাট, চেয়ার-টেবিল, আলমারিসহ আসবাবপত্রের ভাঙা অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। মেঝেতে পড়ে থাকতে দেখা যায় খালেদা জিয়ার সঙ্গে মামুনের তোলা অসংখ্য ছবির ভাঙা ফ্রেম। আঘাতে বাঁকা হয়ে পড়ে আছে ফ্রিজ, সিপিইউ। ভেঙে পড়ে আছে কম্পিউটারসহ অসংখ্য ব্যবহার্য সামগ্রী। বাথরুমের কমোডও ভাঙা অবস্থায় দেখা যায়। মামুনের ভাই মাহবুবের বাসায়ও একই দৃশ্য পাওয়া যায়।মাহবুব সাংবাদিকদের বলেন, পাঁচ বছর ধরে তিনি প্যারালাইসিসের রোগী। পরিবার নিয়ে নিজের একতলা বাসায় থাকেন। রাত তিনটার দিকে বাসার সামনে শব্দ শুনতে পেয়ে তিনি জেগে ওঠেন এবং বাইরে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চান। তাঁরা পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে দিতেই ওসি সালাউদ্দিনসহ বেশ কয়েকজন পোশাকধারী পুলিশ সদস্য ভেতরে ঢুকে পড়েন। ওসি পরিবারের সবাইকে ডেকে আনতে বলেন। তিনি (মাহবুব) মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে ঘুম থেকে জেগে তোলেন। সালাউদ্দিন সবার কাছ থেকে পাঁচটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে থানায় যাওয়ার কথা বলেন।মাহবুব বলেন, ‘আমি ওসিকে বললাম, আমার স্ত্রী কেন যাবে? এ কথা বলার সঙ্গে সঙ্গে ওসি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ক্রসফায়ারের হুমকি দেন। আমার স্ত্রী ও দুই মেয়েকে গাড়িতে তোলেন। এরপর আমাকে, আমার বাচ্চা মেহেদী ও মাকে একটি কক্ষে আটকে রেখে বাসাজুড়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।’ তিনি বলেন, তাঁর ভাই রাজনীতি করেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়টি পুলিশকে বারবার বলা হয়েছে। পুলিশ শোনেনি।গতকাল বিকেলে মিরপুর থানার সামনে রোকেয়া আহমেদ নামের এক নারী সাংবাদিকদের জানান, রাতে আহমেদনগর পাইকপাড়ায় তাঁর বোন সাবেক কমিশনার রুনু আক্তারের বাসায় অভিযান চালায় পুলিশ। তাঁকে না পেয়ে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী ১৩ বছরের সন্তান আমিন মোহাম্মদ ও চার্টার্ড অ্যাকাউনট্যান্টন্স-পড়ুয়া মেয়ে শারমিনকে থানায় নিয়ে যায় পুলিশ। সারা দিন আটকে রেখে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে বাসার তত্ত্বাবধায়ক সামিউরকে আটক করা হলেও তাঁকে ছাড়া হয়নি।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানার সামনে দাঁড়িয়ে থেকেও ছেলের সঙ্গে দেখা করতে পারেননি মা মাসুদা বেগম। তিনি বলেন, গতকাল তাঁর ছেলে মাসুদুর রহমানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে কল্যাণপুরের একটি মেস থেকে তাঁকে ধরে নিয়ে যায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য শরীয়তপুরের গ্রামের বাড়ি থেকে পাঁচ মাস আগে ঢাকায় আসেন মাসুদুর।দেবাশীষ দাস নামের একজন জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র তাঁর ভাই সৌরভ ভদ্র। পুলিশ বৃহস্পতিবার রাতে কল্যাণপুরের একটি মেস থেকে তাঁকে ধরে নিয়ে এসেছে।সারা দেশে আটক ১০৯: চট্টগ্রাম শহরে শিবিরের ২২ নেতা-কর্মী আটক হয়েছেন। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নেজাম উদ্দিন জানান, তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতা-কর্মী। সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াত-শিবিরের আরও পাঁচ নেতা-কর্মী আটক হয়েছেন। পুলিশ জানায়, গাড়িতে আগুন, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।ফেনীতে বিএনপি ও জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন ও পরশুরামে দুজন।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গত ১১ আগস্ট গাড়ি ভাঙচুরের একটি মামলায় শিবিরের এক কর্মীকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাকসাম উপজেলার পেরুল (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন জামায়াতের সহকারী আমীর নূর উদ্দিনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮-দলীয় জোটের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ফরিদগঞ্জে চারজন, সদরে চারজন, হাজীগঞ্জে একজন, শাহরাস্তিতে একজন ও কচুয়ায় একজন।যৌথ বাহিনী গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আজাহার ইসলাম মোল্লাহসহ বিএনপি-জামায়াতের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে জয়দেবপুরে ১৮ জন, টঙ্গীতে পাঁচ, কালিয়াকৈরে দুই, কালীগঞ্জে দুই ও শ্রীপুরে দুজন গ্রেপ্তার হন। অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শোয়েব আহমেদ রয়েছেন। নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে আটক হন সাতজন। তাঁদের মধ্যে আছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমঞ্চদ।বগুড়ার শেরপুর থেকে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। |
ক্ষেত্র যা-ই হোক, সর্বকালের সেরা নিয়ে বিতর্কটা নিরন্তর। তবে ওই আঙিনার কোনো মহিরুহ যখন কোনো রায় দেন, সেটিকে বাড়তি গুরুত্ব দিতেই হয়। আন্দ্রে আগাসি যেমন সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় বলছেন রজার ফেদেরারকে। টেনিসের সর্বকালের সেরা বিতর্কে ফেদেরারের পাশাপাশি বা সবচেয়ে কাছাকাছি থাকে পিট সাম্প্রাসের নাম। কিন্তু আগাসির মতে, সাম্প্রাসের চেয়ে অনেকটাই এগিয়ে ফেদেরার!শুধু নিজে টেনিস ‘গ্রেট’ বলেই নন, আগাসির মতামতকে বাড়তি গুরুত্ব দিতে হবে আরেকটা কারণেও। সাম্প্রাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই। টেনিস-বিশ্বের সব প্রান্তে, সব ধরনের কোর্টে মুখোমুখি হয়েছেন দুজন, ক্যারিয়ারজুড়ে উপহার দিয়েছেন দারুণ সব দ্বৈরথ। স্বদেশি সাম্প্রাসকে তাই খুব কাছ থেকেই দেখেছেন আগাসি, খুব ভালো করেই জানেন তাঁর শক্তি আর দুর্বলতা। আর বিশ্ব টেনিসে ফেদেরার-রাজত্বের যখন শুরু, আগাসি তখন বিদায় নিয়েছেন। তবে টিভিতে বা গ্যালারিতে বসে কাছ থেকেই দেখেছেন ফেদেরারকেও। সেই অভিজ্ঞতা আর দেখা থেকেই নিজের উপলব্ধির কথা আগাসি জানিয়েছেন ভিডিও স্ট্রিমিং নেটওয়ার্ক হাফপোস্ট লাইভকে।এমনিতে ফেদেরার-সাম্প্রাস বিতর্কে ফেদেরারকে এগিয়ে রাখা লোকের সংখ্যাই হয়তো বেশি হবে। তবে একজনকে বাছতে গিয়ে গলদঘর্ম হতে হয় প্রায় সবাইকে। আগাসি সেখানে ফেদেরারকে ‘অনেকটা এগিয়ে’ রেখেছেন বলেই কৌতূহল জাগছে বেশি। ব্যাখ্যাটাও অবশ্য দিয়েছেন আগাসি, ‘সত্যি বলতে, আমি মনে করি ফেদেরার অনেকটাই এগিয়ে। এমন একজনের কথা আমি বলছি, যে কিনা স্রেফ ক্লে কোর্টে একজনকে ছাড়া (নাদাল) আর সব ধরনের কোর্টে, সবার বিপক্ষে কর্তৃত্ব দেখিয়েছে। দ্রুতগতির কোর্টে পিট অবশ্যই অসাধারণ ছিল, কিন্তু ক্লে মৌসুমে সবাই ওর বিপক্ষে খেলতে চাইত। ওটাই ছিল ওর বিপক্ষে জয়ের সুযোগ, ওকে হারানোর সুযোগ। ফেডের বিপক্ষে সেই বিলাসিতার সুযোগ নেই। ও একজন সম্পূর্ণ খেলোয়াড়।’পরিসংখ্যানে সাম্প্রাসকে অনেক আগেই ছাড়িয়েছেন ফেদেরার। আগাসির দাবির পক্ষে যুক্তি হিসেবে তবু আরেকবার পরিসংখ্যানের আশ্রয় নেওয়া যায়। সাম্প্রাসের জয়ের হার হার্ড কোর্ট (শতকরা ৮০.৪) ও ঘাসের কোর্টের (৮৩.৫) চেয়ে ক্লে কোর্টে (৬.২৫) অনেকটাই মলিন। ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন তারকা কখনোই ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ পাননি। বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লে কোর্টের শিরোপাও মাত্র ৩টি। সাম্প্রাসের চেয়ে সব কোর্টেই জয়ের হার বেশি ফেদেরারের, আলাদা করে বলা যায় ক্লে কোর্টে জয়ের হারের কথা (৭৬.৬)। একবার রোলাঁ গারোঁয় ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ফেদেরার, ক্লে শিরোপা আছে আরও ৯টি। সাম্প্রাসের ক্যারিয়ার শিরোপা ৬৪, ফেদেরারের ৭৭। সাম্প্রাসের ২৮৬ সপ্তাহ র্যাঙ্কিং শীর্ষে থাকার রেকর্ডও গত বছর ছাড়িয়ে গেছেন ফেদেরার। আগাসি যেমন বলেছেন, শুধু একজন অতিমানবের কারণেই ক্লে কোর্টেও রাজত্ব করতে পারেননি ফেদেরার। চার-চারবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল হেরেছেন নাদালের কাছে!বেশির ভাগের কাছেই সেরার বিতর্কটা সীমাবদ্ধ ফেদেরার-সাম্প্রাসে। তবে আগাসি কিন্তু খুব পিছিয়ে রাখতে চান না নাদালকেও। বলছেন সেরা বিতর্কে অনায়াসেই আসতে পারে নাদালের নাম, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বকালের সেরার লড়াইয়ে নাদালও থাকবে। একটি টেবিলে নাদাল যদি ফেদেরারের সঙ্গে বসে থাকে আর ফেদেরার বলে, “আমি সর্বকালের সেরা”; নাদাল প্রশ্ন করতেই পারে, “তাহলে আমাকে কেন তুমি হারাতে পারোনি? তুমি আমাকে যতবার হারিয়েছ, আমি তোমাকে তার দ্বিগুণবার হারিয়েছি। আর জানোই তো, আমি অলিম্পিক সোনা ও ডেভিস কাপও জিতেছি।”’ফেদেরার-নাদাল মুখোমুখি লড়াইয়ে নাদাল এগিয়ে ২১-১০-এ। দুজনের বর্তমান ফর্ম যেমন দ্বিমুখী, তাতে এই ব্যবধান বাড়া বৈ কমার সম্ভাবনা নেই বললেই চলে। ক্লে কোর্টে অপ্রতিরোধ্য হওয়ায় নাদালের অন্য সাফল্যগুলো যেন অনেকটাই আড়ালে পড়ে থাকে। অথচ গ্র্যান্ড স্লাম শিরোপায় সাম্প্রাসকে ছুঁতে নাদালের চাই আর মাত্র একটি ট্রফি! স্বাদ পেয়েছেন চারটি গ্র্যান্ড স্লাম জয়েরও। তবে শেষ পর্যন্ত ফেদেরারই যে সেরা, সেটাও আরেকবার বলেছেন আগাসি, ‘ফেদেরার আর সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছে আসলে নির্দিষ্ট কয়েকটি বছরে। এমন কিছু করেছে, যা আর কেউ করতে পারেনি। সেগুলোও করেছে দারুণ ধারাবাহিকভাবে।’যুক্তি তো সবই দেখানো হলো, কিন্তু এই বিতর্কে আগাসির অবস্থান কোথায়? আটটি গ্র্যান্ড স্লামজয়ী এখানেও পরিষ্কার নিজের কাছে, ‘আমি ওদের ধারেকাছেও নেই। তালিকায় আমি থাকব অনেক নিচে।’ ওয়েবসাইট।সংকট নিরসনে ও সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। উদ্যোগের অংশ হিসেবে গতকাল রোববার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে গণফোরাম নেতাদের সঙ্গে বৈঠক করেন সিপিবি-বাসদের নেতারা।সভায় বলা হয়, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই। এর ব্যত্যয় হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বিপন্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে।নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান বিতর্কের দ্রুত অবসান প্রয়োজন। সরকার ও বিরোধী দল ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে। সিপিবি-বাসদ ঐক্য, গণফোরাম ও অন্যান্য দলেরও প্রস্তাব রয়েছে।সভায় বলা হয়, সার্বিক সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ-বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জোট ও মহাজোটের বাইরে সব বামপন্থী, প্রগতিশীল, উদার গণতন্ত্রী, দেশপ্রেমিক, সৎ ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন দল ও শক্তি-ব্যক্তিকে নিয়ে সেই বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার কাজ অগ্রসর করতে হবে।সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বৈঠকে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম ও সুব্রত চৌধুরী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম ও আহসান হাবিব, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।গণফোরাম নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও গণতান্ত্রিক বাম মোর্চার নেতাদের সঙ্গে সিপিবি-বাসদের নেতাদের বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গেও বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।নির্বাচনের তফসিল ঘোষণার পরও আচরণবিধি মানছে না সরকারি দল আওয়ামী লীগ। রাজধানীজুড়ে এখন নৌকায় ভোট চেয়ে বিলবোর্ডের ছড়াছড়ি। বিভিন্ন সরকারি স্থাপনা ও দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে সরকারের পক্ষে প্রচারণার ব্যানার ও পোস্টার।সোমবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর গতকাল মঙ্গলবার সারা দিন চলে গেলেও নির্বাচন কমিশন (ইসি) এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তবে প্রচারণার এসব অবৈধ উপকরণ সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত রাতে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে। দুপুরে নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার-উপকরণ অপসারণ করতে হবে, নইলে ব্যবস্থা নেবে কমিশন।সরেজমিন দেখা যায়, নানা রং ও আয়তনের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড আগের দিনের মতো গতকালও শোভা পাচ্ছিল। কোথাও কোথাও বিজ্ঞাপনী সংস্থার ভাড়া করা বিলবোর্ড দখল করেও এসব প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণা মূলত সরকারি দলের পক্ষেই। অল্প কিছু পোস্টার দেখা গেছে বিএনপির নেতা-কর্মীদের নামে। এগুলো অবশ্য ভোট প্রার্থনা করে নয়।জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, দলীয় ও ব্যক্তিগতভাবে ভোট প্রার্থনা তফসিল ঘোষণার পরই বন্ধ করা নির্বাচন কমিশনের আইনগত দায়িত্ব। ২০০৮ সালের নির্বাচনের আগে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে এগুলো পরিষ্কার করা হয়েছিল।সরকারের কৌশলী প্রচারণা: ‘নৌকায় ভোট দেওয়া মানে বাংলাদেশের এগিয়ে চলা...’ শিরোনামে মতিঝিলের আল হেলাল পুলিশ বক্সের ওপর বিশাল বিলবোর্ড চোখে পড়ে। নৌকা প্রতীক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি-সংবলিত এই বিলবোর্ডে মহাজোট আমলে পাট ও বস্ত্র খাতের নানা কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলেও এটি পাট ও বস্ত্র মন্ত্রণালয়েরই প্রচারণা বলে জানা গেছে।বিজয় সরণির পশ্চিম প্রান্তের বিমান প্রতীকের পাশে কাঠের তৈরি বিশাল নৌকার ওপর ব্যানার টানিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরা হয়েছে। ওই ব্যানারের শিরোনামও ‘নৌকায় ভোট মানে এগিয়ে চলা’। এটিও পাট মন্ত্রণালয়ের নামে টানানো হয়েছে।জানতে চাইলে এই মন্ত্রণালয়ের সচিব ফণী ভূষণ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নৌকায় ভোট প্রার্থনা-সংক্রান্ত বিলবোর্ডের কথা আমি জানি না। এটা হওয়ার কথাও নয়।’এ ছাড়া মহাজোট সরকারের পাঁচ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে ব্যানার-বিলবোর্ড রাজধানীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে। এসব বিলবোর্ড-ব্যানারে সরাসরি নৌকায় ভোট না চাইলেও সবগুলোতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি রয়েছে।সাখাওয়াত হোসেন বলেন, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হলে সরকারের সাফল্য প্রচারের বিলবোর্ডগুলোও থাকার কথা নয়।একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা বলেন, কারওয়ান বাজার, মতিঝিল ও গুলশানে তাঁদের তিনটি বিলবোর্ড তিনটি ব্যাংকের কাছে ভাড়া দেওয়া ছিল। এগুলো এখন দখল করে স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরে বিজ্ঞাপন টানানো হয়েছে।ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, এসব বিলবোর্ড এক বছরের জন্য সিটি করপোরেশন থেকে অগ্রিম ভাড়া ও সরকারকে ভ্যাট দিয়ে অনুমোদন নেওয়া হয়। পরে তিনটি ব্যাংকের কাছে প্রায় সাত লাখ টাকা করে ভাড়াও দেওয়া হয়। এখন দখল হয়ে যাওয়ায় ভাড়া পাওয়া যাচ্ছে না।ভোট প্রার্থনা: ধানমন্ডি ২৭ নম্বর, সাতমসজিদ সড়ক, আসাদগেট, মিরপুরের শেওড়াপাড়া, আগারগাঁও থেকে পল্লবী, মতিঝিল, গুলশান, মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নৌকা ও সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রচারণা দেখা গেছে।বিজয় সরণির পূর্ব প্রান্তে সশস্ত্র বাহিনী দিবসের বড় বড় কয়েকটি বোর্ডের পাশে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউছারের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করে বিলবোর্ড বসানো হয়েছে। জানতে চাইলে মোল্লা কাউছার বলেন, এখন আর লাগানো হবে না। আগেরগুলো সিটি করপোরেশন হয়তো সরিয়ে দেবে।জিরো পয়েন্টের (নূর হোসেন স্কয়ার) পিলারগুলো ঢেকে দিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানার ও বোর্ডগুলো গতকাল সরানো হয়নি।নির্বাচনী আচরণবিধির ১২ ধারায় বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না।’তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি ভোট গ্রহণ। সেই হিসাবে তার ২১ দিন আগে অর্থাৎ ১৪ ডিসেম্বরের আগে প্রচারণা চালানো যাবে না। কিন্তু সরকারি দল আচরণবিধি লঙ্ঘন করে বেশ আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছে।সরকারি দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রচারণামূলক বিলবোর্ড ও পোস্টার লাগানো যাবে না। আগে যেগুলো লাগানো হয়েছে, সে ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কি না, সেটা পরীক্ষা-নিরীক্ষার বিষয়।পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার ও তাঁর স্ত্রী দীপ্তি রানী সরকারকে নিয়ে দরিদ্র দুটি পরিবার স্বপ্ন দেখেছিল। বোমায় দুটি পরিবারেরই স্বপ্ন ভেঙে গেল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সিদ্ধার্থ। অন্যের জমিতে কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন বাবা বিমল চন্দ্র সরকার। এখন ছেলের চাকরির টাকা দিয়েই সংসার চলছিল।রাজশাহী মহানগর পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ বিভাগের কনস্টেবল হিসেবে সিদ্ধার্থ ও দীপ্তি কর্মরত ছিলেন। আগামী ১২ জানুয়ারি সিদ্ধার্থের চাকরির তিন বছর পূর্ণ হওয়ার কথা ছিল। ২২ ডিসেম্বর দীপ্তির চাকরির দুই বছর পূর্ণ হয়েছে। সাত মাস আগে বিয়ে করে নগরের কেশবপুর এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার দায়িত্ব পালনকালে নগরের লোকনাথ স্কুলের পাশে একটি হাতবোমার আঘাতে আহত হন সিদ্ধার্থ। এ সময় দীপ্তিও ‘ডিউটি’ করছিলেন। খবর শুনেই দীপ্তি হাসপাতালে ছুটে যান। তাঁর আহাজারিতে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। রাতেই সিদ্ধার্থ মারা যান।সিদ্ধার্থের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। আর দীপ্তির বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। সিদ্ধার্থ তিন ভাইয়ের মধ্যে সবার বড়। দীপ্তির এক ছোট ভাই রয়েছে।গতকাল শুক্রবার দুপুরে কাউনিয়ার সাবদি আশ্রমপাড়া গ্রামে সিদ্ধার্থের বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহের জন্য মা, বাবা, দুই ভাইসহ গ্রামবাসী অপেক্ষা করছেন। মা প্রেয়সী রানী সরকার শোকে শয্যাশায়ী। বাবা বিমল চন্দ্র সরকার একেবারে নিশ্চুপ। ছোট ভাই পার্থ সরকার উদ্ভ্রান্তের মতো এদিক-সেদিক হাঁটাহাঁটি করছে।প্রেয়সী রানী বলেন, ‘গেল মঙ্গলবার বাবাকে (ছেলে) ফোন করছিলাম। বাবা বলছিল, মা আমি এখন ডিউটিতে আছি। আর রাজশাহীর অবস্থা ভালো না। আমি তোমাকে পরে ফোন দিব। এই ছিল ছেলের সাথে আমার শেষ কথা।’বিমল চন্দ্র সরকার বলেন, ‘আমার এক টুকরা জমিতে বসতভিটা। আর কোনো জমি নাই। কথা ছিল সিদ্ধার্থের চাকরির টাকা অল্প অল্প করে জমিয়ে জমি কেনা হবে। সেই জমিতে নিজেই চাষাবাদ করব। অন্যের জমিতে আর কাজ করতে যেতে হবে না। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।’ছোট ভাই পার্থ চন্দ্র সরকার আগামী বছর কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। আরেক ভাই দেবব্রত সরকার পঞ্চম শ্রেণীর ছাত্র। পার্থ চন্দ্র বলে, ‘ভাইয়ের বেতনের টাকা দিয়ে কোনোমতে পড়াশোনা করছিলাম। এখন কী হবে, তা ভগবানই জানেন।’ |
লোডশেডিংয়ের কারণে ফটিকছড়ি উপজেলার চা-বাগানগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। চা-বাগান সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কথা বলেছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কোনো কোনো দিন মাত্র দু-তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। যে কারণে চা-উৎপাদন ও বাগানে চয়নের কাজ ব্যাহত হচ্ছে। এতে চা-পাতার গুণগত মান কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এ বছর অনেক চা-বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।উপজেলার বারমাসিয়া চা-বাগানের ব্যবস্থাপক বাবুল বিশ্বাস বলেন, ১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ওই চা-বাগানে ১৭৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল। এখন পাতা চয়নের মৌসুম হলেও বিদ্যুৎ-সংকটের কারণে তা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে জেনারেটরের সাহায্যে বিদ্যুতের চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে।কৈয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক শফিকুল আলম বলেন, এবার উৎপাদন ভালো হয়েছে। কিন্তু ভয়াবহ লোডশেডিংয়ের কারণে যথাযথভাবে প্রক্রিয়াজাতের কাজ করা যাচ্ছে না। তিনি বলেন, বর্তমানে ১০-১৫ মিনিট পর পর বিদ্যুৎ চলে যায়। এতে জেনারেটরগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির (২) ফটিকছড়ি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফকরুল আলম বলেন, ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা বিদ্যুৎ পান চার-পাঁচ মেগাওয়াট। এ জন্য তাঁদের লোডশেডিং দিতে হচ্ছে।উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক শাহাবুল্লাহ সরকার জানান, প্রক্রিয়াজাত করতে না পারায় এবার তাঁদের বাগানের প্রায় দুই হাজার কেজি কাঁচা পাতা নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কোটি টাকা মূল্যের জেনারেটরও নষ্ট হয়ে গেছে।কর্ণফুলী চা-বাগানের সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। সকাল আটটায় বিদ্যুৎ গেলে দুপুরেও আসে না। এই অবস্থায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চা-শিল্পের বিকাশে বিরূপ প্রভাব পড়ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, গত অর্থবছরে ফটিকছড়িতে উৎপাদিত চা জাতীয় চাহিদার ১০ শতাংশ পূরণ করেছে। কিন্তু বর্তমানে যে বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে, তা কাম্য নয়। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও প্রভাব পড়ছে।যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল বিথার হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার খুলনার মুখ্য মহানগর হাকিম আবির পারভেজ এই আদেশ দেন।আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের চার বছর পর নয়জনের বিরুদ্ধে এ বছর ১০ অক্টোবর খুলনা মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলের বিচারক জাকির হোসেনের আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাফিউর রহমান।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক সরদারআনিসুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক এস এম মেজবাউল হোসেনসহ একরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন, জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলী শিকদার, মাসুদ রানা ওরফে রানা, মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ।২০০৯ সালের ১১ জুলাই রাতে নগরের মুসলমানপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা বিথার নিহত হন।হকির চলমান সংকট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তাঁর। তবু জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসিতে) এসে কাল নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু) মনোযোগ দিয়ে শুনলেন বিদ্রোহী হকি খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের দাবি-দাওয়া। হকি খেলোয়াড় ও ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে মোহামেডান, মেরিনার্স, ওয়ারী ক্লাবের প্রতিনিধিরা নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার অনুরোধও করলেন মন্ত্রীকে।অনুরোধই হোক বা দাবি, সেটি বিবেচনা করার ক্ষেত্রে মন্ত্রী প্রথমেই তাঁর সীমাবদ্ধতার কথা বলে নিলেন, ‘আমি এমন একটা সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, যেটা সর্বদলীয় অন্তর্বর্তীকালীন একটি সরকার। এই সরকারের প্রধান উদ্দেশ্যই আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে শেষ করা। সব দলের অংশগ্রহণে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা যায়, সেই লক্ষ্যেই নির্বাচন পর্যন্ত সরকারকে আমরা সহায়তা করব। বাকিটা আমাদের রুটিন কাজ।’তবে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের একটা পথ খুঁজবেন বলে আশ্বাসও দিলেন, ‘এখানে এক পক্ষের কথা শুনলাম। তাঁরা তাঁদের দাবি-দাওয়ার কথা বলেছেন। অন্য পক্ষের কথাও শুনব। দুই-এক দিনের মধ্যেই তাঁদের ডাকব। এটার সুষ্ঠু সমাধান করাই আমাদের উদ্দেশ্য। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’হকি ফেডারেশনের নির্বাচন বর্জন করার পর থেকে মোহামেডানের নেতৃত্বাধীন বেশ কয়েকটি ক্লাব নির্বাচিত কমিটির অধীনে কোনো খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় হয়ে আছে।রাজশাহী মহানগরে গত বৃহস্পতিবার বোমা হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে হত্যা ও বিস্ফোরক বহনের অভিযোগে ১৮ দলের ৩৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি করেন। দুটি মামলায় ২৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। কাল রোববার রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে। বিএনপি অভিযোগ করেছে, পুলিশ গ্রেপ্তারের নামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করছে।পুলিশ সূত্র জানায়, মামলায় নাম থাকা অন্য নেতাদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি আ স ম মামুন শাহিন, মাইনুল ইসলাম, মাহবুব হাসান প্রমুখ।মাইনুল বৃহস্পতিবার ভুবনমোহন পার্কে ১৮ দলের বিক্ষোভ সমাবেশে পুলিশকে হুমকি দিয়ে বলেন, ২৯ ডিসেম্বর ঢাকামুখী ‘গণতন্ত্র অভিযাত্রায়’ বাধা দেওয়া হলে পুলিশকে প্রতিহত করা হবে। ১৮ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হলে মোড়ে মোড়ে গণবিস্ফোরণ ঘটবে।সমাবেশে মাইনুল হুমকি দেওয়ার আধাঘণ্টা পর শহরের রাজাহাতার লোকনাথ স্কুলের মোড়ে পুলিশের একটি টহল গাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পুলিশের নয়জন সদস্য আহত হন। এঁদের মধ্যে গুরুতর আহত সিদ্ধার্থ চন্দ্র সরকার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার গভীর রাতে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ বিএনপি ও যুবদলের ৮-১০ জন নেতার বাড়িতে তল্লাশির নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙচুর করেন। এ সময় তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। মহানগর বিএনপির সদস্য শাকিলুর রহমানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করা হয়।নাদিম মোস্তফা দাবি করেন, জেলা বিএনপির নেতা-কর্মীরা বৃহস্পতিবার ১৮ দলের কর্মসূচিতে যোগ দেননি। তার পরও তাঁদের পুলিশের ওপর হামলার মামলায় আসামি করা হয়েছে।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান দাবি করেন, পুলিশকে বিতর্কিত করতে নিজেরাই ভাঙচুর করে পুলিশের ওপর দায় চাপানো হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার ভোর পর্যন্ত রব-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে। এঁদের মধ্যে ২৩ জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সিদ্ধার্থের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থের হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শুক্রবার অবিলম্বে বোমা হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। |
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার করেরহাট এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।ওই গৃহবধূ বলেন, বুধবার বিকেলে তিনি তাঁর এক চাচাতো ভাইকে নিয়ে ফেনী থেকে মিরসরাইয়ের করেরহাট এলাকায় মাজার জিয়ারত করতে আসেন। ফেরার পথে করেরহাট বাজারের লক্ষ্মীছড়া সেতুর সামনে পৌঁছালে চার-পাঁচজন যুবক তাঁদের গতি রোধ করে। তাঁরা তাঁর চাচাতো ভাইয়ের দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে তাঁকে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে।জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, অপহরণের খবর পেয়ে পুলিশের পাঁচটি দল করেরহাট এলাকায় অভিযান চালায়। বুধবার রাত তিনটার দিকে ছত্তরুয়া এলাকা থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। তাঁকে ওই এলাকায় রেখে পালিয়ে যাওয়ার সময় মো. দিদারুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন ও টাকা উদ্ধার করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূ মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।হরতালের আগের দিন শনিবার যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।গাড়ি ভাঙচুর, আগুন, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ এসব মামলা করেছে। এর মধ্যে পল্টন থানায় দুটি এবং তেজগাঁও, রমনা, ডেমরা, কামরাঙ্গীর চর, চকবাজার, লালবাগ, শাহবাগ, কলাবাগান, নিউমার্কেট, শেরেবাংলা নগর, বংশাল, ওয়ারী, সবুজবাগ ও কদমতলী থানায় একটি করে মামলা হয়েছে।শনিবার দুপুরে তেজকুনীপাড়ার হালিম কমিউনিটি সেন্টারের সামনে বাস পোড়ানো ও বাসের কন্ডাক্টরের কাছ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, সাদেক হোসেন খোকার হুকুমে সাইফুল ইসলাম নীরবসহ অন্যরা যাত্রীবেশে নিউভিশন পরিবহনের বাসে চড়ে কৌশলে বাসটি থামিয়ে আগুন ধরিয়ে পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।মারুফুল হক সংবাদ সম্মেলনে শুরুই করলেন এভাবে, ‘এই দল তো গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল নয়। এটি নতুন শেখ রাসেল।’শেখ রাসেল কোচ ভুল বলেননি। নতুন শেখ রাসেল বলেই মাঠে গতবারের অপ্রতিরোধ্য শেখ রাসেলের এবার দেখা মিলছে না। গত মৌসুমের সাফল্যের পতাকা ওড়ানো দলটি কাল হেরেই গেল মুক্তিযোদ্ধার কাছে।আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে কোনোরকমে ১-০ গোলে হারিয়ে কাল এই পরাজয়। শেখ রাসেল কি এবার খুঁড়িয়েই চলবে? মারুফ অবশ্য আশাবাদী, ‘আমি তো মনে করি, সব শিরোপা জয়ের সামর্থ্য আমাদের আছে।’গুছিয়ে ওঠার সময় থাকায় মারুফের আশার পালে হাওয়া লাগতেই পারে। কিন্তু সমস্যা অনেক। মাঝমাঠ মোটামুটি খেললেও ফরোয়ার্ড লাইন ভীতি জাগাতে পারছে না। রক্ষণও জমাট লাগছে না। রাইট ব্যাক হাসান আল মামুন অনেক দিন পর খেললেন অনভ্যস্ত জায়গা লেফট ব্যাকে। মানিয়ে নিতে সময় চাই। রাসেলের রক্ষণ আসলে শারীরিকভাবেই পাল্লা দিতে পারেনি মুক্তিযোদ্ধার আক্রমণভাগের সঙ্গে।রাসেলের বিদেশিরা নতুন। দলের সঙ্গে খাপ খাওয়ানোর সময়ই সেভাবে মেলেনি। পরশু রাতে এসেই গতকাল মাঠে নামলেন ফরাসি মিডফিল্ডার ম্যাক্সিম বেলোইত। উরুগুইয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার সুকার, জ্যামাইকান জাতীয় দলে খেলা স্ট্রাইকার রিকার্ডোও জড়তায় ভুগছেন। রাসেলের কিছু খেলোয়াড়ের জন্য এটি ছিল আসলে ট্রায়াল ম্যাচের মতো।মুক্তিযোদ্ধা তিন-চার সপ্তাহ একসঙ্গে অনুশীলন করায় বোঝাপড়া অনেক ভালো। মারুফ, জিতু, এনামুলরা মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখেছেন বেশির ভাগ সময়ই। নেপথ্যে আছে কোচ শফিকুল ইসলামের মস্তিষ্ক। ফুটবল তো অঙ্কেরও খেলা, শেখ রাসেলকে ছোট ছোট পাসে বিল্ডআপ ফুটবল খেলতে দেয়নি মুক্তিযোদ্ধা। মাঝমাঠ পর্যন্ত বিল্ডআপ হওয়ার পরই ছত্রভঙ্গ। তার ওপর হাতে গোনা সুযোগগুলো নষ্ট করেছেন স্ট্রাইকার রিকার্ডো। মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুলকে তেমন পরীক্ষাই দিতে হয়নি।মুক্তিযোদ্ধা গোল পেতে পারত তিন-চারটি। একটি সাইড পোস্টে, একটি ক্রসবারে প্রতিহত। সাঁড়াশি আক্রমণে দ্বিতীয়ার্ধ শুরু করা মুক্তিযোদ্ধার গোল পাওয়া ছিল সময়ের ব্যাপার। রাসেল গোলরক্ষক বিপ্লব বেশ কয়েকটি আক্রমণ রুখেছেন। কিন্তু ৬২ মিনিটে তাঁর দেয়ালেও ভাঙন। মুক্তিযোদ্ধার সম্মিলিত আক্রমণ থেকে বক্সের ওপর বল পেয়ে দারুণ শটে লক্ষ্য ভেদ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে (১-০)।এই বড় ম্যাচ জেতায় মুক্তিযোদ্ধার আত্মবিশ্বাস বাড়ল অনেক। সেটিকেই বড় করে দেখলেন কোচ শফিকুল, ‘সামনের ম্যাচে ভালো করতে এটা আমাদের জন্য অনুপ্রেরণা।’ দুই ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সামনে পাচ্ছে ব্রাদার্সকে। রানার্সআপ শেখ রাসেলের শেষ আটের প্রতিপক্ষ বিজেএমসি।গ্রুপ চ্যাম্পিয়ন বিজেএমসি: গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে বিজেএমসি। ৫ ও ৬১ মিনিটে স্যামসন ইলিয়াসু ও আবদুল্লাহ আল পারভেজের গোলে ২-০ তে এগিয়ে যাওয়ার পর পেনাল্টিতে ৮০ মিনিটে ২-১ করেন ভিক্টরি অ্যান্টনি।নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী শওকত আলীর গাড়িবহরে গতকাল শুক্রবার হামলা হয়েছে। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এই হামলায় ১০ জন আহত এবং পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।শওকত আলী জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে কাঞ্চন বাজার এলাকায় গাজী গোলাম দস্তগীরের সমর্থক থানা ছাত্রলীগের সহসভাপতি টিপুর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল হামলা চালায়। এ সময় তাদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। হামলাকারীরা তার ব্যবহূত গাড়ি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের প্রাইভেট কারসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে।তবে গাজী গোলাম দস্তগীরের সমর্থক রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা দাবি করেন, আওয়ামী লীগের কেউ হামলার ঘটনার সঙ্গে জড়িত নয়। শোনা গেছে, শওকত আলীর গাড়িবহর পথচারী এক ছেলেকে ধাক্কা দিলে এলাকার লোকজন তাঁদের গাড়িতে ঢিল মেরেছে। রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি মিথ্যাচার করছেন। |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে ছাত্রদলের তিনজন কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ছাত্রদলের ওই তিন কর্মী হলেন আইন বিভাগের আমিনুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের আবু তাহের ও গণিত বিভাগের বদরুজ্জামান। তিনজনই চতুর্থ বর্ষের ছাত্র।পুলিশ ও ছাত্রদল সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে শাটল ট্রেন পৌঁছলে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ছাত্রদলের কর্মীদের ধাওয়া করেন। এ সময় তাঁরা তিনজনকে ধরে বেধড়ক মারধর করেন। এতে তিনজন আহত হন। আহতদের মধ্যে বদরুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ‘বিনা কারণে ছাত্রলীগ আমাদের কর্মীদের পিটিয়ে আহত করেছে। প্রশাসন এর বিচার না করলে আমরা কঠোর আন্দোলনে যাব।’অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবশ্যই তা প্রতিহত করবে।ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের সাংসদ আবদুর রহমান গতকাল রোববার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ পরিদর্শনে যান। সকাল সাড়ে ১০টায় সাংসদ যখন কলেজে হাজির হন, তখন শিক্ষক-শিক্ষার্থী কেউ উপস্থিত ছিলেন না।প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজটি জাতীয়করণের দাবিতে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টা থেকে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। কর্মসূচি চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের না পেয়ে সাংসদ প্রায় ৪৫ মিনিট কলেজে বসে থাকেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাসার।মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ সারিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।কলেজের উপাধ্যক্ষ সারিকুল হাসান জানান, এরপর সাংসদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংসদ আবদুর রহমান জানান, তিনি আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ ও আলফাডাঙ্গা আদর্শ কলেজ জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। পর্যায়ক্রমে কলেজ দুটি জাতীয়করণ করা হবে।১৮ দলের টানা ৪৮ ঘণ্টা অবরোধ চলাকালে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানবাহন চলাচলে বাধা দেন অবরোধকারীরা। এ অপরাধের দায়ে সাঈদ তামীম ও রাশেদ আহম্মদ নামে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে হত্যা করে অটোরিকশা লুট করেছে দুর্বৃত্তরা।গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাখালিয়াচালার পাকারমাথা এলাকার গজারি বন থেকে চালক হায়দার আলীর (২৭) লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, হায়দারের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দিপুরী গ্রামে। তিনি রাখালিয়াচালা এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত বৃহস্পতিবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।গতকাল বেলা তিনটার দিকে রাখালিয়াচালার পাকারমাথা এলাকার গজারি বনে হায়দারের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।হায়দারের বড় ভাই নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে হায়দারের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তিনি বলেন, কিছু সময়ের মধ্যেই বাড়িতে ফিরছেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে হায়দারের মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। |
চার বছর আগে ইন্দোনেশিয়ার বালিতে যুব অলিম্পিক গেমসের বাছাইয়ে সোনা জিতেছিলেন তিরন্দাজ ইমদাদুল হক (মিলন)। গত সপ্তাহে ঢাকা ছাড়ার আগে সেই সুখস্মৃতি মনে করে বলেছিলেন, ‘ইন্দোনেশিয়া আমার জন্য পয়া ভেন্যু। আশা করি, সেখানে ভালো কিছুই করব।’ সেই আশা পূরণ হয়েছে। ইন্দোনেশিয়ার পালেম্বাংয়ে তৃতীয় ইসলামিক সলিডারিটি গেমসে কাল রুপা জিতেছেন ইমদাদুল। গেমসে ভারোত্তোলনে একের পর এক হতাশার পর আর্চারিতে এল সুসংবাদ।৭০ মিটার রিকার্ভ বোতে সোনা জয়ের লড়াইয়ে ইমদাদুল ৬-২ পয়েন্টে হেরেছেন মিসরের আহমেদ আল ইমরির কাছে। এই ইভেন্টের ব্রোঞ্জজয়ী মিসরের ইব্রাহিম সাবরি সিঙ্গাপুরে যুব অলিম্পিকে সোনা জিতেছিলেন ২০১০ সালে। সেই ইব্রাহিমকে হারিয়েই আগের দিন ফাইনালে উঠেছিলেন ইমদাদুল।ইমদাদুলের জন্য এই সাফল্যের আলাদা একটা মহিমা আছে। আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ পদক (ব্রোঞ্জ) জিতেছিলেন দুই বছর আগে ঢাকায় এশিয়ান গ্রাঁ প্রিঁতে। আর সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন গত বছর লন্ডন অলিম্পিকে। সেখানে লর্ডসের মাঠে এলিমিনেশন রাউন্ডেই বিদায় নিয়েছিলেন ব্রিটিশ তিরন্দাজ ল্যারি গডফ্রের কাছে হেরে। দেশেও সময়টা ভালো যাচ্ছিল না। বাংলাদেশ গেমসে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রোঞ্জ নিয়েই।আজ তুরস্কে যাচ্ছে আর্চারি দল: ইমদাদুলের সাফল্যের আমেজ নিয়েই ৪৯তম বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলতে তুরস্কে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর-৬ অক্টোবর তুরস্কের আন্তালিয়ায় হবে এই প্রতিযোগিতা। এতে রিকার্ভ বোয়ে খেলবেন শেখ সজীব, রোমান সানা, মোহাম্মদ নুরুল হুদা ও শ্যামলী রায়। কম্পাউন্ড বোয়ে জিয়াউল হক ও আয়েশা পারভিন। কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস।দলে যোগ দিয়েই নির্বাচন করার বিধান-সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল ২০১৩ আজ সোমবার জাতীয় সংসদে পাস হতে পারে। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে পাসের সুপারিশ করে গতকাল সংসদে প্রতিবেদন দিয়েছে। কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া এ প্রতিবেদন উপস্থাপন করেন।সংসদীয় কমিটি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২/জে ধারা বাতিলের সুপারিশ করেছে। প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কিত এ ধারায় বলা আছে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে পূর্ববর্তী তিন বছরে নিবন্ধিত রাজনৈতিক দলে নিরবচ্ছিন্ন সদস্যপদ না থাকলে কোনো ব্যক্তি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। তবে নতুন নিবন্ধিত দলের প্রার্থীদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। ২০০৮ সালের নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে আরপিও সংশোধন করে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আইনটি সংসদে অনুমোদন পায়।আগুনে পুড়ে মুখের কিছু অংশ হয়ে গেছে কালো। হাত-বুকে ব্যান্ডেজ। এ অবস্থায় নিষ্পলক তাকিয়ে কাঁপছিলেন সিএনজিচালিত অটোরিকশার চালক সাবেদ আলী। পাশে বসা স্ত্রী আলেয়া খাতুন কাঁদছেন। আর মায়ের কাছ ঘেঁষে উঁকি দিয়ে আতঙ্কিত চোখে বাবার দগ্ধ মুখ দেখছিল চার বছরের শিশু আরিফ মিয়া।সাবেদের মতো গত সোমবার ও গতকাল মঙ্গলবার অবরোধ-সমর্থকদের আগুনে পুড়েছে আরও তিনজন চালকের শরীর। ১৮-দলীয় জোট অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই রাজধানী ও রাজধানীর বাইরে শুরু হয়েছে এর আগে তিন দফা হরতালের মতো একই ধরনের সহিংসতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও শুরু হয়েছে আহত ব্যক্তি ও তাঁদের স্বজনদের আর্তনাদ-চিৎকার।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন, পেট্রলবোমা এবং ককটেল বা বোমা বিস্ফোরণে রাজধানীসহ বিভিন্ন স্থানে গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত নিহত হয়েছেন সাতজন। আহত হয়েছেন অন্তত ৮৬ জন। হতাহতদের মধ্যে অগ্নিদগ্ধ ৩৪ জন। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১৮ জন। এর মধ্যে অটোরিকশাচালক রুবেল, সাবেদ ও নিজামুদ্দিন গত সোমবার ও গতকাল ভর্তি হয়েছেন।এ ছাড়া চোখে গুরুতর জখম নিয়ে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন পুলিশ সদস্য দুলু মিয়া।গতকাল বেলা একটার দিকে দগ্ধ সাবেদ আলীকে নিয়ে বার্ন ইউনিটে আসেন সৌমেন হাজরা নামের এক স্থপতি। সৌমেন সাংবাদিকদের জানান, গুলশান-১ নম্বর থেকে তিনি সাবেদের অটোরিকশায় উঠে ইস্টার্ন প্লাজার সামনে যান। নামার পর ভাড়া মেটানোর সময় দুই যুবক পেট্রল ঢেলে অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। ভেতরে থাকা চালক সাবেদ পুড়ে যান।সোমবার সন্ধ্যায় কুমিল্লার কচুয়া চৌমহনী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন চালক রুবেল মিয়া। তিন সন্তানকে কুমিল্লার বাসায় রেখে তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তাঁর স্ত্রী নাসিমা বেগম।রুবেল সাংবাদিকদের জানান, অটোরিকশার জমাবাবদ মালিককে প্রতিদিন দিতে হয় ৬০০ টাকা। এরপর পকেটে যে ৪০০-৫০০ টাকা থাকে, তা-ই সংসারের প্রতিদিনকার সম্বল। সঞ্চয় নেই। এখন কীভাবে চিকিৎসা করাবেন, কীভাবে সন্তানের ভরণপোষণ করবেন ভেবে পাচ্ছেন না তিনি।গতকাল সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর মৌচাকে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় আগুন দিলে দগ্ধ হন চালক নিজামুদ্দিন। তিনি জানান, মগবাজার থেকে এক যাত্রী নিয়ে রাজারবাগ পুলিশ লাইনের দিকে যাওয়ার পথে মৌচাকে চারজন যুবক তাঁর অটোরিকশায় আগুন দেয়। যাত্রী রক্ষা পেলেও তিনি দগ্ধ হন। রাত আটটার দিকে নন্দীপাড়ার বটতলায় একটি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চালক মোজাম্মেল হক দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।আমাদের ফরিদপুর অফিস জানায়, সোমবার রাত ১২টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুরে অবরোধ-সমর্থকেরা ট্রাকে আগুন দিলে চালক আবদুল খালেক দগ্ধ হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জয়পুরহাট প্রতিনিধি জানান, সোমবার রাত সোয়া আটটার দিকে জয়পুরহাট শহরের বাটার মোড়ে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য দুলু মিয়ার ডান চোখ গুরুতর জখম হয়। গতকাল সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চক্ষু বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ ঘোষ জানান, ডান চোখে দুলুর দেখার সম্ভাবনা ক্ষীণ।এ ছাড়া গতকাল বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানী ও রাজধানীর বাইরে ককটেল বিস্ফোরণে দুই সাংবাদিকসহ ছয়জন আহত হন।কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা বই নিয়ে তাঁর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে গতকাল শুক্রবার বইমেলার আয়োজন করা হয়।বেলা ১১টায় ষোলঘর এ কে এস কে উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম।গতকাল ২৭ ডিসেম্বর ছিল রাবেয়া খাতুনের ৭৮তম জন্মদিন। এ উপলক্ষে ‘রাবেয়া খাতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের’ উদ্যোগে গতকাল দিনব্যাপী একক বইমেলার আয়োজন করা হয়।উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় চাষী নজরুল ইসলাম বলেন, ‘রাবেয়া খাতুন নিঃসন্দেহে একজন বড় মাপের লেখিকা। তাঁর লেখার বিভিন্ন স্থানে ষোলঘর ও তার আশপাশের এলাকার নাম তুলে ধরেছেন। ছোটবেলায় পাটগাছের ভেতর লুকোচুরি খেলা, জাল দিয়ে মাছ ধরা তাঁর লেখায় উঠে এসেছে। যেগুলো আমাকে আমার শৈশবে নিয়ে যায়।’আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, ষোলঘর ইউপির চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ।উদ্বোধনের আগে অতিথিরা বিদ্যালয় ফটকে রাবেয়া খাতুনের দেওয়া একটি কামিনী ফুলের গাছ রোপণ করেন। রাবেয়া খাতুনের ছেলে ফরিদুর রেজা সাগর চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। |
পাহাড়চূড়ায় গুপ্তধন! খনন করতে হবে ১০ ফুট মাটি। তারপরই মিলবে কাঙ্ক্ষিত সেই ধন! তবে এ জন্য অবলম্বন করতে হবে অতি সাবধানতা। ব্যতিক্রম হলেই ভয়াবহ বিপদ। ঘটতে পারে প্রাণহানির ঘটনাও।সম্প্রতি চট্টগ্রামের টাইগারপাস পাহাড়ের চূড়ায় সিটি করপোরেশনের মেয়রের বাংলো নির্মাণের কাজ শুরু হওয়ার পর ছড়িয়ে পড়ে এ গুজব। ফলে গত বুধবার বাংলোর নির্মাণকাজ বন্ধ রাখা হয়।করণীয় নির্ধারণ করতে গতকাল বৃহস্পতিবার সকালে মেয়রকে চিঠি দেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। বর্তমানে সেখানে নিরাপত্তার জন্য রাখা হয়েছে চার আনসার সদস্যকে।সিটি করপোরেশন সূত্র জানায়, প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গার ওপর এই বাংলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ২০ লাখ টাকা।চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, মাটির নিচে ম্যাগনেট পিলার আছে, কয়েক দিন ধরে এ রকম গুজব ছড়িয়ে পড়ে। উত্তোলনে হেরফের হলে বিস্ফোরণ ঘটবে বলে ঘোষণা দেয় কিছু লোক। এ আতঙ্কে বুধবার নির্মাণকাজ বন্ধ রাখা হয়। তবে বৃহস্পতিবার সকালে নির্মাণকাজ শুরু হয়েছে।প্রকৌশলী আনোয়ার হোসাইন জানান, এ ব্যাপারে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার মেয়রকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, গুজব প্রচারকারীদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।গতকাল সরেজমিনে দেখা যায়, বাংলো নির্মাণের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। প্রায় তিন ফুট মাটি খনন করা হয়েছে। এ সময় সেখানে বেশ কিছু লোককে বসে থাকতে দেখা যায়। তাঁরাও গুজব শুনে এখানে হাজির হয়েছেন বলে জানান।এ সময় সেখানে উপস্থিত ছিলেন করপোরেশনের সহকারী প্রকৌশলী ফরহাদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, পাইলিংয়ের কাজ শুরু হওয়ার পরপরই পিলার থাকার গুজব ওঠে। কিন্তু খননকাজ চললেও এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি।আনসার বাহিনীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘এ গুজবের পর আমরা চারজন সদস্য পালা করে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছি।’মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান আকতার হাওলাদারের বাবা মফিজ হাওলাদারকে (৬৫) গত শনিবার সন্ধ্যায়কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ।সদর থানার ওসি সুবাস কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।১৬তম জেকে টায়ার চ্যাম্পিয়নশিপ ফর্মুলা ফোরে খেলতে আজ ভারত যাচ্ছেন বাংলাদেশের প্রথম ফর্মুলা রেসার মাহফুজুর রহমান (তুষার)। ৩০ নভেম্বর-১ ডিসেম্বর দিল্লির বুদ্ধসার্কিটে হবে ফর্মুলা ফোরের শেষ রাউন্ড।নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে থাইল্যান্ডের ইংলাক সিনাওয়াত্রার সরকার। তবে সেনাবাহিনী সরকারের এই আহ্বানে সাড়া দেয়নি। বরং তারা দুই পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা।থাইল্যান্ডে প্রায় এক মাস ধরে চরম রাজনৈতিক সহিংসতা চলছে। গত বৃহস্পতিবার দুই ব্যক্তির প্রাণহানির পাশাপাশি বহু লোক আহত হয়েছে। একটি স্টেডিয়ামে প্রার্থীদের নাম নিবন্ধনের সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।বিক্ষোভকারীদের এই সহিংস আচরণ এবং তাঁদের নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরকার বলেছে, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে।সেনাপ্রধান গতকাল শুক্রবার সরকারের অনুরোধে সাড়া না দিয়ে বিবদমান দুই পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিবিসি। |
লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মালেক মো. ইসমাইল। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির নেতা আবদুল মোতালেব, গোলাম ফারুক।উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক সমাবেশে অংশ নেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় গতকাল রোববার আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন মামুন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ গতকাল এ মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। এ জন্য কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি তারেক রহমান মামলার নথিদৃষ্টে পলাতক রয়েছেন।১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার চট্টগ্রামসহ নোয়াখালী ও ফেনী জেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া কোথাও কোথাও জামায়াত-শিবিরের কর্মীরা শতাধিক গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অবরোধ চলাকালে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। গতকাল রাত সাড়ে দশটা পর্যন্ত পাওয়া আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ এবং চট্টগ্রাম বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একসঙ্গে শুরু হওয়ায় বন্দর নগর চট্টগ্রাম গতকাল মঙ্গলবার কার্যত স্থবির ছিল। সন্দ্বীপে বিএনপিদলীয় সাংসদের ছেলে গুলিবিদ্ধ হওয়ায় স্থানীয় বিএনপি গতকাল চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে।হরতাল ও অবরোধ কর্মসূচিতে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার পুলিশ ১১ জনকে এবং বাকলিয়া থানার পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে উত্তর জেলা বিএনপির অর্থ সম্পাদক ছালামত আলী রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাউজানে যুবলীগ কর্মী খুনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নগরের কাজীর দেউড়ি এলাকায় দলীয় কর্মসূচি পালনের সময় তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। বাকিদের বেশির ভাগ শিবিরকর্মী বলে জানা গেছে। হরতাল ও অবরোধের সমর্থনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা গতকাল সিটি গেট এলাকায় অবস্থান নেন। সেখানে তাঁরা নগরের প্রবেশপথে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে সমাবেশ করেন। আর কর্ণফুলী সেতুর পাশে অবস্থান নেন দক্ষিণ জেলা ও নগর বিএনপির নেতা-কর্মীরা। ফলে গতকাল সকাল থেকে দক্ষিণে কক্সবাজার ও বান্দরবান এবং উত্তরে ঢাকাসহ সারা দেশের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।পটিয়া (চট্টগ্রাম): পটিয়া সদরে বিএনপি অফিস ও বাসস্টেশন এলাকায় গতকাল দুপুরে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে। এই সময় পুলিশের ধাওয়া খেয়ে অবরোধকারীরা বিএনপি অফিসের সামনে থেকে পালিয়ে যায়। এই সময় পুলিশের এএসআই সাহাবুদ্দিনসহ ১৫ জন নেতা-কর্মী আহত হন।সাতকানিয়া (চট্টগ্রাম): গতকাল ভোরে সাতকানিয়া-বাঁশখালী সড়ক, কেরানীহাট-বান্দরবান সড়ক ও সাতকানিয়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে জামায়াত-শিবিরের কর্মীরা সড়কের পাশের অন্তত ১০০টি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি ভাঙচুর করার চেষ্টাকালে শিবিরের এক ক্যাডারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরিফুল ইসলাম (২২)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকার মোহামঞ্চদ জামালের ছেলে।চকরিয়া (কক্সবাজার): চকরিয়ার বরইতলী-পেকুয়া সড়কের কয়েকটি এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে বানিয়ারছড়া স্টেশন থেকে গতকাল সকালে চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে, নন্দীরপাড়া স্টেশন, সিকদারপাড়ায় বিদ্যুতের খুঁটি, সাবেকগুলদি ও বাঘগুজারা স্টেশনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। সাবেকগুলদি স্টেশনে দুটি, পেকুয়া ইসলামী ব্যাংকের সামনে একটি ও নন্দীরপাড়া স্টেশনে দুটি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা।ফেনী: তফসিল ঘোষণার পর সোমবার রাতে দুর্বৃত্তরা উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের একটি কক্ষের কাগজপত্র পুড়ে গেছে। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় ও ছাগলনাইয়ায় যানবাহন ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে। পুলিশ সাতজনকে আটক করেছে। এছাড়া ফেনীতে ককটেল বিস্ফোরণে আহত হয়ে মো. দুলাল মিয়া (৪০) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দাগনভূঞা উপজেলার মধ্যম রাজাপুর গ্রামের আলী আকবরের ছেলে। দুলাল মিয়া গতকাল সন্ধ্যা ছয়টার দিকে অটোরিকশা নিয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অবরোধ-সমর্থক পিকেটাররা ধাওয়া করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত নয়টায় তিনি মারা যান।নোয়াখালী: গতকাল সকালে পুলিশের গাড়িতে হামলার জের ধরে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা শহরের জামে মসজিদ, পৌর বাজার, রশীদ কলোনি ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা শটগান থেকে ১৪৭টি গুলি ও ২৫টি টিআর গ্যাসের শেল নিক্ষেপ এবং আটজনকে আটক করে। সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ ১৮-দলীয় জোটের অন্তত ৫০ জন কম-বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ। সেনবাগ বাজারে সকালে পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান চৌধুরীর রড-সিমেন্টের দোকানে হামলা-ভাঙচুর চালিয়েছেন ১৮ দলের কর্মীরা। আগের রাতে তাঁরা সেবারহাট এলাকায় ২৫টি যানবাহন ভাঙচুর করেন।মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আজিমপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বেইলি সেতু ভেঙে খাদে পড়ে গেছে অতিরিক্ত রডবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকচালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে বেইলি সেতু ভাঙায় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একই কারণে গত বছর দুবার ওই বেইলি সেতু ভেঙে যায়।মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর জানায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি আজিমপুর এলাকায় ১৬০ মিটার দীর্ঘ বেইলি সেতু অতিক্রমের সময় সেতুর ক্রস ভিম ও মাঝখানের ধাতুর (স্টিল) পাতগুলো ভেঙে যায়। পরে ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুর পাশে বিকল্প আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হয়।ওই বছরের ২ মে ভোরে পাথরবোঝাই একটি ট্রাক ওই সেতু পার হওয়ার সময় আবারও ভেঙে যায়। পরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হয়।স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল ছয়টার দিকে ঢাকা থেকে সিঙ্গাইর সদরে যাওয়ার পথে ৪০ টন রডবোঝাই একটি বড় ট্রাক ওই সেতু ভেঙে নিচে খাদের পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও তাঁর সহকারী গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর পর থেকে আজিমপুর গ্রামের ভেতর দিয়ে কোনো রকমে যানবাহন চলাচল করছে।সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, অতিরিক্ত পণ্য নিয়ে চলাচলের কারণে সেতুটি বারবার ভেঙে পড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হবে।ওই বেইলি সেতুর পাশে প্রায় তিন কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। গত বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ওই সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। |
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পানির সংকটে থাকা বন্দিরা অবশেষে পানি পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বন্দিরা পানি পাচ্ছেন বলে জানান কারাধ্যক্ষ রফিকুল কাদের।গত বুধবার প্রথম আলোয় ‘পানির হাহাকারে চট্টগ্রাম কারাগার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ওয়াসা কর্তৃপক্ষ নষ্ট হওয়া পানির পাম্প মেরামত করেছে। এত দিন যা চিঠি দিয়েও হয়নি। বৃহস্পতিবার দুপুর থেকে বন্দিরা পানি পাচ্ছেন। তবে অপর একটি পাম্প মেরামতের কাজ শেষের দিকে। সেটি সচল হলে পানির সংকট পুরোপুরি কেটে যাবে।ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১০ গ্রাম হেরোইনসহ আলমগীর শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাতটার দিকে পৌর এলাকার হোগলাকন্দি সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার পূর্ব সদরদী মহল্লার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে। ফরিদপুর অফিস‘স্পেশাল ওয়ান’, ‘হ্যাপি ওয়ান’—হোসে মরিনহোর পরিচয়ের অভাব নেই। সব সময় আলোচনায় থাকা চেলসি কোচের নতুন একটা ‘প্রতিভা’র কথাও জেনে নিন। সেটার প্রমাণ পাওয়া গেছে বাসেলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের সংবাদ সম্মেলনে। সবাই খেয়াল করলেন, মিলিটারি কায়দায় চুল ছেঁটে একদম ছোট করে ফেলেছেন মরিনহো। কেউ একজন সেটা মনে করিয়ে দিলে মরিনহোর সপ্রতিভ উত্তর, ‘আমি যেটা করেছি, সেটা সবাই পারে না। আয়নার সামনে নিজেই নিজের চুল কেটেছি। মাস দুয়েকের মধ্যেই আবার আমার চুল বড় হয়ে যাবে। অন্য অনেকের সেটা হয় না।’ শেষ কথাটা বলে কি কাউকে খোঁচা দিলেন? ওয়েবসাইট।দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসের গতিবেগও বেশি। এ কারণে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গাবাসী।এদিকে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তারা ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছে। শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে।আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ওই তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াসে।সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান বলেন, গতকাল ওই ওয়ার্ডে ১৪ শয্যার বিপরীতে ৪০টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। যাদের বেশির ভাগই শীতজনিত ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত। একই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ পরিতোষ কুমার ঘোষ বলেন, তীব্র শীতে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা রিকশাচালক লেনিন হোসেন বলেন, ‘কদিন ধইরে কালা ঠান্ডা পড়চে। ঠান্ডার জন্যি রিশকা চালানোই যাচ্চে না। পেটের দায়তি রিশকা চালাতি বের হলিউ মানুষ ঘর থেকেই বের হচ্চে না।’ মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশপ্রহরী আলমাস হোসেন বলেন, ‘সারা রাত ধইরে কুড়ানো কাগজ জ্বালিয়ে সুমায় পার করতি হচ্চে। শীতি ডিউটি করায় বিপদ হয়ে পড়েচে।’সদর উপজেলার খেজুরতলা গ্রামের দিনমজুর আবদুল্লাহ বলেন, ‘ঠান্ডাতি ঘর থেইকে বের হওয়া যাচ্চে না। কিন্তু বের না হলি কাজ পাবো কনে। প্যাটের দায়তি ঠান্ডার মদ্যিই কাজ করতি হচ্চে।’সর্বনিম্ন তাপমাত্রার বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবারের তুলনায় গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও বাতাসের গতি বেড়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হয়।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুহেল মাহমুদ জানান, শীতার্ত মানুষের জন্য দুই হাজার ৮৪টি কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দপ্তরে পাঠানো হয়েছে। |
চুটিয়ে প্রেম করছেন অনেক দিন। এবার ঘর বাঁধার প্রস্তুতি নিতে হয় যে! আংটি পরিয়ে বান্ধবী ইয়েলেনা রিস্টিচকে বাগদত্তা করে নিলেন নোভাক জোকোভিচ। খুশির খবরটা ভক্তদের নিজেই জানিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। বাগদত্তার সঙ্গে চুমুর একটা ছবি টুইটারে দিয়ে লিখেছেন—‘আমার বাগদত্তা ও হবু স্ত্রীর সঙ্গে পরিচিত হোন। সবাইকে ধন্যবাদ শুভকামনার জন্য।’ ক্যারিয়ারের সুসময়, র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আর এবার বিয়ের সানাই। জোকোভিচ তো হাওয়ায় উড়ছেন! ওয়েবসাইট।ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে গতকাল রোববার ভোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী, শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলার পরেরধম গ্রামের মাসুম বিল্লাহ, কুমিল্লার বসন্তপুর গ্রামের মীর হোসেন, শ্যামলী, নূরনবী ও রুমাকে গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। গোপালগঞ্জ প্রতিনিধিসংবাদপত্রবাহী গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত হলেও কর্মসূচি আহ্বানকারী দলের নেতা-কর্মীরা তা মানছেন না। ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার কুমিল্লা, গাইবান্ধা ও মাগুরায় পত্রিকা পোড়ানো হয়েছে। এর মধ্যে ছিল লক্ষ্মীপুরের উদ্দেশে পাঠানো ১২ হাজার পত্রিকা। এ ছাড়া কয়েকটি স্থানে বাধার কারণে পত্রিকা পৌঁছতে অনেক দেরি হওয়ায় বিলি করা যায়নি।গণমাধ্যমের কাজে নিয়োজিত গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত —বিএনপি এ কথা বারবার বললেও ঢাকার বাইরে তা অনেকেই মানছেন না। গতকাল অবরোধের সময়পত্রিকাবাহী গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে আনা হলে তাঁরা এর নিন্দা জানিয়েছেন। মাঠপর্যায়ের নেতাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদপত্রবাহী গাড়ি ও গণমাধ্যমের ব্যবহূত গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি হরতাল ও অবরোধের আওতামুক্ত। এটি দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে জানানো আছে। এ ধরনের যান চলাচলে কোনো বাধা নেই।আরেকজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, তিনি বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে ফোনে এই বিষয়ে কথা বলবেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাঁদের কঠোর হতে বলা হবে।বিভিন্ন স্থানে হামলা: ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি পত্রিকাবাহী গাড়ি সকালে কুমিল্লার নাথেরপেটুয়া এলাকায় অবরোধকারীদের কবলে পড়ে। অবরোধকারীরা গাড়ি থেকে সব পত্রিকা নামিয়ে পুড়িয়ে দেন। গাড়িটিতে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলার ছয়টি এজেন্সির প্রথম আলোসহ মোট ১২ হাজার পত্রিকা ছিল।সদর উপজেলার মেসার্স কবির পেপার হাউসের পরিচালক আবদুল্যাহ আল ফারুক বলেন, তাঁরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলা সদরের অদূরে ঠুটিয়াপুকুরে সকালে পত্রিকা বহনকারী একটি ভ্যানে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। এতে প্রথম আলোর আট শর বেশি কপি পুড়ে যায়। এ কারণে গতকাল জেলা শহরে পত্রিকা বিলি করতে দেরি হয়। অনেক এলাকায় পত্রিকা বিলি সম্ভবই হয়নি।মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে প্রথম আলো পত্রিকাবাহী একটি পিকআপ আগুন দিয়ে পুড়িয়ে দেন অবরোধকারীরা।পুলিশ ও পিকআপের চালক মো. মনু প্রথম আলোকে জানান, যশোরের নওয়াপাড়া থেকে তিনি পত্রিকাবাহী গাড়িটি নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিলেন। রাত পৌনে নয়টার দিকে পিকআপটি (যশোর-ট-১১-১০৫৯) মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে এলে ১০-১২ জন যুবক এটিকে আটকে দেন। তাঁরা চালক ও সুপারভাইজারকে নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেন।অন্যদিকে মেহেরপুর থেকে দৌলতদিয়া ঘাটে ফেরার পথে রাত নয়টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর এলাকায় সংবাদপত্রবাহী একটি বাস (ঢাকা মেট্রো- জ-৪৩৯০) অবরোধকারীরা ভাঙচুর করেন। এ সময় ভেঙে যাওয়া কাচে বাসচালক ফারুক হোসেনের কপালের পাশে কেটে যায়।কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সুতি এলাকায় সকালে পত্রিকাবাহী একটি বাস আটকে দেন অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি পিকেটারদের কবল থেকে মুক্ত করে। কিন্তু বাসটি কিছু দূর যাওয়ার পর সামনে থাকা মালবাহী একটি ট্রাক অবরোধকারীদের বাধার মুখে আড়াআড়িভাবে উল্টে যায়। এতে পত্রিকাবাহী বাসটিও আটকা পড়ে। পরে ট্রাকটি সরিয়ে নিলে বেলা সাড়ে তিনটার দিকে পত্রিকাবাহী বাসটি কিশোরগঞ্জ শহরে পৌঁছায়। কিন্তু ওই সময় কোনো হকার না থাকায় পত্রিকা বিলি করা যায়নি।এদিকে কুমিল্লা নগরে তিনজন আলোকচিত্রীকে মারধর করা হয়েছে। আগের রাতে ছাত্রদলের নিহত কর্মী দেলোয়ার হোসেনের লাশ গতকাল বেলা তিনটায় তাঁর বাসা দক্ষিণ চর্থা এলাকায় নিয়ে যায় পুলিশ। এ সময় ১৮ দলের নেতা-কর্মী ও ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের ভাড়া করা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। কয়েকজন আলোকচিত্রী ঘটনাস্থলে ছুটে গেলে উত্তেজিত জনতা তাঁদের ওপর হামলা চালায়। এতে প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এম সাদেক, সমকাল-এর এন কে রিপন ও সাপ্তাহিক কুমিল্লার কথার আলোকচিত্রী দেলোয়ার হোসেন আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয় বলে এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক জানান।এদিকে দৈনিক যায়যায়দিন-এর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে প্রহূত হয়েছেন। পেশাগত কাজে তিনি গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদে যান। এ সময় উপজেলা চত্বরে অবস্থান করা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী মনির হোসেন, জুলহাস উদ্দিন তাঁকে মারধর করেন। বাধা দিতে গেলে দৈনিক জনতার স্থানীয় প্রতিনিধি এ বি খান বাবুকে লাঞ্ছিত করা হয়। বাঁ কান ও মাথার পেছনে গুরুতর জখম হওয়া জালাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। জালাল উদ্দিন অভিযোগ করেছেন, প্রতিবেদন করার জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা ও গাইবান্ধা প্রতিনিধি]খুলনা নগরের আড়ংঘাটা থানার বরইতলা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে দুর্বৃত্তরা গুলি করে দুই যুবককে হত্যা করেছে। একই দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে আবুল হোসেন নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বিজিবি।খুলনায় নিহত ব্যক্তিরা হলেন নগরের দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার রিপন সরদার (২৭) ও মিঠুন শেখ (২৬)। গতকাল রিপন ও তাঁর বন্ধু মিঠুন পার্শ্ববর্তী আড়ংঘাটা থানার যোগীপোলের সাবেক ইউপি সদস্য হাফিজের তেলিগাতির বিলডাকাতিয়ার ঘেরে মাছ ধরতে যান। বিকেল সাড়ে চারটার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক ওই ঘেরে আসেন। এ সময় তাঁরা দুজনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রিপন নিহত হন। গুলিবিদ্ধ মিঠুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।বিজিবি ও পুলিশ সূত্র জানায়, আবুল হোসেন (৫০) ভারত থেকে গরু আনতে গতকাল ভোরে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে তিনটার দিকে গ্রামবাসী বারাদী সীমান্তে মাথাভাঙ্গা নদীর তীরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে। |
চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের সাঙ্গু নদে গত বুধবার রাতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর প্রথম আলোকে বলেন, মাছ ধরার নৌকা থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মদ খালাস হচ্ছে—এ খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে অর্ধকোটি টাকার মদ উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।বরগুনার তালতলী উপজেলার আলহাজ নাশির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। সম্প্রতি আবু হানিফের বিরুদ্ধে ২০১২-১৩ অর্থবছরে বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দ করা টিআরের চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চালের টাকা ফেরত চেয়ে আবু হানিফকে নোটিশ দেন। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। আমতলী (বরগুনা) প্রতিনিধিবায়ার্ন-ডর্টমুন্ড ম্যাচের তখন কয়েক ঘণ্টা বাকি। বিল্ডের পাতা উল্টাতে উল্টাতে পেপ গার্দিওলার চক্ষু চড়কগাছ। ম্যাচ ঘিরে দলের সব পরিকল্পনা সবিস্তারে ছেপে দিয়েছে জার্মান দৈনিকটি! কিন্তু অন্দরমহলের খবর বাইরে গেল কীভাবে? নিশ্চয়ই দলের মধ্যেই কেউ ফাঁস করে দিয়েছে। গার্দিওলা রেগেমেগে বলেছেন, গুপ্তচরকে ধরতে পারলে পত্রপাঠ ক্লাবছাড়া করবেন। কিন্তু আগে তো ধরতে হবে! জার্মানি দলের কোচ জোয়াকিম লো-ও এমন অভিযোগ করেছিলেন, কিন্তু গুপ্তচরকে ধরতে পারেননি। এএফপি।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন চকবারা গ্রাম থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাচারের সময় একটি জীবিত হরিণ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরা শিকারি দল সুন্দরবন থেকে হরিণ শিকার করছে। তারা হরিণের মাংস ও জীবিত হরিণ গাবুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে দেশের অন্যান্য স্থানে পাচার করে থাকে। বুড়িগোয়ালিনি নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক জানান, তাঁরা সংবাদ পান যে চোরা শিকারি দল সুন্দরবন থেকে একটি হরিণ ধরে নিয়ে চকবার এলাকায় রেখেছে। সেখান থেকে তারা হরিণটিকে খুলনায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ খবরের ভিত্তিতে তাঁরা চকবারা এলাকায় অভিযান চালান। পরে দেখতে পান, এলাকার কালীবাড়ির সামনে চার পা বাঁধা অবস্থায় হরিণটিকে ফেলে রাখা হয়েছে। হরিণটির পেছনের বাঁ পা কিছুটা কাটা। এ সময় হরিণটিকে উদ্ধার করে বুড়িগোয়ালিনি বন বিভাগে খবর দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনি স্টেশনের সহকারী কর্মকর্তা রজব আলী জানান, পুরুষ হরিণটিকে ফাঁদ পেতে ধরা হয়েছে। এতে প্রাণীটি অসুস্থ হয়ে পড়েছে। তাই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কর্মকার জানান, হরিণটির পেছনের বাঁ পায়ে ১০টি সেলাই দিতে হয়েছে। কয়েক দিন না খেয়ে হরিণটি দুর্বল হয়ে পড়েছে। |
ফেনী শহরের ট্রাংক রোডে বন বিভাগ কার্যালয় ভবনের সামনের নর্দমা থেকে গত বুধবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত হয়েছে।ফেনী সদর হাসপাতালের আরএমও আসীম কুমার সাহা জানান, ওই তরুণীর মাথায় আঘাত ও শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় গতকাল রোববার সকালে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচ পিকেটারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে তিনজনকে এক বছর করে এবং দুজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ধরনের অপরাধে ত্রিমোহনী এলাকায় একজনকে এক মাস ও দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কুষ্টিয়া অফিসচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামে ১০ জন নেতা রয়েছেন, যাঁরা ধ্বংসাত্মক রাজনীতি করেন। তাঁদের চিহ্নিত করে ফেলেছি। তাঁদের ঠিকানাও জানা আছে। তাঁরা যদি জ্বালাও-পোড়াও অপরাজনীতি করেন, তাহলে একইভাবে তাঁরাও জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবেন।’গতকাল মঙ্গলবার সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। হরতাল ও অবরোধের বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘যাঁরা নৈরাজ্য করছেন, তাঁরা সাবধান হয়ে যান। আপনাদের বাড়ি-ঘরে পাল্টা আগুন জ্বলবে।’চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদাক আ জ ম নাছির উদ্দিন বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি মাঠে নেমেছে। তারা ভোট চায় না, তারা সন্ত্রাস ও নৈরাজ্য চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সদস্য আবুল মনছুর প্রমুখ।এদিকে উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ, জামালখান আওয়ামী লীগ ও বাকলিয়া আওয়ামী লীগ নগরের বিভিন্ন স্থানে হরতালবিরোধী সভা ও মিছিল করেছে।কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে মারা গেল অবুঝ শিশু রিয়া ও কুলসুম। পেট্রলবোমায় অগ্নিদগ্ধ মন্টু পাল চলে গেল দুঃসহ যন্ত্রণা নিয়ে। আগুনের আলিঙ্গন থেকে বাঁচতে প্রতিবন্ধী আবদুল মান্নান চলাফেরার অবলম্বন ক্র্যাচ ছাড়াই লাফ দিয়ে জীবন বাঁচাল।এমন নিষ্ঠুর ও অমানবিক অসংখ্য ঘটনার সাক্ষী ২০১৩। চরম দুর্ভোগের আর কান্নাভেজা এই বছরটিতে রাজনৈতিক সংকটের জের ধরে সর্বস্তরের নাগরিক বিশেষ করে সাধারণ, দরিদ্র ও নিরীহ মানুষ নিরাপত্তাহীনতায় হাবুডুবু খেয়েছে।‘যে পুলিশের কাজ মানুষের নিরাপত্তা দেওয়া, তাদের ওপর একের পর এক হামলা হচ্ছে। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে?’—এই প্রশ্ন তুললেন বাংলামোটর এলাকায় অবস্থিত একটি ভবনের নিরাপত্তাকর্মী আবদুল মোমেন। গত মঙ্গলবার রাতে বাংলামোটর মোড়ে দুষ্কৃতকারীদের পেট্রলবোমায় পুলিশ সদস্য ফেরদৌস খলিল (৪২) মারা যাওয়ার পর এ মন্তব্য করেন তিনি।সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত দুই মাসেই পেট্রলবোমা, ককটেল বা রাজনৈতিক আগুনে পুড়ে মারা গেছে ৬৬ ব্যক্তি, আহত ব্যক্তির সংখ্যা চার শতাধিক। তাদের প্রায় সবাই নিরীহ পথচারী অথবা শ্রমজীবী।সাম্প্রতিক সময়ে অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্র। রাজনৈতিক সন্ত্রাসীদের আগুনে পোড়া যন্ত্রণাকাতর মানুষের আর্তনাদ, উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস, আর সন্তানহারা মায়ের আহাজারি এখনো থামেনি। অগ্নিদগ্ধ গৃহবধূ গীতা সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে পেয়ে তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা আমাদের স্বামীরটা খাই। আপনারা আমাদের নিয়ে ছিনিমিনি খেলছেন।...আমরা অসুস্থ সরকার চাই না।’ অগ্নিদগ্ধ সবার মনোভাবই গীতা সরকারের মতোই।যাতায়াত ও জীবনযাত্রায় অবর্ণনীয় দুর্ভোগ: বিদায় বছরে রাজনৈতিক কর্মসূচির কারণে যানজটের চেয়েও বেশি ছিল যানশূন্যতা। ঘরের বাইরে বের হওয়া মানুষ ত্যক্ত-বিরক্ত ও ক্লান্ত-ঘর্মাক্ত হয়ে ঘরে ফিরেছে। আর যেদিন রাজনৈতিক কর্মসূচি থাকেনি, জমে থাকা কাজ শেষ করতে মিছিলের মতো মানুষ নেমেছে রাস্তাঘাটে। সেদিন যানজটে স্থবির থেকেছে শহর। এ বছরের বেশির ভাগ সময় গাড়িওয়ালাদের বের হতে হয়েছে গাড়ি রেখে। শত শত গাড়ি আগুনে পুড়েছে, ভাঙচুর করা গাড়ির সংখ্যাও অগণিত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে সারা দেশে হরতাল ও বিভিন্ন সহিংসতায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২৫ কোটি টাকা মূল্যের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত আগুনে পুড়ে গেছে মোট ৬৭৪টি যানবাহন। গত দুই মাসে পোড়া গাড়ির সংখ্যা ও আর্থিক ক্ষতির পরিমাণ অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।যানবাহন মালিক বা চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বছরজুড়ে। মালিকদের প্রায় সবারই রয়েছে ব্যাংকঋণ। এসব ঋণের কিস্তিও আটকে গেছে। গাড়িচালক মোক্তার হোসেন (৫৪) নিজে একটি গাড়ি চালান। ব্যংকঋণ নিয়ে আরেকটি গাড়ি কিনেছেন, সেটি ভাড়া দিয়ে যে টাকা পান, তা দিয়ে ঋণ পরিশোধ করেন। হাতিরপুল এলাকায় বসবাসকারী ওই চালক বললেন, ‘ঋণের টাকা দেওয়া দূরে থাক, দুই মাস বাসা ভাড়া দিতে পারছি না। স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে খুবই কষ্টে আছি।’ককটেল হামলার বছর: সন্তান যাবে স্কুল বা কলেজে। কিন্তু মা-বাবার দুশ্চিন্তার অন্ত নেই। এই বুঝি বুক হিম করা কোনো দুঃসংবাদ আসবে। বাবা বা স্বামী অফিসে অথবা কর্মক্ষেত্রে যাবেন। অথচ আতঙ্ক ঘিরে ছিল পরিবারের অন্য সদস্যদের মধ্যে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ককটেল বা বোমাবাজি হয়েছে এ বছর।সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘সিএনজি অটোরিকশায় লোহার শিকের বেড়া দেওয়া হয়েছিল ছিনতাই বা ডাকাতি থেকে রেহাই পেতে। কিন্তু গত কয়েক মাস অটোরিকশার গেট খুলে বা ছিটকানিতে হাত রেখে চলাচল করেছি। কারণ, ককটেল হামলা বা পেট্রল ঢেলে আগুন লাগানোর ভয়।’শিক্ষার্থী-অভিভাবকদের দুশ্চিন্তার বছর: চারটি পাবলিক পরীক্ষা, স্কুলের বার্ষিক পরীক্ষা এবং উচ্চশিক্ষার ভর্তি পরীক্ষা একের পর এক পিছিয়েছে এ বছরের শেষ ভাগে এসে। প্রায় চার কোটি পরীক্ষার্থী হয়রানি ও ক্ষতির সম্মুখীন হয়েছে। পরীক্ষার তারিখ পরিবর্তন করেও দিশা পায়নি শিক্ষা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সরকারি হিসাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা তিন কোটি ৭০ লাখ। এর বাইরে কলেজ-বিশ্ববিদ্যালয় মিলিয়ে আরও প্রায় ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে।বছরের শেষ ভাগে পরীক্ষার মৌসুমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত। স্থবিরতা নেমে আসে শিক্ষা কার্যক্রমে। পাঠ্যবই পড়ানো শেষ হয়নি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। পরীক্ষা আংশিক নিয়ে বছর শেষ করেছে কিছু প্রতিষ্ঠান।রাজনৈতিক কর্মসূচি এবং সরকারি ছুটি হিসাব করে দেখা গেছে, বিদায় বছরে ২০০ দিনেরও বেশি বন্ধ ছিল অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শেষ দুই মাসে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কর্মদিবস না পেয়ে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস-পরীক্ষা নিয়েছে।গত ৪ নভেম্বর শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ১১টি বিষয়ের পরীক্ষার মধ্যে ছয়টি পরীক্ষাই পেছাতে হয়েছে। বারবার হরতাল-অবরোধের কারণে গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। ওই পরীক্ষায় অংশ নেয় ২৯ লাখ ৫০ হাজার শিশু। এর আগে গত এপ্রিলে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আট দিন পেছানো হয়। গত ফেব্রুয়ারি মাসে হরতালের কারণে ছয় দিনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পেছানো হয়েছিল।জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমনিতেই সেশনজট বিদ্যমান। বারবার পরীক্ষা পেছানোর কারণে প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন অভিশপ্ত হয়ে উঠেছে। এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, আগে যেকোনো রাজনৈতিক কর্মসূচির আগে পরীক্ষার বিষয়টি চিন্তা করা হতো। এখন ওই চিন্তা কেউ করেন না। পদ্মা সেতু নির্মাণ না হওয়ার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব, কিন্তু শিক্ষার যে ক্ষতি এ বছর হয়েছে, তা কখনো পূরণ হবে না। বছরজুড়ে শুধুই হাহাকার: সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ছাড়াও বছরজুড়ে ব্যবসা-বাণিজ্যে ছিল চরম মন্দা অবস্থা। ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে রাস্তায় নেমে শান্তির ডাক দিয়েছেন। এর আগে ভিক্ষার থালা হাতে নিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন খুদে ব্যবসায়ীরা।দুর্ভোগের ওই বছরে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়নি, বিশেষ করে শাক-সবজির উৎপাদন খরচ তুলতে পারেনি অনেকেই। কারখানা বন্ধ থাকায় শ্রমিকের কাজ ছিল না। ছোট ও দুর্বল কারখানা, ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মরতদের বেতন আটকে গেছে। গার্মেন্টস খাত বিপর্যয়ের মুখে পড়েছে। হোটেল ও পর্যটন শিল্পে চলছে হাহাকার। বছরজুড়ে যে সংকট, সহিংসতা ও দুর্ভোগ চলেছে, তা নতুন বছরের দিকেও গড়াচ্ছে। অর্থাৎ বছর শেষ হতে চললেও দুর্ভোগের শেষ হয়নি। |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারমাণবিক অস্ত্র বর্জন করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ মানবজাতি এবং একমাত্র বসবাসের স্থান পৃথিবীর অস্তিত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) আয়োজিত পারমাণবিক নিরস্ত্রীকরণ-সংক্রান্ত উচ্চপর্যায়ের এক বৈঠকে ভাষণে এসব কথা বলেন। খবর বাসসেরপ্রধানমন্ত্রী পারমাণবিক অস্ত্রের আধুনিকায়নের প্রয়াসকে আত্মঘাতী মনোভাব বলে অভিহিত করে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রগুলোকে এখন আরও বেশি প্রাণঘাতী করার লক্ষ্যে শাণিত করা হচ্ছে এবং বিপুল সংখ্যায় মজুত গড়ে তোলা হচ্ছে। তাই মানবজাতি এবং একমাত্র বসবাসের স্থান পৃথিবীর অস্তিত্ব রক্ষার জন্য পারমাণবিক নিরস্ত্রীকরণ গুরুত্বপূর্ণ।প্রধানমন্ত্রী বলেন, তিনটি পারমাণবিক অস্ত্রধারী দেশের অবস্থান নিকটবর্তী হওয়ার কারণে এসব মারাত্মক অস্ত্রের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ বাংলাদেশের রয়েছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, পারমাণবিক অস্ত্র সার্বিক নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা দিতে পারে না।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা কি এক মুহূর্তের জন্যও এমন একটি বিশ্বের চিন্তা করতে পারি না, যা আমরা আমাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য রেখে যেতে চাই? আমরা যদি তা করি, তাহলে একটি সর্বজনীন ও স্বতঃস্ফূর্ত সাড়া হবে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য কাজ করা।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি ধ্বংসের আতঙ্কে তাড়িত একটি বিশ্বের দিকে এগিয়ে যাব, নাকি আমাদের জ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে মানবসভ্যতাকে সমৃদ্ধ করে শান্তিপূর্ণ, নিরাপদ ও আর্থসামাজিক ক্ষেত্রে উন্নত একটি বিশ্বের দিকে এগিয়ে যাব।’প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের একমাত্র স্থায়ী বহুপক্ষীয় নিরস্ত্রীকরণ চুক্তিসংক্রান্ত আলোচনাকারী সংস্থা ‘কনফারেন্স অন ডিসআর্মামেন্ট (সিডি)’ কয়েক দশক ধরেই অচলাবস্থার মধ্যে রয়েছে। তিনি বলেন, এ সংস্থা এখন পারমাণবিক অস্ত্রের উপকরণ উৎপাদন ও মজুত নিষিদ্ধ করে একটি বৈষম্যহীন এবং আন্তর্জাতিক ও কার্যকরভাবে যাচাইযোগ্য চুক্তিতে পৌঁছার লক্ষ্যে এগিয়ে যেতে পারে।শেখ হাসিনা বলেন, এ সংস্থা (সিডি) পারমাণবিক অস্ত্রমুক্ত দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যবহার করার হুমকি মোকাবিলায় আশ্বাস প্রদানের লক্ষ্যে একটি বৈশ্বিক আইনকাঠামো গড়ে তোলার জন্য আরেকটি পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাসীদের হাতে পড়ার ঝুঁকি এড়াতে পারে। তিনি বলেন, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আরেকটি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। যেমন, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণা।বন্দর নগর চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর আর খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে গতকাল রোববার ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন পার করেছে ১৮-দলীয় জোট। গতকাল রাজপথ কার্যত বিএনপি নেতা-কর্মীদের দখলে ছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপি স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।চট্টগ্রাম নগর ও শহরতলীর বিভিন্ন মোড়ে গতকাল ভোর থেকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করে। রাস্তায় গাড়ি চলাচলও খুব কম ছিল। সকালের দিকে মেহেদীবাগের বাসা থেকে একটি মিছিল হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে। সেটি জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। ওই সময় আরেকটি মিছিল নিয়ে জিইসি মোড়ে হাজির হন আবদুল্লাহ আল নোমান। এরপর নোমান নগরের প্রবেশপথ অলংকার মোড়ে যুবদলের আয়োজনে আরেকটি সমাবেশে যোগ দেন। বাকলিয়ায় আরেকটি মিছিলের নেতৃত্ব দেন শাহাদাৎ হোসেন। গতকাল ভোর থেকে বিএনপির নেতা-কর্মীরা নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে। দুপুর সোয়া ১২টার দিকে সার্কিট হাউসের সামনে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। ঘণ্টাখানেক পর আলমাসের সামনে ব্যাটারিচালিত রিকশা পুড়িয়ে দেয় পিকেটাররা। এ ছাড়া নগরের নিউমার্কেট, বহদ্দারহাট, ষোলশহরসহ বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর চলে।এদিকে প্রথম দিনের হরতাল সফল করায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় নেতা-কর্মীদের অভিনন্দন জানান।গতকাল সকালের দিকে চট্টগ্রাম আদালত ভবন চত্বরেও ১৮-দলীয় আইনজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে হরতালের সমর্থনে মিছিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক পিপি আবদুস সাত্তার।বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ আর ঘরে ফিরবে না।এদিকে হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগ গতকাল বেলা ১১টার দিকে ওয়াসা মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।দুপুরের পর যাত্রীবাহী কিছু গাড়ি নামতে শুরু করে। তবে রিকশা চলাচল স্বাভাবিক ছিল। নগরের বিপণিবিতানগুলো খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। দূরপাল্লার কোনো গাড়ির চাকা ঘোরেনি। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, জরুরি রপ্তানি পণ্য জাহাজীকরণ করতে চাইলে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেইনার ডিপো থেকে বন্দর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবে।ছাত্রদল নেতা গুলিবিদ্ধ: গতকাল ভোর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ছাড়া পারুয়া হাজানিহাট এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. হারুনসহ ১০ জন আহত হন।অন্যদিকে মরিয়মনগর-রানীর হাট ডিসি সড়কের মোগলের হাট এলাকায় জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ পিকেটারদের পিছু হটাতে কমপক্ষে ১০টি, থানা সদর এলাকায় পিকেটারদের ধাওয়া করতে পাঁচটি ও বিভিন্ন এলাকায় আরও পাঁচটি গুলি ছুড়ে পুলিশ। থানা সদর এলাকায় পুলিশের ছোড়া গুলিতে ছাত্রদল নেতা মো. মঞ্জু আহত হন।১৯৬৪ অ্যাশেজে ট্রেন্টব্রিজ টেস্টে অভিষেক অস্ট্রেলিয়ান পেসার গ্রাহাম কর্লিং ও ইংলিশ ওপেনার জিওফ বয়কটের। প্রথম তিন ইনিংসেই বয়কটকে আউট করেছেন কর্লিং, তিনবারই ক্যাচ নিয়েছেন ববি সিম্পসন!তুরস্কে সরকারের মন্ত্রীদের দুর্নীতি নিয়ে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে সেনাবাহিনী বলেছে, তারা রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না। তিনজন মন্ত্রীর পদত্যাগের পর প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোয়ান মন্ত্রিপরিষদ পুনর্গঠনে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মানও পড়ে গেছে। এদিকে শীর্ষ কর্মকর্তাদের না জানিয়ে দুর্নীতির তদন্তকাজ পুলিশ শুরু করতে পারবে না বলে সরকার যে নির্দেশনা জারি করেছে, তা আটকে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। দুর্নীতি তদন্তের অংশ হিসেবে কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পুলিশ তল্লাশি করার পর সরকার গত সপ্তাহে এই নির্দেশনা জারি করেছিল। বিবিসি |
এক হাত ছেড়ে হাঁটো। দেখো তো, না ধরে হাঁটতে পারো কি না। ও, ব্যথা করছে, তাহলে একটু বসো। আরে দেখো না, ওর তো দুই পা-ই নেই, তোমার তো একটি পা আছে, ও পারলে তুমিও পারবে।সাভারে রানা প্লাজার আহত শ্রমিক শিল্পীর কৃত্রিম পা লাগানোর পর অনুশীলনের একপর্যায়ে এভাবেই সাহস দেওয়ার চেষ্টা করছিলেন থাইল্যান্ডের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ডের বিশেষজ্ঞ দলের কথাগুলো শিল্পীকে বাংলায় বলে দিচ্ছিলেন থাই দূতাবাসের এক প্রতিনিধি।আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিক এবং বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ১০৭ জনকে বিনা মূল্যে কৃত্রিম পা লাগানোর এ কার্যক্রম চলছে। থাইল্যান্ড সরকারের সহায়তায় ২২ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে থাইল্যান্ড থেকে ৬৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। গতকাল বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, শিগগিরই বাংলাদেশে হাত-পা সংযোজন কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।শিল্পী প্রথম আলোকে বলেন, ‘পা হারানোর পর কখনো চিন্তা করিনি আবার হাঁটতে পারব। এখন হাঁটতে পারছি, নতুন জীবনের স্বপ্ন দেখছি।’অনুশীলন শেষ করে চেয়ারে বসে ছিলেন আরেক আহত শ্রমিক রেহানা বেগম। তাঁর দুটো পা-ই কাটা গেছে। তাঁকে দুটি কৃত্রিম পা বানিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় খরচ বাবদ পাঁচ লাখ টাকা দিয়েছে বিজিএমইএ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রেহানা ১৫ লাখ টাকা এবং শিল্পী ১০ লাখ টাকার সঞ্চয়পত্র পেয়েছেন।থাইল্যান্ডের বিশেষজ্ঞ দলের কয়েকজন প্রতিনিধিরও পা নেই। তাঁরাও কৃত্রিম পায়ের সাহায্যে চলাচল করছেন। এই কৃত্রিম পা লাগানো প্রতিনিধিরা শিল্পী, রেহানাদের কৃত্রিম পা লাগাচ্ছিলেন অত্যন্ত মমতা ও যত্নের সঙ্গে। পা না থাকার যে কী বেদনা, তা তো তাঁরা জানেন।অগ্নিকাণ্ডে চট্টগ্রাম নগরের আসকারদীঘির পাড় এলাকায় ফার্নিচার মার্কেট সম্পূর্ণ পুড়ে গেছে। এখানে ১৩টি দোকানের পাশাপাশি ৩২টি বস্তিঘর পুড়ে গেছে।গতকাল রোববার সকাল পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৯৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকার বেশি। এখানকার একটি ছাড়া সবগুলো দোকান পুড়ে গেছে। একটি দোকান কেবল আংশিক ক্ষতিগ্রস্ত হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ছয়টার দিকে আসকারদীঘির উত্তর পাড়ে একটি ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের পাশের বস্তিতেও আগুন লেগে যায়।সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ফার্নিচার দোকানের নিচে রয়েছে কারখানা। এখানে কাঠ, ফোম, থিনার, রাসায়নিক সামগ্রী, রং, তুষ, কাঠের গুঁড়ি, বোর্ড ও অন্যান্য দাহ্য পদার্থ রয়েছে। এর ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, ‘দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের ১১টি গাড়ি বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরপর বিভিন্ন স্থান থেকে ওঠা ধোঁয়া নির্বাপণ করা হয়।’ আগুনে ১৩টি দোকান ও ১৬ কক্ষবিশিষ্ট দুটি বস্তি পুড়ে যায়। এতে ৯৬ লাখ টাকার ক্ষতি হয় বলে ফায়ার সার্ভিস জানায়।তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোয়ালিটি ফার্নিচার দোকানের মালিক ছিদ্দিক আহমদ দাবি করেন, ক্ষয়ক্ষতি ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘প্রতিটি দোকানে কোটি টাকার তৈরি ফার্নিচার ছিল। এ ছাড়া ছিল অনেক কাঁচামাল। আমরা কিছুই বের করতে পারিনি।’আগুন লাগার খবর পেয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের তালিকা তৈরি করেন। রাব্বী মিয়া বলেন, ‘তালিকা তৈরি করে আমরা ক্ষতিগ্রস্ত বস্তিবাসীকে সাহায্য দেব। এ ছাড়া ফার্নিচার দোকানিদের ক্ষতি বেশি হয়েছে।’চট্টগ্রামে জামিনে বেরিয়ে আসছেন দুর্ধর্ষ সন্ত্রাসীরা। নির্বাচনের আগ মুহূর্তে দেশের অস্থিতিশীল পরিবেশে সন্ত্রাসীরা বেরিয়ে আসায় জনমনে বিরাজ করছে আতঙ্ক।গত তিন মাসে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫২ জন আসামি। এর মধ্যে দুর্ধর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী, খোকন চন্দ্র তাঁতী, রিটু দাশ, নুরুল আলম, টিটন চৌধুরী ও মেজর প্রিয়তোষ মজমুদার রয়েছেন।জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, মুক্তি পাওয়া সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ, যাতে তাঁরা অপরাধ করার সুযোগ না পান।এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ বলেন, জামিন পাওয়া প্রত্যেকের আইনগত অধিকার। সন্ত্রাসীদের জামিনের ব্যাপারে রাষ্ট্রপক্ষ বরাবরই বিরোধিতা করে আসছে। এর পরও তাঁরা আইনি ফাঁকফোকরে বেরিয়ে আসছেন। এখানে না পেলে উচ্চ আদালত থেকে জামিন নিচ্ছেন।নির্বাচনের আগ মুহূর্তে সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসায় জানমালের শঙ্কা প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলার সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যবহার করতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়া উচিত।কারা ও আদালত সূত্রে জানা গেছে, খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ গ্রেপ্তারের চার মাসের মাথায় ২ নভেম্বর জামিনে মুক্তি পান।তিনি র্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরীর সহযোগী। নগরের কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় তাঁকে ২০০৭ সালের ২৭ জুন সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।রিটু দীর্ঘদিন পলাতক থাকায় সাজা কার্যকর হয়নি। নগরের সিআরবিতে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ যুবলীগের দুই পক্ষে গোলাগুলিতে নিহত দুই ব্যক্তির হত্যা মামলায় গত ২৭ জুন কারাগারে আসেন রিটু দাশ।এর আগে সিআরবিতে দরপত্র নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হেলাল আকবর চৌধুরী ও তাঁর ১২ সহযোগী গত ১৬ আগস্ট মুক্তি পান।পুলিশ পরিচয়ে প্রতারণা, ডাকাতিসহ চারটি মামলার আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী প্রিয়তোষ মজমুদার মুক্তি পান ৪ নভেম্বর। তিনি চলতি বছরের ২৯ জানুয়ারি কারাগারে এসেছিলেন।নগরের হালিশহর থানার একটি ডাকাতি মামলায় ১ নভেম্বর জামিনে মুক্তি পান হামকা গ্রুপের দলনেতা নুরুল আলম।তাঁর বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির ১৫টি মামলা রয়েছে। ছিনতাইকারীদের নিয়ে একটি দল গঠন করেন নুরুল আলম। ওই দলের নাম দেন হামকা গ্রুপ। ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকেন তিনি।নগরের পাঁচলাইশ, হালিশহর ও বায়েজিদ বোস্তামী থানার সাতটি মামলার আসামি টিটন চৌধুরী জামিনে মুক্তি পান ৮ নভেম্বর।এ ছাড়া মুক্তি পান সন্ত্রাসী মশিউর রহমান, নুরুল আলম, ডালিম, জানে আলম, জসীম উদ্দিন, সেলিম, খোকন চন্দ্র তাঁতী, নাছির, ফারুক, জয়নাল হাজারী, আবদুল্লাহসহ ৫২ জন ছোট-বড় সন্ত্রাসী।এদিকে জামিনে মুক্তির অপেক্ষায় আছেন সরোয়ার ম্যাক্সনসহ অনেক সন্ত্রাসী। জামিনের জন্য তাঁরা দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।২০১১ সালের জুন মাসে নগরের বায়েজিদ বোস্তামী চালিতাতলী এলাকা থেকে পুলিশ তাঁদের কাছ থেকে একে ৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার করে। তাঁদের গুরু মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ভারতের কারাগারে আটক রয়েছেন।বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসি) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়।বিজিএফসি সূত্রে জানা যায়, পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এই কূপ থেকে দৈনিক গড়ে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা এলাকায় গত ৩ নভেম্বর রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপটির খননকাজ শুরু করে। প্রায় দুই মাসের খননকাজ শেষে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করা হলো।প্রকল্প পরিচালক আহমঞ্চদ হোসেন বলেন, গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে রাশিয়ার প্রতিষ্ঠান গাজপ্রম এই কূপটি খনন করেছে। আগামী দু-তিন দিনের মধ্যে পরীক্ষা শেষ করে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু করা হবে। |
