content
stringlengths 0
129k
|
---|
লেট টুয়েন্টিজে একটি যুগলের সম্পর্কে, মানুষের জীবনে যে যে নিয়ামক আসে, তার সবগুলো প্রায় নিখুঁতভাবে দেখিয়েছে এই জনপ্রিয় সিরিজ |
২০১৬ সালে ইন্ডিয়ান জনপ্রিয় ইউটিউব চ্যানেল ডাইস মিডিয়াতে এই সিরিজের প্রথম সিজন প্রকাশ পায় |
প্রকাশের সাথে সাথে বিপুল জনপ্রিয়তা পায় |
মিথিলা পারকার (কাভ্যা কুলকারনী) এর দুর্দান্ত অভিনয় প্রাণ এনে দেয় এই শো-তে |
চঞ্চল, বুদ্ধিমান, চটপটে, হাসিখুশি এই মেয়েটি 'লিটল থিংস' সিরিজ দিয়ে সবার মনে জায়গা করে নেয় |
অন্যদিকে, ধ্রুভ এই শো-র মেল লিড |
মজার ব্যাপার হলো, তিনি নিজেই সিরিজটির রচয়িতা |
রাগ, একটু আগ্রাসী, ব্যর্থ একজন মানুষের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি |
তার আসল নামও কিন্তু ধ্রুভ |
শো-তে তার নাম ধ্রুভ ভাটস, বাস্তবে ধ্রুভ শেগাল |
পুরো সিরিজ জুড়েই এই দুজন থাকলেও বেশ কিছু পার্শ্বচরিত্রও ছিল |
কম-বেশি সবাই বেশ ভালো অভিনয় করেছে |
এর মাঝে কাভ্যার কলিগদের অভিনয় মাঝেমধ্যে একটু কম-বেশি লেগেছে |
কখনও ভালো, কখনও খারাপ |
কাভ্যা আর ধ্রুভ; : |
২০১৬ সালে এই সিরিজের প্রথম সিজন প্রকাশের কিছুদিনের মধ্যেই প্রায় ১৫ মিলিয়ন ভিউ অতিক্রম করে, যেটা এমন ছোট্ট সিরিজের জন্য ছিল অভাবনীয় ব্যাপার |
এই রিভিউ লেখার সময় সেই সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে |
এরপর নেটফ্লিক্সের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে লিটল থিংস জায়গা করে নেয় নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে |
পেইড প্লাটফর্মে যাবার পরও সিরিজটির জনপ্রিয়তা এতটুকু কমেনি |
মাত্র কিছুদিন আগে শেষ হয়ে গেল জনপ্রিয় সিরিজটি |
একটু বোল্ড হবার কারণে হয়তো সিরিজটি সবার কাছে ভালো লাগেনি |
তবে প্রাপ্তবয়স্ক, বিশেষ করে ২০-৩০ বছর বয়সীদের কাছে নিজেদের জীবনের প্রতিফলন ছিল |
প্রথম সিজনের অধিকাংশ মুম্বাইতে, এরপরের সিজনগুলো কখনও মুম্বাই, দিল্লি, কেরালা, নাগপুর, বেঙ্গালুরুতে ধারণ করা হয়েছে |
পুরো সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক অদ্ভুত সুন্দর, যে কেউ মুগ্ধ হয়ে যাবে |
এছাড়া ভিজুয়াল, ক্যামেরা এঙ্গেল, ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট, ড্রেস আপ, কালার কারেকশন, পোশাকসহ সব ধরনের কাজ ছিল মনোমুগ্ধকর |
ধ্রুভ; : |
প্রতি সিজনে আলাদা আলাদা ডিরেক্টর ছিলেন, তবে সেটা কাজে বোঝা যায়নি |
ডিরেক্টর হিসেবে ছিলেন অজয় ভুয়ান, রুচির অরুন আর সুমিত অরোরা |
সিনেমাটগ্রাফিতে ছিলেন অনিরুদ্ধ পাটনাকর আর এডিটিং প্যানেল নিজের জাদু দেখিয়েছেন সৌম শর্মা |
মোট ২৯ পর্বের এই সিরিজের প্রথম আর শেষ সিজন সবচেয়ে বেশি ভালো লাগার মতো |
মাঝের দুটো সিজন প্রায় একই ধরনের, বিশেষ করে সিজন ৩, তুলনামূলক কম জনপ্রিয়তা পেয়েছে একঘেয়েমির জন্য |
যদিও অভিনয় অনবদ্য ছিল, কিন্তু সিজন ২ আর ৩ প্রায় একই রকম হওয়ায় কিছুটা কমতি লাগবে |
মনে হতে পারে, সিজন ৩ আরেকটু সুন্দর হলেও হতে পারত |
সিজন ৪-এ কেরালার কিছু অংশ দেখিয়েছে লিটল থিংস টিম |
ড্রোন শট থেকে শুরু করে সবুজ বন, দর্শনীয় স্থান, নদী, হ্রদ, বাসভ্রমণ ইত্যাদি |
