content
stringlengths 0
129k
|
---|
কমিউনিস্ট পার্টির সঙ্গে ঐক্য প্রসঙ্গে ম্যান্ডেলা বলেছেন, "দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই ঐক্য মজবুত হয়েছে |
বহু শহীদের রক্তের অক্ষরের লিখিত এই মৈত্রী |
সমাজতন্ত্র লক্ষ্য হলেও ম্যান্ডেলা সরাসরি সমাজতন্ত্রের পথ নেননি |
আফ্রিকান জনগণের বিশেষ পশ্চাৎপদতার কারণে সরাসরি সমাজতন্ত্রের পদক্ষেপ নেয়া বাস্তবে সম্ভব হয়নি |
এমনকি এখনো অর্থনীতির মূল কয়েকটি জায়গা শ্বেতাঙ্গদের হাতে রয়েছে |
এ নিয়ে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের একাংশের মধ্যে সমালোচনা আছে |
কিন্তু আমার বিবেচনায় এইরকম সমালোচনা সঠিক নয় |
ম্যান্ডেলা একই সঙ্গে আদর্শবাদী ও বাস্তববাদী |
দক্ষিণ আফ্রিকা সমাজতন্ত্রের পথেই অগ্রসর হবে, তবে ধীরগতিতে |
ম্যান্ডেলার উত্তরাধিকার |
নেলসন ম্যান্ডেলার আরেকটি বড় গুণ যে, তিনি ভুল করলে তা স্বীকার করতে দ্বিধাবোধ করতেন না |
অত্যন্ত বিনয়ী অমায়িক এই মানুষটি নিজেই বলেছেন, "সংগ্রামের চলার পথে আমি অনেক ভুলও করেছি, কারণ আমি কোনো সিদ্ধপুরুষ () নই, আমি আন্দোলনের কর্মী মাত্র |
" লেনিনও বলেছেন, ভুল করে না এমন মানুষ নেই |
কিন্তু তিনিই যথার্থ বিপ্লবী, যিনি দ্রুত ভুল ধরতে পারেন, স্বীকার করেন এবং শোধরানোর চেষ্টা করেন |
একই কথা ম্যান্ডেলাও অনেকবার বলেছেন |
নেলসন ম্যান্ডেলার আরেকটি ব্যক্তিগত গুণ হলো, তার বিনয়ী ভাব |
বিপুল জনপ্রিয়তা তাঁর মধ্যে মতিভ্রম সৃষ্টি করেনি অথবা তাঁকে অহঙ্কারী করে তোলেনি |
ব্যক্তিবাদ যাতে কোনোভাবে তৈরি না হয় সেজন্য তিনি নিজেই সজাগ, সচেতন ও সক্রিয় ছিলেন |
তাঁর মধ্যে এই ধরনের যে বিরল গুণাবলি ছিল, তা ইতিহাসের কম রাষ্ট্রনায়কের মধ্যে পাওয়া যাবে |
ম্যান্ডেলা রেখে গেছেন তাঁর নিজ দেশ দক্ষিণ আফ্রিকার জন্য এক সমৃদ্ধ উত্তরাধিকার |
তিনি বিশ্বমানবের জন্য রেখে গেছেন অনুকরণীয় মহান দৃষ্টান্ত |
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষপ্রান্তে এসে (১৯৪১ সালে) আশা করেছিলেন প্রাচ্যের দেশ থেকেই উচ্চারিত হবে "সভ্যতার দৈববানী" |
(সভ্যতার সংকট) |
সেই বানী উচ্চারণ করেছেন এশিয়া থেকে মাওসেতুং-হোচিমিন এবং আফ্রিকা থেকে পেট্রিস লুমুম্বা ও নেলসন ম্যান্ডেলা |
ম্যান্ডেলার মৃত্যুর পর দক্ষিণ আফ্রিকান কমিউনিস্ট পার্টি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মাও সেতুং-এর সেই বিখ্যাত বক্তব্যটি উদ্ধৃত করেছে |
"সকল মানুষকেই মরতে হবে |
তবে কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারি আর কোনো কোনো মৃত্যু পালকের চেয়েও হালকা |
জনগণের জন্য মৃত্যুবরণ হচ্ছে থাই পাহাড়ের চেয়ে ভারি |
কিন্তু যারা ফ্যাসিবাদের জন্য কাজ করে এবং শোষক ও অত্যাচারীর সেবা করতে গিয়ে মরে, সে মৃত্যু পালকের চেয়ে হালকা |
এরপর দক্ষিণ আফ্রিকান কমিউনিস্ট পার্টি বলছে, "কমরেড মাদিবা জনগণের জন্য মৃত্যুবরণ করেছেন এবং অবশ্যই তাঁর মৃত্যু সর্বোচ্চ পাহাড়ের চেয়েও ভারি |