১১ বছরের শিশু গৃহকর্মী আদুরিকে নির্যাতন করে ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগে গৃহকর্ত্রী নওরীন জাহানকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।আদুরি রাজধানীর পল্লবীর ১২ নম্বর সেকশনে নওরীনের বাসায় কাজ করত। তাকে গত রোববার বিকেলে বারিধারা ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে অর্ধমৃত অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমে খবর বের হওয়ার পর গতকাল সকালে আদুরির মা সাফিয়া বেগম হাসপাতালে আসেন। তাঁর কাছ থেকে আদুরির কর্মস্থলের খোঁজ পায় পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা গতকাল গৃহকর্ত্রী নওরীন জাহানকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে ডিএমপির মিডিয়া সেন্টারে নেওয়া হয়। সেখানে নওরীন গৃহকর্মী আদুরিকে মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, দুই মাস আগে আদুরি টাকা-পয়সা, স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এরপর তাঁরা কোনো খোঁজ করেননি। থানায় কোনো মামলা বা জিডিও করেননি। তাঁর এ বক্তব্য অসত্য ও অবিশ্বাসযোগ্য বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা।ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফাতিহা ইয়াসমিন বলেন, নির্যাতিত শিশুটির ভাষ্যমতে, তাকে গৃহকর্ত্রী নওরীন, তাঁর বোন পুষ্পিতা ও মা ইশরাত জাহান মারধর করতেন। গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দিতেন, ব্লেড দিয়ে শরীর কেটে দিতেন। তবে শিশুটিকে কেন এভাবে নির্যাতন করা হলো, তার বিশদ ঘটনা এখনো জানা যায়নি। তবে গৃহকর্ত্রীর নিজেরও দুটি শিশুকন্যা রয়েছে।ফাতিমা ইয়াসমিন জানান, গতকাল সকালে আদুরিকে ওয়ার্ড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। কিছুক্ষণ পরই আদুরির মা সাফিয়া বেগম কয়েকজন স্বজনকে নিয়ে সেখানে আসেন।আদুরির মা জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠিতে। কয়েক মাস আগে পটুয়াখালীর ঠিকাদার চুন্নু মিয়ার মাধ্যমে আদুরিকে ঢাকায় কাজে পাঠানো হয়।পুলিশ জানায়, নওরীনের স্বামী সাইফুল ইসলাম ওরফে মাসুদ কথিত এমএলএম (বহুস্তরবিশিষ্ট বিপণন) ব্যবসা করতেন। প্রতারণার অভিযোগ মাথায় নিয়ে তিনি বেশ কিছুদিন ধরেই পলাতক রয়েছেন।লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। এ কারণে গতকাল রোববার থেকে পাঁচ হাজার ট্রলারের মাছ ধরা বন্ধ হয়ে গেছে। এতে অন্তত ৭০ হাজার জেলে সাময়িক বেকার হয়ে পড়েছেন।কক্সবাজার আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে কক্সবাজার উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।গতকাল সকালে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, কয়েক শ ট্রলার নোঙর করে আছে। সংকেত পেয়ে সাগর থেকে অসংখ্য ট্রলার ফিরে আসছে।শহরের নুনিয়াছটার জেলে সালামত উল্লাহ বলেন, নিষেধাজ্ঞার কারণে ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিন জেলেরা সাগরে ইলিশ ধরতে পারেননি। ২৪ অক্টোবর থেকে ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে নামেন। এরই মধ্যে সতর্কসংকেত পেয়ে পুনরায় ট্রলারগুলোকে গভীর সাগর থেকে উপকূলে আসতে হয়েছে। এতে জেলে-পরিবারে অভাব-অনটন দেখা দিয়েছে। লোকসানের কারণে ট্রলার-মালিকেরাও জেলেদের অগ্রিম টাকা দিতে রাজি হচ্ছেন না।গত শুক্রবার সকাল থেকে উপকূলে বৃষ্টিপাত হচ্ছে। সাগর উত্তাল থাকায় কক্সবাজার-কুতুবদিয়া, ধলঘাটা, মাতারবাড়ি এবং টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে।কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, সতর্কসংকেত পেয়ে ইতিমধ্যে পাঁচ হাজারের বেশি ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। আহরণ বন্ধ থাকায় কিছুদিন বাজারে মাছের সংকট দেখা দিতে পারে।নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বটতলা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল হোসেন ওরফে রবিনের (৩৮) ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর বাঁ হাত কেটে ফেলেছেন ১৮-দলীয় জোটের কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় নাজমুলের মালিকানা ইটভাটার একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালান। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন নাজমুলকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নাজমুলের বাঁ হাতের আঙুলের অংশ পুরোটাই আলাদা হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের নেতা নাজমুল ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর বটতলা এলাকায় ১৮-দলীয় জোটের কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালান।দুই সপ্তাহের তুমুল লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দক্ষিণ সুদানের সরকার। কেনিয়ার রাজধানী নাইরোবিতে গতকাল শুক্রবার পূর্ব আফ্রিকার দেশগুলোর নেতাদের বৈঠক চলাকালে দক্ষিণ সুদানের সিলভা কির সরকার এই ঘোষণা দেয়। আফ্রিকার নেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘বিদ্রোহী নেতা’ সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারকেও এই ধরনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান।দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সিলভা কির এবং ‘বিদ্রোহী নেতা’ মাচারকে মুখোমুখি বসে আলোচনার জন্য চার দিন সময় দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশগুলোর নেতারা। তাঁরা বলেছেন, এর পরও সেখানে গৃহযুদ্ধ অব্যাহত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। যদিও সেই ব্যবস্থাটা কী, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তাঁরা।কেনিয়ার প্রেসিডেন্ট ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেন সালভা কির। ওই বৈঠকের ধারাবাহিকতায় নাইরোবিতে গতকাল বৈঠকে যোগ দেন আঞ্চলিক নেতারা।এদিকে জাতিসংঘ ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ সুদানে অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।দক্ষিণ সুদানের সার্বিক পরিস্থিতি এবং কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম ডেসালেগনের সঙ্গে প্রেসিডেন্ট কিরের আলোচনার বিষয় নিয়ে গতকাল বৈঠক করেন পূর্ব আফ্রিকার আটটি দেশের নেতারা। এর আগে ইথিওপিয়ার পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় অনুষ্ঠিত কেনিয়াত্তা, ডেসালেগন ও কিরের বৈঠকে ‘গঠনমূলক ও খোলামেলা আলোচনা হয়েছে’। দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকেয়ি জানিয়েছেন, ‘বিদ্রোহীদের নেতা’ রিক মাচারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। মাচার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও মাচার শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের প্রধান হিল্ডে জনসন ‘শান্তি-প্রক্রিয়ার সুযোগ দিতে’ দেশটির রাজনৈতিক নেতাদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দেশটি কয়েক দশক ধরে দ্বন্দ্ব ও যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে যাচ্ছে। জনসন জানান, ১৫ ডিসেম্বর শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জনসন আরও জানান, দেশটিতে ৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা হতে পারে।১০টি রাজ্যের মধ্যে অন্তত পাঁচটি রাজ্যে লড়াই চলছে। বোর ও মালাকাল অঞ্চলে ব্যাপক সংঘর্ষ চলছে। ১৫ ডিসেম্বর ‘ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার’ পর নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিবিসি ও এএফপি। |
খেলাঘর: বেপরোয়া গাড়িচালকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন, বিকেল সাড়ে চারটায়, চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।চট্টগ্রাম মর্নিং ফিটনেস জোন: চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব ও ভারতের মালদা সোনালী অতীত ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, বেলা তিনটায়, হালিশহর শারীরিক শিক্ষা মাঠ।স্পর্শ: সত্যসাহা মিউজিক একাডেমি গঠন উপলক্ষে মতবিনিময় সভা, বিকেল পাঁচটায়, ফতেয়াবাদ কলেজ মিলনায়তনে।চট্টগ্রাম মেট্রোপলিটন রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন: কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে।অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগং: দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, বেলা তিনটায়, চট্টগ্রাম শিল্পকলা একাডেমী।হাটখোলা: আদিবাসী খাদ্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, সার্সন রোডে সংগঠনের কার্যালয়ে।‘হরতালত হাজহর্ম গরিত নপারিলে, আঁরা যারা গরিব মানুষ-তারার পেডত ভাত নজুটে। ক্ষুদার জ্বালায় পোয়া-মাইয়া হান্নাহাটি গরে। হরতালত হার লাব আঁরা বুঝি। হরতালত হন নেতাকর্মীত আর নহায়-নথাকে।’গতকাল রোববার সকালে হরতালের প্রথম দিনে কক্সবাজার শহরের প্রধান সড়কের শহীদ মিনারে দাঁড়িয়ে এসব কথা তুলে ধরেন দিনমজুর সৈয়দ উল্লাহ (৫০)। সৈয়দ উল্লাহর বাড়ি কক্সবাজার শহরের নাজিরারটেক গ্রামে। সমুদ্র উপকূলে তিনি শুঁটকি উৎপাদন করে ছয় সদস্যের সংসার চালাতেন। বৃষ্টির কারণে কয়েক দিন ধরে শুঁটকি উৎপাদন বন্ধ রয়েছে। এতে অন্তত ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। এ সময় সৈয়দ উল্লাহ শহরে রিকশা চালিয়ে আয়-রোজগার করতেন। কিন্তু গতকাল হরতাল থাকায় তিনি রিকশা ভাড়া পাননি। দিনমজুরি কাজের জন্য শহীদ মিনার চত্বরে অনেকক্ষণ বসেও কারও সাড়া মেলেনি।সৈয়দ উল্লাহর পাশে বসা দিনাজপুরের সাইদুল ইসলাম (৪৫) ও কুতুদিয়ার নবী হোসেন (৪৪) বলেন, হরতালের কারণে উত্তরবঙ্গসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা অন্তত দেড় লাখ শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন।গতকাল সকাল থেকে শহরের প্রধান সড়কে অল্প পরিমাণ ব্যাটারিচালিত যান টমটম, রিকশা চলাচল শুরু করে। সকাল সাতটার দিকে বাজারঘাটা, আইবিপি সড়কে একাধিকবার ককটেল বিস্ফোরণ ও কয়েকটি টমটম ভাঙচুর হলে যান চলাচল বন্ধ থাকে। সকাল ও দুপুরে চকরিয়া পৌর এলাকায় বিএনপি-জামায়াতের সঙ্গে র্যাব-পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে পৃথক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফলে কক্সবাজার-টেকনাফ এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।টেকপাড়ার টমটম চালক শামসুল আলম বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি টমটম চালিয়ে দৈনিক ৩০০-৪০০ টাকা আয় করে সংসার চালাচ্ছি। কিন্তু হরতালের কারণে আয়-রোজগার বন্ধ, সংসার চালাব কী দিয়ে?’কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, তিন দিনের টানা হরতালে জেলার অন্তত দুই লাখ শ্রমজীবী মানুষ বেকার জীবন কাটাচ্ছেন। হরতালের বিকল্প কর্মসূচি দেওয়া হলে এই দুর্ভোগ থাকত না।দুই তারকার দ্বৈরথটা এতই রোমাঞ্চকর যে, মেসির গোলের জবাবে গোল আর হ্যাটট্রিকের জবাবে হ্যাটট্রিক করবেন রোনালদো—এটাই যেন নিয়ম হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চোট পাওয়ার কিছুদিনের মধ্যেই রোনালদোও চোটে পড়বেন, এ নিতান্তই কাকতাল ছাড়া আর কী! গত শনিবার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে যখন ব্যথা নিয়ে বেরিয়ে যান, তখনো বোঝা যায়নি, ব্যাপারটা গুরুতর কিছু। এমনকি ম্যাচের পর রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রোনালদোও আশ্বস্ত করেছিলেন—বদলি হয়ে উঠে যাওয়াটা শুধুই বাড়তি সতর্কতা। কিন্তু পরশু রিয়ালের এক বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে নানা পরীক্ষার পর রোনালদোর বাঁ ঊরুতে একটা সমস্যা ধরা পড়েছে। এটা ঠিক কত দিন রোনালদোকে মাঠের বাইরে বসিয়ে রাখবে, তা জানানো হয়নি। তবে কোচ আনচেলত্তি আগামী শনিবার লিগ ম্যাচেই তাঁকে ফিরে পাওয়ার আশা করছেন, ‘ওর সামান্য টান লেগেছে। তবে ও শনিবারে খেলার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। পুরো ফিট থাকলে তবেই সে খেলবে।’আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিট বাদ দিলে এই মৌসুমে রিয়ালের হয়ে সব কটি ম্যাচের পুরো সময় খেলেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ৪৮টি ম্যাচের মাত্র ৪টিতেই মাঠে ছিলেন না তিনি। ওয়েবসাইট।হয়রানি ছাড়া স্বল্প সময়ে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তির জন্য আরও সচেষ্ট ও কাজের প্রতি যত্নবান হতে হবে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে দেরি হলে বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে নানা প্রশ্নের জন্ম হয়। কাজেই জামিন, নারাজি, রিমান্ড, সিআর মামলা দায়েরের পর এজলাস চলাকালীন সিদ্ধান্ত দেওয়া সমীচীন। তিনি বিচার বিভাগের জন্য সম্মানহানিকর, এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, বারের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার জন্য সচেষ্ট থাকতে হবে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় সারা দেশের ২৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা সম্মেলনে যোগ দেন। মুখ্য বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য এই সম্মেলনের আয়োজন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। |
নিউইয়র্কে এখন হেমন্তের চমৎকার আবহাওয়া। আর এই সুন্দর আবহাওয়ায় ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসা তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে প্রধানমন্ত্রী এখন নিউইয়র্কে। তাঁর সঙ্গে রয়েছে ১৪০ জনের সফরসঙ্গী প্রতিনিধিদল।প্রধানমন্ত্রী গত বুধবার দিনের প্রথমভাগে জাতিসংঘ সদর দপ্তরে ‘গুরুত্বপূর্ণ’ একাধিক সভায় যোগ দেন। কিন্তু তাঁর সঙ্গে আসা প্রতি নিধিদলের সদস্যদের ব্যস্ততা ছিল অন্যত্র। কেউ কেউ ছিলেন আনন্দ-শপিংয়ে ব্যস্ত। অনেকে আত্মীয়পরিজন বা নিজ নিজ এলাকার প্রবাসীদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন।জাতিসংঘ সদর দপ্তরে চলা বিভিন্ন সভায় অবশ্য দু-একজনকে যোগ দিতে দেখা গেছে। প্রধানমন্ত্রী আজ বিকেলে সাধারণ পরিষদে তাঁর বক্তব্য দেবেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন এই প্রতিবেদককে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণের সময় মাত্র আটজন প্রতিনিধি সাধারণ পরিষদে তাঁর সঙ্গে প্রবেশ করতে পারবেন।বুধবার বিকেলের সিংহভাগ সময়ই প্রধানমন্ত্রী গ্র্যান্ড হায়াত হোটেলেই কাটিয়েছেন। রাত আটটা পর্যন্ত প্রবাসী মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনকে সাক্ষাৎ দিয়েছেন। আর গতকাল বৃহস্পতিবারও দিনের বেশির ভাগ সময়ই বিভিন্ন লোকজনকে সাক্ষাৎ দেওয়ার কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আসা সাংবাদিকেরা অনেকটাই একাকী ঘুরে বেড়াচ্ছেন। সংবাদ হওয়ার মতো গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি না থাকায় প্রবাসী সহকর্মীদের সঙ্গে জ্যাকসন হাইটস বা এস্টোরিয়ায় আড্ডা চলছে মধ্যরাত পর্যন্ত। বুধবার সন্ধ্যায় গ্র্যান্ড হায়াত হোটেলে গিয়ে তথ্য সংগ্রহের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিবকে পর্যন্ত পাওয়া যায়নি।প্রধানমন্ত্রীর বহরের সঙ্গে ঢাকা থেকে আসা একজন সংবাদকর্মী নাম প্রকাশ না করার শর্তে বললেন, রাষ্ট্রীয় অর্থে এমন তুঘলকি ভ্রমণে তিনি নিজেই অপরাধবোধে ভুগছেন। কোথাও কোনো কাজ নেই। নানা পর্যায়ের দলীয় নেতা, ব্যবসায়ী, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতা, আমলা, আমলাপত্নী, মহাজোটের ছোট ছোট দলের ‘বড় বড়’ সব নেতা এসেছেন। আবার মন্ত্রী না এলেও এসেছেন মন্ত্রীপত্নী, এসেছেন সাবেক ছাত্রনেতা। কী কাজে নিউইয়র্কে এসেছেন, কেউ কিছু বলতে পারছেন না।নাম প্রকাশ করতে অনিচ্ছুক ম্যানহাটনের প্রবাসী এক ক্যাবচালক জানালেন, তাঁর নিজের এলাকার সাংসদ এসেছেন। যাওয়ার এখনো এক সপ্তাহ বাকি। তবে ইতিমধ্যেই ওই সাংসদের স্যুটকেস কেনাকাটায় ভারী হয়ে গেছে বলে জানালেন তিনি। পাশে থেকে অপর প্রবাসী আলম জানালেন, ‘খুশি হয়ে স্যুটকেসটা আমিই কিনে দিয়েছি নেতাকে।’এদিকে গ্র্যান্ড হায়াত হোটেলসংলগ্ন ফুটপাতের সামনে দিনরাত জটলা লেগেই আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আসা লোকজনের আতিথেয়তার জন্য প্রবাসী আত্মীয়স্বজন, এলাকার লোকজন ও পরিচিতজনের নিত্য আনাগোনা এখন সেখানে। কাজকর্ম রেখে দলীয় লোকজন ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে আছেন হোটেলসংলগ্ন ফুটপাতে। কিছুক্ষণ পর পর নিরাপত্তারক্ষীদের জটলা না করার নির্দেশনা দিতে দেখা গেছে। ৪২ স্ট্রিটের প্রশস্ত সড়কপথে দ্রুতবেগে ধাবমান গাড়ি থেকে উঁকি দিয়ে বিদেশিরা দেখছেন, বাদামি চামড়ার লোকজনের অস্বাভাবিক জটলা। ব্যস্ত ম্যানহাটনের উৎসুক এক পথচারীর জিজ্ঞাসার জবাবে আমাকে জানাতেই হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশাল আকৃতির সফরসঙ্গী নিয়ে এসেছেন তোমাদের এই আলো ঝলমলে নগরে। তাই এই জটলা।লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করে দিয়ে ছুটি দিয়েছেন যুবদলের নেতা-কর্মীরা।গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীরা ওই বিদ্যালয়গুলোর ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দেয়। পরে তাদের ক্লাস থেকে বের করে দিয়ে বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়। এতে তিনটি মাধ্যমিক ও চারটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী পাঠদান থেকে বঞ্চিত হয়।জানা গেছে, পৌরসভার রায়পুর মার্চ্চেন্টস একাডেমি, রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়, রায়পুর মার্চ্চেন্টস একাডেমি প্রাথমিক শাখা, রায়পুর স্টেশন মডেল, পাইলট বালিকা প্রাথমিক বিদ্যালয় ও এলএম পাইলট প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতো ক্লাস চলছিল। হরতালকারী যুবদলের নেতা-কর্মীরা বিদ্যালয়গুলোতে মিছিল নিয়ে আসেন। পরে প্রতিটি ক্লাসে পাঠদানরত শিক্ষার্থীদের তাঁরা বের করে দেন। সাড়ে ১১টার মধ্যেই বন্ধ হয়ে যায় এসব বিদ্যালয়।শিক্ষার্থী আমেনা বেগম ও শামছুল আরেফিন জানায়, তাদের ক্লাসে পাঠদান চলছিল। এ সময় হরতালকারীরা দলবল নিয়ে বিদ্যালয়ে এলে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পাঠদান বন্ধ করে তাদের বিদ্যালয় থেকে চলে যেতে বলা হয়।কয়েকজন প্রধান শিক্ষক জানান, হরতালকারীরা বিদ্যালয়ের ক্লাসগুলোতে ঢুকে জোরপূর্বক শিক্ষার্থীদের বের করে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের ঘণ্টাও বাজায়।রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের বলেন, হরতালকারীরা বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের বের করে দিয়েছে। সামনে তাদের পরীক্ষা। এ সময় শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে।রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভূঁইয়া কামাল রায়হান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হরতাল সম্পর্কে বুঝিয়েছে। পরে তারা স্বেচ্ছায় ক্লাস ত্যাগ করে চলে যায়। কাউকে জোরপূর্বক বা বাধ্য করা হয়নি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘বিষয়টি দুঃখজনক।’রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে মো. রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।গত সোমবার দিবাগত রাতে আহত ব্যক্তিদের চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে একজন মারা যান। এ ঘটনায় হামলাকারীদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে স্থানীয় লোকজন। নিহত ও আহত ব্যক্তিরা আহলে সুুন্নাত ওয়াল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনার নেতাকর্মী দাবি করেছে দলটি।ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহামঞ্চদ ইকবাল হোসাইন জানান, নিহত রাজু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা চন্দ্রঘোনা ফকিরপাড়া ইউনিট শাখার যুগ্ম সম্পাদক, আহত আবু বক্কর সভাপতি ও অন্যরা ছাত্রসেনা কর্মী। এলাকার একটি দোকানের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিস চলাকালে বৈঠকে ঢুকতে দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।এক মাসেও খোঁজ মেলেনি কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ তাঁদের উদ্ধারে কোনো ধরনের তৎপরতা দেখায়নি। এ অবস্থায় পরিবার, স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর রাত প্রায় সাড়ে ১০টায় লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও একই কমিটির সহসাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন লাকসাম ফেয়ার হেলথ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকায় অ্যাম্বুলেন্সটি থামিয়ে র্যাব পরিচয়ে একদল লোক তাঁদের গাড়িতে করে নিয়ে যায়। তখন চালক সাদেক আহমেদ অ্যাম্বুলেন্স নিয়ে লাকসামে ফিরে যান। তিনি জানান, র্যাব বিএনপির নেতাদের নিয়ে গেছে। ওই রাতেই র্যাব সদস্যরা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে গাড়িতে রেখে জসিম উদ্দিনকে নামিয়ে নেন। রাতেই জসিমকে র্যাব লাকসাম থানায় হস্তান্তর করা হয়। একই রাতে র্যাব লাকসামে সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। তবে সাইফুল ও হুমায়ুন কোথায় আছেন, তা র্যাব ও পুলিশ কেউ বলতে পারছেন না।ওই রাতের ঘটনার বর্ণনা দিয়ে জসিম উদ্দিন বলেন, র্যাব সদস্যরা দুই বিএনপি নেতাকে তুলে নিয়ে যান। ‘নিখোঁজ’ দুই নেতাকে ফিরিয়ে দেওয়ার জন্য দল, ব্যবসায়ী সমাজ ও দুই উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও হরতাল করা হয় এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু এক মাসেও তাঁদের হদিস মেলেনি।সাইফুল ইসলামের ছোট বোন সেলিনা আক্তার বলেন, ‘ঘটনার এক মাস পেরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। ভাইয়ের সন্তানেরা ও স্ত্রী ঢাকায় থাকে। তারা অস্থিরতায় রয়েছে।’এদিকে এক মাস ধরে বড় ছেলের কোনো খোঁজ না পেয়ে হুমায়ুন কবিরের বাবা রঙ্গু মিয়া (৭৫), মা রাজিয়া খাতুন (৬২) এখন অনেকটা বাকরুদ্ধ। শুভানুধ্যায়ী ও স্বজনেরা তাঁদের কাছে গেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। আর দুই চোখ দিয়ে পানি ফেলেন। হুমায়ুন কবিরের স্ত্রী শাহনাজ আক্তার মুঠোফোনে বলেন, ‘ছোট মেয়ে মাইশা বারবার জানতে চায় তার বাবা কোথায় গেছেন? এত দিন হলো এখনো আসছে না কেন? সে তার বাবার জন্য ভীষণ কান্না করে। মেয়ের এসব প্রশ্ন এবং কান্না দেখে নিজেকে সামলাতে পারছি না। এখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা।’হুমায়ুন কবিরের একমাত্র ছেলে শাহরিয়ার কবির বলে, ‘র্যাব তাঁকে আটক করেছে। কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বাবার কোনো সন্ধান দিতে পারছে না। আমি প্রশাসনের কাছে বাবাকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছি।’লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘দুই নেতার নিখোঁজ হওয়া নিয়ে ১ ডিসেম্বর থানায় একটি জিডি করা হয়েছে। এর বাইরে আমরা আর কিছু বলতে পারছি না।’ |
অবশেষে ঘোষিত হলো বিসিবির নির্বাচনের তারিখ। কিন্তু সেই তারিখটা পড়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের মধ্যে। আগামী ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে তার পরদিনই বিসিবির বহুল আলোচিত নির্বাচন। সকাল নয়টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ফলাফলও প্রকাশ হবে সেদিনই।আবদুর রহমানকে প্রধান করে গত পরশু গঠিত নির্বাচন কমিশন গতকালই ঘোষণা করেছে নির্বাচনী তফসিল। তফসিল অনুযায়ী আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর ওপর আপত্তি গ্রহণ ও শুনানি হবে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এর পর দিন। ১ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ৩ অক্টোবর মনোনয়নপত্র দাখিল ও ৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। ৬ অক্টোবর আপিল শুনানি, মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন ৭ অক্টোবর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেওয়া হবে সেদিনই। আর নির্বাচন ১০ অক্টোবর।তফসিল ঘোষণার আগে কাল বিসিবিতে অস্থায়ী কমিটির জরুরি সভায় সারা দেশ থেকে পাওয়া কাউন্সিলরদের নাম এনএসসিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। কাউন্সিলর মোট ১৭৪ জন হওয়ার কথা থাকলেও সংখ্যাটা এখন ১৭২। সভা শেষের সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও বরিশাল শিক্ষা বোর্ড থেকে কাউন্সিলর হিসেবে কারও নাম পাঠানো হয়নি। তবে বিসিবির পাঠানো নির্দিষ্ট ফরম আর চিঠি যে পেয়েছেন, সেটা নাকি দুই জায়গা থেকেই নিশ্চিত করা হয়েছে।কাউন্সিলর মনোনয়নপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন জেলা, বিভাগ ও ক্লাবের পক্ষ তোলা অভিযোগের প্রসঙ্গও উঠল সংবাদ সম্মেলনে। অনেক জায়গাতেই গঠনতন্ত্র অমান্য করে নাম পাঠানো হয়েছে কাউন্সিলরদের। এসব ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বারবার একই ব্যাখ্যা দিলেন, ‘আমরা যে কাউন্সিলর ফরম পাঠিয়েছি, সেই ফরমেই মনোনয়ন পেয়েছি। এ বিষয়ে যদি কোনো আপত্তি আসে, সেটা বিবেচনা করে দেখারও সুযোগ আছে। কিন্তু এ মুহূর্তে আমরা যেগুলো পেয়েছি, সবগুলো বৈধ হিসেবে ধরেই জাতীয় ক্রীড়া পরিষদকে দেব।’ আরেক প্রশ্নের জবাবে বলেছেন, ‘যেহেতু ফরমগুলো যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরসহ পেয়েছি, আমরা ধরে নিচ্ছি যথাযথভাবেই এটা হয়েছে এবং সে জন্যই গ্রহণ করেছি।’নির্বাচনটা বহুল প্রত্যাশিত ছিল ঠিক, কিন্তু এখন সেটা নিউজিল্যান্ড সিরিজের সময় হচ্ছে বলে পরিস্থিতিটা বিসিবির জন্যই জটিল হয়ে উঠতে পারে। যদিও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সে রকম মনে করছেন না, ‘খেলা আর নির্বাচন দুটি আলাদা ব্যবস্থাপনায় হবে। খেলার সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। খেলার সঙ্গে নির্বাচনের কোনো সংঘর্ষ হবে বলে মনে হচ্ছে না।’চট্টগ্রাম নগরের হালিশহর নয়াবাজার এলাকায় গতকাল রোববার সকালে হরতালের সমর্থকদের ককটেলের আঘাতে আহত হয়েছেন স্কুলশিক্ষক নুসরাত নাহরিন। তিনি মাথা ও পিঠে আঘাত পান। তাঁর পিঠে প্রায় ছয়টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। বিকেলে হালিশহর আর্টিলারি সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। নুসরাত হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, নুসরাত গতকাল সকালে নগরের খুলশীর বাসা থেকে রিকশায় করে বিদ্যালয়ে আসছিলেন। সকাল সোয়া আটটার দিকে নয়াবাজার এলাকায় আসা মাত্র তাঁর রিকশা লক্ষ্য করে হরতাল-সমর্থকেরা ককটেল ছুড়ে মারে। এতে নুসরাতের মাথা ও পিঠে আঘাত লাগে। তিনি ওই রিকশা নিয়েই বিদ্যালয়ে রওনা হন।হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মনোরমা বেগম প্রথম আলোকে বলেন, ‘নুসরাত আহত হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন।’ সহকারী প্রধান শিক্ষক জানান, নুসরাত শঙ্কামুক্ত।নির্বাচন কমিশনের (ইসি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে কাজ করবেন। তবে ১ ডিসেম্বরের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের বিষয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ইসির কর্মকর্তাদের সংগঠন ‘ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হবে।অ্যাসোসিয়েশনের সভাপতি, কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ইসি সচিবালয়ের কোনো পর্যায়ের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি পাচ্ছেন না। গত ঈদুল আজহার আগে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে গেলে কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। তবে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই আন্দোলনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।ইসির উচ্চতর পদে নিয়োগ-পদোন্নতির জন্য গঠিত সুপিরিয়র সিলেকশন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, পদোন্নতি দিতে কমিশনের কোনো দ্বিধা নেই। পদোন্নতির উদ্যোগ চলমান আছে। পদোন্নতির দাবিভুক্ত অনেক পদ তফসিলে অন্তর্ভুক্ত নেই। সেগুলো তফসিলে অন্তর্ভুক্ত করাসহ কিছু আইনি জটিলতা নিরসনের জন্য কাজ চলছে।পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা বলেন, আইনি জটিলতার দায় তাঁদের নয়। তা ছাড়া বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রেও জটিলতা রয়েছে।এশিয়া ফাউন্ডেশনে কর্মরত পাকিস্তানি নাগরিক সায়মা আনোয়ার স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষকদের নিরুৎসাহিত করছেন বলে অভিযোগ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১। গতকাল শুক্রবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এশিয়া ফাউন্ডেশনের এ দেশীয় উপপরিচালকের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ও পাকিস্তানি নাগরিক সায়মা আনোয়ারের নেতৃত্বে ও ইলেকশন ওয়ার্কিং গ্রুপের ব্যানারে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে নিরুৎসাহিত করতে এক ঘৃণ্য চক্রান্ত চালানো হচ্ছে। মুক্তিযুদ্ধের সন্তান নামের অন্য একটি সংগঠনও এক বিজ্ঞপ্তিতে সায়মা আনোয়ারের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে। |
গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সঞ্চারকলিপি জমা দিয়ে ফেরার পথে নোয়াখালী শহরের কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় টহল পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন, আল-ফারুক একাডেমিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে। সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি পেশ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফেরার পথে জেলা জজ আদালতের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশা, প্রধান সড়কের টাউন হল মোড়ের কাছে দুটি অটোরিকশা ও একটি মিনিবাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। টহল পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চট্টগ্রাম নগর আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা উদারতা দেখিয়ে বিরোধীদলীয় নেত্রীকে টেলিফোন করেছেন, আলোচনার প্রস্তাব দিয়েছেন; হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি কথা রাখেননি।গতকাল রোববার দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র রক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির দ্বিতীয় দিনে বক্তব্যে তিনি এ কথা বলেন।গণতন্ত্র রক্ষায় এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাসদের নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।চট্টগ্রামে পৃথক অভিযানে ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের অক্সিজেন এলাকায় ২৬টি সোনার বারসহ জাহাঙ্গীর আলম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার এবং গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।এর আগে গত শনিবার নগরের রেলস্টেশন এলাকায় বইয়ের ভেতর শফিকুর রহমান নামের এক যুবকের কাছ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করে পুলিশ। কাস্টম হাউস সূত্র জানায়, দোহা-দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ গতকাল দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এর পরই শুল্ক কর্মকর্তারা উড়োজাহাজে তল্লাশি করে ৬০টি সোনার বার জব্দ করেন। জব্দ হওয়া সোনার বারের ওজন প্রায় সাত কেজি।বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. পারভেজ আল জামান প্রথম আলোকে বলেন, ‘উড়োজাহাজের যাত্রীদের হাতব্যাগ রাখার স্থানে এসব সোনার বার পাওয়া যায়। তবে কে বা কারা এসব সোনার বার এনেছে তা শনাক্ত করা যায়নি।কাস্টম হাউসের তথ্যানুযায়ী, এ নিয়ে এ মাসে ছয়টি চালানে ১৬ কোটি টাকার ৩৯ দশমিক ৩৩ কেজি সোনার বার জব্দ করা হয়েছে। এদিকে বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাটহাজারীর দেওয়াননগর এলাকার নাসিরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম ২৬টি সোনার বার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নগরের কোতোয়ালি যাচ্ছিলেন। অক্সিজেন এলাকায় পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মধ্যপ্রাচ্য-ফেরত এক যুবক সোনার বারগুলো তাঁকে কোতোয়ালি এলাকার এক ব্যক্তিকে দিতে বলেছিলেন। ওই ব্যক্তিকে তিনি চেনেন না। উদ্ধার হওয়া ২৬০ তোলা সোনার মূল্য প্রায় এক কোটি আট লাখ ৬৮ হাজার টাকা। এ ঘটনায় বায়েজীদ বোস্তামী থানায় মামলা হয়েছে।টানা অবরোধ আর রাজনৈতিক সহিংসতায় চরম সংকটে পড়েছে জয়পুরহাটের পোলট্রিশিল্প। ২৫ দিনের অবরোধে পরিবহন বন্ধ থাকায় ডিম ও মুরগির দাম পড়ে গেছে। এ কারণে হাহাকার চলছে খামারিদের।খামারমালিক ও ব্যবসায়ীরা বলছেন, অবরোধে জয়পুরহাটের পোলট্রি খামার খাতের লোকজন ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। দেশে পোলট্রিশিল্পে দ্বিতীয় অবস্থানে এই জেলা। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই খাত ধ্বংস হয়ে যাবে।জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জয়পুরহাটে নিবন্ধিত পোলট্রি খামারের সংখ্যা আড়াই হাজার। নিবন্ধন ছাড়া রয়েছে আরও প্রায় চার হাজার খামার। অবশ্য ব্যবসায়ীরা বলছেন, জেলার পাঁচটি উপজেলায় ছোট-বড় মিলে নয় থেকে দশ হাজার খামার রয়েছে। এসব খামারকে কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে ২৬টি হ্যাচারি, মুরগির ওষুধের ১৫০ থেকে ২০০ দোকান, মুরগির খাদ্য তৈরির ছয়টি কারখানা। সব মিলে এই খাতের সঙ্গে জড়িত এক লাখ মানুষ। তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। কারণ, এই খাত ধ্বংস হলে তাঁরা বেকার হয়ে পড়বেন।গত বৃহস্পতিবার জয়পুরহাট শহর থেকে চারমাথা হয়ে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে যেতে সড়কের দুই পাশে চার-পাঁচতলা অনেক বাড়ি চোখে পড়ল। এগুলো সব মুরগির খামার। একেকটি খামারে হাজার হাজার মুরগি। কক কক শব্দে মনে হয় এ যেন তাদের রাজ্য।জেলার বৃহত্তম খামার হিসেবে পরিচিত শেফালী, সাহারা ও এসএসবি পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রাইভেট লিমিটেড। তিন ভাই ২৪ বিঘা জমিতে এই খামার করেছেন। খামারে তিনটি ছয়তলা ভবন। খামারে ঢুকলে শেফালী পোলট্রির চেয়ারম্যান ছাইফুল ইসলাম আফসোস করে বলেন, ‘ডিসেম্বরে বনভোজন, বড় বড় অনুষ্ঠান ও বিয়ে হয়। তাই এ সময় ডিম-মুরগির প্রচুর চাহিদা থাকে। কিন্তু টানা অবরোধে সর্বস্বান্ত হয়ে গেছি। ব্যাংকে আমার পাঁচ কোটি টাকার ঋণ। গত এক মাসে আমার অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এভাবে হরতাল-অবরোধ চললে আমরা শেষ হয়ে যাব।’খামারমালিকেরা জানান, একেকটি বড় খামারে ৩০-৪০ হাজার মুরগি থাকে। প্রতিদিন এসব খামারে ২৫-৩০ হাজার ডিম উৎপাদিত হয়। আগে প্রতিটি ডিম আট টাকা ৭০ পয়সা করে বিক্রি হলেও অবরোধের মধ্যে একেকটি ডিম ছয় টাকায় বিক্রি হয়েছে। অথচ একটি ডিমের উৎপাদন খরচই সাত টাকা। মুরগির বাচ্চা তৈরির জন্য হ্যাচারিতে যে ডিম আগে ১৬ টাকায় বিক্রি হয়েছে, অবরোধে তা আট টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন খামারিরা। এ ছাড়া ঢাকায় যে সোনালি মুরগি যায়, সেগুলোর এক কেজি উৎপাদনে খরচ হয় ১৮৫ টাকা। এগুলো আগে কেজি ২২০-২৩০ টাকা দরে পাইকারি বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।জয়পুরহাট সদরের লিয়া পোলট্রি খামার অ্যান্ড রিলায়েন্স হ্যাচারির মালিক বেলায়েত হোসেন বলেন, ‘গত এক মাসে আমার ৩৫ লাখ টাকা লোকসান হয়েছে। সব খামারের মালিকেরই এক অবস্থা।’আক্কেলপুর উপজেলা সদরের মুয়াজ ট্রেডিংয়ের মালিক রবিউল হাসান বলেন, ‘আমার দুই হাজার ২০০ মুরগি রয়েছে। টানা অবরোধে আমার ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আরও লোকসানের ভয়ে খামার বন্ধ রেখেছি।’ একই রকম তথ্য জানিয়ে আক্কেলপুরের স্বপন খামারের মালিক বেলাল হোসেন বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব বন্ধ রাখব।’জেলা বণিক সমিতির নির্বাহী সদস্য ও জয়পুরহাটের মণ্ডল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক বলেন, পোলট্রি খাতে দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এখন জয়পুরহাটে। এখানে আট থেকে নয় হাজার কোটি টাকার বিনিয়োগ আছে। জেলায় মুরগির যে খাদ্য কারখানা রয়েছে, হরতাল-অবরোধের কারণে তারা কাঁচামাল আনতে পারেনি। এই খাতে জড়িত সবাই সংকটে আছেন। কারণ, ছোট-বড় খামারিরা ব্যাংকঋণ নিয়ে এই খাতে নেমেছেন। এখন লোকসানে পড়া খামারিরা সেই ঋণ কীভাবে শোধ করবেন, সেই দুঃশ্চিন্তায় আছেন। অনেকে খামার বন্ধ করে দিয়েছেন।জেলা বণিক সমিতির সাবেক সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘আমরা চাই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। নইলে আমরা শেষ হয়ে যাব।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ ফ ম শফিউল আলম প্রথম আলোকে বলেন, গাজীপুরের পর জয়পুরহাট পোলট্রিশিল্পে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অবরোধ-হরতালে পরিবহন বন্ধ থাকায় জেলার মুরগি-ডিম অন্য কোথাও যেতে পারে না। এতে দাম কমে যাওয়ায় খামারিরা লোকসান গুনছেন। অবশ্য অবরোধ-হরতাল না থাকায় এখন বাজার একটু ঊর্ধ্বমুখী। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারও স্বাভাবিক হয়ে যাবে। |
দল বা প্রতীকের প্রতি অন্ধ না হয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।”গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় ড. কামাল এ আহ্বান জানান। ‘চলমান জাতীয় সংকট নিরসনে নাগরিক ভাবনা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি।ড. কামাল বলেন, ‘আমরা দুই দলের প্রতীকে অন্ধ হয়ে গেছি। এ কারণে অসৎ ব্যক্তিরাও বড় দুই দলের মনোনয়ন নিয়ে জয়ী হয়। তাই প্রতীকের প্রতি অন্ধ না হয়ে বা কোনো দলের বিবেচনায় না গিয়ে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। মার্কার প্রতি অন্ধত্বের কারণে ভয়াবহ স্বৈরতন্ত্রের উত্থানের আলামত দেখা যাচ্ছে।’ তিনি বলেন, বড় দুই দল মনে করে দেশ তাদের নিজস্ব সম্পত্তি।বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা এম এ মুকিতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বি এম নাজমুল হক প্রমুখ।কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় গতকাল আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল চকরিয়া পৌর এলাকায় হরতালের পক্ষে-বিপক্ষে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জাকের হোসেনসহ (৫০) তিনজন গুলিবিদ্ধ হন। অন্যদিকে বেলা আড়াইটার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে আওয়ামী লীগও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ বেলাল উদ্দিন ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফেনীর ফুলগাজীতে গত সোমবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে।এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর ও জাতীয় প্রেসক্লাব এলাকায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল হামলা চালিয়েছেন। এসব ঘটনায় ৩৮ জনকে আটক করেছে পুলিশ।জানা গেছে, গতকাল বিকেলে মুক্তাঙ্গনে সমাবেশের কর্মসূচি দিয়েছিল নিষিদ্ধ এই সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর সেগুনবাগিচা মসজিদের সামনে থেকে হিযবুত তাহ্রীরের কর্মীরা মিছিল বের করেন। তাঁদের মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে যায় এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে তাঁরা কয়েকটি ককটেল ছুড়ে মারেন। সেগুলোর বিস্ফোরণে সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ও ধাওয়া করলে তাঁরা আশপাশের ভবনে ঢুকে পড়েন। পরে পুলিশ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ভবন থেকে ১২ জনকে আটক করে। আশপাশের এলাকা থেকেও কয়েকজনকে আটক করা হয়।একই সময়ে বিজয়নগরের একটি গলি থেকেও হিজবুত তাহ্রীর মিছিল বের করে। ওই মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের কারও কারও কাছে কাফনের কাপড়, ব্যানার, লিফলেট পাওয়া গেছে। |
কাল বিসিবির জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে একটি চমকে দেওয়ার মতো। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান। ম্যানেজার তিনি হতেই পারেন। কিন্তু নাঈমুর যেহেতু বিসিবির একজন কাউন্সিলর এবং আসন্ন নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থীও, নির্বাচন বাদ দিয়ে কী করে পালন করবেন ম্যানেজারের দায়িত্ব? বিসিবির নির্বাচন ১০ অক্টোবর, এর আগের দিন শুরু চট্টগ্রাম টেস্ট।সূত্র অবশ্য জানিয়েছে, নাঈমুর ম্যানেজার হতে অপারগতাই জানিয়েছিলেন। অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই জ্যেষ্ঠ বোর্ড কর্মকর্তাদের অনুরোধে নিতে হয়েছে দায়িত্ব। এ ব্যাপারে নাঈমুরের বক্তব্য জানতে টেলিফোন করেও পাওয়া যায়নি তাঁকে। তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘দলের সঙ্গে সম্ভবত একজন অপারেশনাল ম্যানেজারও থাকবেন। কাজেই নির্বাচনের দিন ওর (নাঈমুর) ঢাকায় এলে সমস্যা হওয়ার কথা না।’ জালাল ইউনুস আভাস দিয়েছেন, এখন থেকে গুরুত্বপূর্ণ সিরিজগুলোয় জাতীয় দলের ম্যানেজার থাকবেন একজন বোর্ড কর্মকর্তাই। সঙ্গে দৈনন্দিন কাজগুলো করার জন্য থাকবেন একজন অপারেশনাল ম্যানেজার।কালকের সভায় প্রধান নির্বাচকের পদ থেকে আকরাম খানের পদত্যাগপত্রও গৃহীত হয়েছে। তবে প্রয়োজনে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত তাঁর পরামর্শ নেওয়া হবে। ভবিষ্যৎ প্রধান নির্বাচক এখনো ঠিক না হলেও বাকি দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০১৫ সালের জুন পর্যন্ত।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার এ তালিকা প্রকাশ করা হয়।চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের ৬৩০টি আসনের বিপরীতে ১০ হাজার ৮৭৩টি আবেদন জমা পড়েছে। আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে সাত হাজার ৭৯২ জন ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হন। আগামী ৯ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা হবে।নোয়াখালী সদর থানার ওসি প্রত্যাহারনোয়াখালী অফিসনোয়াখালীতে ১৮-দলীয় জোটের মিছিল থেকে জামায়াত-বিএনপির সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সুধারাম (সদর) থানার ওসি মীর জাহেদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসপি মো. আনিসুর রহমান ওই পদক্ষেপ নেন। তবে, আদেশে প্রশাসনিক কারণে ওসি জাহেদুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির কথা বলা হয়েছে। একই আদেশে সুবর্ণচরের চরজব্বার থানার ওসি মোশারফ হোসেন তরফদারকে সুধারাম থানায় বদলি করা হয়েছে।দু-এক দিনের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।আজ বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। এরপর আরেকটি বৈঠক করেই মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই আজকের সংসদীয় বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত হয়।সংসদীয় বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সংসদীয় বোর্ডের সদস্যসচিব সৈয়দ আশরাফুল ইসলাম বোর্ডের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিরোধী দলের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বিরোধী দলের ডাকা কাল রোববারের কর্মসূচি প্রতিরোধ করার জন্য একাত্তরের মতো ব্যূহ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আবদুর রাজ্জাক স্মৃতি পরিষদের আলোচনা সভায় এসব মন্তব্য করেন তোফায়েল আহমেদ। |
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম তাঁর দলের মুখোশ খুলে দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে ‘আতাউস সামাদের স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে মুক্তিযোদ্ধা গণপরিষদ।এর আগের দিন বুধবার এক অনুষ্ঠানে মো. নাসিম বলেছিলেন, ‘সরকারের কর্মকর্তা যাঁরা আছেন, তাঁদের আমাদের কথা অনুযায়ী চলতে হবে। যাঁরা নির্দেশ মানবেন না, তাঁদের কপালে দুঃখ আছে। নির্দেশনা না মানলে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’ এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এখনই তাঁরা এ কথা বলছেন, যখন নির্বাচন হবে, তখন কী বলবেন। এটাই আওয়ামী লীগের আসল চরিত্র।আতাউস সামাদের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, আতাউস সামাদ যেকোনো ক্রান্তিলগ্নে লেখনীর মাধ্যমে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি কোনো দলের ছিলেন না, সব সময় তিনি মানুষের মনের কথা বলতেন।সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক শফিক রেহমান, গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ আলোচনায় অংশ নেন।জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে গতকাল রোববার ফেনীতে জেলা প্রশাসনের সমেঞ্চলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক।ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে আবারও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীরকে দক্ষিণ সিটি করপোরেশনে ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম শিকদারকে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় গত রোববার এ বিষয়ে আদেশ জারি করলেও গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।এদিকে দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক মোহাম্মদ নজমুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তর সিটির প্রশাসক আখতার হোসেন ভূঁইয়াকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।আইন অনুযায়ী নির্বাচিত মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রশাসকেরা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁদের মেয়াদ ১৮০ দিন। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন দুই ভাগ হওয়ার পর নির্বাচন না হওয়ায় এ পর্যন্ত পাঁচ দফায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অবশ্য এর মধ্যে দুজনকে নিয়োগ দেওয়ার পরপরই ওই আদেশ পরিবর্তন করা হয়।দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘আমরা শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি। সমাধান কোন দিকে জানি না।’ তিনি আরও বলেন, ‘শুধু রাজনীতিকদের দোষারোপ করে লাভ নেই। যে দুর্গতি ভোগ করছি, তা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।’রাজধানীর শিল্পকলা একাডেমীতে গতকাল শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান এসব কথা বলেন।হাবিবুর রহমান বলেন, ‘জানমাল রক্ষা করা ফরজ, তবে আমরা সেই ফরজ আদায় করতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘ভোটের অধিকার বড় অধিকার। তবে এর চেয়ে বড় বেঁচে থাকার অধিকার।’কয়েক মাস ধরে দেশে বর্বরতা ও অমানবিকতা চলছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর আহ্বানে বর্বরতার শিকার ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।বিচারপতি হাবিবুর রহমান বলেন, ‘আমরা যারা তুলনামূলকভাবে শিক্ষিত ও বিত্তবান, তাদের চেয়ে যারা গরিব ও অসহায়, তাদেরই সব সহ্য করতে হচ্ছে। তাদের কথা ভেবে সমাধানের একটা পথ খুঁজে বের করতে হবে।’সংলাপে সভাপতির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘গণতন্ত্রের অভিযাত্রা’ হতে পারে না। রাষ্ট্রকে অবশ্যই সন্ত্রাসকে যুঝতে হবে। মানুষকে নিরাপত্তা দিতে হবে।চলমান সহিংসতাকে নিছক রাজনৈতিক সহিংসতা হিসেবে তুলে ধরতে চাননি আলোচকদের কেউই। এ সহিংসতার পেছনে সাম্প্রদায়িক অপশক্তি রয়েছে বলে মনে করেন তাঁরা।এ সহিংসতা অগণতান্ত্রিক শক্তির প্ররোচনাতেই হচ্ছে বলে মনে করেন আলোচক প্রবীণ আইনজীবী আমীর-উল ইসলাম। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিচারের প্রয়াসকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান একটি প্রক্রিয়া বলে মত দেন তিনি। এ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বৈশ্বিক। তাই আন্তর্জাতিক বিশ্বেরও এর প্রতি সমর্থন থাকা উচিত বলে মনে করেন তিনি। শান্তির জন্যই এ অপরাধের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।দিনব্যাপী এ সংলাপের মূল প্রবন্ধ ‘বিচার অথবা দায়মুক্তি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার, বাংলাদেশ ও চলমান সন্ত্রাস’ পাঠ করেন আইনজীবী তানিয়া আমীর। এতে তিনি জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর না করতে মানবাধিকারবিষয়ক জাতিসংঘের হাইকমিশন ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আবেদনের তীব্র সমালোচনা করেন। এ বিচারের প্রক্রিয়াকে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং অপরাধ করে দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধেও লড়াই হিসেবে চিহ্নিত করেন। বাংলাদেশের এ নিজস্ব উদ্যোগে সহায়তা করার জন্য তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রত্যাশা করেন।সংলাপে পেশাজীবীদের প্রতিনিধি চিকিৎসক মাহমুদ হাসান বলেন, ‘একাত্তরে আমাদের ওপর চলা বর্বরতাকে যারা প্রশ্রয় দিয়েছিল, সহায়তা করেছিল, তাদের আমরা চিনি। দেশের বর্তমান সন্ত্রাসী কর্মকাণ্ডে এরা এখনো সক্রিয়।’জামায়াত-শিবিরের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।যারা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির রায় কার্যকর করতে বাধা দেয়, তারা গুয়ানতানামো কারাগারে আটক ব্যক্তিদের সঙ্গে কোন নীতি অনুসরণ করে—এ প্রশ্ন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।প্রতিরোধের নামে দেশজুড়ে হাজার হাজার গাছ কেটে ফেললেও প্রকৃতিপ্রেমীদের কাছ থেকে কোনো প্রতিবাদ না হওয়ার সমালোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।সংলাপে কয়েকটি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। |