অন্যতম সুন্দর লেগেছে 'হিউম্যান লাইব্রেরি' |
ধ্রুভ যখন সেমিনারে, তখন মিথিলা তার ৩০ তম জন্মদিন একা একা পালন করছে কেরালায় |
সাইকেলে শহরের একটা অংশ ঘুরে সে খোঁজ পায় হিউম্যান লাইব্রেরির |
একজন মানুষের নিজের জীবনের গল্প শোনায় সবাইকে |
আর এটাই কি কেবল লাইব্রেরির ভিন্ন বৈশিষ্ট্য? নাকি অন্য কিছু? জানার জন্য সিরিজটি মিস করা যাবে না |
ছোট ছোট আশা আর ভালোবাসার গল্প; : |
অন্যদিকে ত্রিশ বছরে এসে একটি মেয়ের জীবনের চাওয়া-পাওয়া, পূর্ণতা, না পাওয়া, বিষণ্নতার ছবি- সবকিছু যেন সিজন ৪ এর ৮টি পর্বে উঠে এসেছে |
এত বাস্তব, এত জীবন্ত সেই চিত্র! শৈশব-কৈশোরের স্মৃতি, হোক সে পুরুষ বা নারী- সবার জীবনের একটা বোধোদয় বোধহয় ত্রিশ বছরে এসে হয় |
সেটাই আমরা দেখেছি এই সিরিজে |
পাঁচ বছর ধরে চলা এই সিরিজের সাথে সাথে মিথিলা আর ধ্রুভ নিজেরাও বেড়ে উঠেছে, বড় হয়েছে কাভ্যা আর পর্দার ধ্রুভও |
সাথে সাথে কত কিছু বদলে গেছে |
টেকনোলজিতে এসেছে কত উন্নতি |
সেই সময়ে ওটিটি প্লাটফর্মের নাম কী ছিল? এখন তো ওটিটি ছাড়া চলেই না |
২০১৬ সালে যারা চাকরিজীবনে প্রবেশ করেছিল, তারা হয়তো এখন চাকরিতে ভাল অবস্থানে আছে |
যারা সেসময় চাকরি পেতে সংগ্রাম করছিল, তারাও হয়তো ভালো অবস্থানে আছে |
অনেক না পাওয়া-পাওয়া, হারানো-খুঁজে পাওয়াসহ সব কিছু মিলে বয়স ত্রিশে আসতে আসতে কত কিছু ঘটে যায়- তার এক প্রতিফলন এই সিরিজ |
৮.৪ রেটিং নিয়ে -তে জায়গা করে নিয়েছে |
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্যসহ অনেক দেশে এই সিরিজটি তুমুল জনপ্রিয় |
সারাদেশক্রীড়াঙ্গনসাহিত্য সংস্কৃতিইতিহাস ঐতিহ্যপর্যটনধর্মবিজ্ঞান প্রযুক্তিপরিবেশ জলবায়ুফটো ভিডিওব্যাবসা বাণিজ্যসোশ্যাল মিডিয়াস্বাস্থ্যমুক্তমত |
ক্ষমতায়ন ও উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিয়ে মৌলভীবাজারে সেমিনার |
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ |
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ |
দেশের সম্পদ পাচারকারী দূর্নীতিবাজদের নামের তালিকা প্রকাশ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের |
গবেষণার ফল প্রকাশ: তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের সুপারিশ |
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে মৌলভীবাজারে সেমিনার আজ |
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর |
ভবিষ্যৎ মহামারি আরও মারাত্মক হতে পারে: সারাহ গিলবার্ট |
মৈত্রীর ৪১ বছর: স্বপ্নযাত্রা কতদূর |
দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ |
" : " শীর্ষক গবেষণা ফল প্রকাশ করবে কাল |
বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ |
দেশীয় শাড়ী 'সিল্ক কথন' |
মঞ্চস্থ হলো গণহত্যার নাট্যরুপ 'শহীদ সাগর' |
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে মৌলভীবাজারে সেমিনার ৭ ডিসেম্বর |
শ্রীমঙ্গল মুক্ত দিবস কাল |
মুক্তিযুদ্ধের সংগঠক ও '৭১-এর শহীদ পবন তাঁতী দিবস আজ |
স্বামীর চিতায় সহমরণ বা আত্মহুতি দেবার কুখ্যাত সতীদাহ প্রথা বিলুপ্তির ১৯২ বছর |
স্বৈরাচারবিরোধী '৯০-এর মহান গণঅভ্যুত্থান দিবস আজ |
মর্যাদায় গড়ি সমতা' ক্যাম্পেইনের অধীনে বাংলাদেশে প্রথম ' ' |