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি |
এতে খালেদা জিয়াকে অসম্মান করা হচ্ছে |
খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এটি কে বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা |
কোনো ডাক্তার এখনো বলেনি বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন |
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষ চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন |
তথ্যমন্ত্রী বলেন, অতীতেও আমরা দেখেছি, বেগম জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন তারা দাবি তুলেছে বেগম জিয়াকে বিদেশ পাঠাতে হবে |
হাঁটু ও গায়ের তাপমাত্রা বেড়ে গেলেও তাকে বিদেশ পাঠাতে হবে |
কিছু হলেই বিদেশ পাঠাতে হবে এ জিকির তোলার কারণ কী? কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত |
তারা বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চান |
তারা বিশেষত বেগম জিয়াকে পাঠাতে চান লন্ডনে যেখানে তারেক জিয়া আছে |
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বেগম জিয়া যাতে সেখান থেকে আবার রাজনীতি করতে পারেন |
তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে সেখান থেকে রাজনীতি করছেন |
বেগম জিয়াকে পাঠিয়ে দিয়ে তারা সেই কাজটি করতে চান |
আসলে বেগম জিয়াকে বিদেশ পাঠানোর দাবি, তার স্বাস্থ্যগত কারণে নয়, রাজনৈতিক কারণে এ দাবি উত্থাপন হচ্ছে |
ডাক্তাররা এই দাবি করছে না, এ দাবি করছেন বিএনপি নেতারা |
তারা রাজনৈতিক উদ্দেশ্যেই এ দাবি করছে |
ড. হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার যাতে সঠিক চিকিৎসা হয় সে জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা করে দিতে বদ্ধপরিকর |
দেশের অভ্যন্তরে যে কোনো ব্যবস্থা নিতে চায় সরকার |
দেশের অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছে, তারা কি বলেছেন? তারা কি সরকারের কাছে আবেদন জানিয়েছেন? দেশের সর্বোচ্চ চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে বেগম জিয়ার আসলে কি হয়েছে সেটা পরীক্ষা করার কথা সেটা তো তারা বলছেন না |
তারা বলছেন, বিদেশ পাঠিয়ে দিতে হবে |
তিনি বলেন, বিএনপি শুধু নানা কথাবার্তা বলছেন, সভা-সেমিনার করছেন |
আর এই সভা-সেমিনার করার একটি প্রতিযোগিতাও দেখা দিয়েছে তাদের মধ্যে |
কারণ তাদের আবার পদ রক্ষা করতে হয় |
দৃষ্টি আকর্ষণ করতে হয় বেগম জিয়া ও তারেক রহমানের |
সেজন্য তারা আবার অনশনও করছেন |
এটি হচ্ছে বাস্তবতা |
আমি বিএনপিকে অনুরোধ জানাবো, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য |
বেগম জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় |
এতে করে বেগম জিয়াকে অসম্মান জানানো হচ্ছে |
বেগম জিয়ার বিদেশ যাওয়া নিয়ে সরকার রহস্যজনক আচরণ করছে- বিএনপির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়ার বিষয়ে বিএনপির ভূমিকাই রহস্যজনক |