দুনিয়াজোড়া নিশ্চয়ই ভক্তের অভাব নেই উসাইন বোল্টের। তবে তাদের সবার মাঝেও তিনি একটু আলাদা হয়ে থাকবেন। কারণ দুটি। বোল্টের মতো তিনিও জ্যামাইকান। আর সেই ভদ্রলোক নিজেও অন্য এক জগতের বেশ বড় তারকা।ক্রিকেটার ক্রিস গেইলের কথা বলা হচ্ছে। তাঁর ভয়ংকর সুন্দর ব্যাটিংয়ে মুগ্ধ অনেকেই। কিন্তু তিনি মুগ্ধ স্বদেশি উসাইন বোল্টে। জ্যামাইকাতে গেইলেরও বেশ নামডাক আছে। তবে এই বাঁহাতি ব্যাটসম্যানের কাছে জ্যামাইকার সবচেয়ে বড় তারকা বোল্টই, ‘যেখানেই যাই, শুধু বোল্ট আর বোল্ট! সে জ্যামাইকার জন্য কী করেছে, এটা বলে বোঝানো যাবে না। ও ইতিহাস নতুন করে লিখেছে।’ এ গ্রহের দ্রুততম মানবকে জ্যামাইকান তরুণদের জন্যও আদর্শ বলে মনে করেন গেইল, ‘আমি ওর জন্য দারুণ খুশি। আমি ওর মুখেই শুনেছি, অনুশীলনে ও কতটা পরিশ্রম করে। আশা করি, তরুণেরা ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ ওয়েবসাইট।ফেনীর সোনাগাজীতে গতকাল রোববার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।এলাকাবাসী জানান, হরতালের প্রথম দিন গতকাল সোনাগাজীর মতিগঞ্জ এলাকায় বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল ও পিকেটিং করে। দুপুরে মিছিল করতে গিয়ে স্থানীয় সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সমর্থকেরা মতিগঞ্জ বাসস্ট্যান্ডে মুখোমুখি হন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন।চট্টগ্রামে গাঁজা বিক্রেতা এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মানিক (৩৮) ও তাঁর স্ত্রী আকলিমা (৩০)।গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে এ দুজনকে কোতোয়ালি থানার তুলাতলি এলাকা থেকে পুলিশ আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।বেলা ডুবুডুবু। নাটোর শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণে লালপুর উপজেলার দিলালপুর গ্রামে এসেছি আমরা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেশ কিছু লোক দাঁড়িয়ে। মুখ গম্ভীর। তাঁরা অপেক্ষা করছেন জানাজার জন্য।বিদ্যালয়ের অদূরেই নিহত সাখাওয়াত হোসেনের বাড়ি। কান্নার রোল উঠেছে সেখানে। গ্রামের নারী-পুরুষ দলে দলে আসছেন শেষ দেখা দেখতে। গত বৃহস্পতিবার ময়নাতদন্তের পর বিকেলে বাড়িতে লাশ এসেছে।লাশ দেখে ফিরে যাওয়ার পথে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বললেন, ‘যেভাবে মেরেছে, এভাবে কেউ মানুষ মারে না।’ তিনি জানালেন, কবজি থেকে দুই হাত কাটা। দুই পায়ের রগ কাটা। উপড়ে ফেলা দুই চোখ। মাথার এক পাশ চাপাতির কোপে ফাঁক হয়ে গেছে। এরপর হাতুড়ি দিয়ে মুখ এমন করে থেঁতলে দেওয়া হয়েছে যে মুখ বলে কিছু চেনা যায় না।সাখাওয়াতের মা কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন। তাঁর স্ত্রীরও একই অবস্থা। ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন এক আত্মীয়া। বাবার বীভৎস চেহারা মেয়েকে দেখতে দেওয়া হয়নি। তাঁদের কারও সঙ্গেই তখন কথা বলার মতো অবস্থা ছিল না। বাদ আসর জানাজা হলো।সাখাওয়াত হোসেন থানা আওয়ামী লীগের কর্মী। গত বুধবার দুপুরে তাঁকে লালপুরের রায়পুর এলাকায় ‘মাচাপার্টি’র লোকেরা চাপাতি, হাঁসুয়া, হাতুড়ি দিয়ে কুপিয়ে, পিটিয়ে হত্যা করে। এ নিয়ে সাম্প্রতিক সহিংসতায় নাটোর সদরে ছাত্রদলের নেতা সাইফুজ্জামান সুজন, লালপুরে আওয়ামী লীগের খাইরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন খুন হলেন। আহত হয়েছেন প্রায় ১০০ লোক।এর মধ্যে লালপুরেই সহিংসতা ঘটেছে বেশি। সেখানে ‘মাচাপার্টি’ বলে বিএনপি-শিবিরের একটি সন্ত্রাসী দল সহিংসতা ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে এলাকায় গিয়ে জানা গেল। গতকাল শুক্রবারও নাটোর সদরে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে।সখাওয়াত হোসেন ও ছাত্রলীগের কর্মী গোপালপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন বাজার থেকে মিষ্টি কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তাঁদের ওপর হামলা হয়। জাকির পেছনে বসা ছিলেন। তাঁর কপালে হাঁসুয়ার একটি কোপ পড়ে। তিনি দৌড়ে পালিয়ে বাঁচেন।লালপুর হাসপাতালে চিকিৎসাধীন জাকির বললেন, এলাকার চক নাজিরপুর মোড়ের ‘মাচাপার্টি’ তাদের ওপরে হামলা করে। (পথের মোড়ে বাঁশের মাচান করে আড্ডা জমায়। সন্ত্রাসী কর্মকাণ্ড করে সন্ত্রাসীরা)। লালপুরের এই গ্রামে রাজনৈতিক প্রতিহিংসার ষষ্ঠ শিকার সাখাওয়াত। সখাওয়াত ব্যবসা করেতেন। একসময় বেশ অবস্থাপন্ন ছিল তাঁদের পরিবার। এক ভাই নজরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য।জানা গেল, ২০০০ সাল থেকে এই গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে খুনোখুনি চলছে। এমনকি ঈদের নামাজ শেষে ঈদগাহেই বিএনপির একজন খুন হয়েছিলেন। প্রতিশোধ হিসেবে আওয়ামী লীগের একজনকে খুন করে বিএনপি। খুনোখুনির এই প্রক্রিয়া চলছে। ছোট-বড় মারপিট, ভাঙচুর তো লেগেই আছে।দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চলমান ওই সন্ত্রাসে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। নাটোরে লালপুর উপজেলার পূর্ব অংশের দাঁড়পাড়া, কদিমচিলান, বেলগাছিসহ কয়েকটি গ্রাম ‘জামায়াতের ঘাঁটি’ হিসেবে পরিচিত। বিশেষ করে গত অক্টোবর থেকে এসব গ্রামে পরিস্থিতি উত্তপ্ত।সাঈদীর রায়ের পর জামায়াত-শিবিরের কর্মীরা লালপুরের কদিমচিলান গ্রামে ব্যাপক তাণ্ডব চালান। তাঁরা ওই গ্রামের পুকুরপাড়ায় আওয়ামী লীগের নেতা মজনু প্রামাণিকের বাড়িতে হামলা করে আগুন জ্বালিয়ে দেন। তাঁর ভাতিজা খাইরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। মজনু প্রামাণিকের দোনলা বন্দুকটি নিয়ে যান তাঁরা। পুরো বাড়ি ভস্মীভূত হয়। সেদিন ওই গ্রামের আটটি বাড়িতে অগ্নিসংযোগের ঘাটনা ঘটে।ওই দিনই সন্ত্রাসীরা গ্রামে টহল দিতে আসা পুলিশের গাড়িতে হামলা করে দুটি রাইফেল ও ৫৪টি গুলি ছিনিয়ে নেয়। আগুন দেয় পুলিশের গাড়িসহ দুটি ট্রাকে। কুপিয়ে তিন পুলিশকে গুরুতর আহত করে। সড়ক অবরোধ করে গাছ কেটে।লালপুরে গত দুই মাসে বেশ কয়েক দফায় পুলিশের ওপর হামলা করেন জামায়াত-শিবির-বিএনপির কর্মীরা। মার্চের ২ তারিখে তাঁরা দুড়দুরিয়া ইউনিয়নে একটি স্কুলের শহীদ মিনার ভেঙে দেন। ১৯ মার্চ গৌরীপুরে ঢাকা থেকে ঈশ্বরদীগামী যাত্রীবাহী বাসে হামলা করেন। যাত্রীদের মালামাল লুট করেন। ২৭ মার্চ উপজেলা পরিষদের সামনে বোমা-ককটেলের হামলা করে সন্ত্রাস ও লুটপাট চালান তাঁরা। দিলালপুরে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শেফালী মমতাজের এপিএস জামিউল ইসলামর ওপর হামলা চালান বিএনপির কর্মীরা।নভেম্বর মাস পুরোটাই লালপুর ছিল সংঘর্ষ-সন্ত্রাসে আতঙ্কিত। রেললাইন উপড়ে ফেলা, শত শত গাছ কেটে রাজপথে প্রতিবন্ধকতা, পুলিশের সঙ্গে সংঘর্ষ প্রায় নিয়মিতই ঘটেছে।এর মধ্যে দাইরপাড়া, কদিমচিলান, কনেয়বাজার ও রাজপুরের মধ্যবর্তী নাটোর-পাবনা সড়কের প্রায় আট কিলোমিটার এলাকা ছিল জমায়াত-শিবির ও বিএনপির কর্মীদের দখলে। তাঁরা নিয়মিত এখানে যাত্রীবাহী বাস, ট্রাক এমনকি ভটভটিগুলোতেও হামলা চালিয়েছেন। পুড়িয়ে দিয়েছেন দুটি মোটরসাইকেল।গাড়ি ভাঙচুরের সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ২৪ ও ২৫ নভেম্বর। ওই দুই দিনে তাঁরা এখানে ১১টি যাত্রীবাহী গাড়িতে হামলা করে ভাঙচুর চালান এবং যাত্রীদের মালামাল লুট করেন। ডিসেম্বরেও প্রায় নিয়মিতই হামলা হয়েছে।কাদের মোল্লার ফাঁসির পর টানা তিন দিন বিলবাড়িয়া গ্রামে ব্যাপক সন্ত্রাস চালায় জামায়াত-শিবির। বহু ঘরবড়ি ও দোকান ভেঙে দেয় তারা। লুট করে আটটি দোকানের মালামাল। একটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে। গুরুতর আহত হন অন্তত ১০ জন। এ ছাড়া গত দুই মাসে নাটোর-ঢাকা, নাটোর-পাবনা, নাটোর-রাজাশাহী ও নাটোর-বগুড়া—এই চারটি প্রধান মহাসড়কের পাশের দুই শতাধিক বড় বড় গাছ কেটে ফেলেন বিএনপি-জামায়াতের লোকেরা। সর্বশেষ ২৪ ডিসেম্বর বিএনপির কর্মীদের হাতে খুন হলেন সাখাওয়াত হোসেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রাহমান বললেন, দায়েরপাড়া, কদিমচিলান এলাকাটির অবস্থান এমন যে, এর তিন দিকে বড়াইগ্রাম উপজেলা, মাঝে নাটোর-পবনা সড়ক দিয়ে বিভক্ত। অনেকটা ছিটমহলের মতো। থানা সদর থেকে দূরত্বও প্রায় ৩০ কিলোমিটার। ফলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে। আশপাশ এলাকা থেকে অপরধীরা সেখানে গিয়ে ঘাঁটি গাড়ে। কদিমচিলান থেকে এসেই তারা হামলাগুলো চালায়। ওসি বলেছেন, সাখাওয়াত হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে যতটুক, তার চেয়ে বেশি গ্রামের দুটি পক্ষের প্রতিশোধপরায়ণতা থেকে। সেখানে এ পর্যন্ত ছয়টি খুন হলো। আসামি গেপ্তার করা হয়। পরে তারা জামিন নিয়ে বেরিয়ে এসে আবার এক পক্ষ অন্য পক্ষের লোককে খুন করে। একটি ঘটনারও বিচার হয়নি। ফলে তারা বেপরোয়া হয়ে উঠেছে। এবারও আসামিদের ধরা হবে। |
ফেনী সদর উপজেলায় বাল্যবিবাহ নিবন্ধন করার দায়ে নিবন্ধনকারী (কাজি) ও তাঁর এক সহকারীকে গতকাল বৃহস্পতিবার এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নিবন্ধনকারী (কাজি) মো. আবদুল মন্নান (৪২) ও তাঁর সহকারী আবদুল্লা আল মামুন (২৮)। তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার সদর উপজেলার নবম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের সংবাদ শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল করিম ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন। গতকাল সকালে ইউএনও জানতে পারেন, ওই স্কুলছাত্রী অন্য একজনকে নিজের পছন্দে বিয়ে করেছে। স্থানীয় কাজি মো. আবদুল মন্নানের পক্ষে তাঁর সহকারী আবদুল্লা আল মামুন বয়স বাড়িয়ে দেখিয়ে ওই বিয়ে নিবন্ধন করেন। এ ঘটনায় ইউএনও ওই কাজি ও তাঁর সহকারীকে বিয়ের নিবন্ধন বই, নিবন্ধন ফি আদায়ের রসিদ বই ও অন্যান্য কাগজপত্র নিয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হতে বলেন। পরে কাগজপত্র পরীক্ষা করে তিনি বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত হন। তা ছাড়া অভিযুক্ত ব্যক্তিরাও নিজেদের দোষ স্বীকার করেন।এত সুন্দর সোনালি বিকেলটা কারও এভাবে শেষ হতে পারে!বিকেলের মিঠে রোদে দারুণ জমে উঠেছিল পাসিং গেম। জার্সি সবার গায়েই ছিল। এক দল ওপরে বিপ চাপানোয় খেলোয়াড়েরা ভাগ হয়ে গিয়েছিল দুই দলে। সাকিব মাশরাফিকে থ্রো করছেন তো আর কেউ বলটা কেড়ে নেওয়ার আগে মাশরাফি তা ছুড়ে দিচ্ছেন বিপ ছাড়া আরেক সতীর্থের হাতে। একপর্যায়ে বিপ পরা দলের রুবেলের থ্রো থেকে বল পেলেন শফিউল ইসলাম। শফিউল ছুটছেন, সামনে বাধা দিতে চেষ্টা করছেন মাশরাফি। পাতলা শরীর নিয়ে লিওনেল মেসির মতো কাটিয়ে বেরিয়ে যেতে চাইলেন শফিউল। ভারসাম্য হারালেন তখনই। মাশরাফির সঙ্গে কোনো রকম শারীরিক সংঘর্ষ ছাড়াই হাঁটু ভেঙে পড়ে গেলেন মাঠে...দুই পা তুলে শুয়ে পড়লেন। ততক্ষণে আর বুঝতে বাকি নেই কী পরিণতি বরণ করতে যাচ্ছেন শফিউল। কয়েক মিনিট পরের দৃশ্য—ফিজিও বিভব সিং আর কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ছেন শফিউল। শীতের আগমনী বিকেলে বড় করুণ দেখাচ্ছিল সেই দৃশ্য।কিছুক্ষণ পর বিভব সিংয়ের কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে জানা গেল দুঃসংবাদটা। ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে শফিউলের। জায়গাটা ফুলে গেছে। স্ক্যান করা হবে দুই দিন পর। তবে আপাতত সিদ্ধান্ত, ওয়ানডে সিরিজের বাইরে শফিউল। আবার মাঠে ফিরতে সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর বদলি হিসেবে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মাত্রই অভিষেক টেস্ট খেলা আরেক পেসার আল আমিন হোসেনকে।বাংলাদেশ দলের পেস আক্রমণে এই ভাঙাগড়ার খেলা অনেক দিন ধরেই। একজন সুস্থ হয়ে আসেন তো আরেকজনের ঠিকানা হয় মেডিকেল রুম। কাল যে মাশরাফিকে কাটিয়ে বল নিয়ে যেতে চেয়েছিলেন শফিউল, সেই মাশরাফিই তো দলে ফিরলেন ১০ মাস পর! শফিউলের ওই দুর্ঘটনার মিনিট দশেক আগেই মাশরাফি কথা বলছিলেন তাঁর দলে ফেরা নিয়ে, ‘আমি শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত এখন। দলে সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।’ জানালেন, প্রায় ১৫ কেজির মতো ওজন কমিয়েছেন এর মধ্যে। তাতে শারীরিকভাবে অনেক বেশি স্বচ্ছন্দ এখন তিনি। গত বিপিএলের ফাইনালে পায়ে চোট পাওয়ার পর মাঝে শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি। ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যাওয়া হয়নি সেখানেও। মাশরাফি অবশ্য তখনই বলেছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে চান নিউজিল্যান্ড সিরিজে।টেস্ট সিরিজ গড়িয়ে মাশরাফির কাঙ্ক্ষিত সেই ওয়ানডে সিরিজ এখন শুরু হওয়ার অপেক্ষায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকালই হবে দিবারাত্রির প্রথম ম্যাচ। টেস্ট সিরিজ ড্র হওয়ার পর এই সিরিজে এমনিতেই মুশফিকুর রহিমের দলের কাছে থাকবে পাহাড়সম প্রত্যাশা। সে সঙ্গে যদি ২০১০-এর ‘বাংলাওয়াশের’ স্মৃতিটাকে জাগিয়ে তোলা যায়...। মাশরাফি অবশ্য অতীতাশ্রয়ী না হয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চান, ‘৪-০’-এর ব্যাপারটা জানি না কতটা কাজ করে। এটা একটা নতুন ম্যাচ, নতুন সিরিজ। আমরাও নতুন। আমার মনে হয় নির্দিষ্ট দিনে যারাই ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। এটা ঠিক যে আমাদের ভালো সুযোগ আছে এবং এর আগে ৪-০-তে জেতায় প্রত্যাশাও বেশি। তার পরও সবকিছু নির্ভর করছে আমরা কেমন খেলি তার ওপর।’প্রত্যাশার চাপ যেমন নিজেদের ওপর নিচ্ছেন, তেমনি নিউজিল্যান্ডের ওপরও কম দিচ্ছেন না মাশরাফি। টেস্টের ফলাফল তাদের জন্য প্রত্যাশিত হয়নি। তার ওপর সীমিত ওভারের ক্রিকেটেই বেশি ভালো টেলর-ম্যাককালামরা। ‘তারা এই ফরম্যাটেই স্বচ্ছন্দ বোধ করে বেশি। আইপিএল থেকে শুরু করে বছরের বেশির ভাগ সময় তারা এই ফরম্যাটটাই বেশি খেলে। তবে আমরা পরিচিত দর্শকের সামনে খেলব। উইকেটও তাদের পক্ষে থাকবে না। সবকিছু মিলিয়ে ওদের ওপরই বেশি চাপ’—বলছিলেন মাশরাফি।চাপে আরেকটু হলে বাংলাদেশকেই পড়তে হতো বেশি। শফিউল ছিটকে গেলেন, রক্ত পরীক্ষায় যদি মুমিনুলেরও বড় কোনো সমস্যা ধরা পড়ত! আশার কথা সে রকম কিছু আসেনি রিপোর্টে। তাঁর শারীরিক অবসাদ কেবলই জ্বরের পার্শ্বপ্রতিক্রিয়া আর খাওয়ায় অরুচি থেকে। একটু বিশ্রাম নিলে আর ঠিকভাবে খাওয়া-দাওয়া করলেই সেরে ওঠার কথা এ থেকে। সে জন্য কাল আর দলের সঙ্গে অনুশীলনে না এসে হোটেলে বিশ্রামে ছিলেন টানা দুই টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। কাল থেকে শুরু ওয়ানডে সিরিজে খেলতে বাধা নেই তাঁর।নির্বাচনকালীন ও নির্বাচন-পূর্ব সর্বদলীয় সরকারের আমলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কোনো সভা অনুষ্ঠিত হবে না।গত সোমবার সকালে একনেকের কমিটি পুনর্গঠন করা হয়। সেখানে পুরোনোদের বাদ দিয়ে সংশ্লিষ্ট নতুন মন্ত্রীদের নাম অন্তর্ভুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০১৩-১৪ অর্থবছরের ১২তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে উপস্থাপনের জন্য ছিল ১৫টি প্রকল্প। কিন্তু সকালে পরিকল্পনা কমিশন থেকে চিঠি পাঠিয়ে জানানো হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে একনেক সভা অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবেই হবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। যারা ভোট প্রদানে বাঁধা দেবে, সবাই মিলে তাদের প্রতিহত করুন।’গতকাল শুক্রবার দুপুরে নিজের নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি স্বেচ্ছায় নির্বাচন বর্জন করেছে। তাই নির্বাচনে বাধা দেওয়ার কোনো অধিকার তাদের নেই।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে আরাম-আয়েশ করেন। আর দেশবাসীকে অবরুদ্ধ করে রাখেন। তাদের আন্দোলন ধ্বংসের জন্য। তাঁরা মানুষ হত্যা করে সারা দেশে তাণ্ডব চালাচ্ছে।’শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানের সংসদে কাদের মোল্লার ফাঁসির নিন্দা ও শোক প্রস্তাব আনায় বিরোধীদলীয় নেত্রী মর্মাহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তিনি আসলে ওই কারণে মর্মাহত হয়েছেন, না-কি কাদের মোল্লার ফাঁসি হওয়ায় মর্মাহত হয়েছেন? তাঁর কণ্ঠ শুনে আমার মনে হয়েছে, তিনি কাদের মোল্লার ফাঁসি হওয়ায় মর্মাহত হয়েছেন।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ রেডক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুর প্রমূখ বক্তৃতা করেন।কোটালীপাড়ার পর বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জনসভায় বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’লৌহজং ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধীদলের নেত্রী আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন। গরীবের পেটে লাথি মারছেন। আর তিনি ঘরে নিরাপদে বসে টিভিতে সে দৃশ্য দেখছেন। আর মুরগির সুপ খাচ্ছেন।’লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন মুন্সিগঞ্জ-২ আসনের প্রার্থী সাগুফতা ইয়াসমিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মুন্সিগঞ্জ-৩ আসনের একক প্রার্থী মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রমুখ। এ ছাড়া প্রধানমন্ত্রী গতকাল বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি সমাবেশে ভাষণ দেন। |
শিক্ষার্থীরা যাতে তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে, সে জন্য পাঠ্যক্রমবহির্ভূত কর্মকাণ্ডের ওপর জোর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।গত মঙ্গলবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিবেশ এবং বর্তমান প্রতিযোগিতামূলক অবস্থা বিবেচনায় যথাযথ শিক্ষা নিশ্চিত করতে উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা অর্জন করা দরকার। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থী ও গবেষকেরা তাঁদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ। তিন বাহিনীর প্রধানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিইউপি বেজমেন্টসহ একটি ছয় তলা শিক্ষা ভবন ও ছয় তলা একটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৫০ কোটি ৫২ লাখ টাকা।সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করেছেন মহাজোটের সাংসদেরা। তাঁরা বলেছেন, খালেদা জিয়া সরকার ও সংসদকে অবৈধ বলে অসাংবিধানিক সরকারকে আমন্ত্রণ জানিয়েছেন।সাংসদেরা এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করলে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘অনেকে অনেক কথা বলেন, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আমরা সংবিধান মেনে চলব।’গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, ২৭ অক্টোবর থেকে সরকার অবৈধ। গতকাল মাগরিবের নামাজের বিরতির পর জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল পয়েন্ট অব অর্ডারে এক অনির্ধারিত আলোচনায় এ বিতর্কের সূত্রপাত করেন। এ সময় আমির হোসেন আমু বলেন, জামায়াতের হাতে বিএনপি জিম্মি। তারা গণতন্ত্রের নামে আন্দোলন চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র আফগানিস্তান ও ইরাক বানাতে চায়।তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিয়ে বিরোধীদলীয় নেতার বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ফোন করেছেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে দেশবাসী ব্যাপক সমর্থন জানাচ্ছে এবং বিরোধীদলীয় নেতার সিদ্ধান্তকে ভুল হিসেবে আখ্যায়িত করছেন।বিরোধীদলীয় নেতার উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অল্পবিদ্যা ভয়ংকরী তাঁকে আমি বলব না। তবে “লিমিটেড ল্যাংগুয়েজ” নিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।’ সংবিধানের ২১ ও ৭(ক) অনুচ্ছেদের দিকে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংসদের মেয়াদ প্রথম বৈঠক থেকে পাঁচ বছর অর্থাৎ ২৪ জানুয়ারি পর্যন্ত। আর নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান সরকার তার দায়িত্ব পালন করবে।খালেদা জিয়াকে উদ্দেশ করে রাশেদ খান মেনন বলেন, সংবিধান, সরকার ও জাতীয় সংসদকে তিনি অস্বীকার করেছেন। শুধু তাই নয়, তিনি নিজেকেও অস্বীকার করেছেন। সরকারকে অস্বীকারের মধ্য দিয়ে খালেদা জিয়া কী চাচ্ছেন? তিনি কি ‘কাউন্টার রেভ্যুলেশনের’ চেষ্টা করছেন?মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘এ দেশে রাজতন্ত্র না থাকলেও কাউকে কাউকে রানি বানিয়ে ফেলেছি, যাঁরা আইন-আদালতের ঊর্ধ্বে। বিষয়টির দিকে সংসদের নজর দেওয়া উচিত।’ অনির্ধারিত আলোচনায় আরও অংশ নেন শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির মুজিবুল হক।দরজায় কড়া নাড়ছে আরও একটি সিরিজ। তার আগে আরও একবার নিউজিল্যান্ড শিবিরে বড় হয়ে উঠছে ড্যানিয়েল ভেট্টোরিকে দলে না পাওয়ার হতাশা। নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না বলে ভেট্টোরির হতাশা নিশ্চয়ই সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক নিজেই বলেছেন, এই মুহূর্তে তাঁর শরীর আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়ার মতো যথেষ্ট ফিট নয়। চোটগ্রস্ত অ্যাঙ্কেলটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এএফপি।৩৪ ছুঁইছুঁই ভেট্টোরি সর্বশেষ টেস্ট খেলেছেন প্রায় ১৮ মাস আগে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট বলতে এ বছরই জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ওয়ানডে। ২০১১ বিশ্বকাপের পর ওয়ানডেতে ফিরেছিলেন ওই টুর্নামেন্টেই। ইংল্যান্ড থেকে ফিরেই বারবার ফিরে আসা অ্যাকিলিস টেন্ডনের সমস্যা কাটাতে অস্ত্রোপচার করান।পুনর্বাসন-প্রক্রিয়া শেষে এ মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। তাতে নিজের শরীরের অবস্থা বুঝে ভেট্টোরি বলছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেটে শরীরের ওপর খুব চাপ যায়। সেটি সামলাতে পারার আত্মবিশ্বাস পাওয়ার মতো যথেষ্ট আমি খেলিনি। বেশি তাড়াতাড়ি ফিরে আবার চোটে পড়ার ঝুঁকি আমি নিতে পারি না।’নতুন বছরে নিজের অবস্থা আরও পরিষ্কার বুঝতে পারবেন বলে আশা করছেন ভেট্টোরি। তত দিনে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শেষ হয়ে যাবে। নববর্ষের দিন হয়ে যাবে পাঁচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচও। টেস্ট সিরিজ শুরু আগামী ৩ ডিসেম্বর, যেটিতে দর্শক হয়ে থাকাটা ভেট্টোরিকে একটু বাড়তি যন্ত্রণাই উপহার দেবে। ঘোষিত লক্ষ্য পূরণে অপেক্ষা যে শুধুই বাড়ছে। কী সেই লক্ষ্য? টেস্টে চার হাজার রান ও ৪০০ উইকেটের ‘ডাবল’, যেটি আছে শুধুই ভারতের কপিল দেবের। চার হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন অনেক আগেই। ৪,৫১৬ রানের সঙ্গে উইকেট ৩৬০টি। নিউজিল্যান্ডের পক্ষে তাঁর চেয়ে বেশি উইকেট শুধুই স্যার রিচার্ড হ্যাডলির (৪৩১)।চট্টগ্রাম নগরের বিভিন্ন আবাসিক এলাকায় গজিয়ে উঠছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে বেশির ভাগই বেসরকারি স্কুল-কলেজ, কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টার। এসব এলাকার ভাড়া বাড়িতে গড়ে উঠেছে বিউটি পারলার, ছোট আকারের পোশাকশিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক কার্যালয় এবং কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে এগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কোনো অনুমোদন নেয়নি।নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর হাউজিং এস্টেট, চান্দগাঁও আবাসিক এলাকা, জিইসি মোড়ের ও আর নিজাম রোড আবাসিক এলাকা, অক্সিজেন আবাসিক এলাকা, কর্নেলহাট বিশ্বব্যাংক কলোনি আবাসিক এলাকা, পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকা, হালিশহর শান্তিবাগ আবাসিক এলাকা, বড় পোল, ছোট পোল এলাকায় গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান।যেখানে-সেখানে নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়ে ক্ষোভ আছে এলাকাবাসীর।তাঁদের অভিযোগ, এতে এলাকায় যানজট ও শব্দদূষণ বাড়ছে। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। দিন-রাত বহিরাগত ব্যক্তিদের আনাগোনার কারণে এলাকাবাসীর নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু বাড়ির মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে তেমন কোনো নজরদারি না থাকায় এর প্রতিকার মিলছে না।সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘সিডিএর অনুমোদন ছাড়া আবাসিক এলাকায় সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানই গড়ে তোলার কোনো বিধান নেই। আমরা এসব প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তিনি বলেন, এ ব্যাপারে আবাসিক এলাকার বাড়ির মালিক ও তাঁদের সমিতি আগে থেকে সচেতন হলে এটা এত বড় আকার ধারণ করত না।নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন স্কুল ও কলেজ, কোচিং সেন্টারের ব্যানারে পুরো এলাকা ছেয়ে গেছে।এলাকার ১, ২, ৩, ১৫, ১৬, ১৭ নম্বর সড়কে কাছাকাছি দূরত্বে রয়েছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান, বিউটি পার্লার ও কোচিং সেন্টার। এ এলাকায় রয়েছে কয়েকটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ও।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একটি কোচিং সেন্টারের মালিক বলেন, ‘আমরা বাড়ির মালিককে নিয়মিত ভাড়া দিচ্ছি। এ ছাড়া কোনো নিয়ম-কানুনের কথা আমাদের জানা নেই।’নগরের হালিশহর হাউজিং এস্টেটে রয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস, বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের শাখা এবং কয়েকটি ছোট আকারের পোশাকশিল্প প্রতিষ্ঠান। এ ছাড়া ‘জি’, ‘কে’, ‘এল’ ব্লক ও এর আশপাশে অন্তত অর্ধশতাধিক ছোট-বড় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।এলাকার বাসিন্দা নুরুল আনোয়ার বলেন, ‘আমরা কোনো আবাসিক এলাকায় বসবাস করছি বলে মনে হয় না। এখানে তো স্কুল-কলেজের মেলা বসেছে।সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়। দিন-রাত যানবাহন ও লোকজনের চলাচলের কারণে আমরা শব্দের যন্ত্রণায় ভুগছি। ছেলেমেয়ের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।’চান্দগাঁও আবাসিক এলাকা ঘুরে দেখা গেছে, এখানে বেশ কয়েকটি ব্যবসাকেন্দ্র ও বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়, বিউটি পার্লার এবং প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার রয়েছে। একইভাবে নগরের জিইসি মোড়ের ও আর নিজাম রোড আবাসিক এলাকার চারপাশ ঘিরে গড়ে উঠেছে এ ধরনের প্রায় ২০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। |
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। জিল্লুর যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।জিল্লুরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। দলের উপজেলা সভাপতি শাহজাহান কবীর বলেন, খুনিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আজ শুক্রবার থেকে উপজেলায় হরতাল শুরু হবে। তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই হরতাল চলবে। এর আগে পরিবারের লোকজন বিকেল সাড়ে পাঁচটা থেকে জিল্লুরের লাশ নিয়ে জেলা শহরের দড়াটানা মোড়ে বিক্ষোভ করেন।জিল্লুরের বাবা আতিউর রহমান চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলার পীতম্বরপুর গ্রামে তাঁদের বাড়ি। জিল্লুর দুই মেয়ের বাবা। শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। স্থানীয় ৫০-৬০ জন বিশিষ্ট ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। খাওয়া-দাওয়া শেষে অতিথিরা চলে যান। অন্যরা চলে গেলেও বিদ্যালয়ের মাঠে মোটরসাইকেলের ওপর বসে চেয়ারম্যান জিল্লুর মুঠোফোনে কথা বলছিলেন। আমিসহ শিক্ষকেরা তখন বিদ্যালয়ের অফিস কক্ষে খাচ্ছিলাম। পরপর তিনটি বিকট শব্দ শুনে আমরা বাইরে গিয়ে দেখি, চেয়ারম্যান মাটিতে পড়ে আছেন।’ তিনি বলেন, হত্যাকারীদের তাঁরা দেখতে পাননি। মুমূর্ষু অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রথম আলোকে বলেন, জিল্লুরের পরিবারের লোকজন লাশ নিয়ে ব্যস্ত থাকায় কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁদের সঙ্গে কথা বলার পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে। তবে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চৌগাছা থানার ওসি গোলাম রহমান বলেন, জিল্লুর হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। ২০০২ সালের ২৪ জুলাই সিংহঝুলি ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আশরাফ হোসেন খুন হন। ওই হত্যা মামলার আসামি যুবলীগের কর্মী আতিয়ার রহমান ২৩ সেপ্টেম্বর রাতে খুন হন। এসব হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।ধর্ষণ মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের আবেদনকারী সিলেটের জকিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সমর্থক সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামানকে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকার একটি বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া জানান, গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ২০১১ সালের ১৪ নভেম্বর জকিগঞ্জের বারহাল ইউনিয়ন এলাকার এক কিশোরীকে অপরহণ করে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। পরিবারের সদস্যরা এ ঘটনায় বিচার চাইতে স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামানের কাছে যান। মিছবাহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হওয়ায় ক্ষমতাসীন দলের প্রভাবশালী ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিলেন। ওই বছরের ৫ ডিসেম্বর মিছবাহ কিশোরীকে সালিস বৈঠকে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে সিলেট নিয়ে একটি আবাসিক হোটেলে রেখে ধর্ষণ করে প্রায় দুই সপ্তাহ জিম্মি করে রাখেন। পরে কিশোরী পরিবারের হেফাজতে গেলে ওই ঘটনায় ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মিছবাহ জামানের বিরুদ্ধে মামলা হয়।ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মিছবাহসহ তিনজনকে অভিযুক্ত করে ১৮ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। মামলার পর থেকেই মিছবাহ আত্মগোপন করেন। এ অবস্থায় তিনি গত বছরের ৬ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধর্ষণ মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ দাবি করে প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৮ আগস্ট এ-সংক্রান্ত কাগজপত্র সিলেটের সরকারি কৌঁসুলির দপ্তরে এলে বিষয়টি জানাজানি হয়।গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ধর্ষণের মামলায় অভিযোগপত্র, পরে রাজনৈতিক হয়রানিমূলক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সরকারি কৌঁসুলির দপ্তর থেকে মামলা প্রত্যাহার না করার পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, মামলা বাতিল না হওয়ায় মিছবাহ ফের আত্মগোপনে চলে যান। শনিবার রাত প্রায় সাড়ে আটটায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাইয়ের নেতৃত্বে জকিগঞ্জ থানার পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। জকিগঞ্জ থানার ওসি জানান, মিছবাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা ছাড়াও চেক জালিয়াতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১১টি মামলা রয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, দোকানপাট অবরোধের আওতায় পড়বে না। শুধু রাজপথ, রেলপথ ও নৌপথে যান চলাচল অবরোধের আওতায় থাকবে।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের আওতা নিয়ে অস্পষ্টতা দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার বিএনপি নেতারা বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন।গতকাল দিনভর নানা আলোচনায় ওঠে আসে অবরোধের আওতার বিষয়টি, বিশেষ করে দেশজুড়ে বার্ষিক পরীক্ষা চলায় ঘরে ঘরে এ নিয়ে বিভ্রান্তি ছিল। অনেকে গণমাধ্যমের কার্যালয়গুলোতে টেলিফোন করে হরতাল ও অবরোধের পার্থক্য জানতে চান। অবরোধে কী কী ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবে, তা স্পষ্ট জানতে চান তাঁরা।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথম আলোকে বলেন, হরতাল ও অবরোধের মধ্যে প্রধান পার্থক্য হলো হরতালের সবকিছু বন্ধ রাখা হয়। যেমন শিক্ষাপ্রতিষ্ঠান, যান চলাচল, দোকাপাট, অফিস, আদালত—সব। কিন্তু অবরোধে শুধু যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। অর্থাৎ সড়ক অবরোধ হলে ওই সড়কে যান চলাচল করতে পারবে না। একইভাবে রেল ও নৌপথেও যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়।এর আগে গত বছরের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। তখন কেবল ঢাকার প্রবেশপথগুলোতে অবরোধ ডাকা হয় এবং ঢাকা শহরের বাইরে সড়কপথগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ওই অবরোধে ঢাকা শহরের ভেতরে যান চলাচলে বাধা ছিল না।তবে সাধারণ মানুষের মধ্যে রাজপথের সংজ্ঞা নিয়েও বিভ্রান্তি আছে বলে দেখা গেছে। তাঁরা মনে করছেন, রাজপথ বলতে মহাসড়ক বোঝানো হয়। শহরের ভেতরের সড়ক বন্ধ থাকবে কেন? এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাঁদের অবরোধে সড়কপথ বলতে সব ধরনের সড়কপথকেই বোঝানো হয়েছে, শুধু মহাসড়ক নয়।নগরবাসীর অনেকের প্রশ্ন ছিল, এই অবরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত, দোকানপাট বন্ধ থাকবে কি না? এ ব্যাপারে বিএনপি নেতারা বলেছেন, এগুলো খোলা রাখতে কোনো অসুবিধা নেই। এসবের ওপর অবরোধ কাজ করবে না।আলাপকালে বিএনপির এক নেতা বলেছেন, এগুলোর ওপর অবরোধ কার্যকর হবে না এটা ঠিক; তবে এসব জায়গায় পৌঁছাতে হলে তো সড়ক, রেল বা নৌপথে যেতে হবে। তাই অবরোধ সফল হলে প্রকারান্তরে এগুলোও চালু রাখা কঠিন হবে।এ ছাড়া সংবাদপত্রবাহী ও গণমাধ্যমকর্মীদের ব্যবহূত গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এটি দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে জানানো হয়েছে। এ ধরনের যান চলাচলে কোনো বাধা নেই।প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিনের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক ই-মেইলে জানানো হয়, লিউ ঝেনমিনের বেইজিং থেকে কুনমিং হয়ে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু প্রচণ্ড কুয়াশার কারণে কাল শনিবার (আজ) দুপুর পর্যন্ত কুনমিং বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। এ কারণে ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর ঢাকা সফর স্থগিত করা হয়।চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। আজ বিকেলে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের দশম বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। এ সফরে লিউ ঝেনমিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল। |
দুর্বৃত্তদের হামলায় আহত চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের ফেন্সি মার্কেটের দোকান মালিক জহুরুল আলম সওদাগর (৬৫) বুধবার রাতে মারা গেছেন। হামলার কারণে মারা যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরশাদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, বকেয়া ভাড়া দাবি করায় গত মঙ্গলবার রাতে দোকান মালিকের ওপর হামলা চালায় ভাড়াটিয়ারা। এরপর তাঁকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।জহুরুল আলম সওদাগরের ছেলে মো. সরওয়ার সাংবাদিকদের জানান, ‘গত তিন বছর ধরে দোকানের ভাড়া বকেয়া। ভাড়া চাইতে গেলে আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়।’প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘এখন পর্যন্তও আশা করছি, বড় দুই দলের মধ্যে সমঝোতা হবে। সবার অংশগ্রহণে নির্বাচন হবে।’আচরণবিধি চূড়ান্ত না হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, তড়িঘড়ি করে দরজা বন্ধ করে রাখাটা ঠিক হবে না। এখনো সময় আছে। আচরণবিধি চূড়ান্ত হওয়া দু-তিন দিনের ব্যাপার।গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে সিইসি এ কথা বলেন। অফিস শেষ করে বাসায় ফেরার আগে গণমাধ্যমকর্মীদের সিইসি বলেন, ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। দুই বড় রাজনৈতিক দলের মধ্যে টেবিলে আলোচনা শুরু না হলেও আলোচনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আশার আলো দেখা যাচ্ছে। এটি ইতিবাচক এবং ভালো দিক।নির্বাচনের আগে ৯০ দিন গণনা শুরু হলেও হরতাল, ককটেল, হত্যাসহ বর্তমানে যে পরিবেশ বিদ্যমান, তাতে নির্বাচনী পরিবেশ বজায় থাকছে কি না—এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। এটি প্রত্যাশিত ও কাম্য নয়। তবে আগে একেবারেই আশার আলো ছিল না, এখন এ ধরনের পর্যায় থেকে উত্তীর্ণ হওয়া বা এগিয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হচ্ছে।নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কমিশনের যে ক্ষমতা তা জানতে চাইলে সিইসি বলেন, আচরণবিধি চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়গুলো সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আচরণবিধিতেই এসব কিছু বলা থাকবে।সংসদ নির্বাচনে কেউ প্রার্থী হতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলে অন্তত তিন বছর প্রাথমিক সদস্যপদে থাকতে হবে। বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে এ বিধান তুলে দিয়ে বিল চূড়ান্ত করা প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় সংসদ সার্বভৌম। এখানে বিচার-বিবেচনা করেই সব কিছু করা হবে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বা এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।ক্লাইভ রাইসের বয়স তখন ৪২ পেরিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্ট আর ৫৪ ওয়ানডে খেলা কেপলার ওয়েসেলস ফিরে এসেছেন জন্মভূমির টানে। পিটার কারস্টেন, জিমি কুক, অ্যাড্রিয়ান কুইপার, ডেভ রিচার্ডসনরা ক্যারিয়ার-গোধূলিতে। নিজ দেশের ঘরোয়া ক্রিকেট আর ইংলিশ কাউন্টিতে গতির ঝড় তুলেও আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পাননি অ্যালান ডোনাল্ড। অ্যান্ড্রু হাডসন, ব্রায়ান ম্যাকমিলানদের কাছে আন্তর্জাতিক ক্রিকেট কেবলই স্বপ্ন। সবার স্বপ্নপূরণের দিন হয়ে এল ১৯৯১ সালের ১০ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেনে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার।সেই ইডেন থেকে আজ সেন্ট জর্জেস পার্ক। পোর্ট এলিজাবেথে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি দক্ষিণ আফ্রিকার ৫০০তম ওয়ানডে। ইডেনে সেই প্রথম ওয়ানডেতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা, হেরেছিল দ্বিতীয় ম্যাচও। তবে প্রথম জয় ধরা দিয়েছিল তৃতীয় ম্যাচেই। এর পর থেকে জয়ের সঙ্গে সখ্যে সেভাবে কখনোই ছেদ পড়েনি। যেটির প্রতিফলন পরিসংখ্যানেও। জয়ের হারে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সফলতম দল।এমনিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাস সুদীর্ঘ। টেস্ট পরিবারের তৃতীয় সদস্য, প্রথম টেস্ট সেই ১৮৮৯ সালে। কিন্তু প্রথম ওয়ানডে খেলতে নামার আগেই ২৫০ ওয়ানডে খেলা হয়ে গেছে অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান খেলে ফেলেছে দু শর বেশি। এমনকি ক্রিকেটের কুলীন জগতের সদস্য না হয়েও তত দিনে ওয়ানডের স্বাদ পেয়ে গেছে জিম্বাবুয়ে (১২), বাংলাদেশ (৯), এমনকি কানাডা-পূর্ব আফ্রিকার (৩টি করে) মতো দলও। দক্ষিণ আফ্রিকার এই অপেক্ষার কারণটিও প্রায় সবার জানা। আন্তর্জাতিক আঙিনায় ওয়ানডের আবির্ভাবের (১৯৭১) আগের বছরই যে বর্ণবাদের কারণে একঘরে করা হলো দক্ষিণ আফ্রিকাকে! প্রায় ২২ বছরের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ভারতে ওই ওয়ানডে সিরিজ দিয়েই।ক্রিকেট ঐতিহ্য সুপ্রাচীন, ইংলিশ কাউন্টিও মাতাচ্ছেন তখন দক্ষিণ আফ্রিকার অনেকে। দীর্ঘ বিরতির পর ফিরলেও তাই মানিয়ে নিতে সমস্যা হয়নি। ফেরার পরপরই তো চমক দেখাল তারা ১৯৯২ বিশ্বকাপে। সেই সময়ের অদ্ভুত বৃষ্টি আইনে সেবার সেমিফাইনাল থেকে প্রোটিয়াদের কান্নাবিজড়িত বিদায় ক্রিকেটের চিরস্থায়ী ট্র্যাজেডিগুলোর একটি। বড় টুর্নামেন্টগুলোর সঙ্গে তাদের রহস্যময় এক বৈরিতার শুরুও সেই থেকে। বরাবরই ফেবারিটদের কাতারে থেকেও ১৯৯৮ নকআউট বিশ্বকাপ ছাড়া আর কোনো বড় টুর্নামেন্ট জয়ের স্বাদ পায়নি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বারবার নাটকীয় ব্যর্থতায়ই জুটেছে ‘চোকার’ তকমা। তবে শীর্ষ দলগুলোর একটি হয়ে থেকেছে সব সময়ই। ওয়ানডেতে জয়ের হারে দক্ষিণ আফ্রিকার ওপরে আছে শুধু অস্ট্রেলিয়াই।ম্যাচ সংখ্যায় ৫০০ ছোঁয়া অষ্টম দল হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে জয়ের সংখ্যায় ৫০০ ছুঁয়েছে শুধুই অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি খেলেও ৫০০ ম্যাচ জয়ের ধারে-কাছে নেই ভারত। দক্ষিণ আফ্রিকার সাফল্যের যে ধারা, তাতে ম্যাচ খেলার দিক থেকে ওপরে থাকা অনেক দেশের আগেই হয়তো জয়েও ৫০০ ছুঁয়ে ফেলবে। ওয়ানডের ম্যাচ-জয় সংখ্যার এই তালিকা প্রমাণ দেবে বাংলাদেশের এগিয়ে চলারও। জয়ের হারে জিম্বাবুয়ের (২৭.৩০) ওপরে উঠে গেছে বাংলাদেশ (২৯.৩০)। আরেকটি জায়গাতেও বাংলাদেশ অনন্য। টেস্টখেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়ানডেতে ‘টাই’ ম্যাচের স্বাদ পায়নি একমাত্র বাংলাদেশই!ওয়ানডেতে টেস্ট দলগুলোম্যাচ জয় হার টাই পরিত্যক্ত জয়ের হার (%)ভারত ৮৪০ ৪২২ ৩৭৬ ৬ ৩৬ ৫২.৮৬অস্ট্রেলিয়া ৮২৫ ৫০৫ ২৮১ ৯ ৩০ ৬৪.০৮পাকিস্তান ৮০৫ ৪৩০ ৩৫০ ৮ ১৭ ৫৫.০৭ওয়েস্ট ইন্ডিজ ৭০৪ ৩৬১ ৩১১ ৮ ২৪ ৫৩.৬৭শ্রীলঙ্কা ৭০১ ৩২৮ ৩৩৮ ৪ ৩১ ৪৯.২৫নিউজিল্যান্ড ৬৪৭ ২৭৬ ৩৩১ ৫ ৩৫ ৪৫.৫০ইংল্যান্ড ৬০৮ ২৯৬ ২৮৪ ৭ ২১ ৫১.০২দক্ষিণ আফ্রিকা ৪৯৯ ৩০৭ ১৭৩ ৬ ১৩ ৬৩.৭৮জিম্বাবুয়ে ৪২১ ১১০ ২৯৭ ৫ ৯ ২৭.৩০বাংলাদেশ ২৭৬ ৮০ ১৯৩ ০ ৩ ২৯.৩০প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের গ্রামের বাড়িতে নাশকতা চালানোর চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় গত বৃহস্পতিবার মধ্যরাতে তারা দুটি কাচের বোতলে কেরোসিন ভরে বাড়ির ভেতরে ছুড়ে মারে। তবে এতে কেউ হতাহত হয়নি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিইসির বাড়ির দক্ষিণ দিকের বারান্দায় পরপর কেরোসিনভর্তি দুটি বোতল ছুড়ে মারে। একটি বোতল ভেঙে আগুন ধরে যায়। তবে কোনো ক্ষতি হয়নি।প্রতিবেশী আলতাব হোসেন জানান, সিইসির পৈতৃক এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে। ১৭ বছর পর গত ২২ ফেব্রুয়ারি অল্প সময়ের জন্য তিনি ভিটেবাড়িতে আসেন।অন্য এক প্রতিবেশী জানান, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নাশকতার আশঙ্কায় পরিত্যক্ত এই বাড়িটি ঘিরে পুলিশি পাহারা বাড়ানো হয়।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, কাচের বোতলে কেরোসিন ভরে তাতে আগুন লাগিয়ে ছোড়া হয়েছিল। একটি বোতল ভেঙে আগুন ধরে যাওয়ায় বারান্দার মেঝেতে সামান্য কালচে দাগ পড়েছে। সেখান থেকে বোতলের ভাঙা টুকরা ও অক্ষত বোতলসুদ্ধ কেরোসিন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটা পর্যন্ত সিইসির বাড়ি ও আশপাশের এলাকায় পুলিশ টহলে ছিল। এরপর ঘটনাটি ঘটে। |