জনকের অনন্তযাত্রায় কী ঘটেছিল? |
স্বাধীনতার পরাজিত শক্তির হাত ধরে সাম্প্রদায়িকতা ও ধর্মের রাজনীতির পুনরুত্থান ঘটেছে: মেনন |
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন: দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৩ জন ও আহত ৫৩২ |
টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির টিকিট পেলেন কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরী |
স্বপ্নের মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চলাচল করবে ১২ ডিসেম্বর |
অগ্নিযুগের মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু'র ১৩২তম জন্মবার্ষিকী আজ |
ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : শিক্ষামন্ত্রী |
'নারীদের নানা ধরনের ক্যান্সার রোগের প্রতিকার ও প্রতিরোধ' শীর্ষক কর্মশালা |
ওমিক্রন প্রতিরোধে কঠোর বিধিনিষেধ প্রয়োগ ও কার্যকর করার দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের |
ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃসংক্রমন ঘটাতে পারে |
বিশ্ব ইতিহাসের মহানায়ক নেলসন ম্যান্ডেলা |
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০ |
|| হায়দার আকবর খান রনো || ১৮ জুলাই ২০২০ : বিশ্ব ইতিহাসে যারা মানবমুক্তির পথ দেখিয়ে সভ্যতার আলোক প্রজ্জ্বলিত রেখেছেন, সেই স্বল্পসংখ্যক মহানায়কদেরই একজন নেলসন ম্যান্ডেলা, যিনি মাদিবা নামেও পরিচিত |
অন্ধকারাচ্ছন্ন আফ্রিকার কালো মানুষদের তিনি মুক্তির পথ দেখিয়েছেন |
শৃঙ্খলিত দক্ষিণ আফ্রিকাকে তিনি মুক্ত করেছেন |
সাদা চামড়ার ঔপনিবেশিক শোষকদের দ্বারা লালিত বর্বর বর্ণবাদকে চূর্ণ-বিচূর্ণ করে সকল জাতি-বর্ণের মানুষকে তিনি শিখিয়েছেন ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতির মহৎ আদর্শ |
এইভাবে তিনি হয়ে উঠেছেন কেবল দক্ষিণ আফ্রিকারই নয়, সারা বিশ্বের মানবজাতির মুক্তির সেনানী, অগ্রপথিক |
একাধারে সংগ্রামী মানুষ, অপরদিকে শান্তির ও সম্প্রীতির অগ্রদূত |
মাত্র পাঁচ বছর আগেও যে মার্কিন প্রশাসনের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় নাম ছিল নেলসন ম্যান্ডেলার, সেই মার্কিন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট বারাক ওবামা বলতে বাধ্য হয়েছেন, "ম্যান্ডেলা এখন সময়েরও ঊর্ধ্বে |
" তিনি ম্যান্ডেলাকে তুলনা করেছেন মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, আব্রাহাম লিংকনের সঙ্গে |
অথচ শান্তির জন্য নোবেল পুরস্কার পাবার পনের বছর পরও মার্কিন সাম্রাজ্যবাদের দ্বারা রচিত তালিকায় তিনি ছিলেন "সন্ত্রাসবাদী" |
বর্ণবাদ ছিল শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীদের মতাদর্শগত হাতিয়ার |
বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম ও সাম্রাজ্যবাদের লুণ্ঠনের বিরুদ্ধে সংগ্রাম আসলে একই সূত্রে গাথা |
তাই ম্যান্ডেলার সংগ্রামের ইতিহাস জানতে হলে সাম্রাজ্যবাদের শোষণ-লুণ্ঠনের ইতিহাসও জানতে হবে |
সভ্যের বর্বর লোভ |
আফ্রিকা মহাদেশের ইতিহাস হলো ইউরোপীয় শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদ কর্তৃক চরম অমানবিক শোষণ, লুণ্ঠন, ধর্ষণের ইতিহাস |