আর সরকারের ভূমিকা অত্যন্ত স্পষ্ট |
বাংলাদেশে যাতে বেগম জিয়া সর্বোচ্চ চিকিৎসা পান সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর |
দেশের সব বড় বড় চিকিৎসকদের নিয়ে বেগম জিয়ার চিকিৎসা করাতে চাইলে সেটাও করতে চায় সরকার |
কিন্তু বেগম জিয়া অসুস্থ হলে বিদেশ নিতে চায় এটিই আসলে রহস্যজনক |
জনগণের কাছে ভোট চাওয়ার মুখ বিএনপির নেই : ওবায়দুল কাদের |
মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল |
ষ্টাফ রিপোর্টারঃ |
করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯১ |
১৫ ডিসেম্বর থেকে শুটিংয়ের ফিরছেন শাহরুখ খান |
জানুয়ারিতেই ক্রিকেটকে বিদায় বলছেন গেইল |
করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯১ |
১৫ ডিসেম্বর থেকে শুটিংয়ের ফিরছেন শাহরুখ খান |
জানুয়ারিতেই ক্রিকেটকে বিদায় বলছেন গেইল |
বাংলাদেশের সঙ্গে 'কানেকটিভিটি' বাড়াতে চাই : শ্রিংলা |
আবরার হত্যা মামলার রায় বুধবার |
'মেঘনা' নামে কুমিল্লা ও 'পদ্মা' নামে ফরিদপুর বিভাগ হবে : প্রধানমন্ত্রী |
৩০০ রানে ইনিংস ঘোষণা করল পাকিস্তান |
এবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ |
একনেকে ৭৪৪৭ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন |
মালালার সঙ্গে ব্লিনকেনের সাক্ষাৎ |
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩৩ |
ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে থানায় অভিযোগ |
৫ লাখ ৮৪ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে সোমবার |
বিশ্বে করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু |
হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন আজ |
সম্পাদক ও প্রকাশকঃ ইকবাল কবির |
সম্পাদকীয় কার্যালয়ঃ ৬৪, দিলকুশা (দ্বিতীয় তলা), মতিঝিল, ঢাকা-১০০০ |
ফোনঃ +৮৮০১৭৪৫৯২৯১৫৫, +৮৮০১৯৭৫৯২৯১৫৫, +৮৮০২৯৫৮৬৭৭০ |
ইমেইলঃ .@. |
© . |
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })(); |
নিজের সব দাঁত তুলে মালা বানিয়ে প্রেয়সীকে উপহার! নিজের সব দাঁত তুলে মালা বানিয়ে প্রেয়সীকে উপহার! - |
মাত্র পাওয়া : |
ভারতকে কাঁদিয়ে শিরোপা জিতল বাংলাদেশ গত ৩ মাস ধরে মুরাদ অসুস্থ- আমি তার সুস্থতা কামনা করি কোহলির মে'য়েকে ধ"র্ষ'ণের হু'মকি, পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী ক্রিকেটার নাসিরের মতো স্বামী চান না সুবাহ আমরা প'র'কী'য়া করিনি: মাহির স্বামী বর-কনে সেজে নজর কেড়েছেন মোশাররফ করিম-জুঁই মুরাদ অসংখ্য মেয়েকে ধ"র্ষ"ণ করেছে- তসলিমা স্বামীকে ২৪ ঘন্টায় ২৭ বার দিতেন নায়িকা মাহি সেই দিন ডা. মুরাদের কাছে জাইমাকে নিয়ে উসকানিমূলক প্রশ্ন করা সেই নাহিদ রেইন্সের আসল পরিচয় কি? মুরাদের হাত থেকে রেহাই পাননি নায়িকা মৌসুমীও! |
লাইফস্টাইল |
ধর্ম ও জীবন |
বিজ্ঞান ও প্রযুক্তি |
অদ্ভুত খবর |