স্টিভ ওয়াহর সর্বজয়ী দলকেও হারতে হয়েছিল। এক দিন থেমে গিয়েছিল রিকি পন্টিংয়ের দলের অপ্রতিরোধ্য জয়যাত্রা। সেই ‘গ্রেট’ দলগুলোর পথ অনুসরণ করে হারতে হলো প্রথম আলোকেও। বিএসজেএ মিডিয়া কাপে কাল রাইজিংবিডিডটকমের বিপক্ষে ৬২ রানে হেরে গেছে আগের ম্যাচে বড় জয় পাওয়া প্রথম আলো। তবে দলের হারেও এক ছক্কা ও এক চারে অপরাজিত ১৩ রানের আনন্দদায়ী এক ইনিংস খেলেছেন অধিনায়ক উৎপল শুভ্র। আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া অধিনায়কের ব্যাট থেকেই কাল এসেছে দলের সর্বোচ্চ রান! ১১ রান করেছেন আরিফুল ইসলাম, তারেক মাহমুদ ১০। বল হাতে শেন ওয়ার্নকে মনে করিয়ে দেওয়া লেগ স্পিনে ফয়সাল আজিম নিয়েছেন ১ উইকেট, দুরন্ত পেসে একটি করে উইকেট পেয়েছেন ফখরুল রিয়াজ ও সুজয় মহাজন। কিন্তু দুর্ভাগ্য, দিনটি প্রথম আলোর ছিল না।দিনের অন্যান্য ম্যাচে ইনডিপেনডেন্ট নিউ এজকে, চ্যানেল নাইন চ্যানেল ২৪-কে, সমকাল বৈশাখীকে, ইত্তেফাক নিউ নেশনকে, আরটিভি সকালের খবরকে, রেডিও টুডে চ্যানেল আইকে ও কালের কণ্ঠ বাংলাভিশনকে হারিয়েছে।‘যত দেরিতে সংলাপ হবে, রাজনৈতিক সংকট ততই বাড়বে। তাই দেরি না করে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে দ্রুত সংলাপে বসা উচিত। দুই দলের অনৈক্যের কারণে এখন দেশজুড়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ এ মন্তব্য সিলেট নগরের কুমারপাড়া এলাকার বাসিন্দা বিদ্যালয়ের শিক্ষক রিয়াজ উদ্দিনের।জাতীয় নির্বাচন নিয়ে দেশে রাজনীতির বর্তমান সময়কে ‘সংকটকাল’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল রোববার কথা হয় নগরের অর্ধশতাধিক মানুষের সঙ্গে। প্রত্যেকেই আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ করেছেন।জেল রোড এলাকার চা-বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, ‘ভাই, আমি রাজনীতি-ফাজনীতি অততা বুঝি না। এই পাঁচ বছরে ব্যবসা-বাণিজ্য শান্তিতে করতাম পারতাছি না। আওয়ামী লীগ আর বিএনপি দুইটা দলই এক। কুনু দলই মাইনষের ভালা চায় না। তারা খালি নিজেরার ভালা চায়।’রিকশাচালক খায়রুল মিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দিছে হরতাল ডাইক্যা। ইটা তো গরিবের পেটে লাত্থি। দুই নেত্রী বইয়া সমাধান করলেই তো হয়। তাঁরার তো কুনু পবলেম (সমস্যা) নাই, হকল ঝামেলা তো গরিববার।’ আম্বরখানা এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘নির্বাচন এলেই দেশে অরাজকতা তৈরি হয়। এত বছর ধরেও ওই এক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারল না। এই একটি কারণে রাজনৈতিক সহিংসতায় কত মানুষ মারা যাচ্ছে।’ঠেলাগাড়ির চালক রহিমুদ্দিন জানান, গতকাল তিনি ভাড়ায় কিছু মালামাল নিয়ে নগরের লোহারপাড়া থেকে শিবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় হরতাল পালনকারীরা তাঁর ঠেলাগাড়ি উল্টে দেয়। এতে ঠেলাগাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থার জন্য তিনি আওয়ামী লীগ ও বিএনপির একগুঁয়েমিকে দায়ী করেছেন।ইশরাত আরা কাজীটোলা এলাকার গৃহিণী। তিনি বলেন, ‘শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে ভোট কারচুপি হওয়ার আশঙ্কা রয়েছে।’ একই এলাকার আরেক গৃহিণী নূরুন্নেসা বেগম বলেন, ‘শেখ হাসিনার অধীনে দেশে এতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাই তাঁর অধীনে নির্বাচনে যেতে সমস্যাটা কোথায়?’বাগবাড়ি এলাকার কলেজশিক্ষক শহীদুল আলম বলেন, ‘আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের নেতৃত্বেই সমস্যা। তাঁরা সংকট জিইয়ে রাখছেন। এভাবে চলায় দেশ ক্রমে রসাতলে যাচ্ছে। প্রধান দুটি রাজনৈতিক দলের এ ধরনের কোন্দলের সুযোগে মৌলবাদী অপশক্তি এবং সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো অন্যায্য প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।’ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রথম আলোকে বলেন, ‘বিচার মানি কিন্তু তালগাছ আমার—রাজনীতিবিদদের ক্ষেত্রে এ বাক্যটি খুব সত্য। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। প্রধানমন্ত্রী সংলাপের জন্য বিরোধীদলীয় নেত্রীকে ফোন করলেন অথচ বিরোধীদলীয় নেত্রী আমন্ত্রণ রক্ষা করলেন না। এতে জাতি হতাশ হয়েছে।’বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচির ঘোষণার পর সোমবার রাত থেকে বগুড়া শহরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। জেলার সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে গতকাল মঙ্গলবার ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।এ ছাড়া দেশের রাজশাহী, পাবনা, জয়পুরহাটে বিরোধী দলের নেতা-কর্মীরা সড়ক-মহাসড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ এবং গাড়ি ভাঙচুর করেছেন। বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: গতকাল সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল থেকে সদর উপজেলার মহাস্থান পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে এবং টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখা হয়। ১৮ দলের শীর্ষ নেতাদের তৎপরতা চোখে না পড়লেও বিভিন্ন স্থানে সোমবার রাত থেকে চোরাগোপ্তা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ১৮ জনকে আটক করেছে। মূলত সোমবার রাত থেকে বগুড়া শহরের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে নির্বাচন কার্যালয়ে হামলা চালানো হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, কার্যালয়ের কম্পিউটার অপারেটর সুলতান মাহমুদকে নিয়ে তিনি তাঁর কক্ষে পোলিং কর্মকর্তাদের তালিকা তৈরি করছিলেন। তখন কার্যালয়ের বাইরে বিকট শব্দে চার-পাঁচটি ককটেল বিস্ফোরিত হয় এবং মুখোশধারী কয়েকজন ব্যক্তি জানালা দিয়ে কক্ষের ভেতর পেট্রল ছিটিয়ে দেয়। পাঁচজন কক্ষের ভেতরে ঢুকে সুলতানকে মারধর করে নির্বাচন কমিশনের ল্যাপটপ কেড়ে নেয়। এরপর তারা কক্ষের ভেতর এবং বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।ধুনট (বগুড়া): সোমবার রাতে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের সরুগ্রাম এলাকায় অবরোধকারীরা আরএফএল কোম্পানির একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত ১১টার দিকে ধুনট শহরে একটি হোটেলের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। গতকাল সকাল ছয়টা থেকে বিরোধীদলীয় জোটের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন সড়কের ১৩টি স্থানে অবস্থান নেন এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বন্ধ করে দেন।শেরপুর (বগুড়া): সোমবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার চারটি স্থানে ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামছায়াপুর এলাকায় নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেকের গাড়ি ভাঙচুরের শিকার হয়। সোমবার রাতে ঢাকায় ফিরছিলেন সাংসদ আবদুল মালেক। হামছায়াপুর এলাকায় পৌঁছালে অবরোধের সমর্থকেরা হামলা চালিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে। ঘটনার সময় সাংসদ গাড়িতে ছিলেন না। এদিকে উপজেলার দশমাইল এলাকায় গাড়িতে ভাঙচুর চালানোর সময় বিরোধী দলের নেতা-কর্মীদের লক্ষ্য করে পুলিশ ২৫টি রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আয়নাল হক (৩০) নামের এক ব্যক্তি আহত হন। পরে পুলিশ তাঁকে আটক করে।পাবনা: সোমবার রাত থেকেই বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করেন ১৮ দলের নেতা-কর্মীরা। নির্বাচনের তফসিল ঘোষণার পর রাত নয়টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। ইন্দিরা মোড়ে পুলিশ মিছিলটিতে বাধা দিলে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। গতকাল সকালে যানবাহন চলাচলের চেষ্টা করলে অবরোধকারীরা পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর ও মধুপুর এলাকায় ১২টি গাড়ি ভাঙচুর করে। জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।জয়পুরহাট: পাঁচবিবি উপজেলায় অবরোধকারীরা পৌর যুবলীগের সদস্য মামুন খন্দকারকে পিটিয়ে আহত করেছেন। মামুনের মা রওশানারা বলেন, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে যাওয়ার পথে কড়িয়া-পাঁচবিবি সড়কের বড় মানিক সেতুর কাছে পৌঁছালে অবরোধকারীরা মামুনকে লাঠিপেটা করে। মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান মামুন। পরে তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়।রাজশাহী: সোমবার রাত সোয়া আটটার দিকে তফসিল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে নগরের ভুবন মোহন পার্ক থেকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছার পর নেতা-কর্মীরা ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন ও ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ওই দিন মধ্যরাতে বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ বিএনপির আড়াই শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে।নাটোর: বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম বাইপাস মোড়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রাজধানীর নিত্য-পণ্যের বাজারে হঠাৎ বেড়েছে আটা ও ময়দার দাম। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই দিনে খুচরা বাজারে প্রতি কেজি আটার দাম তিন টাকা ও ময়দার দাম দুই টাকা বেড়েছে। বেড়েছে বিভিন্ন জাতের চালের দামও।পেঁয়াজের দাম আরও কমেছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য কমিয়ে দেওয়ায় এবং বাজারে দেশি নতুন পেঁয়াজ আসায় দাম কমছে।বিরোধী দলের পঞ্চম দফার অবরোধ শেষে পণ্য সরবরাহব্যবস্থায় গতি ফিরে এসেছে। তাই এই সময়ে আটা ও ময়দার দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ভোক্তারা।গতকাল সকালে সেগুনবাগিচা বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি ব্যাংকে কর্মরত নাজিয়া আফরিন প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধের মতো কর্মসূচির সময়েও যে পণ্যের দাম বাড়েনি, এখন তা বাড়ল কেন। বিষয়টি খতিয়ে দেখা উচিত।জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, ‘কাল রোববার বিষয়টি নিয়ে আলাপ করব।’বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও খুচরা দোকান ঘুরে জানা গেছে, তিন দিন আগে সাধারণ মানের খোলা আটা প্রতি কেজি ৩০-৩২ টাকায় বিক্রি হলেও এখন দাম ৩৩-৩৪ টাকা। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত আটা ৩৫-৩৬ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়।একইভাবে ৩৫-৩৭ টাকার খোলা ময়দা ৩৭-৩৯ টাকা ও প্যাকেটজাত ময়দা ৪২-৪৪ টাকা থেকে বেড়ে ৪৪-৪৬ টাকায় বিক্রি হচ্ছে।সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হলো গম আমদানি কমে যাওয়া। পাইকারি বাজারে সম্প্রতি খোলা আটা-ময়দার মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে প্যাকেটজাত আটা-ময়দার দামও বাড়ানো হয়েছে।সব ধরনের চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল নতুন নাজিরশাইল প্রতি কেজি ৪৮-৫০ টাকা, পুরোনো নাজিরশাইল ৫৪-৫৮ টাকা, উন্নত মানের মিনিকেট ৪৮-৫০ টাকা, বিআর-২৮ জাতের চাল ৪২-৪৪ টাকা, লতা ৪০-৪২ টাকা এবং মোটা ও স্বর্ণা চাল ৩৫-৩৭ টাকা কেজি দরে বিক্রি হয়। ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারণে সরবরাহ বন্ধ থাকায় সংকটের কারণে দাম বেড়েছে।এদিকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে সব ধরনের সবজির। বেগুন ৩০-৩৫ টাকা, করলা ৩৫-৪০ টাকা, শিম ২৫-৩০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, গাজর ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাধাকপি ২০-২৫ টাকা এবং লাউ ৩৫-৪০ টাকায় বিক্রি হয়। কাঁচা মরিচের দাম আগের সপ্তাহ থেকে কেজিতে ২০ টাকা কমে হয়েছে ৪০-৫০ টাকা।এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে পাঁচ টাকা। আগের ১২০-১২৫ টাকা থেকে বেড়ে গতকাল হয়েছে ১২৫-১৩০ টাকা।খুচরা বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হয়েছে। আগের সপ্তাহে এ দাম ছিল ৫৫-৬০ টাকা। দেশি নতুন পেঁয়াজের দামও কমেছে প্রায় একই হারে। গতকাল বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা কেজি। আগের সপ্তাহে ছিল ৭০-৭৫ টাকা।হালিতে ডিমের দাম দুই টাকা কমেছে। আগের সপ্তাহে দাম ছিল হালি ২৮-৩০ টাকা, গতকাল ছিল ২৬-২৮ টাকা। |
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা। সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যান রাজধানীর মালিবাগ থেকে ভ্রমণে আসা কলেজছাত্র সাজ্জাদুল। এ সময় সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে পাঁচ মিনিটের মধ্যে সাজ্জাদুলকে উদ্ধার করেন কয়েকজন ডুবুরি। তবে এ ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ভয়ে অনেকে সাগর থেকে উঠে আসেন।রাজধানীর শেওড়াপাড়া থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী নজিবুল বাশার (৪৪) বলেন, সৈকতে পর্যটকদের জন্য নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ।চট্টগ্রামের গৃহবধূ সায়লা পারভীন (৪৫) বলেন, এই সৈকত দেখে মন ভরে যায়। কিন্তু ঝুঁকির কারণে সৈকতে নিরাপদে গোসল করা যাচ্ছে না। এই সৈকত ইজারা দিয়ে বছরে কোটি টাকা আয় হলেও কয়েক লাখ টাকা ব্যয়ে সমুদ্রের নির্দিষ্ট এলাকা লোহার জাল দিয়ে ঘিরে নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না।ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, এখনো সমুদ্রে নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত করা যায়নি। তিনি বলেন, সৈকতে গোসল করতে নেমে গত ১১ বছরে ৮৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে উদ্ধার করা হয়েছে এক হাজার ২৫০ জন পর্যটককে।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ২০১১ সালের ২৯ আগস্ট সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে মারা যান সংগীতশিল্পী আবিদ শাহরিয়ারসহ মাত্রার তিন কর্মকর্তা। এরপর বিভিন্ন সংগঠন দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থাসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়িত হয়নি।সৈকত ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, নিরাপদ গোসলের ব্যবস্থা চালুর চেষ্টা চলছে। পর্যটকদের সচেতন করতে প্রশাসন নানা পদক্ষেপ হাতে নিয়েছে।সরকার মুখে সংলাপের কথা বললেও তাদের ‘অন্তর্গত স্বচ্ছতা’ নিয়ে সন্দিহান প্রধান বিরোধী দল বিএনপি।গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি মনে করে, সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। কিন্তু নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসতে হবে। অন্যথায় সরকারের আলোচনার আহ্বান বিশ্বাসযোগ্য হবে না।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম ১১ ঘণ্টার মাথায় গতকাল সংবাদ সম্মেলনে হরতাল পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, সংলাপের কথা বললেও সরকার বিরোধী দলকে দমনে এখনো আগের মতই দুুর্বিনীত ও অপরিণামদর্শী আচরণ করছে। হরতালের প্রথম ১১ ঘণ্টায় সারা দেশে তাঁদের তিনজন নেতা-কর্মী নিহত এবং দেড় হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।হরতালের আগের দিন বিভিন্ন সরকারি স্থাপনা, বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি ও গণমাধ্যম কার্যালয়ে ককটেল হামলার জন্য ‘সরকারি এজেন্টদের’ দায়ী করেন মির্জা ফখরুল। তাঁর দাবি, ১৮ দলের গণতান্ত্রিক আন্দোলন ধংস করতে সরকারি এজেন্টরা এসব কাজ করছে। এ কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানান।প্রধানমন্ত্রীকে ধন্যবাদ: গতকাল সকালে দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। অনেক দেরিতে হলেও টেলিফোন করার ফলে মনে করি, আলোচনা শুরু হতে পারে। আমাদের কর্মসূচি শেষ করে অর্থাৎ ২৯ তারিখের পর যেকোনো সময় এই সংলাপ হতে পারে। আমরা অত্যন্ত আশাবাদী এ সংলাপটি হয়তো হবে।’ তিনি বলেন, সংলাপর উদ্যোগ সরকারকে নিতে হবে। বিএনপির দাবি স্পষ্ট। নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আলোচনা হতে হবে।হরতাল প্রত্যাহার করা হবে কি না—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যে সময়ে ফোন করা হয়েছে, সে সময়টা ছিল অত্যন্ত স্বল্প। আমাদের পক্ষে সম্ভব ছিল না যাঁরা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার। এটাকে অজুহাত হিসেবে দেখানোটা সঠিক হবে বলে আমি মনে করি না।’আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীন গত শুক্রবার সকালে চিকিৎসার জন্য দিল্লি গেছেন। তাঁর কোমরের হাড় ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর সঙ্গে আছেন মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি। মায়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ৪৮ প্রার্থীর আয় গড়ে ৫৮২ শতাংশ বেড়েছে। তাঁদের মধ্যে ডেপুটি স্পিকারের ৪৪৩৫ শতাংশ; সংসদ উপনেতা, চিফ হুইপ ও হুইপদের আয় বেড়েছে গড়ে ৩০৭১ শতাংশ। মন্ত্রীদের ২৪৩ শতাংশ ও প্রতিমন্ত্রীদের ৪৬৪ শতাংশ আয় বেড়েছে। প্রধানমন্ত্রীর আয় বেড়েছে ১৩৬ শতাংশ।এই ৪৮ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন এসব তথ্য তুলে ধরে।সংবাদ সম্মেলনে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসব ব্যক্তির অনেকেই সংবিধান লঙ্ঘন করে ব্যবসা-বাণিজ্য করেছেন। সংবিধান লঙ্ঘন করার অপরাধে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা যেতে পারে।সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, মহাজোট সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ, হুইপের দায়িত্ব পালনকারীদের যাঁরা দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের ২০০৮ ও ২০১৩ সালে দেওয়া হলফনামার তথ্যের ভিত্তিতে আয়, সম্পদ, দায়দেনা, আয়কর-সংক্রান্ত তথ্য এবং পারিবারিক ব্যয়ের তথ্য সুজন বিশ্লেষণ করেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য ও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য তাঁরা বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, ‘আমরা এ কথা হলফ করে বলতে পারি, নিশ্চয়ই অনেকের অনেক তথ্য আমাদের বিস্মিত করেছে।’সুজনের বিশ্লেষণে দেখা যায়, ২০০৮ সালের তুলনায় ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয় বেড়েছে ১৩৬ শতাংশ। একে সুজন অস্বাভাবিক মনে করে কি না, এ প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন,—‘এ আয় স্বাভাবিক না অস্বাভাবিক, এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আমরা শুধু তথ্য তুলে ধরেছি।’আয় হ্রাস-বৃদ্ধি: সুজনের বিশ্লেষণে দেখা যায়, আয় সবচেয়ে বেড়েছে হুইপ নূর-ই-আলম চৌধুরীর। ২০০৮ সালে তাঁর আয় ছিল চার লাখ ৪৮ হাজার টাকা। তাঁর ওপর নির্ভরশীলদের কোনো আয় ছিল না। ২০১৩ সালে তাঁর নিজের ও নির্ভরশীলদের মোট আয় ১৪ কোটি ৮২ লাখ ২০ হাজার ৮৮৭ টাকা। অর্থাৎ, আয় বেড়েছে ৩২ হাজার ৯৮৫ শতাংশ। এ সময়ে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের আয় বেড়েছে ৮৪২২ শতাংশ, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের ৮০০৭ শতাংশ, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের ২০৩৬ শতাংশ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিনের ২৪৮০ শতাংশ।তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও হুইপ আ স ম ফিরোজের আয় কমেছে। বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের ২০১৩ সালের আয় দেখানো হয়নি। সুজন বলেছে, বিষয়টি বোধগম্য নয়।সম্পদের হ্রাস-বৃদ্ধি: বিশ্লেষণ অনুযায়ী, পাঁচ বছরে এই ৪৮ জনের সম্পদ বেড়েছে গড়ে ৩৬৩ শতাংশ। মন্ত্রীদের ২৪৭ শতাংশ, প্রতিমন্ত্রীদের ৪৫৯ শতাংশ এবং সংসদ উপনেতা, চিপ হুইপ ও হুইপদের সম্পদ বেড়েছে ১৬৮৯ শতাংশ। এ সময়ে প্রধানমন্ত্রীর সম্পদ বেড়েছে ৪৬ শতাংশ। ডেপুটি স্পিকার শওকত আলীর সম্পদ বেড়েছে ২৩৮ শতাংশ।সুজন বলেছে, পাঁচ বছরে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ১০ হাজার ৯৯৭ শতাংশ সম্পদ বেড়েছে। এর পরের অবস্থানে আছেন নূর-ই-আলম চৌধুরী, ৬৪২৪ শতাংশ। হাছান মাহমুদের ৩৮৯২, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ১৯৬৯, হুইপ মির্জা আজমের ১৪১৪, মোহম্মদ মাহবুবুর রহমানের ১২৬৩ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ১১৩৫ শতাংশ সম্পদ বেড়েছে।পাঁচ বছরে কোটি টাকার ওপর সম্পদ বেড়েছে এমন ব্যক্তিদের মধ্যে আছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, নৌমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আবদুস শহীদ ও হুইপ সেগুফতা ইয়াসমিন।তবে ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ২০০৮ সালের হলফনামায় চারটি ফ্ল্যাটের মূল্য উল্লেখ করলেও এবার করেননি।প্রার্থীদের দায়দেনা: সুজন বলেছে, এই প্রার্থীদের অর্ধেকই ঋণগ্রহীতা। তাঁদের মধ্যে আ স ম ফিরোজ ২১ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার ২১৩ টাকা, মির্জা আজম ১১ কোটি টাকা, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক নয় কোটি ১০ লাখ ৫৫ হাজার টাকা, মহীউদ্দীন খান আলমগীর আট কোটি ৯৫ লাখ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আড়াই কোটি টাকা, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম দুই কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৫২ টাকা, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের এক কোটি টাকার দেনা আছে। এই ৪৮ জনের মধ্যে ১০ জন ঋণগ্রহীতা নন।সম্পদের পরিমাণ: সুজন বলেছে, এই ৪৮ জনের মধ্যে বেশি সম্পদের মালিক নূর-ই-আলম চৌধুরী। তাঁর সম্পদের পরিমাণ ৪১ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৩৭ টাকার। ১০ কোটি টাকার অধিক সম্পদ আছে তাঁদের তালিকায় আছেন আ ফ ম রুহুল হক (১৫ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার ১৪৬ টাকা), হাছান মাহমুদ (১৫ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৮৭০ টাকা), দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত (১১ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৩৫৮ টাকা), প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন (১০ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫০৮ টাকা), মহীউদ্দীন খান আলমগীর (১০ কোটি ৮ লাখ ৮৬ হাজার ৭৭৬ টাকা)।সুজন বলেছে, আব্দুর রাজ্জাক, এ বি তাজুল ইসলাম ও আ স ম ফিরোজের সম্পদের চেয়ে দায়দেনা বেশি।এ সময়ে প্রধানমন্ত্রীর নিট সম্পদ ৯০ শতাংশ কমেছে।আয়কর: প্রার্থীদের প্রায় সবাই আয়করের আওতামুক্ত হলেও ১২ প্রার্থীর আয়করের কাগজপত্র সুজন পায়নি। এই ৪৮ জনের মধ্যে বেশি আয়কর দিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন (৩০ লাখ ৮১ হাজার ১৬৭ টাকা), রুহুল হক (১২ লাখ ১৯ হাজার ৫২১ টাকা), মহীউদ্দীন খান আলমগীর (৯ লাখ ৪৯ হাজার ৭২৭ টাকা) ও মো. আবদুল হাই (৯ লাখ ১৩ হাজার ৫৫১ টাকা)।সংবাদ সম্মেলনে শাহদীন মালিক বলেন, এসব ব্যক্তিকে রাষ্ট্র বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়। সংবিধানে আছে, তাঁরা ব্যবসা করতে পারবেন না বা কোনো প্রতিষ্ঠান থেকে লাভ নিতে পারবেন না। তাঁদের কেউ কেউ সেই ধরনের আয় করে সংবিধান লঙ্ঘন করেছেন।সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন লঙ্ঘন যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো প্রতিষ্ঠান আছে। দুদক ব্যবস্থা না নিলে ‘জনস্বার্থ’ মামলা করার সুযোগ আছে। |
‘পোশাকশ্রমিক নেতারা দুষলেন নৌমন্ত্রীকে’ শিরোনামে প্রথম আলোতে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে হা-মীম গ্রুপ। এতে বলা হয়, ১২০ জনকে ছাঁটাই করার যে তথ্য প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। হা-মীম গ্রুপ থেকে কাউকে ছাঁটাই করা হয়নি। এ ছাড়া গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যসচিব বদরুদ্দোজা নিজামের সই করা পৃথক প্রতিবাদে প্রকাশিত সংবাদকে অনুমাননির্ভর বলে দাবি করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: গত বুধবার শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত শ্রমিকনেতাদের বক্তব্যের ভিত্তিতেই প্রতিবেদনটি লেখা হয়েছে। প্রতিবেদক নিজে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।বহিরাগত সন্ত্রাসী দিয়ে শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদ ও নিয়োগ-বাণিজ্য বন্ধের দাবিতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেছেন বিএনপিপন্থী শিক্ষকেরা।তবে সেশনজটের আশঙ্কায় ক্লাস-পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বৃহস্পতিবার বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেন বিএনপিপন্থী শিক্ষকেরা। শুক্রবার রাতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আওয়ামীপন্থী শিক্ষকেরা কিছু কিছু ক্লাস-পরীক্ষা নিয়েছেন।এদিকে সেশনজটের আশঙ্কায় ক্লাস ও পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বেলা সাড়ে ১১টায় মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপিপন্থী শিক্ষকদের ক্লাস-পরীক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়। সোনালি দলের সভাপতি মো. ইদ্রিস মিয়া বলেন, দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে।প্রিমিয়ার লিগের অলিখিত ‘ফাইনাল’ই হয়ে গেছে গাজী ট্যাংক-প্রাইম দোলেশ্বরের ম্যাচটা। তবে এই ‘ফাইনালে’র জন্য অপেক্ষা বাড়িয়ে দিল দেশজুড়ে চলা ৪৮ ঘণ্টার অবরোধ। আজকের পরিবর্তে ম্যাচটি হবে আগামীকাল। ভেন্যু অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামই।শেষ রাউন্ডের বাকি দুটি ম্যাচও হচ্ছে একই দিনে। ফতুল্লা স্টেডিয়ামে হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-মোহামেডানের ম্যাচটি। আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটি হবে বিকেএসপিতে।মিরপুরের ‘ফাইনালে’ যে দল জিতবে, তারাই হবে এবারের লিগের চ্যাম্পিয়ন। হারলে অবশ্য রানার্সআপ হওয়ারও নিশ্চয়তা নেই। সেটি নির্ভর করবে বাকি দুই ম্যাচের ফলের ওপর।সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে আনোয়ার হোসেন ওরফে মিন্টু (২৬) নামে এক চালককে অটোরিকশাসহ অপহরণের ছয় দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ।জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার বিএমএ গেট এলাকায় অটোরিকশা চালাত ভাটিয়ারি ইমামনগরের মৌলভী হোসেন আহমদের ছেলে আনোয়ার। রোববার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত তিন যাত্রীকে নিয়ে ভাটিয়ারীতে যাওয়ার সময় যাত্রীবেশে অপহরণকারীরা অটোরিকশাসহ তাঁকে অপহরণ করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, ‘মামলা করার পর তাঁর ব্যক্তিগত মুঠোফোনের কললিস্ট চাওয়া হয়েছে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির কাছে। সেটি হাতে পেলে কার্যক্রম শুরু করব। আশা করি, কাল (শনিবার) কাজ শুরু করতে পারব।’ |
নোয়াখালীতে সার্কভুক্ত দেশসমূহের যুব প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জলবায়ু-কৃষি-পানিবিষয়ক দক্ষিণ এশীয় যুব ক্যাম্প।গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী জিলা স্কুলে ৫০টি গাছের চারা রোপণের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করা হয়। এরপর নোয়াখালী পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সবুজ পৃথিবী গড়তে কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন।প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তরুণদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), হিউম্যানিটিওয়াচ, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও অনলাইন নলেজ সোসাইটির (ওকেএস) যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ইউসিবি ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে দ্বিতীয় ওয়ানডের টিকিট বিক্রি হবে ৩০ অক্টোবর। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, প্রথম ওয়ানডের টিকিটের জন্য তুলকালাম কাণ্ড ঘটে গেছে নারায়ণগঞ্জে। টিকিট না পেয়ে ইউসিবির নারায়ণগঞ্জের চাষাঢ়া শাখার সামনে কাল বিক্ষোভ করেছে উত্তেজিত দর্শক। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডাও হয় তাদের। অবস্থা বেগতিক দেখে ব্যাংকে প্রবেশের প্রধান ফটক আটকে দেওয়া হয়।নারায়ণগঞ্জ ও ঢাকার ওয়ানডে ম্যাচের টিকিট পাওয়া যাবে নারায়ণগঞ্জ ইউসিবি ব্যাংকে—গণমাধ্যমের এমন সংবাদ কয়েক শ টিকিটপ্রত্যাশী দর্শকের লম্বা লাইন ফেলে দেয় চাষাঢ়া শাখার সামনে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সকাল সাড়ে নয়টায় নোটিশ টাঙিয়ে জানিয়ে দেয়, ঢাকার ম্যাচের টিকিট তাদের কাছে আসেনি। তাঁরা জানান, ৩ নভেম্বরের নারায়ণগঞ্জের ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ নভেম্বর থেকে। এ কথা শুনে উত্তেজিত হয়ে বিক্ষোভ করে দর্শকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বগুড়া শহরের উপকণ্ঠ বনানী বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী (২৮) নিহত হয়েছেন। এ সময় চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২৫ জন। প্রতিবাদে আজ বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৮ দল।এদিকে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের শেল লাগার পর পুকুরের পানিতে ডুবে সাকমান হোসেন (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহত সাকমান সদরের মাছুয়াকান্দি গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই বগুড়া-ঢাকা মহাসড়কের লিচুতলা থেকে শহরের প্রবেশপথ বনানী মোড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিরোধী দলের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে লিচুতলা থেকে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের নেতৃত্বে অবরোধকারীদের একটি মিছিল বনানী বাসস্ট্যান্ডের দিকে আসতে থাকে। এ সময় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর মিছিল থেকে ককটেল হামলা চালানো হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে পুলিশের দিকে এগোনোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়েন। এরপর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা বেশ কয়েকটি গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই যুবদলের নেতা ইউসুফ আলী নিহত হন। ইউসুফ পৌর এলাকার নিশ্চিন্তপুরের মুকুল হোসেনের ছেলে। সংঘর্ষে আরও চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কে পৌর এলাকার জগাইমোড়ে বিএনপির নেতা-কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর কায়েমকে আটক করে। এরপর বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এতে পথচারী সাকমানসহ ১০ জন আহত হন। একপর্যায়ে সাকমানের বুকে কাঁদানে গ্যাসের শেল লাগে। এ সময় তিনি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলতি বছর সাত হাজার একর জমিতে তামাকখেত করা হয়েছে। দেড় দশক ধরে চকরিয়ায় তামাকের আগ্রাসন শুরু হয়। অভিযোগ উঠেছে, প্রশাসনের নজরদারি না থাকায় তামাকের এ আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়নের সাত হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে।কাকারা ইউনিয়নের শাকের মোহামঞ্চদ চর গ্রামের কৃষক জয়নাল আবেদীন (৩৮) বলেন, তামাক চাষ-অধ্যুষিত এলাকায় কোনো জমির মালিক সবজি ও ধান চাষের জন্য জমি বর্গা দেন না। কারণ, সবজি ও ধান চাষের জন্য ৪০ শতক জমি এক বছরের জন্য বর্গা দিলে জমির মালিক পান ১২ থেকে ১৩ হাজার টাকা। আর একই জমি তামাক চাষের জন্য বর্গা দিলে পান ২৫ থেকে ৩০ হাজার টাকা।এ জন্য জমির মালিকেরা তামাকচাষিদের জমির বর্গা দিতে পছন্দ করেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক বলেন, চকরিয়া উপজেলায় গত বছর প্রায় পাঁচ হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে। চলতি বছর আরও দুই হাজার একর বেড়ে সাত হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে। কৃষকেরা তামাক চাষ পরিবেশের জন্য ক্ষতিকারক জেনেও টোব্যাকো কোম্পানিগুলোর ঋণের জালে আটকা পড়ে এ চাষে বাধ্য হচ্ছেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, তামাক চাষ বন্ধে প্রশাসন কৃষকদের সচেতন করতে বিভিন্ন সভা-সেমিনার করছে। তবে তিনি গত বছরের চেয়ে চলতি বছর তামাক চাষ কম হয়েছে বলে দাবি করেন। |
এই ছিল থিবো উতার কপালে! চোখের সামনে নিজের স্ত্রী বিভিন্ন লোকের সঙ্গে পরকীয়া করে বেড়াচ্ছে, এত দিন এটাই ছিল বেচারার কষ্ট। এবার সেই বউয়ের হাতে পিটুনিই খেলেন ফ্রান্সের এই ইকোয়েস্ট্রিয়ান। শুধু বউয়ের পিটুনি খেলেই হতো, শাশুড়ির হাতেও উত্তম-মধ্যম খেয়েছেন। আর শাশুড়ির বন্ধু তো রীতিমতো ডিভিডি প্লেয়ার ভেঙেছেন তাঁর মাথায়। উতার স্ত্রী আবার যেনতেন কেউ নন, মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর মার্টিনা হিঙ্গিস। গত সোমবার মারধরের পর পাসপোর্ট ও ক্রেডিট কার্ড রেখে হিঙ্গিস-উতার যৌথ মালিকানার অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয় উতাকে। বেচারা দাবি করেছেন, মেয়েদের ওপরে হাত তোলায় বিশ্বাসী নন বলেই সেদিন পাল্টা কিছু করেননি। পরশু সুইডিশ ওয়েবসাইট ব্লিক ফাঁস করেছে এই চাঞ্চল্যকর খবর। ওয়েবসাইট।কার্লো আনচেলত্তির ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। যেনতেন ম্যাচ তো নয়, এ যে এল ক্লাসিকো! এ রকম ম্যাচে রেফারির ভুলের শিকার কে হতে চায়?রিয়াল মাদ্রিদ হয়েছে। ৭১ মিনিটে হাভিয়ের মাচেরানো বক্সের মধ্যে যে ফাউলটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, সেটাতে পেনাল্টি না দেওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু রোনালদোর আবেদনে সাড়া দেননি স্প্যানিশ রেফারি আলবার্তো উদিয়ানো। ম্যাচ শেষে তাই তাঁর ওপর ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ, ‘আমার কাছে তো এটা পরিষ্কার পেনাল্টি মনে হয়েছে। মাঠের সবাই স্পষ্ট দেখেছে, দেখেননি শুধু রেফারি।’ পরে ক্যানাল প্লাস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কোচের সঙ্গে সুর মিলিয়েছেন রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসও, ‘কিছু কিছু জিনিসের সঙ্গে তো লড়াই করা যায় না। প্রথমার্ধে ওদের হ্যান্ডবলের জন্য আমরা পেনাল্টি পেতে পারতাম, দ্বিতীয়ার্ধে রোনালদোর ঘটনায় তো নিশ্চিত পেনাল্টি ছিল।’না পাওয়া এই পেনাল্টি, আর এর পরের মিনিটেই করিম বেনজেমার শট বারে লেগে ফিরে আসা—এই দুটি ব্যাপার রিয়ালের পক্ষে গেলেই বদলে যেত ম্যাচের ফল। ২-১ গোলে জয় পাওয়া বার্সেলোনার বদলে শেষ হাসিটা হাসতে পারত রিয়াল মাদ্রিদ।সেটা হয়নি বলে রিয়াল আক্ষেপ করতেই পারে। তবে এই আক্ষেপ একেবারেই অকারণ বলে মনে করছেন বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুসকেটস, ‘রিয়াল রেফারির ভুলের জন্য কান্নাকাটি করছে! আসলে ওরা সব সময় অজুহাত খোঁজে। সবচেয়ে সোজা হচ্ছে রেফারির ওপর দোষ চাপিয়ে দেওয়া। ওদের এ রকম অভিযোগের কোনো কারণ নেই।’ছাত্রের মতো এ রকম তির্যক জবাব দেননি বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো। বিতর্কিত এই বিষয়টা এড়িয়ে গিয়ে তিনি বরং মেতে ছিলেন তাঁর দলের খেলোয়াড়দের প্রশংসায়। প্রশংসার বেশির ভাগটাই ম্যাচে বার্সেলোনার সেরা খেলোয়াড় নেইমারের জন্য, ‘ও দারুণ খেলেছে। ক্লাসিকোতে গোল করা তো বিশাল ব্যাপার।’ তবে বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের কাছে যে প্রত্যাশা আরও অনেক বেশি, সেটাও জানিয়ে দিতে ভোলেননি মার্টিনো, ‘ও খুব ভালো খেলেছে। তবে আমি তাঁকে আরও ভালো খেলতে দেখেছি। ওর সামর্থ্য আরও বেশি।’ক্লাসিকো অভিষেকেই গোল করেছেন। অবদান রেখেছেন অ্যালেক্সিস সানচেজের দ্বিতীয় গোলেও। তবে সবার উচ্ছ্বসিত প্রশংসার পরও পা মাটিতেই রাখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘এ রকম ম্যাচে গোল করতে পেরে আমি আনন্দিত। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের ৩ পয়েন্ট।’ দলের জয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছেন অসাধারণ ফিনিশিংয়ে বার্সেলোনার দ্বিতীয় গোলটা করা সানচেজও, ‘এই জয়েই যে শিরোপা নির্ধারিত হয়ে গেছে এমন নয়। এখনো অনেক পথ বাকি। তবে আমরা এ রকম ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছি এটাই গুরুত্বপূর্ণ।’চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ৩ পয়েন্ট পেয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখাটা নিশ্চিত করেছে বার্সেলোনা। ১০ ম্যাচে কাতালানদের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে ৩ নম্বরে। যার অর্থ, ৯ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ কাল রাতে রিয়াল বেটিসের সঙ্গে খেলতে নেমেছিল দ্বিতীয় স্থান নিয়ে নিঃসংশয় হয়েই। এএফপি।লা লিগার শীর্ষ পাঁচ ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্টবার্সেলোনা ১০ ৯ ১ ০ ৩০/৭ ২৮অ্যাটলেটিকো ৯ ৮ ০ ১ ২১/৭ ২৪রিয়াল মাদ্রিদ ১০ ৭ ১ ২ ২০/১১ ২২ভিয়ারিয়াল ৯ ৫ ২ ২ ১৫/৯ ১৭গেটাফে ৯ ৫ ১ ৩ ১৪/১১ ১৬* গত শনিবার পর্যন্তরাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি নিরসনে তাঁর অনানুষ্ঠানিক ভূমিকা প্রত্যাশা করেছেন ছয় বিশিষ্ট নাগরিক। জবাবে রাষ্ট্রপতি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছান ছয় নাগরিক। বৈঠক শেষে রাত পৌনে আটটার দিকে তাঁরা বেরিয়ে আসেন।বৈঠক সূত্র জানায়, নাগরিকদের সবাই দেশের বিদ্যমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে সহিংস ঘটনা এবং অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে, তা তুলে ধরেন তাঁরা।বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা আকবর আলি খান, জামিলুর রেজা চৌধুরী ও সুলতানা কামাল, আইনজীবী শাহদীন মালিক এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বঙ্গভবনের ওই বৈঠকে অংশ নেন।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিদ্যমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ছয় নাগরিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার অনুরোধ জানান। তাঁরা সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও বলেছেন তাঁরা।প্রেস সচিব আরও জানান, রাষ্ট্রপতি সুশীল সমাজের প্রতিনিধিদের এই বক্তব্য সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করবেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮-দলীয় জোটের নেতারা তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তিনি তাঁদের বক্তব্য সরকারকে অবহিত করেন এবং এর ফলে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার সূত্রপাত হয়েছে।বৈঠক থেকে বেরিয়ে আকবর আলি খান সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে আসার উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতির কাছে আমাদের এবং জাতির উদ্বেগ ও উৎকণ্ঠা নিবেদন করা। আমরা তাঁর কাছে নিবেদন করেছি, দেশে বর্তমানে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি চলছে, তা দেশের জন্য অশনিসংকেত। আমরা সবাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।’এক প্রশ্নের জবাবে আকবর আলি খান বলেন, সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও সংকট নিরসনে রাষ্ট্রপতি সচেষ্ট আছেন এবং থাকবেন বলে তাঁদের জানিয়েছেন। কোনো অনুরোধ বা প্রস্তাব দিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কোনো সুনির্দিষ্ট সুপারিশ ছিল না।’নির্বাচনের তফসিল স্থগিতের কথা বলেছেন কি না—জানতে চাইলে আকবর আলি খান ‘না’ সূচক জবাব দেন। তবে তিনি বলেন, প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। উদ্বেগ-উৎকণ্ঠার প্রসঙ্গগুলো সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন সংঘাতপূর্ণ পরিবেশে হতে যাচ্ছে। বর্তমানে যে ধরনের অবরোধ, হরতাল চলছে তা উদ্বেগজনক। বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও উৎকণ্ঠা রয়েছে। আমরা এ বিষয়গুলো তাঁকে বলেছি।’সংকট নিরসনে রাষ্ট্রপতি কী করতে পারেন, এমন প্রশ্নের জবাবে আকবর আলি বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারেন না। অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা বলে সংশ্লিষ্টদের বোঝানোর চেষ্টা করতে পারেন, অভিভাবকেরা যেমনটি করেন। সাংবিধানিক সীমাবদ্ধতা আছে জেনেও কেন রাষ্ট্রপতির কাছে গেলেন—জবাবে আকবর আলি বলেন, ‘আর কোথাও তো যাওয়ার নাই। আসতে হলে এখানেই আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘এটা মনে রাখতে হবে যে, সমাধান শুধু রাষ্ট্রপতির কাছে নয়। এ ব্যাপারে প্রধান জোটগুলোরও ভূমিকা রয়েছে। তবে রাষ্ট্রপতির যে প্রচেষ্টা, সেটা অব্যাহত রাখলে হয়তো আমরা কিছু ফল পেতেও পারি।’প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেত্রীর কাছে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আকবর আলি বলেন, এ ধরনের কোনো চিন্তা নেই। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী রাজনৈতিক প্রতিপক্ষ। কাজেই প্রতিপক্ষের কাছে আলাপ করে সমাধান সম্ভব নয়।ড. কামাল হোসেন বলেন, ‘এর আগে ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ বিভিন্ন সংকট থেকে উত্তরণ করেছে। এবারও সেই আশা নিয়ে আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাব।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র বজায় রাখতে চায়। শান্তি চায়। সুষ্ঠু নির্বাচন চায়। এ জন্য বলছি, এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হোক।’সুলতানা কামাল বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের এখতিয়ারের মধ্যে, আমাদের ক্ষমতার মধ্যে যেটুকু করার আছে, তা আমরা পালন করে যাব। কাজ করলে নিশ্চয়ই একটা ফল পাওয়া যায়।’নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, ‘এরশাদ ওভার বাউন্ডারি মারতে গিয়ে নিজেই ক্যাচ আউট হয়েছেন। তিনি পুতুলনাচের রাজা হয়ে একেক সময় একেক ভানুমতির খেল খেলছেন।’গতকাল শুক্রবার বিকেলে গুলশানে ঢাকা মহানগর জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর আহমদ এ কথা বলেন। তিনি বলেন, ‘এরশাদ দাবি করেছেন, তিনি আটক, অথচ এই আটকাবস্থায় তিনি গলফ খেলছেন। যাঁকে খুশি দল থেকে বাদ দিচ্ছেন। আবার পদোন্নতিও দিচ্ছেন।’জাতীয় পার্টির এই নেতা এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘তিনি (এরশাদ) নাকি সৈনিক। তিনি জানেন কখন কী করতে হয়। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন আমিও একজন রাজনীতিবিদ। আমিও জানি কখন কী করতে হয়। মাটিতে পা দিয়ে জনগণের মনের ভাষা বলতে পারি।’ |
চরমোনাই পীরের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্রসংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিসহ ছয় নেতাকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই ছয়জনকে আটক করা হয়। আটক ছাত্রনেতারা হলেন শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতিআরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান, মাদ্রাসাবিষয়ক সম্পাদক এমদাদুল্লাহ, সাহিত্য সম্পাদক রহমত উল্লাহ বিন হাবিব, সদস্য শেখ মারুফ ও সিরাজুল ইসলাম।সুনামগঞ্জে নির্মাণাধীন সুরমা সেতুর জন্য জমি অধিগ্রহণের টাকা না দিয়েই দরিদ্র এক ব্যক্তিকে তাঁর ঘর অপসারণের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এক সপ্তাহের মধ্যে ঘর সরানোর নির্দেশ দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ওই ব্যক্তি।সওজ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে।সুধীর চন্দ্র দাস জানান, সেতুর সংযোগ সড়কের স্থানে বর্তমানে তাঁর এক দশমিক ২১ শতক জমি আছে। এই জমিতেই তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। সেতুর জন্য অন্য যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাঁরা সবাই টাকা পেয়েছেন। কিন্তু তাঁকে কোনো টাকা দেওয়া হয়নি। ২৩ অক্টোবর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে তাঁকে নোটিশ দিয়ে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে ঘর না সরালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুধীর চন্দ্র দাস বলেন, ‘আমি পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। আমি টাকা না পেলে জমি ছাড়ব না।’ সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী বিশ্বরঞ্জন ধর বলেন, জমি অগ্রিহণের দায়িত্বে ছিল জেলা প্রশাসন। তারাই জমির মালিকদের টাকা দিয়েছে।জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাজিব আহমদ বলেন, ‘অনেক আগেই জমি অধিগ্রহণ করা হয়েছে। তার পরও কারও কোনো সমস্যা থাকলে খোঁজ নিয়ে দেখব।’চাঁপাইনবাবগঞ্জে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) রাজশাহী সেক্টর কমান্ডারের গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে যৌথ অভিযান চলাকালে পৌর এলাকার নতুন হাটে সাধারণ মানুষকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার রাত সোয়া আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমানের গাড়িবহরে হামলা চালান শিবিরের কর্মীরা। বিজিবির ৯ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল, সাধারণ মানুষকে যেন হয়রানি করা না হয়।’স্বামী ১১ বছর ধরে শয্যাশায়ী। ছোট ছেলে সঞ্জু মিয়া চার বছর আগে ক্যানসারে মারা গেছেন। আর নাশকতার আগুনে পুড়েছেন অন্য ছেলেটি। গতকাল শুক্রবার সেই শাহজাহানও চলে গেলেন না-ফেরার দেশে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বারান্দায় বুক চাপড়ে এসব কথাই বলছিলেন শাহজাহানের মা ষাটোর্ধ্ব বুলবুল বেগম।২১ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর থানার বীর আহমদপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন পেশায় বাবুর্চি শাহজাহান (৩২)। এরপর তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল বেলা পৌনে দুইটায় তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের ৪১ ভাগ পুড়ে গিয়েছিল।স্বজনেরা জানান, ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করতেন শাহজাহান। প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি গৌরীপুরের নওহাটা যেতেন। ২১ ডিসেম্বর আরও চারজনের সঙ্গে অটোরিকশায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে আটটার দিকে অটোরিকশাটি গৌরীপুর-রামপুর সড়কের নওহাটা এলাকায় এলে তিনজন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুড়ে মারে। অন্য যাত্রীরা ও চালক বেরিয়ে যেতে পারলেও শাহজাহানের পোশাকে আগুন ধরে যায়।শাহজাহানকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হলেও সাত বছরের ছেলে হায়দার ও তিন বছরের মেয়ে শারমীনকে রেখে ঢাকায় আসতে পারেননি স্ত্রী রোখসানা বেগম। গতকাল সকালে তিনি গৌরীপুর থেকে ঢাকার উদ্দেশে বের হন। দুপুরে বাসটি যখন গাজীপুর এলাকায়, তখনই তাঁর ফোনে খবর যায় ‘শাহজাহান আর নেই’। বাসেই কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন রোখসানা। এরপর তাঁকে আবার বাড়িতে নিয়ে যান তাঁর ভাই রফিকুল ইসলাম।বুলবুল বেগম এখন চিন্তিত শাহজাহানের সন্তানদের ভরণপোষণ নিয়ে। তিনি বলতে থাকেন, পুরো পরিবারটিই শাহজাহানের আয়ে চলত। এখন আর পরিবারের হাল ধরার কেউ রইল না।মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে: বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, হরতাল-অবরোধে নাশকতার আগুনে দগ্ধ হয়ে এ পর্যন্ত ১৩২ জন চিকিৎসা নিতে বার্ন ইউনিটে এসেছেন। তাঁদের মধ্যে ২৮ জন এখনো চিকিৎসাধীন। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।এর আগে গত বুধবার রাতে মারা যান সিরাজগঞ্জে দগ্ধ ট্রাকচালক শাহিনুর রহমান। একই ঘটনায় দগ্ধ ট্রাকচালকের সহকারী মাজেদুল ইসলাম ও গাজীপুরে দগ্ধ ট্রাকচালক নজরুল ইসলাম মঙ্গলবার রাতে মারা যান।বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাংলামোটরে দগ্ধ পুলিশ কনস্টেবল ফাইজুল ইসলাম ও চট্টগ্রামে দগ্ধ সাইফুল ইসলাম। তাঁদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। |
কাজ তাঁর গোল বাঁচানো, কিন্তু ১৯৭৬ সালে হঠাৎই যেন স্ট্রাইকার বনে গেলেন ড্যানিয়েল প্যাসারেলা। রিভার প্লেটের হয়ে পুরো মৌসুম সেন্টারব্যাক হিসেবে খেলেও ২৪ গোল করে বসলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক!প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে মাহবুব উল আলম হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে এ নিয়ে আলোচনার পর গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী, এ পদ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে।দলীয় সূত্রগুলো জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় প্রার্থিতা বাছাই ও দৌলতপুর থানা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ায় হানিফের ওপর অসন্তুষ্ট হন প্রধানমন্ত্রী। এ নিয়ে ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে কুষ্টিয়া আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনার একপর্যায়ে হানিফকে বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী। এর পর থেকেই আলোচনা হচ্ছিল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ হারাচ্ছেন হানিফ।মাহবুব উল আলম হানিফ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি নিজ থেকেই সরে যাওয়ার জন্য বলেছিলাম। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত হয়েছে।’পঞ্চম রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে সোনালী ব্যাংক ও ফায়ার সার্ভিস। কাল সোনালী ব্যাংক ৪-০ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘকে, ফায়ার সার্ভিস ৩.৫-০.৫ পয়েন্টে নাইট চেসকে, সুলতানা কামাল ৩.৫-০.৫ পয়েন্টে প্রতিভা দাবা গোষ্ঠীকে, বশির মেমোরিয়াল ৪-০ পয়েন্টে ডেসটিনিকে ও ফরাশগঞ্জ ৪-০ পয়েন্টে অগ্রণী ব্যাংককে হারিয়েছে।জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেছেন, পুরোনো প্রজন্মকে এখন রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। রাজনীতিতে এখন তারেক রহমান রয়েছেন, জয় এসেছেন। তাঁদেরই উচিত রাজনীতির হাল ধরা। নতুন প্রজন্ম রাজনীতিতে এলে দেশ বদলে যাবে।গতকাল শুক্রবার সকালে রাজধানীতে একটি বেসরকারি টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রফিক-উল হক বলেন, এখন দশম সংসদের জন্য আলোচনা সম্ভব নয়। বিএনপি রাজি হলে একাদশ নির্বাচন নিয়ে কথা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই কথা বলেছেন। প্রবীণ এই শেখ হাসিনা প্রতিশ্রুতি রাখবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।রফিক-উল হক বলেন, আওয়ামী লীগ বলছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, আইনত ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচন একেবারে পেছানো যাবে না, সেটাও ঠিক নয়। যেহেতু এখনো সংসদ রয়েছে, সেহেতু সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যেও নির্বাচন করা যাবে।বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার নির্বাচনী বিতর্ক অনুষ্ঠান ডিবেট ফর ডেমোক্রেসির বিষয় ছিল ‘রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা না হওয়ার দায় কার’। এই বিতর্কে অংশ নেন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সরকারি দল ছিল প্রাইম এশিয়া ও বেসরকারি দল ছিল ইবাইস বিশ্ববিদ্যালয়। বিজয়ী হয় ইবাইস বিশ্ববিদ্যালয়। |
