content
stringlengths 0
129k
|
---|
সিলেটের মেয়র আরিফের বিরুদ্ধে প্রবাসীর অভিযোগ |
৮ ডিসেম্বর ২০২১ |
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে কোনো নোটিশ ছাড়া অন্যায়ভাবে এক প্রবাসীর ... |
সালিশে ৬০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা দফারফা |
৮ ডিসেম্বর ২০২১ |
চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে দুই সন্তানের জননী এক গৃহবধূ (২০)কে ধর্ষণের ঘটনাটি রাতের আকস্মিক সালিশে ৬০ ... |
কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুন |
আরও দুই আসামি গ্রেপ্তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর |
৮ ডিসেম্বর ২০২১ |
সান্তাহারে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন |
৮ ডিসেম্বর ২০২১ |
নবীগঞ্জে বিশ্ব সাহিত্য পরিষদের দু'টি বইয়ের মোড়ক উন্মোচন |
৮ ডিসেম্বর ২০২১ |
টিটিসি'র অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ |
৮ ডিসেম্বর ২০২১ |
'নিশ্চয় তুমি ভালো মেয়ে মানুষ |
জিন্সের প্যান্ট পরলেই কেউ খারাপ হয় না |
একটা ছবি দিলে ... |
কোটালীপাড়ায় নৌকার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার |
৮ ডিসেম্বর ২০২১ |
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্র্থী হওয়ায় পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ... |
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম |
সদ্য তিনি বাগদান সেরেছেন |
তারপর অংশ নিয়েছেন সিনেমার শুটিংয়েও |
বাগদানের পর মিম জানিয়েছিলেন, নতুন এক জীবন শুরু করলেও ক্যারিয়ারের দিকে তিনি ঠিক আগের মতোই মনোযোগী থাকবেন |
তার প্রমাণও তিনি দিয়ে যাচ্ছেন |
বাগদানের পরই নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন |
'পথে হলো দেখা'- শিরোনামের সেই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া শৌখিন আর পরিচালনার দায়িত্ব পেয়েছেন আবু রায়হান জুয়েল |
মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হবে |
এই খবরই নয় শুধু নতুন আরও একটি খবর দিলেন মিম |
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আগামী ১লা ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম |
৪ঠা ডিসেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান |
সেখানে নিজের সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি |
আগামী ১০ই ডিসেম্বর দেশে ফেরার কথা আছে এই নায়িকার |
এবার নিয়ে যুক্তরাষ্ট্রে ৬ বার যাওয়া হবে বলেও জানিয়েছেন মিম |
গত ১০ই নভেম্বর জন্মদিনে বাগদান সেরেছেন মিম |
হবু স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন |
বাগদানের পর প্রথম দেশের বাইরে যাচ্ছেন মিম |
এ বিষয়ে মিম বলেন, যখন আমাদের প্রেমের সম্পর্ক ছিল তখনো তাকে ছাড়া দেশের বাইরে গিয়েছি শুটিং করতে |
মন খারাপ হয় প্রিয় কিছু রেখে গেলে |
বিষয়টা অভ্যাস হয়ে গেছে |
এবার একটা অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি |
আশা করছি অনুষ্ঠানটিতে পারফর্ম করে ভালোভাবে দেশে ফিরতে পারবো |
এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত দু'টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে |
ছবি দুটো হচ্ছে- 'পরাণ' ও 'দামাল' |
এ ছবিগুলো নিয়েও বেশ আশাবাদী মিম |
ক্যারিয়ার, ব্যক্তি জীবন সবমিলিয়ে সুন্দর এক সময়ই পার করছেন এই তারকা |
আপনার মতামত দিন |
বিনোদন অন্যান্য খবর |
পুতুলের সরব সময় |
৮ ডিসেম্বর ২০২১ |
'মধ্যবিত্ত'র শুটিংয়ে তারা |
৮ ডিসেম্বর ২০২১ |
ওয়েব ফিল্মে সুনেরাহ |
৮ ডিসেম্বর ২০২১ |
অন্য এক সিয়াম |
৮ ডিসেম্বর ২০২১ |
৮ ডিসেম্বর ২০২১ |
বিজ্ঞাপন চিত্রে অর্ণব-তাহসান |
৮ ডিসেম্বর ২০২১ |