রাজধানীর কমলাপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে ছিনতাইকারীরা টাকা বদলে দেওয়ার ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (২৮) গুলি করে তাঁর কাছ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।লিভারপুলের মালিক জন হেনরি পুরোনো যুগের মানুষ। টুইটার ব্যবহার করেন খুব কম। সেই হেনরিই পরশু টুইট করলেন, ‘লুইস। ম্যাজিশিয়ান!’ পরশু ‘জাদুকর’ লুইস সুয়ারেজ আসলেই মুগ্ধ করার মতো খেলেছেন। ওয়েস্ট ব্রমের সঙ্গে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে যেন সরবে ঘোষণা করেছেন, এসে গেছে সেই আগের সুয়ারেজ।বিতর্কের সঙ্গে অনেক আগে থেকেই তাঁর মিতালি। ডাইভিং, বর্ণবাদী আচরণের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। সর্বশেষ গত মার্চে প্রতিপক্ষ চেলসির ডিফেন্ডার ইভানোভিচের হাত কামড়ে দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন ১০ ম্যাচের জন্য।কিন্তু যেখানে শেষ করেছিলেন, মাঠে ফিরে সেখান থেকেই আবার শুরু করলেন সুয়ারেজ। নিষেধাজ্ঞা পাওয়ার ম্যাচে চেলসির সঙ্গে গোল করেছিলেন। প্রত্যাবর্তন ম্যাচেই করলেন জোড়া গোল। কিন্তু নিজের জাতটা ভালোমতো চেনালেন পরশু।হ্যাটট্রিক করলেন দুর্দান্ত তিনটি গোলে। ‘সুয়ারেজীয়’ দৌড়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের হতভম্ব করে পেলেন প্রথম গোল। ১৮ গজ দূর থেকে বুলেট হেডে দ্বিতীয়টা। এরপর আবার সেই হেড থেকে পূর্ণ হলো হ্যাটট্রিক। পোস্ট ও গোলরক্ষক বাধা না হয়ে দাঁড়ালে সংখ্যাটা অনায়াসেই পাঁচ হতে পারত। মাত্র চার ম্যাচ খেলেই প্রিমিয়ার লিগের এখন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ (৬)।ম্যাচ শেষে কোচ ব্রেন্ডন রজার্সের প্রশংসাও আর তৃপ্তি দেবে সুয়ারেজকে, ‘অ্যানফিল্ডে এটাই ছিল তার প্রথম হ্যাটট্রিক। আপনারা তো দলের প্রতি ওর দায়বদ্ধতা দেখলেনই। সে আসলেই অক্লান্ত পরিশ্রম করছে।’ড্যানিয়েল স্টারিজের কথাও ভুলে গেলে চলবে না। লিগে সবচেয়ে বেশি গোল এই ইংলিশ স্ট্রাইকারের (৯)। পরশুও চিপে করেছেন স্মরণীয় একটি গোল। সুয়ারেজের সঙ্গে যে ১১টি ম্যাচে শুরু থেকে খেলেছেন, তাতে দুজন মিলে গোল পেয়েছেন ১৭টি! সুয়ারেজ-স্টারিজকে বিশ্বের অন্যতম ভয়ংকর জুটি এখন বলাই যায়! ‘যখন আপনি এমন দুজনকে সামনে পাবেন এবং তারা যখন এমন খেলবে, সেটা আসলেই দুর্দান্ত’—রজার্স অকৃপণ এই জুটির প্রশংসায়।অঁরি-বার্গক্যাম্পের সেই জোড়া হন্তারকের স্মৃতি কি আবার ফিরিয়ে আনবেন সুয়ারেজ-স্টারিজ? এএফপি।তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানীতে গতকাল মঙ্গলবার আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের একটি আনন্দ মিছিল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।চট্টগ্রাম আদালতে গত এক বছরে ১৭ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। এর মধ্যে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে চার স্বামীকে, স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজন, চন্দনাইশের চাঞ্চল্যকর এক বৃদ্ধাকে হত্যার দায়ে চারজন, রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে পাঁচজনকে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিধাত সারিমা রহমানকে হত্যার দায়ে প্রেমিক এস এম তোহা সৌরভকে ফাঁসির আদেশ ছিল বছরজুড়ে আদালতপাড়ায় আলোচিত।তবে দণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামির ফাঁসি কার্যকর হয়নি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। বর্তমানে সেগুলোর শুনানি চলছে। বেশির ভাগ আসামিই কারাগারে রয়েছেন।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, গত এক বছরে ফাঁসির আদেশ পাওয়া আসামিরা উচ্চ আদালতে আপিল করেছেন। এ ছাড়া কারাগারে আটক ২০ ফাঁসির আসামির কারও ফাঁসি কার্যকর হয়নি গত এক বছরে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিধাতের বাবা মিজানুর রহমান বলেন, ‘আমি আমার বুকের ধন হারিয়েছি। ওকে আর ফিরে পাব না। আসামির ফাঁসি কার্যকর দেখে গেলে শান্তি পাব।’আদালত সূত্রে জানা গেছে, বছরের শুরুতে ২৮ জানুয়ারি যৌতুকের জন্য স্ত্রী অশ্রু চৌধুরীকে হত্যার দায়ে স্বামী মুকেশ সিংয়ের উপস্থিতিতে বিচারক ফাঁসির আদেশ দেন। ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন মুকেশ।একইভাবে বাঁশখালীর পশ্চিম গন্ডামারা এলাকায় ২০০৫ সালের ১২ এপ্রিল পুকুরে ডুবিয়ে স্ত্রী লুৎফুন্নাহারকে হত্যার দায়ে স্বামী আবদুল গফুরকে ফাঁসি দিয়েছেন বিচারক গত ৭ ফেব্রুয়ারি।২০০৭ সালের ১১ মার্চ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় স্ত্রী খালেদা আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মোস্তফা ওরফে মনুকে ফাঁসির আদেশ দেন বিচারক গত ২০ ফেব্রুয়ারি। যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত গত ৩০ সেপ্টেম্বর।যৌতুকের টাকা না পেয়ে ২০০৯ সালের ১০ অক্টোবর মিরসরাই উপজেলায় স্ত্রী তাহমিনা সুলতানা ববিকে গলাটিপে হত্যা করেন স্বামী। এ ছাড়া স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত গত ১১ মার্চ। দণ্ডিত আসামিরা হলেন মিনা আক্তার, মিনার বন্ধু মো. জাহেদ ও মো. সোহেল। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর পরকীয়া সম্পর্কের কারণে স্বামী মাসুদুলকে হত্যা করা হয়।চন্দনাইশের আলোচিত বৃদ্ধ চেমন আরাকে ২০০৯ সালের ১০ নভেম্বর খুনের দায়ে চার আসামির ফাঁসির আদেশ দেন বিচারক গত ১৯ মে। চার আসামি হলেন আবু মোকাররম, শাহ আলম ও শাহ আলমের স্ত্রী জোহরা খাতুন ও শহীদুল ইসলাম।চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টার ছাত্রী মিধাত সারিমা রহমান হত্যা মামলায় একমাত্র আসামি এস এম তোহাকে (২৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত গত ১৯ মে। ২০১০ সালের ২১ অক্টোবর নগরের জিইসি মোড় এলাকায় মিধাতকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।বাঁশখালীতে ১৯৯৭ সালের ১১ এপ্রিল এক কিশোরীকে গণধর্ষণের দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত গত ৩০ জুন। রায় ঘোষণার সময় সব আসামি পলাতক ছিলেন। দণ্ডিত আসামিরা হলেন রশিদ আহমেদ, মোহাম্মদ কেনু, নাসির, কবির আহমেদ ও নূরুল আবছার।রাঙ্গুনিয়ায় এক উপজাতি তরুণীকে ২০১২ সালের ৮ জানুয়ারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আটকে রেখে গণধর্ষণের মামলায় তিন যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত গত ২৪ সেপ্টেম্বর। দণ্ডাদেশপ্রাপ্তরা হলো কামাল উদ্দিন জুয়েল, ইকবাল হোসেন ও সুমন ওরফে রবি দাশ। |
রাজশাহী নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় নির্মাণাধীন ‘এস এস টাওয়ার’ নির্মাণের শর্ত ছিল, ভবনের সামনে ১ দশমিক ৫০ মিটার এবং পেছনে ও উভয় পাশে এক মিটার করে জায়গা ছেড়ে নির্মাণকাজ করতে হবে।শর্তগুলো অমান্য করায় গত ২৩ জুন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনটির অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মাত্র পৌনে তিন কাঠা জমির ওপর আটতলার অনুমোদন নেওয়া ভবনটি এরই মধ্যে ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ভবনটিতে বুকিংয়ের জন্য সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর আরডিএ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১০ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।মাত্র পৌনে তিন কাঠা জমির ওপর নগরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই ভবনটি এরই মধ্যে সবার নজর কেড়েছে। জিরোপয়েন্ট এলাকায় এর চেয়ে উঁচু আর কোনো ভবন নেই। তার ওপর সামান্য জমির ওপর এত উঁচু ভবন নির্মাণ করার কারণে ঝুঁকির আশঙ্কা করছেন অনেকেই।আরডিএ সূত্রে জানা গেছে, সাহেব বাজার চৌরাস্তার মোড়ে রামপুর মৌজার আরএস খতিয়ানের ১১৫ নম্বর দাগে সাজ্জাদ হোসেন আটতলা ভবন নির্মাণের জন্য আরডিএ থেকে নকশা অনুমোদন করে নেন। শর্ত ছিল, ভবনের সামনে ১ দশমিক ৫০ মিটার এবং পেছনে ও উভয় পাশে এক মিটার করে জায়গা ছেড়ে নির্মাণকাজ করতে হবে। কিন্তু নির্মাণের সময় তিনি তা করেননি। পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হলে অনিয়মটি আরডিএর নজরে আসে।এরপর আরডিএ থেকে গত ২২ এপ্রিল ভবনের অননুমোদিত অংশ কেন অপসারণ করার নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ভবনের মালিক যে জবাব দেন, তা সন্তোষজনক না হওয়ায় আরডিএ থেকে ২৩ জুন অবৈধ অংশ সম্পূর্ণরূপে ভেঙে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে নির্দেশ পালন না করলে আরডিএ পুনরায় গত ৮ জুলাই তিন দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। এর পরও ভবনের মালিক তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যান। আটতলার অনুমোদন থাকলেও বর্তমানে ভবনটি ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ভবনের সামনের অংশে তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত বুকিংয়ের জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে। প্রথম তলায় তৈরি পোশাক বিক্রয়কেন্দ্র ও দ্বিতীয় তলায় শাড়ি, থ্রি-পিস ও ছেলেদের পাঞ্জাবি বিক্রির জন্য দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।জানতে চাইলে ভবনের মালিক সাজ্জাদ হোসেন দাবি করেন, আরডিএ তাঁকে ১২ তলার নকশা পাস করে দিয়েছিল। তিনি সেই নকশা অনুসরণ করেননি। তিনি ঢাকার নকশায় কাজ করেছেন। তিনি বলেন, আরডিএ তাঁকে ৩৪টি পাইলিং দিতে বলেছিল। তিনি ৫০টি পাইলিং দিয়েছেন। আরডিএ ৬৫ ফুট গভীর পর্যন্ত পাইলিং করতে বলেছিল। তিনি ৮০ ফুট গভীর করে পাইলিং করেছেন। তাঁর এই ভিতের ওপরে ২০ তলা পর্যন্ত করা যাবে।আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাশারুল কবির বলেন, ভবনের মালিক আটতলার অনুমোদন নিয়ে ১১ তলা পর্যন্ত নির্মাণ করেছেন। তিনি আরডিএর নোটিশ অমান্য করেছেন। এ কারণে ২২ সেপ্টেম্বর ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।‘বদমাশ’ ছাত্রনেতাদের আর্থিক লুটপাট ঠেকাতে সিলেটের মদনমোহন কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনলাইনে লেনদেন শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির লেনদেনে অনলাইন কার্যক্রম শুরু হলো। কলেজের প্রশাসন বিভাগ জানায়, ২২ অক্টোবর অনলাইনে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়। এ ভর্তি কার্যক্রম চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এ ক্ষেত্রে টেলিটকের ‘এসএমএস ট্রানজেকশন’ পদ্ধতিতে আর্থিক লেনদেন করা হচ্ছে।কলেজ সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর কলেজ পরিচালনা পর্ষদের সভায় ২৭ অক্টোবরের মধ্যে ভর্তিতে অনলাইন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্থানীয় সাংসদ হিসেবে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি। ২৪ সেপ্টেম্বর তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণের টাকা থেকে প্রায় ৭০ লাখ টাকা লোপটের তথ্য প্রকাশ পায়। ক্ষুব্ধ অর্থমন্ত্রী সভা শেষে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের টাকা লুটপাটকারীদের ‘বদমাশ ছাত্রনেতা’ বলে অভিহিত করেছিলেন। লুটপাট ঠেকাতে ২৭ অক্টোবরের মধ্যে যাবতীয় আর্থিক লেনদেন অনলাইনে করার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের পাঁচ দিন আগে থেকেই অনলাইনে লেনদেন শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।রাজশাহীতে পুলিশের ছোড়া রাবার বুলেটে এক কিশোর ও জয়পুরহাটে দুর্বৃত্তদের ককটেলে পুলিশের এক সদস্যের চোখ নষ্ট হয়ে গেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার এ দুটি ঘটনা ঘটে। এ ছাড়া আহত হয়েছে আরও দুই তরুণ।রাজশাহীতে চোখ হারানো কিশোরের নাম ইসহাক আলী। সে নগরের বরেন্দ্র কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র এবং নগরের হড়গ্রাম শেখপাড়ার নাসিম উদ্দিনের ছেলে। ওই কিশোরের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, প্রতিদিনের মতো গতকাল সকালেও বন্ধুর সাইকেলের পেছনে চড়ে রাজশাহী কলেজ মাঠে ক্রিকেট অনুশীলনে যাচ্ছিল ইসহাক। সাইকেলটি কলেজের রাস্তায় ওঠামাত্র একটি রাবার বুলেট এসে তার পিঠে লাগে। পেছন ফিরে তাকাতেই আরেকটি বুলেট এসে লাগে তার বাঁ চোখে। বন্ধুরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।গতকাল দুপুরে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, ইসহাকের বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা। পরিবারের সদস্যরা জানান, সকালে এখানে আনা হলেও চোখ থেকে এখনো গুলি বের করা হয়নি। বিকেলের দিকে ইসমাইল জানান, বেলা দেড়টার দিকে তাঁরা রোগী নিয়ে ঢাকায় যাচ্ছেন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, ইসহাকের চোখটি নষ্ট হয়ে গেছে।বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, রাজশাহী কলেজের কাছে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। কারও চোখে লেগেছে কি না, তা তাঁর জানা নেই।এদিকে সোমবার জয়পুরহাট শহরের তিনটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়। শহরের সদর রাস্তার বাটামোড়ে ককটেলে কর্তব্যরত জয়পুরহাট পুলিশের নায়েক দুলু মিয়ার (৪০) ডান চোখ নষ্ট হয়ে গেছে। গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে জয়পুরহাট হাসপাতালে ও পরে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ককটেলের আঘাতে নায়েক দুলু মিয়ার ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।খাগড়াছড়ির দীঘিনালায় চোলাই মদ পাচারকালে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। পরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে থানাপাড়া এলাকার জাকিয়া বেগমকে (২৮) পাঁচ লিটার চোলাই মদসহ আটক করা হয়। |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফর করে গেছেন ১৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে সিলেটের বিভিন্ন বিলবোর্ড দখল করে প্রচার করা হয় ‘সরকারের সাফল্য’। এবার সেই সব বিলবোর্ড ঢেকে যাচ্ছে ‘ইলিয়াসকে ফিরিয়ে দাও...’ দাবিসহ বিএনপির সমাবেশের প্রচারণায়।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ অক্টোবর সিলেটে আসছেন। তাঁর সফর সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরের চৌহাট্টা এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড সাঁটানো শুরু করেছে বিএনপি।বিএনপি সূত্র জানায়, ৫ অক্টোবর সিলেটের চৌহাট্টা মোড়সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে ১৮-দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া। তাঁর এ সমাবেশকে উপলক্ষ করে ওই এলাকায় সবচেয়ে বেশি বিলবোর্ড, ব্যানার, তোরণ ও ফেস্টুন সাঁটানো হয়েছে।সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে ওই সব প্রচারণা শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন। বিএনপির জাতীয় পর্যায় থেকে স্থানীয় নেতা-কর্মীদের অভিযোগ, ইলিয়াসকে সরকারই ‘গুম’ করে রেখেছে। তাঁর সন্ধান দাবিতে সিলেটে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ গঠন করে প্রায় দেড় বছর ধরে আন্দোলন চালানো হচ্ছে। গতকাল সরেজমিনে দেখা যায়, চৌহাট্টা থেকে ভিআইপি সড়কের মুখে একটি বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ড ছিল। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে সেখানে ওই বিলবোর্ডে সাঁটানো হয়েছিল ‘সরকারের সাফল্যের’ চিত্র। গতকাল সকাল থেকে ওই বিলবোর্ডে শোভা পাচ্ছে বিএনপির প্রচারণা। বিরাট আকারের ওই বিলবোর্ডে ইলিয়াস আলীর ছবির সঙ্গে বড় করে লেখা, ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও...’। এর সঙ্গে ছোট করে আছে বিএনপির স্থানীয় নেতাদের ছবি।এ ছাড়া একাধিক বিলবোর্ড ব্যানারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামানকে ‘বিএনপির দুর্দিনের কান্ডারি’ উল্লেখ করে ইলিয়াসের সঙ্গে তাঁর ছবিও সংযুক্ত করা হয়েছে।জানতে চাইলে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর এই প্রথম খালেদা জিয়া সিলেটে আসছেন। তাই প্রচারণায় ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার দাবিটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে।’প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে ‘উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতা দরকার’ স্লোগানে বিলবোর্ডগুলোতে বিভিন্ন খাতে সরকারের অর্জনের বর্ণনা দেওয়া হয়েছিল।ওই সব বিলবোর্ড জনস্বার্থমূলক ছিল দাবি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সেটা ছিল সরকারি উন্নয়ন প্রচারণা। এ প্রচারণায় জাতীয় স্বার্থ ছিল। জাতীয় স্বার্থের প্রচার ঢেকে যদি দলীয় কিংবা নেতার প্রচারণা শোভা পায়, তাহলে সাধারণ মানুষও ক্ষুব্ধ হবে। এ থেকে সংঘাত পরিস্থিতি সৃষ্টিরও আশঙ্কা থাকে।’এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন বলেন, ‘বিলবোর্ডের ওপর বিলবোর্ড সাঁটানোর শিক্ষাটা তো আওয়ামী লীগই দিয়েছে। এর পরও বিষয়টি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করব।’ সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এসব প্রচারণার দুটি দিক রয়েছে—একটি সাময়িক, অন্যটি স্থায়ী। স্থায়ী হলে সে ক্ষেত্রে বৈধতা খতিয়ে দেখে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে।’ নিজের নামে বিলবোর্ড টাঙানোর বিষয়ে তিনি বলেন, হয়তো কর্মী-সমর্থকেরা সেটা করেছেন।ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংরক্ষিত নথি শাখায় গতকাল রোববার পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।আদালত সূত্র জানায়, বেলা পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা সংরক্ষিত নথি শাখায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু এর আগেই আগুনে তিন শতাধিক মামলার নথি পুড়ে যায়।ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ঘটনাস্থলে যান এবং সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত কর্মকর্তাদের মামলার রেজিস্ট্রার দেখে পুড়ে যাওয়া নথি চিহ্নিত করে সেগুলো আবার প্রস্তুত করার নির্দেশ দেন। ওই ঘটনার পর ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের আসা-যাওয়ার পথে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের শব্দে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, আদালত এলাকায় ককটেল হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতান্ত্রিক বাম মোর্চা, নাগরিক ঐক্য, জাতীয় মুক্তি কাউন্সিল ও বাসদের কেন্দ্রীয় কনভেশন প্রস্তুতি কমিটি দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছেএর মধ্যে সিপিবি গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তফসিল প্রত্যাখ্যান এবং নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তফসিলে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে পৃথক সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণাকে সরকারের একতরফা নির্বাচনের নীল নকশা বলে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। মোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা ও স্বাধীন ভূমিকা বিসর্জন দিয়েছে।নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল এক বিবৃতিতে তফসিল ঘোষণায় রাজনৈতিক অনিশ্চয়তা ও সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি ঘোষিত তফসিল স্থগিত করে সংলাপ শুরুর আহ্বান জানান।তফসিলকে ‘একতরফা নির্বাচনের ছকের’ অংশ বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।সব বাধাবিপত্তি উপেক্ষা করে কাল রোববার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সফল করতে সবাইকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কোনো কারণে তিনি যদি ওই দিন এই কর্মসূচিতে উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার পর গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংক্ষিপ্ত ভিডিও বার্তায় খালেদা জিয়া এ আহ্বান ও নির্দেশনার কথা জানান।এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিরোধী দলকে সমাবেশ করতে দেওয়া হবে না। কারণ জানতে চাইলে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দিন ঢাকায় কোনো সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য সরকার বাধা দেওয়া শুরু করেছে। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, কোনো শক্তিই ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে বাধা দিতে পারবে না। গণতন্ত্র বাঁচানোর জন্য এই কর্মসূচি অবশ্যই পালন করা হবে।খালেদা জিয়ার বিবৃতি: গতকাল ভিডিও বার্তায় খালেদা জিয়া দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি আপনাদের পাশে আছি। সব সময় পাশে থাকব। আমি পাশে থাকতে না পারলেও আপনারা এই কর্মসূচি, এই আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের বিজয় সুনিশ্চিত।’ তিনি বলেন, ‘এই বিজয়ের মাসে ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে সবাইকে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হতে অনুরোধ করছি। আশা করি, সকল প্রতিকূলতা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা এই কর্মসূচিতে শরিক হবেন।’সরকার দলীয়দের অস্ত্রের শক্তি বলবৎ রাখল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক বৈধ আগ্নেয়াস্ত্র জমাদানের সিদ্ধান্তকে সরকার স্থগিত করে গোটা জাতিকে এক ভীতিকর অবস্থার মধ্যে নিক্ষেপ করেছে। এ ধরনের ঘোষণা এটাই প্রমাণ করে যে, বিরোধী দল ও জনগণকে দমনে সরকার দলীয় বাহিনীর অস্ত্রের শক্তি বলবৎ রাখল। এতে করে বোঝা যায়, জনগণের শক্তির ওপর তাদের কোনো আস্থা নেই।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও আ. লীগের নেতারা বিরোধী দলের এই কর্মসূচি বন্ধ করার জন্য ধমকের সুরে কথা বলছেন। তাঁদের দাম্ভিকতা, সীমাহীন আস্ফাালন, অগণতান্ত্রিক আচরণ জাতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ক্ষমতায় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে ক্ষমতার দম্ভ দেখানো সহজ। কিন্তু জনগণের ‘ন্যায়সংগত’ আন্দোলনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য ছাড়া রাজনৈতিকভাবে মোকাবিলা করা তার চেয়ে অনেক কঠিন। |
তাঁকে সবাই দেখতে অভ্যস্ত সবুজ মাঠে। সেই লিওনেল মেসিকেই আজ হাজির হতে হচ্ছে আদালতে। চমকে উঠলেন? না, অন্য কিছু নয়, সেই কর ফাঁকি মামলাতেই মেসিকে আজ উঠতে হবে কাঠগড়ায়। আজ বাংলাদেশ সময় দুপুরে বার্সেলোনার গাভা শহরের আদালতে হাজিরা দিতে হবে মেসি ও তাঁর বাবা হোর্হে মেসিকে।বোমাটা ফেটেছিল গত জুনে। এত দিন যাঁকে নিষ্কলুষ জেনে এসেছে সবাই, সেই মেসি নাকি কর ফাঁকি দিয়েছেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিজের ইমেজ স্বত্বের প্রায় ৪২ কোটি টাকা নিজের আয়কর বিবরণীতে দেখাননি। স্পেনের কর বিভাগ কাতালুনিয়ার আদালতে মেসি ও তাঁর বাবার নামে মামলা করে। ব্যাপারটা আদালতে গড়ানোর পর একটা আশঙ্কার মেঘও উঁকি দিয়েছিল আকাশে। তবে কি হাজতবাস করতে হবে মেসিকে? আগস্টেই মেসিরা জরিমানাসহ প্রায় ৫২ কোটি টাকা পরিশোধ করার পর সেই শঙ্কাটা কমে যায়।মেসি অবশ্য এর আগে দাবি করেছিলেন, ব্যাপারটা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। উদ্বেগটা যে খুব একটা কাবু করতে পারেনি, সেটা তো মাঠেই দেখা গেছে। গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমটা যেন শুরু করেছেন সেখান থেকেই। সাত ম্যাচে ১০ গোল করে বুঝিয়ে দিয়েছেন, এই বিতর্ক তাঁর খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি।কিন্তু ভাবমূর্তি এমন একটা জিনিস, যেটাতে আঁচড় লাগলে দাগটা রয়ে যায় চিরদিন। মেসির জনপ্রিয়তায় ধস না হোক, তা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনাও তাই উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। কিন্তু সে রকম কিছু হয়নি। কেন? উত্তরটা দিচ্ছেন কাতালান ক্রীড়া সাংবাদিক এনরিক বানেরেস, ‘বার্সেলোনায় মেসির ভাবমূর্তিটা এতই ভালো, এ ঘটনায় তাতে প্রভাব পড়া কঠিন। তা ছাড়া কর ফাঁকি দেওয়া স্পেনে খুবই সাধারণ একটা ঘটনা, সিয়েস্তা (দুপুরের ভাতঘুম) বা পায়েল্লার (স্প্যানিশ খাবার) মতোই। আর সমর্থকেরা পারতপক্ষে তাঁদের আইডলের সমালোচনা করতে চায় না। তাঁকে ক্ষমা করে দিতে বা অন্য কারও ওপর দোষ চাপাতে পারলেই খুশি হয়।’সে ক্ষেত্রে একজনকে বলির পাঁঠা হতে হয়। সেটা হয়েছেন মেসির সাবেক এজেন্ট রডোলফো চিনোক্কা। মেসির বাবার আদালতের কাছে পাঠানো দলিল অনুসারে এই চিনোক্কাই মেসির ইমেজ-সংক্রান্ত আয়ের দিকটা দেখাশোনা করতেন। চিনোক্কা অবশ্য সেটা অস্বীকার করেছেন। তাঁর দাবি, যে সময়ের ঘটনা, এর আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন।যা-ই হোক, মেসি আদালতে দাঁড়াচ্ছেন, আজকের দিনে এর চেয়ে বড় খবর আর কী হতে পারে! এএফপি।সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের তিন বছরের সদস্যপদ থাকার যে বিধান, সেটি বহাল রাখার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।গতকাল রোববার সুজনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার এতে স্বাক্ষর করেন।বিবৃতিতে বলা হয়, নাগরিক সমাজের জোরালো আন্দোলনের কারণেই গণপ্রতিনিধিত্ব আদেশে ওই ধারা সংযোজন করা হয়েছিল। কিন্তু আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি বিধানটি তুলে দিয়ে বিল চূড়ান্ত করেছে। সেটি হলে রাজনীতিতে দল বদলের অশুভ প্রতিযোগিতা, টাকার খেলা, কালোটাকার মালিকদের রাজনীতিতে অংশগ্রহণ, মনোনয়ন বাণিজ্য—এসব অনেক বাড়বে।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ও বহরম এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২২টি ককটেল উদ্ধার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ আলীনগরে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আটটি ককটেল উদ্ধার করে। এদিকে র্যাব-৫-এর কমান্ডার লে. কর্নেল হামিদ জানান, বহরম এলাকায় অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে ১৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জকাদের মোল্লার ফাঁসির প্রতিশোধ নিতে বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে ঢাকায় জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছে। তবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তা কোনোভাবেই হতে দেবে না। যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।গতকাল শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব নেওয়ায় দেশটির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার দাবিতে এ সমাবেশ হয়।সমাবেশে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘২৯ ডিসেম্বরকেই কেন কর্মসূচির জন্য বেছে নেওয়া হলো? কারণ ২০০৮ সালের এই ২৯ ডিসেম্বরে বাংলার জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মহাজোট সরকারকে ক্ষমতায় এনেছিল। ১৯৯১ সালের এই ২৯ ডিসেম্বরে অসাংবিধানিকভাবে গোলাম আযমকে জামায়াতের আমির করা হয়েছিল। ঘাতক দালাল নির্মূল কমিটি তখন থেকে ২৯ ডিসেম্বরকে ঘৃণা দিবস হিসেবে পালন করে আসছে।শাহরিয়ার কবির বলেন, সংবিধানকে ধ্বংস করতে এবং কাদের মোল্লার মৃত্যুদণ্ডের প্রতিশোধ নিতে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মসূচি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তা প্রতিহত করবে। পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাসের বিষয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি এত দিন পরে এসে মর্মাহত হলেন কেন? আমরা মর্মাহতের ভাষা বুঝি না। আপনি কেন নিন্দা জানাতে পারলেন না?’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। জামায়াতের বিচারও আসন্ন। ১৯৭১-এ জামায়াতের অপরাধের জন্য শিগগিরই মামলা করা হবে।’গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘জনগণ যেভাবে রাজাকার কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিল, ঠিক সেভাবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেও তাঁর পাশে থাকবে। তিনি বলেন, পাকিস্তানি পণ্য বর্জনের প্রচারাভিযানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বাংলাদেশের জনগণ জানে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলে কোনো সমস্যা হবে না। পুরো পুলিশ বাহিনী নয়, পুলিশের মধ্যে যারা জামায়াত-শিবিরের সমর্থক তারাই গণজাগরণ মঞ্চের ঘেরাও কর্মসূচিতে হামলা চালিয়েছে।গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শিক্ষাবিদ এ এন রাশেদা, মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিপ্রা বোস, মুক্তিযোদ্ধা সাইদুল করিম, নাজমা আক্তার প্রমুখ বক্তব্য দেন। |
নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে পারলে সাফল্য নিশ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল প্রথম আলো। সাবিরুল তাঁর প্রবর্তিত বৈশ্বিক ক্যাম্পেইন ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালাচ্ছেন। তাঁর এই কার্যক্রমের লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা। ইতিমধ্যে ২৫টি দেশের আট লাখের বেশি তরুণের সামনে তিনি হাজির হয়েছেন। এর অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন। থাকবেন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।শিক্ষার্থীদের উদ্দেশে ঘণ্টাব্যাপী বক্তৃতায় সাবিরুল বলেন, নিজেকেই নিজের সাহায্যকারী হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে নিজের ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের একমাত্র লক্ষ্য পড়ালেখা শেষে একটি চাকরি পাওয়া। পাসের বাড়ির ছেলেটি চিকিৎসক। তাই বাবা-মা সন্তানকে ওই ছেলেটিকে দেখিয়ে বলেন, তোমাকেও চিকিৎসক হতে হবে। বাবা-মা এমনটি বললেও তরুণেরা তাদের নিজেদের ভেতর নিজস্ব স্বকীয়তাকে রেখে দেয়। এভাবেই বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা পর্দার আড়ালে থেকে যায়।বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটনের প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ, সাধারণ সম্পাদক জসিম আহমেদ, আবদুর রহমান প্রমুখ। সাবিরুল মাত্র ১৪ বছর বয়সে ওয়েবসাইট ডিজাইন ব্যবসা শুরু করেন। ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান। ১৭ বছর বয়সে তিনি লিখেন দ্য ওয়ার্ল্ড অ্যাট ইয়োর ফিট । এরপর বদলে যাওয়ার গল্প। তিনি কেবল লেখক বা বক্তা নন। শিক্ষার্থীদের জন্য ‘ট্রিন-ট্রাপেনার’ গেমটি উদ্ভাবন করে তিনি খ্যাতি অর্জন করেন। একসঙ্গে বিশ্বের ১৪টি দেশে ১৩টি ভাষায় বের হয়েছে এই গেম।বল ট্যাম্পারিংয়ের অভিযোগে দলকে জরিমানা দিতে হয়েছে ৫ রান। আর অভিযুক্ত ফ্যাফ ডু প্লেসিস পার পেয়ে গেছেন ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেই। একজন দক্ষিণ আফ্রিকান বলেই কি (পড়ুন সাদা চামড়ার) ডু প্লেসিসের এই লঘু দণ্ড, এই প্রশ্ন তুলে আইসিসিকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।শোয়েব আখতার বলেছেন, ন্যায়বিচার করার ‘সৎ সাহস’ আইসিসির নেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ একটু ঘুরিয়ে বলছেন, এশিয়ার কোনো খেলোয়াড় এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে আইসিসির শাস্তি আরও কঠোর হতো। আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস বলেছেন, শাস্তি দেওয়ার ক্ষেত্রে ডু প্লেসিসের প্রতি উদারতা দেখানো হয়েছে। একই অপরাধের শাস্তির ক্ষেত্রে দ্বৈতনীতি কেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তুলেছে সেই প্রশ্ন।শোয়েব-লতিফদের দাবিকে সমর্থন করে অতীত ইতিহাস। ২০০০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে শাস্তি পান ওয়াকার ইউনিস। এক ওয়ানডের জন্য নিষিদ্ধ হন। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শোয়েব আখতারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা, একই সঙ্গে দুটি ওয়ানডেতে নিষিদ্ধ করা হয়। ২০০১ সালে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই বল ট্যাম্পারিংয়ের অভিযোগে শচীন টেন্ডুলকারকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও এক টেস্টে নিষিদ্ধ করা হয়।আর ২০০৬ সালের ওভাল-কাণ্ড তো ইতিহাসই হয়ে আছে। দুই আম্পায়ার হঠাৎ আবিষ্কার করেন বল ট্যাম্পারিং করা হয়েছে। কে তা করেছে, সেটা নিশ্চিত না হলেও ৫ রান জরিমানা করা হয় ফিল্ডিং দল পাকিস্তানকে। এ ঘটনায় পাকিস্তানের তখনকার অধিনায়ক ইনজামাম-উল হক চা-বিরতির পর দল নিয়ে মাঠে নামতেই অস্বীকৃতি জানান। পরে টেস্টটাই জিতিয়ে দেওয়া হয় ইংল্যান্ডকে। শহীদ আফ্রিদির ঘটনাটা আরও তরতাজা। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে একই অভিযোগে আফ্রিদি দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হন। যদিও আফ্রিদির বিপক্ষে বল বিকৃত করার সরাসরি অভিযোগ ছিল না। টিভি রিপ্লেতে দেখা যায়, আফ্রিদি বল কামড়াচ্ছেন। অথচ সদ্য সমাপ্ত দুবাই টেস্টের তৃতীয় দিনে ডু প্লেসিসের বিরুদ্ধে অভিযোগটা প্রকাশ্য। স্পষ্ট দেখা গেছে ট্রাউজারের জিপারে ঘষে বলের আকৃতি বদলানোর চেষ্টা করছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।ম্যাচ রেফারি ডেভিড বুনের ‘গুরু পাপে লঘু দণ্ড’ তাই খেপিয়ে তুলেছে পাকিস্তানিদের। শোয়েবের দাবি, ভবিষ্যতে কেউ ডু প্লেসিসের মতো অপরাধ করলে তাঁকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ক্রিকইনফোকে ওয়াকার বলেছেন, ‘সত্যি বলতে কী, আমার মনে হয়, ফ্যাফকে ৫০ শতাংশ জরিমানা করাটা কমই হয়েছে। আমার মনে হয় হতাশা থেকেই দক্ষিণ আফ্রিকানরা এমনটা করেছে। তাদের এটা করার দরকার ছিল না। এটা দক্ষিণ আফ্রিকানদের বিশ্বাস্যযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।’পিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি নাজাম শেঠি টুইট করেছেন, বল ট্যাম্পারিংয়ের শাস্তির বিষয়ে অসংগতি কেন, পিসিবি তা জানতে চায়। আইসিসির কাছে এর ব্যাখ্যা চেয়ে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন শেঠি। ওয়েবসাইট।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পুরোনো সাত উপদেষ্টার মধ্যে পাঁচ উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি এই পদত্যাগপত্র গ্রহণ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন।পদত্যাগ করা পাঁচজন হলেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।গত সোমবার রাতে প্রধানমন্ত্রী এই পাঁচজনের মধ্যে চারজনকে গণভবনে ডেকে পদত্যাগ করার আহ্বান জানান। তাঁরা রাতেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। গতকাল মসিউর রহমান পদত্যাগ করেন।পুরোনোদের মধ্যে আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক বহাল আছেন। নতুন যোগ দেওয়া চার উপদেষ্টাসহ এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ছয়। নির্বাচনকালীন সরকার গঠনের পর নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টারা হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ। এই চারজনকে এখনো সুনির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়া হয়নি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার গঠন করতে গিয়ে পুরোনো ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও বাদ দিয়েছেন। সর্বশেষ পাঁচ উপদেষ্টাকেও অব্যাহতি দিলেন।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, গওহর রিজভী ও তারিক আহমেদ সিদ্দিক নির্বাচনসংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত নন বলে তাঁদের স্বপদে বহাল রাখা হয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগের ঘটনা নতুন না হলেও এবার শুরু থেকেই এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা ছিল। উপদেষ্টাদের মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়। এতে কয়েকজন উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মন্ত্রীর কাজ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার শপথ না নিলেও তাঁরা মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। এ নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রয়াত এক প্রবীণ নেতা কঠোর সমালোচনাও করেন।জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামকে নিয়ে আওয়ামী লীগের ভেতরেই নানা কথাবার্তা আছে। পদ্মা সেতু নিয়ে অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বিতর্কের মধ্যে পড়েন। তাঁকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।সৈয়দ মোদাচ্ছের আলীর বিরুদ্ধে সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগসহ নানা কাজে হস্তক্ষেপের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরেই অসুস্থ। সরকারি বা দলীয় কোনো কাজে তিনি তেমনভাবে সম্পৃক্ত নন।তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছিলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের মূল ব্যক্তি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ওই মন্ত্রণালয়ে তেমন কোনো ভূমিকাই রাখতে পারেননি বলে প্রচার আছে।আইনি নোটিশ: মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর ১১ উপদেষ্টার নিয়োগ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ ১১ উপদেষ্টার বরাবরে গতকাল রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই নোটিশ পাঠানো হয়।গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন এ তথ্য জানান। আইনজীবী রাগীব রউফ চৌধুরীর পক্ষে ওই নোটিশ পাঠানো হয় বলে জানান তিনি।প্রসঙ্গত, ১১ উপদেষ্টার পাঁচজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন।নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে ১১ জন উপদেষ্টার নিয়োগ ও তাঁদের আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় রিট দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরও বলা হয়, সংবিধানের ৫৮(৫) অনুচ্ছেদে মন্ত্রী বলতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অন্তর্ভুক্ত। উপদেষ্টারা মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন না।পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং সব যুদ্ধাপরাধীর বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নে পাকিস্তানের সংসদে প্রস্তাব পাসের জন্য অবিলম্বে দেশটিকে ক্ষমা চাইতে হবে। তা না হলে বাংলাদেশ সরকারের উচিত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।সমাবেশে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ছাত্রফ্রন্ট সভাপতি আল কাদেরী, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের দুই যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেল, রুবেল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। |
সাফ ব্যর্থতার দায় কার?উত্তর খুঁজতে বাদল রায়ের নেতৃত্বে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটি গঠন করেছিল বাফুফে। সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকারের ভিত্তিতে আগামীকাল ওই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা বাফুফের কাছে।তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে মূল অভিযুক্ত হতে যাচ্ছেন ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহম্মেত। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশ দলের বিদায় নেওয়ার বড় কারণ হিসেবে দলের ফিটনেস সমস্যাকেই বড় করে দেখাবে তদন্ত কমিটি।খেলোয়াড়েরা তো বটেই, বিশেষজ্ঞ কোচরাও বাংলাদেশ দলের বাজে ফুটবলের জন্য ইয়ামালির দায় দেখছেন। এর মধ্যে তদন্ত কমিটি আবার আবিষ্কার করেছে, ইয়ামালি একজন ফিজিও, আদৌ কোনো ফিটনেস ট্রেনার নন! এটা গোপন করেই নাকি চাকরি নিয়েছেন তুর্কি বংশোদ্ভূত ডাচ তরুণ। ইয়ামালিকে এনেছেন রেনে কোস্টার, জাতীয় দলের সহকারী কোচ তাঁর পছন্দে ‘ফিটনেস ট্রেনার’ আনলেও বাফুফে কেন তা যাচাই করে দেখল না, সেটি বড় প্রশ্ন। তদন্তে যুক্ত এক সদস্য বলছিলেন, ‘ইয়ামালির সার্টিফিকেট আছে ফিজিও হিসেবে। ফিটনেস ট্রেনার হিসেবে তাঁর কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা নেই। ইয়ামালিকে নেওয়াই ভুল হয়েছে, তাঁকে বিদায় দেওয়ার সুপারিশ করা হবে।’তবে ইয়ামালির কাঁধে দোষ চাপিয়ে পার পাওয়ার সুযোগ আছে কি না, সেটিও কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। বিষয়টা ভাবিয়েছে তদন্ত কমিটিকে এবং দুই মূল কোচও তাই ছাড় পাচ্ছেন না। যদিও প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ এবং সহকারী রেনে কোস্টার তদন্ত কমিটির সামনে নিজেদের দায় নিতে চাননি। একই সঙ্গে ইয়ামালিকেও দাঁড় করাতে চাননি কাঠগড়ায়।তদন্ত কমিটির এক সদস্যের ভাষ্য অনুযায়ী, দুই কোচের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আনাই যায়। শেষ মুহূর্ত পর্যন্ত একাদশ ঠিক করতে না পারা, সময় পেলেও একটা দল তৈরি করতে ব্যর্থতার কথাও যাচ্ছে প্রতিবেদনে।কোনো কোনো খেলোয়াড়ের চোট লুকিয়ে কাঠমান্ডু যাওয়ার বিষয়টাও থাকছে। খেলোয়াড়দের বিরুদ্ধে পা বাঁচিয়ে খেলার অভিযোগও বাদ পড়ছে না। খোদ ক্রুইফই বলেছেন, দলের জন্য শতভাগ দেননি কয়েকজন খেলোয়াড়। এই অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় তদন্ত কমিটির প্রতিবেদনে খেলোয়াড়দের ‘দায়িত্বহীনতার’ চিত্র থাকছে। অভিযোগের আঙুল মূলত যাঁর দিকে, তদন্ত প্রতিবেদনে সেই উইঙ্গার জাহিদ হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকার ব্যাপারটিও নিশ্চিত করেছে একটি সূত্র।সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়’—বহু ব্যবহূত শিরোনামটা সামনে একটু বদলে যেতে পারে। না, রিয়াল তো জিতবেই, কিন্তু সান্তিয়াগো বার্নাব্যু নামটাই হয়তো থাকবে না। নতুন নাম হয়ে যেতে পারে মাইক্রোসফট বার্নাব্যু। কী করে? বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব আর দামি খেলোয়াড়দের সঙ্গে জড়াতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। বিল গেটস নাকি বার্নাব্যুর প্রচারস্বত্ব কিনতে পারেন! এল কনফিডেনশিয়াল জানিয়েছে , ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে এটি নিয়ে আলোচনা চলছে গেটসের। তবে সেটা এখনো প্রাথমিক পর্যায়ে। ২০১৪ পর্যন্ত কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে এরপর হতেই পারে! ওয়েবসাইট। নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের অপরাধে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও ইউএনও শফিকুল ইসলাম এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন আল-আমিন (২০) ও কামরুজ্জামান (২৬)। তাঁদেরকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে তাঁরা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জিআরপি মোড় এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন।সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিকয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ। চিকিৎসার জন্য গতকাল শুক্রবার তিনি ছুটে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে। দায়িত্বরত চিকিৎসক তাঁর ব্যবস্থাপত্রে ‘এ্যাজমাসল-২’ নামের ওষুধ লিখে দেন।পরে চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তার কাছে ওষুধের জন্য গেলে তাঁকে চলতি বছরের নভেম্বরে মেয়াদ শেষ হওয়া ওষুধ ধরিয়ে দেন। জাহিদ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা ভুল হয়েছে বলে জানান। শুধু গতকাল নয়, প্রায় সময়ই চিকিৎসাকেন্দ্র থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোছাইন বলেন, চিকিৎসাকেন্দ্র থেকে আমরা তেমন কোনো সুযোগ-সুবিধা পাই না। বিভিন্ন রোগ নিয়ে গেলেও চিকিৎসক আমাদের প্রায় সময়ই প্যারাসিটমলই দেন। আমরা চিকিৎসা বাবদ প্রতিবছর টাকা দিই, অথচ সুচিকিৎসা না পাওয়ার কারণে বাইরে থেকে চিকিৎসা নিতে হয়। চিকিৎসাকেন্দ্রের ওপর আমরা আস্থা হারিয়ে ফেলেছি।বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ফারাজানা জেনী বলেন, বিশ্ববিদ্যালয়ে এক-তৃতীয়াংশের ওপর ছাত্রী থাকলেও চিকিৎসাকেন্দ্রে নেই কোনো মহিলা রোগ বিশেষজ্ঞ। ফলে বাধ্য হয়েই ছাত্রীদের পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হয়। এ ছাড়া নাক, কান ও গলার জন্যও নেই কোনো আলাদা বিশেষজ্ঞ।চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি মাঝে মাঝেই ওষুধের মেয়াদ চেক করি। কিন্তু কীভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ এল তা তদন্ত করতে হবে। আমি কালই (শনিবার) এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’অন্যদিকে চিকিৎসাকেন্দ্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, ‘আমি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’ |
নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল গ্রামে ধান কাটার সময় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে চার আদিবাসীকে হত্যার ঘটনায় প্রধান আসামিদের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার নওগাঁর ২ নম্বর আমলি আদালতের বিচারক খোরশেদ আলমের আদালতে ওই অভিযোগপত্র দাখিলের পর এর বিরুদ্ধে মামলার বাদী নারাজি আবেদন করেন।আবেদন সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক মামলার এজাহারে উল্লেখ করা প্রধান আসামি আবদুছ ছালাম, পিয়ারুল, জিয়ারুল, নাজমা আখতার, এজাদ আলী ও আবদুল লতিফকে বাদ দিয়ে ৩৭ জনের বিরুদ্ধে গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার বাদী চকগোপাল গ্রামের আবদুছ ছালাম ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন।আবদুছ ছালাম অভিযোগ করেন, প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সাক্ষ্য না নিয়ে তদন্তকারী কর্মকর্তা আসামিদের সঙ্গে যোগসাজশ করে ওই অভিযোগপত্র দাখিল করেছেন।অভিযোগ অস্বীকার করে এসআই আবদুর রাজ্জাক বলেন, মামলার তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। আসামিদের সঙ্গে যোগসাজশ করার প্রশ্নই ওঠে না।মামলার বাদীপক্ষের কৌঁসুলি মহসীন রেজা বলেন, গত এক বছরেও মামলার বিচার শুরু করা যায়নি। এ ঘটনায় নিহত চার আদিবাসী পরিবার চরম অর্থনৈতিক কষ্টে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি প্রর্দশন করা হচ্ছে। ন্যায়বিচার নিয়ে বাদীর লোকজনের আশঙ্কা বাড়ছে।একটি জমি নিয়ে আবদুছ ছালামের সঙ্গে একই গ্রামের আবদুছ ছাত্তার ও সুরত জামান, কাশোপাড়া ইউনিয়নের আবদুছ ছালামসহ কয়েকজনের বিরোধ চলছিল। ২০১২ সালের ৪ মে আবদুছ ছালাম ওই জমিতে ধান কাটার জন্য নিয়ামতপুর উপজেলার পুংগি গ্রাম থেকে আদিবাসীদের দিন চুক্তিতে ডেকে আনেন। সকাল সাড়ে আটটার দিকে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে চার আদিবাসীকে হত্যা করে। এ ঘটনায় আবদুছ ছালাম বাদী হয়ে মান্দা থানায় ৪৩ জনকে আসামি করে মামলা করেন।অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে জামালপুরের সরিষাবাড়ী আরামনগর কামিল মাদ্রাসায় চার দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। গত শনিবার সকালে ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের বাসভবন ভাঙচুর করে। গতকাল রোববারও ওই প্রতিষ্ঠানে ক্লাস হয়নি।মাদ্রাসা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভা সদরে অবস্থিত আরামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুল হুদা আবেদী ও অন্য শিক্ষকদের মধ্যে বেতন-ভাতা বাড়ানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে বুধবার থেকে শিক্ষকেরা পাঠদান করছেন না। শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হলেও শিক্ষকেরা আসেননি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার অধ্যক্ষ নূরুল হুদা আবেদীর বাসভবন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নবম শ্রেণীর শিক্ষার্থী মাসুদ মিয়া, নূরে আলম, সাজেদুল জানায়, সামনে বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব থাকায় পাঠদান করা হচ্ছে না। মাদ্রাসার প্রভাষক শাহজাহান সিরাজী বলেন, ‘বেতন-ভাতা না দেওয়ায় পাঠদান বন্ধ রেখেছি।’উপাধ্যক্ষ আব্দুর রশিদ জানান, অধ্যক্ষ ও শিক্ষকদের দ্বন্দ্বের ঘটনায় শিক্ষার্থীরা মাদ্রাসায় ভাঙচুর করে।অধ্যক্ষ মাওলানা নূরুল হুদা আবেদী বলেন, ‘শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর দাবি অযৌক্তিক। তাঁদের উসকানিতে শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ জানান, এ ব্যাপারে তদন্ত করে দোষী শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে ‘নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ়তার’ জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোট।গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জোটের এ অবস্থানের কথা জানান।তফসিল ঘোষণার পর দেশব্যাপী যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের কঠোর হাতে দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ১৪-দলীয় জোট অনুরোধ জানিয়েছে।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।চট্টগ্রামের আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের গহিরা এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৫৪ জনকে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।আনোয়ারা থানা সূত্র জানায়, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় দালালেরা ৫৪ ব্যক্তিকে মধ্য গহিরার বাছা মিয়া মাঝির ঘাট এলাকায় জড়ো করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন। তবে দালাল চক্রের কাউকে ধরা সম্ভব হয়নি।আটক ব্যক্তিরা জানান, তাঁদের একাধিক দলে ভাগ করে নগরের ১৫ নম্বর ঘাট পার করে অটোরিকশাযোগে রায়পুর উপকূলে আনা হয়। সেখান থেকে নৌকায় তোলার আগেই তাঁরা ধরা পড়েন।পুলিশ সূত্র বলছে, কক্সবাজারের টেকনাফসহ মালয়েশিয়া যাওয়ার বিভিন্ন রুট পরিচিত হয়ে যাওয়ায় আদম পাচারকারীরা আনোয়ারা উপকূলকে বেছে নিয়েছে।আনোয়ারা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘মালয়েশিয়া পাচারের আগে স্থানীয় লোকজন ৫৪ ব্যক্তিকে আটক করেন। পরে আমরা তাঁদের থানায় নিয়ে আসি। |
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘সুন্দরবন প্রকৃতিসৃষ্ট বন। এই বন আমাদের মায়ের মতো আগলে রাখে। ঝড়-ঝঞ্ঝাসহ বিভিন্ন প্রাকৃতিক দৈবদুর্বিপাক থেকে আমাদের রক্ষা করে। তাই আমার মাকে হত্যা করার এ আয়োজন আমরা সমর্থন করতে পারি না।’গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে সুন্দরবন অভিমুখে লংমার্চকারীদের এক পথসভায় আনু মুহাম্মদ এসব কথা বলেন। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহিদুল্লাহ বলেন, যেকোনো মূল্যে সুন্দরবনকে বাঁচাতে হবে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কর্মসূচি প্রতিহত করতে হবে।‘যেকোনো মূল্যে সর্বনাশা রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প রুখতে হবে’—এই স্লোগান সামনে রেখে গত মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে লংমার্চ।বামপন্থী বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতা-কর্মী এবং বিশিষ্ট ১২ জন নাগরিক এই লংমার্চের প্রতি সংহতি জানিয়েছেন। তাঁরা গতকাল এক বিবৃতিতে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পটিকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। বিশিষ্ট নাগরিকেরা হলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, এম হাফিজউদ্দিন খান, সুলতানা কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যারমা দত্ত, খুশী কবির, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, ফারাহ কবির, এম এ মতিন ও আবু নাসের।গতকাল ফরিদপুরের মধুখালীতে পথসভা শেষে বেলা সাড়ে ১১টায় লংমার্চকারীরা গড়াই সেতু পার হয়ে মাগুরার উদ্দেশে যাত্রা শুরু করেন। দুপুরে মাগুরায় পৌঁছে মাগুরা পৌর ভবনের সামনে পথসভা করেন তাঁরা।মাগুরায় পথসভায় শেখ মো. শহিদুল্লাহ প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর আগামী ২২ অক্টোবর রামপালে তাপবিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকে চ্যালেঞ্জ করে বলেন, তৌফিক-ই-ইলাহী একা। তিনি একজন সাবেক আমলা। তাঁর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই জনগণ তাঁদের স্বার্থবিরোধী ওই প্রকল্প মেনে নেবে না। জনগণই ওই প্রকল্প রুখে দেবে।আনু মুহামঞ্চদ বলেন, সুন্দরবন এমন একটা প্রাকৃতিক রক্ষাবর্ম, যা গঠনে কোনো অর্থ ব্যয় হয়নি। অথচ সেই সুন্দরবনকে দখলদারেরা, মুনাফাখোরেরা ধ্বংস করে বিদেশিদের হাতে তুলে দিতে চায়।লংমার্চটি বেলা দুইটার দিকে যশোরের উদ্দেশে যাত্রা শুরু করে। ঝিনাইদহ হয়ে সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে এসে পৌঁছান লংমার্চকারীরা। সেখানে ঢাকার ‘সাংস্কৃতিক মঞ্চ’ প্রতিবাদী গান ও নাটক মঞ্চস্থ করে।লংমার্চ যশোরে পৌঁছালে সেখানে জাতীয় কমিটির যশোর শাখার আহ্বায়ক অধ্যাপক আবছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আনু মুহাম্মদ, শেখ মো. শহিদুল্লাহ প্রমুখ। যশোরে রাত্রিযাপন শেষে আজ শুক্রবার সকালে লংমার্চটি খুলনার উদ্দেশে যাত্রা শুরু করবে। পথে রাজারহাট, নওয়াপাড়া, ফুলতলাসহ বিভিন্ন এলাকায় পথসভা করার কথা রয়েছে।জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি: জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম গতকাল এক বিবৃতিতে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের সরকারি কর্মসূচি বাতিলের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন, নিজস্ব প্রতিবেদক ঢাকা, ফরিদপুর ও যশোর অফিস, মাগুরা প্রতিনিধি।আর্সেনালের সাবেক ডাচ মিডফিল্ডার ডেনিস বার্গক্যাম্প গানারদের হয়ে খেলার সময় পড়াশোনা করতেন ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকেই হয়েছেন যন্ত্রকৌশলে স্নাতক।সিরাজগঞ্জ শহরের দরগা পট্টির মোড়ে দুটি ও মিলন মোড়ে একটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দরগা পট্টির মুক্তা প্লাজার সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। কিছুক্ষণ পর শহরের মিলন মোড়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানীরা তাঁদের উদ্ভাবিত প্যাকেজ প্রযুক্তির মাধ্যমে গরু ও মুরগির মাংস এবং দুধ ও ডিম উৎপাদনে সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন।গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সমেঞ্চলনকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাণীবিজ্ঞানীরা এ কথা জানান।সংবাদ সম্মেলনে প্রাণীবিজ্ঞানীরা দাবি করেন, বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে তিন বছরব্যাপী হেকেপ প্রকল্পের আওতায় তাঁরা গরু ও মুরগির মাংস, ডিম ও দুধ এবং বকনা বাছুর ও উন্নত মানের ঘাসের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। পশুপালন অনুষদের পাঁচটি বিভাগের কয়েকজন প্রাণীবিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবখালী ও বয়রা এবং গৌরীপুর উপজেলায় এসব গবেষণা চালিয়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধিতে গবেষণায় উদ্ভাবিত প্যাকেজ প্রযুক্তি দেশে ছড়িয়ে দিতে কাল শনিবার পশুপালন অনুষদের গ্যালারিতে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।পশুপালন অনুষদের ডিন আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহামঞ্চদ মুজাফফর হোসেন। এ সময় সৈয়দ সাখাওয়াত হোসেন, আজহারুল হক, রায়হান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। |
হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর এলাকায় হিল্লা বিয়ের ফতোয়ার ঘটনা থানায় বসে আপস করে দিয়েছেন বলে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে সত্যতা মিলেছে।কমিশনের তদন্ত দলের প্রধান ও জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক (অভিযোগ ও তদন্ত) ইমাম উদ্দিন কবির প্রথম আলোকে বলেন, ১ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের (শিরোনাম ছিল ‘তালাক বললেই হিল্লা বিয়ে, নয়তো গ্রামছাড়া’) ভিত্তিতে উপজেলার দক্ষিণ চকজোড়া গ্রামে একাধিক হিল্লা বিয়ের ফতোয়াবাজির ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন। বুধবার সরেজমিনে তদন্তে এসে প্রথম আলোর প্রতিবেদনের শতভাগ সত্যতা পাওয়া গেছে। ইউএনওর মাধ্যমে ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ আমলে না নিয়ে ওসি উল্টো থানায় বসে মাতাব্বরদের নিয়ে আপস-মীমাংসা করে দিয়েছেন। এতে হাইকোর্টের নির্দেশনা লঙ্ঘন করেছেন ওসি। কারণ হাইকোর্টের নির্দেশনার ৩৪১ ও ৩৪২ ধারায় হিল্লা বিয়ের ফতোয়া আপসযোগ্য নয়, উল্লেখ রয়েছে। অথচ স্থানীয় একজন প্রভাবশালী জামায়াত নেতার গ্রাম হওয়ায় তাঁর দ্বারা প্রভাবিত হয়ে ওসি মামলা না নিয়ে ঘটনা আপস করে দিয়েছেন বলেও তদন্তে এসে জানা গেছে। ইতিমধ্যে ইউএনওর মাধ্যমে দেওয়া লিখিত অভিযোগ এবং থানায় বসে আপস-মীমাংসার অনুলিপি কমিশন হাতে পেয়েছে। এখন ঢাকায় ফিরে কমিশনের কাছে শাজাহানপুর থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।তবে শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম হিল্লা বিয়ের ফতোয়ার ঘটনা থানায় বসে আপস করে দেওয়ার কথা অস্বীকার করেছেন। ইউএনওর কাছ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘পত্রিকার মাধ্যমে বিষয়টি জানার পর ভুক্তভোগী ও ব্র্যাকের আইনি সহায়তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বলেছিলাম, মামলা দেন। কিন্তু কেউ রাজি হয়নি। পরে শুনেছি দুই পক্ষ আপস করেছে।’প্রসঙ্গত, দক্ষিণ চকজোড়া গ্রামটিতে যুগ যুগ ধরে হিল্লা বিয়ের ফতোয়া চালু রেখেছেন মাতাব্বরেরা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ‘তালাক’ শব্দ উচ্চারণ করলেই ওই দম্পতির ওপর নেমে এসেছে ফতোয়ার খড়্গ। সর্বশেষ ফতোয়ার শিকার চকজোড়া গ্রামের আখতার হোসেন-ঝরনা বেগম দম্পতি।মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গত শনিবার মাইক্রোবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।একই দিন রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় মাইক্রোবাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৮) নিহত হয়েছেন।রাজনগর থানা ও স্থানীয় লোকজন জানান, উপজেলার ময়নার দোকান এলাকার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কে শনিবার সন্ধ্যায় সিলেটমুখী একটি মাইক্রোবাস মৌলভীবাজারমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই যানটির চালক উপজেলার একামধু গ্রামের আখলাছ মিয়ার ছেলে পাবেল মিয়া (২৫) এবং অটোরিকশার যাত্রী হংসখলা গ্রামের বারেন্দ্র দেবের ছেলে বিশ্ব দেব (১৯) মারা যান।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানান, শনিবার রাত ১০টার দিকে দেবীদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় একটি মাইক্রোবাস অজ্ঞাতনামা এক ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার রেলপথে নাশকতার কারণে ট্রেন চলাচলে কার্যত বিপর্যয় নেমে আসে। বিভিন্ন স্থানে রেললাইন, স্লিপার উপড়ে ফেলা ও ফিশপ্লেট খুলে ফেলা এবং রেলপথে আগুন ধরানোর কারণে অনেক ট্রেন মাঝপথে আটকা পড়ে। হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।ময়মনসিংহের গৌরীপুরে রেললাইন উপড়ে ফেলায় হাওর এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। ঈশ্বরদীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগি পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিনটি স্থানে দুই কিলোমিটার রেললাইন উপড়ে ফেলায় রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের সঙ্গেও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকে। উত্তরাঞ্চলেও নাশকতার কারণে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন থাকে।ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলোর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হলেও তাঁদের দীর্ঘ কয়েক ঘণ্টা স্টেশনে দুঃসহ সময় কাটাতে হয়।রেলওয়ে সূত্রের বরাত দিয়ে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:অবরোধকারীরা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাইলাকান্দায় রেললাইনের সংযোগ পিন (ফিশপ্লেট) খুলে ফেলায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি গতকাল ভোর পৌনে চারটার দিকে লাইনচ্যুত হয়। এতে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হন। এরপর ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-জারিয়া পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গৌরীপুর স্টেশনের স্টেশনমাস্টার মো. তারেক বলেন, ১৪২টি স্লিপার রেললাইন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নোয়াপাড়া, চাপিয়া ও সালদা নদী এলাকায় প্রায় দুই কিলোমিটার রেললাইন উপড়ে ফেলেন অবরোধকারীরা। এতে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। এসব স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো মাঝপথে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। অবরোধকারীরা ইমামবাড়ী স্টেশনের সিগন্যাল পোস্ট বন্ধ করে দেয় ও স্লিপার তুলে ফেলে। সকাল নয়টা ২০ মিনিটে স্টেশনে আটকাপড়া চট্টলা ট্রেনের ইঞ্জিন ভাঙচুর করা হয় ও দুটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বগি দুটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে পুলিশ কনস্টেবল সুমন আহত হন।এর প্রভাব পড়ে ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে। কমলাপুর স্টেশনের স্টেশনমাস্টার খায়রুল বশীর দাবি করেন, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কমলাপুর থেকে সব ট্রেনই ছেড়ে গেছে।তবে বেলা তিনটার পর চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন গোধূলী, চট্টলা ও সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। ঢাকা থেকে রাজশাহী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও খুলনাগামী ট্রেনগুলোও আধা ঘণ্টা থেকে ৫০ মিনিট দেরিতে কমলাপুর ছেড়েছে।দুপুরে কমলাপুরে পরিদর্শনে এসে রেলপথমন্ত্রী মুজিবুল হক দাবি করেন, অবরোধের কারণে ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেনি। ২১টির মধ্যে ১৭টি ট্রেন ঠিক সময়ে কমলাপুর ছেড়েছে, ১৮টির মধ্যে ১৩টি ঠিক সময়ে এসেছে। বিভিন্ন স্থানে অবরোধের নামে নাশকতার নিন্দা জানান তিনি। তিনি বলেন, রেলের ইঞ্জিন, বগি, লাইন কারও ক্ষতি করেনি। কিন্তু এর পরও রেলের ওপরই যত আক্রমণ করে বিরোধীরা।কসবায় লাইন উপড়ে ফেলায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। ভোরে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, সকালে মহানগর প্রভাতী, কর্ণফুলী ও মহানগর গোধূলীর যাত্রা বাতিল করা হয়। সিলেট থেকে বিকেল পর্যন্ত ট্রেন সেখানে পৌঁছায়নি। সকাল ও বিকেলে চাঁদপুরগামী দুটি ট্রেনই চট্টগ্রাম থেকে যাত্রা করে। কিছু লোকাল ট্রেন চলাচল করেছে।রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, ঢাকা ও সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আটটি ও মালবাহী চারটি ট্রেন মাঝপথে আটকা পড়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেন, আখাউড়া ও কুমিল্লার মাঝামাঝি ইমামবাড়ীতে রেললাইন উৎপাটনের কারণে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের ট্রেনগুলো আটকা পড়ে।চাঁদপুর শহরের আক্কাছ আলী এলাকায় সকালে রেললাইনে অগ্নিসংযোগ এবং স্লিপার তুলে সড়ক অবরোধ করায় ট্রেন চলাচল বন্ধ থাকে।গত সোমবার দিবাগত রাত একটার দিকে ঈশ্বরদী জংশনের পশ্চিম ইয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দাঁড়িয়ে থাকা আন্তনগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগিতে ঢুকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই একটি বগি সম্পূর্ণ এবং দুটি বগির বেশির ভাগ পুড়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় স্টেশনের সুপারিনটেনডেন্ট রেলওয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা ১১টার দিকে ঈশ্বরদী জংশন ইয়ার্ডে অবরোধকারীরা একটি মোটর ট্রলি ভাঙচুর ও দুটি ইঞ্জিনে হামলা করলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।সোমবার মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ স্টেশনের অদূরে শালমারায় রেললাইনের ক্লিপ ও স্লিপার খুলে ফেলায় রাত দুইটা ৪০ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়া লালমনিরহাট থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। সকাল নয়টায় লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ভোরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশনের অদূরে ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেল ক্রসিংয়ে গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।সান্তাহার থেকে আসা পদ্মরাগ এক্সপ্রেসের হোস পাইপ খুলে আলতাফনগর স্টেশনে আটকে দেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ১০টার দিকে ট্রেনটি ছেড়ে এসে নশরৎপুর স্টেশনে আটকা পড়ে। দুপুরের দিকে ট্রেনটি বগুড়া স্টেশন ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে গাবতলী রেলস্টেশনে করতোয়া এক্সপ্রেস আটকে দেন অবরোধকারীরা। রেলপথের কয়েক কিলোমিটারজুড়ে রেলের সংকেত বা তারবার্তা পাঠানোর তার কেটে দেওয়া হয়।আদমদীঘির সান্তাহার জংশনের দক্ষিণে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও পিন খুলে ফেললে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রূপসা এক্সপ্রেস ও খুলনাগামী রকেট মেইল আটকা পড়ে। লাইন মেরামতের পর প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।সকাল সাড়ে ১০টায় অবরোধকারীরা নাটোর রেলস্টেশনে স্টেশনমাস্টারের কক্ষের টেলিফোন সেট ভেঙে ফেললে ওই স্টেশনের সঙ্গে অন্যান্য স্টেশনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে বেলা সোয়া দুইটা পর্যন্ত নাটোর স্টেশনে কোনো ট্রেন ঢোকেনি।যশোরের সদর উপজেলার রূপদিয়া ও অভয়নগর উপজেলার সিঙ্গিয়ায় রেললাইন অবরোধ করায় পার্বতীপুরগামী রকেট মেইল নওয়াপাড়ায় আটকা পড়ে। রূপদিয়ায় রেললাইনে আগুন ধরিয়ে দেওয়ায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেশ কিছুক্ষণ যশোর স্টেশনে আটকে ছিল।বগুড়া রেলস্টেশনে গত রাত সোয়া নয়টার দিকে অবরোধকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় যাত্রীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় স্টেশনে দায়িত্বরত জিআরপি পুলিশ ও আনসার সদস্যরা প্রাণভয়ে পালিয়ে যান। স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করেন।গতকাল রাত ১১.৫০ মিনিটে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা পার্বতীপুর-খুলনা রুটের রকেট মেইল ট্রেনের ইঞ্জিনরুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানোর পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে গাড়িতে আগুন, ভাঙচুর ও নাশকতার সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা নেই।গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উপজেলা জামায়াতের আমির শফিকুল মাওলা এ দাবি করেছেন।শফিকুল মাওলা বিবৃতিতে বলেন, সীতাকুণ্ডে নাশকতা হলেই জামায়াত-শিবিরকে দায়ী করে কিছু সংবাদমাধ্যম সংবাদ পরিবেশন করছে। অথচ জামায়াত-শিবির নাশকতার ঘটনায় কোনোভাবে জড়িত নয়। কোনো পক্ষকে খুশি করতে এ ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে তাঁর ধারণা।সব ধরনের দোষ জামায়াত-শিবিরের ওপর না চাপাতে তিনি সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান। |
দিন তিনেক আগে চিকিৎসক তাঁকে বলেছিলেন, হার্টে ব্লক আছে। রিং পরাতে হবে। এটা নিয়ে বেশ বিচলিতই হয়ে পড়েন কাজী সালাউদ্দিন। তবে সেই দুশ্চিন্তা কাল দূর হয়েছে। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা বাফুফে সভাপতিকে জানিয়েছেন, হার্টে ব্লক নেই কাজেই রিং পরানোরও প্রয়োজন পড়ছে না। সালাউদ্দিন বেশ খুশি মনেই বলছিলেন, ‘সুখবরটা শুনে নতুন উদ্দীপনা পেলাম।’চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাড়ৈগাঁও গ্রামে নাদিম খাঁর দিঘিতে বিষ ঢেলে কে বা কারা প্রায় ৪০ লাখ টাকার মাছ মেরে ফেলে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, সরকারি এ বিশাল দিঘিটি ইজারা নিয়েছে বাড়ৈগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি। তারা এতে রুই, কাতলা, মৃগেল ও তেলাপিয়া মাছের চাষ করে আসছে। শনিবার গভীর রাতে শত্রুতা করে কে বা কারা দিঘিতে বিষ ঢেলে দেয়। এতে দিঘির প্রায় সব মাছ মরে গেছে।ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিজানুর রহমান বলেন, ‘বিষ ঢেলে এতগুলো মাছ মারার ঘটনা খুবই অমানবিক। মাছের সাথে মানুষের এ কেমন শত্রুতা?’ তিনি দাবি করেন, এ মাছের বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে নীলফামারীতে বাস, ট্রাক ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে পিকেটাররা। এতে এক স্কুলশিক্ষক অগ্নিদগ্ধ হয়েছেন। ভোরে স্বেচ্ছাসেবক দলের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।নীলফামারীর কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এদিকে পঞ্চগড়ে পিকেটিংয়ের সময় ছাত্রদলের এক নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুড়িগ্রামে পিকেটিংয়ের সময় বিক্ষুব্ধ এলাকাবাসী জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। চিলমারীতে যুবদলের কার্যালয়ে ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা। লালমনিরহাটে গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন সড়কে অবরোধের খবর পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ে সোমবার রাতে একাধিক যানবাহন ভাঙচুর এবং পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: শহরের বাজার সড়ক, কালীবাড়ি মোড়, আনন্দবাবুর পুল, কলেজ সড়কে পিকেটাররা একটি বাস, তিনটি ট্রাক, ছয়টি মোটরসাইকেল ও ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। এ সময় মাজেদুল হক নামের এক স্কুলশিক্ষকের শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। তাঁকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, জেলা শহরের বিভিন্ন বেসরকারি ছাত্রাবাসে থেকে জামায়াত-শিবিরের ক্যাডাররা এসব নাশকতা চালাচ্ছে। এদিকে পুলিশ শহরের নতুন কলোনি এলাকা থেকে গতকাল ভোরে পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক দুর্জয় ইসলাম (২৪) ও পৌর যুবদলের সদস্য রেজাউল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে।অপরদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরে বিএনপি ও জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন বলে জানা গেছে।পঞ্চগড়: পঞ্চগড়ে পিকেটিংয়ের সময় ছাত্রদলের এক নেতাকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ১৮ দলের নেতা-কর্মীদের শহরের বিভিন্ন সড়কে পিকেটিং ও অগ্নিসংযোগ করতে দেখা গেছে। পুলিশ জানায়, পঞ্চগড় বাজার এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে পিকেটিংয়ের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদরের ইউএনও মাকসুদা বেগম সিদ্দিকা তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। অবরোধের কারণে সড়কে ভারী যানবাহন চলাচল করেনি। তবে মোটরসাইকেল ও রিকশাভ্যান চলাচল করেছে।কুড়িগ্রাম: জামায়াত-শিবিরের কর্মীরা ভূরুঙ্গামারী সড়কের পাটেশ্বরীতে এক সাইকেল আরোহীকে মারধর করলে স্থানীয় লোকজন তাঁদের প্রতিহত করেন। এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে অবরোধকারীদের ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যায়। এদিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের যতীনেরহাট এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা একটি মোটরসাইকেল, একটি রিকশা ও চারটি সাইকেল ভাঙচুর করেন। অপরদিকে গতকাল সকালে অবরোধের সমর্থনে ১৮ দলের কর্মীরা চিলমারী-কুড়িগ্রাম সড়কের বালাবাড়ি থেকে চুনিয়ারপাড় সেতু পর্যন্ত কলাগাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া দেন। পরে বালাবাড়ি বাজারে যুবদলের কার্যালয় ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা।লালমনিরহাট: জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। সদর উপজেলার মহেন্দ্রনগর রেলস্টেশনের কাছে রেলক্রসিং পয়েন্টে লালমনিরহাট-বড়বাড়ী আঞ্চলিক সড়কে অবরোধকারীরা পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব। তিনি বলেন, আজাওজা সরকারকে সর্বদলীয় সরকার দাবি করে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে ১৮ দল তাদের এ স্বপ্ন প্রতিহত করবে।ঠাকুরগাঁও: সোমবার রাতে একাধিক যানবাহন ভাঙচুর করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা একটি পণ্যবাহী ট্রাক এবং সড়কে গাছের গুঁড়ি ও পরিবহন কাউন্টারের আসবাব এনে অগ্নিসংযোগ করেন। সোমবার তফসিল ঘোষণার পর রাত আটটার দিকে বিএনপির নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিল শেষে তাঁরা শহরের বঙ্গবন্ধু সড়কের ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তাঁরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে সড়ক বিভাজনের কাজে ব্যবহূত বাঁশের বেড়া, কয়েকটি পরিবহন কাউন্টারের আসবাব ও গাছের গুঁড়ি তুলে সড়কের ওপর আগুন ধরিয়ে দেন।এ সময় সড়ক বিভাজনে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ফেলা হয়। আতঙ্ক ছড়াতে আশপাশের বিভিন্ন স্থাপনায় ইটপাটকেল নিক্ষেপ ও দফায় দফায় চকলেট বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। রাত ১০টার দিকে শহরে বিজিবি মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এস্টেটের সেন্ট্রাল রোড এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।পিকআপ ভ্যানের মালিক মো. হারুন সাংবাদিকদের জানান, অন্যান্য দিনের মতো পিকআপ ভ্যানটি হাউজিং এস্টেটে তাঁর বাসার সামনের সড়কে রাখা ছিল। রাত দুইটার দিকে হঠাৎ পিকআপ ভ্যানের ভেতরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। |
সিরাজগঞ্জ পৌর এলাকার রানী গ্রাম হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক দুই শিশু শিক্ষার্থীকে পা থেকে মাথা পর্যন্ত বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছেন।গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই শিক্ষকের অপসারণসহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিশুদের পরিবার এবং স্থানীয় লোকজন মাদ্রাসা কমিটি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বিচারের দাবি করেছেন।জানা গেছে, গত শনিবার ওই মাদ্রাসার ছাত্র শাকিল খান (৯) ও মাহমুদুল হাসানকে (১০) শৌচাগার পরিষ্কার করতে বলা হয়। তারা শৌচাগার পরিষ্কার করতে ভুলে যায়।এ ঘটনায় শিক্ষক আবু হোরায়রা ওরফে শাহীন তাঁদের শাস্তি দেওয়ার ভয় দেখান। ভয় পেয়ে তারা কাউকে কিছু না বলে তাদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভদ্র শিমুল গ্রামে চলে যায়। দু দিন পর গত মঙ্গলবার শিশু দুটির পরিবারের লোকজন শিক্ষকদের মারধর না করার অনুরোধ জানিয়ে তাদের পুনরায় মাদ্রাসায় দিয়ে যান।গতকাল ভোর চারটার দিকে শিক্ষক আবু হোরায়রা ওই দুই ছাত্রকে ঘুম থেকে ডেকে তুলে দুই দফায় পা থেকে মাথা পর্যন্ত বেত্রাঘাত করেন। এতে মাহমুদুলের হাতের আঙুল ফেটে যায়। পিটুনি খেয়ে শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে।ঘটনা শুনে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হন। বেলা একটার দিকে শাকিলের বাবা আবদুল হালিম ও মাহমুদুল হাসানের বাবা আবদুল মজিদ মাদ্রাসায় সন্তানদের অবস্থা বেগতিক দেখে স্থানীয় পৌর কাউন্সিলর মাহবুবুল আলমের কাছে বিচারের দাবি করেন। স্থানীয় বাসিন্দারাও ওই শিক্ষককে বরখাস্ত করাসহ তাঁর শাস্তির দাবি জানান।শিক্ষক আবু হোরায়রা বলেন, ‘রাগের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছি।’টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেহেলাবাড়ী গ্রামে সন্ত্রাসী হামলায় আবুল কালাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম বেহেলাবাড়ী গ্রামের মোকছেদ আলীর ছেলে এবং স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে আবুল কালাম রতনগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। বেহেলাবাড়ী ঘাটপাড় এলাকায় একদল সন্ত্রাসী কুপিয়ে আবুল কালামকে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়। পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য, অপমান ও উপহাস করেছে। এই তফসিল ঘোষণা বর্তমান অবৈধ সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনার জাতীয় তামাশা।’প্রধানমন্ত্রীর ‘নীল নকশা’ অনুযায়ী নির্বাচন কমিশন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব কৌশল প্রয়োগ করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক বিরোধের ছায়াকে আরও প্রলম্বিত করার সুযোগ করে দিয়েছে।রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য বিরোধী দলের আন্দোলন দমনে ‘মাত্রাতিরিক্ত আচরণ’ করছেন তাঁদের সব তথ্য বিএনপির কাছে আছে। তাঁদের সামনে বিচারের মুখোমুখি হতে হবে।পরীক্ষার জন্য কর্মসূচি প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, শিক্ষামন্ত্রী এই অনুরোধ প্রধান নির্বাচন কমিশনারকে করলে পারতেন। নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়া হলে এ কর্মসূচি দেওয়া হতো না।ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে বেশ কিছু শিশু কর্মসৃজন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছে। এসব শিশুর বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। শ্রম আইন লঙ্ঘন করে কৌশলে তাদের দিয়ে এ কাজ করানো হচ্ছে।অচিন্তপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির অধীন চারটি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। এসব প্রকল্পের কাজ করার জন্য ৫১২ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়।বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ৩৪ ধারায় উল্লেখ করা হয়েছে, ‘কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা বা কাজ করিতে দেওয়া যাইবে না।’ কিন্তু ওই আইন লঙ্ঘন করে অচিন্তপুর ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পগুলোর কাজ শিশুদের দিয়ে করানো হচ্ছে। শ্রমিকের তালিকায় পুরুষ ও নারী শ্রমিকের নাম থাকলেও কাজ করছে তাঁদের শিশুসন্তানেরা। স্থানীয় লোকজনের অভিযোগ, তাদের দিয়ে মাটি ভরাটের মতো ভারী কাজ করানো হচ্ছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, অচিন্তপুর ইউনিয়নের ডেকুরা বাজার থেকে শৈলপাই পর্যন্ত মাটি কেটে কাঁচা রাস্তা সংস্কার প্রকল্পের কাজ করছেন ৩৫ জন শ্রমিক। তাঁদের ১২ জনই শিশু। শিশু শ্রমিকেরা জানায়, তাদের মা অথবা বাবা এই প্রকল্পের তালিকাভুক্ত শ্রমিক। কিন্তু তাঁরা (মা-বাবা) অন্য কাজে ব্যস্ত অথবা অসুস্থ থাকায় তাঁদের বদলে শিশুরা কাজ করতে এসেছে। প্রকল্প-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কাজ করতে আসা অনেক শিশুর মা-বাবা অন্য কাজ করে টাকা আয় করছেন। তাঁরা বাড়তি আয়ের জন্য কর্মসৃজন কর্মসূচির তালিকায় নাম দিয়েছেন।অচিন্তপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি চান মিয়া জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নেবেন।ডেকুরা গ্রামের জজ মিয়ার ছেলে শরীফ (৮) জানায়, সে বাবার পরিবর্তে বয়স্ক শ্রমিকদের সঙ্গে মাটি কেটে রাস্তা ভরাটের কাজ করতে এসেছে।শরীফের মতো এ প্রকল্পে কাজ করতে আসা অনেক শিশু জানায়, মাটি কাটার কাজ করা অনেক কঠিন। তার ওপর বড়দের সঙ্গে সমানতালে কাজ করে যাওয়ার জন্য অনেকেই তাদের চাপ দেন।কর্মসৃজন প্রকল্পের মাঠ তত্ত্বাবধায়ক (ফিল্ড সুপারভাইজার) শওকত জামিল বলেন, ‘অভিযোগ আমিও পেয়েছি। শিশু শ্রমিকদের কাজে লাগাতে নিষেধ করার পরও প্রকল্পের সভাপতিরা এ নিষেধাজ্ঞা মানছেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ |
৩০ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দারিদ্র্য দূরীকরণে অবদানের জন্য সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ ও ৬৭তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছাবেন। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৬৭তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ওই দিন বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত হবে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা হবে। দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য দলের সব শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চানপুর সীমান্ত থেকে আট মাস আগে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি নাগরিক গতকাল রোববার বাড়ি ফিরেছেন।তাঁরা হলেন তাহিরপুর উপজেলার রজনী লাইন গ্রামের মতি মিয়া, আতাউর মিয়া ও সিদ্দু মিয়া। সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে আসেন। বর্তমানে তাঁরা নিজ নিজ বাড়িতে রয়েছেন।গত অক্টোবরে হানা দিল ‘পিলিন’, গত সপ্তাহে ‘হেলেন’। বঙ্গোপসাগরের বুকে দুই দিন আগে সৃষ্টি হয়েছে আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘লেহার’। আগের দুটির গন্তব্য ছিল ভারতের অন্ধ্র প্রদেশ। লেহার শেষ পর্যন্ত কোথায় আঘাত হানবে তা সুনির্দিষ্টভাবে বলেননি আবহাওয়াবিদেরা।আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড় লেহারের আগমনী বার্তাকে সতর্কতার সঙ্গে নিয়ে বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।ঘূর্ণিঝড় লেহার গতকাল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছিল।ডাকাতি প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন কয়েকটি দলে ভাগ হয়ে গত বৃহস্পতিবার থেকে গ্রামের বিভিন্ন স্থান পাহারা দিচ্ছেন।এর আগে গত বুধবার দিবাগত রাতে হীরামতি গ্রামে ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ছয়জন আহত হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত দরজা ভেঙে গোকুল সিংহের গাঁও গ্রামের কমলা বাবু সিংহের ঘরে ঢোকার চেষ্টা করে। ওই ঘরের লোকজন জেগে উঠলে ডাকাতেরা পালিয়ে যায়। রাত তিনটার দিকে একই গ্রামের অনন্ত সিংহের ঘরে ঢোকার চেষ্টা করলে গ্রামের বাসিন্দারা ডাকাতদের ধাওয়া দেন। যাওয়ার পথে ডাকাতেরা বাঘবাড়ি গ্রামে সুরেশ কুমার সিংহ নামের এক পাহারাদারের মুখ ও হাত-পা বেঁধে খোলা মাঠে ফেলে রাখে।এ খবর পেয়ে কমলগঞ্জ থানার একদল পুলিশ বাঘবাড়ি পৌঁছে। রাত সাড়ে তিনটার দিকে পাশের হীরামতি গ্রামের সূজ্জল সিংহের বাড়ির সামনে ডাকাত সদস্যদের ঘেরাও করে গ্রামবাসী। এ সময় ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে স্থানীয় মদনমোহন সিংহ (৪৯), সূজ্জল সিংহ (২৮), সুরেন সিংহ (৫০), সোর্মিত সিংহ (১৮) এবং দুই ডাকাত আহত হন।ওই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে ডাকাতি প্রতিরোধে বৃহস্পতিবার থেকে রাত জেগে পাহারা দিতে শুরু করেন স্থানীয় লোকজন।আদমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া ও মাধবপুর ইউপির চেয়ারম্যান পুষ্প কুমার বলেন, পুলিশ সঠিকভাবে নিরাপত্তা দিতে পারে না বলে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান, আহত ডাকাত সদস্যদের আটক করতে পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। |
ডেভিড ময়েস নন, ব্রেন্ডন রজার্স নন। ওয়েইন রুনি বা স্টিভেন জেরার্ডদেরও কেউ নন। পরশু ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের লিগ কাপের ম্যাচে আলোটা ছিল লুইস সুয়ারেজের ওপর। ১০ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচেই যে ফিরেছেন লিভারপুল স্ট্রাইকার! তবে প্রত্যাবর্তন ম্যাচটাকে স্মরণীয় করে রাখার মতো কিছু করতে পারেননি। মাঠও ছাড়তে হয়েছে পরাজয়ের বেদনা নিয়ে। হাভিয়ের হার্নান্দেজের গোলে জিতে ইউনাইটেড উঠে গেছে চতুর্থ রাউন্ডে।ইউনাইটেডের নতুন কোচ ময়েস ভালোমতোই বুঝতে পারছিলেন, ছোট্ট নদী থেকে মহাসাগরে গিয়ে সাঁতরানো চাট্টিখানি কথা নয়। সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষতটা এখনো টাটকা। আর অ্যানফিল্ডে হারের স্মৃতিটা তো এই মাসেরই। প্রতিশোধ নেওয়ার উপলক্ষ তো ছিলই, সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা চাপটা একটু হালকা করার সুযোগও ছিল ময়েসের। জয়টা সব দিক দিয়েই একঝলক স্বস্তির সুবাতাস হয়ে এসেছে তাঁর জন্য। যে কারণে ময়েস ম্যাচ শেষে বড় গলায় বলতে পেরেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা দেখাতে পেরেছি রোববারের ম্যাচটা (সিটির সঙ্গে) আমাদের দমাতে পারেনি। সেদিন আমরা আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি। আর এখন খেলোয়াড়েরা দারুণ একটা ফল এনে দিয়েছে।’‘দারুণ ফল’ই, কারণ চোটের কারণে ফন পার্সি খেলেননি, বিশ্রাম দেওয়া হয়েছিল ফার্ডিনান্ড, ভিদিচ, এভরা, ক্যারিকদের মতো অভিজ্ঞদের। ওদিকে লিভারপুল নেমেছিল পূর্ণশক্তির দল নিয়েই। কিন্তু ফুটবল তো আর কাগজে-কলমের খেলা নয়, মাঠে তাই লড়াই হলো সেয়ানে সেয়ানে। ৪৬ মিনিটে রুনির কর্নার থেকে বক্স থেকে সুযোগসন্ধানী হার্নান্দেজের গোলটাই গড়ে দিয়েছে পার্থক্য।দল হারার পরও সুয়ারেজকে নিয়ে সন্তুষ্টই রজার্স, ‘সে অনেক দিন খেলার বাইরে ছিল। সেই বিবেচনায় সে ভালোই খেটেছে। আপনারা দেখেছেন সে সব সময়ই ভীতি ছড়াচ্ছিল।’ এএফপি ও রয়টার্স।সুনামগঞ্জের ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ আলী খানকে গত শনিবার প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রোববার বলেন, ২৩ অক্টোবর মোহামঞ্চদ আলী খানের স্ত্রী আরেফীন মর্তুজা নিতু (২৩) থানার আবাসিক ভবনে আত্মহত্যা করেন। মানসিক নিপীড়নের কারণেই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তাই স্বামী হিসেবে মোহাম্মদ আলী এর দায় এড়াতে পারেন না। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিদশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামী শুক্রবার থেকে। রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। ওই দিনই মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হবে। জাপার এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার জানানো হয়, গতকাল ১৫৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সব মিলিয়ে এক হাজার ৪৯৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।খালেদা আক্তার লাইজুনারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খালেদা আক্তার লাইজুর (১৭) হার্টের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে। অন্যটিও নষ্ট হওয়ার পথে। নতুন বাল্ব লাগানোসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তুলতে প্রায় চার লাখ টাকা দরকার। তার কাঁচামাল ব্যবসায়ী বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। লাইজুকে সহযোগিতা পাঠানোর ঠিকানা: এস ই আলী, সঞ্চয়ী হিসাব নম্বর ১২১১৬ (অনলাইন), ইসলামী ব্যাংক, নারায়ণঞ্জ শাখা। বিজ্ঞপ্তি। |
অ্যাপোলো হাসপাতাল ঢাকার উদ্যোগে গতকাল দুপুরে বগুড়ার একটি মোটেলে চিকিৎসকদের নিয়ে রোগীর সেবা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে।সেমিনারে অ্যাপোলো কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি বিভাগের সমন্বয়কারী ও জ্যেষ্ঠ কনসালট্যান্ট মাধবা জনার্দন নায়েক এবং অ্যাপোলো মাদার অ্যান্ড চাইল্ড সেন্টারের জ্যেষ্ঠ কনসালট্যান্ট মনোয়ারা বেগম চিকিৎসকদের উদ্দেশে বক্তৃতা করেন। মনোয়ারা বেগম ল্যাপারোস্কপি যন্ত্রের মাধ্যমে গাইনোকোলজিক্যাল চিকিৎসা পদ্ধতির ওপর আলোকপাত করেন।২০ অক্টোবর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বেসরকারি টেলিভিশনের রাজনৈতিক লাইসেন্স’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন সাভার থানা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। তিনি বলেছেন, ‘চ্যানেল সিক্সটিন’ নামের অবৈধ চ্যানেলের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। কেউ আমার নাম ব্যবহার করে থাকতে পারেন। আমার তত্ত্বাবধানে চ্যানেলটি চলছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট।একই দিনে ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত ‘বিক্রি হয়ে যাচ্ছে টিভি চ্যানেলের মালিকানা’ প্রতিবেদনের আংশিক প্রতিবাদ জানিয়েছে এসএ টিভি কর্তৃপক্ষ। চ্যানেলটির সিওও সৈয়দ সালাউদ্দিন জাকী স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, এসএ টিভি শুরু থেকেই কর্মীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করে আসছে। সংবাদকর্মীর বরাত দিয়ে যা প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পণ্যবাহী কুরিয়ার সার্ভিসের গাড়ি চ্যানেলের কাজে ব্যবহার করার তথ্যও সঠিক নয়।প্রতিবেদকের বক্তব্য: ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেড নামে চ্যানেল সিক্সটিন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের কার্যালয় থেকে নিবন্ধন নিয়েছে ২০০৯-এর এপ্রিলে। তথ্য মন্ত্রণালয় কোনো লাইসেন্স দেয়নি। সাদা কাগজে প্রতিবাদ জানালেও গত বুধবার রাতে মুঠোফোনে যোগাযোগ করলে হাসিনা দৌলা বলেন, কিছু প্রতারক তাঁর নাম ব্যবহার করে চ্যানেল সিক্সটিন চালাচ্ছেন। তাঁরা টাকাও নিয়েছেন অনেকের কাছ থেকে। গত মঙ্গলবার এ জন্য তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এসএ টিভির অনিয়মিত বেতন-ভাতার কথা ওই টিভির সংবাদকর্মীরাই নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানিয়েছেন।এদিকে বিটিআরসির কার্যপত্র অনুযায়ী প্রকাশিত প্রতিবেদনে ৭১ টিভি তরঙ্গ ও বেতারযন্ত্র পরিচালনার লাইসেন্স পায়নি বলে উল্লেখ করা হয়। গত বুধবার বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গত ৪ আগস্ট সংস্থাটি থেকে এ লাইসেন্স গ্রহণ করেন ৭১ টিভির কর্তৃপক্ষ। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।মুখে এখনো সংলাপ ও সমঝোতার কথা বললেও নিজ নিজ রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। গত শনিবার রাতে দুই দলের সাধারণ সম্পাদক পর্যায়ের বৈঠকের পর গত দুদিনে এ বিষয়ে আর কোনো অগ্রগতি নেই। কিন্তু সংলাপ ভেঙে গেছে, এ কথাও কোনো পক্ষ বলছে না। বরং গতকালও উভয় দলের নেতারা সংলাপ-সমঝোতা চান বলে বক্তৃতা করেছেন।উভয় দলের একাধিক সূত্র জানায়, দুই দলের নেতারাও মনে করেন, সমঝোতার কোনো সম্ভাবনা নেই। তার পরও সংলাপ থেকে সরে যাওয়া বা সমঝোতা না হওয়ার দায় নিতে চায় না কোনো দলই। তাই নির্বাচনের তফসিল ঘোষণা এবং অবরোধ কর্মসূচির মধ্যেও দল দুটির নেতারা বক্তৃতায় সংলাপের কথা বলে যাচ্ছেন।আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণা হলেও আলোচনার পথ বন্ধ হয়নি। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠুু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে। আপনারা নির্বাচনে আসুন। খোলা মন নিয়ে আলোচনা করুন।’একই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি এখনো সংলাপ-সমঝোতায় আগ্রহী। কিন্তু সরকারের কাছ থেকে তারা সে ধরনের কোনো আভাস পাচ্ছে না। সরকার ইতিবাচক মনোভাব পোষণ করলে এখনো ইতিবাচক আলোচনার সুযোগ আছে।দুই দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, গত শনিবার রাতে বনানীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর নতুন করে দুই নেতার মধ্যে সরাসরি আর কোনো যোগাযোগ হয়নি।আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, বিরোধী দলের সঙ্গে সমঝোতার চেষ্টা অব্যাহত রাখবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে সংলাপ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। খুব শিগগির বিরোধী দলের সঙ্গে আরেক দফা বৈঠক হতে পারে বলেও নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক জানিয়েছেন।ওই সূত্রটি জানায়, তবে আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প অন্য কাউকে মানবে না। বিরোধী দলের সঙ্গে অন্য সব বিষয়ে আলোচনায় সম্মত থাকলেও শেখ হাসিনাকে সরকারপ্রধান পদে রাখা না-রাখা নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নয় আওয়ামী লীগ। তারা সংবিধানের মধ্যেই বিরোধী দলকে সব রকম ছাড় দিতে সম্মত আছে।অন্যদিকে বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, তারা নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মানবে না। এ ব্যাপার তারা অনড়। শেখ হাসিনা ছাড়া বর্তমান সংসদের মধ্য থেকে অন্য কাউকে সরকারপ্রধান করা হলে, বিএনপি তা বিবেচনা করতে পারে।অবশ্য সরকারপ্রধান প্রশ্নে দুই দলের এই বিপরীতমুখী অবস্থানের কারণে আদৌ কোনো সমঝোতা হবে কি না, রাজনৈতিক মহলে সংশয় রয়েছে।সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষ এবং ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। শিক্ষার্থীরা অনুষ্ঠানে মা-বাবা অথবা একজন করে অভিভাবক সঙ্গে নিয়ে আসতে পারবেন। |
মিরপুর সুইমিং কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে জাতীয় বয়সভিত্তিক সাঁতার। অনূর্ধ্ব-১০, ১২, ১৪, ১৭ ও ২০—এই পাঁচটি বিভাগে অংশ নেবে ৬০টি ক্লাবের প্রায় পাঁচ শ সাঁতারু। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং স্প্রিং বোর্ড না থাকায় এই ইভেন্ট হবে বিকেএসপিতে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার পৃষ্ঠপোষণা করছে বসুন্ধরা গ্রুপ।ক্যারিয়ারে লম্বা একটা সময় খেলেছেন মুক্তিযোদ্ধায়। সেই মুক্তিযোদ্ধা দলে আবার ফিরে এলেন আমিনুল হক। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করেছেন অভিজ্ঞ গোলরক্ষক।আমিনুলের ফুটবলজীবনের শুরুটা মোহামেডানে। এক মৌসুমে মোহামেডানে খেলে পরের দুই মৌসুম ছিলেন মুক্তিযোদ্ধায়। তারপর আবাহনী ঘুরে ২০০২-০৬ পর্যন্ত কাটান সেই লাল-সাদা শিবিরেই। মুক্তিযোদ্ধার লিগ, ফেডারেশন কাপ, জাতীয় লিগ জয়সহ সব সাফল্যেই অবদান রাখা জাতীয় দলের সাবেক অধিনায়ক গত কয়েক মৌসুম খেলেছেন মোহামেডান, শেখ জামাল ও বিজেএমসিতে।দেশের প্রথম সারির গোলরক্ষকদের তিনজন এবার শেখ জামালে—জিয়া, হিমেল, মোস্তাক। জাতীয় দলের মামুন খান মোহামেডান, সোহেল তাঁর পুরোনো দল আবাহনীতে থাকছেন। বিপ্লব নাম লেখাচ্ছেন লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেলেই।এবার খেলবেন কি খেলবেন না, দ্বিধায় ছিলেন আমিনুল। শেষ পর্যন্ত সব দ্বিধা কাটিয়ে নিজেকে আরেকবার মাঠে তুলে ধরারই চ্যালেঞ্জ নিলেন, ‘আপাতত অবসর নিয়ে ভাবছি না। মুক্তিযোদ্ধার হয়ে অতীতে অনেক সাফল্য পেয়েছি। আবার সেই সাফল্য দিতে চাই আমার পুরোনো দলকে।’মুক্তিযোদ্ধায় আমিনুল এবার সঙ্গী পাচ্ছেন আবাহনীর স্ট্রাইকার এনামুল, ডিফেন্ডার সিরাজী, মোহামেডানের মিডফিল্ডার মারুফকে। আর্থিক সংকট কাটিয়ে মোটামুটি মানের একটা দল গড়ছে মুক্তিযোদ্ধা।ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আরও দুই সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী আবদুল হাই মোল্লা ও পঞ্চম সাক্ষী ইউনূস মোল্লা। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমিন খান তাঁদের জবানবন্দি নেন।জবানবন্দিতে আবদুল হাই মোল্লা (৬০) বলেন, তাঁর বাড়ি নগরকান্দা থানার বনগ্রামে। একাত্তরের ২৭ এপ্রিল ভোরে জাহিদ হোসেন, তাঁর বড় ভাই জাফর ও আয়নালসহ অন্য রাজাকাররা তাঁদের বাড়িতে হামলা চালায় ও কয়েকজন মুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করে। পরে তারা গ্রামের ১৭ জনকে ধরে নগরকান্দা থানায় নিয়ে আটকে রেখে নির্যাতন করে। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন রতন মোল্লা, হাতেম মোল্লা, ওমেদ মোল্লা, মকবুল খাঁ, সিয়ারুন নেছা, ইউনূস মোল্লা প্রমুখ। পরে স্থানীয় শান্তি কমিটির নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম গ্রামবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা সংগ্রহ করে মুক্তিপণ হিসেবে জাহিদ ও অন্য রাজাকারদের দিয়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ৩০ মে জাহিদ হোসেনের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানি সেনারা ফরিদপুরের কোদালিয়া গ্রামে আগুন দেয় ও ১৬ জনকে হত্যা করে। পরদিন জাহিদ ও অন্য রাজাকারদের সঙ্গে পাকিস্তানি সেনারা কোদালিয়া গ্রামে গিয়ে তিনটি ঘরে আগুন দিলে তিনজন আগুনে পুড়ে মারা যান। একাত্তরের ২৭ এপ্রিল বনগ্রাম থেকে যে ১৭ জনকে জাহিদ ও রাজাকাররা আটক করেছিল, তাঁদের একজন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ইউনূস মোল্লা (৬৯)। তিনি জবানবন্দিতে রাজাকারদের হাতে তাঁর আটক হওয়ার বর্ণনা দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে ১৩ বৈশাখ ভোরে জাহিদ হোসেনসহ অন্য রাজাকাররা তাঁদের বাড়িতে হামলা চালায়। রাজকাররা তাঁকে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে তাঁকেসহ ১৭ জনকে আটক করে নগরকান্দা থানায় নিয়ে যায়। সেখানে তিনি আরেক দফা নির্যাতনের শিকার হন। পরে স্থানীয় চেয়ারম্যান ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁদের ১৭ জনকে ছাড়িয়ে আনেন।জবানবন্দি শেষে দুই সাক্ষীকেই জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। আজ বুধবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।মোবারকের পক্ষে তিনজন সাক্ষ্য দেবেন: একই ট্রাইব্যুনাল গতকাল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যা তিনজনে নির্ধারণ করে দিয়েছেন। ১ ডিসেম্বর থেকে আসামিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হয়েছে। একদল চোর কলেজের কয়েকটি কক্ষের তালা ভেঙে টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল শুক্রবার কলেজের দুই নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূরজাহান জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। |