৮ ডিসেম্বর ২০২১ |
মেহজাবিনের টেলিছবি 'বাঘিনী' |
৮ ডিসেম্বর ২০২১ |
ছোট পর্দায় আজ |
৮ ডিসেম্বর ২০২১ |
চ্যানেল আইতে 'সুলেমান'চ্যানেল আইতে চলছে বিশ্বখ্যাত আরব্য সিরিয়াল 'সুলেমান' |
এ সিরিয়ালের চরিত্রে রূপদান করেছেন ... |
স্বপ্নের বাড়ি বানাতে কে না চায় |
কিন্তু স্বপ্ন থাকলেও তা বাস্তবায়িত ক'রতে পারে কয়জন |
এবার দীর্ঘদিনের স্বপ্নই বাস্তব হতে চলেছে |
জলের দরে সামান্য টাকা ইনভেস্ট করলেই পেয়ে যাবেন স্বপ্নের বাড়ি |
মধ্যবিত্তদের এই স্বপ্নকেই সফল ক'রতে বড়সড় সি'দ্ধান্ত নিল মোদী স'রকার |
এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি কেনার জন্য সাবসিডি-র সুযোগ মি'লছে |
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে ১ সেপ্টেম্বর থেকেই । এই যোজনায় যারা বাড়ি কিনতে ইচ্ছুক, তারা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত, অনলাইনের মাধ্যমেই আবেদন ক'রতে পারবেন । |
প্রধানমন্ত্রীর আবাস যোজনার অন্তর্গত প্রথমবার বাড়ি কেনার জন্য গ্রাহকদের ক্রেডিট লিঙ্কড সাবসিডি দেওয়া হয় |
অর্থাৎ বাড়ি কেনার জন্য লোনের সুদের হারে সাবসিডি দেওয়া হয় । এই যোজনায় ২.৫০ লক্ষের বেশি পরিবার এই আ'কর্ষণীয় সুবিধা পাবেন । |
২০১৫ সালের ২৫ জুন এই স্কিম চালু ক'রা হয়েছিল । কে'ন্দ্র স'রকারের এই যোজনায় সাবসিডি স্কিম ৩১ মা'র্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে । সামান্য রোজগার যাদের তাদের জন্য এই স্কিম নিয়ে এসেছে কে'ন্দ্র স'রকার |
যাদের আয় ৩ লক্ষ টাকার কম, তারা বুকিং করলে এই বাড়ি দেওয়া হবে । রাজ্যের সমস্ত গরিব পরিবাররা মাত্র ৩.৫০ লক্ষ টাকায় এই বাড়ি পেয়ে যাবেন । |
৩ বছরের মধ্যে তাদের সমস্ত টাকা আবার ফেরতও দিয়ে দিতে হবে । একদম শুরুর দিকে উত্তরপ্রদেশের হাউজিং ডেভেলপমেন্ট কাউন্সিল ৫ বছরের মেয়াদে বাড়ি দেওয়ার প্র'স্তা'ব দিয়েছিল । কিন্তু বর্তমানে তা কমিয়ে ৩ বছর ক'রা হয়েছে । অনলাইনেই পিএমও-র ওয়েবসাইডে গিয়েই আবেদন ক'রতে পারবেন গ্রাহক'রা |
আধার নম্বর,আধার কার্ডে থাকা নাম,নাম, ঠিকানা, পরিবারের সদস্যদের নাম সহ সমস্ত ত'থ্য দিয়ে সাবমিট ক'রতে হবে |
আবেদব ক'রার জন্য মাত্র ১০০ টাকা ক'রে দিতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য ৫০০০ টাকা ব্যাঙ্কে গিয়ে জমা ক'রতে হবে। |
আর্টিকেলভিডিওকুইক ভিডিওইতিহাসখেলাধুলাবাংলাদেশমুক্তিযুদ্ধসাম্প্রতিক বিশ্বরাজনীতিবিশ্ববিজ্ঞানবই ও সিনেমাবিনোদনউপকথাজীবনীপ্রযুক্তিজীবজগৎলাইফস্টাইলশিল্প-সংস্কৃতিঅর্থনীতিভূগোলভ্রমণসচেতনতাশিক্ষাসাহিত্যতারুণ্যস্থাপত্যকলাস্বাস্থ্য-চিকিৎসাখাবার ও রেসিপি |
বই ও সিনেমা |
লিটল থিংস: ছোট ছোট আশা আর ভালোবাসার গল্প |
11 2021 |
1.3 বার পড়া হয়েছে |
1.3 বার পড়া হয়েছে |
সিনেমা হলে গিয়ে মোমো (ধ্রুভ) আর বিরিয়ানি মনস্টারের (কাভ্যা) পরিচয় |
একজন মার্কেটিংয়ে প্রতিষ্ঠিত, অন্যজব চাকরি পেতে, থিসিসের কাজ পেতে হিমশিম খাচ্ছে |
প্রতিদিন একজন অন্যজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, আবার পরক্ষণেই আছে একসাথে |
কাভ্যা আর ধ্রুভের ছোট ছোট আশা আর ভালোবাসার গল্প নিয়েই জনপ্রিয় সিরিজ 'লিটল থিংস' |
তারা একসাথে আড্ডা দেয়, রান্না করে, গল্প করে, অফিস শেষে দূরে কোথাও খেতে যায়, সারা রাত মুভি দেখে- এভাবেই চলতে থাকে তাদের জীবন |
একসময় তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয় |
মনের অমিল, মতের অমিল, কিছু উত্থান এবং পতন আসে জীবনে |
একসময় দুজন দু'প্রান্তে চলে যায় |
এই দূরে চলে যাওয়া কি সত্যিকার দূরে চলে যাওয়া ছিল? নাকি অন্য কিছু? 'লং ডিস্ট্যান্স' এই সম্পর্কে কি তাদের দুজনের সম্পর্কে দূরত্ব এনেই দিল শেষমেশ? |
চঞ্চলমতি কাভ্যা; : |