সরকারের একজন মন্ত্রী হয়েও ধর্মঘটকে ঢাল হিসেবে ব্যবহার করে দাবি আদায় করার কৌশল নিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এতে আসলে সরকারকেই বিব্রত করা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ মন্তব্য করেন।সম্প্রতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পরিবহনশ্রমিকদের পক্ষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু দাবি উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে সড়ক দুর্ঘটনা রোধে গঠিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবস্থান ব্যাখ্যা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর নৌপরিবহনমন্ত্রীকে যে আশ্বাস দিয়েছেন, তাতে সড়ক দুর্ঘটনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিবহন ধর্মঘটের হুমকি দিয়ে তিনি দেশবাসীকে জিম্মি করেছেন।ইলিয়াস কাঞ্চন আরও বলেন, শাজাহান খান কোনো সম্প্রদায়কে রক্ষার জন্য মন্ত্রী হিসেবে শপথ নেননি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দর-কষাকষির ভূমিকা শাজাহান খান কেন, যেকোনো মন্ত্রীর জন্য কতটুকু যুক্তিসংগত, সে নিয়ে প্রশ্ন আছে।সংবাদ সম্মেলনে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা নেওয়া, শুধু চোখ পরীক্ষা করে লাইসেন্স নবায়ন না করা, সড়ক দুর্ঘটনার মামলার বিচারের জন্য একটি আলাদা আদালত গঠনের দাবি জানানো হয়।স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ক্ষেত্রে গাড়িচালকদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা না করা, চালকদের শুধু চোখ পরীক্ষা করে লাইসেন্স নবায়ন করার দাবি জানিয়েছিলেন পরিবহনের নেতারা।ইলিয়াস কাঞ্চন বলেন, বছরের পর বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ৩০২ ধারায় মাত্র পাঁচটি মামলা হয়েছে। কিন্তু এখন তাঁরা সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।ইলিয়াস কাঞ্চন আরও বলেন, নৌপরিবহনমন্ত্রী প্রায়ই বলে থাকেন, বিশ্বের কোথাও সড়ক দুর্ঘটনার জন্য দীর্ঘমেয়াদি সাজার ব্যবস্থা নেই। কিন্তু যুক্তরাষ্ট্রে এক থেকে ৯৯ বছর, যুক্তরাজ্যে ১৪ বছর, কানাডায় ১৪ বছর, মালয়েশিয়ায় ১০ বছর ও ২০ হাজার রিংগিত জরিমানার বিধান আছে।সংবাদ সম্মেলনে ২০১৩-১৪ অর্থবছরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ আছে, তা ছাড় করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়।লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ সড়ক দুর্ঘটনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার না করে জাতীয় সমস্যা হিসেবে গণ্য করার দাবি জানান। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে শুধু চালক নন, প্রকৃত অপরাধীর বিচার চাই। প্রশাসন, যাত্রী, পথচারী, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত—যিনিই দায়ী হন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত ভবনটি গতকাল রোববার দুপুরে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান। পরে বিদ্যালয়ের ভূমিদাতা আরিফ উল্যাহর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিজামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেনের সাক্ষ্য গ্রহণ শেষ বলে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ-সংক্রান্ত আদেশ দেন।শেখ আবজাল হোসেনকে গতকাল আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। কিন্তু কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের সহকারী আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে বলেন, আসামিপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ‘অনিবার্য কারণে’ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘সৈয়দ মিজানুর রহমানকে মধ্যাহ্ন বিরতির পর বেলা দুইটার দিকে আসতে বলেন, না হলে আমরা এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেব।’মধ্যাহ্ন বিরতি শেষে বেলা দুইটার পর আবার ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে গাজী এম এইচ তামিম এই মামলার কার্যক্রম দুই দিন মুলতবির আবেদন করেন। ট্রাইব্যুনাল ওই আবেদন খারিজ করে বলেন, ‘আবজাল হোসেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তিনি অনেক দূর থেকে সাক্ষ্য দিতে এসেছেন। তাঁকে জেরা করার জন্য আর সময় দেওয়া হবে না। তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করা হলো।’ রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে এমন আশঙ্কায় জাতীয় পতাকা বানানোর সময় দুই দরজিসহ তিন ব্যক্তিকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে সাতটার দিকেবোয়ালমারী বাজারের স্টেশন রোডে একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে পুলিশ মো. ইয়াছিন মোল্লা (৫২) ও সুমন রায়কে (২৫) আটক করে। বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘আমাদের ধারণা, পতাকাগুলো বিএনপির ২৯ ডিসেম্বরের কর্মসূচি ও নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য বানানো হচ্ছিল। আমরা থানায় ৪৫টি পতাকা ও কিছু কাপড় জব্দ করেছি।’ ফরিদপুর অফিস। |
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে কিছু ব্যক্তি ও সংগঠন জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য অপপ্রচার চালাচ্ছে বলে গতকাল বৃহস্পতিবার সরকারি এক প্রেসনোটে বলা হয়েছে। সরকার বলছে, এটি স্থাপিত হলে সুন্দরবনের পরিবেশের ওপর কোনো প্রভাব পড়বে না।প্রেসনোটে বলা হয়, বর্তমানে গ্যাসের স্বল্পতা ও গ্যাসের মজুত ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানির বিষয়টি বিবেচনা করতে হচ্ছে। উন্নত ও উন্নয়নশীল দেশে স্বল্প খরচে উৎপাদনে বিকল্প জ্বালানি হিসেবে কয়লাকেই প্রাধান্য দেওয়া হয়।সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিন্তু কিছু ব্যক্তি ও সংগঠন সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।প্রেসনোটে বলা হয়, প্রকল্পটি সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে (১৪ কিলোমিটার) এবং ইউনেসকোর স্বীকৃত ন্যাশনাল হেরিটেজ সাইট থেকে ৭২ কিলোমিটার দূরে অবস্থিত। এই বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ও উন্নতমানের আমদানিনির্ভর কয়লা ব্যবহারের মাধ্যমে পরিচালিত হবে। এতে কার্বন, সালফার, ফ্লাই অ্যাশ ও অন্যান্য বায়ুদূষণের পরিমাণ ন্যূনতম পর্যায়ে থাকবে। এটা পরিবেশের ওপর কোনোরূপ বিরূপ প্রভাব ফেলবে না। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) প্রতিবেদনের অনুমোদনের লক্ষ্যে যে কয়টি পরামর্শ দেওয়া হয়েছে, সেসব পরামর্শ অনুসরণ করে রামপাল প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে ওই এলাকার অর্থনৈতিক অবস্থার আমূল উন্নতি হবে। ফলে দরিদ্র জনগোষ্ঠীর সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীলতা কমবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাবে। দেশের প্রথম ‘স্টেট-অব-দ্য-আর্ট’ প্রযুক্তিসমৃদ্ধ বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়নের জন্য দেশপ্রেমিক নাগরিকদের সহযোগিতা চাওয়া হয় সরকারি প্রেসনোটে।মাত্রই ২০ টাকায় টেস্ট ম্যাচ দেখার স্বাদ পেলেন বাংলাদেশের দর্শকেরা। আরেকটি অভাবনীয় সুযোগ আসছে সামনে। বিশ্বকাপ দেখার সুযোগ পাওয়া যাবে মাত্র ৫০ টাকায়! আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম রাউন্ড ও সুপার টেন পর্বের খেলার টিকিটের দাম শুরু হবে ৫০ টাকা থেকে। সেমিফাইনালের সর্বনিম্ন টিকিট ১০০ টাকা ও ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা। টিকিট বিক্রি শুরু হবে ১০ নভেম্বর।সারা দেশে টিকিট পাওয়া যাবে এনসিসি ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ৮০টি মানিগ্রাম আউটলেটে। অনলাইনে টিকিট কাটা যাবে আইসিসির ওয়েবসাইটে গিয়ে। সবচেয়ে বেশি দামের টিকিট গ্রুপ পর্ব ও সুপার টেনে—দুই হাজার টাকা, সেমিফাইনালে তিন হাজার টাকা ও ফাইনালে চার হাজার টাকা। মেয়েদের গ্রুপ পর্বের খেলা দেখার জন্য কোনো টিকিট লাগবে না। সেমিফাইনাল ও ফাইনাল দেখা যাবে ছেলেদের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট দিয়েই।গত ৫০ ওভারের বিশ্বকাপের টিকিট নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছিল বাংলাদেশে। দুদিন আগে থেকেই ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। টি-টোয়েন্টিতে লোকের আগ্রহ বেশি, টিকিটের দামও কম। এবারও যে টিকিটের জন্য হাহাকার পড়ে যাবে, তা নিয়ে সংশয় নেই এতটুকু। আইসিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) ক্যাম্পবেল জেমিসন আগেভাগেই তাই বাস্তবতটা বুঝিয়ে দিলেন, ‘বেশির ভাগ টিকিটই বাংলাদেশের দর্শকের জন্য থাকবে। সেটা কত শতাংশ, তা আমি এখনই বলতে পারছি না। তবে উল্লেখযোগ্য সংখ্যক থাকবে। সেটাও অবশ্য যথেষ্ট হবে না। ১৬ কোটি মানুষের দেশে ২০-২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম, চাহিদা আর জোগানের বড় একটা ঘাটতি তাই থাকবেই। এটাকে মেনে নিতেই হবে।’২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি দিয়েছে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ।গতকাল মঙ্গলবার শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি গণমাধ্যমকে জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেফাজত কর্তৃক নারী শ্রমিকদের গৃহবন্দী করার ষড়যন্ত্র প্রতিহত করা এবং নারী সাংবাদিকদের ওপর হামলার বিচার, হরতালের নামে মানুষ হত্যা ও হিংসাত্মক কার্যকলাপ বন্ধ, মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ছাঁটাই-নির্যাতন বন্ধ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ নির্মূল, জিএসপি সুবিধা পুনর্বহাল ইত্যাদি দাবিতে এ মহাসমাবেশ ডাকা হয়েছে। ওই মহাসমাবেশে সভাপতিত্ব করবেন সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান।কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনের মুক্তির দাবিতে আজ শনিবার ভোর ছয়টা থেকে টানা ৩০ ঘণ্টা নগরের কাঁচাবাজারসহ সব ধরনের দোকাটপাট বন্ধ থাকবে। একই সঙ্গে রোববার দুপুর ১২টার মধ্যে তাঁকে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখা হবে।গত বুধবার রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড় পিপাসা মিষ্টির দোকানের সামনে থেকে র্যাব আতিককে আটক করে। বৃহস্পতিবার তাঁকে আদালতের কারাগারে পাঠানো হয়।ফেডারেশনের সভাপতি সানাউল হক বলেন, র্যাব ষড়যন্ত্রমূলকভাবে আতিককে আটক করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ব্যবসায়ীরা ওই ঘটনার নিন্দা জানিয়ে ৩০ ঘণ্টা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।একই সঙ্গে রোববার স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানায় আতিক বলেন, ‘কয়েক দিন ধরে সদর আসনে নৌকার পক্ষে কাজ করায় দলের একটি অংশ তাঁর ওপর ক্ষিপ্ত হয়। তারাই আমাকে গ্রেপ্তার করায়।’ |
পাবনার ঈশ্বরদীর শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজটি সরকারীকরণের দাবিতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন ও পথসভা করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করে তারা। ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষও তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে।শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিদ্যালয় সরকারীকরণের দাবিতে মিছিল নিয়ে শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঈশ্বরদী স্টেশন সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল রোববার নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে গৃহীত দুটি বিলে তাঁর সম্মতি জ্ঞাপন করেছেন। সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।বিল দুটি হলো ‘পিতা-মাতার ভরণপোষণ বিল, ২০১৩’ এবং ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল, ২০১৩’। খবর বাসসের।বাসভবনে হামলা করে এবং পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ এনে ছাত্রদল ও ছাত্রশিবিরের ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় তিনি মামলাটি করেন। এদিকে, অধ্যক্ষের বাসভবনে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোসহ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।পুলিশ জানায়, মামলায় ছাত্রশিবির ও ছাত্রদলের এক ডজন নেতা-কর্মীসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী অধ্যক্ষ নিজেই।মামলায় অধ্যক্ষ অভিযোগ করেন, চলতি মাসেই বিরোধী দলের হরতালে তাঁর বাসায় প্রথম দফা ককটেল হামলা চালানো হয়। সোমবার রাত পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে তাঁর বাসভবনে প্রথমে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বাসভবনের সামনে থাকা শিক্ষার্থী পরিবহনের চারটি গাড়ি ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় অধ্যক্ষের ব্যক্তিগত গাড়িটিও।অধ্যক্ষ দাবি করেন, আজিজুল হক কলেজে যোগদানের আগে তিনি রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। তখন ওই কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন এবং সংগঠনটির নেতা-কর্মীদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুটি মামলা করেন। তিনি দাবি করেন, সোমবারের ঘটনায় হামলাকারী কয়েকজনকে তিনি চিনে ফেলেছিলেন। এ কারণেই তাঁর বাসায় হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলেরও সম্পৃক্ততা ছিল।এদিকে, অধ্যক্ষের বাসভবনে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, গাড়ি পোড়ানোসহ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছেন। শিক্ষক পরিষদের সভায় ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল শুক্রবার ৪০জন শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বন্ধুসভার মাধ্যমে এই শীতবস্ত্র দিয়েছেন। প্রথম আলোর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে শহরের বিভিন্ন এলাকার শীতার্তের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল এবং দুটি গরম টুপি দেওয়া হয়। এ সময় সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমদ উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ অফিস |
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হয়েছে ওয়ালটন আমন্ত্রণমূলক জাতীয় হ্যান্ডবল। উদ্বোধনী খেলায় ঢাকা কুষ্টিয়াকে, বিজেএমসি বাংলাদেশ পুলিশকে, রাঙামাটি নওগাঁকে হারিয়েছে। দিনাজপুর ড্র করেছে রাজশাহীর সঙ্গে।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৮-দলীয় জোটের সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জোটের স্থানীয় নেতারা এ পরিষদ গঠন করেন। সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির আহ্বায়ক উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে আহ্বায়ক করে ৫১ সদস্যের এ পরিষদ গঠন করা হয়। এর যুগ্ম আহ্বায়কেরা হলেন আনিসুল ইসলাম ঠাকুর, কুতুব উদ্দিন, মেরাজুল হক কাসেমী, মো. এনাম খাঁ, আনোয়ার হোসেন মাস্টার, মো. ইসহাক মিয়া প্রমুখ। সরাইল (ব্রহ্মণবাড়িয়া) প্রতিনিধিবিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন গতকাল মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর তালিকা প্রকাশ করেছে। এতে প্রযুক্তি খাতের বহুজাতিক কোম্পানিগুলোরই জয়জয়কার১০ হাজার ৪৩০ কোটিমার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে প্রথম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।৫ হাজার ৬৭০ কোটিডলার নিয়ে মাইক্রোসফট আছে দ্বিতীয় স্থানে। মাইক্রোসফটের অবস্থান বছর তিনেক ধরে একই রকম রয়েছে৫ হাজার ৪৯০ কোটিডলার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা৫ হাজার ৭০ কোটিডলার নিয়ে যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম চতুর্থ স্থান দখল করেছে৪ হাজার ৭৩০ কোটিডলার নিয়ে শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল পঞ্চম হয়েছে৩ হাজার ৯৪০ কোটি ডলারের ব্র্যান্ড ভ্যালুসম্পন্ন আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস আছে ষষ্ঠ অবস্থানে৩ হাজার ৪২০ কোটিডলার নিয়ে সপ্তম স্থানটি পেয়েছেআমেরিকার খ্যাতনামা কোম্পানি জেনারেল ইলেকট্রিক বা জিই৩ হাজার ৯০ কোটিডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে অষ্টম হয়েছেপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ইনটেল২ হাজার ৯৫০ কোটিডলার নিয়ে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নবম স্থানে উঠে এসেছে২ হাজার ৮৪০ কোটিডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার দশম স্থান পেয়েছে বিলাস পণ্যের প্রতিষ্ঠান লুইস ভুইটনটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বীথি আক্তার নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বীথির চাচা লুৎফর রহমান গতকাল ঘাটাইল থানায় হত্যা মামলা করেছেন।এজাহারে উল্লেখ করা হয়েছে, হাটকয়রা গ্রামের মৃত আবদুল বাছেতের ছেলে জনি দুই বছর আগে প্রতিবেশী ইয়াকুব আলীর মেয়ে বীথিকে (২২) বিয়ে করেন। জনি একটি বেসরকারি কৃষি কলেজের ছাত্র। তাঁর অভিভাবকেরা বিয়ের বিষয়টি ভালোভাবে মেনে নেননি। তাঁরা প্রায়ই বীথিকে নির্যাতন করতেন। ২১ ডিসেম্বর রাতে জনি বীথির শরীরে আগুন ধরিয়ে দেন। ওই রাতেই বীথিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। |
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান গতকাল বৃহস্পতিবার জবানবন্দি শেষ করেছেন। জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ। পরে জেরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।ট্রাইব্যুনাল-১-এ তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরাকালে আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।গতকাল দ্বিতীয় দিনের জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী আবদুর রাজ্জাক খান বলেন, মামলাটি সরেজমিনে তদন্ত করে প্রাপ্ত সাক্ষ্য ও দালিলিক প্রমাণাদিতে তিনি একাত্তরে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের নিখিল পাকিস্তানের সভাপতি ও আলবদর বাহিনীর প্রধান নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক প্রমাণ পান। এ জন্য তিনি ২০১১ সালের ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।গতকাল জবানবন্দির বেশির ভাগ সময়জুড়ে তদন্ত কর্মকর্তা তদন্তকালে কবে, কোথায় মামলাসংক্রান্ত সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছেন, তা উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, সহযোগী তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম ২০১১ সালের ১০ মার্চ শ্যামলী নাসরীন চৌধুরী এবং গত বছরের ২৫ আগস্ট সৈয়দা সালমা মাহমুদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।জবানবন্দি শেষে আবদুর রাজ্জাক খানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।ইকোনমিস্ট-এর বিষয়ে আদেশ ৪ নভেম্বর: যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ৪ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল এই আদেশের জন্য দিন ধার্য ছিল।সমুদ্রশহর বলে পর্যটকদের কাছে কক্সবাজার শহরটা একটু বেশিই আকর্ষণীয়। কক্সবাজারের আর সব আকর্ষণের সঙ্গে যোগ হওয়ার কথা ছিল ক্রিকেটেরও। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ হবে না নির্মীয়মাণ কক্সবাজার স্টেডিয়ামে।কাল টুর্নামেন্টের সূচি ও টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণায় টি-টোয়েন্টি বিশ্বকাপের যে তিনটি ভেন্যুর কথা বলা হলো, তাতে নেই কক্সবাজার স্টেডিয়াম। কক্সবাজারের পরিবর্তে মেয়েদের বিশ্বকাপ হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। কক্সবাজারে কেন হবে না মেয়েদের বিশ্বকাপ, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘কক্সবাজার স্টেডিয়াম এখন পুরোপুরি হলেও ওখানে উইকেট একদমই নতুন। কোনো খেলা হয়নি ওখানে। এ রকম নতুন উইকেটে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট হওয়া একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়।’ তবে বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন, বিশ্বকাপের কিছু প্রস্তুতি ম্যাচ হলেও হতে পারে কক্সবাজার স্টেডিয়ামে, ‘বিশ্বকাপে অনেক ম্যাচ আছে। মূল টুর্নামেন্টের বাইরেও ছেলেদের-মেয়েদের অনুশীলন ম্যাচসহ অনেক ম্যাচ হবে।’স্টেডিয়াম এখনো ম্যাচ খেলার জন্য প্রস্তুত কেন হলো না সেই ব্যাখ্যা দিতে গিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘কক্সবাজারের জন্য টেন্ডার হওয়ার কথা ছিল দেড় বছর আগে। কিন্তু আমাদের অ্যাডহক কমিটি যখন দায়িত্ব নিল, আমরা দেখলাম কক্সবাজার স্টেডিয়ামের কোনো কাজই হয়নি। এমনকি জমি অধিগ্রহণও হয়নি।’ বিশ্বকাপের ভেন্যু তালিকায় থাকলেও এখনো পুরোপুরি প্রস্তুত নয় সিলেট স্টেডিয়ামও। তবে এই স্টেডিয়ামের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন সভাপতি, ‘আমি নিশ্চিত করছি, সিলেটের সংস্কারকাজ ২০ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। সত্যি বলতে কি ১০ নভেম্বরের মধ্যেই শেষ হবে।’ এর আগে ৩০ অক্টোবরের মধ্যে এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিসিবির অনুরোধে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় সময় বাড়ানো হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত।কক্সবাজার স্টেডিয়ামের জায়গা নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবির দড়ি টানাটানি কম হয়নি। স্টেডিয়ামের জন্য নির্দিষ্ট করা জায়গাটি মূলত পর্যটন মন্ত্রণালয়ের এবং তারা এ জায়গায় পাঁচ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা করেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপের পর জায়গা ছেড়ে দেওয়া হবে, এই শর্তে বিসিবিকে অস্থায়ী ভিত্তিতে মাঠ নির্মাণের সুযোগ দেয় পর্যটন মন্ত্রণালয়। এখন যেহেতু বিশ্বকাপের ম্যাচই সেখানে হবে না, মাঠের জায়গা নিয়ে দড়ি টানাটানিটা শুরু হতে পারে আবারও। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠলে নাজমুল হাসান আবারও বললেন, ‘স্টেডিয়াম বানানো শেষ। এখন আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি ওখানে কিছু খেলা দিতে। তাহলে পিচের আচরণটা বোঝা যাবে। আর আগেই বলেছি অনুশীলন ম্যাচসহ বিশ্বকাপে অনেক ম্যাচ আছে। অনুশীলন ম্যাচ ওখানেও হতে পারে।’বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেই অবশ্য খেলা শুরু হয়ে গেছে কক্সবাজার স্টেডিয়ামে। মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের চলতি সিরিজের ম্যাচ হচ্ছে ওখানেও।দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী চার জেলায় গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কুড়িগ্রামে ১২জন, চট্টগ্রামে দুজন, সুনামগঞ্জে একজন ও মানিকগঞ্জে একজন মনোনয়নপ্রত্র সংগ্রহ করেন।চট্টগ্রামে জাসদের মঈন উদ্দীন খান ও জাতীয় পার্টির সোলয়মান আলম শেঠ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সোলয়মান চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে এবং মঈন উদ্দীন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে মনোনয়ন প্রত্যাশী।মঈন উদ্দীনপ্রথম আলোকে বলেন, ‘আমি ১৪ দলের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’ সোলয়মান বলেন, ‘দলের চেয়ারম্যানের অনুমতি নিয়েই মনোনয়নপত্র নিয়েছি।’কুড়িগ্রাম জেলার চারটি আসনে জাতীয় পার্টির (এরশাদ) ১২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা) আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ এ কে এম মোস্তাফিজার রহমান এবং জেলা জাপার সদস্য সচিব ইব্রাহিম খলিল।কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে মনোনয়নপত্র নিয়েছেন সাবেক মন্ত্রী জেলা জাপার আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ও তাঁর ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চৌধুরী সফিকুল ইসলাম। কুড়িগ্রাম-৩ (উলিপুর ও চিলমারী উপজেলার আংশিক) আসনে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম, সাবেক সাংসদ গোলাম হাবিব, চিত্র পরিচালক বাদল খন্দকার, আবু তাহের খায়রুল হক ও প্রকৌশলী আনিছুর রহমান। কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারীর আংশিক) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সাংসদ গোলাম হাবিব, ইউনুছ আলী ও হুমায়ুন কবীর।গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধে ভূমিকা রাখতে পারছে না আওয়ামী লীগ; বরং জামায়াত-শিবিরের হামলার ভয়ে স্থানীয় অনেক নেতা-কর্মী গা ঢাকা দিয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির। নেতৃত্বের অভাব ও নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।এর কারণ অনুসন্ধানে জানা গেছে, উপজেলার মেরিরহাট সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসন থেকে জামায়াতের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর বাড়ি পলাশবাড়ী উপজেলা শহরে হওয়ায় তিনি জামায়াতকে সংগঠিত করেছেন। পক্ষান্তরে পাঁচ বছর ক্ষমতায় থেকেও সাংগঠনিক ভিত্তি শক্ত করতে পারেনি স্থানীয় আওয়ামী লীগ।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, নেতৃত্বের অভাবে নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত। অনেক নেতা-কর্মী নানা তদবির নিয়ে ব্যস্ত থাকেন। ফলে জামায়াত-শিবিরের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীরা সংগঠিত হতে পারছেন না।এদিকে ক্ষমতাসীন দলের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে পলাশবাড়ী শহরে বেপরোয়া হয়ে উঠেছে জামায়াত-শিবির। প্রতিটি হরতাল-অবরোধে তারা পলাশবাড়ী উপজেলা শহরে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, গাছ কেটে অবরোধ সৃষ্টিসহ তাণ্ডব চালাচ্ছে। ১০ ডিসেম্বর পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোকছেদ চৌধুরীর বাড়ি, তাঁর একটি সরকারি পাজেরোসহ দুটি গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের বাড়ি, সহসভাপতি সাইফুলার রহমানের বাড়ি, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিনের ভাই কাজল মিয়ার মাছের হ্যাচারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলামের বাড়ি এবং উপজেলা জাসদের সভাপতি সাংবাদিক নুরুজ্জামান প্রধানের বাড়িঘর পুড়িয়ে দেয় জামায়াত-শিবির। ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।জানতে চাইলে মোকছেদ চৌধুরী বলেন, গাইবান্ধা-৩ আসনে ত্যাগী নেতাকে বাদ দিয়ে ইউনুসকে দলীয় মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীরা হতাশ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে আগ্রহ হারিয়ে ফেলেছেন। ফলে জামায়াত-শিবির প্রতিরোধে তাঁদের সাড়া মিলছে না।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান বলেন, নেতৃত্বের অভাব—অভিযোগটি সঠিক নয়। মূলত পলাশবাড়ী শহরের বিটিসি মোড় গাইবান্ধার সাদুল্যাপুর, রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের ঘোড়াঘাটের সীমানা। এ মোড়ের আশপাশের গ্রামগুলো জামায়াত-অধ্যুষিত। এ ছাড়া ঢাকা-রংপুর মহাসড়ক ধরে রংপুরসহ উত্তরাঞ্চলের সাত জেলার লোকজনকে ঢাকায় যেতে হলে পলাশবাড়ী দিয়ে যেতে হয়। এসব কারণে জামায়াত-শিবির পলাশবাড়ী শহরকে আন্দোলনের মূল ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে। এখানে জামায়াত-শিবির বেপরোয়া।অপরদিকে আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে পলাশবাড়ীর পাশের গোবিন্দগঞ্জ শহরে স্থানীয় জামায়াত-শিবির মিছিল বের করতে পারছে না। বের করলেও পুলিশের আগে আওয়ামী লীগই প্রতিরোধ করছে। এ ছাড়া জামায়াতের ঘাঁটি বলে পরিচিত সুন্দরগঞ্জে নির্বাচনী ইস্যুতে তেমন কোনো ভূমিকা নেই জামায়াত-শিবিরের। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সহিংসতায় ৩২টি মামলায় প্রায় ৬০ হাজার আসামি হওয়ায় জামায়াত-শিবিরের নেতারা পলাতক রয়েছেন। |
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। ইউসুফ গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এ মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে জানান, সাক্ষী শারীরিকভাবে অসুস্থ। পরে ট্রাইব্যুনাল এ মামলার কার্যক্রম মুলতবি করেন।জহিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদেশ ১০ অক্টোবর: গতকাল একই ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালালের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের আদেশের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার গ্রিনভিউ রেস্টহাউসে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমা আক্তার (৪০) নামের এক পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। তিনি শ্রীমঙ্গল সদরের শাহীবাগ আবাসিক এলাকার শহিদুল আসলামের স্ত্রী। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ জানান, গতকাল বেলা তিনটার দিকে রেস্টহাউসের পঞ্চম তলায় কাপড় শুকাতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিদশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল মঙ্গলবার দুপুরে কুরিয়ার সার্ভিস ও ফ্যাক্সে ওই নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, ব্যর্থ হলে তফসিল বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হবে।নোটিশ পাঠানো আইনজীবী ইউনূস আলী আকন্দ পরে প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায় আছে নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। কিন্তু সংসদ না ভেঙে তফসিল ঘোষণা করা হয়েছে। এ কারণে আইনি নোটিশ পাঠানো হয়।নোটিশে বলা হয়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদের বিবেচনা অনুসারে যুক্তিসঙ্গতকাল পূর্বে যথা ৪২ দিন পূর্বে, সংসদ ভাঙ্গিয়া দেওয়া বাঞ্ছনীয় হবে।’ কিন্তু রায়ের নির্দেশনা অনুসারে ৪২ দিন আগে সংসদ ভেঙে দেওয়া হয়নি। গত সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।আবদুর রাজ্জাকজাকের পার্টির জাতীয় কমিটির সাবেক নেতা আবদুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৮ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বেলা চারটায় রাজধানীর কাফরুলের নিজ বাসভবনে (১৫৫, উত্তর ইব্রাহীমপুর) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্যসংবলিত অনুষ্ঠান প্রচারিত হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম কেন হাতে নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দুই সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।আদেশ অনুসারে আটজনকে এই নোটিশের জবাব দিতে হবে। তাঁরা হলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, অনুষ্ঠানপ্রধান, ‘মুক্তবাক’ নামক টক শোর প্রযোজক, টক শোটির সঞ্চালক মাহমুদুর রহমান মান্না এবং দুই আলোচক গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহ।উন্নতির ধারাটা ধরে রেখেই সিআইএমবি ক্লাসিকটা শেষ করলেন সিদ্দিকুর। বাংলাদেশের গলফার মালয়েশিয়ার এই টুর্নামেন্টে শেষ করেছেন যৌথভাবে ২৫তম স্থানে (এশীয়দের মধ্যে চতুর্থ) থেকে। তৃতীয় রাউন্ড শেষে সিদ্দিকুর ছিলেন ৩২তম স্থানে। কাল শেষ দিনে পাঁচটি বার্ডি করা ২৯ বছর বয়সী এই গলফার সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে ৪ শট কম। ৭০ লাখ ডলারের এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারিত হবে আজ প্লে-অফে। চতুর্থ রাউন্ড শেষে পারের চেয়ে ১৪ শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে ছিলেন দুই মার্কিন গলফার রায়ান মুর ও গ্যারি উডল্যান্ড। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া এই আদেশ দেন। একই সঙ্গে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক গতকাল হান্নান শাহকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তাঁকে গতকাল মতিঝিল থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।আদালতে রাষ্ট্রপক্ষে বলা হয়, ২৭ অক্টোবর ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতাল সফল করার উদ্দেশ্যে আসামির নির্দেশনা, পরিকল্পনা এবং উসকানিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সোমবার রাত নয়টার দিকে রাজধানী থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ।আজ ২৮ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—আকাশি, ধূসর, সোনালি। শুভ রত্ন—অ্যামিথিস্ট, অ্যাকুয়ামেরিন। বিশিষ্ট ব্যক্তিত্ব—প্রেসিডেন্ট উড্রো উইলসন, রাজা ধীরেন্দ্র, সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে আজ ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনতে পারে। সহকর্মীর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে)কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে উৎসাহী করতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন)শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই)দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রবাসী কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)কর্মস্থলে কোনো চিঠি কিংবা গুরুত্বপূর্ণ নথি যথাসময়ে না পাওয়ায় সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পেমের ব্যাপারে আজ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ফেসবুকে মতবিনিময়ের মধ্য দিয়ে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। |
নাটোরের লালপুরে গাঁজা সেবনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার মুক্তার হোসেন (৩০) নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। সাজাপ্রাপ্ত মুক্তারের বাড়ি নাটোরের নলডাঙ্গা সেনবাগ গ্রামে। লালপুরের মোমিনপুর বটতলায় গাঁজা সেবনের সময় পুলিশ তাঁকে আটক করে। লালপুর (নাটোর) প্রতিনিধিতাঁর বিদায়ী টেস্ট নিয়ে সরগরম ক্রিকেট-বিশ্ব। ঘরোয়া ক্রিকেটে শেষ ম্যাচটা শুরু হয়েছে গতকাল। হরিয়ানার বিপক্ষে মুম্বাইয়ের সেই ম্যাচে প্রথম ইনিংসে ৫ রান করেই শচীন টেন্ডুলকার বোল্ড হয়ে গেছেন মোহিত শর্মার বলে —ওয়েবসাইটনির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী ১৮-দলীয় জোটের রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা-গুলিতে নিহত ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার রাজশাহী, বগুড়া ও সিলেটের বিশ্বনাথে এবং কাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ ও কুমিল্লায় হরতাল ডাকা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী মহানগরে আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল মিছিলে পুলিশের গুলি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক আহত হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান গতকাল এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন।বগুড়ার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী গতকাল পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবি করেন, বিনা উসকানিতে পুলিশ-বিজিবি সদস্যরা যুবদলের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি চালিয়ে ইউসুফকে হত্যা করেছেন।সিলেটের রশিদপুরে গতকাল পুলিশের সঙ্গে বিশ্বনাথ উপজেলা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খানসহ চারজনকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ বিশ্বনাথ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।কুমিল্লা ও সিরাজগঞ্জে কাল হরতাল: কুমিল্লা শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হানকে আটক এবং ছাত্রদলের কর্মী দেলোয়ার হোসেনকে হত্যার প্রতিবাদে কাল বৃহস্পতিবার আধা বেলা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।রাজমিস্ত্রি সাকমান হোসেন নিহত হওয়ার ঘটনায় এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নূর কায়েমকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।দিনাজপুরের পার্বতীপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আগের দিন বৃহস্পতিবার রাতে রংপুরের তারাগঞ্জে নৈশকোচ ও ভটভটির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হন।গতকাল সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের এরশাদনগর মোড়ে পিকআপ ভ্যানের চাপায় শাহাদত হোসেন ওরফে সায়েম (২৩) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। শাহাদত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের গাড়িচালক ফারুক হোসেনের ছেলে। তাঁর বাড়ি ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) রংপুর শাখার ইলেকট্রনিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।এদিকে একটি ভটভটি যাত্রী নিয়ে ইকরচালী বাসস্ট্যান্ড থেকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টায় ভটভটিটি রংপুর-সৈয়দপুর মহাসড়কের তেরমাইল নামক স্থানে পৌঁছালে রংপুরগামী একটি নৈশকোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটির যাত্রী জগদীশপুর গ্রামের বাসিন্দা কালা মিয়া (২০) নিহত হন। |
মোহামেডানকে লজ্জায় ডুবিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিল শেখ জামাল। কাল মিরপুরে ২৩৯ রানে জিতে লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের মাটিতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে ধানমন্ডির ক্লাবটি। লিস্ট ‘এ’ ম্যাচে এর চেয়ে বেশি ব্যবধানে নিষ্পত্তি হওয়া ম্যাচ আছে মাত্র ৩২টি, যার চারটিতে আবার দুই দলের ব্যবধানটা ছিল ৩০০ রানের বেশি। ১৯৯০ সালের ২৭ জুন ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার ব্যাংক ট্রফিতে সমারসেট (৪১৩/৪) ডেভনকে (৬৭) হারিয়েছিল ৩৪৬ রানে। ওয়ানডের রেকর্ডটা ২৯০ রানের (নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড, অ্যাবারডিন, ২০০৮)।ব্যাপক ককটেল বিস্ফোরণ ও পিকেটিংয়ের মধ্য দিয়ে গতকাল রোববার বগুড়া শহরে হরতাল পালিত হয়েছে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ পাড়া-মহল্লায় অবস্থান নেয় হরতাল-সমর্থকেরা। শহরের সব দোকানপাট বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শহরের সাতমাথা এলাকা ছাড়া বড়গোলা, দত্তবাড়ি, নামাজগড় এলাকায় গতকাল কোনো পুলিশই দেখা যায়নি। টহল পুলিশের গাছাড়া ভাবের কারণে পিকেটারদের হাতে সাধারণ মানুষকে বেশ নাজেহাল হতে হয়েছে। সরকারি দলের কোনো নেতাকেও মাঠে দেখা যায়নি। আওয়ামী লীগের কার্যালয়ে দিনভর তালা ঝুলেছে। শিবির লাঠিসোঁটা নিয়ে শহরের সড়কগুলোও প্রদক্ষিণ করে। ককটেল ও পিকেটারদের ভয়ে শহরের প্রধান সড়ক তো নয়ই, এমনকি পাড়া-মহল্লায়ও কোনো যানবাহন চলেনি।সকাল থেকে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর, জেল সুপারের বাসভবনের সামনে, পিটিআই মোড়, কানুছগাড়ি, মফিজ পাগলার মোড়, বাংলাদেশ ব্যাংকের সামনে, ঠনঠনিয়া, কলোনি, বনানী, নামাজগড়, সরকারি আজিজুল হক কলেজের সামনেসহ বিভিন্ন স্থানে অন্তত ৪০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল-সমর্থকেরা। বেলা ১১টার দিকে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হায়দার আলীর উপশহর এলাকার বাসভবনে হামলা চালায় হরতাল-সমর্থকেরা।আইনজীবী আবদুল লতিফ জানান, গতকাল জেলা জজ আদালত চত্বরে সকালে একটি ও দুপুরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। চত্বরের বাইরের মাঠ থেকে ককটেল দুটি ছুড়ে মারা হয়। তবে এতে কোনো হতাহত হয়নি।সকাল থেকে কাহালু রেলস্টেশনের সান্তাহার-লালমনিরহাট রেলপথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন আটকে দেয় হরতাল-সমর্থকেরা। তা ছাড়া সান্তাহার-বোনারপাড়া রুটে সারা দিনই ট্রেন চলাচল বন্ধ থাকে।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, বিজিবি-পুলিশ-র্যাবের সদস্যরা তৎপর থাকায় হরতালে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন বড় কিছু ঘটেনি। তবে শিবিরের লাঠিসোঁটা নিয়ে শহর প্রদক্ষিণের কথা স্বীকার করে তিনি জানান, দুই দিন আগেও ১৮ দলের নেতাদের লাঠিসোঁটা নিয়ে মিছিল না করার বিষয়ে সতর্ক করা হয়। গতকাল আবার শিবির লাঠিসোঁটা নিয়ে মাঠে নামে। এরপর আবার তারা এ ধরনের কোনো কাজ করলে পুলিশ কঠোর অবস্থান নেবে।দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছুই করি, যা অনেক সময় বড় সমস্যার সৃষ্টি করে। সাধারণত মুঠোফোনে কথা বলা, কম্পিউটারে কাজ করা বা শিশুকে আদর করার ভঙ্গি থেকেই হতে পারে নানা সমস্যা। তাই যেকোনো কাজেই পালন করা উচিত একটু সতর্কতা। আসুন, আজ থেকেই অভ্যাসগুলো দূর করি।মুঠোফোনে বাড়তি সময়গবেষকেরা বলছেন, মুঠোফোনে অতিরিক্ত ও দীর্ঘ সময় ধরে খুদে বার্তা পাঠানো বা ফেসবুক ব্যবহার করা থেকে বুড়ো আঙুলের গোড়ায় আথ্রাইটিস হতে পারে। এ কারণে দিনের শেষে আপনি বুড়ো আঙুলে ব্যথা বা অবশ অনুভূতিতে আক্রান্ত হতে পারেন। ফোনে কথা বলার জন্য যতটা সম্ভব ব্যবহার করুন, বড় বড় বার্তা পাঠানো বা অনেকক্ষণ ধরে ব্রাউজ করা এড়িয়ে চলুন। এগুলোর জন্য আপনার কম্পিউটার ব্যবহার করাই ভালো।শিশু কোলে নেওয়াদুই হাত দিয়ে শিশুকে কোলে তোলা ও উঁচু করে ধরে রাখা থেকে ডিকুয়েরভ্যানস টেনোসাইনুভাইটিস নামের সমস্যা হয়। এ কারণে কবজি ও বুড়ো আঙুলের ওপর চাপ পড়ে। এতে ব্যথা, এমনকি ফুলে যেতে পারে। শিশু কোলে নেওয়ার সময় কেবল কবজির ওপর ভর দিয়ে নয়, পুরো হাতের বড় পেশিগুলো ব্যবহার করুন। শিশুর পিঠ ও পশ্চাদ্দেশসহ কোলে নিন এবং হাত দিয়ে উঁচু করে তুলে ধরে রাখবেন না বা লোফালুফি করবেন না।শিশুকে ঘাড়ে নিয়ে ঘোরাশিশুকে ঘাড়ের ওপর তুলে অনেকে ঘোরাঘুরি করেন। এতে ঘাড়, মেরুদণ্ডের পেশি ও হাড়ের গুরুতর ক্ষতি হতে পারে। যদি নিতেই হয়, প্রথমে একটি চেয়ার বা বিছানায় বসুন, শিশুকে বিছানা থেকে ঘাড় বেয়ে উঠতে বলুন এবং তারপর ধীরে ধীরে দাঁড়ান। কখনো মেঝে থেকে শিশুকে ঘাড়ে নেবেন না।সোফায় শুয়ে টিভি দেখাবাইরে থেকে এসে সোফায় বা গদিতে গা এলিয়ে দিয়ে মাথা বাঁকা করে টিভি দেখা আরেকটি খারাপ অভ্যাস। এতে ঘাড়ের পেছনে চাপ পড়ে এবং পরদিন ব্যথা হতে পারে। টিভি দেখার সময় চেয়ারে সোজা হয়ে বসুন—কাত হয়ে শুয়ে নয়।উপুড় হয়ে শোয়াঅনেকে উপুড় হয়ে সারা রাত ঘুমান। সকালে ঘাড় ও কাঁধে ব্যথা হয়। কেননা উপুড় হয়ে শুলে এক হাত সাধারণত হাইপার এক্সটেন্ড হয়ে থাকে এবং ঘাড়ের ওপর চাপ পড়ে। চিত হয়ে বা পাশ ফিরে ঘুমানোর অভ্যাস করুন। সূত্র: ওয়েবমেড।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলায় জাসদ (ইনু) মনোনীত প্রার্থী খোরশেদ আলমের নির্বাচনী প্রচারণা চলাকালে কর্মীদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। উপজেলার জিরানপুর এলাকায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দুটি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।খোরশেদ বলেন, ‘নির্বাচনী প্রচারণা চালিয়ে ফেরার পথে আমরা ওই হামলার শিকার হই। হামলাকারীরা নির্বাচন প্রচারণায় নিয়োজিত কর্মীদের ব্যবহূত দুটি মোটরসাইকেল ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেয়। পরে আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে অবহিত করি।’ |
ভোটার তালিকার দুটি হিসাবে সাড়ে চার লাখ ভোটার নিয়ে গরমিল দেখা দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হিসাব অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার নয় কোটি ১৯ লাখ ৪৮ হাজার ২২৪ জন। আর নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী মোট ভোটার নয় কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৩১৯ জন। উভয় হিসাবের মধ্যে ব্যবধান চার লাখ ৫৪ হাজার ৯০৫ জন।এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ভোটার তালিকায় করণিক, যান্ত্রিক ও গাণিতিকসহ নানান ধরনের ভুল থাকতে পারে। বিষয়টি কমিশন সচিবালয় খতিয়ে দেখছে। তাঁর দাবি, ভোটার তালিকার তথ্যভান্ডারে কোনো ত্রুটি নেই। মাঠ কর্মকর্তাদের হিসাবে ভুল হতে পারে।কমিশন সচিবালয় সূত্র জানায়, সারা দেশে এক লাখ ১০ হাজার ভোটার এলাকা রয়েছে। গত সপ্তাহে মাঠপর্যায় থেকে এলাকাভিত্তিক ভোটার তালিকা কমিশনে পাঠানো হয়। অন্যদিকে নিবন্ধন অনুবিভাগ থেকে গত মঙ্গলবার কমিশন সচিবালয়ে সর্বশেষ হালানাগাদের তথ্য পাঠানো হয়। নিবন্ধন অনুবিভাগের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারসংখ্যা নয় কোটি ১৯ লাখ ৪৮ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ চার কোটি ৬১ লাখ ১১ হাজার ৫৪৭ জন এবং নারী চার কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৬৭৭ জন।এবারের হালনাগাদে ৭০ লাখ ১৭ হাজার ৫২১ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। একই সময় সাত লাখ ৪১ হাজার ৬৯ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার ঠিকানা স্থানান্তর হয়েছে চার লাখ ৬৭ হাজার ৫৩৪ জনের। এর আগে গত জানুয়ারিতে হালনাগাদ শেষে নির্বাচন কমিশনের হিসাবে মোট ভোটারসংখ্যা ছিল নয় কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৫২।গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যোগ্য নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারেন। মৃত্যুজনিত কারণে তালিকা থেকে ভোটারের নাম বাদ যাচ্ছে।কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ থাকে তাঁদের ওপর। পারফরম্যান্স দিয়ে কখনো কখনো প্রত্যাশাকে ছাপিয়ে যেতে পারেন বলেই মানুষের কাছে ফুটবলাররা নায়ক। অনেকের আদর্শও।কিন্তু সবাই পারেন না আদর্শ হয়ে থাকতে। মাঠ ও মাঠের বাইরে বিতর্কিত সব কাজের জন্য নন্দিত থেকে নিন্দিত হয়ে যান অনেকেই। সেটা যাতে না হয় সে জন্য ফুটবলারদেরও ওইভাবে তৈরি করতে হয়, দিতে হয় চাপ আর খ্যাতির বিড়ম্বনা সামলানোর শিক্ষা। ইংলিশ ফুটবল আসোসিয়েশনের (এফএ) দেড় শ বছর পূর্তি অনুষ্ঠানে নিজের বক্তব্যে এদিকেই দৃষ্টি আকর্ষণ করলেন সংস্থাটির সভাপতি প্রিন্স উইলিয়াম।পদাধিকার বলে ইংলিশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বময় কর্তা হলেও উইলিয়ামের ফুটবলপ্রীতির কথা অজানা নয়। অ্যাস্টন ভিলা-অন্তঃপ্রাণ সমর্থক উইলিয়াম কিছুদিন আগে ব্রিটিশ রাজবাড়ির সামনেও ফুটবল ম্যাচ আয়োজন করে প্রশংসিত হয়েছেন। তবে পরশু এফএর দেড় শ বছর পূর্তি অনুষ্ঠানের রাতে নিজের বক্তব্যে ডিউক অব কেমব্রিজ বুঝিয়েছেন শুধু খেলা দেখা কিংবা সমর্থন করা নয়, ইংলিশ ফুটবল নিয়ে আছে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনাও, ‘আমাদের জাতীয় দলের ফুটবলাররা লাখ লাখ তরুণের আদর্শ। আমার মনে হয় বিশাল চাপ বয়ে চলা এসব ফুটবলারের কিছুটা সাহায্য ও প্রশিক্ষণ দরকার, যাতে তাঁরা এটার সঙ্গে মানিয়ে যেতে পারেন।’ এএফপি।২০১৪ সালের এসএসসির প্রস্তুতি-৮বহুনির্বাচনি প্রশ্ন অংশ-৮প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।সমাস১৫. বহুব্রীহি সমাস কোনটি?ক. নদীমাতৃক খ. কানাকানি গ. অজ্ঞান ঘ. নির্ভুলসঠিক উত্তর: ক. নদীমাতৃক১৬. দ্বিগু সমাস কোনটি?ক. ত্রিফলা খ. তেপায়া গ. দোটানা ঘ. হাতে-ছড়িসঠিক উত্তর: ক. ত্রিফলা১৭. অব্যয়ীভাব সমাস কোনটি?ক. দশগজ খ. উপকূল গ. চারহাতি ঘ. চতুর্ভুজসঠিক উত্তর: খ. উপকূল।উপসর্গ১. উপসর্গ কী?ক. ভাষায় ব্যবহূত সর্বনাম খ. ক্রিয়াবাচক শব্দাংশগ. ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশঘ. ভাষায় ব্যবহূত অব্যয়সঠিক উত্তর: গ. ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ২. উপসর্গের কাজ কী?ক. নতুন শব্দ গঠন খ. বর্ণ সংস্করণগ. যতি সংস্থাপন ঘ. পার্থক্য নিরূপণসঠিক উত্তর: ক. নতুন শব্দ গঠন৩. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?ক. ক্রিয়া বিভক্তি খ. শব্দ বিভক্তি গ. প্রত্যয় ঘ. উপসর্গসঠিক উত্তর: ঘ. উপসর্গ৪. শব্দের আগে বসে কোনটি?ক. অনুসর্গ খ. উপসর্গ গ. প্রত্যয় ঘ. বিভক্তিসঠিক উত্তর: খ. উপসর্গ৫. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?ক. ২১টি খ. ২২টি গ. ১১টি ঘ. ১০টিসঠিক উত্তর: ক. ২১টি৬. তৎসম উপসর্গ কয়টি?ক. ২০টি খ. ২১টি গ. ১৮টি ঘ. ১৬টিসঠিক উত্তর: ক. ২০টিধাতু, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়১. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয়?ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতুগ. যৌগিক ধাতু ঘ. কৃৎ ধাতুসঠিক উত্তর: ক. সাধিত ধাতু২. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?ক. ধাতু খ. প্রত্যয় গ. সমাস ঘ. উপসর্গসঠিক উত্তর: ক. ধাতু৩. ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?ক. স্ত্রী প্রত্যয় খ. কৃৎ প্রত্যয় গ. তদ্ধিত প্রত্যয় ঘ. প্রত্যয়সঠিক উত্তর: খ. কৃৎ প্রত্যয়৪. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?ক. মহৎ+ইমন খ. মহা+ইমা গ. মহা+ইম ঘ. মহি+ইমনসঠিক উত্তর: ক. মহৎ+ইমন৫. বাংলা ভাষায় ব্যবহূত বিদেশি ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?ক. হিন্দি খ. সংস্কৃত গ. বাংলা ঘ. ফারসিসঠিক উত্তর: ক. হিন্দি৬. ধাতু বা প্রকৃতির অন্ত্য ধ্বনির আগের ধ্বনিকে কী বলে?ক. উপধা খ. গুণ গ. ইং ঘ. সন্ধিসঠিক উত্তর: ক. উপধা৭. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতুগ. যৌগিক ধাতু ঘ. ধাতু সংযোগসঠিক উত্তর: ক. মৌলিক ধাতু৮. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?ক. ভাষা সংক্ষেপণ খ. নতুন শব্দ গঠনগ. শব্দের মিলন ঘ. শব্দসংকোচনসঠিক উত্তর: খ. নতুন শব্দ গঠন৯. শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে কী যুক্ত হয়?ক. তদ্ধিত প্রত্যয় খ. কৃৎ প্রত্যয় গ. উপসর্গ ঘ. ধাতুসঠিক উত্তর: ক. তদ্ধিত প্রত্যয়।শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাপরবর্তী অংশ ছাপা হবে আগামীকালঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল শুক্রবার ৫২ দিন পর কবর থেকে নাজমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর লাশ তোলা হয়েছে। পীরগঞ্জ পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল আলমের নেতৃত্বে সকালে স্থানীয় পীরডাঙ্গী গোরস্থান থেকে লাশ তোলা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।নাজমার পরিবার জানায়, গত ৫ নভেম্বর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমার প্রসব ব্যথা উঠলে পৌর শহরের মিত্রবাটী মহল্লার সারোয়ার স্ত্রীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান চিকিৎসা না পাওয়ায় তাঁকে ওই দিনই পীরগঞ্জ আধুনিক ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও নাজমার চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করা হয়। পরে ওই দিন রাতেই সেখানে নাজমার মৃত্যু হয়।পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সারোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলোজিস্ট সাইফুল, ডেন্টাল টেকনিশিয়ান আরাফাত, আধুনিক নার্সিং হোমের ব্যবস্থাপক আফরোজা ও জ্যোতিষ শর্মাকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে থানায় ২৯ নভেম্বর মামলা হয়।থানার এসআই আবদুল হামিদ জানান, ১২ ডিসেম্বর শুনানি শেষে আদালত নাজমার লাশ উত্তোলন করে মর্গে পাঠানোর নির্েদশ দেন। |